জ্যোতিষের টই পড়তে গিয়েছিলুম। ভাবলাম তর্কাতর্কি বাদ দিয়ে যদি বিষয়টা একটু জানতে পারি তো মন্দ কি। দেখে এলাম ওখানে তর্কটাই বিষয়। লোকে মহানন্দে তর্ক করছে। ভালবেসে তর্ক করছে। আমার সব কেমন গুলিয়ে গেল। কোথা থেকে শুরু কোথায় শেষ সব। আর জ্ঞানলাভ করে কাজ নেই। থাক গে।
Netai | ২১ ডিসেম্বর ২০১১ ১৪:৩৪ | 121.241.98.225
শিক্ষালাভ হলেই হল। হলই বা ধাপে ধাপে। অনেকের আবার এসব হয় না। পিঠে ধুপ ধাপ দিলেও না।
dipu | ২১ ডিসেম্বর ২০১১ ১৪:৩৪ | 118.95.118.193
আমি কলকাতায়।
siki | ২১ ডিসেম্বর ২০১১ ১৪:৩২ | 123.242.248.130
দীপুর আইপি পাল্টে গেল কেং কয়ে?
dipu | ২১ ডিসেম্বর ২০১১ ১৪:৩০ | 118.95.118.193
অপ্পোন্দাকে হ্যাবাড্ডি ঃ)
Ho | ২১ ডিসেম্বর ২০১১ ১৪:২৭ | 121.242.160.180
কিন্তু তাহলে তো লোকে শাখাবাসী মৃগ কহিবে। তখন আবার তুমি বর্তমানে যাঁহার একমাত্র সম্পত্তি, তিনি root cause analysis করে এই অধমের দিকে তেড়ে আসবেন, সে অতীব ভয়ানক পরিণতি হইবে।
কিন্তু তলার কুড়োতে অনুমতি দিয়ে আবার কুড়িকে টানা কেন? বৃক্ষতলাবশিষ্ট লইব, সেখানেও ভাগাভাগি? তখন আবার কুড়ি যাঁর মানসসম্পত্তি, তিনি তেড়ে আসবেন সমগ্র অধিকার হইতে কুড়িকে বঞ্চিত করার জন্যে।
ক্ষী বিফদ ! কেন যে নেতুকে গাছে উঠতে বলেছিলাম ! কেন যে উপমাটা বেড়ে লেগেছিল ! কেন যে চওধরি পড়ি নাই ! কেন যে নেতু কোটেশন মার্ক দেয় নাই ! কেন যে...
আহা গাছেই থাকো না, অন্য ব্যাপারে জিনু তো বটেই, কেবল এরম উপমায় নহে। ঠ্যাং ধরে টান? ফাগোল। আগে হলে তাও হত, এখন তো...
Netai | ২১ ডিসেম্বর ২০১১ ১৩:৫৯ | 121.241.98.225
কুমুদি। কিসুই করেন্নাই বললেই হবে? এইভাবে কি মাছ দিয়ে শাক ঢাকা যায়?
Netai | ২১ ডিসেম্বর ২০১১ ১৩:৫৮ | 121.241.98.225
বাবা কাজু, এমন করেনা বাপ। ঠেলেঠুলে গাছে তুলে ঠ্যাং ধরে টানাটানি। অথচ আমি নিজেকে নিজেকে জিনিয়াস ভাবতে শুরু করেছিলাম।
Ho | ২১ ডিসেম্বর ২০১১ ১৩:৫২ | 121.242.160.180
সেই পোশশু লেপ নিয়ে বলছিলেন্না? ওই তখন। সে তো এখন বিশ বাঁও জলের তলায়।
বা-লাইভ মজলিশে দেখুন, ওপরেই আছে।
kumu | ২১ ডিসেম্বর ২০১১ ১৩:৫০ | 122.176.32.39
কাজু,আমাকে নিয়ে পদ্য?শিবাংশুর লেখা-কোথায় এসব?
অনেক গ্যাপ পড়ে যাচ্ছে,দেরীতে এসে ধরতেই পারি না সবাই কেন রেগে/চুপ্চাপ/খুশী ?
kumu | ২১ ডিসেম্বর ২০১১ ১৩:৪৬ | 122.176.32.39
নেতু আছো নাকি,নে-এ-ত্য,নে-এ-এ-তাই,
কইছিলাম যে ধন্যবাদ পুরোটাই সিকির প্রাপ্য হয়,ও'ই খেটেখুটে করেছে সব।আমি অন্তত কিসুই করি নাই,জোর গলায় কইতে পারি।
Ho | ২১ ডিসেম্বর ২০১১ ১৩:৪৫ | 121.242.160.180
ওপাড়ায় শিবাংশুদা কী অসম্ভব ভালো একটা কবিতা লিখেছেন, রোদপোড়া ডানাগুলো যেন শিশিরে ভিজিয়ে এলাম।
Ho | ২১ ডিসেম্বর ২০১১ ১৩:২৬ | 121.242.160.180
ওফ আবার সেই করমচা ! তা খেতে তো মন্দ লাগেনি, হলেই বা ক্ষতি কী? তবে ভাই রং করা মোটেও ছিল না। পাকাগুলো লালই হয়।
তাই ভাবি, নেতুর মুখে এত কবিসুলভ উপমা কী করে এল? সন্দ হয়নি তা নয়। ;-)
pi | ২১ ডিসেম্বর ২০১১ ১৩:২৫ | 72.83.83.28
আকাদা, আমি তোমাকে অনেক আগেই বলেছি, আমি এগুলো নিয়ে তোমার সাথে কথা বলতে চাইনা। তারপর তুমি আবার যেচে পড়ে ব্যাখ্যা করতে বসলে কেন ? আর করলেই যখন, সেটার জন্য সময় নষ্ট করাচ্ছি কেন এই ধরণের প্রশ্নগুলোর কী মানে ? ঃ)
রেভিন্যু থেকে 'উন্নতি' নিয়ে আমারো অনেক পোস্ট ছিল , তুমিও সেগুলো দেখোনি। ঃ)
ইনুক্যুয়ালিটির সাথে নানা পরিষেবা ব্যবহার করতে পারার সম্পর্ক নিয়ে বিস্তর ডেটা আছে। ইনইক্যুয়ালিটি সমস্যা নয় বলে দেওয়া হল, সেগুলো নিয়ে কোন কথাই এল না !
তোমার এসব বিষয় নিয়ে লেখাগুলোতে আমার মূল যে সমস্যাটা হয়, সেটা হল প্রচুর এক্সিস্টিং ডেটাকে ইগনোর করা হয়, তাদের কোন ব্যাখ্যা দেওয়া হয়না। উল্লেখও না। তবে এসব নিয়ে আমি আর সত্যি কোন তর্ক চাইছিনা। প্লিজ ।
Sibu | ২১ ডিসেম্বর ২০১১ ১৩:২৩ | 108.23.41.126
ঘুনু কত্তে গেলাম। গুন্নাইট।
siki | ২১ ডিসেম্বর ২০১১ ১৩:২০ | 123.242.248.130
কিন্তু সার্ভার রিস্টার্ট মারতে হবে যে! কে আছো জোয়ান হও আগুয়ান!
কাজু কিছু বুইতে না পারলেই সিকির ওপর ক্ষী রেগে যায়। এদিকে চেরি ভেবে করমচা খায়, আর জানতেও পারে না।
শোনো, চাচা চৌধরির বন্ধু হল সাবু। সে যখন রেগে যায়, দূরে জুপিটারের কোনও পাহাড়ে অগ্ন্যুৎপাত হয়। এটা চাচা চৌধরি পড়া যে কোনও লোক জানে। প্রায় মিথ টাইপের ব্যাপার।
নেতাই সেটাকেই ইউজ করেছে।
-- চোখে আঙুল দাদা।
Ho | ২১ ডিসেম্বর ২০১১ ১৩:১৫ | 121.242.160.180
আহা গতজন্মের পাপে এ জন্মে এত শাস্তি কেন? এরা তো জাতিস্মরও নয় যে সেসব মনে আছে। শাস্তি পাওয়া সম্পূর্ণ অর্থহীন। এ ভারি অন্যায়।
Sibu | ২১ ডিসেম্বর ২০১১ ১৩:১৩ | 108.23.41.126
বেচারারা অনেক পাপ করে কর্মফলে টই জন্ম পেয়েছে। আহা।
Ho | ২১ ডিসেম্বর ২০১১ ১৩:০৮ | 121.242.160.180
টই বেচারা আসলে আর সইতে পারছে না এত অত্যাচার। টই বলে কি মানুষ নয়? দিবারাত্র এত ধকল !
aka | ২১ ডিসেম্বর ২০১১ ১৩:০৮ | 75.76.118.96
কেন বলেছি সেটা ঐ টইতে ব্যাখ্যা করেছি বহুবার। আর একবার। দরিদ্রদের উন্নতি করতে গেলে সরকারকে টাকা খরচ করতে হবে। আর টাকা আসে ট্যাক্স মানি থেকে। টোটাল আয় কম হলে টোটাল রেভিনিউ কম হবে, উন্নতিও কম হবে। ১০০ টাকায় ১০ জনকে খাওয়ানো আর ১০০ টাকায় ২ জনকে খাওয়ানোর মধ্যে যে ডিফারেন্স। এখন আয় যদি ১০০০ টাকা হয় আর একজন যদি ৩০০ টাকা পায় তাহলে বাকি ৯ জন প্রায় ৮০ টাকার সমান পায়। আগের দশটাকার থেকে সবার অবস্থা ভালো হল। যারা খেতে পাচ্ছে না তাদের মুখে আগে খাবার দেওয়া হোক, তারপরে ইনইকুয়ালিটির কথা ভাবা যাবে। এগুলো আগেও বলেছি দেখো নি। আবার সময় নষ্ট করছ। এগুলো পড়ে নাও, বোঝার চেষ্টা করো, ফালতু তর্কো করো না।
Sibu | ২১ ডিসেম্বর ২০১১ ১৩:০৫ | 108.23.41.126
টই ঝুলে গেছে।
pi | ২১ ডিসেম্বর ২০১১ ১৩:০৩ | 72.83.83.28
আম্বানি বলতে যে ভারতের অতি ধনী ও হোমলেস বলতে আম্রিগার খুব গরীব কে বোঝানো হয় সেটাও বুঝিয়ে দিতে হবে , ভাবিনি। তোমার বক্তব্য ছিল, ভারতের ধনীরা আম্রিগার গরীবদের থেকে খারাপ অবস্থায়, আর সেটাই ভারতের সমস্যা। ইনিক্যুয়ালিটি নয়। আমি বহুবার বলেছি, এই তিনটে স্টেটমেন্টেই আমার সমস্যা। কারণ, ভারতের ধনী লোকজন আম্র্রিগার গরীবদের থেকে কোথায় কীভাবে খারাপ আছে, কেন আছে সেটাও বুঝিনি ( সাতাশ তলার দরকার নেই তো, ভারতে পাঁচলা বাড়ির মালিক আম্রিগায় ওয়ালমার্টের কোন কর্মচারীর থেকে খারাপ আছে, এটা বোঝা আমার পক্ষে চাপেরই মনে হয়েছে) আর মোর ইম্পর্ট্যান্টলি, ইনিক্যুয়ালিটির চেয়েও সেটাই ভারতের সমস্যা কেন সেটা আরো বুঝিনি। আর এই প্রশ্নগুলো ট্রিভিয়াল ? ঃ)
তোমার ঐ গ্রাফটা দেওয়া আর তাই নিয়ে তোমার ইন্টারপ্রিটেশন নিয়ে মামু ও হানুদার মন্তব্যগুলো আবার মনে পড়ে গেল । ঃ)
Ho | ২১ ডিসেম্বর ২০১১ ১৩:০২ | 121.242.160.180
কুমুদির জন্যে ছ-এ ছড়া লিখলাম লেপ গায়ে দেবার রোমহর্ষক বিভীষিকাপূর্ণ অভিজ্ঞতা বিষয়ে, পাত্তাই দিল না অমন রিয়ালিস্টিক লাইনগুলো। ঃ(
Ho | ২১ ডিসেম্বর ২০১১ ১২:৫৭ | 121.242.160.180
কিন্তু নেত্যকাকা এলো না তো বোঝাতে সাবুতঙ্কÄ? আমি এখন থেকে সিকিদাদু বলব, সবসময় খোকা খোকা করে। বলি সব জানতে হবে? তুমি দাদু সব পড়েছ, অ্যাঁ? ঃ-X
aka | ২১ ডিসেম্বর ২০১১ ১২:৪৪ | 75.76.118.96
হাসো, তোমার বার্থ রাইট।
pi | ২১ ডিসেম্বর ২০১১ ১২:৪২ | 72.83.83.28
এবার আমার হাসি পাচ্ছে ঃ)
aka | ২১ ডিসেম্বর ২০১১ ১২:৩৯ | 75.76.118.96
পাই, যে গ্রাফটি নিয়ে তুমি আমাকে প্রশ্ন করেছ যে আম্বানি আর আম্রিগার হোমলেস এক কিনা। সেটা ট্রিভিয়াল প্রশ্ন।
এই ধরনের ডেটা অ্যানালিসিসে সব সময়ে এই উচ্চকোটির লোকজনকে বাদ দেওয়া হয়। কারণ এনারা আউটলায়ার। একটি ঘরে বিল গেটস, আমি এবং একজন হোমলেস থাকলে আমাদের অ্যাভারেজ স্যালারি কয়েক বিলিয়ন হবে। সেটা মোটেও রিপ্রেজেন্টেটিভ নয়। গ্রাফটিতে যেকোন দেশের জনসাধারণ কে কয়েকটি ইনকামগ্রুপে ভাগ করা হয়েছে। এবং দেখা হয়েছে সেই স্কেলে কোন দেশ কোথায় পড়ে। এবং কনক্লুশন হল অন অ্যান অ্যাভারেজ যেকোন ভারতীয় ধনীকে তুললে তার ইনকাম লেভেল আম্রিগার প্রায় দরিদ্রের সমান। এটা ইন্টিউটিভলি বুঝতে অসুবিধা হয় না। ভারতের জিডিপি ১.৭৩ ট্রিলিয়ন লোকসংখ্যা ১২০ মিলিয়ন। ইউএসের জিডিপি ১৪ ট্রিলিয়ন এবং লোকসংখ্যা ৩০০ মিলিয়ন। এটা গ্রাফটা দেখলে এবং লেখাটা পড়লে বোঝা যেত। যদিও আউটলায়ার বাদ দেবার কথাটা জানতে হয়। তবু বুঝতে অসুবিধা হয় না। হানুদা বা ঈশানের হয় নি। তুমি শুধু তক্কো করার জন্যই এত ট্রিভিয়াল জিনিষপত্তর নিয়ে কথা চালাতে থাকো যে তাতে আসল জিনিষ চাপা পড়ে যায়। এই ফালতু তক্কাতক্কি আমি পছন্দ করি না। ভবিষ্যতে খেয়াল রেখো, তাহলে জবাব পাবে। যতটুকু আমার ক্ষমতা আমি বলার চেষ্টা করব। ভুল বললে শুধরে নেব। সেটাই অ্যাকাডেমিক ডিসকাসনের স্পিরিট হওয়া উচিত।
siki | ২১ ডিসেম্বর ২০১১ ১২:২৯ | 123.242.248.130
নেতাই, এই খোকাটাকে একটু বুঝিয়ে দে, সাবু রেগে গেলে কী হয়।
Ho | ২১ ডিসেম্বর ২০১১ ১২:২৮ | 121.242.160.180
না চাচা চৌধুরি পড়ি নাই, তো কী হল তাতে? সাবু এল কী প্রসঙ্গে? কিসুই বুঝলুম না।
aka | ২১ ডিসেম্বর ২০১১ ১২:১৮ | 75.76.118.96
পাই, তোমার পোস্টটি থেকে কি নিয়ে কথা বলছ বোঝার সাধ্য আমার নেই।
siki | ২১ ডিসেম্বর ২০১১ ১২:১৮ | 123.242.248.130
পাই, কে কাকে বুজরুক বলেছে? বাই এনি চান্স, আমি নই তো?
aka | ২১ ডিসেম্বর ২০১১ ১২:১৭ | 75.76.118.96
সিকি এমন টই আরও আছে। পাই আসার আগে, পাই আসার পরে।
pi | ২১ ডিসেম্বর ২০১১ ১২:১৭ | 72.83.83.28
যাইহোক আকাদা, ভাটে একটা পোস্ট করেছিলে । উত্তর দিয়ে দি। আমি অনেকবার প্রশ্ন করেছি। উত্তর পাইনি। এর আগে ডেটা নিয়ে প্রশ্ন করে দেখেছি যা উত্তর পেয়েছি তাতে হয় অনেক মিস ইন্টারপ্রিটেশন আছে আর নয়তো বাকি ডাটা এড়িয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, আমার মনে হয়েছে ডজ ই করা হয়েছে। তাই আবার আমাকে প্রশ্ন করতে বলাতে কাটিয়ে দিলাম।
এমনিতেও আমার ছুটি নাই। গুচ্ছ কাজ। বইমেলার আগে গুরুরও বিস্তর কাজ। শরীরও বিগড়েছে আবার, আজ ল্যাব মায়া করতে হল, তার খেসারত আবার কদ্দিনে দিতে হবে কে জানে। এর মধেয় এইসব তক্কো করতে , যেগুলো জাস্ট তর্কের জন্য তর্ক হয়ে চলেছে মনে হয়, তাতে সময় দেওয়াটা আপাতত অ্যাফোর্ড করতে পারছিনা। fdi টইতে কিছু কথা বলার আছে। ডেটা নিয়ে ও অন্যান্য। সেগুলো সময় পাবো যখন লিখবো।
siki | ২১ ডিসেম্বর ২০১১ ১২:১৬ | 123.242.248.130
আর কাজুকে ছ্যাছ্যা। কাজু চাচা চৌধরি পড়ে নাই। সাবুকে চেনে না।
ঐ যে কী বলে ভ্যালিড রিজন ছাড়াই ডিবাংক করে কী সব যেন ...
pi | ২১ ডিসেম্বর ২০১১ ১২:১০ | 72.83.83.28
কাউকে সরাসরি বুজরুক বলে দেওয়া, কেসিদা, এটাও কি আগে হয়েছে ?
aka | ২১ ডিসেম্বর ২০১১ ১২:১০ | 75.76.118.96
Chickens lay more eggs while listening to pop music
aka | ২১ ডিসেম্বর ২০১১ ১২:১০ | 75.76.118.96
হানু ঃ)
Bratin | ২১ ডিসেম্বর ২০১১ ১২:০৬ | 122.248.183.1
আচ্ছা।
h | ২১ ডিসেম্বর ২০১১ ১২:০৫ | 203.99.212.53
I am sure many also die while and after climbing out of them. I, for example, have been bit 'stranded' in between, ever since I hurried for the first time;-)
aka | ২১ ডিসেম্বর ২০১১ ১২:০৪ | 75.76.118.96
বোতিন জিটকে বা ফেসবুকে কথা হবে।
Bratin | ২১ ডিসেম্বর ২০১১ ১২:০২ | 122.248.183.1
নেতাই ঃ-))
আকা, এবার কোন দিকে?
Netai | ২১ ডিসেম্বর ২০১১ ১২:০০ | 121.241.98.225
সারা পিথিমির লোক বললেও এখন যেতে পারমুনা। বৌ মানা করেছে।
aka | ২১ ডিসেম্বর ২০১১ ১২:০০ | 75.76.118.96
নেতাই আরে প্রতিভাবানদের অমনই হয়। তাদের কাছে ট্রিভিয়াল ব্যপার, অন্যদের কাছে জিনিয়াস।
Netai | ২১ ডিসেম্বর ২০১১ ১১:৫৯ | 121.241.98.225
NoE টা কি জিনিষ? বাজিমাত করেছি কখন খ্যাল ই করিনি। ক্ষী ভুলোমন।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন