এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • maximin | ০৬ জানুয়ারি ২০১২ ১৬:১২ | 59.93.202.250
  • বেশ সম্পন্ন পরিবার, বাবা একদম ঝক্কাস গ্ল্যামারাস হ্যান্ডসাম সঙ্গীতরসিক থিয়োরেটিকাল ইকনমিক্সে সুপন্ডিত, ইংরেজি বলতেন সায়েব্দের মতন উচ্চারণে, অনেকেরই রোল মডেল অনেকের চক্ষুশূল। মা মহারাষ্ট্রিয়ান, তাঁরও বিষয় ইকনমিক্স, থিয়োরিতে একটু কাঁচা ছিলেন কিন্ত অসম্ভম পরিশ্রমী, রন্ধনে দ্রৌপদী, ইনফর্মাল সেক্টরে কাজ করা মেয়েদের নিয়ে কাজ করেছেন সারাজীবন। দীপকবাবু নির্মলাদিকে নিয়ে গর্বিত ছিলেন। অভিজিত বিনায়ক ভারতের দরিদ্রদের নিয়ে কাজ করে। মায়ের সাবজেক্ট।
  • ppn | ০৬ জানুয়ারি ২০১২ ১৬:১১ | 204.138.240.254
  • এলডি একা পড়ে গেছে। অতএব আমি একটু এলডির হয়ে খেলব। না হলে খেলাটা জমছে না। তবে মাক্কালি শুক্রবার হলেও পোচুর কাজ কাজেই আমি গোটাদুয়েক বলে পা ছুঁইয়ে আবার সাইডলাইনের বাইরে। ঃ)

    এমনিতে এলডির বিপক্ষে যা বলার ছিল তা সব মনে হয় বলা হয়েই গেছে। এলডির মনে হয় নতুন কিছু আর বলার নাই। এলডির বদলে এইবার আরজেডি বা সপার নেতাকে চাঁদমারি বানান। দেখবেন অবধারিত ভাবে যুক্তি আসবে মেয়েদের জন্য ইনকাম ট্যাক্সের স্লাব ছাড় দেওয়া ভালো কিন্তু সেটা দেওয়া হোক পিছড়ে বর্গ বা আর্থিক ভাবে পিছিয়ে থাকা মহিলাদের জন্য। মমোদিদিকেও ডাকতে পারেন। উনি এসেই বলবেন আমি তো মহিলা নই, হিউম্যান বিইং কাজেই শুধু মাইনরিটি মহিলাদের জন্য এটা রাখা হোক। পার্লামেন্টে মহিলা সংরক্ষণ এমনকি লোকায়ুক্ত বিল নিয়ে তো এমনটাই হয়ে আসছে কমরেড। ঃ))
  • santanu | ০৬ জানুয়ারি ২০১২ ১৬:০৬ | 92.99.185.176
  • মানে el d র কি মহিলাদের জেনারেল আলাদা সীট, ট্যাক্স ছাড় ইত্যাদি তে আপত্তি নেই, কেবল রোজগেরে বর থাকলেই ট্যাক্স ছাড়ে আপত্তি?

    তা যদি হয়, তাহলে এই টুকু মেনে নিন, নাহলে সে ভারী জটিল হিসেব নিকেশ হয়ে যাবে। বছরের মাঝে যদি বর মরে যায় বা ছাড়াছাড়ি হয়, তা হলে আরো সমস্যা।
  • vc | ০৬ জানুয়ারি ২০১২ ১৬:০৫ | 121.241.218.132
  • খেলা জমছে না। crunching tackle নেই, গোলে শট নেই।
  • maximin | ০৬ জানুয়ারি ২০১২ ১৬:০১ | 59.93.202.250
  • এবারে আমি একটি উদাহরণ দেব। অভিজিত বিনায়ক ব্যানার্জি।
  • maximin | ০৬ জানুয়ারি ২০১২ ১৫:৫৮ | 59.93.202.250
  • ডাবল এঞ্জিন পরিবারে আয় বেশি হলেও পারিবারিক সম্পর্ক অ্যাট ডেনজার হওয়ার সম্ভাবনা থাকে। ট্যাক্স ছাড় পেয়ে মেয়েরা যদি খুশি থাকে, তাহলে পারিবারিক সম্পর্ক ভালো থাকে। আর পরিবারে শান্তি থাকলে বাচ্চাদের উপকার।
  • de | ০৬ জানুয়ারি ২০১২ ১৫:৫৮ | 180.149.51.69
  • ঠিক ঠিক কেসি!
  • vc | ০৬ জানুয়ারি ২০১২ ১৫:৫৫ | 121.241.218.132
  • যাঃ বল মাঠে ড্রপি খেয়ে চলেছে। কেউ এগোচ্ছে না।
  • kc | ০৬ জানুয়ারি ২০১২ ১৫:৫২ | 178.61.96.29
  • আর কত গোল হবে? আমি সিকি আর দেদি ম্যামিদি মিলে এল্ডিকে অন্ততপক্ষে গোটা দশেক গোল দিয়েছি। এর চেয়ে বেশী গোল হলে ম্যাচ গট আপ বলে স্লোগান উঠবে।
  • vc | ০৬ জানুয়ারি ২০১২ ১৫:৫১ | 121.241.218.132
  • কমেϾট্র বক্সের দিকে তাকাবেন না কমরেড্‌স। বলের দিকে নজর দিন। এল ডি বল ধরে লম্বা ক্রস করেছেন।
  • EL d | ০৬ জানুয়ারি ২০১২ ১৫:৪৯ | 220.227.106.153
  • সিকি আপনি কি করে "আশা করলেন" যে আমি লেডিস সিটের বিরোধী?

    শুধু ডবল ইঞ্জিন ট্যাক্স ছাড় নিয়ে মন্তব্য দেখেই

    বেশ বেশ ! আরও কিছু আশা করে নিতে পারেন

    কোনও ট্যাক্স লাগবে না ঃ)
  • maximin | ০৬ জানুয়ারি ২০১২ ১৫:৪৯ | 59.93.202.250
  • আরে ভিসি যা টীম তাতে আমি শুধু গো-ও-ল বলে আনন্দ করলেই যথেষ্ট।
  • de | ০৬ জানুয়ারি ২০১২ ১৫:৪৮ | 180.149.51.67
  • ভিসির কমে¾ট্রী শুনে আকাশবাণী মনে পড়ে যাচ্ছে :))
  • vc | ০৬ জানুয়ারি ২০১২ ১৫:৪৬ | 121.241.218.132
  • ম্যাক্সি পায়ে বল নিয়ে এদিক ওদিক দেখছেন কাকে পাস দেওয়া যায়।

    আরে এত স্লো খেলা হলে গোল হবে কি করে? উইঙ্গার আর ফুলব্যাকগুলো ঘোড়ার ঘাস কাটছে নাকি?
  • siki | ০৬ জানুয়ারি ২০১২ ১৫:৪৪ | 123.242.248.130
  • গোল হল না এখনো?
  • maximin | ০৬ জানুয়ারি ২০১২ ১৫:৪৪ | 59.93.202.250
  • ভিসি :)
  • siki | ০৬ জানুয়ারি ২০১২ ১৫:৪৩ | 123.242.248.130
  • ক।
  • vc | ০৬ জানুয়ারি ২০১২ ১৫:৪২ | 121.241.218.132
  • সিকির পায়ে বল। ড্রিবল করতে করতে এগিয়ে মাইনাস করলেন ম্যাক্সির উদ্দেশ্যে।
  • maximin | ০৬ জানুয়ারি ২০১২ ১৫:৪১ | 59.93.202.250
  • তিন নম্বর একটা পয়েন আছে। আমাদের দেশে যেসব ছেলেরা অনেক উপার্জন করে তারা এখনও অবধি সংসারের কাজে স্ত্রীর ওপরে ভরসা করে। চাকরি করলেও, এমনকি খুব বড়ো চাকরি করলেও, মেয়েরা বাড়িতেও অনেক কাজ করে। তো সেটার জন্যে তারা মাইনে পায়না। ডাবল প্রোডাকটিভিটির জন্যে ডাবল আয়ের ব্যাবস্থা তো নেই কাজেই সামান্য ঐ ট্যাক্স ছাড় একটা ভালো জেসচার।
  • siki | ০৬ জানুয়ারি ২০১২ ১৫:৪১ | 123.242.248.130
  • এল ডোরাডো,

    শুধু দু পাতা লিখে তো এই বিশাল ব্যাপারটাকে বোঝানো যাবে না, তার আগে ভারতবর্ষকে জানতে হবে, বুঝতে হবে। আপনি আশা করি বাসের সীট ট্রেনের কামরা এবং পার্লামেন্টের কক্ষেও মেয়েদের রিজার্ভেশনের বিরোধী?

    পৃথিবীর অনেক দেশেই মেয়েদের সুবিধে দেওয়া হয় ট্যাক্সিংয়ের ক্ষেত্রে। আবার অনেক উন্নত দেশে দেওয়া হয় না, কারণ সেই সব দেশে অন্যান্য সামাজিক ডিসক্রিমিনেশন অনেকদিন আগেই পেরিয়ে এসেছেন মেয়েরা। ভারতে আজও অনেক উচ্চশিক্ষিত মেয়েকে বিয়ের পরে লিউক্রেটিভ চাকরি ছেড়ে দিতে হয় কেবলমাত্র শ্বশুর পছন্দ করেন না, কিংবা বর পছন্দ করেন না, এই অজুহাতে। আজও অনেক শিক্ষিত বিবাহিত পুরুষ তার নিজের স্ত্রীর বেশি স্যালারি মেনে নিতে পারেন না। আজও অনেক শিক্ষিত পুরুষ স্ত্রী-সম্পর্কিত মেয়েটিকে কেবলমাত্র সন্তান উৎপাদনের যন্ত্রের বেশি কিছু মনে করেন না। চাকরিক্ষেত্রেও অনেক চাপ। একটা ছেলে অনায়াসেই লেট সিটিং দিতে পারে কাজের চাপ থাকলে, সে বিবাহিত হোক, বাচ্চার বাবা হোক কি চাই সিঙ্গল হোক। একটা মেয়ে পারে না অত সহজে। মহানগর এলাকার খুব কম পরিমাণ এনলাইটেন্ড মেয়ে অফিস অওয়ারের পরেও এক্সট্রা টাইম কাজ করতে পারে। তার পরেও ফিরে যাবার জন্য তাদের কিছুটা দুশ্চিন্তা মাথায় রাখতে হয়। অফিসপাড়া সন্ধ্যে ছটার পরে নির্জন হয়ে যায়, তার জন্য সেফ থাকে না। মেট্রো স্টেশনের বাইরেটা তার জন্য সেফ থাকে না, এমনকি কখনও কখনও রাতের দিকে অফিস ক্যাবও তার জন্য সেফ থাকে না।

    অফিসে সে যদি উন্নতি করে, পুরুষ সহকর্মীরা দ্যাখে না সে কাজ ভালো করল কিনা, তাদের আলোচনা হয়, "শালী রোজ রোজ অত রংচং মেখে টাইট জিনসের প্যান্ট পরে বসের সামনে দিয়ে ঘুরঘুর করে, বসকে কি ও কম দিয়েছে যে বস ওকে প্রোমোশন দেবে না?' সেক্সুয়াল কমেন্টের মাধ্যমে মেয়েটির অজান্তে একটি মেয়েকে যতটা হেয় হতে হয় অফিসপ্লেসেও, তার কত পার্সেন্ট হ্যারাসমেন্ট সহ্য করতে হয় একটা ছেলেকে?

    সন্তান হবার পরে কেবলমাত্র সরকারি চাকরিতেই মেয়েদের ছমাসের সবেতন ছুটি দেওয়া হয়, প্রাইভেটে দুমাস, খুব বেশি হলে তিনমাস। ইচ্ছে থাকলেও তিনচার মাসের মাইনে নষ্ট করতে হয় মেয়েদের, সন্তান জন্মের পরে। ছেলেদের কিন্তু এতসব হ্যাপা পোয়াতে হয় না।

    বহু বিবাহিত পুরুষ আছে, যারা নিজের হাতে এক কাপ চা করে খাবার কথাও ভাবতে পারে না, রান্নাবান্না সব বৌয়ের হাতে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে জীবন কাটায়।

    এর পরেও বহু রকমের ডিসক্রিমিনেশন হয় ভারতে। শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে। প্রতি ক্ষেত্রেই রিসিভিং এন্ডে থাকে মেয়েরা। আজও।

    এগুলো আগে মেটানো হোক, জীবনের প্রতিটি ক্ষেত্রে মেয়েরা পা মেলাতে পারুক ছেলেদের সঙ্গে, তারপর না হয় দুজনকেই এক ইনকাম ট্যাক্সের স্ল্যাবে এনে ফেলার কথা ভাবা যাবে।
  • EL d | ০৬ জানুয়ারি ২০১২ ১৫:৪০ | 220.227.106.153
  • দে মাইণ্ড ইয়োর ওন জ্বলুনি প্লিজ !

    গ্যাপ রিমুভ করার বিদ্যে টা আছে , আশ্বস্ত থাকতে পারেন। ভর্তুকি পাওয়া শিক্ষাব্যাবস্থার জোরেই শিখেছি !
  • vc | ০৬ জানুয়ারি ২০১২ ১৫:৩৮ | 121.241.218.132
  • el d হেড করে ক্লিআর করলেন। বল আবার আঠারো গজের বক্সের বাইরে। ড্রপ খাচ্ছে। কেউ ধরুন মাইরি।
  • vc | ০৬ জানুয়ারি ২০১২ ১৫:৩৬ | 121.241.218.132
  • El D কি পারবেন ক্লিয়ার করতে? লোভনীয় ক্রস দেখে ছুটে আসছেন ম্যাক্সি, কেসি এবং সিকি।
  • EL d | ০৬ জানুয়ারি ২০১২ ১৫:৩৬ | 220.227.106.153
  • ডেটা আপডেট
    উইকি কাকু বলল অস্ট্রেলিয়া, কানাডা, ইউ এস, সিঙ্গাপুর, তানজানিয়া, নেদারল্যান্ডসে এইরকম ট্যাক্স ডিস্ক্রিমিনেশন নেই

    ভারত ছাড়া কোথায় আছে খুঁজছি
  • vc | ০৬ জানুয়ারি ২০১২ ১৫:৩৩ | 121.241.218.132
  • বলতে বলতেই de-র ক্রস ছয় গজের বক্সের ওপর।
  • vc | ০৬ জানুয়ারি ২০১২ ১৫:৩৩ | 121.241.218.132
  • খেলা এখনো মাঝমাঠেই সীমাবদ্ধ। মাপামাপি চলছে। এবার দু একটা মুভ হোক - উইং দিয়ে।
  • maximin | ০৬ জানুয়ারি ২০১২ ১৫:২৯ | 59.93.202.250
  • দ্বিতীয় পয়েন্টে বলি যে মেয়েরা ভাগ্যবান, উচ্চশিক্ষা পেয়েছে, সেই উচ্চশিক্ষাকে তারা যদি কন্টিনিউ না করে তাহলে মরচে ধরে যায়। কাজে কাজেই তাদের কন্টিনিউ করার জন্যে বিশেষ ইন্সেন্টিভ দেওয়াটা প্রগ্রেসিভ মেজার।
  • vc | ০৬ জানুয়ারি ২০১২ ১৫:২৭ | 121.241.218.132
  • ম্যাডাম ম্যাক্সি - আমি দর্শকমাত্র। বক্সের টিকিট কেটেছি অনেক দাম দিয়ে - সেটা জলে যাক ইচ্ছে নেই;-)
  • EL d | ০৬ জানুয়ারি ২০১২ ১৫:২৫ | 220.227.106.153
  • ফেয়ার এনাফ !

    সব্বাই পলিটিকালি কারেক্ট ;)
  • EL d | ০৬ জানুয়ারি ২০১২ ১৫:২৩ | 220.227.106.153
  • ওক্কে পৃথিবীর আর কোন উন্নত উন্নতকামী উন্নতগামী এবং অনুন্নত দেশে এই পদ্ধতি চালু আছে ?
  • kc | ০৬ জানুয়ারি ২০১২ ১৫:২২ | 178.61.96.29
  • আর মেয়েদের শিক্ষায়, চাকরিতে উৎসাহ দিতে হবে। এটা সরকারের একটা ভাল স্ট্যান্ড। এখন মেয়েটি চাকরি পেয়ে কাকে বিয়ে করবে ( বেকারকে না সাকারকে) নাকি বিয়ে করবেইনা, এটা মেয়েটির ব্যক্তিগত সিদ্ধান্ত। সেখানে সরকারের কোনও সে থাকতে পারেনা।

    আর সিঙ্গল ইঞ্জিন কী ডবল ইঞ্জিন, তাতে কি হল? টাকাটাতো দেশের ইকোনমিতেই থাকছেরে বাবা!! শুধু একটা বা দুটো লোক হয়তো একটু ভালভাবে বাঁচছে। তাতে অসুবিধা কোথায়?
  • Netai | ০৬ জানুয়ারি ২০১২ ১৫:২১ | 121.241.98.225
  • এল ডোরাডো স্যার, আপনিও ঠিক ই বলছেন। ৯৯.৯৯% কেসে রিবেট যে মেয়েটি পাচ্ছেন , তেনাদের বাড়িতে আরো একটি ইঞ্জিন আছে।

    কিন্তু স্যার, এইটে কতটা বড় সমস্যা? কতটাকার ট্যাক্সো মেয়েদের আলাদা ছাড় দিতে গিয়ে নষ্ট হয়? এই রিওয়ার্ডের ফলে যদি সামাজিক বৈসম্য কিছুটা দুর হলেও তার পরবর্তী ফল অনেক সুদুরপ্রসারী। মেয়েদের জন্য যা যা করা উচিৎ তার তুলনায় এটা নগন্য।
  • EL d | ০৬ জানুয়ারি ২০১২ ১৫:২০ | 220.227.106.153
  • সিকিবাবু আর্থসামাজিক অবস্থানের সঙ্গে ৯৯.৯৯৯৯৯% কে কর ছাড়ের সম্পর্কটি কি ? আমার ৩ঃ১৪ পোস্টটি পড়তে অনুরোধ করি

    আর যুক্তি দিয়ে কি হবে এইসব নাই বললেন ! উলুবনে মুক্তো একটু ছড়িয়েই দেখুন না
  • siki | ০৬ জানুয়ারি ২০১২ ১৫:১৮ | 123.242.248.130
  • কেশী, ৩ঃ১২, বড় করে ক। বালিগঞ্জ কি পুরুলিয়া সেটা বড় কথা না। অনেকরকমের ডিসক্রিমিনেশন প্রতিপদে সহ্য করতে হয় মেয়েদের, সংসারে, অফিসে। যার এক পার্সেন্টও ছেলেদের ফেস করতে হয় না। অনেক ডিসক্রিমিনেশন পেরিয়ে তবে মেয়েদের ট্যাক্সে ঐ কয়েক হাজার টাকার ডিসক্রিমিনেটরি সুবিধে মেলে। ততে যদি এলডোরাডোর জ্বলে, তা হলে কিসুই বলার নেই।

    (বেশ একটা ঝগড়া ঝগড়া ব্যাপার তৈরি হচ্ছে কিন্তু)
  • Apu | ০৬ জানুয়ারি ২০১২ ১৫:১৬ | 117.194.96.57
  • এখানেও একট কথা। অনেক ছেলে, মেয়ে টিকে বিয়ে করে তার চাকরী র জন্যে। দু জনের আয় মোটামুটি হলে সংসার ভালো চলবে। অসুবিধে কোথায়?
  • siki | ০৬ জানুয়ারি ২০১২ ১৫:১৫ | 123.242.248.130
  • এলডোরাডোর ২ঃ২৬ পিএমের ডিসক্রিমিনেশন পড়ে আমি জাস্ট হাঁ হয়ে গেছিলাম। পুউরো মাথার ওপর দিয়ে গেছিল।

    এলডোরাডো ভারতের বাসিন্দা তো? ভারতে মেয়েদের আর্থসামাজিক অবস্থান সম্পর্কে আপনি সম্যক অবহিত তো? এর পরেও আপনার মনে হয় ডিসক্রিমিনেশন?

    নাঃ, এখানে যুক্তি দিয়ে লাভ নেই।
  • maximin | ০৬ জানুয়ারি ২০১২ ১৫:১৪ | 59.93.202.250
  • দুটো পয়েন্টই জোরালো। প্রথমটা কবিতা দিয়েই হয়ে যায়। যুগযুগান্ত সঞ্চিত ব্যথা ঘোষিয়াছে অভিযান। না চাইলেও মানতে হবে।
  • EL d | ০৬ জানুয়ারি ২০১২ ১৫:১৪ | 220.227.106.153
  • অপু ও নেতাই
    ১০০ ভাগ একমত

    কিন্তু যেখানে রিয়েলটাইম ৯৯.৯৯৯৯৯ % ডেটা পয়েন্ট বলে মেয়েটির আয় ডবল ইঞ্জিনে কনভার্ট হয় সেখানে কি এই ভর্তুকি বা রিবেট তেলা মাথায় তেল হয়ে যায় না ?
  • kc | ০৬ জানুয়ারি ২০১২ ১৫:১২ | 178.61.96.29
  • চাকরি করা মেয়েদের ( বালিগঞ্জ থেকে পুরুলিয়া সব জায়গায় যে রকম অসুবিধা ( অফিসিয়াল এবং সামাজিক) ফেস কত্তে হয়, তাতে করে আমার মনে হয় মেয়েদের ইন্‌কাম ট্যাক্সই থাকা উচিত নয়।
  • maximin | ০৬ জানুয়ারি ২০১২ ১৫:০৯ | 59.93.202.250
  • দুটো কথা আছে। ব্রতীন যেটা বলছে, সংরক্ষণ। আন্ডারপ্রিভিলেজডদের সংরক্ষণ। অন্যটা নেতাই বলেছে, মেয়েদের শিক্ষা ও চাকরি করায় উতসাহ দেওয়া।
  • Apu | ০৬ জানুয়ারি ২০১২ ১৫:০৯ | 117.194.96.57
  • মুখে আমরা যত ই আদর্শবাদের বানী কপচাই না কেন মনে মনে আমরা ভীষনভাবে পুরুষ-তান্ত্রিক সমাজের পক্ষে। আশা করি এতেই লেগে যাবে ঝগড়া !! ( জয় মাঃ নারদ নারদ) ঃ-))

    এই বার ঘুনু কত্তে যাই।
  • maximin | ০৬ জানুয়ারি ২০১২ ১৫:০৭ | 59.93.202.250
  • ওকে, প্রথমেই আমার একটা ভুল শুধরে নিই। ডিস্ক্রিমিনেশনের কথা যে এলডি বলেছেন সেটা খেয়াল করিনি। হঠাত মনে হয়েছিল ভিসি সায়েব বলেছেন, সেজন্যে বলেছি মাননীয় উপাচার্য মশাই আমি তা মনে করিনা।
  • Apu | ০৬ জানুয়ারি ২০১২ ১৫:০৬ | 117.194.96.57
  • পুরুলিয়া বস্তার কথা অনেক পরে। সাধারন ভাবে একট মধ্যবিত্ত বাড়ি তে ই ছেলে আর মেয়ে র মধ্যে এমন ছোট ছোট ব্যাপরে ডিস্ক্রিমিনেশন করা হয় যে বলার নয়। অনেক কম বাড়ি ই আছে যেখানে মেয়ে আর ছেলে সমান ভাবে স্বাগত। হ্যাঁ এই একবিংশ শতাব্দী তেও।
  • Netai | ০৬ জানুয়ারি ২০১২ ১৫:০৫ | 121.241.98.225
  • সাধারন নিয়ম তো এটাই যে ছেলেরা চাগরি করবে আর মেয়েরা ঘর সামলাবে। বহুক্ষেত্রেই যোগ্যতা থাকা সঙ্কেÄও মেয়েকে চাকরি করতে দেওয়া হয়না।
    এটা তো ঠিক নয়। ঠিক কি?
    মেয়েদের ও চাকরিতে উৎসাহ দেওয়া উচিৎ। এই উৎসাহ দেওয়ার জন্যই ট্যাক্স রিবেট(?) দিলে মন্দ কি?

    নারীশিক্ষা ও নারীদের প্রতি সার্বিকভাবে অবহেলা ভারতের একটা বড় সমস্যা।
  • EL d | ০৬ জানুয়ারি ২০১২ ১৫:০৪ | 220.227.106.153
  • maximin তো এইবার বলুন ঃ)
  • EL d | ০৬ জানুয়ারি ২০১২ ১৫:০২ | 220.227.106.153
  • অপু তাহলে যে ছেলেটি পুরুলিয়ার গ্রাম বা বস্তার থেকে এসেছে সে কি কোন বাধা বিপত্তি পেরোয় নি?

    আর সল্টলেক বা বালিগঞ্জের মেয়েকে সেক্টর ফাইভে বা মহাকরণে চাকরি পেতে কি বিপদে পড়তে হয়েছে?

    যদি বিপত্তি পেরতেও হয় তো টাকা দিয়ে কেন ডিস্ক্রিমিনেট করা হবে?
  • maximin | ০৬ জানুয়ারি ২০১২ ১৫:০০ | 59.93.202.250
  • শুনছি।
  • EL d | ০৬ জানুয়ারি ২০১২ ১৪:৫৭ | 220.227.106.153
  • জেন্ডার দেখেই বা হবে কেন ?

    ডিঃ এটাও কি ফালতু কথা? আগের গুলৈ বা কেন ফালতু ? বাড়ির আশেপাশের ডেটা পয়েন্ট গুলৈ বা কি বলে
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত