এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • nyara | ০২ ডিসেম্বর ২০১১ ২২:২৮ | 122.172.172.235
  • হনু কী?
  • byaang | ০২ ডিসেম্বর ২০১১ ২২:২৮ | 122.178.194.103
  • ফটকে, আজকাল কোনটা বেশি হচ্ছে চোখে ছানি না পেটে পানি?
  • ppn | ০২ ডিসেম্বর ২০১১ ২২:২৭ | 122.252.231.10
  • গুড কোশ্চেন।

    জবাব হনু এসে দেবে। ঃ)
  • nyara | ০২ ডিসেম্বর ২০১১ ২২:২৬ | 122.172.172.235
  • আমি কী? প্রবীর ঘোষ না আগমার্কা বিপ্লবী না কাছাখোলা বাজারপন্থী?
  • phaTik | ০২ ডিসেম্বর ২০১১ ২২:২৫ | 188.135.5.198
  • ব্যাঙকে অনেকদিন বাদে মার্কেটে দেখা যাচ্ছে।
  • byaang | ০২ ডিসেম্বর ২০১১ ২২:২৩ | 122.178.194.103
  • আকা ম্যালা ফ্যাচফ্যাচ করিস না বাপু। আমার আবার পাইয়ের পোস্ট পড়ে সব ঘেঁটে গেল। এই তো কাবলিদা আর দু বলল হুতো-সুতোর আজ হ্যা অ্যা। আর পাই লিখল, সুতোর জন্য এর থেকে ভালো বাড্ডে গিফ্‌ট হতে পারে না। এ কি রে ভাই, অ্যানিভার্সারি, বড্ডে সব একই দিনে!! আর গিফ্‌টটাই বা কী? লাইসেন্স পাওয়া?
  • nyara | ০২ ডিসেম্বর ২০১১ ২২:১৭ | 203.83.248.37
  • রাজার ওপর হৈহৈ করে কাজ করেছিল। তালফেরতার জায়গায় 'মোরা সেই ভাষাতেই করি গান' অংশে তুড়ি মেরে স্পেল ভাঙিয়ে দেয় গুপি-বাঘা। তখন সভাশুদ্ধু সবাই, ইনক্লুডিং রাজা মাথা নাড়তে শুরু করে।

    রাজা প্রজাদের থেকে আলাদা ছিল এই যে তিনি কথা বলতে পারতেন। কারণ দুষ্টু যাদুকর যখন যাদু করে সবাইকে বোবা করে দেয় তখন রাজা সপরিবারে তীর্থে গেছিলেন।
  • siki | ০২ ডিসেম্বর ২০১১ ২২:১৪ | 122.177.158.47
  • মহারাজা এমনি সিনেমাতেও মাথা নাড়ছিলেন। গুপি বাঘার জাদু শুন্ডির রাজার ওপর কাজ করত না, তিনি এমনই সাদা মনের মানুষ ছিলেন।

    আর গুপি বাঘা ফিরে এল-তে সেই তান্ত্রিকের ওপর জাদু কাজ করে নি কারণ তিনি পিশাচসিদ্ধ ছিলেন।

    পরের পোস্টে ম্যাক্সিমিনকে চাট্টি কথা কইব। সঙ্গে ফিরিতে কাজুকে দুটো।
  • nyara | ০২ ডিসেম্বর ২০১১ ২২:০০ | 122.172.172.235
  • থ্যাংকু পাই। এই গানটার কথা স্ক্রিপ্টে পড়েছি। অ্যাদ্দিনে শোনা গেল। এটা 'তোমারে সেলাম'-এর বদলে নয়। এটা পরের কোন এক দিনের ঘটনা। গান শেষ হবার পরেই যুদ্ধ ঘোষণার পত্র নিয়ে হাল্লার দূত ঢুকবে। সিনেমাটা দেখলেই বোঝা যায় ঐ জায়গার এডিটিং একটু জার্কি - পূর্বাপরের অভাব।
  • aka | ০২ ডিসেম্বর ২০১১ ২১:৫১ | 168.26.230.208
  • থুক্কুড়ি ব্যাঙকে কেমন ব্যাঙের মর্যাদা দিতে হয়।
  • aka | ০২ ডিসেম্বর ২০১১ ২১:৪৮ | 168.26.230.208
  • বরং দুদি আর কাব্লিদাই তো আমাদের দেখে শিখলে পারে বীরকে কেমন বীরের মর্যাদা দিতে হয়।
  • pi | ০২ ডিসেম্বর ২০১১ ২১:২৪ | 72.83.76.29
  • কিন্তু মহারাজ মাথা নাড়ছেন কেমনে ?
  • pi | ০২ ডিসেম্বর ২০১১ ২১:২২ | 72.83.76.29
  • গুগাবাবা য় রিলিজ না হওয়া গান। এক বন্ধু আপলোডিয়েছে।

    GUPI GAYEN BAGHA BAYEN-Deleted song(O raja shono)


    এটার বদলেই মহারাজা তোমারে সেলাম এল ? সেটা আরো ভালো বটে, তবে এটাও ভালো।
  • pi | ০২ ডিসেম্বর ২০১১ ২১:১৭ | 72.83.76.29
  • আমি আবার কাব্লিদার পোস্টের হ্যা টা প্রথমে মিস করে গেছিলুম ঃ((

    যাগ্গে, সুতোর জন্য তো এর থেকে ভালো বাড্ডে গিফট আর হতেই পারে না। আর কালও কি সেই দেবভোগ্য নূরজাহান বিরিয়ানি হইল ?
    আঃ, সেই বিরিয়ানির আলু, এখনো স্বাদ ভুলতে পারছিনা।
    আমি যে আমি, বিরিয়ানির তেমন ফ্যান নই, সেই আমিও যে অমনি হাপুস হুপুস করে খাবো কে ভেবেছিল।
    বলা যায় না, সুতো মাছ রাঁধলে সেটাও হয়তো খেয়ে নিতে পারি ঃ)
  • ppn | ০২ ডিসেম্বর ২০১১ ২১:১৬ | 122.252.231.10
  • 'নিরীহ' কিনা তাই সাহস করে বললাম! ঃ)
  • ppn | ০২ ডিসেম্বর ২০১১ ২১:১৫ | 122.252.231.10
  • ও, আচ্ছা, আমি তো তোমার পোস্টটা দেখলাম খালি। ;-)
  • byaang | ০২ ডিসেম্বর ২০১১ ২১:১৩ | 122.178.194.103
  • অ, তাই বল থ্যাংকিউ দু, কাব্লিদা। দ্যাখ প্পন, দু আর কাবলিদাকে দেখে শেখ, অকারণে নিরীহ মানুষকে টন্ট না করে।
  • ppn | ০২ ডিসেম্বর ২০১১ ২১:১১ | 122.252.231.10
  • ব্যাঙের মাথা আউলে গেছে। ঃ P
  • kd | ০২ ডিসেম্বর ২০১১ ২১:০৮ | 59.93.212.92
  • ওরে ব্যাঙ, হুতো-সুতো হ্যা অ্যা করছে, তাই।
  • Du | ০২ ডিসেম্বর ২০১১ ২১:০৮ | 117.194.201.149
  • সুতো বরগাড়ির লাইসেন্স পেয়েছিলো, আর হুতো পেয়েছে যন্ত্রগাড়ির। আমি তো তাই বুঝলাম।
  • byaang | ০২ ডিসেম্বর ২০১১ ২০:৫৯ | 122.178.194.103
  • হুতোকে শুভেচ্ছা কেন? সুতো ড্রাইভিং টেস্ট পাশ করেছে বেশ করেছে, খুবই ভালো কাজ কারেছে, সুতোকে একশোবার এনকোর। কিন্তু তাই বলে ফোকটে হুতোকেও খানিক শুভেচ্ছা দিতে হবে কেন? নীনাদিটা এতই ভালোমানুষ, ক্যামোন একটা রাজা হর্ষবর্ধন টাইপ, অপাত্রে শুভেচ্ছা দান করতে নেই জানে না!!
  • byaang | ০২ ডিসেম্বর ২০১১ ২০:৫৫ | 122.178.194.103
  • পিপি রে,আজ পুস ইন দা বুটস দেখে এলাম, খুব হাসলাম, মজা পেলাম আর তোর কথা মনে করলাম দেখতে দেখতে।
  • aka | ০২ ডিসেম্বর ২০১১ ২০:৪৪ | 50.80.127.114
  • AAA মেম্বারশিপ খুব জরুরী। বছরে ৬৬ ডলার। গায়ে লাগে না, কিন্তু ব্যপক কাজে দেয়।
  • pipi | ০২ ডিসেম্বর ২০১১ ২০:৩৯ | 129.74.191.152
  • দুদি, AAA না থাকলেও রোডসাইড অ্যাসিস্ট্যন্স এর সার্ভিস নিয়ে খুব খুশি। আর যা বিশাল একখানা ট্রাক আনল আর ততধিক সিড়িঙ্গে একখান কচি খোকা সেইটা চালিয়ে গেল আর যেভাবে প্ল্যাটফর্মে গাড়ি তোলা হল এইসব দেখে টেখে পোচোণ্ডো ইমপ্রেসড। আর ইয়ে ফিরিতে টো কল্ল তো, তাই আরই খুশি হয়েছিলামঃ-)
    তবে হ্যাঁ, AAAটা করে নিতে হবে মনে হচ্ছে।
  • Du | ০২ ডিসেম্বর ২০১১ ২০:২৮ | 117.194.201.149
  • AAA টা করিয়েই রাখো। খুব কাজে লাগবে।
  • aka | ০২ ডিসেম্বর ২০১১ ২০:২৪ | 50.80.127.114
  • হুতোকে শুভেচ্ছা। কারণটা ঈশানকে জানালেই চলবে। আমাকে আর আলাদা করে জানাতে হবে না।
  • Ishan | ০২ ডিসেম্বর ২০১১ ২০:২৩ | 117.194.33.121
  • হুতোকে শুভেচ্ছা। কিন্তু কেন? একটু হেল্পান।
  • r2h | ০২ ডিসেম্বর ২০১১ ২০:২০ | 198.175.62.19
  • যাঁরা শুভেচ্ছা জানিয়েছেন এমনকি যাঁরা জানাবেন বলে ভাবছিলেন, জাস্ট ল্যাদ খেয়ে জানাতে পারেননি, বা ঘটনা জানলেই জানিয়ে দিতেন তাঁদের অশেষ ধইন্যবাদ।

    আর হো'র সঙ্গে ক। রবাহুত এবং কহিপ্তাশাকে এক বলে চালিয়ে দেওয়ার যে কুটিল একটি চক্রান্ত গুরুর বিশেষ বিশেষ মহলে অন্তঃসলিল হয়ে চলতে আছে, তার প্রতিবাদের কঠিন যাত্রায় একজন কমরেড পেয়ে আমি আজ আপ্লুত।
  • pipi | ০২ ডিসেম্বর ২০১১ ২০:১৯ | 129.74.191.152
  • মিতাদি,
    গাড়ি স্যামসে দিয়ে এসেছি। ঐ তিমি যা বলেছিল - সাড়ে তিনঘন্টা ওয়েট করতে হবে শুনে আর থাকা গেল না। তারপর একে তাকে ফোনিয়ে জপিয়ে শেষতক একজন এসে বাড়ি নিয়ে গেল। গাড়ি আজ দুকুরে আনতে যাব। মাঝখান থেকে ২২০ টাকা কেমন টুপ করে খসে গেল! নিজেকে প্রভূত হাল্কা লাগছে!
  • bb | ০২ ডিসেম্বর ২০১১ ২০:০০ | 117.195.165.182
  • *বাস থেকে
  • bb | ০২ ডিসেম্বর ২০১১ ১৯:৫৯ | 117.195.165.182
  • মিনি(দি), আবার যেচে বলছি, কিছু মনে নেবেন না। আপনি কিন্তু একটু attention seeking person। আপনি লিখছেন জনতা পড়বে, ভাল লাগলে উত্তর দেবে, নইলে দেবেনা। সব ব্যাপারে ঠোঁট ফোলালে হবে।
    আজ শুক্রবার সোফো দের আর DD দার রাম নাম জপার দিন। তারা এখন উর্ধশ্বাসে বাড়ির দিকে গাড়ি নিয়ে চলেছে,আর ডিডি-দা এই মাত্র কোম্পানীর বাদ থেকে নামলেন ঃ)
    আমেরিকা বাসীরা উইকেন্ডের দিনে গুটি গুটি অফিসে এসে কাজ শুরু করেছেন। এইগুলি ভেবে নিলেই বুঝবেন কেন উত্তর আসে নি।
    এগুলি আপনাকে শ্রদ্ধাকরেই বলা, আশাকরি ভুল বুঝবেন না।
  • mita | ০২ ডিসেম্বর ২০১১ ১৯:২৫ | 71.191.42.195
  • একটা হেল্প দর্কার।
    ব্যারাকপুর বা তার আসে পাসে কারো ভালো উকিল জানা আছে ? অন্য দিকে হলেও হবে, একটু চেনা জানার মধ্যে হলে ভালো হয় । আমায় mita.paul জিমেল এ জানিও, প্লীজ।

    পিপি, তোর গাড়ির চাকা ঠিক হল?
  • maximin | ০২ ডিসেম্বর ২০১১ ১৯:০৩ | 59.93.164.159
  • বললেন ভালো-ই হল। এখানে আসা বন্ধও করব না, নামও পাল্টাব না।
  • aka | ০২ ডিসেম্বর ২০১১ ১৮:৫১ | 168.26.215.13
  • ইয়ে তো হোনা হি থা।

    ক্রোম দুই, ফাফ তিন। এই যে ফাফ র এই বাজে অবস্থা এ কি গুগুলের কলকাঠি নাড়ার ফল? ওপেন সোর্স তো, গুগুল হয়ত কায়দা করে কয়েকটা হাইফাই প্রোগ্রামার ঢুকিয়ে বলল দে ঘেঁটে। হতে পারে না কি? একেবারে অসম্ভব?

    http://online.wsj.com/article/SB10001424052970204012004577071933883857786.html?mod=rss_Technology
  • maximin | ০২ ডিসেম্বর ২০১১ ১৮:৫১ | 59.93.164.159
  • কে আপনি ওপাড়ার ছেলে? অচেনা লোককে যা খুশি তাই বলে দেন?
  • oparhar chele | ০২ ডিসেম্বর ২০১১ ১৮:৪১ | 14.99.112.212
  • অতো বেশি self obsessed আর authoritorian। হোলে
    'আমাকে খেলতে নিচ্চে না ,,,,,,,, AMAMKE KHELATE NICHCHE NA কোরে কেঁদেই দিন যাবে।
  • maximin | ০২ ডিসেম্বর ২০১১ ১৮:১৯ | 59.93.164.159
  • কী করি? এক নাম বদল করা যায়। কিন্তু আইপি তো একই থাকবে।
  • maximin | ০২ ডিসেম্বর ২০১১ ১৮:১৮ | 59.93.164.159
  • গল্পটা বললাম বটে। জানতাম কেউ কিচ্ছু বলবে না। কেমন মিলে গেল।
  • maximin | ০২ ডিসেম্বর ২০১১ ১৮:১৬ | 59.93.164.159
  • ইয়াহু মেসেঞ্জারে ডেবির আইডি থেকে মেসেজ এল ডেবি আর নেই।
  • maximin | ০২ ডিসেম্বর ২০১১ ১৮:১৪ | 59.93.164.159
  • ব্রেইন এবং লাং। তারপর আমরা এক সঙ্গে চা খেতাম তিনি সকালে আমি বিকেলে ইত্যাদি। কিছুদিন পর ..
  • maximin | ০২ ডিসেম্বর ২০১১ ১৮:১২ | 59.93.164.159
  • কষ্টের পার্টটা হল সেই ক্যানাডিয়ান মহিলা আমাকে মেসেজ করতে চেয়েছিলেন এইটে জানাতে যে তাঁর ক্যান্সার হয়েছে।
  • maximin | ০২ ডিসেম্বর ২০১১ ১৮:১১ | 59.93.164.159
  • গুরুর নিয়মাবলী জানলে প্রিকশন নিতে পারি। নিয়মাবলী কোথাও লেখা আছে কি? কেউ এটটু হেল্পাবেন?
  • maximin | ০২ ডিসেম্বর ২০১১ ১৮:০৮ | 59.93.164.159
  • টু রিপিট, যে কিক মারত (আমার কন্যার পার্টনার) সে তাস চেনেনা।
  • maximin | ০২ ডিসেম্বর ২০১১ ১৮:০৬ | 59.93.164.159
  • গল্পটা মনে পড়ল আজ। ম্যানিফেস্টো যাই হোক, একদিন দেখব আমিও কিক খেয়েছি। মানে হঠাত করে দেখব আমি ছিটকে বাইরে। কোমরে আবার বেশ লাগবে।
  • maximin | ০২ ডিসেম্বর ২০১১ ১৮:০৫ | 59.93.164.159
  • তারপর কিক খেতে কেমন লাগে সেটা টেস্ট করেছিলাম। জম্পেশ করে কোমরে লাগে।
  • maximin | ০২ ডিসেম্বর ২০১১ ১৮:০৩ | 59.93.164.159
  • কিক খাওয়া ছেলেটি আমাকে জিগেস করেছিল কেন সে কিক খাচ্ছে। আমি জিগাইলাম তা তুমি আবার যাও বা কেন? তা সত্বেও সে আবার মেয়ের টেবিলে গিয়ে আবার কিক খেত।
  • maximin | ০২ ডিসেম্বর ২০১১ ১৮:০২ | 59.93.164.159
  • কিক খেয়েও সে আবার আসে নিজে থেকে। এবং আবার কিক খায়। এই হল গল্প।
  • Ho | ০২ ডিসেম্বর ২০১১ ১৮:০২ | 121.242.160.180
  • একদম ঠিক।

    আমার অবশ্য BSNL Broaband-এ বাড়িতে ipconfig যেটা দেখায়, এখানেও ঠিক সেইটা।
  • vc | ০২ ডিসেম্বর ২০১১ ১৮:০১ | 121.241.218.132
  • সেরকম বুঝে নেওয়া হয়ে থাকলে ভুল হত অবশ্যই। আইপি টা আদৌ কনক্লুসিভ কিছু নয়। হ্যাঁ - কিছু ব্যাপার তো জানাই যায় - যেমন ব্রডলি লোকেশনটা - ভারত না অস্ট্রেলিয়া, তাও আবার সবসময় হয় না। পাব্লিক আইপি হলে অবশ্য আলাদা কথা। তখন অনেক স্পেসিফিক ইনফর্মেশন পাওয়া যায়। কিন্তু ক্লাস-এ/বি-র খরচ অনেক - খুব কম কোম্পানিই করবে। তাছাড়া সেগুলোর অধিকাংশই মনে হয় দেওয়া হয়ে গেছে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত