এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Netai | ২৯ ডিসেম্বর ২০১১ ১৫:২৪ | 121.241.98.225
  • সান্দার আবার কি হইলো?
  • ppn | ২৯ ডিসেম্বর ২০১১ ১৫:২৩ | 216.52.215.232
  • ন্যাড়াদার কথা জানি না। সান্দার কথা মনে হয় আন্দাজ করতে পারি।

    অভিমানী ছেলে মনে হয় এখনো ঠোঁট ফুলিয়ে রয়েছে। ঃ(
  • ppn | ২৯ ডিসেম্বর ২০১১ ১৫:২১ | 216.52.215.232
  • vc-এর লেখা এত চেনা চেনা লাগে কেন? ঃ)
  • siki | ২৯ ডিসেম্বর ২০১১ ১৫:১৫ | 123.242.248.130
  • হোপফুলি বইমেলা নাগাদ নতুন গুরু এসে যাবে। বিনা জাভা অ্যাপলেট।
  • vc | ২৯ ডিসেম্বর ২০১১ ১৫:০৭ | 121.241.218.132
  • হয় না তো। সার্চে জাভা লোড করতে শুরু করে - ওই যে বল্লাম জাভা অ্যাপলেট নেটওয়ার্কে আটকে দেয়। নতুন কল ছাড়া অন্যটায় লিখতেও পারি না ওই জন্যে।
  • siki | ২৯ ডিসেম্বর ২০১১ ১৫:০৬ | 123.242.248.130
  • ওহো সরি। পরের লাইনটা খ্যাল করি নাই।
  • vc | ২৯ ডিসেম্বর ২০১১ ১৫:০৬ | 121.241.218.132
  • নাঃ তা চিনবো কি করে? তিনটে স্টেটমেন্ট নিয়ে আঁক কষছিলুমঃ-)
  • siki | ২৯ ডিসেম্বর ২০১১ ১৫:০৫ | 123.242.248.130
  • নাহ। আরও অনেকে অনেকদিন আসে নাই। সবাইকে কি আর আম্নি চেনেন?
  • vc | ২৯ ডিসেম্বর ২০১১ ১৪:৪৯ | 121.241.218.132
  • ট্রিভিয়ার টইটা কেউ খুঁজে দেবেন?

    অফিসের নেটওয়ার্কে জাভা অ্যাপলেট আটকায় - যে কারণে সেদিন সিম্বলগুলো লিখতে পারছিলাম না। টই সার্চটাও তো তাই - আটকে দিলো।
  • vc | ২৯ ডিসেম্বর ২০১১ ১৪:৩৬ | 121.241.218.132
  • x = gc population
    বাকিরা = x - (ন্যাড়া + সন্দা)
    => vc, siki, netai, PM, bb,...) € বাকিরা

    তো ঠিকই তো আছে।
  • siki | ২৯ ডিসেম্বর ২০১১ ১৪:২৯ | 123.242.248.130
  • ন্যাড়াদার কী হল? একেবারে চুপচাপ কদিন?

    আমাদের সান্দা কবির কী হল? অনেকদিন আসে নাই?

    বাকিদের কী হল? অনেকদিন কেউ কিছু লেখে নি?
  • Netai | ২৯ ডিসেম্বর ২০১১ ১৪:১০ | 121.241.98.225
  • পিনাকীদাকে বিলম্বিত হ্যাবাড্ডে।
  • siki | ২৯ ডিসেম্বর ২০১১ ১৩:৪৭ | 123.242.248.130
  • হুঁ ঃ(
  • kumu | ২৯ ডিসেম্বর ২০১১ ১৩:৩৭ | 122.176.32.39
  • সে কি সিকি,আমি কোথায় ভাবলুম এত বড় একজন ডাক্তারের সাথে চেনাজানা হয়ে খুব ভাল হল,অসময়ে কাজে দেবে।
  • siki | ২৯ ডিসেম্বর ২০১১ ১৩:৩০ | 123.242.248.130
  • সুমিত ডাক্তার দিল্লির পাট চুকিয়ে কলকাতা চলে যাচ্ছে দোসরা জানু। বাড়িতে আচমকা কিছু মেডিক্যাল এমার্জেন্সি এসে পড়ায় শর্ট নোটিসে দিল্লির পাততাড়ি গোটাতে হচ্ছে।
  • EL d | ২৯ ডিসেম্বর ২০১১ ১৩:২৬ | 220.227.106.153
  • শিবুদা

    লুঙ্গিপড়েট্রেকিংকরতেভুলোনাকিন্তু

    ডবলগিঁটদিয়েকোমরেগামছাবেঁধে
  • kumu | ২৯ ডিসেম্বর ২০১১ ১৩:১৮ | 122.176.32.39
  • সিকি,থাংকু।সাঁঝ,পট্ট ঠান্ডায় মজা করছে নিশ্চয়ই।
  • Bratin | ২৯ ডিসেম্বর ২০১১ ১৩:১৭ | 122.248.183.1
  • সেটা দেখেছি। কিন্তু শিবু দাকেও নিয়ে যাবে বলেছে তাই একটু চাপ লাগছে। ঃ-))
  • Bratin | ২৯ ডিসেম্বর ২০১১ ১৩:১৬ | 122.248.183.1
  • যাক এবার আমি কাটি। সব্বাই ভালো থেকো। রাতে আবার ভাট হবে।
  • Bratin | ২৯ ডিসেম্বর ২০১১ ১৩:১৫ | 122.248.183.1
  • সেই কুমু দি কে হাতে রাখলে ভালো ভালো পাত্রী পাবে। কুমু দি হাইলি কানেক্টেড।ঃ-))
  • kumu | ২৯ ডিসেম্বর ২০১১ ১৩:১৫ | 122.176.32.39
  • ব্রতীন,অত সহজে জ্বলে গেলে তো সংসার কত্তেই পাত্তুম না।আমি হলুম গে বরপশীতল মাথার মানুষ,এই চ্যাঙাব্যাঙাদের কথায় বিচলিত হই না।

    অন্যদিকে মিঠু যে আমাকে নিয়ে পাহাড়ে চড়তে চেয়েছে-সেইটাও দ্যাখো।
  • Kaju | ২৯ ডিসেম্বর ২০১১ ১৩:১২ | 121.242.160.180
  • আমি তো জ্বালাই না, আমিও লুঙ্গিবিরোধী ঘোরতরভাবে। শুধু ওই ভয়াবহ পাত্রীর লিস্টি বার কল্লেই বিপক্ষে যোগদান করি নাম কাটা যাবার আশায়। দুরাশা যদিও ঃ-)
  • Bratin | ২৯ ডিসেম্বর ২০১১ ১৩:০৯ | 122.248.183.1
  • আপিসে এসেছি। থোবড়া দেখাতে। কিন্তু যাকে থাবড়া দেখাবো সেই নেই ঃ-((
  • kumu | ২৯ ডিসেম্বর ২০১১ ১৩:০৯ | 122.176.32.39
  • পরজন্মে যাইও ব্রতীন-আপিসে।
  • Bratin | ২৯ ডিসেম্বর ২০১১ ১৩:০৮ | 122.248.183.1
  • কিন্তু কাজু, কুমু দি ভালো মানুষ। এত জ্বালানো কি ঠিক?
  • Kaju | ২৯ ডিসেম্বর ২০১১ ১৩:০৭ | 121.242.160.180
  • বোতিন্দা এখন বাড়িতে নাকি? তোমার ১২২.২৪৮ তো আপিস থেকেই হয় না?
  • Bratin | ২৯ ডিসেম্বর ২০১১ ১৩:০৬ | 122.248.183.1
  • কালকে চাঁদিপুর। বছরের শেষ টা মন্দ কাটছে না।
  • Bratin | ২৯ ডিসেম্বর ২০১১ ১৩:০৬ | 122.248.183.1
  • হ্যাঁ প্রজেক্ট নেই। লালা। ২৩ অবধি ছিল । ঃ-))
  • Kaju | ২৯ ডিসেম্বর ২০১১ ১৩:০৬ | 121.242.160.180
  • কারুর অপছন্দের জিনিস দিয়ে তাকে উত্যক্ত করা মনুষ্যচরিত্রের একটা বিশেষ ধর্ম। ;-)
  • dukhe | ২৯ ডিসেম্বর ২০১১ ১৩:০৪ | 122.160.114.85
  • ব্রতীন আপিসকাছারি ছেড়ে দিল নাকি ?
  • Bratin | ২৯ ডিসেম্বর ২০১১ ১৩:০২ | 122.248.183.1
  • এই ছেলে পিলে গুলো মহা বদমাস তো!! কেন রে বাবা লুঙ্গি ছাড়া কি আর বিষয় নেই।
  • Bratin | ২৯ ডিসেম্বর ২০১১ ১৩:০১ | 122.248.183.1
  • সিঙ্গাপুর নিবাসী কলেজের এক বান্ধবী এসেছে। সে সল্টলেকে আসছে। তার সাথে দেখা করতে যাচ্ছি আমরা তিন পিস বন্ধু। দুপুর টা ভালো ই কাটবে। ঃ-)))
  • kumu | ২৯ ডিসেম্বর ২০১১ ১২:৫২ | 122.176.32.39
  • পিনাকী,বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন,এই কামনা করি।
  • pinaki | ২৯ ডিসেম্বর ২০১১ ১২:৪৬ | 14.96.138.231
  • সবাইকে ধন্যবাদ। বাবাকে নিয়ে খুব সমস্যায় আছি। ৩২ দিন হসপিটালে রাখার পর ২৭ তারিখ হসপিটাল থেকে বাড়ী আনা হয়েছিল। একদিন রেখে আবার গতকাল রাত্রে হসপিটালাইজ করতে হল। এসব কারণে গতকাল কখন এল আর কখন গেল বোঝার সুযোগ হয় নি।
  • kumu | ২৯ ডিসেম্বর ২০১১ ১২:৪২ | 122.176.32.39
  • সিকি,দিল্লীভাট,১১/১২ তারিখের বর্ণনা,ছবি যে টইতে ছিল,সেটা খুঁজে পেলাম না,একটু লিংক দিয়ে রেখো সময় করে,পিলিজ।
  • y | ২৯ ডিসেম্বর ২০১১ ১২:১৯ | 61.12.12.84
  • হুঁ, শুনেছি পোদিপও।
  • Kaju | ২৯ ডিসেম্বর ২০১১ ১২:১২ | 121.242.160.180
  • উইকিতেও লোকে স্বকপোলকল্পিত ভুলভাল তথ্য আপলোড করে দিচ্ছে। কাল দেখি র-বে-র র উইকিতে যে, ডাবিং নাকি বিভুবাবু শেষ করে যেতে পারেননি, বাকিদা সন্দীপ করেছেন। অথচ সক্কলে জানে, যেদিন ডাবিং শেষ করে উনি বাড়ি ফেরেন, সেদিন রাতেই ওঁর মৃত্যু হয়। এই স্বঘোষিত সবজান্তাদের নিয়ে বড় মুশকিল আজকাল।
  • EL d | ২৯ ডিসেম্বর ২০১১ ১২:১০ | 220.227.106.153
  • জ্বালো প্রদীপ জ্বালো
  • y | ২৯ ডিসেম্বর ২০১১ ১২:০৭ | 61.12.12.84
  • একটা সিনেমাহল জানি যেখানে অধিকাংশ দর্শক লুঙ্গি পরে ঢোকে।
  • EL d | ২৯ ডিসেম্বর ২০১১ ১১:৫৪ | 220.227.106.153
  • দ্যাখেন দ্যাখেন আমাদের কলকাতার এক ছেলে সাইট অব্দি বানিয়ে দিয়েছে !

    http://www.lungi425.com/how2wear.htm

    এরেই কয়
  • m | ২৯ ডিসেম্বর ২০১১ ১১:৫২ | 117.194.34.214
  • নিনাদি, কি আর বলবো। খারাপ লাগলো শুনে।
  • m | ২৯ ডিসেম্বর ২০১১ ১১:৫০ | 117.194.34.214
  • হ্যাঁ, অসভ্য কথা আমি এক্কেবারে পছন্দ করি না।
    গামছার বহুবিধ ব্যাভার নিয়ে আমার কোনো সন্দো নেই- তাই জানালাম।
  • EL d | ২৯ ডিসেম্বর ২০১১ ১১:৪৬ | 220.227.106.153
  • ওফ মাইমাকে নিয়ে আর পারা গ্যালো না কো

    লুঙ্গির বাতাস-পাস নিয়ে ডিটেল টিটেল বাপু দিতে লারব

    নোকে অছোব্বো বলবে রে
  • Kaju | ২৯ ডিসেম্বর ২০১১ ১১:৪০ | 121.242.160.180
  • ঠিক আছে এল ডোরাডো-দাদু, পড়ব নিশ্চয়ই পড়ব। ঃ))
  • m | ২৯ ডিসেম্বর ২০১১ ১১:৩৯ | 117.194.34.214
  • লুঙ্গির বাতাস টা কেমন কুলোর বাতসের মত লাগছে।
    গামছার বাতাসটা বরং বেটার হবে।
  • kd | ২৯ ডিসেম্বর ২০১১ ১১:৩৮ | 59.93.195.70
  • টইতে পড়লুম নীনাদের বাড়ি চুরি হয়েছে। বাজে ব্যাপার। টাইমিংও বাজে। কলকাতা বেড়ানোর আনন্দে আঘাত দিলো আর বাড়ি পৌঁছেই এই প্রবলেম হ্যান্ডেল করা। যদিও হোম ইন্সিওরেন্স মনিটরি রিপ্লেসমেন্ট ভ্যালু দেবে, সেন্টিমেন্টাল ভ্যালু তো আর ফেরত পাওয়া যাবে না। বাড়িতে অনেক আনরিপ্লেসেব্‌ল বাট আদারওয়াইজ ট্রিভিয়াল জিনিস থাকে - হয়তো কেউ আর নেই তার দেওয়া উপহার। আরও একটা বেশ কষ্টের, এই পার্সোনাল স্পেস ভায়োলেশন।

    বছর পাঁচেক আগে এ'বাড়িতে চুরি হয়েছিলো, টিভি ইত্যাদি গেলেও সবচেয়ে বেশী দুঃখের ছিলো একশ'র বেশী বছরের পুরোনো পেতলের লক্ষ্মীর হাঁড়ি - আমার ঠাকুমার। মা খুব আপসেট ছিলো - খালি বলতো বাড়ি থেকে লক্ষ্মী চলে যাচ্ছে, দু'বছর আগে একজন গেলো, এখন আবার।

    ১৯৭৬এ ও'দেশের বাড়িতেও চুরি হয়েছিলো - করেছিলো ড্রাগী টীনএজারেরা (তখন আমাদের গাঁয়ে এদের খুব উপদ্রব শুরু হয়েছিলো - কাছের বড় শহর প্রভিডেন্সে পুলিশ খুব পেছনে লেগেছিলো এদের)। ওরা তখন আমাদের বিয়েতে পাওয়া বেশ কিছু জিনিস নিয়েছিলো। ও'গুলো সবই কমদামী কিন্তু আই-ক্যাচিং - আমাদের কাছে ও'গুলো খুব ইম্পর্টেন্ট ছিলো - বেশ গরীব আত্মীয়দের স্নেহ মাখানো উপহার। স্টিরিও ইত্যাদি নতুন হ'লো কিন্তু ঐগুলো তো চলেই গেলো।

    ও'দেশে একবার চুরি হ'লেও কখনও ইনসিকিওর মনে হয়নি - এই কয়েক বছর তো বাড়ি খালি পড়েই থাকতো - এই বাড়িটার পেছনের স্লাইডিং ডোরের লক করার কোন ব্যবস্থাই ছিলো না। এখানে চুরির পর ও'দেশ থেকে মাস্টার লক এনে সব এক্সটিরিয়র দরজায় লাগিয়েছি (কালীঘাট থানার মতে এদেশী কোনো তালাই খোলা বা ভাঙা কিছু ব্যাপার না)।
  • siki | ২৯ ডিসেম্বর ২০১১ ১১:৩৮ | 123.242.248.130
  • ইটি কি নকুড়বাবু নাকি?
  • EL d | ২৯ ডিসেম্বর ২০১১ ১১:৩৬ | 220.227.106.153
  • না কাজু খোকা না ঃ)

    জানতে হলে স্প্যানিশ ইতিহাস পড়ো , না পড়লেও ক্ষতি নাই

    এম্নি এম্নি বল্লুম রাগ কোরো নি ! বাজার যা গরম লুঙ্গিই একটু যা হাওয়া দিতে পারে
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত