এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aka | ১৫ ডিসেম্বর ২০১১ ০২:১৮ | 168.26.215.13
  • গান শোনো - আহা, কি গান।

  • maximin | ১৫ ডিসেম্বর ২০১১ ০২:১৭ | 59.93.210.173
  • কেডির সঙ্গে কথা নেই। ভাটে আমাকে নেমন্ত করে নি।
  • kd | ১৫ ডিসেম্বর ২০১১ ০২:১৬ | 59.93.211.113
  • মাইরি আর কি! নিশির কোশ্নের উত্তর দিই, নিশি ওই চাকরি পাক আর প-সা চুরিয়ে চিনির মতন মাখনে লাগিয়ে খাক আর পটল তুলুক আর আমি সাত-সাতটা খুনের দায়ে যাবজ্জীবন ফাঁসীতে ঝুলি! নো ওয়ে হোসে!

    তবে সত্যের খাতিরে বলতেই হয় যে জীবনে সোনার খনিতে কাজ করিনি - আমার কাজ ছিলো খনি থেকে বার করার পর খাঁটি সোনা নিয়ে।

    আর প-সা ঠিক কতখানি বিষাক্ত জানি না (তবে ইলেক্ট্রোপ্লেটিং বাথের ওপর মুন্ডু রেখে জোরে জোরে নিসনাস নিলে বেশ ভালো হাই হয় তা জানি)।

    কলেজে উলফেনডনে একটা পাগলা কুকুরের উৎপাত শুরু হয়েছিলো। ওটাকে মারার জন্যে ল্যাব থেকে একজন কিছু প-সা চুরি করলো। তারপর সেটা মেস থেকে এক টুকরো মাংসতে মাখিয়ে (এক পশুপ্রেমী বন্ধু মাংসটা ভালো করে ধুয়ে আনলো - মশলা নাকি কুকুরের পক্ষে অস্বাস্থ্যকর, বোঝো কী সব জানোয়ার আমার বন্ধু ছিলো, তবে আমারই বন্ধু তো, এর বেশী কি আশা করা যায়)। তা যাই হোক , কুকুরটি পরমানন্দে খেয়ে নিয়ে ঘুমোতে গ্যালো। আমি আবার একটু বেশী সাবধানী, একটা দড়ি কুকুরটার গলায় বেঁধে দরজার কড়ায় আটকে দিলুম (পাব্লিক পোচুর প্যাঁক দিলো এজন্যে - কী দুনিয়া মাইরি, আমি প্যাঁক খেলুম কিন্তু মাংস ধোয়া মাল পার পেয়ে গ্যালো)। জীবনের প্রথম প্রজেক্ট সাক্সেসফুলি কমপ্লিট করে আমাদের কী ফুর্তি!

    তাপ্পর, তাপ্পর! অবাক কান্ডো! কুকুরটা লাল লাল চোখ করে আমাদের উল্লাস দেখছে। মোস্ট জনতা পোঁ পাঁ দৌড় দোতলায়। আমরা কিছু সাহসী (আসলে হতভম্ব) তখনও সেখানে - প-সা আনা মালকে খিস্তির ফোয়ারা। তখন বিম্‌লা (যে এই মিশনে একদমই ছিলো না, পাস্ট হিস বেডটাইম (আটটা)) হৈ চৈ শুনে উঠে এসে বল্লো, তোরা শালা কোনো কম্মের না - একটা লাঠি তুলে সোজা চালালো কুকুরটার মাথায় - গপ্পো শেষ। বল্লে হবে, দারোগা বাপের কাছে শেখা বিদ্যে।
  • maximin | ১৫ ডিসেম্বর ২০১১ ০২:১৬ | 59.93.210.173
  • ডালের কাঁটা না থাকাটা একটা বিরাট চক্রান্ত। তবে উপায় আছে।
  • maximin | ১৫ ডিসেম্বর ২০১১ ০২:১৪ | 59.93.210.173
  • না রে ভাই টিম। সিরিয়াস কাজ দিয়েছিল। কিছুটা হলেও ডজ করেছি।
  • Tim | ১৫ ডিসেম্বর ২০১১ ০২:০৬ | 198.82.20.201
  • টইতে কি কাজ? টই টই?
  • aka | ১৫ ডিসেম্বর ২০১১ ০১:৫৭ | 168.26.215.13
  • ওখানে আবার রাতে। এখন আপিসে কাজ করছি না? লোকে কি বলবে? ঃ)
  • maximin | ১৫ ডিসেম্বর ২০১১ ০১:৪১ | 59.93.210.173
  • আর্য ওখানে টইতে আমাকে কাজে বসিয়ে দিয়ে নিজে এখানে বসে চ্যাট করছে। কায়দাটা জেনে রাখলাম।
  • aka | ১৫ ডিসেম্বর ২০১১ ০১:৩৯ | 168.26.215.13
  • কেমন মুড়ি মুরকির মতন মানুষ মরছে। ৮৯, ৫৮, ভালো ভালো। এই তো জীবন।
  • fevi | ১৫ ডিসেম্বর ২০১১ ০১:২৪ | 217.162.214.78
  • ৫৮ জন মারা গেলেন বিষ মদ খেয়ে। ডায়মন্ড হারবারে।
  • Tim | ১৫ ডিসেম্বর ২০১১ ০১:১৮ | 198.82.20.201
  • ডালের কাঁটা আজকাল আর কই? সব কাঁটা না সা নিয়ে চলে গেছেন।
  • nk | ১৫ ডিসেম্বর ২০১১ ০১:১৩ | 151.141.84.221
  • গুরুতে কত গুরুত্বপূর্ণ রসায়ণবিদ আসেন, এসব দেখলে শিউরে উঠে মুচ্ছো যাবেন। ঃ-)
  • nk | ১৫ ডিসেম্বর ২০১১ ০১:১০ | 151.141.84.221
  • আরে অল্টারেনেটিভ যে আছে লোকে জানতো নাকি? খুবি সাম্প্রতিক কালে তো এইসব ব্যাক্টিরিয়া ফ্যাক্টিরিয়া নিয়ে কাজ, খনির কাজ তো শত শত বছর ধরে চলছে।

    আহা টিম, এককালে আমি তরল নাইট্রোজেনে পটাশিয়াম আর কার্বনচূর্ণ মিশিয়ে খুব ভালো করে ডালের কাঁটা দিয়ে ঘুঁটা দেবার কথা ভেবেছিলাম পঃ সাঃ বানানোর জন্য! কী বৈপ্লবিক ব্যাপার হোতো কও দেখিনি! ঃ-)
  • Tim | ১৫ ডিসেম্বর ২০১১ ০১:০৭ | 198.82.20.201
  • অরোসায়ানাইড বা আর্জেন্টোসায়ানাইড সেই কবে কেমিস্ট্রিতে পড়েছিলাম। খনির কাজে ব্যবহারের কথা জানতাম না। অল্টারনেটিভ থাকলে কেন এইসব ব্যবহার করা হয়? অদ্ভুৎ।
  • nk | ১৫ ডিসেম্বর ২০১১ ০১:০৫ | 151.141.84.221
  • কিন্তু টিম, কথাটা খুবি গুরুত্বের। এই তো সঙ্কর্ষণ না কে যেন একবার লিখলেন যে এইসব পঃ সাঃ র মতন বিপজ্জনক জিনিসের বদলে ব্যাক্টিরিয়া ব্যবহার করা হোক আকরিক থেকে স্বর্ণ নিষ্কাষণ করতে। বিশেষ ধরনের ব্যাকটিরিয়া নাকি কাজটা পারে।
  • nk | ১৫ ডিসেম্বর ২০১১ ০১:০১ | 151.141.84.221
  • চিনির মতন ছড়িয়ে নি রুটির উপরে। ঃ-)
  • Tim | ১৫ ডিসেম্বর ২০১১ ০১:০০ | 198.82.20.201
  • নিশি কি পঃ সাঃ দিয়ে প্রাতরাশ করো? কফিতে মেশাও না মাখমের মত রুটিতে মাখাও?
  • nk | ১৫ ডিসেম্বর ২০১১ ০০:৫৫ | 151.141.84.221
  • কেডির কাছে আমার বহুদিন থেকেই একটা কথা জানার ইচ্ছে। আমাকে একজন বলেছিলো এক জায়গায় আমার চাকরির খুবি সম্ভাবনা। কারণ পটাশিয়াম সায়ানাইডপ্রিয়তা। তাই খনির চাকরিতে সুবিধা। আকরিক থেকে সোনা বার করার একটা স্টেপে নাকি পটাশিয়াম অরোসায়ানাইড বানানো হয়, পরে অরো পার্টটি খুলে নেওয়া হয় আরো কেমিক্যাল লাগিয়ে। কিন্তু প্রথম পর্যায়ে পটাশিয়াম সায়ানাইড লাগে। তাই, কেডি ?
    অন্য কিছু দিয়ে করা যায় না? মানে কর্মীদের নিরাপত্তার জন্য বলছি। কারণ আমি হেন কেউ কাজে লেগে হয়তো তক্কে তক্কে থেকে বোতল সরিয়ে ফেল্লাম! ঃ-)
  • Tim | ১৫ ডিসেম্বর ২০১১ ০০:৪৯ | 198.82.20.201
  • ভূত হলে কোমরের মাপ শূন্য কেন হবে? সরু, প্যাংলামতন ফ্লেক্সিবল কোমর হয়ে যায়। ইলাস্টিকের মত, অনেকটা হুতোদার যেমন আছে।
  • nk | ১৫ ডিসেম্বর ২০১১ ০০:৪৮ | 151.141.84.221
  • নিরালম্ব বায়ুভূত হলে কোমরের মাপ অসীম ও হতে পারে। ঃ-)
  • nk | ১৫ ডিসেম্বর ২০১১ ০০:৪৭ | 151.141.84.221
  • একেক সময় একেক রকম। ঃ-)
  • pi | ১৫ ডিসেম্বর ২০১১ ০০:৪৭ | 72.83.83.28
  • সবাই কি ফুলমার্ক্ষ পাবে ? কারণ, সিরাজের বয়স তো খুব বেশি বাড়েনি।
    আর কে না জানে ভূত হয়ে গেলে কোমরের মাপ শূন্য। সেই উত্তরটাও কি কেউ দিয়েছিল ?
  • Tim | ১৫ ডিসেম্বর ২০১১ ০০:৩৬ | 198.82.20.201
  • পোশ্নোটাই ভুল। বয়সের সাথে কোমরের মাপ পাল্টায়। সবাই ফুল মার্কস পেলো।
  • nk | ১৫ ডিসেম্বর ২০১১ ০০:৩৫ | 151.141.84.221
  • সিরাজুদ্দৌল্লার কোমরের মাপ কত?
    ঃ-)
  • kd | ১৫ ডিসেম্বর ২০১১ ০০:৩৩ | 59.93.211.113
  • হুতো, জ্জিও!!!! আমারও এই মনে হচ্ছে। স্কুলের গেঁড়েদের এই জন্যেই অ্যাভয়েড করতুম। নেক্‌স্‌ট দেখলুম (থ্যাঙ্ক্‌স টু সুমেরু, ব্যঙ্গার্থে) রামোজি সিটিতে, ছেলেমেয়েগুলো দিনরাত কী যেন ""মনোরমা" খুলে একে অন্যকে সিরাজদ্দৌল্লার কোমরের মাপ জিগ্যেস করছে। এখন ভাটেও এদের উপদ্রব! পারিনা পারি না আর পারি না।

    ডিঃ উপরিউক্ত সমালোচনায় কেউ যেন মনে না করেন আমার এই সবের উত্তর জানা নেই। সবই জানি কিন্তু পেস্টিজ আছে তো, এমন বালখিল্য ব্যাপারে পার্টিসিপেট করলে পাব্লিকে মুখ দেখাবো কি করে, তাই! ঃ)))
  • Tim | ১৫ ডিসেম্বর ২০১১ ০০:৩১ | 198.82.20.201
  • পেইড ব্যাক ইন দ্য সেম কয়েন..... কে কাকে বলতে পার্তেন কিন্তু বলেন্নি? কেই বা বলবেন বলে ভেবেও বলেন্নি?
    এর উত্তর জানা সঙ্কেÄও না বল্লে (মুগুরের ঘায়ে) মাথা ফেটে চৌচির হয়ে যাবে।
  • nk | ১৫ ডিসেম্বর ২০১১ ০০:২৬ | 151.141.84.221
  • কেকে, থ্যাংকু।
    কালকের উদাসী রাজকুমারের জিস্টের জন্যও। ওখানে দারুণ তেজস্বিনী রাণী ছিলেন একজন, দাবানল থামিয়ে দিয়েছিলেন, উনি ই সব বুদ্ধির কাজগুলো করতেন, বদমাশ পুরোহিতও ওনাকে কিছুই বশ করতে পারে নি, সেই রাণীর নাম কেন কইলে না গো?
    এখন ভেবে দেখছি সেই সময়ের সঙ্গে আরো মিল আছে, এই রাণী আর পুরোহিতের সঙ্গে বিম্ববতী আর বিধুশেখরের একটা কোথাও অল্প অল্প মিল আছে। ঃ-)
  • nk | ১৫ ডিসেম্বর ২০১১ ০০:২২ | 151.141.84.221
  • হুতো, আমারো আমারো ঃ-)
  • kk | ১৫ ডিসেম্বর ২০১১ ০০:১৬ | 76.114.73.71
  • যাঃ, নিশির প্রশ্নটা বড্ড সোজা। ট্রিভিয়ার টইতে উত্তর দিলাম। মুগুরের বাড়ি খাবার একটুও ইচ্ছে নেই।
  • aka | ১৫ ডিসেম্বর ২০১১ ০০:১৫ | 168.26.215.13
  • ""লাইফ হেল করে দেব"" কে কাকে বলতে পারতেন? অথচ বলেন নি?
  • r2h | ১৫ ডিসেম্বর ২০১১ ০০:১০ | 198.175.62.19
  • ইয়ে, মানে ক্ষমা করবেন, কিন্তু ভাটে এই অষ্টপ্রহর ক্যুইজের উপদ্রবে এমন হয়েছে যে কোথাও কোন নির্দোষ নিরীহ প্রশ্নবোধক চিহ্ন দেখলেও মুগুর নিয়ে তেড়ে যেতে ইচ্ছে করে।
  • nk | ১৪ ডিসেম্বর ২০১১ ২৩:৫৯ | 151.141.84.221
  • "ব্যাটা তুই বাতাসা খাবার আর সময় পেলি না?" কে বলেছিলেন কাকে বলেছিলেন কোথায় আছে কার লেখা?
  • Tim | ১৪ ডিসেম্বর ২০১১ ২৩:৪০ | 198.82.20.201
  • কাজ কর রহে হ্যায়
  • maximin | ১৪ ডিসেম্বর ২০১১ ২৩:৩৫ | 59.93.210.173
  • সবাই কি গান শুনতে বসে গেল?
  • maximin | ১৪ ডিসেম্বর ২০১১ ২৩:৩১ | 59.93.210.173
  • গো - ও - ও - ল
  • pi | ১৪ ডিসেম্বর ২০১১ ২৩:২৭ | 72.83.83.28
  • শূন্য- শূন্য
  • Tim | ১৪ ডিসেম্বর ২০১১ ২৩:১৭ | 198.82.20.201
  • আজ্জোদা গোল কত্তে বারন কল্লো? তাইলে খেলবে কিকরে?
  • maximin | ১৪ ডিসেম্বর ২০১১ ২৩:১৫ | 59.93.210.173
  • একসঙ্গে ৮টা প্রশ্নের উত্তর দিয়ে দিল।
  • kc | ১৪ ডিসেম্বর ২০১১ ২৩:১৫ | 178.61.96.29
  • তা ঠিক, জর্ম্মনরা বেশ ভাল শো দ্যায়।
  • maximin | ১৪ ডিসেম্বর ২০১১ ২৩:১৫ | 59.93.210.173
  • কিন্তু আজ তো কৃষ্ণকলিকেই দরকার পড়ল। কুইজটা অন্ততপক্ষে ৪ ঘন্টা রাখা ছিল।
  • aka | ১৪ ডিসেম্বর ২০১১ ২৩:১৪ | 168.26.215.13
  • আঃ গোল না করে গান শোনো।

  • Tim | ১৪ ডিসেম্বর ২০১১ ২৩:১০ | 198.82.20.201
  • বাঙালরা মোটেই কেটে পড়েনা। প্পন আর মামী মাঠে নামলে বাকিদের কিছু করার দরকারই পড়েনা।
  • maximin | ১৪ ডিসেম্বর ২০১১ ২৩:০৫ | 59.93.210.173
  • ইন্দ্র একটা অর্ধেক পেরেছিল।
  • ppn | ১৪ ডিসেম্বর ২০১১ ২৩:০৪ | 112.133.206.18
  • ঘটিদের অনেক ঐক্য, এমনকি ফুটবলটাও খেলে ঐক্য সম্মিলনীর মতন।
  • maximin | ১৪ ডিসেম্বর ২০১১ ২৩:০৪ | 59.93.210.173
  • আমার দেওয়া একটাও তো কেউ পারে না।
  • maximin | ১৪ ডিসেম্বর ২০১১ ২৩:০৩ | 59.93.210.173
  • ওটা জোক-ই ছিল।
  • kc | ১৪ ডিসেম্বর ২০১১ ২৩:০২ | 178.61.96.29
  • অপ্পন দেখেশুনে এগিও। সব বাঙালগুলো তোমাকে আগে করে দিয়ে কেটে পড়বে।
  • Tim | ১৪ ডিসেম্বর ২০১১ ২৩:০২ | 198.82.20.201
  • ঘটি ঐক্য সংক্রান্ত
  • maximin | ১৪ ডিসেম্বর ২০১১ ২৩:০১ | 59.93.210.173
  • কোন পোস্টটা টিম?
  • Tim | ১৪ ডিসেম্বর ২০১১ ২২:৫৯ | 198.82.20.201
  • মিনিদির পোস্টটা জোক অফ দ্য ডে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত