সিব্বু, আমার মতন ঠাকুর-কাটিং লোকরা কখনও পাপকেও ভয় পায় না।
byaanga | ১৭ জানুয়ারি ২০১২ ০৯:২২ | 122.172.244.80
হে দেবতুল্য কেকে আর দেবতুল্য ফুটকি, আজ থেকে তোমরা আমার প্রিয় থেকে প্রিয়তর, প্রিয়তর থেকে প্রিয়তম বন্ধু হলে।
rimi | ১৭ জানুয়ারি ২০১২ ০৯:২১ | 75.76.118.96
আমিও স্যাজি। কিন্তু আদৌ বন্ধুবৎসল নই। ঃ-) বন্ধুদের জন্যে পরিবারের লোকেদের ইগনোর করা আমার পলিসি নয় কোনোদিন।
Sibu | ১৭ জানুয়ারি ২০১২ ০৯:১৯ | 108.23.41.126
বড়দের নাম ধরে ডাকলে পাপ হবে কিন্তু। এক্ষুণি পা ছুয়ে পেন্নাম কর বলছি। চোখ পাকানোর স্মাইলি, না না, ইমোটিকন। চোখ পাকালে সেটা আবার স্মাইলি থাগে নাকি?
phutki | ১৭ জানুয়ারি ২০১২ ০৯:১৯ | 14.99.110.125
স্যাজিদের নিয়ে ভাল কথা? আরে তাদের খারাপটা কই যে বলব? ব্যাপক আড্ডাবাজ। পার্টির প্রাণ। বেস্ট হোস্ট, আতিথ্য ব্যাপারটা খুব ভাল আসে। প্রাণপণ ঝগড়া করতে পারে, কিন্তু হার্ট খুব কম লোককেই করে। আর একটু বোকা টাইপ ও হয়। সবই তো ভাল। খারাপ আর কই!
kk | ১৭ জানুয়ারি ২০১২ ০৯:১৭ | 76.114.73.71
স্যাজিরা খুব স্ট্রেট ফরোয়ার্ড হয়। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে ভালোবাসেনা, সোজা কথা সোজা ভাবে বলে। অল্পে সন্তুষ্ট হয়, বন্ধু বৎসল হয়। হ্যাপি-গো-লাকি টাইপ হয়।
byaang | ১৭ জানুয়ারি ২০১২ ০৯:১৬ | 122.172.244.80
ওয়ে সিব্বু, বেসি ফুট কাটবেন না। ঠাকুর-কাটিং লোকজনদের জন্মদিন আমনদের মতন এলেবেলে লোকরা মনে রাখবে না তো কারা রাখবে?
byaang | ১৭ জানুয়ারি ২০১২ ০৯:১৪ | 122.172.244.80
আরে, দুদ্দুর! পার্সোনাল হতে যাবে কেন? দিব্যি প্রশ্ন, ভালো প্রশ্ন। বল্লেনই যখন, তখন আরো কটা ভালো ভালো কথা বলুন না স্যাজিদের নিয়ে? অত আপনার দুঃখিত হয়ে কাজ নেই।
Sibu | ১৭ জানুয়ারি ২০১২ ০৯:১৩ | 108.23.41.126
বেঙীর কি কনফিডেনস মাইরি। জম্মোদিনে যত লোক ভাটে ছেল তারা সব্বাই মনে করে রেখে দেবে ঃ-)।
phutki | ১৭ জানুয়ারি ২০১২ ০৯:১২ | 14.99.110.125
আর আমিও স্যাজি । এটাও জানিয়ে দি।
phutki | ১৭ জানুয়ারি ২০১২ ০৯:১১ | 14.99.110.125
না। আকা কে লেখা পোস্ট না। আপনি বললেন আপনার বন্ধুবান্ধব প্রীতির কথা। যার জন্য কখনো কখনো পরিবার একটু পিছিয়ে যায়। ঐ লিন্কটায় বেশ প্রাইম পয়েন্ট হিসেবে এটাই ছিল।
আর এটা কি খুব পার্সোন্যাল প্রশ্ন ছিল? মানে উত্তরের সুরটা একটু সন্দেহজনক। তাহলে দুঃখিত।
phutki | ১৭ জানুয়ারি ২০১২ ০৯:০৭ | 14.99.110.125
মনে ছিল না ম্যাডাম। মনে থাকলে কি আর জিগাই ? লিস্টি পড়লেও কবে পড়েছি মনে থাকে নাকি? ফোটোগ্রাফিক মেমোরি থোড়াই আমার !
byaang | ১৭ জানুয়ারি ২০১২ ০৯:০৭ | 122.172.244.80
এনিওয়ে ফুটকি, তা আমার আকাকে লেখা পোস্টটা দেখে লিন্ডা গুডম্যানের বলে দেওয়া স্যাজিদের কী কী লক্ষণ মনে পড়লো আপনার? আমি তো মশাই ক্লাস ইলেভেন না টুয়েলভে লিন্ডা গুডম্যান পড়েছিলাম, (তার আগে ইংরিজিটা তেমন সড়গড় ছিল না কিনা, বহুত সময় লাগে পড়তে এখনো), যদ্দুর মনে পড়ে, সেখানে লেখা ছিল স্যাজিরা ভারি হাশিখুশি হয়, সৎ হয়, কাউকে দুঃখ পেতে দেখলে আরো দুঃখ পায়, এগুলোর কোন কোনগুলো খুঁজে পেলেন আকাকে লেখা পোস্টটার থেকে?
ফুটকিমশাই/মশাইনী এই তো কদ্দিন আগে আমার জন্মদিন গেল, আমার সঙ্গে কথা না বললে কী হবে, টই-ভাটে তো আপনি তখনও ছিলেন, অ্যাটলিস্ট নীপা হয়ে তো ছিলেন, তো তখনই আমার জন্মদিনে খাবারদাবারের লিস্টি আর ক্যালেন্ডার দেখেই দিব্যি বোঝা গেছে আমি স্যাজিটেরিয়াস, এর জন্য খামোখা আমার পোস্ট পড়ে দেখার দরকার কী!! ঃ-))
aka | ১৭ জানুয়ারি ২০১২ ০৯:০০ | 75.76.118.96
দাঁড়া দাঁড়া মহাভারত দেখছি। অর্জুন কি লড়াই টা না করল।
phutki | ১৭ জানুয়ারি ২০১২ ০৮:৫৭ | 14.99.110.125
ব্যাং... আমি ফুটকি। আপনার সাথে কথা হয়নি কখনো। নমস্কার।
এখানেই কেউ একজন লিন্ডা গুডম্যানের সানসাইনসের লিংক দিয়েছিলেন। পড়ে বেশ লেগেছিল। আপনার আগের পোস্টটা পড়ে মনে হল আপনি স্যাজিটেরাস। তাই কি?
byaang | ১৭ জানুয়ারি ২০১২ ০৮:৫৬ | 122.172.244.80
আকা, আছিস নাকি? নিঘ্ঘাত ওয়াশিং মেশিনে জামাকাপড় ঢুকিয়ে, কালকের রান্নাগুলো মাইক্রোয়ে ঢুকিয়ে, বসে বসে ঢুলছিস আর ল্যাদ খাচ্ছিস? এইসব স্বভাবের জন্যই না চক্ষুষ্মান লোকেরা তোকে মিডল এজেড জেন্টেলম্যান বলে আর বুদ্ধিমান লোকেরা তোকে সিলি ওল্ডম্যান বলে! নে ওঠ, গাঝাড়া দে, এই দ্যাখ, তুই একাই নস, তোর মতন আরো লোকজন আছে।
byaang | ১৭ জানুয়ারি ২০১২ ০৮:৪৫ | 122.172.244.80
সেটাই। আমি বরাবর বারমুখো, বন্ধুঅন্তপ্রাণ, বাড়ির লোকগুলো, বাড়ির আশপাশের লোকগুলো, অন্য বাড়ির লোকগুলোর দিকে ফিরেও তাকাই নি। তারা ডেকে আমাকে দুটো কথা বললেও একসময়ে বিরক্ত লাগত - হায় রে, কেমন দেরি করাচ্ছে দেখ, বন্ধুরা দাঁড়িয়ে থাকবে না! আর আজ যখন নিজে ঐ দেরি করিয়ে দেওয়া লোকগুলোর বয়সের কাছাকাছি এগোচ্ছি, তখন দেখছি টুপটাপ ঐসব মুখগুলো কখন আমার চারপাশ থেকে সরে গেছে, তা ভালো করে বুঝেই উঠতে পারি নি। এখন হাত কামড়াই। লীলা মজুমদারের পাকদন্ডীতে আছে না - ভালোবাসার মানুষগুলো বেঁচে থাকতে কখনো বলে ওঠা হয় না তাকে কতটা ভালোবাসতাম! তারা হাওয়া মিলিয়েটি গেলে তবে টেরটি পাওয়া যায়! আজকাল তাই চেষ্টা করি ঘনঘন বাড়ি যাওয়ার, আর মাঝের যেকটা মাস যেতে পারি না, সে কটা দিন হেতমপুরের রাঙাদিদা, কাল্নার ফুলদাদু, শ্রীরামপুরের বড়পিসি, দুই বিল্ডিং পরের জেঠিমা, পাড়ার পিছনের সারির তিন নম্বর বাড়ির নতুনদিদা সবার হাসি মুখগুলো দেখার জন্য ছটফট করতে থাকি।
pi | ১৭ জানুয়ারি ২০১২ ০৮:২৯ | 72.83.83.28
খারাপ খবর। একমাত্র ঠাকুমাকেই দেখেছি আর তিনিও চলে গেছেন সে স্কুলে পড়তেই। অথচ এখনো সেটা কেমন টাটকা লাগে।
গত পাঁচদিনে বাড়িতে দুটো মৃত্যু ঘটে গেল । দুটৈ আকস্মিক। তার ক'দিন আগে পাশের বারির জেঠু। তার কদিন আগে .. দূরে থাকলে কি বেশি বাজে লাগে ? নাকি ঐ শোকের জায়গায় থাকলে এর চেয়েও বেশি বাজে লাগতো ? দূরে থাকলে বোধহয় সত্যটাকে একটু সহজে ইগনোর করা যায়, ভুলে থাকা যায়। কিন্তু তাতেও বিপদ। যেটা না ভেবে থাকার চেষ্টা করছি, এর পর গিয়ে যখন দেখবো এই বাড়িতে মামী নেই, ঐ বাড়িতে পিসি নেই, আরেক বাড়িতে পিসেমশায় নেই, পাশের বাড়িতে জেঠু নেই, সেই শূন্যতা টা কতটা শকিং হবে কে জানে। লোকজন কেমন টুপটাপ নেই হয়ে যাচ্ছে। যেতে যেতে আরো কতজন নেই হয়ে যাবে কে জানে।
byaang | ১৭ জানুয়ারি ২০১২ ০৭:৪৭ | 122.172.244.80
ব্রতীন, খুব খারাপ লাগছে খবরটা শুনে। আমার দিদা কয়েকবছর যাবৎ অসুস্থ, তবুও এখনও আমাকে দেখলে যেমন খুশি হয়ে ওঠেন, "কেমন আছ?' জিজ্ঞেস করলে বলেন, ""নাতিপুতির মুখ দেখলে সব অসুখ সেরে যায় আমার'', ভাবতেই পারি না, হঠাৎ করে এই মানুষটিকে একদিন হারাতেই হবে। তাই তোর কষ্টটা বুঝতে পারছি।
aranya | ১৭ জানুয়ারি ২০১২ ০৫:৪৮ | 144.160.226.53
কেকে, ঠিক আছে, একমাসের ছুটি মন্জুর ঃ-)।
নিশি, দ্যাখেন, বয়সের দোহাই দিয়েন না। যদি কন পোচোন্ড কাজের চাপ, তো ঠিক আছে, অবরেসবরে আসবেন। আপনি নইলে শরদিন্দু থেকে শূদ্রক, বোসন থেকে অনন্ত নক্ষত্রবীথি - এত কিছুর কথা কইবে কে?
kk | ১৭ জানুয়ারি ২০১২ ০৫:২০ | 76.114.73.71
অরণ্য, না না, আমার তো শুধু একমাসের ছুটি। তারপর আবার আসবো খন।
কেডি, নিশি সত্যি ই এবারে চলে যাবে, নতুন ভোর হবে অন্য কোথাও। সেই যে কে যেন গান গাইতেন "দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে।" ঃ-)
অরণ্য, আপনার কথাগুলো মধুর তবে কিনা নিশির বয়স হোলো, এখন কি এত মধু সহ্য হয়? ঃ-)
ভালো থাকবেন,সবাই ভালো থাকবেন।
Sibu | ১৭ জানুয়ারি ২০১২ ০৪:০৫ | 108.23.41.126
ওটা টইপো মামু, মামারি না, মারামারি।
এত ব্যস হল তবু বুড়োর রকম দেখ ;-)।
kd | ১৭ জানুয়ারি ২০১২ ০৪:০৪ | 59.93.193.77
না না, ""নিশি'' গেলে ক্ষতি নেই - কয়েক ঘন্টার মধ্যে ""সকাল'' হয়েই ফিরে আসবে তো।
kd | ১৭ জানুয়ারি ২০১২ ০৪:০২ | 59.93.193.77
ছেলেদের মামারি? না কেটের?
aranya | ১৭ জানুয়ারি ২০১২ ০৩:৩৮ | 144.160.226.53
কেকে, নিশি - আপনারা ছুটি নিলে গুরু তার জেল্লা অনেকটাই হারাবে ঃ(। মাঝেসাঝে অন্যদের কথা ভেবেও এট্টু মুখ দেখিয়ে যাবেন।
Sibu | ১৭ জানুয়ারি ২০১২ ০৩:২৬ | 108.23.41.126
'দি কার্নেজ' দেখে এলাম। কেট উইনে্স্লট মাতাল হলে হেব্বি নাগে, টাইটানিকের চেয়েও ভাল। মাঠে ছেলেদের মামারি নিয়ে তাদের বাবা-মাদের মারামারি - এই হল গে গপ্পো।
এইটে কপি করে সিওর বলি/টলিউডে এক-আধটা হিট হবে। প্রশ্চেন হল কে আগে কপি করবে? আমীর খান, না ঋতুপর্নো? আর আমীর কপি করলে পরেশ রাওয়াল কোন রোলটা করবে?
দেখে থাগলে উত্তুর দ্যান দেখি।
aranya | ১৭ জানুয়ারি ২০১২ ০২:৪৬ | 144.160.226.53
ব্রতীন, ঠাকুমা চলে গেলেন। খুবই দুঃখের খবর। বড় কষ্টের, প্রিয়জনদের হারানো।
aranya | ১৭ জানুয়ারি ২০১২ ০২:৪০ | 144.160.226.53
ভগোমান যে ক্যান এত কাজ দেন , আম্রিগায় কাদের য্যান আবার আজ ছুটি ঃ-(। কালো কফি নিয়ে আমারও পোশ্ন - এর অপকারিতা কি এবং কেন? আমি নতুন বছরে সবে গুটি গুটি পায়ে creamer/splenda বাদ দেবার চেষ্টা কচ্চি। আর লাইফ থেকে কফি জিনিষটাই বাদ দিতে য্যান কইবেন না, ধম্মে সইবে না। ডায়াবিটিস ইত্যাদি কারণে মিষ্টি অলরেডি বাদ ঃ-(
কলো কফি বেশ তো। আমি অবিশ্যি একটু অ্যাণ্টিডিপ্রেসেণ্টও খেয়ে নিই
kk | ১৭ জানুয়ারি ২০১২ ০১:১৯ | 76.114.73.71
মোটেও কালো কফি খেলে ওসব কিচ্ছু হয়না। এরা নিজেদের দোষ কফির ঘাড়ে চাপাতে লেগেছে। আমি ব'লে আজীবন চিনি ছাড়া কালো কফি খেয়ে এলাম! যত্তসব !! তবে হ্যাঁ, খালিপেটে খেলে কি হয় তার দায় নিতে পারবোনা।
ধিঙ্গিপদ, 'ছুটির গল্প' ব'লে এক বইয়ে পড়লাম। সেই যে ঈশান স্যার ব'লে মাস্টারমশাই নিজের লেখা বইয়ের রয়ালটি দিয়ে দেশের সেবা কত্তেন। হ্যাপা আর তার ভাইবোনেরা কাদা চিংড়ির ডালনা খেতো আর দাদুর লুকিয়ে রাখা গুপ্তধন খুঁজতো। শেষে এক বোজানো কুয়োর মধ্যে সেসব পাওয়া গেলো।
I | ১৭ জানুয়ারি ২০১২ ০১:০৬ | 14.99.41.10
কালো কফি খেলে এসব ত হয়ই উপরন্তু মাথার ঘিলু লীলবন্নো হয়ে যায়, পণ্ডিতেরা তারে বলে মেলানকলিয়া। আমারে জিগাও। আমি কালো কফি খে'ই বড় হইচি।
জীবুদাও খেতেন। তাইজন্নে ওঁয়ার পেটে ইড়িমিড়িকিড়ি ব্যাদোনা শুরু হল, উনি বৌয়ের বিরুদ্ধে বিদ্রোহ কল্লেন আর যেহেতু ধম্মের কল কুলোর বাতাসে নড়ে তাই ট্রামকলের সামনে চোখ পাল্টায়ে পড়ে গেলেন পপারচ মমারচ। তুমি যেন ট্রামকলের সাম্নে যেয়ো নি। হাঃ, তুমি নাদান আম্রিগান বালক, ট্রামকল কোথা পাবে;আমারি ভুল। বড়জোর স্টীটকারের জীবাশ্ম পেতি পারো। তান্নাম ডিজায়ার। কালো হইতে সাদায় ফিরিবার ইচ্ছা। কাফে হইতে কাফে অ লাই। অসদো মা সদগময়। দাদা, আমি কিন্তুক বাঁচতি চেইছ্যালাম।
aka | ১৭ জানুয়ারি ২০১২ ০০:৪৭ | 75.76.118.96
কদিন সকালে উঠে কালো কফি খেলুম আজ মনে হচ্ছে নেশা করে রয়েছি।
কাল থেকে ছুটিতে চলে যাচ্ছি। অনেক দিন আসা হবেনা, তাই একটু আজ ঘুরে গেলাম।
হ্যাঁ ভাই ধিঙ্গিপদ, লীলু পিসির 'হ্যাপার হিসেব' গল্পটা পড়েছো? আমি এই পড়লাম। এতে আবার 'ঈশান স্যার' ব'লে একজন ভালো মানুষ রয়েছেন ঃ))।
আর কেউ পড়েছো? কুমুদিদি? ব্যাঙ?
Ghanada | ১৬ জানুয়ারি ২০১২ ২২:১০ | 223.223.141.45
এখন নিজে ঠাকুর্দা হয়েছি। নিজের নাতনী যখন আমার সাথে খেলা করে, নিজের শৈশবে ফিরে যেতে ইচ্ছে করে। অনেক গল্প হয় তার সাথে। মাত্র সাড়ে চার বছরের নাতনী তার নিজের সুখ- দুঃখ গুলো আমার সাথে ভাগ করে নেয়। যেমন, ওর ধারণা- ও শূণ্য ক্লাসে পড়ে। খুব দুঃখ ওর মনে। কেন সে ক্লাস টোয়েন্টিতে পড়ে না, সে সম্বন্ধে প্রায়ই জিজ্ঞাসা করে। কারসিভ হ্যাণ্ডরাইটিং কি, সেটাও আমাকে বোঝায়। ওর বই দেখিয়ে, জেব্রা ক্রসিং কি রকম দেখতে আর কিভাবে সেটা পার হতে হয়, সেটাও বোঝায়। আমি আর আমার স্ত্রী মুগ্ধ বিষ্ময়ে ওকে তারিফ করি। তারিফ না করলে আবার রেগে যায়। ব্রতীন বাবুর ঠাকুমা চলে যাওয়ার খবর পড়তে পড়তে, এসব গুলৈ মনে আসছিল। ব্রতীনবাবুর দুঃখটা বোঝা খুব একটা কঠিন নয়, পাশাপাশি এটাও সত্যি, প্রত্যেকটা দুঃখই নিজের অভিজ্ঞতা। সেগুলোকে ভাগ করে নিলে, মনে হয় মনটা অনেক হাল্কা হয়। আমি ব্রতীনবাবুর সমব্যথী হলাম। আমি নিজে এখন একটা বই পড়ছি। আগ্রহ থাকলে,যোগাড় করে পড়ে দেখতে পারেন, ব্রতীনবাবু। The Spritual Universe One physicists vision of spirit, soul, matter and self. লেখক:- Fred Alan Wolf, Ph. D. প্রকাশক:- Moment Point Press, Inc P.O. Box 920287 Needham, MA-02492 ISBN13:-978-0-9661327-1-7 ISBN 10:- 0-9661327-2-8
PM | ১৬ জানুয়ারি ২০১২ ২২:০১ | 2.50.55.108
ব্রতীন, খুব খারাপ লাগলো শুনে। আমার ঠাকুমাও চলে গেলেন গত বছর। আমি তোমার দুঃখ কে ছুঁতে পারছি।
Netai | ১৬ জানুয়ারি ২০১২ ২১:৪৪ | 123.238.19.113
অবশ্যই
dd | ১৬ জানুয়ারি ২০১২ ২১:১৮ | 122.167.17.60
রেতের ব্যালা ছোঁক ছোঁক করে অ্যালাম, বাংলা সাহিত্যের মুল্যায়ণে শেষমেষ কি বেড়োলো, ঝুলি না বেড়াল? টইরাশিক না ভাটাংশ? মায়া না মতিভ্রম?
কিন্তু দেখছি, রেজাল্ট এখনো বার হয় নি।
siki | ১৬ জানুয়ারি ২০১২ ২১:১০ | 122.177.192.89
নেতাই, কাল যাচ্ছি তো?
kumu | ১৬ জানুয়ারি ২০১২ ১৯:১৮ | 122.176.32.39
আছে দুঃখ,আছে মৃত্যু,বিরহদহন লাগে-
তার পরেও জেগে থাকে শান্তি,আনন্দ।
যিনি লিখে গেলেন,অজস্র মৃত্যুশোক জয় করে,তাঁকে নমষ্কার।
Bratin | ১৬ জানুয়ারি ২০১২ ১৮:৩৮ | 122.248.183.1
সবাই কে ধন্যবাদ। সত্যি প্রিয় মানুষ টি চলে গেল।। খুব কাছ মৃত্য কে দেখা । এই প্রথম আমি শব বাহক হলাম। আর প্রিয় মানুষ টিকে খুব কাছ থেকে পুড়ে ছাই হতে দেখালাম।
demba ba | ১৬ জানুয়ারি ২০১২ ১৮:২৮ | 121.241.218.132
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন