এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • maximin | ০৭ ডিসেম্বর ২০১১ ০৩:৩১ | 59.93.163.45
  • দার্জিলিং এর টুরিস্ট লজেও ভালো-ই বানায়।
  • Tim | ০৭ ডিসেম্বর ২০১১ ০৩:৩১ | 198.82.27.213
  • মামু কি আবগারি বিভাগ জয়েন কল্লো? বিপ্লব তাইলে আর দেরি নেই।
  • r2h | ০৭ ডিসেম্বর ২০১১ ০৩:৩১ | 198.175.62.19
  • অ্যালকোহল?
    ইয়ে, মানে আমি জগতের অনিত্যতা নিয়ে গানটা লিখছিলাম। একটু রবীন্দ্রপ্রভাব আছে, শুরুটা এইরকম-
    আমার কথা হেথা কেহ তো বলেনা করে শুধু মিছে কোলাহল
    পীড়ের থানে বসে তাকায় আশেপাশে পাকায় ঘোঁটবাজি দলাদল

    বাঃ। এই তো মিলে গেছে।
  • pi | ০৭ ডিসেম্বর ২০১১ ০৩:৩০ | 72.83.97.112
  • কাব্লিদা কি মিষ্টিতেও অ্যালকোহল মেশাচ্ছে নাকি ? মামুকে রিপোট কত্তে হবে।
  • sr | ০৭ ডিসেম্বর ২০১১ ০৩:২৯ | 166.147.118.6
  • @ pipi, app store e mapquest Bhalo. Eta free o.
  • maximin | ০৭ ডিসেম্বর ২০১১ ০৩:২৯ | 59.93.163.45
  • বেশ করেছি টিম।
  • maximin | ০৭ ডিসেম্বর ২০১১ ০৩:২৮ | 59.93.163.45
  • কে যেন প্রথম লাইন লিখেছিল কুন্ডু দিয়ে। তারপর মুন্ডু ছাড়া আর কিচ্ছু পায়নি। তার আর কবি হওয়া হল না।
  • Tim | ০৭ ডিসেম্বর ২০১১ ০৩:২৮ | 198.82.27.213
  • মিনিদি বড়ুয়া বাদে বাকি স্ট্যুকারদের ভাবাবেগে আঘাত করলেন।
  • Tim | ০৭ ডিসেম্বর ২০১১ ০৩:২৬ | 198.82.27.213
  • সবেতেই অ্যালকোহল মেশানো কেডিদার অব্যেস হয়ে গ্যাছে।
  • maximin | ০৭ ডিসেম্বর ২০১১ ০৩:২৬ | 59.93.163.45
  • স্টু তো কতই খেলাম রেফারিজ ক্লাবের পাশের মাঠে বড়ুয়া যা বানাতো তেমন আর খেলাম না।
  • kd | ০৭ ডিসেম্বর ২০১১ ০৩:২৬ | 59.93.195.84
  • বা অ্যালকোহল।
  • r2h | ০৭ ডিসেম্বর ২০১১ ০৩:২৫ | 198.175.62.19
  • যাঃ। হলাহল তো আগেই চলে গেছিল, এবার চলাচলও চলে গেল। ঠিক আছে, কদিন পরে লোকে ভুলে গেলে লিখবো এখন।
  • Tim | ০৭ ডিসেম্বর ২০১১ ০৩:২৪ | 198.82.27.213
  • দলাদল ও হয়। হুতোদা আধুনিক কবি, চলাচল একটু সেকেলে টাইপ।
  • aka | ০৭ ডিসেম্বর ২০১১ ০৩:২২ | 168.26.215.13
  • ঐজন্যই হুতো নোবেল পেল না। হত দাড়িদাদু এর সাথে চলাচল মিলিয়ে দিত।
  • pipi | ০৭ ডিসেম্বর ২০১১ ০৩:২২ | 129.74.191.152
  • হ্যাঁ, আম্মো গেল দুদিনে চিকেন স্যুপ আর জার্ম্মান স্টাইল লেন্টিল স্টু রেঁধে বিশেষ খ্যাতি অর্জন করেছিঃ-) ভাবা যায় না!
  • r2h | ০৭ ডিসেম্বর ২০১১ ০৩:২১ | 198.175.62.19
  • কোলাহলের সঙ্গে হলাহল ছাড়া আর কিছুই মিল দেওয়া যাচ্ছেনা। আর নইলে একটা সুন্দর ভক্তিগীতি লিখছিলাম।
  • Tim | ০৭ ডিসেম্বর ২০১১ ০৩:১৯ | 198.82.27.213
  • শুধু দেখবে ক্যানো, আজ্জোদা খেতেও পারে। ( ডিঃ মঃ)
  • aka | ০৭ ডিসেম্বর ২০১১ ০৩:১৯ | 168.26.215.13
  • হ্যাঁ দেখব। আসলে ঐ পার্টিকুলার ধাঁধাটায় খুব ইন্টারেস্ট পাই নি।
  • Tim | ০৭ ডিসেম্বর ২০১১ ০৩:১৮ | 198.82.27.213
  • ঃ-)
  • maximin | ০৭ ডিসেম্বর ২০১১ ০৩:১৮ | 59.93.163.45
  • বলছিলাম যে সকালে উঠেই টেনিস বলের সলিউশন পুরোটা যত্ন করে লিখেছিলাম। দেখলে খুশি হব। আকাকে বললাম।
  • aka | ০৭ ডিসেম্বর ২০১১ ০৩:১৭ | 168.26.215.13
  • আঃ ওটা এক বছর আগের চিলি কম্পিটিশন ছিল। এবারে সেটায় নামি নি (ডেটটা ভুলে গিয়েছিলাম)। পটলাকে গেলবার গরু রেঁধেছিলাম।
  • Tim | ০৭ ডিসেম্বর ২০১১ ০৩:১৬ | 198.82.27.213
  • তুমি সেই কবে থেকে পটলাক হলেই চিলি রাঁধছো যে? কিছুদিন আগেও যেন শুনলাম।
  • aka | ০৭ ডিসেম্বর ২০১১ ০৩:১৫ | 168.26.215.13
  • ও বলাই হয় নি। আজ আমাদের হলিডে সোশাল পটলাক ছিল। আমি চিলি রেঁধে বিশেষ খ্যাতি লাভ করেছি। চিলিটা ছিল (ঘটি+বাঙাল)/২
  • Tim | ০৭ ডিসেম্বর ২০১১ ০৩:১৩ | 198.82.27.213
  • খাওয়ার কথা আর বোলোনা। দুদিন ধরে টিপিনে খালি সাব। চড়া পড়ে গ্যালো।
  • aka | ০৭ ডিসেম্বর ২০১১ ০৩:১৩ | 168.26.215.13
  • আমারও আইফোং নাই, বউয়ের আছে। ভেউ।
  • aka | ০৭ ডিসেম্বর ২০১১ ০৩:১৩ | 168.26.215.13
  • আরে আমি যে দুকুরে খেয়েছি তাই ভুলে গেছি। আবার খিদে পেয়ে গেছে।
  • Tim | ০৭ ডিসেম্বর ২০১১ ০৩:১২ | 198.82.27.213
  • আমার আইফোং নাই রে পিপি।
  • Tim | ০৭ ডিসেম্বর ২০১১ ০৩:১২ | 198.82.27.213
  • হ্যাঁ ব্যোমকেশ, ফেলুদা, টেনিদা, ঘনাদা কিস্যু মনে থাকেনা। শুধু শুনলে মনে পড়ে। ঃ-(
  • nk | ০৭ ডিসেম্বর ২০১১ ০৩:১০ | 151.141.84.194
  • সমবেত ভদ্রাভদ্রগণ, আমি আজকের মতন কাটলাম। হয়তো আবার কোনোদিন দেখা হবে।
    "আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো।"ঃ-)
  • aka | ০৭ ডিসেম্বর ২০১১ ০৩:০৯ | 168.26.215.13
  • আছি। কিন্তু ম্যাক্সি দি কিকরে জানলেন আমি যে আমি।
  • pipi | ০৭ ডিসেম্বর ২০১১ ০৩:০৮ | 129.74.191.152
  • আমি তো কোথাও জাবার থাকলে আগে গুগল ম্যাপের একটি প্রিন্ট আউট নিয়ে তবে বেরই। তাতেও রাস্তা গুলোলে কোন গলি খুঁজে খুঁজে গাড়ি দাঁড় করিয়ে আই ফোনে ম্যাপ দেখে মুখস্থ করিঃ-( এক হাতে স্টিয়ারিং সামলে আইফোন দেখা এখনো হয়ে ওঠে নি। আচ্ছা আইফোং এ ভয়েস ওভার নেই জিপিএস এর মতম?
  • nk | ০৭ ডিসেম্বর ২০১১ ০৩:০৬ | 151.141.84.194
  • আরে না রে টিম, এই যে ব্রতীন এত ব্যোমকেশ বলে যায় কিছুই কি আর মনে পড়ে? কত ভালো ভালো গল্প, কিসুই মনে পড়ে না।
  • Tim | ০৭ ডিসেম্বর ২০১১ ০৩:০৬ | 198.82.27.213
  • অবনীর দাঁড়ি?
  • abanee | ০৭ ডিসেম্বর ২০১১ ০৩:০৩ | 198.175.62.19
  • Tim | ০৭ ডিসেম্বর ২০১১ ০৩:০৩ | 198.82.27.213
  • নিশি মনে হয় ছোটোবেলায় ব্রেনোলিয়ার চৌবাচ্চায় পড়ে গেছিলো।
  • nk | ০৭ ডিসেম্বর ২০১১ ০৩:০০ | 151.141.84.194
  • একবার শুক্কুরবার রাতে টেম্পেস্ট দিয়েছিলো রেডিওতে। এদিকে খুবই ঝড়ের রাত সেদিন, কড়কড় করে বাজ পড়ছে। রেডিও কোলে নিয়ে আমি কম্বলের তলায়, এদিকে সেই রেডিওতে ঘ্যাঁশ ঘ্যাঁশ আওয়াজের ভিতর থেকে আমি মুগ্‌ধ হয়ে শুনছি প্রস্পেরো মিরান্দাকে কী যেন বোঝাচ্ছেন। এরিয়েল যে অদৃশ্য, শুধু কথা বলে যায়- সেটা বুঝতে পারি নি, কারণ রেডিওতে কেই বা দৃশ্যমান? ঃ-)
  • maximin | ০৭ ডিসেম্বর ২০১১ ০২:৫৯ | 59.93.163.45
  • আর্য আছো?
  • Tim | ০৭ ডিসেম্বর ২০১১ ০২:৫৯ | 198.82.27.213
  • তয় শোনো লাইসেন পাওয়ার পরে আমার ""অভিজ্ঞতা""। মাত্তর চল্লিশ মাইল দূরের টোলিডো গেছি মাংস কিনতে। জিপিএস নেই, গুগল ম্যাপ নেই, নেভিগেটর যে সে প্রথমে প্রবল আশ্বাস দিয়ে শেষে বল্লো ঠিক মনে নেই ডিরেকশন।
    এবার টোলিডোর যেকোনো একটা এক্সিট নিলাম, মোটামুটি কলকাতা শহরের মত ভেবেছি আরকি, যাকে হোক জিগ্যেস করে নেবো, আর হয়ত ঐ ছেলেটি চিনেও নেবে। ওমা দেখি বারবার একই চেনা রাস্তায় ঘুরি। শেষে কেয়ং ঘোর লেগে গ্যালো, তখন আর ফিরতেও পারিনা। শহর থেকে বেরোলেই কেয়ং মনে হয় ভুল রাস্তায় এসেছি, আর তারপর বিভিন্ন এক্সিট নিয়ে আবার শহরের মধ্যে। শেষে গ্যাস স্টেশনে জিগ্যেস করে, চোতা বানিয়ে ফেরা গ্যালো।
    খালি হাতে ঘন্টা পাঁচেক পরে বিদ্ধস্ত হয়ে ফিরেছিলাম।
  • pipi | ০৭ ডিসেম্বর ২০১১ ০২:৫৬ | 129.74.191.152
  • লাইছেন ছ মাসের আগে দেবে না তো!
  • pi | ০৭ ডিসেম্বর ২০১১ ০২:৫৬ | 72.83.97.112
  • আমি সোজাসুজি গেলেও একটার জায়গায় তিনটেয় পৌঁছাই ঃ(
  • nk | ০৭ ডিসেম্বর ২০১১ ০২:৫৫ | 151.141.84.194
  • আরে কেডি, ফাইনম্যানের লেখায় আর কতটুকু থাকবে কন, সে বেচারা একটামাত্র মানুষ, কতদিক সামলাবে? তার উপর তার বয়স তখন কম, লোকে লিটল ডি* বলে ডাকে। ঃ-)
    সে তার কাছাকাছির বন্ধুদের নিয়ে খানিক লিখেছে, তো সেও রান্নাবান্নার ব্যাপারে কিছুই বলে নি। ঃ-(
    এত টেনশনের কাজের মধ্যে লোকের কালচার নিয়েই বা সে কীভাবে বলবে কন?

    কিন্তু আপনার বাড়িতে এতজন চড়াও হলো একসাথে, আপনি তো হাল্কা হয়ে গেলেন খাইয়ে। ঃ-)
  • Tim | ০৭ ডিসেম্বর ২০১১ ০২:৫৪ | 198.82.27.213
  • ওহো লার্নার্স? আমি ভাবলুম লাইছেন দিয়ে দেছে।
  • Tim | ০৭ ডিসেম্বর ২০১১ ০২:৫৩ | 198.82.27.213
  • প্রাইমারিতে নাটক শুনতাম কি? মনে হয়না। অবশ্য টিভি দেখতাম। জনি সোকো দেখতাম।
  • aka | ০৭ ডিসেম্বর ২০১১ ০২:৫৩ | 168.26.215.13
  • ম্যাক্সি দি, নির্ভেজাল মানে কেমিকাল ছাড়াই ঝাঁঝাল। ঃ)

    আরে প্রথম গাড়ি কিনে আমি গাড়ি নিয়ে সিম্পল হার্মোনিক মোশনে ঘুরতাম। ধরা যাক বেরতে হবে এক্সিট ১২। আমি প্রথমে যেতাম ১৫ তারপরে আবার এদিকে ৮। তারপরে ১০ এদিকে ৯। এরকম করে একসময়ে বেরতাম। শুধু কথা রাখা যেত না। যেখানে ১ টায় পৌঁছনর কথা সেখানে ২ টোয় পৌঁছতাম। আমি দায়ী নই, বোস্টনের রাস্তা।
  • pipi | ০৭ ডিসেম্বর ২০১১ ০২:৫২ | 129.74.191.152
  • না বাপু, একেই আমার লার্নাস লাইসেন্স, লুকিয়ে চুরিয়ে চালাতে হয়। ঐ নিয়ে একা একা ফ্রিওয়েতে ওঠার সাহস হয় নি এখনো।
  • pipi | ০৭ ডিসেম্বর ২০১১ ০২:৫২ | 129.74.191.152
  • কাব্লিদা, মুখবইতে গেলাম লক্ষীকে দেখব বলে। তা, তাকে কোথায় লুকিরে রেখেছেন?
  • Tim | ০৭ ডিসেম্বর ২০১১ ০২:৫১ | 198.82.27.213
  • আরে একটানা কতদূর গেছিস জিগ্যেস করলাম। ফ্রিওয়েতে উঠেছিস?
  • nk | ০৭ ডিসেম্বর ২০১১ ০২:৫০ | 151.141.84.194
  • আরে টিম, আমি তো শনিরবির নাটক আর শুক্কুরবারের রাতের নাটক একেবারে রেডিও কোলে নিয়ে শুনতাম। টিভি তো ছেলো না কিনা, তাই ওরা কিছু বলতো না, আর পড়াশুনাও তখন নাম কা ওয়াস্তে, প্রাইমারি তো! ঃ-)
  • pipi | ০৭ ডিসেম্বর ২০১১ ০২:৫০ | 129.74.191.152
  • তিমি, ফি দিন দু চাট্টে করে হর্ণ খাই। এ বাদে আর কোন "অভিজ্ঞতা' এখনো হয় নি।

    ম্যাক্সিমিন, অপরাধ, ক্ষমা এসব বলে টলে আর বিব্রত করবেন না প্লিজ। ভাটের স্পিরিটটা এতদিনে নিশচয়ই বুঝেছেন।
  • maximin | ০৭ ডিসেম্বর ২০১১ ০২:৪৯ | 59.93.163.45
  • আমিও পারি কেডি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত