এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • vc | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:৪৮ | 121.241.218.132
  • আমি আমার পছন্দের কথা লিখলাম কবে? শুধু ম্যানিউ বলেছি একবার।
  • vc | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:৪৭ | 121.241.218.132
  • এ মশাই আচ্ছা জ্বালাতন হয়েছে। সেদিন বললাম তো!
  • m | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:৪৭ | 117.194.43.233
  • হ্যা কেসি, যাবতীয় বিষয় নিয়ে এখানে ঝগড়া হয়েছে। কিন্তু সেটা নিয়ে লোকে ঘোঁট পাকায় নি। আর একটা জিনিস ছিলো-লোকে আড্ডা দিত। ভালো গল্পের টানে সবাই এসে জড়ো হতো।এখন সেটা দিতে লোকে পাঁচবার ভাবে।
  • siki | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:৪৭ | 123.242.248.130
  • না, ভিসি সেন্ট ইগ্নু নয়। যদিও কথাবার্তার ধরণধারণ অনেকটাই ...

    এমনকি পছন্দগুলোও অনে ...

    তবুও নয়।
  • maximin | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:৪৫ | 59.93.199.121
  • অনেক ধানাই পানাই করলাম। যথেষ্ট হয়েছে। এবারে ডিক্লারেশন।
  • kc | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:৪৫ | 194.126.37.78
  • এইও ভিসি, আপ্নি ক্ষি সত্যিই সেন্ট ইগ্নুটিয়াস নন?
  • siki | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:৪৫ | 123.242.248.130
  • ভিসি, গুরুতে লিং হয় না। খুঁটে খেতে হয়। কিংবা কবির ভাষায় পিছিয়ে পড়তে হয়।

    তবে এটা ঠিক, ঘ্যামা ঘ্যামা ঝগড়া আছে গুরুর সার্ভারে।
  • maximin | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:৪৪ | 59.93.199.121
  • কেসি হ্যাঁ আমি যে নতুন এসেছি সেটা না মেনে আর উপায় কি?
  • siki | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:৪৪ | 123.242.248.130
  • আমি গন্ধ পাচ্ছি ...

    ইয়েস্‌স্‌, একটা ঝগড়া চলছে, র‌্যাদার লাগতে চলেছে।

    কিন্তু, লাগবে কি?
  • vc | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:৪৩ | 121.241.218.132
  • সবচেয়ে স্যাটি ঝগড়াগুলোর লিংক আছে?
  • siki | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:৪৩ | 123.242.248.130
  • গুগুলকে নিশ্চিন্তে মোবাইল নম্বর দিতে পারো, তবে তার আগে শিওর হয়ে নাও ওটা গুগুলেরই ঠিকানা। ওপরের অ্যাড্রেসে দেখে নাও google.com দিয়ে শুরু কিনা।
  • maximin | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:৪৩ | 59.93.199.121
  • কিকি এলে? একটূ থাকো। একটা কথা ক্লিয়ার হোক। যদিও তুমি লিখেছ টইতে, তবু ভাটে আরেকবার বলা যাক। জোরসে বালো আবার বলো, সেদিনকার জিটি নিয়ে যা বলা হয়েছে স্রেফ গুল।
  • m | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:৪২ | 117.194.43.233
  • পারষ্পরিক পিঠ চুলকানিটাই সব চে বেশি মজাদার এবং মশলাদার।
  • siki | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:৪১ | 123.242.248.130
  • কিকি, জিমেলে সাধারণত ভাইরাস অ্যাটাক হয় না। তবু যদি মনে হয়, পাসওয়ার্ড পাল্টে নাও। জিমেল অর্কুট ইউটুব সব রাখো, পাসোয়ার্ডটা বদলে নাও।
  • kc | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:৪১ | 194.126.37.78
  • ম্যামিদি, গুরুতে আপনি ঝগড়া দ্যাখেননি। দাদের মলম আর বাতকম্ম ছাড়া পিথিবীর সমস্ত ইস্যুতে অথেন্টিক ঝগড়া এখানে হয়ে গেছে।
  • maximin | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:৪০ | 59.93.199.121
  • ম্যাচিওরিটি কাকে বলে? রাজ্যসভায় যে ভদ্রলোক কাগজ ছিঁড়ছিল সে বেশি ম্যাচিয়োর নাকি তার পিঠে যারা হাত বুলোচ্ছিল অতক্ষণ ধরে তারাই বেশি ম্যাচিয়োর?
  • kiki | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:৩৯ | 59.93.162.29
  • আমার কথা ক্ষেউ কানেই তুললো না। ঐ যে আমার একটা জিমেল আইডি থেকে লোকেদের ঘরে দুদ্দার আই ফোং না কিসের অ্যাড চলে গেলো আর কাকু রেগে সেটা চাবি দিয়ে দিলো তার কি হবে শুনি? আমার অর্কুট আর জিমেল চাইনা। কিন্তু ইউটিউব টা চাই যে। মোবাইল নাম্বার চাইছে যে দিয়ে দেবো কি? আর আমি না পাঠালেও লোকে আমার ঘর থেকে জিনিসপত্তর পাঠায় ক্যামনে? ঃX
  • vc | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:৩৮ | 121.241.218.132
  • ধের সিরিয়াস ব্যাপার নিয়ে ঝগড়া করে স্যাটি হয় না। সে সব বিজ্ঞদের ডিসকাশনের ব্যাপার। ঝগড়া করতে হয় trivial ব্যাপার নিয়ে।
  • maximin | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:৩৭ | 59.93.199.121
  • ঝগড়ার দিন গিয়েছে? বলে কি কেসি!
  • kc | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:৩৬ | 194.126.37.78
  • কিছু কিছু তথাকথিত ম্যাচুওর্ড লোকের এই গোঁসা করে চুপ করে যাওয়ার যাস্ট কোনও কারণ হয়না। এদের ম্যাচিওরিটির লেভেল নিয়েই ঘোর সন্দেহের ঝিলমিল লেগে যায়।
  • maximin | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:৩৫ | 59.93.199.121
  • ঝগড়াই যদি চাই তাহলে রাজ্যসভার ঝগড়া নিয়ে টই হতে পারত। হল না। কেন হল না? কেউ কি টিভি দেখে নি? লাইভ টেলিকাস্ট তো। মিডিয়াবাজি বলে লাভ কি?
  • siki | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:৩৪ | 123.242.248.130
  • ঃ))
  • kc | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:৩২ | 194.126.37.78
  • টেমপ্লেটকাকুর স্টাইলে ঝগড়ার দিন গিয়েছে।
  • siki | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:৩২ | 123.242.248.130
  • তবে অন আ সিরিয়াস নোট, এই অফলাইনের কেসগুলো খুব বাজে হয়ে দাঁড়াচ্ছে। বাকি লোকজন কেউ জানতেও পারছে না একজন ক্ষার খেয়ে লেখা বন্ধ করে দিয়েছে, অনেকদিন আসছে না, লোকে ভাবছে সে হয় তো ব্যস্ত আছে, যখন একজন দু জন সেই অফলাইনেই জানতে পারছে, তখন সেই অফলাইন অনলাইনের দোলাচলে সে-ও কিছু করে উঠতে পারছে না।

    গোঁসাঘর বলে একটা টই খোলা যায় না? যে ক্ষার খাবে, লেখা বন্ধ করার আগে সেখানে একটা পোস্ট করে দিয়ে চলে যাবে। ঃ)
  • ppn | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:৩১ | 216.52.215.232
  • হ্যাঁ এর থেকে "প্রত্যাবর্তন' হলেই ভালো হত। খোকাবাবু সব! ঠোঁট ফুলিয়ে বসে আছে।

    (এইবার ক্ষি লাগবে? ঃ))
  • vc | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:২৯ | 121.241.218.132
  • তর্ক করতে বোর লাগে। ঝাড়পিট মাফিক ঝগড়া হোক। গব্বর, ম্যায় তেরা খুন পী জাউঙ্গা-র মতো।
  • maximin | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:২৬ | 59.93.199.121
  • বুঝতে পারছি গুরুতে অ্যাক্টিভিটি লেভেল পড়ে গেছে মানে অ্যাগ্রিগেট লেভেলে। তাতে সব্বাই খুব বোর হয়ে গেছে।
  • siki | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:২৫ | 123.242.248.130
  • যেভাবে ভাবলে ঝগড়া কত্তে সুবিধে হয়, ভেবে নাও ঃ) আমি চাইছি এখন খুব কষে কেউ ঝগড়া করুক।
  • m | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:২২ | 117.194.43.233
  • শমীক, তুমি কি রেফারি নাকি খেলোয়াড়?
  • Sibu | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:২১ | 108.23.41.126
  • নাঃ, একন আমাকে আবাজ দিয়ে লাভ নেই। নববর্ষে পোচ্চুর মাল খেয়ে মনটা ক্ষমাসুন্দর হয়ে আচে।
  • maximin | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:১৮ | 59.93.199.121
  • না হল না সেন্টি খেলাম না।
  • siki | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:১৮ | 123.242.248.130
  • ঝগড়া করার আসল লোকগুলোই আসে না। দম, স্যান। জীবন সেই থেকে আলুনি হয়ে গেছে।

    এত্থেকে মনে হয় সিপিএম জিতলেই ভালো হত। ঃ)
  • vc | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:১৭ | 121.241.218.132
  • কেন, বিগ বি স্যার? অনেকদিন আবাজ দেই না।
  • maximin | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:১৭ | 59.93.199.121
  • অফলাইন অনলাইন একটা ক্লাসিফিকেশন। মানে কি? রেকর্ড রেখে বলে আর রেকর্ড না রেখে বলা, তাই তো? আর বেশি বলার আগে এইটুকু বুঝে নিই। যাকে বলে ফীলিং মাই ওয়ে।
  • siki | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:১৭ | 123.242.248.130
  • এইত্তো, ম্যাক্সিমিন খুব সহজে সেন্টি খান। এঁয়াকে একটু রাগানো যাক।

    এই যে ম্যাক্সিমিন, আপনি বড্ড ঠোঁটফোলানো আরেসেস টাইপের পাবলিক। তার ওপর আমনার লেখাগুলো পড়লেই, কী মনে হয়, কী বলব, পুউরো মনে হয় কাক্কেশ্বর কুচকুচের মুখে সাতের ঘরের নামতা শুনছি। ইংড়িমিড়িকিড়ি বাঁধন দেখিয়ে দিতে ইচ্ছে হয়।

    যথেষ্ট হল কি?
  • kc | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:১৬ | 194.126.37.78
  • শুদ্ধস্বঙ্কÄ বা ঘনাদা এদেরকে বললে, রেগে যদি যায়, তাহলে চুপ করে যাবে। দরকার এমন লোক যে এখানেই তেড়েফুঁড়ে ঝগড়া করে যাবে। আওয়াজ দেওয়ার ব্যাপারে আমার পছন্দের লোক হল, কাব্লিদা, শিবুদা, নয়তো শমীক বা আকা। ঃ-))
    নিজের নামটা আর নিচ্ছিনা।
  • Sibu | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:১৫ | 108.23.41.126
  • ম্যাক্সিকো গুস্‌সা আতা কিঁউ?
  • siki | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:১৫ | 123.242.248.130
  • এদিকে যা বুঝছি অফলাইন অনলাইনের খেলায় অনেকের সঙ্গেই অনেকের ঝগড়া মুখ-দেখাদেখি ... থুড়ি, মেল চালাচালি বন্ধ হয়ে গেছে। এ ওর সাথে কথা বলে না, কিন্তু তার আবার ওর সাথে খুব ভাব। এদিকে তাকে আমি ভীষণভাবে লাইক করি। কিংবা আবার জানাই যায় না কার সাথে কার আড়ি হল। অনেকদিন লিখছে না দেখে খোঁজ নিতে গিয়ে জানা গেল, এক্স ওয়াইয়ের ওপর অফলাইনে ঝগড়া করে অনলাইনে লেখা ছেড়ে দিয়েছে। ওয়াই-ও এক্সকে এমন শাপমন্যি করেছে যে অনলাইন লিখতে চাইছে না। ফলে অনলাইনটাই অফলাইন হয়ে যাচ্ছে, অফলাইনটাই অনলাইন।

    ক্ষী চাপ।

    ডিঃ মঃ। দিল পে মত লে ইয়ার।
  • Sibu | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:১৩ | 108.23.41.126
  • হ্যাঁ, অফলাইন, অনলাইন ঝকড়া বেশ তালগোলপাকানো ব্যাপার। সব ঝক্‌ড়াই অনলাইন বলে ডিক্লেয়ার করা জাক। আর ঝকড়ার তিন ঘন্টার মদ্যে রিপোট না কল্লে জরিমানা।
  • maximin | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:১৩ | 59.93.199.121
  • চটে আছি।
  • siki | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:০৮ | 123.242.248.130
  • এদিকে আবার অফলাইন অনলাইনের কেসটাও খুব ঘাঁটু হয়ে আছে। ফোনে ঝগড়া করতেও একটা "লাইন' তো লাগেই, মানে ফোনলাইন ছাড়া তো ফোনে ঝগড়া করা যায় না। আর মেলে ঝগড়া করতে গেলেও সেটা অনলাইনই হয়, ইন্টারনেট অফ রেখে তো মেলে ঝগড়া করা যায় না। এক যদি না দুই পক্ষেরই দেখা হয়ে যায় গড়িয়াহাটার মোড়ে বা মিনি মিনি বাস বাসে, সামনাসামনি দাঁড়িয়ে তুই-রাজাকার-না-মুই-আরেসেস, তা হলে সেটাকে বরং অফলাইন বলা যায়।

    সখী, অফলাইন কারে কয়?
    সে কি কেবলই লাইনময়?
  • Sibu | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:০৭ | 108.23.41.126
  • শুদ্ধকে বল ওর মহাভারতে ভুল আছে। কাজ হতি পারে।
  • siki | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:০৫ | 123.242.248.130
  • কেশী, হুতোমের ইশটাইলে বলুন, এই অ্যাক্‌ নোতুন!
  • siki | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:০৫ | 123.242.248.130
  • ঘনাদাকে বলাই যায়। তবে ঘনাদা বড্ড চট করে রেগে যায়। একবার শুদ্ধসত্ববাবুকে বলে দেখব? :P
  • Sibu | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:০২ | 108.23.41.126
  • চেষ্টা করলে হয়। আরেসেস দিয়েই শুরু হোক। কাকে বলবে?
  • kc | ০৪ জানুয়ারি ২০১২ ১৫:০০ | 194.126.37.78
  • এখন ল্‌তুন ইস্টাইল হয়েছে, অফলাইনে ঝগড়া করে, অনলাইনে জিস্ট দিয়ে দেওয়া। পুরো আলুনি ব্যাপার স্যাপার।
  • siki | ০৪ জানুয়ারি ২০১২ ১৪:৫৭ | 123.242.248.130
  • দু একবর মোল্লা ইত্যদি বলে দেখবো নাকি? ঃ-) নিদেনপক্ষে আরেসেস?
  • Sibu | ০৪ জানুয়ারি ২০১২ ১৪:৫৬ | 108.23.41.126
  • কেউ আর রাগও করে না। সব্বাই হরে-কৃষ্ণ হয়ে গেল। হায়, হায়।
  • ppn | ০৪ জানুয়ারি ২০১২ ১৪:৫৩ | 216.52.215.232
  • ধুস, শিবুদা, এতেও কেউ রাগবে না। ঃ)
  • Sibu | ০৪ জানুয়ারি ২০১২ ১৪:৫১ | 108.23.41.126
  • এমনকি কেউ আর খসড়াও লেখে না। খোরাকের বড়ই অভাব ঃ(।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত