ওদিকে আবার ইশকুলের ছাত্রদের ধর্ণা দেওয়া বারন হয়ে গেছে।
de | ২২ ডিসেম্বর ২০১১ ১১:১৩ | 203.199.33.2
হীরকরাজ্যের শিক্ষামন্ত্রী তো হুলুস্থুলু পাকিয়ে ছাড়লেন! আমার আত্মীয়দের মধ্যে যাঁদের বাচ্চারা ক্লাস ফাইভে এবার ভর্তি হবে তাঁদের তো মাথায় হাত। ছবিটা দেখলেও এতো মায়া হচ্ছে, ক্লাস ফাইভ থেকেই বেচারাদের ধর্না দিতে হচ্ছে! http://www.anandabazar.com/22raj3.html
" Account টা আমি খুলে ফেলেছি বেলা শুনছো?? এখন আর কেউ আটকাতে পারবেনা Pro Pic টা এইবার তুমি পাল্টে দিতে পারো ... সবাইকে বলে দাও Single তুমি থাকছোনা Account টা আমি করে ফেলেছি বেলা সত্যি ... আর মাত্র কয়েকটা স্টেপ ব্যাস Starting এই আমি message দিয়েছি কিছুদিন পর দিব Wall post চুপ করে কেন বেলা কিছু লিখে্ছা না?? হ্যা-লো!!!!! এটা কি ডব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট ফেইস বুক ডট কম?? বেলা বোস তুমি পাচ্ছো কী পড়তে?? ১০-১২ টা Fake ID পেরিয়ে তোমাকে পেয়েছি দেবোনা কিছুতেই আর Block করতে!!!! হ্যা-লো!!!!! এটা কি ডব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট ফেইস বুক ডট কম?? দিন না করে বেলাকে Online!!! এই মেগাবাইট যাচ্ছে কমে আমার গ্রামীন মোডেমে খুজছি কেবল বেলার Timeline! " :)
aranya | ২২ ডিসেম্বর ২০১১ ১০:২৮ | 144.160.226.53
থ্যাংকু।
siki | ২২ ডিসেম্বর ২০১১ ১০:২৩ | 122.177.189.106
থ্রিডি, অবশ্যই।
Sibu | ২২ ডিসেম্বর ২০১১ ১০:১৯ | 108.23.41.126
পাড়ার হলে দেখলাম 2D, 3D দুটোই দেখাচ্ছে।
ppn | ২২ ডিসেম্বর ২০১১ ১০:১৮ | 112.133.206.18
আই মিন, চম্মা পরে ;-)
ppn | ২২ ডিসেম্বর ২০১১ ১০:১৭ | 112.133.206.18
চোখ বুজে 3D
aranya | ২২ ডিসেম্বর ২০১১ ১০:১৪ | 144.160.226.53
টিনটিন 3D না 2D, কোনটা দেখা বেটার? আম্রিগায় কি দুটো ভার্শন-ই রিলিজ করেছে?
ppn | ২২ ডিসেম্বর ২০১১ ১০:১১ | 112.133.206.18
মূল গল্পে ক্যালকুলাস ছিল তো! সেইটা যদিও সিকোয়েলটাতে আসবে।
তবে ছবিটা জায়গায় জায়গায় ব্রিলিয়ান্ট। যেমন বিয়াংকার কণ্ঠসম্পদ ব্যবহার করে কাঁচের বাক্স ভেঙ্গে ফেলা। অথবা হোটেলটা নড়তে চড়তে যখন সমুদ্রের ধারে এসে দাঁড়াল তখন একজন গিয়ে সেটার বাইরে আরো দুটো স্টার লাগিয়ে দিল।
একটাই অভিযোগ ছবিটা নিয়ে যে আরো স্লো হতে হত। টিনটিনের কমিকস যেমন হত।
siki | ২২ ডিসেম্বর ২০১১ ১০:০৫ | 122.177.189.106
আহা, মূল গল্পেও তো ক্যালকুলাস ছিলেন না।
তবে অবশ্য বিয়াংকা কাস্তাফিওরে-ও ছিলেন না।
Sibu | ২২ ডিসেম্বর ২০১১ ১০:০২ | 108.23.41.126
শুনলাম প্রফেসর ক্যালকুলাসকে মায়া করে দিয়েছে।
Sibu | ২২ ডিসেম্বর ২০১১ ০৯:৫৭ | 108.23.41.126
শনিবার টিনটিন দেখত্র যাব ভাবছি।
ppn | ২২ ডিসেম্বর ২০১১ ০৯:৫৪ | 112.133.206.22
আকার সাথে ক। পুরো একখানা হলিউডি অ্যাকশন মুভি হয়েছে।
aka | ২২ ডিসেম্বর ২০১১ ০৯:২৭ | 75.76.118.96
টিনটিন টা কেমন অ্যাকশনমুভি টাইপ হয়েছে। পাইরেটস অফ দা ক্যারিবিয়ান টাইপ। হিউমারটা এতই অল্প যে সেই ফিলিংটা হল না। আর হ্যাডক কেমন ড়য়ে স্লিপ খাচ্ছিল, কেন?
achintyarup | ২২ ডিসেম্বর ২০১১ ০৪:৫০ | 59.93.255.100
উইণ্ডোজ মেশিন থেকে কিণ্ডল-এ ডেটা ট্রান্সফার করা যায় তো। রবীন্দ্রসঙ্গীতের এম্পিথ্রি পর্যন্ত। সেটা আবার শোনাও যায়। ছোট স্ক্রীনে পিডিএফ পড়া বেশ চাপের। আর, কোনো বইয়ের কিণ্ডল ভার্সান যন্ত্রে ভরতে চাইলে সেটা আমাজন থেকেই করা ভাল।
Sibu | ২২ ডিসেম্বর ২০১১ ০৩:০৫ | 74.125.59.177
ধুস্স্স্, আকচাআকচি থেমে গেল বলেই মনে হচ্ছে। কাজে ফাঁকি দিয়ে বক্সিং দেখব মতলব করেছিলাম। কিন্তু কপালে নাই ঃ((।
amit | ২২ ডিসেম্বর ২০১১ ০২:৫৩ | 18.60.11.242
সত্য বচন!
Tim | ২২ ডিসেম্বর ২০১১ ০২:৪৮ | 198.82.19.38
তক্কের টই ইজ পিওরলি ফর আকচাআকচি। উহা একটি আঁচড়াগার।
nk | ২২ ডিসেম্বর ২০১১ ০২:৩৫ | 151.141.84.194
শঙ্খকে থ্যাংকস।
"সীতারাম" উপন্যাসে একজায়গায় ছিলো এক জাতিকার জন্মছকে "চন্দ্র শনির ত্রিংশাংশগত" আর সেইজন্যেই নাকি সে প্রিয়প্রাণহন্ত্রী হবে। এই জিনিসটা যে কী সেটা নিয়ে আজো আমার কৌতূহল। আর একটা ব্যাপার, নষ্টকোষ্ঠীউদ্ধার, সেটাও ভাসা ভাসা বুঝেছিলাম কারুর হয়তো জন্মছক বানানো হয় নি, তখন ব্যাক ট্র্যাক করে করে সেটা বানানো। এই বিষয়েও জানতে আগ্রহী ছিলাম। তারপরে সঞ্জীব চট্টোর লেখাতে পড়েছিলাম গাছকোষ্ঠী, গাছে উঠে দেখতে হয় এত লম্বা নাকি সেটা, স্ক্রোলের মতন গোটানো থাকে, গাছে উঠে খুলতে হয়। সেই বিষয়েও জানতে ইচ্ছুক ছিলাম।
এমনকি যদি শুধু মেকানিজম টাও ব্যখা করা হতো, যে এই অ্যারেঞ্জমেন্ট দেখে এই সিদ্ধান্ত করা হয় যে এই এই হবার সম্ভাবনা আছে, কেন হয় সেটা যদি নাও বলা হতো (হয়তো কারণ হারিয়ে গেছে বা পুরোটাই এমপিরিকাল), তাহলেও দিব্য হতো। মাত্র একটা দুটো কাল্পনিক জাতক/জাতিকার উদাহরণ এনে বোঝালেও যথেষ্ট হতো আমার পক্ষে।
কিন্তু এতগুলো টই জুড়ে কিছুই তার দেখলাম না। ঃ-(
Sankha | ২২ ডিসেম্বর ২০১১ ০২:১৯ | 71.187.137.148
এনকের দুটো এক এর পোস্টটা পড়ে ভালো লাগল।
nk | ২২ ডিসেম্বর ২০১১ ০২:০১ | 151.141.84.194
অরণ্য, আপনার তুখোর যুক্তি আর ডাইভার্স গভীর জ্ঞান আমার কাছ থেকে প্রাণঢালা প্রশংসা পায়। ঃ-)
আসলে লক্ষ্য করে দেখবেন, আমি জ্যোতিষ টইগুলোতে প্রথমে কোনোরকম উচ্চবাচ্যই করিনি, কারণ আমার অজানা একটা বিষয় (জ্যোতিষ মানে astrology) নিয়ে আলোচনা হচ্ছিলো, তাই ভাবছিলাম যদি কিছু জানা যায় ভালো হয়, তাই কেবল দেখছিলাম। নিজে কখনো এই বিষয়ে চর্চা করিনি বলেই(ছক দেখিনি, কীভাবে জন্মছক বানায়, নানাধরনের কুষ্ঠি জানিনা, অথচ বঙ্কিমচন্দ্রের নানা উপন্যাসে এর উল্লেখ দেখেছি, তাই জানতে উদগ্রীব ছিলাম) জানতে ইচ্ছুক ছিলাম। কিন্তু প্রত্যক্ষ যিনি বা যাঁরা জানেন, তাঁরাই অদ্ভুত অদ্ভুত সব লোপ্পা বল উঠাতে লাগলেন, তখন নিজের সামান্য জানা নিয়ে একটু কারেকশন করতে চাইলাম যদিও জানি না সেই যোগ্যতা আছে কিনা আমার! নইলে জ্যোতিষ বিষয়ে জানতে আমার এখনো আপত্তি নেই, কোনোদিনই ছিলো না, যেকোনো বিষয় যুক্তিনির্ভর হলেই বা অন্য কোনোভাবে কার্যকারণ পরম্পরায় পড়লেই মেনে নিতে আমি তৎক্ষণাৎ রাজী। ঃ-)
aranya | ২২ ডিসেম্বর ২০১১ ০১:৫৬ | 144.160.226.53
12:31 AM -এর পোস্টটার পরিপ্রেক্ষিতে। জাস্ট টু গুড লাগল পড়ে। হায় এমন যদি আমি লিখতে পারতাম ঃ-(
aranya | ২২ ডিসেম্বর ২০১১ ০১:৫০ | 144.160.226.53
nk, আমাকে বলতেই হচ্ছে আপনার বিবিধ বিষয়ে (ফিজিক্স, বাংলা সাহিত্য, প্রাচীন ভারত ইঃ) জ্ঞান এবং দূর্দান্ত বাংলা লেখার হাত আমি প্রচণ্ড এনজয় করি। এটা আন্তরিক নির্ভেজাল প্রশংসা, এই গুণগুলির জন্য, জ্যোতিষ টইতে 'লোককে বলার স্পেস দেওয়া' ইত্যাদি অতীব বিতর্কিত বিষয়ে আপনাকে আমার ক্যাম্পে টানার কোন লুক্কায়িত মোটিভ নাই ঃ-)
nk | ২২ ডিসেম্বর ২০১১ ০১:৫০ | 151.141.84.194
আর সবকিছুই ....এ আছে। ঃ-)
amit | ২২ ডিসেম্বর ২০১১ ০০:৩৮ | 18.60.11.242
এবং বুঝিতে পারিতেছি যে সমস্ত কিছুই বিজ্ঞান!
nk | ২২ ডিসেম্বর ২০১১ ০০:৩১ | 151.141.84.194
আমি টইয়ে গিয়ে এমন ঘেঁটে গেলাম যে ছি পা এ (ছিটকে পালিয়ে এলাম)।ঃ-) মনে হলো অখন্ড আশ্রমে গিয়ে বুঝভুম্ভুল ভবদুলাল হয়ে গিয়ে দেখছি বিন্দু থেকে ফুলে উঠলো পৃথিবী আর মিসিং লিংকেরা হিগস-বোসন দিয়ে চা বানিয়ে সুড়ুৎ সুড়ুৎ করে খেতে খেতে একজন আরেকজনকে বললো, "জানিস, বানিয়ে প্রায় ফেলেছিলাম আরকি হাতুড়ীটা, শেষ মুহূর্তে আমার স্পনসর কইলেন আর টাকা নেই। তখন সেটা থর নিয়ে গেল।" ঃ-) ডিঃ মঃ ডি মঃ ডিঃ মঃ
amit | ২১ ডিসেম্বর ২০১১ ২৩:৩১ | 18.60.11.242
ওঃ, তাইলে এমন কিছু ঠান্ডা না, আমার ও আজ এখন মাত্র ১১ ডিগ্রী।
S | ২১ ডিসেম্বর ২০১১ ২৩:২৮ | 90.209.32.154
ইশান আমাজনের এমনি মেল আইডি নাকি কিনড্ল কিনলে কোনো আলাদা দেয়?
siki | ২১ ডিসেম্বর ২০১১ ২৩:২৭ | 122.177.189.106
বেশি শীত না, এখন তো মাত্র ১১ ডিগ্রি চলছে। শেষরাতের দিকে শীতটা পড়বে। কাল ছিল ৪.৭।
siki | ২১ ডিসেম্বর ২০১১ ২৩:২৭ | 122.177.189.106
ঃ) কঅতোবাআরো ভেএবেছিইনু আআপনাআ ভুলিইইয়াআআ ...
aka | ২১ ডিসেম্বর ২০১১ ২৩:২৫ | 75.76.118.96
শীতের রাত, কুড়ি, সিকি না থাক।
pi | ২১ ডিসেম্বর ২০১১ ২৩:২১ | 72.83.83.28
কাব্লিদা, মামু, মেইল।
dukhe | ২১ ডিসেম্বর ২০১১ ২৩:২০ | 14.99.6.227
সিকির আজ (রোজ?) রাতের স্বপ্ন আমি এখুনি প্রেডিক্ট করতে পারি । নেহাত বুজরুক বলে করছি না ।
Ishan | ২১ ডিসেম্বর ২০১১ ২৩:১৭ | 117.194.43.89
এই রে। স্ক্রিন সাইজ ভুলে গেছি। এখন আর মেপে দেখতে পারছিনা।
আরেকটু ডিটেলেই বলে দিই। ফাইল ট্রান্সফার সরাসরিই হয়, কিন্তু আমি করে দেখিনি। আমাজন একটা পার্সোনাল মেল আইডি দেয়, যেখানে ডকুমেন্টটা মেল করলে কিন্ডলে সরাসরি ডাইনলোডেড হয়ে যাবে। সেটা বেশ পুষ্টিকর বলে আমি ওই ফিচারটাই ব্যবহার করি। সরাসরি ট্রান্সফারের ফিচারটা কতোটা "কুল' আমার জানা নাই।
aka | ২১ ডিসেম্বর ২০১১ ২৩:১৫ | 75.76.118.96
রিটায়ার্ড হার্ট না ডিক্লেয়ার? :P
Tim | ২১ ডিসেম্বর ২০১১ ২৩:১৫ | 128.173.39.58
এইটা একটা পোশ্নো হলো? কব্বে থেকে বলছি যায় যায় যায়।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন