আজ জগদীশচন্দ্র বসুর জন্মদিন। কেউ একটু লিখুন না কোনো টই খুলে। ছোটাইদিদি, কই গেলে, শুনছ????
pi | ৩০ নভেম্বর ২০১১ ২৩:৪৪ | 128.231.22.133
টইতে নতুন ভূত ? নাম দেখাচ্ছে, পোস্ট নাই ?
Bratin | ৩০ নভেম্বর ২০১১ ২৩:১২ | 117.194.99.155
আপিস থেকে তো। টি শার্ট।
maximin | ৩০ নভেম্বর ২০১১ ২২:৫৪ | 59.93.193.211
কী রঙের পাঞ্জাবি পরে গেছিলে ব্রতীন?
Bratin | ৩০ নভেম্বর ২০১১ ২২:৫২ | 117.194.99.155
মরশুমের দ্বিতীয় বিয়ে বাড়ি খেয়ে এলুম।
maximin | ৩০ নভেম্বর ২০১১ ২২:৫১ | 59.93.193.211
পাই আমি কিশেন ই লিখব। তালব্য শ।
siki | ৩০ নভেম্বর ২০১১ ২২:০৮ | 122.177.251.103
ধ্যাত্তেরি, লিংটায় আরডি-র গাওয়া।
siki | ৩০ নভেম্বর ২০১১ ২২:০৮ | 122.177.251.103
কিন্তু আমি যে লিংটা দিলাম, সেটা এসপি-র গাওয়া। অ্যাট এনি টাইম, এটা আরডির গলায় বেশি ভালো লাগছে এসপির থেকেও।
aka | ৩০ নভেম্বর ২০১১ ২১:৫৯ | 168.26.215.13
মনে হয় বেসি খেতে হবে। ব্রেণে বেশি রক্ত চলাচল করছে, কমাতে হবে। পারছি না। ঃ((
nyara | ৩০ নভেম্বর ২০১১ ২১:৫৬ | 203.83.248.37
আর ঘাসপাতা খাওয়া কমাতে হবে।
aka | ৩০ নভেম্বর ২০১১ ২১:৫৬ | 168.26.215.13
এবং আমার আজা মেরি জান বেশি ভালো লাগে এসপির জন্য।
aka | ৩০ নভেম্বর ২০১১ ২১:৫৫ | 168.26.215.13
ও আমার চোখ দেখাতে হবে।
nyara | ৩০ নভেম্বর ২০১১ ২১:৫৫ | 203.83.248.37
ঐ জে, সিকিকে।
siki | ৩০ নভেম্বর ২০১১ ২১:৫৪ | 122.177.251.103
পেয়ে গেছি।
আজা মেরি জান।
aka | ৩০ নভেম্বর ২০১১ ২১:৫৪ | 168.26.215.13
এটা ন্যাড়াদা কাকে বলল?
nyara | ৩০ নভেম্বর ২০১১ ২১:৫১ | 122.172.160.101
আরডির গানের হিন্দি ভার্সান কোনটা জানিনা, তবে আশার গলার পার্টটা সাগর সিনেমার থিম মিউজিকের মেলডি।
aka | ৩০ নভেম্বর ২০১১ ২১:৪৮ | 168.26.215.13
না না তুলনা করি নি। বললাম কোলাভেরি হল ভারতের বোঃর্যাঃ। যেমন কৃশাণু হল ভারতের ভালদেরামা।
sda | ৩০ নভেম্বর ২০১১ ২১:৪০ | 117.194.200.90
আকাদা , ঐটি মানতে পারলুম না। কোথা বোঃ র্যাঃ আর কোথায় কোলাভেরি ঃ(
siki | ৩০ নভেম্বর ২০১১ ২১:৪০ | 122.177.251.103
এখানেই শুধোই।
তুমি কত যে দূরে, আর ডি-র এই গানটার হিন্দি ভার্সনটা কী?
pi | ৩০ নভেম্বর ২০১১ ২১:৩৬ | 72.83.76.29
বেশ। ভালো ভালো, পাকা পাকা, পোকা না লাগা দেখে টেখে বেশ ক'তা বেছে নিলুম ঃ)
kc | ৩০ নভেম্বর ২০১১ ২১:২৭ | 178.61.96.29
পাই, স্পিকার নাই। তাই বলতে পারলামনা এটাই সেটা কিনা। তবে আমার কাছে থাকা রেকর্ডটা প্রায় মিনিট ত্রিশের মতন। তবে তোমারে অনেকগুলো 'ক' দিতে ইচ্ছে করল। যতগুলো খুশী নিয়া নিও।
( উফ্ফ , কবে যে ক্রোমে বাংলা দেখা যাবে ঃ( আর ফাফ আর আই ই বদামো বন্ধ করবে ঃ( )
আর এটাই দেওয়া হয়নি। সুলতান খানের সারেঙ্গী সহ মেহদী হাসানের কেসরিয়া ঃ
pi | ৩০ নভেম্বর ২০১১ ২১:১৮ | 72.83.76.29
মিনিদিকে একটু খচিয়ে দিয়ে যাই।
কিষেণজী(/জি) হবে না ? ঃ) তালিব্য শ কেন ?
তবে মামুর ঈশেনযি নামটা কিন্তু বেড়ে হয়েছে।
pi | ৩০ নভেম্বর ২০১১ ২১:১৬ | 72.83.76.29
*ওটার টান ছাড়া আর কিছু
Du | ৩০ নভেম্বর ২০১১ ২১:১৪ | 117.194.204.76
আজকে দক্ষিণ কলকাতা সীটে ইলেকশনের জন্য স্কুল ছুটি থাকলো।
pi | ৩০ নভেম্বর ২০১১ ২১:১২ | 72.83.76.29
কেশীদা, আমি ওটাই শুনছি মনে হয় ।
এটা তো ?
হ্যাং, জাকির হুসেনের নামটা নেওয়া উচিত ছিল। কিন্তু এটা আমার হয়। সারেঙ্গীর বেলায়। অন্য সব বাদ হয়ে যায়। ওটা টান ( বা বলা ভাল, কথা)আর কিছু জাস্ট কানে ঢোকে না! এমনকি সারেঙ্গী যখনে বাদ্যানুষঙ্গ, ভোক্যালের সাথে , সেখানেও অনেক সময় ভোক্যালটাই ব্যাকগ্রাউণ্ডে চলে জায় , এও দেখেছি। ইন ফ্যাক্ট, এই মান্ডটা শুনতে শুরু করেছিলাম এরকম কিছু হল বলেই। কেসরিয়া আমার প্রিয় গান। ওটার নানা ভার্শন থাকলেও, আর ফোক ভারশনগুলোর একটা আলাদা চার্ম থাকলেও, মেহদী হাসানএরটাই কেন আমার সবচে ভাল লাগে, সব কটা শুনে শুনে ভাবার চেষ্টা করছিলাম। ফর্মটার জন্য ? গজলের আঙ্গিকের জন্য ? নাঃ। বল্লাম তো, এই গানটার সাথে ফোকও খুব ভালো যায়। তবে কি মেহদী হাসান প্রিয় বলে ? নাঃ, ভেবে দেখলাম, তাও নয়। এই গানের মেহদী হাসানের গলা আমার সেই প্রিয় মেহদী হাসানের ম্যাজিক গলা নয়। তবে ? তারপর দেখি, আরে ম্যাজিক তো লুকিয়ে আছে, গানের পিছনে। সারেঙ্গী।
তারপ্র কচি করে দুটো এক্ষপি কল্লুম। হাইপো প্রমাণার্থে। মেহদী হাসানের একটা লাইভ ভার্শন শুনলুম। এইটা ঃ সারেঙ্গীর জায়গায় হারমোনিয়াম। সেই ভালো লাগা এল না। অতএব এক্ষপেরিমেন্টের নেগেটিভ ক®¾ট্রাল ক্লিন। দ্বিতীয়টা হল শুধু সুলতান খানের মাণ্ড শোনা। ম্যাজিক ব্যাক ! অতএব পজিটিভ ক®¾ট্রালও ঠিকঠাক।
তারপর থেকেই ওটা শুনে চলেছি।
এই সারেঙ্গী শুনেই হিন্দুস্থানী ক্ল্যাসিকালের প্রেমে পড়েছিলুম। নাঃ, বলা ভাল ওর টানেই বাকি সবের সাথে আলাপ করার ইচ্ছ। ইসেটা সারেঙ্গীইর উপরেই।
ppn | ৩০ নভেম্বর ২০১১ ২১:০১ | 216.52.215.232
সুমেরু হ্যাবাড্ডে।
siki | ৩০ নভেম্বর ২০১১ ২০:৫০ | 122.177.251.103
ঃ) ছিঃ, আমি এখন বাড়িতে রয়েছি। আপিসের ব্যাপার আপিসে।
শ্রুতিকে গানটার সময় দেখছিলাম তো। বউ সেই দেখে বলল গান শোনা হচ্ছে না চোখ দিয়ে গেলা হচ্ছে!
একেই বলে সুযোগের অপেক্ষায় থাকা! ঃ(
dukhe | ৩০ নভেম্বর ২০১১ ২০:৪৯ | 14.96.75.61
জানি সিকি কুড়ির কথা আনবেই । বিষয় যাই হোক ।
siki | ৩০ নভেম্বর ২০১১ ২০:৪৫ | 122.177.251.103
তবে মেয়েটা কিন্তু বেশ হট ঃ-)
Tim | ৩০ নভেম্বর ২০১১ ২০:৪০ | 173.163.204.9
হেহে ওরা এখন বেশ চাপে। কিভাবে গানটা শুট করবে বুঝে পাচ্ছেনা। এখন যাই করবে লোকে বলবে অতটা ভালো হয়নি।
aka | ৩০ নভেম্বর ২০১১ ২০:৪০ | 168.26.215.13
হ্যাবাডে সুমেরু।
kc | ৩০ নভেম্বর ২০১১ ২০:৩৯ | 178.61.96.29
পাই, সুলতান খানের মান্ডের একটা উইথ জাকির ভার্শন আছে। সারেঙ্গিতে পা থেকে সা অবধি যেমনভাবে আসা যাওয়া করছে, বাঁয়ার আওয়াজও ঠিক সেই ভাবে একইসঙ্গে পা থেকে সা এর মধ্যে আসাযাওয়া করছে। নেশা আরও জমে যায়।
siki | ৩০ নভেম্বর ২০১১ ২০:৩৮ | 122.177.251.103
এদিকে আজ হুমেরুকে ক্ষেউ হ্যাবাড্ডি কইল না। সব ভুলে গ্যাসে।
pi | ৩০ নভেম্বর ২০১১ ২০:৩৭ | 72.83.76.29
তবে ধনুষ ওঁর একার সাক্ষাৎকারে বলেছিলেন, গানটা একটা সিটিং এই লেখা বটে, কিন্তু রেকর্ড করার আগেই বসে পুরোটা লিখেছিলেন। ওদিকে রজনীকান্ত তনয়া তো জানালেন ওটা ইমপ্রম্প্ট্য়ু রেকর্ড করা। আগে একবারও কিছু না ঠিক করে রেকর্ডিং এর সময়ই পুরোটা বানানো হয়েছে, মিউজিক অ্যারেঞ্জমেন্টের সাথে সব খাপে খাপ করা হয়েছে, এটা মানাটা একটু চাপ হয়ে যাচ্ছে। তবে, অনেকে পারেন হয়তো। আমাদের কবি গানের কবিরাই ছিলেন তো।
maximin | ৩০ নভেম্বর ২০১১ ২০:৩৪ | 59.93.193.211
সিকি এগুলো আমি নিজেই বুঝেছিলাম।
pi | ৩০ নভেম্বর ২০১১ ২০:৩৩ | 72.83.76.29
হ্যাঁ, শ্রুতি হাসানকে আমার খুব পছন্দ হইসে। মানে কেবল শ্রুতি শ্রুতি শুনছিলুম, এদিকে ছবি দেখে কী ভীষণ চেনা চেনা লাগছিলো। কেন, কেন মনে করার চেষ্টা করতেই সারিকার কথা মনে হল । তারপর কাকুর কাছ থেকে সব শুনলুম।
Tim | ৩০ নভেম্বর ২০১১ ২০:৩২ | 173.163.204.9
আচ্ছ আচ্ছা তোমার জন্যই রেখে দিলাম। হীরেটা পরে নিও শিগ্গির।
pi | ৩০ নভেম্বর ২০১১ ২০:৩১ | 72.83.76.29
আমি ক'দিন ধরে অল্টারনেটে করে সুলতান খানের মাণ্ড, কোলাভেরি শুনে চলেছি। মাঝে মাঝে জোন বেজের একটা দুটো। গুচ্ছ ককটেল। ব্যাপ্পক নেশা হয় ঃ)
aka | ৩০ নভেম্বর ২০১১ ২০:২৮ | 168.26.215.13
আমার জন্য কেউ কিছু রাখে না। সবই হীরের জন্য। হা হতোস্মি।
ppn | ৩০ নভেম্বর ২০১১ ২০:২৮ | 216.52.215.232
আবার প্পনকে নিয়ে টানাটানি ক্যানে? একেই ক্লায়েন্টের ঝাড় খাওয়ার জন্য তৈরি হচ্ছি!
কংকলে গেলুম।
maximin | ৩০ নভেম্বর ২০১১ ২০:২৭ | 59.93.193.211
Tim | ৩০ নভেম্বর ২০১১ ২০:২৬ | 173.163.204.9
নাহ, আমি তো প্পনের আর সিকির জন্য রেখে দিইচি। ;-)
kc | ৩০ নভেম্বর ২০১১ ২০:২৪ | 178.61.96.29
নাঃ ওটা তুমি বলবে বলে খালি রাখা হয়েছে। তিমিকে বললাম।
Tim | ৩০ নভেম্বর ২০১১ ২০:২০ | 173.163.204.9
শ্রুতি হাসান সম্বন্ধে কেউ কিসু কইলো না?
ppn | ৩০ নভেম্বর ২০১১ ২০:১৯ | 216.52.215.232
মানে ৮ঃ১৭-এর পোস্টে।
ppn | ৩০ নভেম্বর ২০১১ ২০:১৯ | 216.52.215.232
সিকির লাস্ট দুটো সেন্টেন্সে ক্ষ'-এ ক্ষ।
siki | ৩০ নভেম্বর ২০১১ ২০:১৭ | 122.177.251.103
রাজ-পুত্র দর্শন করে এলাম। মানে, রাজদীপের ছানাকে। কী মিত্তি দেখতে হয়েছে। রাজদীপের সঙ্গেও এই প্রথম মোলাকাত হল। ওর মত ভালো ছেলে খুব কম দেখেছি। বাই হার্ট খুব ভালো মানুষ।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন