এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aka | ১২ জানুয়ারি ২০১২ ২২:১৭ | 168.26.215.13
  • আরে কড়াইশুঁটির পুর দেওয়া ঝাল এবং ভাজা পিঠেকে বাংলায় সিঙ্গারা বলে।
  • nk | ১২ জানুয়ারি ২০১২ ২২:১৭ | 151.141.84.194
  • এদিকে মহাভারতের টইতে স্থাপত্য থেকে জাহাজ হয়ে সামরিক নৌবাহিনী অবধি চলে গিয়ে একেবারে কল্প অয়ন এইসবে পৌঁছে গেছে। এখন টই টা কোথা? ভালো একজন সামারি করুয়া, ওখানে একটা সামারি করে দিন না! টইটাও ওঠে, আলোচনাও শুরু হয় আবার। ঃ-)
  • Apu | ১২ জানুয়ারি ২০১২ ২২:১৬ | 14.96.84.198
  • কবি বলেছেন ' আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কুঁড়ি'
  • nk | ১২ জানুয়ারি ২০১২ ২২:১৪ | 151.141.84.194
  • কড়াইশুঁটির পুর দেওয়া ঝাল পিঠে কেউ খেয়েছেন বা করেছেন? তাইলে সর্ষেবাটা মোচাকাটায় দিন। ঃ-)
  • aka | ১২ জানুয়ারি ২০১২ ২২:১৩ | 168.26.215.13
  • দুর বাঁ* সকাল সকাল বসে এই বুড়ো বয়সে নতুন টুল চালানো শিখছি। পোষাচ্ছে না। কেউ জানেন ওরাকল ওডিআই চালাতে?
  • nk | ১২ জানুয়ারি ২০১২ ২২:১২ | 151.141.84.194
  • নিশি দিদিও রেগে আছে। {:????
  • Apu | ১২ জানুয়ারি ২০১২ ২২:০৯ | 14.96.84.198
  • কড়াই শুঁটির কচুরি আর আলুর দম। হেব্বি ডিনার হল।
  • Apu | ১২ জানুয়ারি ২০১২ ২১:৪১ | 14.96.84.198
  • হ্যাঁ , শিবু দা প্লিজ একটু দেখো না ঃ-))
  • Sibu | ১২ জানুয়ারি ২০১২ ২১:৩৯ | 74.125.59.177
  • এঃ, কিকি জানেনা দুকুর আর রাত্তির বলে কিছু নাই। শুদু সকাল আর সন্দে আচে। ১২-টা থেকে ১২-টা অবদি সকাল, আর বারোটা থেকে বারোটা অবদি সন্দে।

    কি কইলেন, সে তো ইংরিজী মতে? তাতো হবেই। কলকাতা যে একন লংডন।

    কুমু কি খুব রেগে আচে?
  • siki | ১২ জানুয়ারি ২০১২ ২১:৩৭ | 122.177.189.106
  • কিকি, রাহুল বোসকে আমিও পচুন্দো করি।
  • siki | ১২ জানুয়ারি ২০১২ ২১:৩৬ | 122.177.189.106
  • জয় গুরু! এনজয় গুরু!!

    দিল্লি হাট থেকে একটা মিত্তি মিত্তি অ্যাপো সেরে ফিরলাম।

    গলা পজ্জন্ত ভর্তি। কত কী যে খেয়েছি, ক্ষী বলব!
  • Apu | ১২ জানুয়ারি ২০১২ ২১:৩৬ | 14.96.84.198
  • যাক কিকি , অন্ততঃ একজনের রাহুল বসু কে পছন্দ। ঃ-))
  • kd | ১২ জানুয়ারি ২০১২ ২১:২৮ | 59.93.207.70
  • আজ নন্দন পবলিম্যা মেলার ২য় দিন। আজ গুরু বেশ পপুলার - আমাদের টেবিলে বেশ ভীড় হয়েছিলো - থ্যাঙ্কস টু ফেসবুক এক্সপোজার। যদিও আমি মনে করি আমি এবং আমার রঙ্‌চঙে পোশাকই আসল কারণ। ঃ) ভালো বিক্রিও হয়েছে।

    ডিঃ আমি এতদিন এই গুরু-ফেসবুক সম্পর্ক নিয়ে অনেক নেগেটিভ কথাবার্তা বলেছি। আজ রিয়েলাইজ করলুম আমি আজকালকার দুনিয়া থেকে কত ব্যাকডেটেড।
  • kd | ১২ জানুয়ারি ২০১২ ২১:০৫ | 59.93.207.70
  • কুমুদিদি, তুমি কি আমার ওপর খুব রেগে আছো? এর জন্যে আমারই কোন কীর্তি দায়ী না কেউ আমার নামে তোমার কাছে চুগ্‌লি করেছে অফলাইনে? অবিস্যি কেউ করে থাকলে খুব ভুল কিছু বলে নি। ঃ(

    কি করে বুঝলুম বুঝতে পেরেছো নিশ্চই।
  • kiki | ১২ জানুয়ারি ২০১২ ২০:৪৮ | 59.93.244.147
  • আরে ঐতো শ্যামা সঙ্গীত, এ মুহুর্তে মনে নেই বাপু। অ্যাকচুয়ালি স্বামিজীর সাথে ঠাকুরকে ও নৈবিদ্যি দেওয়া হলো মনে হয়।

    আজ ডিডিদাদা হেবি মুডে ছিলেন তো। কিন্তু ডিডিদাদা পোদোকে খুব মিসাচ্ছি।ঃ)
  • kiki | ১২ জানুয়ারি ২০১২ ২০:৪৬ | 59.93.244.147
  • এ বাবা! সবাই রাহুল বোসকে নিয়ে ক্ষিসব বললো। ভাল্লাগেনা, যাআআআআআআআআও!
  • pi | ১২ জানুয়ারি ২০১২ ২০:৪২ | 72.83.83.28
  • বিবুদাদা স্পেসিফিক ঠাকুরগীতি কোনগুলো ? কেউ বল্লো না তো !
    নাকি শীতের হাওয়া নিয়ে নাচন কোঁদন চলছে ?
  • kiki | ১২ জানুয়ারি ২০১২ ২০:৪০ | 59.93.244.147
  • কতগুলো কথা বলতে এলুম, অবিশ্যি আজকাল ভয় ই লাগে। সেই মাইক নিয়ে কথা বলার পর দেখছিলুম কয়েকদিন বেশ অচেনা কিছু লোকজন ক্যামন ভাবে তাকাচ্ছে। তা সে আমার মনের ভীতি ও হতে পারে। তো ধানাই পানাই থাক। কথাটা হলো কাল তারাতলার ব্রীজের নীচে ঐ সিইএসসি আপিসের গায়ের নোমরা ফুটপাথ দিয়ে হাঁটছিলুম।আর দেখি কিনা একজন লুঙ্গী পরা লোক উবু হয়ে বসে একটা কি পাউচ মুখে নিয়ে আর একটা রাঙতা টাইপ কাগজের নীচে লাইটার জ্বালিয়ে ফুঁকে যাচ্ছে।

    তারপর দেখি এক কালো লেদার জ্যাকেট পরা লোককে ঘিরে ঐরকম কিছু গরীব লেবার টাইপের মানুষ ঘিরে দাঁড়িয়ে আছে আর তিনি তাদের সেইসব বিলি কচ্ছেন আর হেবি হাবভাব নিচ্ছেন। আর মাইরী দুহাত দুরে ব্রীজের তলায় পুলিশ ফাঁড়ি রয়েচে একটা।

    ডিডিদাদা রাহুল কে নিয়ে কিসব বলেচেন। খুব দুঃখু পেলাম যাহোক।

    আরো কিসব বলার ছিলো ভুলে গেছি।

    ও হ্যাঁ আজ এগারোটা থেকে দুড়ুম দুড়ুম করে বার তিনেক প্রভাতফেরি হয়েচে এখানে, যদিও দুকুর বেলায়।তো দুকুর বলে কি আর প্রভাত নয়? আর রবীন্দ্রসঙ্গীত ও ভক্তিগীতি কিছু শোনা গেছে।
  • m | ১২ জানুয়ারি ২০১২ ২০:৩৭ | 117.194.33.58
  • জিৎ এর উপস্থাপনা বেশ ভালো লাগছে।দুইপৃথিবী সেদিন টিভিতে দেখাচ্ছিলো- শুরুর কিছুটা বাদ দিয়ে শেষের একটু আগে পর্যন্ত দেখলাম- জিৎ কে ভালৈ লাগছিলোঃ)
  • ppn | ১২ জানুয়ারি ২০১২ ২০:৩৪ | 112.133.206.22
  • মিঠু, থ্যাংকু। ঃ)

    পাই, দেখছি।
  • Du | ১২ জানুয়ারি ২০১২ ২০:১০ | 117.194.198.213
  • হ্যাঁ ম , আছি ভালোয় মন্দয়। আমারও জিৎঅকে কোটি টাকার বাজি আর দুই পৃথিবীতে দেখে ভালোই লেগেছে।
  • pi | ১২ জানুয়ারি ২০১২ ১৯:৫৩ | 72.83.83.28
  • আজ সকালে স্পাইডারম্যান জানালেন, তাঁর ইস্কুল ছুটি। কেন ? না আজ বিবেকানন্দ ঠাকুরের জন্মদিন। তা তিনি ঠাকুর কেন ? না, এই শীতেও খালি গায়ে থাকতে পারেন, রুবানবাবুর মত তাঁকে মাফলর সোয়েটার পরতে হয় না। তাঁর শীত করে না। তাই তিনি ঠাকুর।

    নমো নমো।
  • Netai | ১২ জানুয়ারি ২০১২ ১৯:৫২ | 121.241.98.225
  • বিবাহিত ডায়ানোসর রা ভালো ডায়নোসর ই হয়। সব ধরনের স্পাইডারম্যান এই কথাটা জানে।
  • pi | ১২ জানুয়ারি ২০১২ ১৯:৫১ | 72.83.83.28
  • প্‌প্‌ন, মেইল দেখো। পারলে একটু চটপট উত্তরিও।
  • pi | ১২ জানুয়ারি ২০১২ ১৯:৫০ | 72.83.83.28
  • আরে এটা তো হিন্ট দিলুম ! :P
  • Netai | ১২ জানুয়ারি ২০১২ ১৯:৫০ | 121.241.98.225
  • 8)
  • pi | ১২ জানুয়ারি ২০১২ ১৯:৫০ | 72.83.83.28
  • না, তুই যদি বলিস তুই ভালো ডায়নোসর, তালে ভয়ের কিছু নেই। তারা স্পাইডারম্যানের নেকনজরে।
  • Netai | ১২ জানুয়ারি ২০১২ ১৯:৪৯ | 121.241.98.225
  • পাইদির HHB ঃ) টা যাস্ট ইগনোর করলাম। দেখলাম ই না। যা দেখতে পাইনি তা বোঝার দরকারও নেই।
  • Netai | ১২ জানুয়ারি ২০১২ ১৯:৪৬ | 121.241.98.225
  • ঘরে যাই। এখানে ঘুরঘুর করছি দেখলে বেঘোরে ক্যাল খেয়ে বেঘর হতে পারি। ঘাড়ে মাথা একটা বই তো নয়।
  • m | ১২ জানুয়ারি ২০১২ ১৯:৪৬ | 117.194.33.58
  • আরে আজ্জো,ইনভেস্টমেন্টের কথায় মনে পড়লো - একটা মানসিক স্বাস্থ্যকেন্দ্র খোলার কথা হচ্ছে- একটা ঘর পাওয়া গেলেই শুরু করে দেওয়া হবে। জানাশোনা কেউ আছেন,যিনি বিকেল থেকে রাত ৯ টা পর্যন্ত একটা মাঝারি ঘর আর বাথরুম ভাড়া দেবেন।
    খুব আশু প্রয়োজন।
  • pi | ১২ জানুয়ারি ২০১২ ১৯:৪৫ | 72.83.83.28
  • প্রাণসংশয় তো বটেই। স্পাইডারম্যান বলে কথা। HHB 8-)
    তার বয়স চার বলে তো আর আন্ডারএস্টিমেট করা যাবে না।
  • Netai | ১২ জানুয়ারি ২০১২ ১৯:৪৪ | 121.241.98.225
  • প্রাণসংশয় হবেকি?
    তাহলে কথাটা প্রত্যাহার করেনিলাম।

    দেব্জিৎ যেমন ই হোক, ওদের জন্য প্রাণ হাতে করে লড়াই করতে পারবোনা।
  • pi | ১২ জানুয়ারি ২০১২ ১৯:৪১ | 72.83.83.28
  • নেত্য এই কথাটা একজনের সামনে বল্লে কী হবে ভাবছি।
  • Netai | ১২ জানুয়ারি ২০১২ ১৯:৪০ | 121.241.98.225
  • বাওয়ালি দিয়ে তো লাভ নেই, জিৎ যে কোন দিনে দেবের থেকে অনেক ভালো।
  • m | ১২ জানুয়ারি ২০১২ ১৯:৩৯ | 117.194.33.58
  • অপ্পনঃ))))) চোখ কচলে কয়েকবার দেখলাম।
    পাম্পামকে মিঠুমাসির অনেক আদর দিওঃ))))
  • pi | ১২ জানুয়ারি ২০১২ ১৯:৩৭ | 72.83.83.28
  • দিদির পছন্দ তো খোকাবাবুর প্রত্যাবর্তন।

    খুকুমণির বাড়ির জন্য দিদি ক্যানভাস বানিয়ে দিচ্ছেন।
    ডাল ভাতু খাইয়েছেন। কেমন সুন্দর কার্ড পাঠিয়েছেন। আবাপ কেমন সুন্দর করে সেই গপ্পো শুনিয়েছে।

    বল্লে হবে ?
  • ppn | ১২ জানুয়ারি ২০১২ ১৯:৩৫ | 202.91.136.71
  • এই মামী দেখি ৫%।

    খোকাবাবুকে দেখে তো "বড় বড় দিদিরা সব খুকি মেরে যায়'। *

    * প্যারডিটা আমার মেয়ে বানিয়েছে।
  • aka | ১২ জানুয়ারি ২০১২ ১৯:৩৪ | 168.26.215.13
  • আরে ম, ওটা হচ্ছে সিল্পের জন্য, রোজ ফেলাই ওভার পোস্কার করে। আফটার অল সিলং হল গেটওয়ে অফ নর্থ ইস্টার্ন কাϾট্র, কিসের বর্ডার সেটা একটু দেখে বলতে হবে। বলো ইনভেস্ট করবে কিনা? অন্তত ইন্টারেস্টেড কিনা বললেই চলবে।

    ম্যাক্সিদি, ;)
  • m | ১২ জানুয়ারি ২০১২ ১৯:৩৪ | 117.194.33.58
  • কাজু!! অফলাইনে যোগাযোগ করে নিচ্ছি;)
  • m | ১২ জানুয়ারি ২০১২ ১৯:৩০ | 117.194.33.58
  • এই দু, ভালো আছো তো!
    জিৎ কে আমার ঐ গোলাপি রং সঙ্কেÄও দেবের থেকে শতকোটিবার বেশি ভালো লাগেঃ)
  • maximin | ১২ জানুয়ারি ২০১২ ১৯:৩০ | 59.93.201.237
  • আবার নেড়া বেলতলায়। আবার আকার দেওয়া লিং এ ক্লিক করেছি।
  • Kaju | ১২ জানুয়ারি ২০১২ ১৯:২৯ | 121.242.160.180
  • দে-দি কাদাগোলা জল ফেলে? কেন? কোথায় দেখলে?
  • m | ১২ জানুয়ারি ২০১২ ১৯:২৭ | 117.194.33.58
  • আজ্জো, জানো কি সেই ফ্লাইওভার থেকে প্রায় রোজ দিদি রাগ করে দে গোরুর গা ধুইয়ে স্টাইলে কাদাগোলা জল ফেলেনঃ(
  • Kaju | ১২ জানুয়ারি ২০১২ ১৯:২৫ | 121.242.160.180
  • চিরপুরাতন শত্রুর নিত্যনতুন শত্রুতা
  • Du | ১২ জানুয়ারি ২০১২ ১৯:২৫ | 117.194.198.213
  • জিৎ এখনো 'রেট্রোস্পেকটিভ' মোডে আসে নি ঃ)
  • m | ১২ জানুয়ারি ২০১২ ১৯:২৩ | 117.194.33.58
  • demba কি সেই আমার সেই চিরপুরাতন শত্রু! যদি হয়,তাইলে স্বাগতমঃ)
  • aka | ১২ জানুয়ারি ২০১২ ১৯:২২ | 168.26.215.13
  • ম, এইতো আধুনিক অমিতো আর লাবণ্য। পেছনে শিলংয়ের পাহাড়। বেঙ্গল লিডসে দিদি ফ্লাই ওভার বানিয়ে দিয়েছে।

  • pi | ১২ জানুয়ারি ২০১২ ১৯:১২ | 72.83.83.28
  • S নামে একজন দিদিই তো লেখেন এখানে । আপনি তাহলে আরেকখান নাম নিয়ে ফ্যালেন না ক্যান ?

    আর ঐ লিংকে আমাকে তো দিব্বি ডাউনলোড করার অপশন দিচ্ছে।
  • Kaju | ১২ জানুয়ারি ২০১২ ১৯:০৯ | 121.242.160.180
  • আচ্ছা, সব জায়গায় 'অমিতর' করে লেখা বলেই তো লোকে অমিতো বলে ডাকে। কোত্থাও 'অমিতের' লেখেননি। দাদু কি সত্যি-ই অমিতো বলে ডাকতেন 'অমিত' নামধারী কাউকে? সবাই দেখি অমিতো অমিতো করে।
  • m | ১২ জানুয়ারি ২০১২ ১৯:০৮ | 117.194.33.58
  • এখন তো একজনই আছে,জিৎ।
    খুব মানাবেঃ))
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত