এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pi | ০৪ ডিসেম্বর ২০১১ ০০:০৮ | 72.83.97.112
  • পাই, রিপ্লায়েছি।
  • pi | ০৪ ডিসেম্বর ২০১১ ০০:০৭ | 59.164.99.12
  • কেসিদা মেইল ভেজেছি।
  • pi | ০৪ ডিসেম্বর ২০১১ ০০:০৬ | 122.167.246.111
  • কেসিদা মেইল ভেজেছি।
  • kc | ০৪ ডিসেম্বর ২০১১ ০০:০৫ | 188.135.5.198
  • তাই বটে। আমারও হয়। আর দুটোতেই মুখরাটা বারবারই যেন এক্টু তাড়াতাড়িই ঘুরেফিরে আসে।
    হ্যাঁ,হ্যাঁ, কুমার গন্দর্ভের নন্দ। তোমাকে কতবার বললাম কর্ণাটক ইউনিতে রাজশেখর মনসুরের সঙ্গে ছক করতে। অমায়িক লোক, আর গানতো বাপের পুরো কার্বন কপি। প্রচুর পুরোনো রেকর্ডের কালেকশন। শুনতে দেন বসে, কিন্তু দ্যাননা।
  • pi | ০৪ ডিসেম্বর ২০১১ ০০:০৪ | 122.167.246.111
  • কেসিদা আমার ফেক নামানো কি অতই সহজ? ধরা পড়ে গেলেন তো। ঃ))
  • pi | ০৪ ডিসেম্বর ২০১১ ০০:০৩ | 72.83.97.112
  • ওরে বেঙীরে, ফেকটাও ঠিকঠাক নামাতে পারছিস না ? ওটা pib হত। ভোঁদাই বলে আবার ডাকতে হবে মনে হচ্ছে।
  • pi | ০৩ ডিসেম্বর ২০১১ ২৩:৫৪ | 122.167.246.111
  • উফ আর পারা যায় না। মামুর কলে এই এক্সট্রা ইউ-র ভূত যে কবে আমাকে ছাড়বে!
  • piu | ০৩ ডিসেম্বর ২০১১ ২৩:৫২ | 122.167.246.111
  • ব্যাঙদি ভদ্রতা করেই বলছি তো আমাকে আজ পিকো বা ডেকা, কারুর কথাই বলতে বোলো না। আমার শরীরের গতিক আজ ভালো নয়। এদিকে অ্যাসাইনমেন্টও শেষ করতে পারি নি। ঃ((
  • nyara | ০৩ ডিসেম্বর ২০১১ ২৩:৫২ | 122.172.172.235
  • নন্দ আরেকটা কার যেন আমার খুব ভাল লাগে, এখন মনে পড়ছে না। কুমার গন্দর্ভ কি?

    নন্দের সঙ্গে মারু বেহাগের সম্পর্কটা কী? কয়েকটা মীড় শুনলে মারু বেহাগের আমেজ আসে কেন? দুটোই কল্যান ঠাট?
  • byaang | ০৩ ডিসেম্বর ২০১১ ২৩:৪৯ | 72.83.97.112
  • হ্যাঁরে পাই, আমি নাহয় বলেছি শুনবোনা, কিন্তু তাই বলে কি তুই বলবিও না ? এটা কোনদেশী ভদ্রতা, হ্যাঁ ?
  • kc | ০৩ ডিসেম্বর ২০১১ ২৩:৪৬ | 188.135.5.198
  • ন্যাড়াদা, আমির খাঁয়ের নন্দ, স্বপ্নের রেকর্ড। ওরকম পরতে পরতে আমেজ, আবেগে গলা যেন ধরে আসছে এরকম ভয়েস থ্রোয়িং ...... তবলাতে যাস্ট শুধু ঠেকাটা, বোধহয় আফাক আহমেদ খান,কি বলব। নিবৃত্তিবুয়া সরনায়েকের রেকর্ডটা ভাল, কিন্তু রেকর্ডিং কোয়ালিটি খারাপ, আর হাতের কাছে আমির খানের ঐ ভালো কোয়ালিটির রেকর্ড আমির খানকে বোধহয় ১০০গজ এগিয়ে রাখে। নিখিল বাঁড়ুজ্জে আর বিলায়েৎ খাঁও আমির খাঁ এর ওই নন্দটার ব্যপক প্রশংসা করেছিলেন।
    আরদুএক্‌জনের নন্দ আমার বেশ ভালো লাগে পালুস্কর আর রাজগুরু।
  • maximin | ০৩ ডিসেম্বর ২০১১ ২৩:৪৬ | 59.93.192.199
  • হ্যাঁ হ্যাঁ জীবনদর্শন শুনব।
  • pi | ০৩ ডিসেম্বর ২০১১ ২৩:৪৫ | 122.167.246.111
  • কেসিদা আপনিও চেক করুন।
  • pi | ০৩ ডিসেম্বর ২০১১ ২৩:৪৪ | 122.167.246.111
  • ন্যাড়াস্যার মেল চেক করুন।
  • kc | ০৩ ডিসেম্বর ২০১১ ২৩:৪২ | 72.83.97.112
  • ক্ষি অবস্থা ! ন্যাড়াবাউ, আগে এদিকটা সামলে নি, তারপর আমীর খাঁ। তালেগোলে আপনার জীবনদর্শনটাই আর বলা হলনা ঐদিন।
  • nyara | ০৩ ডিসেম্বর ২০১১ ২৩:৩৭ | 122.172.172.235
  • কেসি এসব আটভাট ছাড়। আমীর খাঁর নন্দ বুজুর্গদের কাছে কীরকম রেটিং পায়? নিবৃত্তিবুয়ার একটা নন্দ আছে না? সেটার রেটিং কীরকম?
  • Ishan | ০৩ ডিসেম্বর ২০১১ ২৩:৩৭ | 59.164.99.12
  • ক্ষি অবস্থা!
  • Ishan | ০৩ ডিসেম্বর ২০১১ ২৩:৩৫ | 122.167.246.111
  • নাঃ কেসির আর বাঁচার আশা নেই।
  • pi | ০৩ ডিসেম্বর ২০১১ ২৩:৩৩ | 188.135.5.198
  • কেসিদার আইপিটা ধার নিয়েছি। এবার থেকে যতসব লিঙলিঙে ভনভনে পোস্টগুলো এই আইপি থেকে আসবে।
  • Ishan | ০৩ ডিসেম্বর ২০১১ ২৩:২৮ | 122.167.246.111
  • কেসিকে কি পাইয়ের ফেক হিসেবে মানায়? নিজের পায়ে এমন করে কুড়ুল মারতে নেই কেসি।
  • pi | ০৩ ডিসেম্বর ২০১১ ২৩:২৬ | 188.135.5.198
  • আজকে তাহলে এরকমই চলবে?
  • Ishan | ০৩ ডিসেম্বর ২০১১ ২৩:২৪ | 122.167.246.111
  • কেসি রাত্তিরে ওনার নাম নেওয়ার দরকার নেই। আমাকে আবার এখন সিঙ্গুরে আলুর দরের ওঠানামা নিয়ে একটা শিক্ষামূলক প্রবন্ধ লিখতে হবে এখনই। হাতে সময় নেই।
  • kc | ০৩ ডিসেম্বর ২০১১ ২৩:২১ | 72.83.76.29
  • ওরে বেঙী রে, সেটা কি আর বুই নাই ?
  • Ishan | ০৩ ডিসেম্বর ২০১১ ২৩:২০ | 122.167.246.111
  • কেসি বিভ্রান্ত হওয়ার দরকার নেই। আকাও বিভ্রান্তকারীদের দলে নাম লিখিয়েছে।
  • kc | ০৩ ডিসেম্বর ২০১১ ২৩:১৬ | 188.135.5.198
  • এবার বুইতে পেরেছি।
  • Ishan | ০৩ ডিসেম্বর ২০১১ ২৩:১৬ | 122.167.246.111
  • অভ্যুর বড় বাড় বেড়েছে। আমার নাম নিয়ে ব্রতীনকে চমকাচ্ছে।
  • pi | ০৩ ডিসেম্বর ২০১১ ২৩:০৭ | 72.83.76.29
  • ফেক বানানো , ফেক ধরা কোনোটাই ফটিকচাঁদ বাবুর চায়ের কাপ নহে ঃ)
    আপুনার গানের কী হইলো ?
  • Ishan | ০৩ ডিসেম্বর ২০১১ ২২:৪৯ | 75.76.118.96
  • ব্রতীন এসবই বিরোধী চক্রান্ত, তোমাকে বিভ্রান্ত করার ছল। মনে রেখো, সোমবার, কলেজ মোড়, গোলাপ ফুল এবং কোড, আমার লোক কিন্তু লজেন হাতে দাঁড়িয়ে থাকবে। সময়টা মনে আছে তো? সকাল দশটা।
  • kc | ০৩ ডিসেম্বর ২০১১ ২২:৩৯ | 188.135.5.198
  • দুটো ঈশেন? নাকি একটা ঈশেন আরএকটা ঈশেনি?
  • Ishan | ০৩ ডিসেম্বর ২০১১ ২২:১৪ | 75.76.118.96
  • ব্রতীন ভয় পেও না। আমার লোক লজেন নিয়ে কলেজ মোড়ে তোমার সাথে দেখা করবে। সময় আর কোড্‌টা মনে আছে তো? সাথে গোলাপ ফুল।
  • bb | ০৩ ডিসেম্বর ২০১১ ২২:০০ | 117.195.177.244
  • ডালটন গজ্ঞের সাংসদ ইন্দর সিং নামধারী আমাদের জামশেদপুরের লোক, ভাল লোক খুব বেঁচে গেছেন।
  • Ishan | ০৩ ডিসেম্বর ২০১১ ২১:৪৮ | 117.194.39.241
  • লাতেহারে মাওবাদী হামলা। জনা সাত জওয়ান মারা গেছেন। অল্পের জন্য প্রাণের বেঁচেছেন সাংসদ। তাঁর কনভয়েই আক্রমন করা হয়।
  • maximin | ০৩ ডিসেম্বর ২০১১ ২১:২২ | 59.93.192.199
  • শুনেও সুখ।
  • Abhyu | ০৩ ডিসেম্বর ২০১১ ২১:১১ | 97.81.98.42
  • যদ্দূর মনে পড়ছে জর্জিয়া টেকে এক ছানা ছিল তার বাড়িই ছিল না। মাঝে মাঝে জিমে চান করত, স্কুলের লাউঞ্জে ঘুমোতো আর বন্ধুর অ্যাড্রেসে ট্যাক্স জমা দিত।
  • dukhe | ০৩ ডিসেম্বর ২০১১ ২১:০১ | 14.96.7.101
  • কিকির পোস্ট পড়ে আমার এক বন্ধুর কথা মনে পড়ল । তার ঘরদোর অগোছালো হতে হতে যখন আয়ত্তের বাইরে চলে যেত, সে বাসা বদলে ফেলত । আবার শূন্য থেকে শুরু ।
    গাড়ির ডিকিতে ঘুরে ঘুরেই তার টিভিটার জীবন কেটে গেল । বাহুল্যবোধে সে আর ওটাকে বাসা অবধি বয়ে আনত না ।
  • maximin | ০৩ ডিসেম্বর ২০১১ ২০:৫০ | 59.93.192.199
  • আমি এবার পালাই
  • jhumjhumi | ০৩ ডিসেম্বর ২০১১ ২০:৪৭ | 117.194.225.204
  • কিকির লেখা তবুও লোকে পড়ে। আমার ব্যাপারটা আরো সরেস। আমি যেখানেই লিখি,পরের দিন দেখি সেই টই টা হাওয়া হয়ে যায়। শেষে ভাটিয়ালিতে লিখতে আসি,অ মা,বলে সার্ভার নাকি ভত্তি,পরে চেষ্টা করুন। হা হা তাতেও আমি দমে না গিয়ে যেখানে পারছি লিখে যাচ্ছি। নাই বা পড়ল কেউ। "ছুটলে কথা থামায় কে,আজকে ঠেকায় আমায় কে?'
  • maximin | ০৩ ডিসেম্বর ২০১১ ২০:৪৪ | 59.93.192.199
  • হাতা খুন্তি কালাই
  • kiki | ০৩ ডিসেম্বর ২০১১ ১৮:০৬ | 59.93.193.222
  • ম্যামিদি যেন ক্যামন ধারা! এই যে আমি, আমাকে দেখে শেখেন্না। এরা এমঙ্কি আমায় ল্যাল্যার দলেও নিলোনা। তাও কেমং বেহায়ার মতো আসি আর ঠেলে ঠুলে শুধু যে বসেই পরি তাই নয় একা একা বকেও যাই।

    আমার মিটার কোথায় চরলো কে জানে!

    অ! আরেক্টা কথা, না বলেও পারিনা। কলির ফটো দেখে এলুম ফেবুতে। পুরো পুতুল একখান।

    যাক আবার কিছু মনে পরলে আসবো। কিন্তু কি চাপ যাচ্ছে। বাড়ী শুদ্ধু লোকের রান্নাবান্নার সখ চেগেছে। আমার বাসন মেজেই দিন কাটছে।ঃ(
    এদিকে কিছুদিন আগে জান্তে পেরেছিলাম আমার হাঁড়ি নেই, একে একে খ্যাল হচ্ছে কড়া নেই, খুন্তি বলতে যেটা বোঝায় সেটা নেই,অবিশ্যি শীল নোড়া আর বটি নেই বলে কেউ চাপ খাচ্ছে না সেটাই যা ভরসা। আর কি কি ছিলো সেটাও এই বাজারে জান্তে পাচ্ছি। সেগুলো আমিও জান্তাম্না। মাগো!
  • Manish | ০৩ ডিসেম্বর ২০১১ ১৩:১৩ | 59.90.135.107
  • কেনো আমি আছি। কিন্তু ২।৩০ ইস্পাত ধরবো। তারপরে আর কোনো কথা নেই।
  • Ho | ০৩ ডিসেম্বর ২০১১ ১২:০৩ | 59.93.221.9
  • ব্যোম ভোলেনাথ !! আবার একটু ব্যোমকেশ হবে নাকি? বাজারে অবশ্য কেউ নেই মনে হয়।
  • Bratin | ০৩ ডিসেম্বর ২০১১ ১১:২৩ | 117.194.103.172
  • যা আমার লেবেঞ্চুস গেলো ঃ-))
  • Ishan | ০৩ ডিসেম্বর ২০১১ ১১:০৬ | 117.194.40.157
  • ওই। ভাটে আমার নামে আবার কে পোস্ট করে? কাল রাত্তিরে ল্যাবেঞ্চুষের ঈশান আমি না।
  • Du | ০৩ ডিসেম্বর ২০১১ ১০:৪১ | 117.194.201.44
  • এদের পুরো কলক্‌ব্‌জা মগজ চিন্তাভাবনা কিছুই ঠিক জায়গায় নেই। তা নাহলে অটোগ্রাফ দেখে এদের মনে হয় ওটা ইন্দ্রনীলের সিনেমা !!!
  • Du | ০৩ ডিসেম্বর ২০১১ ১০:৩৯ | 117.194.201.44
  • আবাপ এত মুক্ত মুক্ত করে -- নিজেদের সাইটে নিউজে কমেন্ট দেবার কোন জায়গা কবে দেবে তারা? TOI এবং 'বিশ্বের' সম্‌স্‌ত নিউজসাইট যেগুলো থেকে তারা টোকে সবারই এরকম ব্যবস্থা আছে।

    ছেলেটা পড়ে বলেই মূলতঃ টেলিগ্রাফ রাখি t2 তে কমিক স্ট্রীপগুলো থাকে । তো সেটা ভর্তি খালি কার প্যান্ট পড়ে গেল, কার কতখানি বেরোলো তার ছবিসহ প্রতিবেদন । অসহ্য।
  • ppn | ০৩ ডিসেম্বর ২০১১ ১০:১৬ | 112.133.206.18
  • ব্যাং যা নিরীহ, নিজেই নিজেকে কী করে ধোবার পাটে আছাড় মারবে? বাবা কেসি, ওটা তুমি নিজেই এসে করে দিও।
  • nk | ০৩ ডিসেম্বর ২০১১ ০৪:১৯ | 151.141.84.194
  • আর আমাদের শিবাণীদির কাছে কোনো প্রশ্ন নিয়ে গেলেই উনি প্রশ্নটা শুনে নিয়ে বলতেন, "দাঁড়াও আমি একটু চিন্তা করে নিই।"
    ওনার নামই হয়ে গেল চিন্তামণিদি। ঃ-)
  • achintyarup | ০৩ ডিসেম্বর ২০১১ ০৪:১৭ | 59.94.2.230
  • আমাদের কলেজে ফিজিক্সের একজন স্যার ছিলেন (ফিজিক্সের ছিলেন বলেই তাঁর ক্লাস কোনোদিন করা হয়নি আমার), তাঁর কাছে কোনো বিষয়ে জানতে চাইলেই নাকি বলতেন, ব্যাপারটার ফিজিক্সটা আগে বোঝো।

    বোঝো!
  • nk | ০৩ ডিসেম্বর ২০১১ ০৪:১৩ | 151.141.84.194
  • আমাদের রসায়ণের এক স্যর ছিলেন, পুরানো ছাত্রেরা এসে প্রণাম করে বলতো, "কেমন আছেন স্যর?
    উনি বলতেন, "ম টা বাদ দিয়ে বল্‌। বল্‌, কেন আছেন স্যর? "
    ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত