এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aka | ২২ জানুয়ারি ২০১২ ২৩:০৯ | 75.76.118.96
  • কদিন আগে বাজেট নিয়ে পড়াশুনো তেও যাদের প্রচণ্ড অনাগ্রহ ছিল তারাই এখন বিবেকানন্দ নিয়ে পড়াশুনো করতে বলাতে আমোদ পেলুম প্রচূর, অনাবিল। মূলত প্রেক্ষিত টা পড়াশুনো নয়, প্রশ্নটা ব্যক্তিগত পছন্দ বা অপছন্দের বা আরও অন্য কিছু।

    ম, আমি নিজেঅই ডানকানা হয়ে বসে আছি, আমি আবার কাকে লিখতে শেখাব? আমি না ওটা মিতাদি মিতা। ঃ)
  • aka | ২২ জানুয়ারি ২০১২ ২২:৫৬ | 75.76.118.96
  • আমি বোধহ্য বুঝেছি। এগুলো চালাতে গেলে বলছে জাভার পুরনো ভার্সন চাই। জাভার ভার্সন মিসম্যাচ।
  • maximin | ২২ জানুয়ারি ২০১২ ২২:৪০ | 59.93.244.151
  • কার আবার মোবা হারাল?
  • siki | ২২ জানুয়ারি ২০১২ ২১:৩৫ | 122.177.192.89
  • আকা, আপিস থেকে দেখব। আমি যাবতীয় আপগ্রেড ইত্যাদি অফিসের কম্পুতে করে থাকি। কোম্পানি কা মাল ইঃ।
  • m | ২২ জানুয়ারি ২০১২ ২০:৫৬ | 117.194.34.56
  • এই মিতাটা কে? মিতাদি নাকি আকার মত একজন মিতাঃ)
  • m | ২২ জানুয়ারি ২০১২ ২০:৫৫ | 117.194.34.56
  • ব্রতীন, জন্মদিনের শুভেচ্ছা নাও। সঙ্গে এক ঘটি জল, সব খেয়ে যদি বিষম লাগে তাইলে খেয়ো।
    আজ আবার মোবা হেরেছে- জল তো লাগবেইঃ)
  • aka | ২২ জানুয়ারি ২০১২ ২০:৫৩ | 75.76.118.96
  • আকা না একা মিতা। মিতা একা হাতে ধরে শিখিয়েছে।
  • maximin | ২২ জানুয়ারি ২০১২ ২০:৫১ | 59.93.244.151
  • এই যে বলল 'একা এতো ভালো আর এতো উপকারী? আজকালকার দিনে এমন হয় না সত্যি।'
  • aka | ২২ জানুয়ারি ২০১২ ২০:৪৮ | 75.76.118.96
  • কমরেড প্পন ফাফ দাউনগ্রেড কি করে করতে হয়?

    সিকি, এটা শুধু সেই নোন প্রবলেম না। এখন বালেনক বা বাআমদি দুইই কেমন হিব্রু আসছে, এবং তারসাথে ডানদিকেঅও হিব্রু।

    আমি গত কয়েকদিনে কোনো ফাফ আপগ্রেড করি নি।
  • siki | ২২ জানুয়ারি ২০১২ ২০:৪৪ | 122.177.192.89
  • ফাফ 4.0

    এর পরে একদম নয়।

    ওফ্‌ফ্‌, আর ছদিন। ঃ)
  • maximin | ২২ জানুয়ারি ২০১২ ২০:০২ | 59.93.244.151
  • আকাকে অভিনন্দন। আফ্রোজাকে ভাটিয়ালিতে স্বাগত।
  • aka | ২২ জানুয়ারি ২০১২ ২০:০২ | 75.76.118.96
  • আকা না মিতা, ম্যাক্সিদির চোখ গ্যাসে। ঃ)
  • maximin | ২২ জানুয়ারি ২০১২ ১৯:৫৯ | 59.93.244.151
  • আফ্রোজা, আকা তোমার উপকারী বন্ধু?
  • demba ba | ২২ জানুয়ারি ২০১২ ১৯:৩১ | 14.99.122.223
  • টেস্ট - পুরনো কল থেকে।
  • demba ba | ২২ জানুয়ারি ২০১২ ১৯:২৯ | 14.99.122.223
  • হুঁ, ফায়ারফক্স ৯-তে দেখছি বাংলাপ্লেন (নতুন কল) টা ঘেঁটে গেছে। পরশুই আপডেট হয়েছে, আজই দেখলাম এই হাল। ইউনিকোডে বঙ্গলিপি দিয়ে টেস্ট করছি।
  • afroza | ২২ জানুয়ারি ২০১২ ১৯:১৬ | 210.4.65.25
  • মিতা একা কার বন্ধু? ও আমাকে গুরুতে কী করে পোষ্ট করতে হয় শিখিয়েছে। অবেক লাগে। একা এতো
    ভালো আর এতো উপকারী? আজকালকার দিনে এমন হয় না সত্যি।
  • kiki | ২২ জানুয়ারি ২০১২ ১৭:৫৩ | 59.93.211.148
  • ঋদ্ধি,
    থেঙ্কু।ঃ)

    হানু এমন দারিদার, ক্ষী ক্ষেলো!(আবার বানাম নিয়ে কিছু বলো না।আমার কি র মনে পরছে না)

    আর সবুজ লুঙ্গী, কুমু দেখেচে কি?
  • Su | ২২ জানুয়ারি ২০১২ ১৫:৪৩ | 86.147.127.34
  • ফুলে ফুলে ঢলে ঢলে গানটার ইতিহাস কেউ জানো? গুগলের গল্প ছাড়া।
    খুব দরকার ছিল
  • ridhhiman | ২২ জানুয়ারি ২০১২ ১৪:৩৮ | 108.218.136.234
  • এই তো ছবি :-
  • kiki | ২২ জানুয়ারি ২০১২ ১৩:৪৩ | 59.93.194.22
  • ঋদ্ধির পোষ্টের পরিপেক্ষিতে হুতোর সে ছবির খোঁজ ক্ষেউ দিলো না। যাগ্গে।
  • siki | ২২ জানুয়ারি ২০১২ ১৩:৩২ | 122.177.192.89
  • সমস্ত ফায়ারফক্স ইউজারদের জন্যে, যেমনটি অপ্পন বলল, ফায়ারফক্স 4-এর ওপরের কোনও ভার্সন ইনস্টল করবেন না, শত প্রলোভনেও না। আপগ্রেড করার পর যদি বাংলা দেখতে না পান, তার জন্যে কোম্পানি দায়ী থাকিবে না।

    বাংলা দেখা নিয়ে প্রবলেম ফায়ারফক্সের ভার্সন ফোরের পর থেকে রয়েই গেছে, দুর্ভাগ্যবশত ফায়রফক্সের ডেভেলপমেন্ট এবং পোকা মারার টিমে কোনও বাঙালি নেই, তাই এ প্রবলেম ফায়ারফক্স আজও রেক্টিফাই করতে পারে নি।
  • Facebook | ২২ জানুয়ারি ২০১২ ১১:৪৪ | 117.194.99.82
  • ভারতীয়দের পুরুষাঙ্গ আন্তর্জাতিক কনডমের জন্য ছোট

    খবরটোয়েন্টিফোর.কম: ভারতীয় কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ চালিত ২ বছরের এক গবেষণা থেকে দেখা গেছে, ৬০% ভারতীয় পুরুষদের পুরুষাঙ্গ ৩ থেকে ৫ সেন্টিমিটারের মধ্যে। এই সাইজটি আন্তর্জাতিক কনডম সাইজের জন্য ছোট। ফলে ভারতীয় পুরুষরা তাদের জন্য সঠিক মাপের কন্ডম
    পাচ্ছেন না। এর জন্য বিপাকে পড়ছেন অনেকেই। ইন্ডিয়ান মেডিক্যাল রিসার্চার চাদ্র পুরি বলেছেন, ‘ভারতীয় পুরুষাঙ্গের
    আকৃতি অনুযায়ী কনডম বানানো এখন জরুরী হয়ে পড়েছে।
    কেননা দেশটি এমনিতেই এইডস রোগের জন্য শীর্ষে অবস্থান
    করছে’

    ?p=27266
  • Abhyu | ২২ জানুয়ারি ২০১২ ১১:৪২ | 97.81.90.26
  • রাগ-টাগ করিনি তো। তবে আজকাল গোটা সাইট-টাই বড্ডো বোরিং হয়ে গেছে।
  • Bratin | ২২ জানুয়ারি ২০১২ ১১:২৩ | 14.96.102.115
  • দুটি প্রশ্নঃ

    ১। ছোটা ভীম কি বড় হবে না?

    ২। সোমনাথ কে বইমেলায় খাওয়াবো বল্লাম, বেটা কোন উচ্চবাচ্চা করলো না কেন?

    এটা ঠিক প্রশ্ন নয়ঃ

    ৩। অভ্যু রেগে যেও নাঃ দিকে দিকে পাগলেরা জন্মেছে এবং জন্মাবে ঃ-))
  • ppn | ২২ জানুয়ারি ২০১২ ১১:০৫ | 122.252.231.10
  • ফায়ারফক্স আপডেট হয়ে গেলেও পুরনো ভার্সন নিয়ে আসা যায়। ভার্সন 4.0.1 দিব্যি অনেকদিন হল ইউজ করছি আর আপডেট করার ইনভিটেশন সমানে কাটিয়ে যাচ্ছি।

    ফরিদা, ব্রাউজার ডাউনগ্রেড করে ফেল।
  • pi | ২২ জানুয়ারি ২০১২ ১০:৫০ | 72.83.83.28
  • হে দিল্লিবাসী ভ্রাতা ও ভগিনীগণ, মেইল চেক কিয়া যায়ে।
  • kiki | ২২ জানুয়ারি ২০১২ ১০:২৭ | 59.93.198.198
  • উঃ কত পিছিয়ে পরেছি। আজ বেছে বেছে ঋদ্ধির পোষ্ট গুলো পড়ে এলাম। কিন্তু হুতোর ছবি কোথায়? আমায় লিং দেওয়া হোক।
  • aka | ২২ জানুয়ারি ২০১২ ০৯:৪৫ | 75.76.118.96
  • অভ্যু শোন।



    রাগ কমবে। ঃ)
  • aka | ২২ জানুয়ারি ২০১২ ০৯:২৫ | 75.76.118.96
  • আমার মনে হয় এটা গুগুলের চাল। ফাফর ডেভলপার দের মধ্যে চর ঢুকিয়ে দিয়ে ব্রাউজারটাকে ঝুলিয়ে দিয়েছে যাতে সেকেন্ড প্লেস নিজেদের হয়।
  • Somnath | ২২ জানুয়ারি ২০১২ ০৯:২৩ | 117.194.194.182
  • এটা কাজুকে।

    হ্যাঁ, ফায়ারফক্সকেও ক্যালানো দরকার। একদম ঠিক।
  • Somnath | ২২ জানুয়ারি ২০১২ ০৯:২১ | 117.194.194.182
  • ভাটে আসা হয় না সমভাবে পুরোনো পোস্ট বিশেষ ফলো করা হয় না বলে। তবু যখন আসি পিছনের ২-৩ টে পাতা দেখে নিই, অভ্যেসে। আজ বহু পিছনে গিয়ে দেখলাম, বিশেষত বইমেলাতে ক্যালানোর দাবিটা অ্যাকসেপ্ট হলো কিনা জানতে।

    প্ল্যান্ট আর প্ল্যান শব্দ দুটোয় বিশেষ তারতম্য নেই উচ্চারনে। উহ্য ট - একদম ঠিক। শেষে স্বরান্ত শব্দ না থাকায় এই সমস্যা । একই রকম জিনস, সি্‌প্‌লট । ইত্যাদি। "প্ল্যান্টে" লিখলে আবার পুরো ৩ খাবে। ইত্যাদি।
    আং -

    দে-দি,
    মেয়ের ভালো নাম অস্মি, ডাকনাম ঋতি। ঠিক হামা টানেনা এখনো, তবে হাত আর বুকের ভরে দিব্যি হেঁচড়ে চলছে বিছানায়। বসতে পারে আর বালিস বা কেউ পাশে থাকলে তাদের উপর ভর দিয়ে খাড়া হয়ে দাঁড়ায়। খ্যাক খ্যাক করে হাসতে পারে। :-)
  • aka | ২২ জানুয়ারি ২০১২ ০৯:২০ | 75.76.118.96
  • হ্যাঁ সিকি এর কি কোনোই প্রতিকার নেই? ডানকানা হয়ে লেখা বড় চাপের যে।
  • aka | ২২ জানুয়ারি ২০১২ ০৯:১৮ | 75.76.118.96
  • আমার আরও বড় সমস্যা। ডানদিকে দেখায় কিন্তু সবই কেমন হিব্রু দেখায়। আজ বিকেল থেকে হল। ওদিকে বিবেকানন্দ নিয়ে কত কি লেখার ছিল। আমার আর কি বাংলা ভাষা কিছু মূল্যবান আইডিয়া হারাল।

    ফরিদা কম এলে কিছু ভালো পদ্য হারাবে। এই যা।

    অভ্যু বিবেকানন্দ নিয়ে তক্কতক্কিতে রেগে গিয়েছে। ঃ)
  • Abhyu | ২২ জানুয়ারি ২০১২ ০৮:৫৮ | 97.81.90.26
  • আমারো সেই একই প্রবলেম। একটা সলুইশন দি - পছন্দ হয় কি না দেখুন - গুরুতে কম আসবেন, কম লিখবেন। আমিও তাই করি !
  • pharida | ২২ জানুয়ারি ২০১২ ০৮:৩৩ | 182.68.200.237
  • ফা ফ কী যে এক আপডেট গছিয়ে দিল - এখন ইউনিকোডে কেমন এলোমেলো দেখায় - ডানদিকেও বাংলা আসে না -

    কে হাত বাড়াবে সাহায্যের?
  • Abhyu | ২২ জানুয়ারি ২০১২ ০৬:৩৪ | 97.81.90.26
  • হুঁ হুঁ
  • achintyarup | ২২ জানুয়ারি ২০১২ ০২:৫৪ | 141.0.10.208
  • ফুঃ, এই নাকি কুণ্ডলিনী জাগ্রত! একটু পরে তো মনে হয় নাক ডাকার আওআজ শুনতে পাবো
  • lcm | ২২ জানুয়ারি ২০১২ ০১:২৬ | 69.236.175.179
  • TesT
  • siki | ২২ জানুয়ারি ২০১২ ০০:০৫ | 122.177.192.89
  • কই গো কত্তারা, আসেন গো, কুলকুণ্ডলিনী আবার জাগ্রত হঁইচেন গো ...
  • byaang | ২১ জানুয়ারি ২০১২ ২৩:৫৮ | 122.167.218.108
  • এনার থাকে আঁকার ক্লাস, ক্রিকেট কোচিং।
  • siki | ২১ জানুয়ারি ২০১২ ২৩:৫৭ | 122.177.192.89
  • ওর মত বাঁদর মেয়ে দিল্লি শহরে দুটি নেই। নেহাৎ রোববার গানের ক্লাস থাকে।
  • byaang | ২১ জানুয়ারি ২০১২ ২৩:৫৩ | 122.167.218.108
  • কী লক্ষ্মী মেয়ে, ছোটা ভীম দেখে না! সাঁঝকে বল্লাম।
  • siki | ২১ জানুয়ারি ২০১২ ২৩:৪৪ | 122.177.192.89
  • কাল সকালে, অন্যান্য প্রতি রোববার সকালের মতই আমরা সকাল থেকে সোনি মিক্স চালিয়ে বসে থাকব। কী সব ফাটাফাটি গান দেয় সারাদিন ধরে।
  • byaang | ২১ জানুয়ারি ২০১২ ২৩:০২ | 122.178.249.187
  • কাল আবার সকাল হলেই শুরু হবে ননস্টপ ছোটা ভীম। কেউ অন্য কোনো চ্যানেল দেখতে পাবে না, টিভির সামনে দিয়ে হাঁটতে পারবে না, ঐ ঘরে কোনো কথাও বলতে পারবে না, কোথাও বেড়াতে যাওয়াও যাবে না! কী সুখের জীবন! (একসঙ্গে দীর্ঘশ্বাস আর দাঁত কিড়মিড়ের ইমোটিকন)
  • byaang | ২১ জানুয়ারি ২০১২ ২২:৫৮ | 122.178.249.187
  • আমাদের এদিকে প্রায় উড়ে উড়ে বাড়ি ফিরতে হল, যাতে দাদাগিরি মিস না হয়! বিভীষণ কত্তো করে সাধল, বাইরে খেয়ে ফেরার জন্য। কিন্তু ভবিবাবু ভুললেন না। এত কিছুর পরেও দশ মিনিট মিস হয়েছে বলে তেনার কী রাগ, কী তেজ! এখন তেনাকে খাওয়ানোর জন্য সাধ্যসাধনা করছে বিভীষণ, আর আমি এট্টু গুচ কচ্ছি।
  • ppn | ২১ জানুয়ারি ২০১২ ২২:৫৩ | 122.252.231.10
  • সিকিকে বললে বুঝি? ও যখন লীম পড়ছিল আমি তখন মন দিয়ে রান্না করছিলাম!
  • byaang | ২১ জানুয়ারি ২০১২ ২২:৪৯ | 122.178.249.187
  • বৌরা সারা রাত ভাতের হাঁড়ি কোলে করে বসে থাকবে কিনা!
  • ppn | ২১ জানুয়ারি ২০১২ ২২:৪২ | 122.252.231.10
  • বউরাও একেকটা রা-ওয়ান।

    আম্মো খেতে বসেচি। ঃ(
  • byaang | ২১ জানুয়ারি ২০১২ ২২:৩৪ | 122.178.249.187
  • আমি অপরাজিতা তুমি দেখে এলাম।
  • siki | ২১ জানুয়ারি ২০১২ ২২:২৯ | 122.177.192.89
  • ঃ(

    পাশের ঘরে গিয়ে লীলা মজুমদার পড়ছিলাম। বউ গিয়ে বরপশীতল দিষ্টি দিয়ে আমায় ঘাড় ধরে নিয়ে এল খাবার টেবিলে। সামনেই টিভিটা চলছে।

    ম্মাআআআআআআ ...
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত