SC র সঙ্গে একমত। এই তো আজই একজন রুগী বললেন, আমি দু দিনের জন্য এখানে ভর্তি হয়েছি এখন কোথায় যাবো? এই বিল্ডিং টায় তো কিছু হয়নি, তো ঐ বিল্ডিংটার দোষ এই বিল্ডিংটায় পড়বে কেন? পুরো হাসপাতালটার লাইসেন্স বাতিল হয়েছে, এখনো রোগীরা পড়ে রয়েছেন। কি অসহায় অবস্থা।
Suvajit | ১০ ডিসেম্বর ২০১১ ১২:০২ | 115.118.78.102
গা রি রি করছে। আমরির একটা মাল একটা চ্যানেলে বলল যে আমরা রোগীদের স্বাভাবিক পরিষেবা দিচ্ছি। আমরাই রোগীদের সল্টলেক, মুকুন্দপুরে শিফ্ট করিয়েছি। কাল শ্রাচী গ্রুপের কে একজন এসে বললেন আমরা তো ক্ষতিপূরণের ব্যবস্থাও করেছি। এদের কিষেণজীর মতো এনকাউন্টার করানো উচিৎ।
kumu | ১০ ডিসেম্বর ২০১১ ১২:০১ | 122.176.32.39
কেসি,পিপি,আন্তরিক সমবেদনা।
আমরির annexe বিল্ডিঙে গতবছর আমার মায়ের অপারেশন হয়,তখন দেখেছিলাম প্রবেশপথটি নিতান্তই সরু। আর কিছু লেখার মত মনের অবস্থা নেই।
sc,gandhi,pi-এদের সঙ্গে একমত।
SC | ১০ ডিসেম্বর ২০১১ ১১:৫২ | 75.145.34.170
পাইদি যেটা বললো, সেটা সম্পর্কে খুব মিক্সড চিন্তাভাবনা। সরকারী হাসপাতালেও সেবার ভাবনা থেকে কজন ডাক্তারি করে? সেখানেও করাপশান, যদি কিছু জিনিস মেরে দেওয়া যায় হাসপাতালের, সেই চিন্তা। এক্ষেত্রে রয়েছে মুনাফার লোভ, সেই ইস্যুটাকে এড়িয়ে যাওয়া যায় না।
কিন্তু একদম মুনাফার দিক দিয়ে ভাবলেও বিচক্ষণ মালিক জতুগৃহ বানাবেন না। এতে গুডউইল ক্ষতিগ্রস্ত হলো, ব্যাবসার অনেক ক্ষতি হলো। আমরিরও তো এখন কোটি কোটি টাকা লস হবে। আর ঐ টোডির কথা পড়ে যেটুকু বুঝলাম, উনি তাড়াতাড়ি কিছু টাকা করে কাটি কাটিঙএর ব্যাবসায়ী নন। তাই এই লং টার্ম লসের কথা নিশ্চয় ওনার মাথায় ছিলো। কিন্তু অবশ্যই উনি কস্ট কাটিংঅএর প্রবল চাপ দিয়েছেন এম্পলয়ীদের উপরে, এবং এইসব ব্যাপারগুলোকে কোনো গুরুত্ব দেননি। তারপরেও শেষ মুহুর্ত অবধি ভেবেছেন যে ভিতর থেকে ম্যানেজ করে দেবো, দমকল ডাকতে হবে না।
আমার মনে হয়, এখানে অনেক বেশী দায়ী এই "ম্যানেজ হয়ে যাবে, চিন্তা করিস না" মানসিকতা। অটোতে বিপজ্জনক ভাবে যখন লোক ওঠে, কিংবা যারা হেলমেট ছাড়া স্কুটার চালায়, এই একই মানসিকতা। "কিছু হবে না", "সবাই তো করছে", "যখন হবে তখন দেখা যাবে"।
এই মানসিকতাটা বিপজ্জনক। এক্সিডেন্ট একদিন হয়, কিন্তু এর কারণ বহুকালের বদভ্যাস। এক তো বদভ্যাসগুলো দেখলে সঙ্গে সঙ্গে বলা উচিত, দুই সচেতনতা তৈরি করা উচিত, তিন খুব রেগুলারলি সেফটি ইন্সপেকশন করা উচিত। আমি যখন প্রথম ল্যাবে এসেছিলাম, ঐরকম ধারণা ছিলো ল্যাব সেফটি সম্পর্কে, কিছু হবেনা, কিছুক্ষণ স্যাম্পলগুলো এখানে সেখানে রেখে দিলে কি হবে, এই তো কাল সকালে এসে পরিষ্কার করব। ধীরে ধীরে ল্যাবে বাকিদের বকা খেয়ে, সেফটি ওয়ার্কশপে ভবহ ভিডিও দেখে, আর কিছু সত্যি সত্যি ল্যাবে এক্সিডেন্ট দেখে সেই মানসিকতাটা অনেকটা কেটেছে। আমার মনে হয় এই চলতা হায় এটিচ্যুড না বদলালে কোথাও না কোথাও কিছু না কিছু একটা ঘটনা ঘটতেই থাকবে। গলদটা অনেক গভীরে।
Bratin | ১০ ডিসেম্বর ২০১১ ১১:৩০ | 117.194.98.244
kc আন্তরিক সমবেদনা জানালাম। আর কি ই বা করতে পারি ঃ-((
Du | ১০ ডিসেম্বর ২০১১ ১১:১৬ | 117.194.194.114
সংখ্যাটা শোনা বলে বললাম না -- বেশ কয়েকজন জুনিয়র ডাক্তার এবং নার্স মারা গিয়েছেন। আই সি সি ঔতে ডিউটিতে থাকা প্রায় সবাইই।
ভাগ্যক্রমে বাচ্চাদের ওয়ার্ড ছিল সামনের বিল্ডিংটায়।
kc | ১০ ডিসেম্বর ২০১১ ১১:১৫ | 178.61.96.29
অনেকগুলো ছোট ছোট ভুল আর তার ফেইলড রিকভারি প্ল্যান যখন একসঙ্গে হয়ে যায়, তকনই এরকম ঘটনা ঘটে। কালকে আমরিতে আমারও এক ক্লোজ রিলেটিভের ভবলীলা সাঙ্গ হয়েছে।
Ishan | ১০ ডিসেম্বর ২০১১ ১১:১১ | 117.194.35.20
মিডিয়া একমত হয়ে যাবে। কোনো স্কেপগোটও বেরিয়ে যাবে। পাবলিক ভুলে যাবে। বেহাল ব্যবস্থা নিয়ে আমরা ঘেউ ঘেউ করে যাব। করেই যাব। আমাদিগের হল কুত্তালগ্নে জন্ম।
ppn | ১০ ডিসেম্বর ২০১১ ১১:০৯ | 112.133.206.22
আর সবচেয়ে বড় সাট্টিফিকেট তো প্রতিদিন তাকে দিয়েই দেসে - "বামপন্থী শিল্পপতি'। পঃবঙ্গের মাটিতে এর থেকে বড় আর কিচু হয় নাকি!
গণশক্তি আর আজকালরও আজকের দিনে এমন শিরোপা দিতে হাত সরত না।
আমেন।
ppn | ১০ ডিসেম্বর ২০১১ ১১:০২ | 112.133.206.22
পড়লাম। মনটা একেবারে দ্রবীভূত হয়ে গেল।
সত্যিই তো বিনয়ী, নিতান্ত ভদ্রলোক, বাঙালি সংস্কৃতির পৃষ্ঠপোষক ... এরা কি আর জেনেবুঝে নিজের হাতে এমন কিছু করেছেন নাকি!
এরকম লেখা তো আগেও বার হত অন্য কারো কারো সম্বন্ধে। তবে হেথা নয় হেথা নয়, অন্য কোথাও।
পাব্লিকের তীব্র রাগ বিক্ষোভের মুখে এই লেখাটি কিসের ইঙ্গিত দেয়? প্রতিদিনের ইতিহাসে কোনো সিপিয়েম সদস্যকে নিয়ে এরকম লেখা কোনো যুগে লেখা হয়নি মনে হয়। তৃণমুলের অলিখিতি মুখপত্র যদি একেবারে ঘটনার দিনই এরকম লেখা ছাপায়, তাহলে আমরির ডিরেক্টরদের শাস্তি হবে বলে আদৌ মনে হয় এই সরকারের জমানায়?
aka | ১০ ডিসেম্বর ২০১১ ১০:৩৮ | 75.76.118.96
আমি এইমাত্র বলেছিলাম ঐ দুজন নার্স নির্ঘাত কেরালাইট।
আরও রিপোর্ট পড়ছি। সবই ঠিক আছে কিন্তু দমকলে বাড়ির লোকজন কেন ফোন করে নি বা ১০০ নম্বর যা কিনা পুলিশের। এখনও বুঝতে পারলাম না।
pi | ১০ ডিসেম্বর ২০১১ ১০:২৫ | 128.231.22.133
হ্যাঁ, ঐ বস্তির লোকজনকেও।
Ishan | ১০ ডিসেম্বর ২০১১ ১০:২৪ | 117.194.39.26
কোন টইতে কি হয়েছে? কিছু দেখলাম না তো। রিস্টার্টাতে হলে বোলো। এখনও মিনিট দশেক আছি।
Ishan | ১০ ডিসেম্বর ২০১১ ১০:২৩ | 117.194.39.26
কিসুই হবেনা। পচন সর্বস্তরে। আমরা হলাম পচনশীল।
কাগজে পড়লাম দুজন নার্স উদ্ধার করতে করতে প্রাণ দিয়েছেন। এঁদের ভারতরত্ন দেওয়া উচিত।
দুজনেই গরীব ঘরের। আর দুজনেই দক্ষিণের। কেরলের।
pi | ১০ ডিসেম্বর ২০১১ ১০:১৯ | 128.231.22.133
হ্যাঁ, সেটাই ভয়।
কূটকচালির সময় নয় তো নয়। এগুলো নিয়ে আরো বেশি করেই বলা উচিত মনে হয়। কাগজপত্তরে লেখালেখি হওয়া উচিত। চিঠিপত্তর। সাধারণ লোকজনের বক্তব্য টিভি, রেডিও তে। সরকারের উপর চাপটা অন্তত যদি রাখতে পারা যায়।
এই গণতন্ত্রে জনগণের আর তো কিছু করার উপায় আছে বলে মনে হয়না।
ppn | ১০ ডিসেম্বর ২০১১ ১০:১৫ | 112.133.206.18
রাজনৈতিক কূটকাচালি করার সময় এটা নয়। তবু মাঝে মাঝে বেয়াড়া কিছু প্রশ্ন তো মনে চলে আসে। তাই নিজে নিজেই থিংকিং অ্যালাউড।
শ্রবণ টোডি কাগজে পড়লাম রাজ্যে ক্ষমতায় আসার আগে সিপিএমের 'দুর্দিনের সঙ্গী' এবং পরবর্তীকালের দলের সদস্যপদের অধিকারী। সে সব নিয়ে অভিযোগ-অনুযোগ নাই। তবে নিজের 'দুর্দিনে' রং পাল্টে শসক দলের 'সুদিনের সঙ্গী' হয়ে যেতে তো আর আটকাচ্ছে না। আইন-আদালত-সংবিধান কিছুতেই আটকায় না। কাজেই সন্দেহ থেকেই যায় এই মহান প্রাণীগুলির শেষ পর্যন্ত কোন সুবন্দোবস্ত হবে কিনা। বলির পাঁঠা তো খুঁজলেই পাওয়া যাবে।
pi | ১০ ডিসেম্বর ২০১১ ১০:১২ | 128.231.22.133
টই আবার আটকেছে।
ppn | ১০ ডিসেম্বর ২০১১ ১০:০৮ | 122.252.231.10
কাল খোঁজ নিয়ে জানলাম আমাদের অফিসের ফায়ার এক্সিট ডোর বন্ধ থাকে কিন্তু এমার্জেন্সির সময় পাশে কাঁচের বাক্স ভেঙে চাবি বার করে সেটা খুলতে হবে।
আশ্চর্যের ব্যপার নয় এমপ্লয়িরা কেউ এসব ব্যপারে অবগত নয়। তাদের তো বসার চিরস্থায়ী বন্দোবস্তও নয় এই ফ্লোর। প্রোজেক্ট পাল্টে গেলে আবার অন্যত্র মুভ করতে হয়। তার জায়গায় আবার নতুন মুখ আসে।
সিকিওরিটিরাও কেউ বিশেষ কিছু জানে না। এজেন্সি থেকে ভাড়া করা বাচ্চা বাচ্চা ছেলে (কয়েকজন মহিলাও আছেন)। তাদের কাউকেই কিছু শেখানো হয় না। আশ্চর্য হবার কোন প্রশ্নই ওঠে না।
বাকি রইল ডিজাস্টার ম্যানেজেমেন্ট। দুটো ইমার্জেন্সি নাম্বার দেওয়া আছে। গতমাসে শুনলাম ট্রেড সার্ভিসের লোকজন রাতের বেলা যখন কাজ করছিল তখন ফায়ার অ্যালার্ম বাজে এবং বাজতেই থাকে। কেউ কিছু বলছে না দেখে ছেলেপুলে ওই কাঁচের বাক্স ভেঙে চাবি বার করে ফায়ার এক্সিট দিয়ে বেরিয়ে আসে। একজন ম্যানেজার ইমার্জেন্সি নাম্বারে কল করার চেষ্টা করেন, দুটো নাম্বারেই ফোন বেজে যায়।
না না, আশ্চর্যের কিছুই নেই। পালে বাঘ যেদিন সত্যিকারের পড়বে সেদিন কী হবে ভাবছি।
দুদি এই কথা সাম্পান আমাকে বলল। ওদের স্কুলে শেখানো হয়। আম্রিগা সাধে আম্রিগা হয় নি।
Du | ১০ ডিসেম্বর ২০১১ ০৯:৩০ | 117.194.194.114
ধোঁয়া তে crawl করে যেতে হয় এরকম পড়েছি কিন্তু ভীড়ের মধ্যে কেউই মনে হয় সেই চেষ্টা করেননি/করতে পারেননি ।
aka | ১০ ডিসেম্বর ২০১১ ০৯:২৯ | 75.76.118.96
ওয়েল এটা যদি প্রিলিউড হয় তাহলে বোঝাই যাচ্ছে। কদিন বাদে তদন্তে বেরবে কোন কর্মচারী বেসমেন্টে বিড়ি খাচ্ছিল সেই থেকে এই জিনিষ হয়েছে। সেই কর্মচারীর পাঁচ বছরের জেল হবে। যার টাকার মূল্য হবে কয়েক লক্ষ টাকা। আমরি আবার হুড়মুড়িয়ে চলবে। প্রতিদিন এখন সরকারী কাগজের ভূমিকা পালন করছে বলে বললাম।
r2h | ১০ ডিসেম্বর ২০১১ ০৯:২২ | 68.46.95.16
শ্রাবণ তোদি - প্রতিদিনঃ প্রতিদ্বন্দী হাসপাতালের ষড়যন্ত্র হতে পারে, কর্মচারীদের দোষ হলে তাদের শাস্তি পাওয়া উচিত।
চেনা ছক... এই অক্ষম রাগেও অভ্যস্ত হয়েই গেছি।
aka | ১০ ডিসেম্বর ২০১১ ০৯:১৪ | 75.76.118.96
বহুত রাগ হচ্ছে। এটুকুই বলতে পারি।
Bratin | ১০ ডিসেম্বর ২০১১ ০৮:৪৭ | 117.194.98.154
আর AC দিয়ে বিষ বাষ্প ছড়িয়েছে।
Bratin | ১০ ডিসেম্বর ২০১১ ০৮:৪৬ | 117.194.98.154
আনন্দবাজারে পড়লাম জানলা খোলার কোন ব্যবস্থা ছিল না।
aka | ১০ ডিসেম্বর ২০১১ ০৮:৪৪ | 75.76.118.96
এরা যেখানে মানুষের জীবন দেওয়ার আশ্বাস দেয় সেখানে এই গাফিলতি চূড়ান্ত অপরাধ। হ্যাঁ এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
কিন্তু আমি খুব অবাক হচ্ছি যে রোগীরা বাড়িতে ফোন করেছিল, তাদের বাড়ির লোকেরা কেন দমকলে খবর দেয়নি? এটা আমার কিছুতেই ক্লিয়ার হচ্ছে না। আমি হলে তো সেই কাজটাই তো প্রথম করতাম।
সরকারি জায়গায় এটা নেই বলিনি তো। সেটা ইনেফিশিয়েন্সি। কিন্তু এটা ইনেফিশিয়েন্সির থেকেও বেশি কিছু। যেখান থেকে ডায়রেক্ট মুনাফা নেই, সেদিকে নজর দেবোনা। নজর না দেওয়াটাই পলিসি। তার জন্য ঘুস্শ টুষ যা খাওয়াতে হয় খাওয়াবো। জাস্ট এক্সিকিউশনের সমস্যা নয়।
আজকেই কোথাও একটা পড়লাম। সরকারি কলেজেও হতে পারে, কিন্তু হলে দমকলের ঢোকার এমন অসুবিধা হতনা। অন্তত বাড়িটা ঠিকঠাক নিয়ম মেনে বানানো। আম্রির এই ভায়োলেশন কীসের ইনেফিসিয়েন্সি ? মুনাফা লক্ষ্য ছাড়া আর কী ? যতটুকু জায়গা ছাড়বে, ততটুকু মুনাফা কম হবে তো। হ্যাঁ, ইনেফিসিয়েন্সি সরকারের, যে সেটা দেখেনি বা তার জন্য দেখেও ব্যবস্থা নেয়নি। বা, ঐ হ্যান্ড ইন গ্লাভস ইত্যাদি।
আর ডিরেক্টররা স্কেপগোট হল ? নাঃ, তা মনে করছিনা।
উঁচুতলা থেকে নির্দেশ না এলে সিকিওরিটির লোক ঐ স্টেপ নেবে না। এটা ওদের ইনএফিসিয়েন্সি মনে করতে পারলাম না। কিন্তু শেষমেশ হয়তো দেখবো, এরাই শাস্তি পাবে আর ডিরেক্টররা ছাড়া পেয়ে যাবে।
aka | ১০ ডিসেম্বর ২০১১ ০৮:২৫ | 75.76.118.96
শালা স্থানীয় মানুষের কারুর কাছে দমকলের নাম্বার আর মোবাইল ছিল না?
যারা বাড়িতে ফোন করেছিল তাদের বাড়ির লোকেও দমকলকে খবর দেয় নি?
aka | ১০ ডিসেম্বর ২০১১ ০৮:১৪ | 75.76.118.96
সিস্টেমই যদি বলতে হয়, তাহলে উই ডোন্ট লার্ন ফ্রম আওয়ার মিসটেকস। বাজি ধরলাম, এই নিয়ে চেল্লামেল্লি হবে, আমরা এখানে লম্বা লম্বা পোস্ট করব কিন্তু ভবিষ্যতে যাতে কোন হাসপাতালে এরকম না হয় সেই নিয়ে কোন মেজার সরকারের তরফে নেওয়া হবে না। আবার নতুন কোন উত্তেজনা আসবে আমরাও ভুলে যাব এই ৮৯ জনের কথা।
aka | ১০ ডিসেম্বর ২০১১ ০৮:১১ | 75.76.118.96
ইনএফিশিয়েন্সির সাথে মুনাফার কোন সম্পর্ক নেই। এই জিনিষ অন্তত পঃবঃয়ের সরকারী, বেসরকারী সমস্ত জায়গাতেই হত। কয়েক মাস আগে আবাপতে খবর বেরিয়েছিল মেডিকেল কলেজে যেকোন দিন বেশ কিছু জায়গার ছাদ ভেঙে পড়তে পারে, অনেক জায়গায় আগুন লাগতে পারে। এমনিতেই কলকাতার যা ইলেকট্রিক লাইনের অবস্থা তাতে এইরকম দূর্ঘটনা খুব আনফরচুনেটলি আরও ডিউ আছে।
মুনাফা যেখানে সবথেকে বেশি দেখা হয় সেখানে এই জিনিষ কেউ কল্পনাও করতে পারে না।
আপাতত এই ডিরেক্টরগুলো বলি হল, যদিও এদের দোষ আছে, দমকল নাকি বেসমেন্ট ঠিক করার নোটিশ দিয়েছিল। কিন্তু বিগ পিকচারে এরা যাস্ট পাপেট। সবকিছুরই স্কেপগোট থাকতে হয়। এরা শুধু স্কেপগোট। আসল রক্তচোষারা যেমন তেমনই থাকবে। কেউ কিস্যু করবে না।
siki | ১০ ডিসেম্বর ২০১১ ০৭:৪৯ | 141.0.8.170
পাইয়ের সঙ্গে প্রতি লাইনে একমত।
pi | ১০ ডিসেম্বর ২০১১ ০৫:২৭ | 128.231.22.133
অনেকক্ষণ কিছু লিখতে ইচ্ছে করছিল না। কিন্তু এখন এতটা রাগ হচ্ছে, মনে হচ্ছে লিখেই ফেলি।
অনেকেই বলছেন, শোকের সময়, দোষরোপের সময় নয়। কাগজেও পড়লাম, লাইসেন্স কীকরে পেলো তাই নিয়ে প্রশ্ন তোলাতে সূর্যকান্ত মিশ্র বলছেন, তদন্ত হবে কিন্তু এই মুহূর্তটা এইসব আলোচনার জন্য নয়। ঝগড়া ভুলে মমতা, বিমান হাতে হাত মিলিয়েছেন এই দৃশ্যকে কিছুই 'ম্লান' করতে পারে না, আবাপ লিখেছে, কোন দাবী, কোন অভিযোগই নয়। সরি। এই দৃশ্য দেখার পরেও আপ্লুত হতে পারছি না। এই দৃশ্য 'ম্লান' করে অভিযোগ আর দাবীই কেবল উঠে আসছে।
আমাদের দুঃখ হচ্ছে, খারাপ লাগছে, আমাদের মত করে। এক দুদিন বাদে তেমন করে থাকবে না। সেটাই স্বাভাবিক। কিন্তু যাদের গেলো, কাছের লোক, বা পিপির মত এই পরিচিত কেউ তাদের তো পার্মানেন্ট লস। যা সম্পূর্ণ অ্যাভয়েডেবল ছিল। এর জন্যও যদি রাগ না হয়,সিস্টেমকে দোষ না দি তো কীসের জন্য দেবো ? এরকম ঘটনার পরেও যদি বোধোদয় না হয়, খোলনলচে বদলানো না হয় তবে কবে হবে ? এই প্রাইভেট হাসপাতাল নামক টাকা বাগানোর যন্ত্রগুলোকে যে আরো আরো অনেক কড়া নজরদারির আওতায় আনা , এই ঢালাও প্রাইভেটাইজেশনের লাগামটা টানা , এরপরেও যদি এসবের জন্য চাপ দেওয়া না হয়, তো কবে হবে ?
রোগীর চিকিৎসা নয়, কেবল মুনাফা লোটার জন্য ব্যবসা মাত্র, মুনাফা ধ্যান, মুনাফা জ্ঞান, মুনাফা চিন্তামণি, এই অ্যাটিচুড না থাকলে তো হাসপাতাল মর্মীদের মধ্যেও এই মনোভাব আসতো না ( আসতো না বলা ঠিক হবেনা, তবে এসবের জন্য আরো বেশি করে আসে মনে হয় ), হাসপাতালের দামি জিনিসপত্রের সুরক্ষার প্রয়োজনে বস্তির লোকজনকে ঢুকতে বাধা দেওয়াও হত না ( ঊর্ধ্বতন কতৃপক্ষের নির্দের্শ ছাড়া কি আর নিরাপত্তারক্ষীরা বাধা দিয়েছেন ? মনে তো হয় না ), বিল্ডিং তৈরির সময়েও এইসব ভায়োলেশন করা হতনা। মাথায় তো আছে কেবল, কী করলে টাকা কম খরচ হবে, মুনাফাটা বেশি হবে, তার জন্য সুদূর ভবিষ্যতের সুরক্ষা ফুরক্ষাকে গোলি মারতে হলে তাই মারো। এইসব অবস্থার জন্য কর্মীদের বেসিক শিক্ষা, নির্দেশাবলী দেওয়া থাকতো। হসপিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট, ফায়ার সেফটি এগুলোর পিছনে প্রয়োজনীয় টাকা খরচ করা হয়নি, স্পষ্ট। হাসপাতালকে হোটেলের মত চকচকে করে 'সুপারস্পেশালিটি' লুকটা আনতে পারলেই তো ব্যবসার জন্য যথেষ্ট, ভিতরের এসবে খরচ না করে যতটা টাকা বাঁচানো যায়। ইক্যুপমেন্ট , রিসোর্সের অভাবও তো এক্ষেত্রে মূল না। যেগুলো আছে, সেগুলোকে সচল রাখার কোন দায়িত্ববোধ, উদ্যোগ নেই .. বেসিক সচেতনতাটাই নেই। কিন্তু সেটা নিজেদের মধ্যেই থাকবে , এমন আশা করাও ঠিক নয়। এই সচেতনতাটা তৈরি করতে হয়। সেটা তৈরির সিস্টেম টা ক'জায়গায় আছে সন্দেহ। এই নিয়ে ট্রেনিং, ফায়ার ড্রিল, অ্যালার্ম টেস্ট -- রেগুলার বেসিসে এগুলো করা তো এসবের জন্যই। সেসব ক জায়গায় হয় ? আর এগুলো আছে কিনা, হচ্ছে কিনা, সেটা মনিটরিং ? ডিজাস্টার ম্যানেজমেন্ট শুধু না, ডিসাস্টার প্রিপেয়ারডনেস বলেও যে একটা ব্যাপার আছে, কনস্ট্যান্ট প্র্যাকটিস ও তার কনস্ট্যান্ট মনিটিরিং ছাড়া যেটা অর্থহীন, সেটা না হবার দায় হাসপাতালের সাথে সাথে সংশ্লিষ্ট সরকারি দপ্তরেরও। ভীষণভাবে। আরো বেশি করে। আগের এবং এখনকার, দুই সরকারেরই দায়। স্টিফেন কাণ্ডের পরেও দমকল বাহিনীর রিসোর্স নিয়ে যা পড়লাম, তার দায়ও সরকারকে নিতে হবে। দোষরোপ তো করবোই।
আগের সরকার তো ভালোমতন শুরু করেই গেছিলো, এই সরকারও শুনছি আরো গুচ্ছ গুচ্ছ এরকম প্রাইভেট হাসপাতালকে অনুমোদন দিতে চলেছে।
এখন গ্রেপ্তার, তদন্ত, দোষীদের শাস্তো ঠিক আছে, কিন্তু তাতে সব দায় মেটে না। এগুলো বিচ্ছিন্নভাবে হয়ে কী হবে। একটা ঘটনা হলে কিছু হয়, বাস তারপর ধামাচাপা। যথাপূর্বং।
কাগজপত্তরে চেঁচামেচিও হবে এই ক'দিন, তারপর কোন বিল্ডিং ফায়ার লাইসেন্স ছড়াই অনুমোদন পেয়ে যাচ্ছে, ভায়োলেশনের জন্য কার লাইসেন্স বাতিল হয়েও দিব্বি চলে যাচ্ছে, এসব খবর তো তখনই হবে যখন সেই ভায়োলেশনের জন্য পরবর্তী আবার কোন দুর্ঘটনা হবে।
খারাপ লাগছিল, চুপ করেই ছিলাম। কিন্তু যত যা রিপোর্ট পড়ছি, রাগ হচ্ছে ভীষণ। দোষারোপ করা ছড়া তার ভেন্টিলেশন কীভাবে হয় তাও জানা নেই। যদিও অক্ষম রাগই। তবু, বাগাড়ম্বর করা, দোষ দেবার জন্য কেউ দোষ দেবেন না আশা করি।
আরেকজনের খবর পড়লাম। তিনদিন আগে ছেড়ে দেবার কথা ছিল। বিল বাড়াবে বলে হাসপাতাল আটকে রেখেছিল।
maximin | ১০ ডিসেম্বর ২০১১ ০১:৪৯ | 59.93.241.121
পিপি যা লিখেছে, অনেকক্ষন আগেই দেখেছি। কী বলব ভেবে পাইনি।
maximin | ১০ ডিসেম্বর ২০১১ ০১:৪০ | 59.93.241.121
আমারও কথা যোগালো না।
Tim | ১০ ডিসেম্বর ২০১১ ০১:৩৯ | 198.82.22.196
হ্যাঁ সব তালগোল পাকিয়ে গেছে। কি বলবো জানিনা
mita | ১০ ডিসেম্বর ২০১১ ০১:২৫ | 207.245.177.25
ভোর বেলায় NPR এ খবরটা শুনে shocked। সত্যি কিছু বলার ভাষা নেই। যাদের গেলো, তাদের গেলো। বাকিরা শুধু অসহায় বোধ করতে পারি, কষ্ট পেতে পারি।
r2h | ১০ ডিসেম্বর ২০১১ ০১:০৪ | 198.175.62.19
কিছুই বলার নেই... এরপর কি ভাষায় কথা বলা যায় আমার তা জানা নেই
pipi | ০৯ ডিসেম্বর ২০১১ ২৩:৩৩ | 173.161.6.201
আমরির জতুগৃহে আমাদের এক ঘনিষ্ঠ পারিবারিক সুহৃৎ প্রাণ হারিয়েছেন। অপারেশন হয়েছিল, কাল বাড়ি ফেরার কথা। মা-বাবা দু দিন আগেই তাঁকে দেখে ফিরেছেন আমরি থেকে। আমার সাথে শেষ দেখা গেল ডিসেম্বরে যখন দেশে ছিলাম। মাস তিনেক আগে শেষ কথা আমার সাথে। কেমো নেওয়া ভাঙ্গা শরীরেও ফোনে মজা করে যাচ্ছিলেন। মানুষটা, যার বাড়ি ফেরার কথা আর কয়েক ঘন্টা বাদে, স্রেফ "বডি' হয়ে গেল। ফোনে মা'র কান্না আর শুনতে পারলাম না। মাত্রই তো ৮৯ টা বডি। তার একটা। ব্লাস্টে এর চেয়ে বেশি বডি জমা হয়। কি'ই আর আসে যায়।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন