এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pi | ২৭ ডিসেম্বর ২০১১ ১২:৩৪ | 72.83.83.28
  • হ্যাঁ, এই তো। গোসলঘরেই বন্দোবস্ত থাকতো।

    ঋএসেঅর্চ ওন থে মেদিএঅল সেয়গে সে্‌য়্‌স্‌তম রেএঅল্‌স থত থে বথিঙ্গ রূম্‌স ও থে উঘল ওর্‌ত্‌স হদ স্মল্ল ঔতে্‌লত্‌স উসেদ অস তৈলেত্‌স। ঠে য়স্তে য়স অরি্‌রএদ ব্য গ্রইত্য তো থে রম্পর্‌ত্‌স য়িথ য়তের। ঠিস মেচনিস্ম অন বে ঔন্দ ইন থে ঋএদ ওর্ত ইন ডেলি্‌হ, ইন থে পলএস ও ঋঅজস্থন, ইন অম্পি, অর্নতক অন্দ ইন ঠিরুঅনন্থপুরম, এরল।
  • siki | ২৭ ডিসেম্বর ২০১১ ১২:৩৩ | 123.242.248.130
  • তবে কপি পেস্ট তো করা যেতেই পারে।
  • siki | ২৭ ডিসেম্বর ২০১১ ১২:৩২ | 123.242.248.130
  • দেখা যাচ্ছে না, স্মাইলি আসছে না।
  • kumu | ২৭ ডিসেম্বর ২০১১ ১২:৩১ | 122.176.32.39
  • কাজু,দত্তবাগানের কাছে,বেলগাছিয়া ভিলায়।তবে সেই বাড়ী এখন আর নাই।
  • Kaju | ২৭ ডিসেম্বর ২০১১ ১২:২২ | 121.242.160.180
  • ও কুমুদি, বলুন না, পাইকপাড়ায় কোন জায়গাটায় আপনার অতীতের খানিকটা এখনো রয়ে গেছে? সেই যে বলেছিলেন...
  • kumu | ২৭ ডিসেম্বর ২০১১ ১২:২০ | 122.176.32.39
  • অ পিএম,চিড়িয়া মোড়ে থাকেন?সেখানে এখনো রথের মেলা হয়?বেথুন ইসকুলের বাস যায়?
  • PM | ২৭ ডিসেম্বর ২০১১ ১২:১৪ | 86.96.226.87
  • y মাধ্যমিক দেবে? এখানে কি করছে? এটা বড়দের জায়গা। এখানে কিছুকাল ঘোরাফেরা করলে বড়দের সম্পর্কে যে ভলো মিথগুলো আছে সব ভেঙে যাবে ঃ)
  • ppn | ২৭ ডিসেম্বর ২০১১ ১২:১১ | 202.91.136.71
  • হচ্ছে তো!

    মেলবোর্নে।
  • kumu | ২৭ ডিসেম্বর ২০১১ ১২:১০ | 122.176.32.39
  • নেতাই,ন্নাঃ,হচ্চে না।ঃ-#
  • pi | ২৭ ডিসেম্বর ২০১১ ১২:১০ | 72.83.83.28
  • টেস্ট পেপারও শেষ ? ABTA , হেডমাস্টার্স দুটোই ?
  • pi | ২৭ ডিসেম্বর ২০১১ ১২:০৯ | 72.83.83.28
  • দেশে স্যানিটেশনের এটা তো অতি পরিচিত ও পুরাতন সমস্যা। লোকজনের অভ্যাস বদলনো। তবে এখন অবস্থা আগের থেকে অনেক বেটার।
  • y | ২৭ ডিসেম্বর ২০১১ ১২:০৯ | 61.12.12.84
  • হয়ে গেছে। আর ক'দিন বাদে মাধ্যমিক।
  • ppn | ২৭ ডিসেম্বর ২০১১ ১২:০৮ | 202.91.136.71
  • টেস্ট:

    ?
  • pi | ২৭ ডিসেম্বর ২০১১ ১২:০৭ | 72.83.83.28
  • দেফু ! x-(
  • y | ২৭ ডিসেম্বর ২০১১ ১২:০৫ | 61.12.12.84
  • গরিবের বাড়ি গরিবখানা হলে পাইদির বাড়ি পাইখানা।
  • m | ২৭ ডিসেম্বর ২০১১ ১২:০৩ | 117.194.39.138
  • আমাদের যাদবজির বাড়ি আরা জেলায়- সারা গ্রামে কারুর বাড়িতে বাথরুম নাই-গরীব বড়লোক নির্বিশেষে সবাই মাঠে যায়। এক ওষুধের দোকানদারের বাড়িতে নাকি বাথরুম আছে- তারা রাতবিরেতে খুব দরকার সেখানে যায়। বাকি সময় মাঠে যায়।
    মহিলারা একা যায় না। সঙ্গে একজন মহিলা পাহারাদার যায় । ছেলেরা একটু দূরে যায়-প্রহরী লাগে না। কেউ কাছাকাছি আসতে শুনতে পেলেই গলা খাঁকারি দেয় বা গান ধরে। গণ শৌচাগারটি একটু ঝোপেঝাড়ের পাশে হয়। আব্রুরক্ষার একটা চেষ্টা থাকে।
    আর ওরা দিনের একবারই বড় বাইরে যায়- সেটা ভোরবেলা। পেটের গন্ডোগোল হলে আলাদা কথা। তবে এখন নাকি পেটের কিছু হলেই সবাই ওষুধ খেয়ে নেয়।

    বাথরুম শুধু অদরকারী তাই না, অপ্রয়োজনীয় অর্থ অপচয়ের একটি পথ মাত্র। তাছাড়াও বাড়ির মধ্যে বাথরুম থাকলে সেটা নোংরা ব্যাপার আর তাতে করে সব রোগ বাড়িতেই জমা হবে।- যাদবজি উবাচ।
  • pi | ২৭ ডিসেম্বর ২০১১ ১১:৫৮ | 72.83.83.28
  • ফর আ চেঞ্জ, পাই আজ খানার কথা কইতে এসেছিল। কিন্তু গন্ধ সুবিধের নয়কো ঃ(
  • Netai | ২৭ ডিসেম্বর ২০১১ ১১:৫৫ | 121.241.98.225

  • স্মাইলিটা একটু বড় হলে খুব ভালো হত।

    কুমুদি, নিউমেরিক কিপ্যাড থেকেই হবে এই কথাটা ভুলেন না।
  • dd | ২৭ ডিসেম্বর ২০১১ ১১:৫৪ | 124.247.203.12
  • অর্থনীতি থেকে জ্যোতিষ ঘুড়ে আলোচনা আজ পাইখানায়।

    অহো ! জীবনের গতি ক্ষি কুটিল।
  • pi | ২৭ ডিসেম্বর ২০১১ ১১:৫৪ | 72.83.83.28
  • আমার জা য়ের তঙ্কেÄও অমন মার্কা একপিস জিনিস এসেছিল। কিন্তু শুধোতে জানালো, ওটা নাকি গাছে জল দেবার জন্য !!
  • kumu | ২৭ ডিসেম্বর ২০১১ ১১:৫২ | 122.176.32.39
  • বিয়েতে গাড়ু দিতে ৮০-র দশকেও দেখেছি,কলকাতায়।
    পেতলের,যাতে ঐ একটিতেই জীবন কেটে যায়।
  • pi | ২৭ ডিসেম্বর ২০১১ ১১:৪৯ | 72.83.83.28
  • প্পন,যাক, এটা অন্ততঃ ওটার থেকে বেটার।
    থ্যাঙ্কু ঃ)

    ভেবে দেখলাম ভ দিয়ে কোন নামই ভাল হতে পারেনা। ভীম, ভোম্বল, ভোলা, ভন্তুসি, ভুসুকপাদ , সবই ভয়ংকর বাজে।
  • dd | ২৭ ডিসেম্বর ২০১১ ১১:৪৭ | 124.247.203.12
  • আমাদের আর্লি ছোটোবেলাতেও দেখেছি, বিয়ের তঙ্কেÄ একটি পিতলের গাড়ু দেওয়া হোতো। কোনো রাখ ঢাক ছিলো না। সেটিও নাক উঁচু করেই সদর্পে বসে থাকতো অন্য দানসামগ্রীর সাথে।
  • kumu | ২৭ ডিসেম্বর ২০১১ ১১:৪৬ | 122.176.32.39
  • মিঠু,এই ডাবরের গল্পটা আমিও শুনেছি,মনে পড়ল।
  • ppn | ২৭ ডিসেম্বর ২০১১ ১১:৪৫ | 202.91.136.71
  • pi | ২৭ ডিসেম্বর ২০১১ ১১:৪৪ | 72.83.83.28
  • কুমুজাম্বুকে ও অনেক থ্যাংকু। গানের কথা শুনেও খুব ভাল লাগলো ঃ)
  • ppn | ২৭ ডিসেম্বর ২০১১ ১১:৪৪ | 202.91.136.71
  • গত দু'দিন গুরুতে ঢুঁ মারা হয়নাই।

    কেকে, রাত্তির আর পাই সবাইকে বিঃ হ্যাবাড্ডে।

    জন্মোদিনে পাইয়ের নতুন নাম দিলাম ম্যাগপাই। সংক্ষেপে মপাই।
  • m | ২৭ ডিসেম্বর ২০১১ ১১:৪৩ | 117.194.39.138
  • অপ্পনের লিংক থেকে Bidet এ গিয়ে এক ১৮ শতকের এচিং দেখে এলাম!
    বাপ্পো বাপ্পো- মহিলাদের পাশে এক পুরুষ চাবুক হাতে পাহারা দিচ্ছে!!
  • kumu | ২৭ ডিসেম্বর ২০১১ ১১:৪২ | 122.176.32.39
  • পাই,কুমুজামাইবাবু তোমায় অনেক শুভেচ্ছা জানাচ্ছেন(গতকালই জানিয়েচেন,এখন ডেলিভারী দিলুম), আজ রাত্রে তোমার গান শুনবেন।
  • pi | ২৭ ডিসেম্বর ২০১১ ১১:৪০ | 72.83.83.28
  • মহেঞ্জোদারোর টয়লেটের কথা তো ইতিহাস বইয়ে বিস্তারিত থাকতো।

    আর নানাবিধ প্রাসাদের গোসলঘরের ছবি , বর্ণনাও তো থাকতো। কোথাও গিয়ে দেখেছিলাম বলেও মনে হয়।
  • kumu | ২৭ ডিসেম্বর ২০১১ ১১:৩৯ | 122.176.32.39
  • সক্কাল বেলা সকলে এইসব নিয়ে পড়ল?
    যাগ্গে,আমার দুইখান কথা ছিল,
    ১।আকারে কোথায় দ্যাখা যায়?
    ২।নেতাইএর গতকাল দেয়া স্মাইলী ইঃ আমার কম্পুতে হচ্চে না ক্যানো?
  • m | ২৭ ডিসেম্বর ২০১১ ১১:৩৮ | 117.194.39.138
  • দিদার কাছে গল্প শুনেছি, বরিশালেই সম্ভবত বিয়েতে মেয়েকে দুটি ডাবর দেওয়া হতো- একটা পান রাখার, অন্যটা রাতে আপদেবিপদে কাজে লাগাবারঃ)
    বরিশাল না হয়ে অন্য জায়গাও হতে পারে- তবে ওখানে নদীনালা,খাল,বিলের প্রাচুর্যের কারণে এই গপ্পে ঐ জায়গার উল্লেখ হয়েছিলো হতে পারে।
  • pi | ২৭ ডিসেম্বর ২০১১ ১১:৩৭ | 72.83.83.28
  • আপেল-জিলিপি খেলুম। অমেত্ত।
  • pi | ২৭ ডিসেম্বর ২০১১ ১১:৩৬ | 72.83.83.28
  • সবাইকে অনেক থ্যাঙ্কু ঃ)

    পটকেদা, পোস্ত ঃ)
  • m | ২৭ ডিসেম্বর ২০১১ ১১:৩২ | 117.194.39.138
  • ভাবতে কিরকম অবাক লাগে- অত বড় প্রাসাদে কোনো বাথরুম নাই- পাত্রে সেরে ফেললে অন্য কেউ এসে নিয়ে যেত টা ঠিক কেমন যেন শুনতে লাগছেঃ) যদি বা নিয়েও যায়, শৌচকর্ম করতো কেমনে? যেসব রাজা-উজির দাস্তবমি ইত্যাদি করে মারা যেত তাদের ই কি হাল হোতো?
    কোনো গ্রন্থেই এইসব কথা লেখে নিঃ(
    যতদূর মনে পড়ছে- জয়পুরে কোনো এক প্রাসাদে একটা ছোট ঘুপচি মত ঘরে একটা পাথরের বেশ লম্বাটে প্যান টাইপের কিছু একটা দেখেছিলাম- সেটা যদি প্রাচীন হয়ে থাকে, তাইলে তার বয়েস ৪০০ বছরের বেশি না।
  • Kaju | ২৭ ডিসেম্বর ২০১১ ১১:২৩ | 121.242.160.180
  • সিকি,

    দেখেছি মানে? কু-ও-ও-ত্ত-বা-আ-আ-র ! ভাট কা পিকচার মে দেখা না? টিভি মে ভি তো দেখা। তুমি তো বিখ্যাত লোক মহায় !

    সত্যি ভীষণ মিল ছিল, মাইরি। ঃ-))
  • dd | ২৭ ডিসেম্বর ২০১১ ১১:২১ | 124.247.203.12
  • মহেন জো দরোতে , বাড়ীর বাইরের দেওয়ালের সাথে লাগানো টয়লেট ছিলো। নুংগা সোজা ড্রেইনে গিয়ে পরতো।

    তার পরে অনেকানেক প্রাসাদে গিয়ে বাথরুম খুঁজে পাই নি। দেওয়ান ই আম বা দেওয়ানি খাসেও নয়। একটা ভিডিও দেখিয়েছিলো - ন্যাট জিওতে বোধয় - Worst job in the world" -ভিকিদা লিখেছিলেন সেটার কথা। চাকরে চীনা মাটীর পাত্র নিয়ে ঘুড়তো, রাজা রাজরার সুসু হাগু পেলে সে খানেই কর্ম সারতো। পরিষ্কার করার দায়িত্বও চাকরের।

    যারা ইওরোপে থাকেন/ গেছেন তারা পুরাতন প্রাসাদে/ক্যাসেলে কিছু দেখেছেন? আলাদা করে টয়লেট?

    হিন্দু পুরাতনী সাহিত্য, পুরাণ থেকে আইনের জন্য রচিত উণবিংশ সংহিতা শৌচকর্ম নিয়ে প্রচন্ড খুৎখুঁতে ছিলো। এই বিষয় ছাড়া লেখাই হতো না সেই সব শাস্ত্র। কিন্তু সবই হতো ঘরের বাইরে।
  • siki | ২৭ ডিসেম্বর ২০১১ ১১:১৯ | 123.242.248.130
  • কাজু কি সিকিকে দেখেছে?
  • y | ২৭ ডিসেম্বর ২০১১ ১১:১৯ | 61.12.12.84
  • আমি দেখলুম প্রপঞ্চ পাশ। 8-)
  • PM | ২৭ ডিসেম্বর ২০১১ ১১:১৭ | 86.96.226.87
  • সিকি, যারা শুধু পোড়া মাটির জিনিষ বানাতে পরতো তাদের পক্ষে ঐ রকম মহাভারত বর্নিত বিশাল প্রাসাদ আর ঐ সব ভয়ংকর অস্ত্র সস্ত্রের কল্পনা করা সম্ভব ছিলো?

    ভুলে গেলে চলবে না ৩২৭ BC তে আলেক্সান্ডার ভারতে এসে চরম প্রতিরোধের মুখে পড়েন। এবং মেগস্থিনিস-এর লেখা থেকে মনে হয় না যে ভারতীয়রা শুধু মাটির জিনিষ বানাতো।
    আর সেই সময় সবচেয়ে বড় শহর ছিলো পাটুলীপুত্র যার কথা মহাভারতে সেভাবে পাওয়া যায় না। মহভারতের কাল ৪০০BC... এইটাতেও আমার একটু সন্দেহ আছে।

    অনেকে কুরুক্ষেত্র যুদ্ধের কাল নির্নয় করেছেন ৩০০০ BC বলে। ওদের-ও কিছু যুক্তি আছে। ঠিক কিনা জানি না।
  • Kaju | ২৭ ডিসেম্বর ২০১১ ১১:১৫ | 121.242.160.180
  • সবাই দেখছি ইতিহাসে মগ্ন।

    আমিও পরশু একটা ছিনিমা দেখলুম ১৭৬৬-র প্যারিস কি 'পট্‌ভূমিকা মে', 'পার্ফিউম'। Grenouille মানে যে কালপ্রিট, অবিকল সিকি-র মত দেখতে, মানে Ben Whishaw কে আর কি। সে কী বই, একটা করে মেয়েকে মারছে মাথায় বাড়ি মেরে আর রেটর্টে করে কীসব করেটরে এক শিশি পার্ফিউম বানাচ্ছে !
  • y | ২৭ ডিসেম্বর ২০১১ ১১:১৪ | 61.12.12.84
  • বল্লুম তো মাটি। পাইখানা বনাম পায়খানা পড়েনা এরা।।
  • siki | ২৭ ডিসেম্বর ২০১১ ১১:১৩ | 123.242.248.130
  • সম্ভবত না। গর্ত করা থাকত, নিচে পুরীষপাত্র রাখা থাকত। লোক এসে দৈনিক সেই পুরীষপাত্র সরিয়ে নিয়ে অন্য পাত্র বসিয়ে যেত।

    হাগজ ব্যবহার হত না হাত, তা জানি না ঃ)
  • y | ২৭ ডিসেম্বর ২০১১ ১১:১১ | 61.12.12.84
  • মাটি।
  • kiki | ২৭ ডিসেম্বর ২০১১ ১১:১০ | 59.93.202.236
  • যাক! পরে এসে জেনে যাবো।এত জ্ঞান পিপাসা নিয়ে আমি যে কি করি!
  • kiki | ২৭ ডিসেম্বর ২০১১ ১১:০৮ | 59.93.202.236
  • আর রাজা রানীরা হাগজের বদলে কি ব্যাভার কত্তো? (ওয়াক!)
  • kiki | ২৭ ডিসেম্বর ২০১১ ১১:০৬ | 59.93.202.236
  • হো হো হি হি, মিঠু আমার কোশ্ন করে ফেলেছে, আমিও জানতে চাই ইসে করতে কি সবাই বাঁশ বনেই যেত তখন ও?( ভীষন আগ্রহ নিয়ে অপেক্ষার স্মাইলী)
  • m | ২৭ ডিসেম্বর ২০১১ ১১:০৬ | 117.194.39.138
  • রাত্রি, কলি, পাই - সবাই কে বেলুন আর কেক সহ জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা।আগামীদিন গুলো খুব ভালো কাটুক।
  • m | ২৭ ডিসেম্বর ২০১১ ১০:৫৯ | 117.194.39.138
  • আমার একটা প্রশ্ন আছে- এই সব বড় বড় প্রাসাদ- তাদের সুন্দর স্নানাগার ইত্যাদি ছিলো বলে কিছু জায়গা গাইড নির্দিষ্ট করে দেখিয়ে দেয়। বাথরুম টা কোথায় ছিলো? দীপ্তেন্দা এই বিষয়ে বেদে কিছু লেখা আছে?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত