এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pi | ১৬ ডিসেম্বর ২০১১ ১১:০৯ | 72.83.83.28
  • ঃ)
    কিছু একটা চেয়েই ফ্যালো বরম।
  • prateek | ১৬ ডিসেম্বর ২০১১ ১১:০৭ | 180.151.34.130
  • ঃ)ঃ)
  • de | ১৬ ডিসেম্বর ২০১১ ১১:০৬ | 180.149.51.68
  • ব্যাং কে (গ্যাপ না দিলে কেলো হচ্ছে :)) জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, ভেটকিফ্রাই , চিংড়ির বড়া (পুরানো দু:খ ভুলতে), আর একগোছা বকফুল (পরে ভাজা করে খেও)!
  • Du | ১৬ ডিসেম্বর ২০১১ ১১:০৫ | 117.194.199.160
  • D ঃ))) সোনা একেবারে
  • byaang | ১৬ ডিসেম্বর ২০১১ ১১:০৩ | 122.178.229.224
  • আজ সকালবেলায় ছেলে জিজ্ঞেস করল ""তোমার কী চাই জন্মদিনে?'' আমিও আদর্শ মা (লোভী মা হতে কেমন যেন একটা লাগে) হওয়ার লোভে তাকে জড়িয়ে ধ্রএ বল্লুম "কিচ্ছু চাই না বাবা''। সে গম্ভীরমুখে নিজেকে ছাড়িয়ে নিয়ে বললো, ""পরে যদি তোমার মনে হয় কিছু চাই তোমার, তাহলে আমার পার্সটা নিয়ে আমায় স্কুল থেকে নিতে এস।''
  • siki | ১৬ ডিসেম্বর ২০১১ ১০:৫৯ | 123.242.248.130
  • তিমির্কথা বাদ্দাও। ও আবার একটা ধর্তব্যের মধ্যে আনা জিনিস নাকি?
  • byaang | ১৬ ডিসেম্বর ২০১১ ১০:৪২ | 122.178.229.224
  • আকা, কোথায় গেলি! দুয়ের দেওয়া ধাঁধাটার জট ছাড়াতে পারিস কিনা দ্যাখ তো?
  • Netai | ১৬ ডিসেম্বর ২০১১ ১০:৩৭ | 121.241.98.225
  • দু দি তো এরকম ই দেয়।
    ঃ))
  • byaang | ১৬ ডিসেম্বর ২০১১ ১০:৩১ | 122.178.229.224
  • জ্জিও দু! দারুণ দিয়েছ। পুরো এক ঘর!
    তবে ডিমের্কুসুম্লিপ্তকডলিভার্তৈলমুগ্‌ধ বালকটি হবে। ডিমের্কুসুমটা বাদ পড়ে গেছিল।
  • Bratin | ১৬ ডিসেম্বর ২০১১ ১০:২৭ | 122.248.183.1
  • আমি এখন এক নামী ডাক্তারী জার্নালে র PDF split করছি বন্ধুর অনুরোধে।
  • Du | ১৬ ডিসেম্বর ২০১১ ১০:১৪ | 117.194.199.160
  • সেদিনের সেই কডলিভার্তৈলমুগ্‌ধ বালকটি ঃ)
  • byaang | ১৬ ডিসেম্বর ২০১১ ১০:১৩ | 122.178.229.224
  • থ্যাংকিউ নেত্য, কদিন ধরেই মনটা পাটিসাপটা পাটিসাপটা করছিল, তো ভগমান তোর হাত দিয়ে পাঠ্যে দিলেন। আর তোরও অমনি খানিক পুণ্যি হল।
    সিকি, থ্যাংকিউ থ্যাংকিউ, কবে থেকেই জানি তুই সত্যিকারের ভদ্রলোক, একটা আভিজাত্য আছে তোর। এইসব প্রতীক-ফটিকের মতন নয় যে জন্মদিনে বাতাসা, নিমপাতা এসব দ্যায়। ওদিকে তিমির বাড়বাড়ন্ত দেখে তো আমি হাঁ। ছেলেটা যত দিন যাচ্ছে, খেপে গিয়ে কেমন অকুতোভয় টাইপের হয়ে যাচ্ছে।
  • siki | ১৬ ডিসেম্বর ২০১১ ১০:০৭ | 123.242.248.130
  • ব্যাংকে শুভেচ্ছা, হনিডিউ, জলভরা তালশাঁশ, মাংসের সিঙাড়া, আর চিংড়ির চপ।

    পরে ফোন করব।
  • Netai | ১৬ ডিসেম্বর ২০১১ ১০:০৫ | 121.241.98.225
  • ব্যাংদি কে হ্যাবাড্ডে।
    পাটিসাপটা আর নলেনগুড় দিলাম।
  • byaang | ১৬ ডিসেম্বর ২০১১ ০৯:৫৬ | 122.178.229.224
  • কেকে, ৯ঃ২৯টা হেব্বি দিয়েছ।
  • byaang | ১৬ ডিসেম্বর ২০১১ ০৯:৫৩ | 122.178.229.224
  • এইসব বালখিল্যদের কথা শুনলে এমন হাসি পায়! বলি, আমি যে বেতালের বাপ-চোদ্দপুরুষকে সেই কবে থেকে চিনি, তার বেলা?
  • Tim | ১৬ ডিসেম্বর ২০১১ ০৯:৪৪ | 173.163.204.9
  • হুঁ বেতালবংশে মিষ্টির প্রচলনের ক্রেডিটটা আমারই। এমনকি গুরানকেও কয়েক প্যাকেট মিল্ক বিকিস দিয়ে এসেছিলাম একবার। বড়ো ভালো লোক ছিলো, নিজে হাতে ঢাকের বাদ্যি শিখিয়ে দিয়েছিলো। সেই বাদ্যি ডিকোড করে করেই পরে আমরা গপ্প কত্তাম। এসেমেসের মত।
  • kk | ১৬ ডিসেম্বর ২০১১ ০৯:২৯ | 76.114.73.71
  • অমন অঙ্কের ভাষায় কথা কইলে ভালো হবেনা আকাবাবু। আমি বরাবর অঙ্কে কাঁচা। একবার সাহস করে সত্যি কথাটা বলেই দেখো। ভয় কি? বরং ভালোই তো,লোকে মিড্‌ল এজেড জেন্টলম্যান বললেই আমাকে দেখিয়ে দিয়ে বলবে 'ঐ যে ওর থেকে আমি ছোট' ঃ)।
  • kk | ১৬ ডিসেম্বর ২০১১ ০৯:২৫ | 76.114.73.71
  • ও তাইলে টিমের থেকেই কীট ঐ অভ্যেস পেয়েছিলো! যখন ডিক্লেয়ারেশন অফ ইন্ডিপেন্ডেন্স লেখা হচ্ছে তখন টম জেফারসন ওকে বলেছিলেন 'এই দেখো কীট, এই হলো স্বাধীনতাপত্রের খসড়া'। বাচ্চা বেতাল বললে 'হ্যাঁ স্যার, আমি কি একটা মিস্টি বিস্কুট পেতে পারি মিস্টার জেফারসন?' এগুলো আমি একটুও বানিয়ে বলছিনা কিন্তু। পুরোনো ইন্দ্রজাল খুঁজে মিলিয়ে দেখো।
  • Bratin | ১৬ ডিসেম্বর ২০১১ ০৯:২৫ | 14.96.131.108
  • লি ফক স্কুলে আমার থেকে ৭ ক্লেলাস নীচে পড়তো। সে কি আজকের কথা। মান্ধাতা তখন হাফ প্যান্টুল পরতো!!
  • aka | ১৬ ডিসেম্বর ২০১১ ০৯:২৪ | 75.76.118.96
  • কেকে ইনফিনিটিতে পৌঁছলে এক কম বা বেশি। ;)
  • pi | ১৬ ডিসেম্বর ২০১১ ০৯:২৩ | 128.231.22.133
  • কই, তোমার আদেশ শিরোধার্য করে রান্নার বিবরণ তো দিলাম না !

    তবে, আমি কেমন ভূতদর্শী দেখেছো ?
    হাঁপানির দাওয়াই দিয়েছি যখন তখনই জানি, নিগ্‌ঘাত হাঁপানি হয়েছিল।
  • Tim | ১৬ ডিসেম্বর ২০১১ ০৯:২১ | 173.163.204.9
  • আমি বেতাল হওয়ার আগের থেকেই বেতালকে চিনি। আধন্যাংটো হয়ে আগুনের ধারে বসেছিলো। আমি জাহাজে করে যেতে যেতে হাত নাড়লাম, একপ্যাকেট মেরি বিস্কুট দিলাম... বহুদিন আগের কথা, তোমরা তখন কোথায়?
  • kk | ১৬ ডিসেম্বর ২০১১ ০৯:২০ | 76.114.73.71
  • তার মানে আকাবাবুও মনে লিচ্চে আমার থেকে ছোট ঃ)।
  • kk | ১৬ ডিসেম্বর ২০১১ ০৯:১৯ | 76.114.73.71
  • হ্যাঁ হ্যাঁ, আমি তো ডায়না যখন বেতালকে দেখেনি তখন থেকে তাকে চিনি। তখন তো সে দাভে কাকা ও মিসেস পামারের সাথে থাকতো। হাসপাতালে নার্স ছিলো। এদিকে অলিম্পিকে কিসে যেন গোল্ড মেডেলিস্ট আর দক্ষ পাইলট।
  • Bratin | ১৬ ডিসেম্বর ২০১১ ০৯:১৯ | 14.96.131.108
  • বেতাল ও তো সে দিনের ছোকরা!!ঃ-)))
  • aka | ১৬ ডিসেম্বর ২০১১ ০৯:১৬ | 75.76.118.96
  • আমি বেতাল আর ডায়নার প্রেম দেখেছি। ঃ)
  • byaang | ১৬ ডিসেম্বর ২০১১ ০৯:১০ | 122.178.229.224
  • ওহে কেকে, মাধ্যমিকের বছর দেখলেই হবে? বয়স হিসেব করার ওটাই একমাত্র উপায় বুঝি? পুরানো ইন্দ্রজাল কমিক্স দিয়ে এই হিসেবটা করা উচিৎ। যেমন ধর, আমি বেতাল আর ডায়নার বিয়ে দেখেছি।
  • byaang | ১৬ ডিসেম্বর ২০১১ ০৯:০৭ | 122.178.229.224
  • তবে গত হপ্তায় সত্যি সত্যি আরেকটা টিকটিকি আমার ঘরে ঢুকে পড়ে শহীদ হয়েছেন। তবে ওনাকে শহীদ বানাতে গিয়ে আমি নিজেই সত্যি সত্যিই শহীদ হয়ে যাচ্ছিলুম। এত ভয় পেয়েছিলাম, সত্যি সত্যি শ্বাসকষ্ট শুরু হয়ে গেছিল, দমবন্ধ হয়ে মরে যাওয়ার উপক্রম। শয়তান টিকটিকিটা কোনো ভাবে বারান্দার সিঙ্কের ভিতরে পড়ে গেছিল, আর জলে ভিজে ক্যামোন একটা হড়হড়ে কিলবিলে টাইপের হয়ে কলের নীচটায় ঘাপটি মেরেছিল। আমি নিরীহ নির্বিরোধী মানুষ, সরল মনে যেই না কল খুলতে গেছি, ওরে বাবা রে, ....... আমার পক্ষে এর পরটা লেখা আর সম্ভব না।
  • byaang | ১৬ ডিসেম্বর ২০১১ ০৯:০৩ | 122.178.229.224
  • ম্যাগো! সকাল সকাল কাজে হাত লাগানোর আগে চাটি বাসি ফ্রায়েড রাইস আর বসি চিলি চিকেন খেতে বসেছিলুম ( অবিশ্যি বেশি বাসি নয়, কাল রাত্তিরের), কিন্তু কপালে সে সুখ সইবে কেন? তখনই কিনা পাইকে ম্যাগি রান্নার বিবরণ লিখতে হল! সেই দেখে থেকে ......
  • pi | ১৬ ডিসেম্বর ২০১১ ০৮:৪৬ | 128.231.22.133
  • তবে সিকির প্রগ্রেস রিপোর্ট তাইলে ভালো নয়।
    সেই মাধ্যমিকে আঠারো, আর এদ্দিনে কুড়ি !
  • pi | ১৬ ডিসেম্বর ২০১১ ০৮:৪৫ | 128.231.22.133
  • ইয়ে, ব্রেকাপগুলোও প্রেমের হিসেবে ঢুকবে না ? নাকি ঐ আঠারোটা একসাথে ?
  • Tim | ১৬ ডিসেম্বর ২০১১ ০৮:৪৪ | 173.163.204.9
  • ও হ্যাঁ, হুচে ""ভারতবর্ষে"" গ্যাছে।
  • Tim | ১৬ ডিসেম্বর ২০১১ ০৮:৪৩ | 173.163.204.9
  • প্রেম দিয়ে কি বয়স বোঝা জায়? ঠাকুর বলতেন, প্রেমের আবার বয়স কি গা? এই সিকি অভ্যু এরা তো ফোর থেকে প্রেম করে আসচে। মাধ্যমিকের সময়, শোনা কথা, সিকির নাকি কুল্যে আঠারোটা প্রেম আর সাতচল্লিশটা ব্রেকাপ ছিলো। পরীক্ষের খাতা ভিজেটিজে অ্যাকসা।
  • prateek | ১৬ ডিসেম্বর ২০১১ ০৮:৩৮ | 180.151.34.130
  • ধুর,টিম যে কি কয়! তুমি যখন হাফ-পেন্টুল পরে ডাংগুলি খেলছ ব্যাং এর তখন দ্বাদশ শ্রেণী, দু-তিন্টে প্রেম কমপ্লিট। ওর বয়েস আর তোমার বয়েস।
  • pi | ১৬ ডিসেম্বর ২০১১ ০৮:৩১ | 128.231.22.133
  • কলিদি, হুঁ ঃ)

    আচ্ছা সত্যি, হুচে গেল কই ?
  • Tim | ১৬ ডিসেম্বর ২০১১ ০৮:২১ | 173.163.204.9
  • ভালো করে তদন্ত করলে দেখা যাবে ব্যাঙদি আমার থেকেও ছোট। কিন্তু সে ভারি ইয়ে ব্যাপার হবে বলে আমি খোঁজখপর করিনি।
  • Tim | ১৬ ডিসেম্বর ২০১১ ০৮:২০ | 173.163.204.9
  • বাতাসার মধ্যে ফুটো করে পেঁপের রস ভরে দিয়েচো তো! ব্যাঙদি নইলে খেতেই পারবেনা।
  • kk | ১৬ ডিসেম্বর ২০১১ ০৮:১৯ | 76.114.73.71
  • ব্রতীন ঃ))।
  • prateek | ১৬ ডিসেম্বর ২০১১ ০৮:১৬ | 180.151.34.130
  • ব্যাংকে আমি শুভ জন্মদিনে চাট্টি বাতাসা আর নিমপাতার রস দিলাম-বয়েসের খেয়ালটাও তো রাখতে হবে!
  • Bratin | ১৬ ডিসেম্বর ২০১১ ০৮:১৩ | 117.194.96.211
  • জ্জিও kk, একেবারে অথেন্টিক ডেটা ঃ-))
  • kk | ১৬ ডিসেম্বর ২০১১ ০৮:১২ | 76.114.73.71
  • আমি এই মাত্তর 'কে কত মা' টই পড়ে তথ্য প্রমাণ ইত্যাদি নিয়ে এসেচি বাপু। যতই করো, জ্যেঠিমা সাজা তোমার ঘুচলো।

    পাই, তাহলে এবার হাঁপানিতাড়ন ম্যাগীর পেটেন্টের জন্য অ্যাপ্লাই করে দাও।
  • pi | ১৬ ডিসেম্বর ২০১১ ০৮:০৮ | 128.231.22.133
  • আরে রান্না তো নির্বিঘ্নেই হয়েছিল। তার আর বিবরণ দেবো কি। তাও দিতে পারতুম। তুমি বারণ করলে, বয়স্ক মানুষ। স্নেহভাজন আমি, কথা শুনলাম।
    রান্নার পর বালতিটা দেয়ালের একটু কাছ ঘেঁষেই রেখেছিলুম। তো সে ব্যাটা যে টিকটিকির তাড়া খেয়ে ম্যাগির ঝোলে ঝাঁপ মারবে তা থোড়াই প্রেডিক্ট করতে পেরেছিলুম। আরশোলার ভাগ্য প্রেডিক্ট করবে তেমন জ্যোতিষী আজ আর কই ?
    তবে তারপরই তাড়াতাড়ি সরিয়ে নি বালতিটা। বলা যায়না, হিন্দি সিনেমার স্টাইলে তাড়া করতে করতে টিকটিকিটিও ডাইভ মারলেন ! আমি কি আর জানিনা টিকটিকি দেখলে তোমার কী হয় ! তাই ওটা কিছুতেই হতে দি নি।
    যাইহোক, নিরিমিষ্যি আর রইলোনা। এবার তো আর ম্যাগিকে ম্যাগো বলবে না ?
  • byaang | ১৬ ডিসেম্বর ২০১১ ০৮:০৭ | 122.178.229.224
  • কেকে, আমি কি হিসেবে তোমার থেকে ছোট হলাম? যা খুশি একটা বল্লেই হল? আমার বয়স হিসেব করার সময় আমার ওজনটার কথাও তো মনে রাখতে হবে, নাকি?
  • Bratin | ১৬ ডিসেম্বর ২০১১ ০৮:০৭ | 117.194.96.211
  • আরে কবি তো ওখানেই কেঁদেছেন!! ঃ-))
  • kk | ১৬ ডিসেম্বর ২০১১ ০৮:০৪ | 76.114.73.71
  • ওমা, এই ব্যাং তো দেখি আমার থেকে এক বছরের ছোট। জ্যেঠিমা সাজলেই হলো নাকি? আজ থেকে ব্যাংকে তুই তোকারি করবো তাহলে ঃ)।
  • Bratin | ১৬ ডিসেম্বর ২০১১ ০৮:০০ | 117.194.96.211
  • kk, তুমি ব্যাঙ র আসল বয়েস জানো না। সব সময় কেমন একটা জেঠিমা সুলভ আচরণ করে দেখে নি? ঃ-))
  • byaang | ১৬ ডিসেম্বর ২০১১ ০৭:৫১ | 122.178.229.224
  • কেকে, হামসে চ্যালেঞ্জ নেহি লেনে কা।
  • byaang | ১৬ ডিসেম্বর ২০১১ ০৭:৫০ | 122.178.229.224
  • হিহিহি, পিসেমষাই!!
  • byaang | ১৬ ডিসেম্বর ২০১১ ০৭:৪৮ | 122.178.229.224
  • বয়স্কটা কে, শুনি একটু নামটা? আর তুই গাল ফুলিয়ে মুখ গোমড়া করে রেখে যতই পিসেমশাই পিসেমষাই ভাব করিস, ভুলিস নে যে নেহাত তুই আমার থেকে ছোট বলেই তুই এত পাপ কর সত্বেও আমি তোকে ক্ষমা করে দিই।

    আকাকে বল্লুম। আর আমি বাংলায় মোটেই খারাপ নই। বিদ্যাপতির কবতে ভুলে গিয়ে নিজে হলে বসে আবার নতুন করে রচনা করে দিব্যি পরীক্ষার খাতায় লিখে এলাম।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত