এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dd | ২৭ ডিসেম্বর ২০১১ ১০:২৭ | 124.247.203.12
  • পাথুরে ফটিক থাকতেই পারে। এখনো গুহায় পাওয়া যায়। পালিশ করলেই চক চক।

    কিন্তু সে সময়ে তাদিয়ে একটা আস্তো ইন্টেরিয়র পুকুর বানিয়ে দেবে - ধুর, তা কখনো হয় না কি?

    এমনটা হতে পারে , ছোটো ছোটো টাইলের মতন , কোনোটা ফটিকে ঢাকা, কোনোটায় সবজেটে পানা জল টই টম্বুর। প্লাস ধরো দুর্যোধনের একটু চালশে মতন হয়েছে, আর সহদেব পিছন থেকে টুক করে একটা ল্যাং কষে দিয়েছে।

    এ সব কটা মিলিয়ে জুলিয়ে একটা সিন লজিক্যালি খাড়া করা যায়।
  • siki | ২৭ ডিসেম্বর ২০১১ ০৯:৫৯ | 123.242.248.130
  • ও। আমার নিজের তো তেমন ফান্ডা নেই। ডারলিম্পল বাবু ১৯৮১ সালে লেখা এই বইটাতে কোট করেছিলেন তৎকালীন ASIএর চীফকে। তাঁর উক্তি ছিল এটা।

    এটা ঠিকই যে হরপ্পায় তার বহু আগে ঐ বিশাল আকারের স্নানাগার পাওয়া গেছে।

    পাথর দিয়ে তৈরি প্রাসাদ হলেও হতে পারে, কিন্তু স্ফটিক? সেটা কি ব্যবহার হত ৪০০ বিসিতে?
  • dd | ২৭ ডিসেম্বর ২০১১ ০৯:৪৪ | 124.247.203.12
  • আহেম।

    মহাভারতের যুগ মানে ক্ষি ৪০০ বিসি ধরছো? তার হাজার বছরেরও বেশী আগে আগেই তো সিন্ধু সভ্যতায় বেশ বড় সড়ো (আশী ফিট বাই আশী ফিট) পাথরের স্নানাগার তৈরী হয়েছে।

    এ ভিন্ন ব্যাদেয় ও আছে। অনেক স্তম্ভ ওলা প্রাসাদের উল্লেখ আছে।

    তবে ময়দানবের প্রাসাদ তো নেহাৎই রুপকথা।
  • siki | ২৭ ডিসেম্বর ২০১১ ০৮:৪৭ | 123.242.248.130
  • ইয়েস, বেদব্যাস।

    আর্কিওলজিস্টরা খানিক খোঁড়াখুঁড়ি করেছিলেন এখানে দিল্লির সুন্দরনগর এলাকায়। ঐতিহাসিক হিসেবপত্র অনুযায়ী এই এলাকাতেই নাকি ছিল পাণ্ডবদের সেই ইন্দ্রপ্রস্থ, যেখানে এখন পুরানা কিলা, দিল্লি চিড়িয়াখানা এবং সুন্দরনগরের ঘনবসতি। সম্পূর্ণ খোঁড়াখুঁড়ি তাই সম্ভব হয় নি, তবু যতটুকু খোঁড়া গেছে, সেই মহাভারতের যুগের সমসাময়িক কিছু পোড়ামাটির পাত্রের বা কলসীর টুকরো পাওয়া গেছে। তার কোয়ালিটি দেখে বিশেষজ্ঞদের ধরণা, পাণ্ডবদের কালে, মানুষ খুব বেশি হলে পাথর টাথর সাজিয়ে মোটামুটি থাকার যোগ্য একটা ঘর বানাতে পারত। মাটির পাত্রের বেশি বানানোর ক্ষমতা ছিল না তাদের। সুতরাং ঐ সময়কালে কোনও আর্কিটেক্টের দ্বারা স্ফটিক দিয়ে তৈরি চোখ ধাঁধানো রাজপ্রাসাদ তৈরির ব্যাপারটা, নেহাতই গুল্প। বেদব্যাসবাবুর কল্পনা। আদতে সেই সময়কার টেকনোলজি ওসব বানাতেই পারত না।

    -- তথ্যসূত্রঃ সিটি অফ দ্য জীনস, উইলিয়াম ডারলিম্পল।
  • nk | ২৭ ডিসেম্বর ২০১১ ০১:৩৮ | 151.141.84.221
  • বেদব্যাসেরই পড়া উচিত ছিলো ঐ পুকুরে। ঝপ ঝপাং ঃ-)
  • PM | ২৭ ডিসেম্বর ২০১১ ০০:৩৬ | 2.50.41.123
  • না আমি দেখিনি। আমি এখানকার খ্‌হুব পুরোনো পাপী নই
  • kc | ২৭ ডিসেম্বর ২০১১ ০০:১৬ | 178.61.96.29
  • ময়দানব আর কোথায় রাখলেন? রাখলেনতো বেদব্যাস, ওটা রাখার জন্যইতো গল্পটা কেমন দৌড়তে শুরু করল। ঃ-))
  • nk | ২৬ ডিসেম্বর ২০১১ ২৩:৩০ | 151.141.84.194
  • তবে যাই বলুন ময়দানবের মতন চোস্ত আর্কিটেক্ট এরকম সভার মাঝে স্ফটিক-পুকুর কেন রাখলেন সেই প্রশ্নটা ওঠা খুবই উচিত ছিলো! ঃ-)
    অন্য লোকেও তো পড়ে যেতে পারতো! ঃ-)
  • nk | ২৬ ডিসেম্বর ২০১১ ২৩:২৭ | 151.141.84.194
  • পি এম, আপনে দ্যাখেন নাই ওনারে? ???
    ঃ-)
  • PM | ২৬ ডিসেম্বর ২০১১ ২৩:২৩ | 2.50.41.123
  • কেনো সলমন খান টাইপ দেখতে বুঝি ?
  • nk | ২৬ ডিসেম্বর ২০১১ ২৩:০৮ | 151.141.84.194
  • ভাটে টইয়ে আকার লেখা পড়ে কেন জানি আকাকে আমার এক হাল্কাফুল্কা ফূর্তিবাজ যুবক টাইপ মনে হতো, হাফ হাতা শার্ট পরা, উস্কোখুশকো চুল, চঞ্চলচিত্ত, রাজমহিষীর ভয়ে সামান্য সন্ত্রস্ত। ঃ-)
    অমা, ফেবু আমায় বানাইলো বৈরাগী! ফেবুতে গিয়া আকারে দেইখা এক্কেরে ইন্দ্রপ্রস্থ সভায় পুকুরে পড়ে যাওয়ার কেস হইলো। ঃ-)
  • RATssss | ২৬ ডিসেম্বর ২০১১ ২২:৫৮ | 98.154.188.40
  • testing
  • maximin | ২৬ ডিসেম্বর ২০১১ ২২:৪০ | 59.93.216.137
  • হ্যাপি বার্থডে পাই। মেনি হ্যাপি রিটার্নস।
  • pharida | ২৬ ডিসেম্বর ২০১১ ২০:৪৩ | 182.68.166.173
  • পাইদিদি কে হ্যাপ্পিবাড্ডে। অনেক অনেক ফুর্ত্তি হোক।
  • siki | ২৬ ডিসেম্বর ২০১১ ২০:৩২ | 141.0.9.252
  • না না, সুমিতের এটা অফিশিয়াল বার্থডে, সত্যিকারের নয়, এইমাত্র ফোন করে কনফার্ম করলাম।
  • pi | ২৬ ডিসেম্বর ২০১১ ২০:১০ | 72.83.83.28
  • কুমুদি, পটকেদা, নেত্য, দেফু, পিএমদা, পিনাকীদা,মামু সক্কলকে ধন্যযোগ ঃ)
  • pi | ২৬ ডিসেম্বর ২০১১ ২০:০৭ | 72.83.83.28
  • হ্যাঁ হ্যাঁ, সুমিতদাকেও হ্যাবাড্ডে।

    চেয়ারম্যান মাওকেও ঃ)
  • siki | ২৬ ডিসেম্বর ২০১১ ২০:০৫ | 141.0.10.9
  • আজ ডাক্তার সুমিত সান্যালেরও জন্মদিন, সুমিতবাবুকে হ্যাবাড্ডি।
  • phutki | ২৬ ডিসেম্বর ২০১১ ১৯:০১ | 121.241.218.132
  • এর মধ্যেই যীশুটাইপ ফিলিংস। নেতাইবাবু পুরো "সরল দোলগতি" তে আছেন।
  • Bratin | ২৬ ডিসেম্বর ২০১১ ১৮:৪৮ | 117.194.100.242
  • কী হয়েছে বাছা
    আলগা কেন কাছা?
    গাছে তুলে মই কেড়েছে
    সোলেমানের চাচা? ঃ-))
  • achintyarup | ২৬ ডিসেম্বর ২০১১ ১৮:৩৭ | 115.111.248.6
  • নেতাইকে অনেক ধন্যবাদ
  • Netai | ২৬ ডিসেম্বর ২০১১ ১৮:৩০ | 121.241.98.225
  • কুমুদি গাছে তুলে দিয়ে মই কেড়ে নিচ্ছে।
    এরকম অবশ্য হয়।
    এভাবেই যীশুদের ক্রশে (†) টাঙ্গানো হয়েছে চিরকাল।
  • kiki | ২৬ ডিসেম্বর ২০১১ ১৮:২৪ | 59.93.244.101
  • কুমু,
    ইসে, হিঁক, যাগ্গে.........

    ব্রতীন ,
    সময় পাচ্ছিনা নেহাত ই। পেলেই ভাটলিশ লিখে ফেলবো।ঃ)

    সত্যি, বেঙীটা আবার ডুব মেরেছে।ক্যামন চাদ্দিক তাই শান্ত শান্ত লাগছে।ভাল্লাগছেনা মতন হয়ে রয়েছে।

    শুধু একটা কথাই বলে যাবো যে ম্যামিদির সাথে ঝগড়া করেছিলুম বলেই না উনি অমন চেপে ধরে আদর করে দিলেন। অবিশ্যি শেষে আমার বিদ্যের বহর শুনে একটি থমকে গেলেন যদিও। তা সে হতেই পারে। গুরুতে যে এমন এক পিস থাকতে পারে তাই বা কি করে ভাববে সবাই।:P

    তবে ম্যামিদি খুব আলাপী মানুষ আর খুব হাসিখুশী। কিন্তু ঘনাদা, যিনি কিনা ফরিদার টইয়ে অমন দারুন সব গপ্প লিখলেন তিনি যেমনি বিশাল মানুষ , তেমনি কি বাজখাঁই গলা, বাপরে! আমি তো রামকেষ্ট দাদা বলে লাফাতে প্রায় গেসলুম,কিন্তু ভয়ে সিঁটিয়ে গেলুম।উপস!
  • Netai | ২৬ ডিসেম্বর ২০১১ ১৮:১৭ | 121.241.98.225
  • যা যা করা যেতে পারে তার লিষ্ট-
    http://usefulshortcuts.com/downloads/ALT-Codes.pdf

    তবে সবগুলো হচ্ছেনা।
  • Netai | ২৬ ডিসেম্বর ২০১১ ১৮:১৫ | 121.241.98.225
  • খুব সোজা

    মনে কর হাসির স্মাইলি দেবে । কৌনিক বন্ধনীর মধ্যে Alt প্রেস করে নিউমেরিক কিপ্যাড থেকে টাইপ করো 1

    আর এরম সব করার পরে। 'কৃস্বী ঃ নে'* লিখতে ভুলবে না।

    *কৃতজ্ঞতা স্বীকার ঃ নেতাই
  • kumu | ২৬ ডিসেম্বর ২০১১ ১৮:০৫ | 122.176.32.39
  • বিয়ে করে নেতাই ক্যামোন পাল্টে গ্যালো,অবিশ্যি এম্নিই হয়,চিরকাল হয়ে আসচে।
  • achintyarup | ২৬ ডিসেম্বর ২০১১ ১৭:৫৬ | 115.111.248.6
  • নেতাই এই সব চিহ্ন টিহ্ন কি করে লিকচে শুনি?
  • phutki | ২৬ ডিসেম্বর ২০১১ ১৭:১৩ | 121.241.218.132
  • সিকি, আমার সিম্বিয়ন। দেখবো নামিয়ে চেষ্টা করে নতুন ভার্সান।
  • siki | ২৬ ডিসেম্বর ২০১১ ১৬:৫৫ | 123.242.248.130
  • দেফুকে ক্যালানো হোক।

    আমি বাড়ি চল্লাম।
  • y | ২৬ ডিসেম্বর ২০১১ ১৬:৫৩ | 61.12.12.84
  • ইস্তোর‌্য প্তিওন্স ণেয় টব
  • y | ২৬ ডিসেম্বর ২০১১ ১৬:৫২ | 61.12.12.84
  • ঊক্মর্ক্স
  • siki | ২৬ ডিসেম্বর ২০১১ ১৬:৫১ | 123.242.248.130
  • ধ্যাত্তেরি ...

    Tools --> Help --> Shortcuts
  • vc | ২৬ ডিসেম্বর ২০১১ ১৬:৩৬ | 121.241.218.132
  • হোর্তউতে্‌স?
  • vc | ২৬ ডিসেম্বর ২০১১ ১৬:৩৩ | 121.241.218.132
  • বর্তমানের আর্কাইভ কয়েকদিন পিছনে চলে। সেদিন পেলাম না এটা খুঁজে -

    http://www.bartamanpatrika.com/archive/2011/december/191211/content/main3.htm

    দুদিন আগে টিভি-তে খবরে দেখাচ্ছিলো - প্রায় সব দপ্তরেরই একই হাল। একদিকে মিডিয়ায় হট্টগোল - টাকা নেই, অন্যদিকে ডিসেম্বরের মধ্যে ৭৫% টাকা পেয়ে যাওয়ার পরেও প্রায় সবেতেই ২/৩/৪% খরচ হয়েছে। শীর্ষে বিদ্যুৎ দপ্তর - সবচেয়ে বেশি খরচ করেছে;-)

    কত বলুন তো? ০%;-)

    শুধু বাইট দিলে কী আর হয়?
  • siki | ২৬ ডিসেম্বর ২০১১ ১৬:৩২ | 123.242.248.130
  • এইবারে অপেরা মিনির একটা হেল্প আমি চাই।

    আমার 6.1। সেখানে Tools -- এল্প -- হোর্তউতে্‌স গেলে একগাদা শর্টকাটের লিস্ট দেওয়া আছে। এগুলো কীভাবে ইউজ করা যায়? আমি কিছুতেই বুঝতে পারছি না।
  • siki | ২৬ ডিসেম্বর ২০১১ ১৬:১২ | 123.242.248.130
  • ফুটকির কি অ্যানড্রয়েড ফোন না সিম্বিয়ান?
  • Netai | ২৬ ডিসেম্বর ২০১১ ১৬:০৬ | 121.241.98.225
  • মমতা তৃনমূল রেল ১৯৮৪ ১৯৯৯ ১৯৯৩
    কিন্তুক উহাতে কি হইলো?
  • siki | ২৬ ডিসেম্বর ২০১১ ১৬:০৪ | 123.242.248.130
  • তা হলে তো আমি বলতে পারব না। আমার অপেরা মিনি 6.1.26266। এটা নামিয়ে দেখতে পারেন।
  • Netai | ২৬ ডিসেম্বর ২০১১ ১৬:০৩ | 121.241.98.225
  • গান তো গাওয়াই যায়।

    আমি গাই ভালোবাসার গান
    ও-লা-লা-লা ♫♫
  • y | ২৬ ডিসেম্বর ২০১১ ১৬:০১ | 61.12.12.84
  • ???????? ??
    ???? ?????

    ????????? ????? ???????????????? ??????? ????? ?? ?????? ?? ?????? ???? ????? 1955 ?? ????? ??? ?????? ????? ????? ?? ?????? ??????? ????? ?? ??? ???? ??? 1984 ??? ????? ????? ?? ???? ??? ??? ???? ??????? ???? ?? ?????? ??? ???? ????? ??????? ????? ?? ??? ?? ????? ??? ??????? ???? ?? ?????? ?? ????????? ????? ??? ???? ???? ??? 1993 ?? ?? ???? ?? ???? ????? ?? 1997 ??? ???? ?? ????? ????? ??? ??????? ?? ????? ?? ?? ??????? ??????? ?? ???? ??? ??? ??? ?? ?? ?? ????? ???? ?? ??? ??? ?????? ????? ?? ??? ?? ????? ???? ?? 1999 ??? ?? ??? ?? ?? ????? ??? ???? ????? ??? ???? ??? ????? ???? ?? 2001 ??? ??? ?? ?? ????? ?? ?????? ?? ????? ????? ??? ???? ???? ?????? ?? ???? ???? ???? ?????? ?? ??? ???? ??? ?? ?????? ??? ????? ?? ?????? ?? ??? ?? ?? ????? ?? ??????? ???? ??? ????? ????? ??? ???? ????? ???? ??? ???? ?? ??? ???? ???? ????
  • y | ২৬ ডিসেম্বর ২০১১ ১৬:০০ | 61.12.12.84
  • যাশ্‌শালা!
  • y | ২৬ ডিসেম্বর ২০১১ ১৬:০০ | 61.12.12.84
  • #১৬০৮;#১৭০৫;#১৭৪০;#১৬৬২;#১৭৪০;#১৬৭২;#১৭৪০;#১৫৭৫; #১৫৮৭;#১৭৪৬;
    #১৬০৫;#১৬০৫;#১৫৭৮;#১৫৭৫; #১৫৭৬;#১৬০৬;#১৫৮৫;#১৫৮০;#১৭৪০;

    #১৭২৯;#১৬০৬;#১৫৮৩;#১৬০৮;#১৫৮৭;#১৫৭৮;#১৫৭৫;#১৬০৬;#১৭৪০; #১৫৮২;#১৫৭৫;#১৫৭৮;#১৬০৮;#১৬০৬; #১৫৮৭;#১৭৪০;#১৫৭৫;#১৫৮৭;#১৫৭৮;#১৫৮৩;#১৫৭৫;#১৬০৬;#১৭৪৮;#১৫৭৮;#১৫৮৫;#১৬০৬;#১৫৭৫;#১৬০৫;#১৬০৮;#১৬০৪; #১৭০৫;#১৫৭৫;#১৬০৬;#১৭১১;#১৫৮৫;#১৭৪০;#১৫৮৭; #১৬৬২;#১৫৭৫;#১৫৮৫;#১৬৫৭;#১৭৪০; #১৭০৫;#১৭৪০; #১৫৮৯;#১৫৮৩;#১৫৮৫;#১৭৪৮;#১৫৭৫;#১৬০৬; #১৭০৫;#১৭৪০; #১৬৬২;#১৭৪০;#১৫৮৩;#১৫৭৫;#১৫৭৪;#১৫৮৮; #১৬৬২;#১৫৭৫;#১৬০৬;#১৬৭০; #১৫৮০;#১৬০৬;#১৬০৮;#১৫৮৫;#১৭৪০; ১৯৫৫ #১৭০৫;#১৬০৮; #১৭০৫;#১৬০৪;#১৭০৫;#১৫৭৮;#১৭২৯; #১৬০৫;#১৭৪০;#১৭২২; #১৭২৯;#১৬০৮;#৮২০৬;#১৫৭৪;#১৭৪০;#১৭৪৮; #১৫৮৭;#১৭৪০;#১৫৭৫;#১৫৮৭;#১৭৪০; #১৭০৫;#১৭৪০;#১৫৮৫;#১৭৪০;#১৫৮৫; #১৭০৫;#১৭৪০; #১৫৮৮;#১৫৮৫;#১৬০৮;#১৫৯৩;#১৫৭৫;#১৫৭৮; #১৭০৫;#১৫৭৫;#১৬০৬;#১৭১১;#১৫৮৫;#১৭৪০;#১৫৮৭; #১৬৬২;#১৫৭৫;#১৫৮৫;#১৬৫৭;#১৭৪০; #১৫৮৭;#১৭৪৬; #১৭০৫;#১৭৪০;#১৭৪৮; #১৬৬২;#১৭২৯;#১৬০৪;#১৭৪০; #১৫৭৬;#১৫৭৫;#১৫৮৫; ১৯৮৪ #১৬০৫;#১৭৪০;#১৭২২; #১৬০৫;#১৫৯৪;#১৫৮৫;#১৫৭৬;#১৭৪০; #১৫৭৬;#১৬০৬;#১৭১১;#১৫৭৫;#১৬০৪; #১৭০৫;#১৭৪৬; #১৫৮০;#১৫৭৫;#১৫৮৩;#১৬০৮; #১৬৬২;#১৬০৮;#১৫৮৫; #১৬০৪;#১৬০৮;#১৭০৫; #১৫৮৭;#১৫৭৬;#১৭২৬;#১৫৭৫; #১৫৭৫;#১৬০৬;#১৫৭৮;#১৫৮২;#১৫৭৫;#১৫৭৬;#১৭৪০; #১৫৮১;#১৬০৪;#১৬০২;#১৭৪৬; #১৫৮৭;#১৭৪৬; #১৬০৫;#১৬০৮;#১৫৮০;#১৬০৮;#১৫৮৩;#১৭২৯; #১৬০৪;#১৬০৮;#১৭০৫; #১৫৮৭;#১৫৭৬;#১৭২৬;#১৫৭৫; #১৫৮৭;#১৬৬২;#১৭৪০;#১৭০৫;#১৫৮৫; #১৫৮৭;#১৬০৮;#১৬০৫;#১৬০৬;#১৫৭৫;#১৫৭৮;#১৭২৬; #১৬৭০;#১৬৫৭;#১৫৮৫;#১৫৮০;#১৭৪০; #১৭০৫;#১৬০৮; #১৭২৯;#১৫৮৫;#১৫৭৫; #১৭০৫;#১৫৮৫; #১৫৭৫;#১৭৪০;#১৬০৮;#১৫৭৫;#১৬০৬; #১৬০৫;#১৭৪০;#১৭২২; #১৬৬২;#১৭২৯;#১৬০৬;#১৬৭০;#১৭৪০;#১৭২২;#১৭৪৮; #১৫৭৫;#১৬০৬;#১৭৪০;#১৫৮৭; #১৫৮৭;#১৬০৮; #১৫৭৫;#১৭০৫;#১৫৭৫;#১৬০৬;#১৬০৮;#১৭৪৬; #১৭০৫;#১৭৪০; #১৬০৬;#১৫৮৫;#১৫৮৭;#১৬০৫;#১৭২৯;#১৫৭৫;#৮২০৬;#৮২০৬;#১৫৭২; #১৫৮৭;#১৫৮৫;#১৭০৫;#১৫৭৫;#১৫৮৫; #১৬০৫;#১৭৪০;#১৭২২; #১৬০৮;#১৫৮৬;#১৭৪০;#১৫৮৫; #১৫৭৬;#১৬০৬;#১৭৪০;#১৭২২; #১৫৭৫;#১৬০৮;#১৫৮৫; ১৯৯৩ #১৫৭৮;#১৭০৫; #১৫৭৫;#১৫৮৭; #১৫৯৩;#১৭২৯;#১৫৮৩;#১৭৪৬; #১৬৬২;#১৫৮৫; #১৬০১;#১৫৭৫;#১৫৭৪;#১৫৮৬; #১৫৮৫;#১৭২৯;#১৭৪০;#১৭২২;#১৭৪৮; #১৫৮৭;#১৬০৬; ১৯৯৭ #১৬০৫;#১৭৪০;#১৭২২; #১৬০৫;#১৬০৫;#১৫৭৮;#১৫৭৫; #১৬০৬;#১৭৪৬; #১৬০৫;#১৫৯৪;#১৫৮৫;#১৫৭৬;#১৭৪০; #১৫৭৬;#১৬০৬;#১৭১১;#১৫৭৫;#১৬০৪; #১৬০৫;#১৭৪০;#১৭২২; #১৭০৫;#১৫৭৫;#১৬০৬;#১৭১১;#১৫৮৫;#১৭৪০;#১৫৮৭; #১৭০৫;#১৭৪০; #১৫৭৮;#১৬০২;#১৫৮৭;#১৭৪০;#১৬০৫; #১৭০৫;#১৫৮৫; #১৭০৫;#১৭৪৬; #১৫৭৮;#১৫৮৫;#১৬০৬;#১৫৭৫;#১৬০৫;#১৬০৮;#১৬০৪; #১৭০৫;#১৫৭৫;#১৬০৬;#১৭১১;#১৫৮৫;#১৭৪০;#১৫৮৭; #১৭০৫;#১৫৭৫; #১৬০২;#১৭৪০;#১৫৭৫;#১৬০৫; #১৭০৫;#১৭৪০;#১৫৭৫; #১৫৭৫;#১৬০৮;#১৫৮৫; #১৫৮০;#১৬০৪;#১৫৮৩; #১৭২৯;#১৭৪০; #১৫৭৫;#১৬০৬; #১৭০৫;#১৭৪০; #১৬৬২;#১৫৭৫;#১৫৮৫;#১৬৫৭;#১৭৪০; #১৫৮৯;#১৬০৮;#১৫৭৬;#১৭৪৬; #১৭০৫;#১৭৪০; #১৫৭৫;#১৭২৯;#১৬০৫; #১৫৮১;#১৫৮৬;#১৫৭৬; #১৫৭৫;#১৫৮২;#১৫৭৮;#১৬০৪;#১৫৭৫;#১৬০১; #১৫৮০;#১৬০৫;#১৫৭৫;#১৫৯৩;#১৫৭৮; #১৭০৫;#১৭৪৬; #১৫৯১;#১৬০৮;#১৫৮৫; #১৬৬২;#১৫৮৫; #১৫৮৭;#১৫৭৫;#১৬০৫;#১৬০৬;#১৭৪৬; #১৫৭০;#১৫৭৪;#১৭৪০;#১৭৪৮; #১৫৮৭;#১৬০৬; ১৯৯৯ #১৬০৫;#১৭৪০;#১৭২২; #১৬০৮;#১৭২৯; #১৫৭৫;#১৭৪০;#১৬০৬; #১৬৭২;#১৭৪০; #১৫৭৫;#১৭৪৬; #১৫৮১;#১৭০৫;#১৬০৮;#১৬০৫;#১৫৭৮; #১৬০৫;#১৭৪০;#১৭২২; #১৫৮৮;#১৫৭৫;#১৬০৫;#১৬০৪; #১৭২৯;#১৬০৮;#১৫৭৪;#১৭৪০;#১৭২২; #১৫৭৫;#১৬০৮;#১৫৮৫; #১৬০৮;#১৫৮৬;#১৭৪০;#১৫৮৫; #১৫৮৫;#১৭৪০;#১৬০৪; #১৫৭৬;#১৬০৬;#১৭৪০;#১৭২২;#১৭৪৮; #১৬০৪;#১৭৪০;#১৭০৫;#১৬০৬; #১৫৮৭;#১৬০৬; ২০০১ #১৬০৫;#১৭৪০;#১৭২২; #১৫৭৫;#১৭৪০;#১৬০৬; #১৬৭২;#১৭৪০; #১৫৭৫;#১৭৪৬; #১৫৮১;#১৭০৫;#১৬০৮;#১৬০৫;#১৫৭৮; #১৫৮৭;#১৭৪৬; #১৫৯৩;#১৬০৪;#১৭৪০;#১৫৮১;#১৫৮৩;#১৭২৯; #১৭২৯;#১৬০৮; #১৭১১;#১৫৭৪;#১৭৪০;#১৭২২;#১৭৪৮; #১৫৮৭;#১৬০৬;#১৭১১;#১৬০৮;#১৫৮৫; #১৬০৫;#১৭৪০;#১৭২২; #১৬৫৭;#১৫৭৫;#১৬৫৭;#১৫৭৫; #১৬০৫;#১৬০৮;#১৬৫৭;#১৫৮৫; #১৬৬২;#১৫৮৫;#১৫৭৫;#১৫৮০;#১৭০৫;#১৬৫৭; #১৭০৫;#১৭৪৬; #১৫৮২;#১৬০৪;#১৫৭৫;#১৬০১; #১৬০৫;#১৬০৫;#১৫৭৮;#১৫৭৫; #১৫৭৫;#১৬৬২;#১৬০৬;#১৭৪৬; #১৫৭৫;#১৫৮১;#১৫৭৮;#১৫৮০;#১৫৭৫;#১৫৮০; #১৭০৫;#১৭৪৬; #১৬০৪;#১৭৪০;#১৭৪৬; #১৬০৫;#১৬০৪;#১৭০৫;#১৭৪০; #১৫৮৭;#১৫৯১;#১৫৮১; #১৬৬২;#১৫৮৫; #১৫৮৭;#১৫৮৫;#১৫৮২;#১৭৪০;#১৬০৮;#১৭২২; #১৬০৫;#১৭৪০;#১৭২২; #১৫৮৫;#১৭২৯;#১৭৪০;#১৭২২;#১৭৪৮; #১৫৭৫;#১৫৮৭; #১৫৭৮;#১৬০৬;#১৫৭৫;#১৫৮৬;#১৫৯৩;#১৭২৯; #১৭০৫;#১৭৪৬; #১৫৭৬;#১৫৯৩;#১৫৮৩; #১৫৭৫;#১৬০৬; #১৭০৫;#১৭৪০; #১৬৬২;#১৫৭৫;#১৫৮৫;#১৬৫৭;#১৭৪০; #১৭০৫;#১৬০৮; #১৬৬২;#১৬০৬;#১৬৭০;#১৫৭৫;#১৭৪০;#১৫৭৮;#১৭৪০; #১৬৭০;#১৬০৬;#১৫৭৫;#১৫৭২; #১৬০৫;#১৭৪০;#১৭২২; #১৬০১;#১৫৭৫;#১৫৭৪;#১৫৮৩;#১৭২৯; #১৬৬২;#১৭২৯;#১৬০৬;#১৬৭০;#১৫৭৫; #১৭২৯;#১৭৪৬;#১৭৪৮; #১৬০৫;#১৬০৫;#১৫৭৮;#১৫৭৫; #১৫৭৬;#১৬০৬;#১৫৮৫;#১৫৮০;#১৭৪০; #১৫৭৫;#১৬৬২;#১৬০৬;#১৭৪৬; #১৫৭৮;#১৭৪০;#১৫৮৬; #১৬০৫;#১৫৮৬;#১৫৭৫;#১৫৮০; #১৭০৫;#১৭৪৬; #১৬০৪;#১৭৪০;#১৭৪৬; #১৫৮০;#১৫৭৫;#১৬০৬;#১৭৪০; #১৫৮০;#১৫৭৫;#১৫৭৮;#১৭৪০; #১৭২৯;#১৭৪০;#১৭২২;#১৭৪৮;
  • Netai | ২৬ ডিসেম্বর ২০১১ ১৫:৫৫ | 121.241.98.225
  • ধুস। চিড়েটাই এলোনা।
    ইউরো আসবে নিশ্চয়।

    0128€
  • Netai | ২৬ ডিসেম্বর ২০১১ ১৫:৫৩ | 121.241.98.225
  • মনে করুন আপনার চাই চিড়ে।

    এই নিন ¢À
  • phutki | ২৬ ডিসেম্বর ২০১১ ১৫:৫২ | 121.241.218.132
  • which is currently unsupportedabout:config , opera:config , config: সব্বার এক দশা। কোথায় ছড়াচ্ছি বুঝতে পারছি না।
  • Netai | ২৬ ডিসেম্বর ২০১১ ১৫:৫১ | 121.241.98.225
  • Netai | ২৬ ডিসেম্বর ২০১১ ১৫:৫০ | 121.241.98.225
  • Netai | ২৬ ডিসেম্বর ২০১১ ১৫:৪৯ | 121.241.98.225
  • phutki | ২৬ ডিসেম্বর ২০১১ ১৫:৪৮ | 121.241.218.132
  • ভার্সান 5.1www উড়িয়ে দেখেছি । আসে না।
  • Netai | ২৬ ডিসেম্বর ২০১১ ১৫:৪৫ | 121.241.98.225
  • ¨{¨{¨{¨{¨{¨{¨{¨{¨{¨{¨{¨{¨{¨{¨{¨{¨{¨{¨{¨{¨{¨{¨{¨{¨{¨{¨{¨{¨{¨{¨{¨{
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত