সিকি, কুমুদিদির জন্যে দু'টো টিকিট লাগে? এমন অবস্থা? ঃ)
siki | ১৭ জানুয়ারি ২০১২ ১১:৫৩ | 122.177.192.89
ন্নাতো! আপনেই কইলেন, অভিনয় থেকে পাঁচশো কিমি দূর, তাই হিসেব করে কইলাম।
অবিশ্যি লক্ষ্ণৌ গেলেই বা কে আটকাচ্ছে।
Kaju | ১৭ জানুয়ারি ২০১২ ১১:৫৩ | 121.242.160.180
কুমু-র সাথে মুকুল-এর একটা হাল্কা যোগাযোগ আছে, আর মুকুল মানেই জয়শলমীর...সোনা-আ-আ-র কেল্লা-আ-আ !
kumu | ১৭ জানুয়ারি ২০১২ ১১:৫০ | 122.176.32.39
ক্যানো,আমি জয়সলমীর ইঃ গেলে বুজি তোমাদের খুব সুবিদে হয়?
siki | ১৭ জানুয়ারি ২০১২ ১১:৪৪ | 122.177.192.89
কিন্তু আপনি কি আজ বিকেলের ফ্লাইটে জয়শলমের বা জবলপুর যাচ্ছেন?
kumu | ১৭ জানুয়ারি ২০১২ ১১:৪২ | 122.176.32.39
সমঝেগী-
দিল্লীতে আজ ভীষণ কুয়াশা,শীত। সকল ছটায় easycab বুক করা ছিল,ছটা দশে বার বার ফোনের জবাবে এসেমেস এল গাড়ী দিতে পারবে না,অসুবিদে কে লিয়ে খেদ। মর্যাল- ক্যাব বুক করে রিঃ টাইমের অন্তত আধ ঘন্টা আগে ফোনাতে লাগুন।
siki | ১৭ জানুয়ারি ২০১২ ১১:৪২ | 122.177.192.89
পটাশম্যাম, এইমাত্র জানতে পারলাম, দুটি এক্ষট্রা টিকিট রয়েছে এখনও।
যাবেন্নাকি?
kumu | ১৭ জানুয়ারি ২০১২ ১১:৩৮ | 122.176.32.39
সিকি,নেতাই, তুমলোগোসে ইয়ে উমিদ নেহী থা/থী। না হয় কুমুদি কিং লীয়র নেহি সমঝেগা,না হয় ও সাহিত্য/অভিনয় ইঃ থেকে পাঁচশো কিমি দূর রহতী হ্যায়,ফির ভী, তুমলোগ একবার পুছেগা নেই? অভিমান -ইমোটিকন।
Kaju | ১৭ জানুয়ারি ২০১২ ১১:২৫ | 121.242.160.180
কিরকম একটা বায়োলজি ল্যাব বায়োলজি ল্যাব ব্যাপার। সেই ব্যাঙ কাটাকাটি...মোটে ভাল্লাগত্না।
Bratin | ১৭ জানুয়ারি ২০১২ ১১:০৩ | 122.248.183.1
যা , ব্যাঙ কেটে পড়লি? ঃ-((
Bratin | ১৭ জানুয়ারি ২০১২ ১১:০০ | 122.248.183.1
এ কি রে ভাই? ক্যাপ্রিকন নেই কেউ মার্কেটে? ঃ-((
byaang | ১৭ জানুয়ারি ২০১২ ১০:৪৮ | 122.172.244.80
আমার আজকের ভাটানোর কোটা শেষ। টা টা ভাইলোগ।
de | ১৭ জানুয়ারি ২০১২ ১০:৪৮ | 180.149.51.67
রিদ্ধি না লেখা অব্দি বলতেই সাহস হচ্ছিলো না -- ইসে, আমি স্করপিও!
pi | ১৭ জানুয়ারি ২০১২ ১০:৪৭ | 72.83.83.28
ঋদ্ধি, ঃ))
siki | ১৭ জানুয়ারি ২০১২ ১০:৪৫ | 122.177.192.89
বড় হলে একটা মাহিন্দ্রা স্কর্পিও কিনব ভাবছি। যদি উন্নতি টুন্নতি হয়ে যায় ল্যাদ খেয়ে।
বাই দ্য ওয়ে 'নার্সিসিস্ম নিয়ে একটা ভাল চুটকি পেলাম, উডি এলেনের এক সিনেমায়। হল ভর্তি লোক, উডি একজন আতেল পরিচালকের চরিত্রে , প্রশ্নোত্তর পর্ব চলছে। একজন প্রশ্ন করলেন ওনার ছবিতে নার্সিসিস্টিক টেন্ডেন্সি নিয়ে। উডি বললেন 'না না, গ্রীক দেবতাদের মধ্যে যদি কারুর সাথে আইডেন্টিফাই কর্তেই হয় , নার্সিসাস কদাপি না' । প্রতি-প্রশ্নঃ ' তাহলে কার সাথে করবেন?' উত্তরঃ 'জিউস'।
Bratin | ১৭ জানুয়ারি ২০১২ ১০:৪২ | 122.248.183.1
হমমম। গুড ক্রোশ্নো। একটু ভেবে জানাচ্ছি তোকে ঃ-))
Bratin | ১৭ জানুয়ারি ২০১২ ১০:৪১ | 122.248.183.1
প্রজেক্ট নিয়ে হেব্বি চাপে আছি আজকে সকাল পাঁচ টায় উঠে বেশী কিছু মেল করলাম। ভাবা যায় ই বয়েসে ঃ-((
byaang | ১৭ জানুয়ারি ২০১২ ১০:৩৯ | 122.172.244.80
দুরকমের শেখা হয়, দেখে শেখা আর ঠেকে শেখা, তুই কোনটা অপ্ট করবি?
নাঃ, আমি আজকের সকালটা দেখে বলি দিতে পারি আমার আজকের দিনটা ক্যামোন যাবে। আজ আমাকে নেড়িতে তাড়া করবে, প্রেশার কুকার বার্স্ট করবে, শয়তান এক বুড়ি ক্যাঁট ক্যাঁট করে দেরি করে আসা নিয়ে কথা শোনাবে, বিভীষণ তার গাউটের ব্যথা বেড়ে যাওয়ার অ্যাক্টো করে আমাকে দিয়ে বেশি বেশি করে কাজ করিয়ে নেবে, সজীব পদাত্থোর হাতের কাজের দিদিমণি একগাদা বিচ্ছিরি বিচ্ছিরি হাতের কাজ দেবে। কী বিচ্ছিরি সকাল!!ঃ-(( ভাটে আকার সঙ্গে ঝগড়া লাগানোর তাল কল্লুম, তা সে ত্যামোন একটা গা-ই করল না। টইয়ে পাইয়ে সঙ্গে ভয় পতে পেতে ঝগড়া লাগানোর চেষ্টা করলুম, সে বলে কিনা - ঝগড়ার ফাঁদে পা দোবো না!!
Bratin | ১৭ জানুয়ারি ২০১২ ১০:৩৪ | 122.248.183.1
হমমম ঃ-))
ridhhi | ১৭ জানুয়ারি ২০১২ ১০:৩৩ | 108.218.136.234
এটা শুধুই লিন্ডাই বলেননি। সব জ্যোতিষ বই-এই বলা থাকে - স্করপিওরা হয় গভির দার্শনিক গোছের তার সাথে গভীর অনুসন্ধিৎসা সাথে উচ্চাভিলাষ, তার সাথে চার্ম, এগুলো হল মেটেরিয়াল জগতে রেসিপি ফর সাকসেস । এটা মেনে নিতে কোন বাধা নেই, যে 'সাফল্যের' মানদন্দে স্কর্পিও রা সবচেয়ে এগিয়ে।
এগুলো মিলে গেলে তো হয়েই যেত। কিন্তু অন্তত লিন্ডার বই এর পাতায় এ স্কর্পিও রা হল রাজা।
Bratin | ১৭ জানুয়ারি ২০১২ ১০:৩০ | 122.248.183.1
ধুর ধুর ক্যাপ্রিকন দের মতো লোক হয় না। বৈশিষ্ট্য গুলো দেখো এক বার ঃ কল্পনাপ্রবণ, দিবাস্বপ্ন দেখতে ভালোবাসে, বন্ধু-বৎসল, খুব উন্নতি করবো ইচ্ছুক কিন্তু পরিশ্রম বিমুখ ঃ-)))
siki | ১৭ জানুয়ারি ২০১২ ১০:২৮ | 122.177.192.89
আজ বিকেলে যাচ্ছি রাজা লিয়র দেখতে। আমি ফরিদা শৌভ নেতাই।
siki | ১৭ জানুয়ারি ২০১২ ১০:২৭ | 122.177.192.89
আমাকে দেখে কেউ কিছু শেখে না। ভ্যাক।
(আম্মো কেমন নার্সিসিস্ট হয়ে যাচ্চি)
pi | ১৭ জানুয়ারি ২০১২ ১০:২০ | 72.83.83.28
কলিদির গোছগাছ শেষ ?
তোমরাঅ এই খেলাটা খেলতে না ? আমরা তো লিন্ডা গুডম্যাএর বইয়ের কোন একটা র্যান্ডম পাতা বের করে কিছু অংশ পড়ে একে ওকে তাকে শুনিয়ে বলতুম, কী রে, এটা তোর সাথে মিলে যাচ্ছে না ? উত্তর অবধারিতভাবে হ্যাঁ আসতো, সে চাই যাই শাইনই হোক না কেন। লক্ষ্য করে দেখেহি্চলুম, যে কোন একটাতে যা লেখা থাকে যে কেউ তার কিছু না কিছু অংশে কোন না কোন মিল পাবেই ঃ)
এই বইটা পড়ে পড়ে কিছু খিল্লি হত বটে !
byaang | ১৭ জানুয়ারি ২০১২ ১০:১৯ | 122.172.244.80
আকা, রিমিকে দেখে শেখ। রিমি কেমন তোর সুখ্যাত করছে আমাদের কাছে! আর তুই!
সিকিকে আমি যেটুকু জানি, মনে হয় অ্যাকুয়ারিয়াস। অবিশ্যি আমার যট্টুকু লিন্ডাদিদি মনে আছে তাই দিয়ে।
byaang | ১৭ জানুয়ারি ২০১২ ০৯:৫৩ | 122.172.244.80
ছিঃ যে কিনা আজ অব্দি একটা কুড়ি তুলতে পারল না, সে আবার আমাদের সঙ্গে কথা কইতে আসে! ক্কী আস্পদ্দা!!
byaang | ১৭ জানুয়ারি ২০১২ ০৯:৫২ | 122.172.244.80
কিন্তু ঐ জুলাই মাসের বাইশ তারিখের দিন কুড়ি আগে জন্মানো বয়ফ্রেন্ডটা যেই কেটে গেল, আম্নি যেই মেয়েটা আমার প্রাণের বন্ধু হল, সে অবিশ্যি স্কর্পিও ছিল, আর আমার প্রথম বয়ফ্রেন্ডের থেকে ঢের ঢের ভালো ছিল। মোটেই লিন্ডাদির দেখা স্কর্পিওগুলোর মতন ছিল না। আমি আর আমার স্কর্পিও বন্ধু তখন ক্লাস কেটে চুটিয়ে নন্দনে সিনেমা দেখতে আরম্ভ করলাম।
siki | ১৭ জানুয়ারি ২০১২ ০৯:৫২ | 122.177.192.89
দেবতুল্য না হোক, একটি babe-তুল্য বান্ধবী পেলেই জীবনটা নিয়ে নতুন করে খেলার কথা ভাবতে পারতাম।
সে আর এ জন্মে হইল্য না!!
ফুটকি কয়েন আমার ছাংছাইং কী?
phutki | ১৭ জানুয়ারি ২০১২ ০৯:৪৭ | 14.99.110.125
স্করপিও নিয়ে আমার ও তেমন ভাল অভিজ্ঞতা নয়। যাক। পরে আবার কখনো আড্ডা হবে। চললাম।
kk | ১৭ জানুয়ারি ২০১২ ০৯:৪৫ | 76.114.73.71
হ্যাঁ হ্যাঁ, স্করপিওরা একদম অমনি হয়। আমার প্রথম বয়ফ্রেন্ড স্করপিও ছিলো। বইতে যেমন লিখেছে তেমনিই তার কাছ থেকে পেলিয়ে বাঁচলাম শেষটা।
byaang | ১৭ জানুয়ারি ২০১২ ০৯:৪১ | 122.172.244.80
লিন্ডা গুডম্যান পড়ে আমি বুঝেছিলাম, স্করপিওদের মতন কুচুক্ষুরে আর দুটো হয় না। আর বড়লোক হতে হলে ক্যান্সার রাশিওয়ালাদের মতন বড়লোক আর কেউ হয় না। আমার প্রথম বয়ফ্রেন্ডটা ক্যানসারিয়ানই ছিল, কিন্তু সে চাক্রিবাক্রি পেয়েই আমাকে কাটিয়ে দিল। ক্কী দুঃখু হল আমার তখন!
kk | ১৭ জানুয়ারি ২০১২ ০৯:৩৭ | 76.114.73.71
লিন্ডা গুডম্যান আমিও খুব পড়েছিলাম। সব সাইনগুলোর মেন বৈশিষ্ট্যই খুঁটিয়ে মনে রেখেছিলাম। এখনও মনে আছে কিছু কিছু।
ব্যাঙ, শেক শেক।
rimi | ১৭ জানুয়ারি ২০১২ ০৯:৩৫ | 75.76.118.96
ব্যাং চলে আয় চলে আয়... জানিস, আজ ছুটির দিন বলে আকা খাওয়ালো পোলাও আর মাটন কোর্মা।
আমি ব্যাং এর কমেন্টের সাথে মিলিয়ে দেখলাম। মিলে গেল। এটুকুই । এর বেশি কিছু না।
byaang | ১৭ জানুয়ারি ২০১২ ০৯:২৮ | 122.172.244.80
রিমিমাধব, রিমিমাধব, তোমার বাড়ি যাব!
byaang | ১৭ জানুয়ারি ২০১২ ০৯:২৫ | 122.172.244.80
ফুটকি ৯ঃ২৪ এটা একদম, একদম অক্ষরে অক্ষরে আমার মনে হত। তবে এখন বয়স বেড়ে গেছে বলে উল্টোটা মনে হয় - আমার বন্ধুরা তো আমাকে বুঝবেই, নয়তো আবার বন্ধু কীসের! ওরা তো থাকবেই, তদ্দিন আমি ঘরের বুড়োবুড়িগুলোর সঙ্গে একটু থেকে নিই।
rimi | ১৭ জানুয়ারি ২০১২ ০৯:২৪ | 75.76.118.96
সব্বোনাশ!!!!! ফুটকি এইটা কি কইলেন??
আমি আদৌ আড্ডাবাজ নই, পার্টির প্রাণ তো নইই, পার্টি থেকে সাত হাত দূরে থাকি। আতিথ্য করতে হল গায়ে জ্বর আসে। বাড়িতে লোক এলে রান্না থেকে শুরু করে তাদের মনোরঞ্জন পর্যন্ত সব সামলায় আমার বর। হ্যাঁ, আমি খুব ভালই ঝগড়া করতে পারি, আর হার্ট করতেও পারি খুব ভালো।
আর ইয়ে, বুদ্ধির কথা কিই বা বলব নিজে মুখে? তবে লিন্ডাদির বুদ্ধির দৌড় ভালৈ টের পাচ্ছি ঃ-))
phutki | ১৭ জানুয়ারি ২০১২ ০৯:২৪ | 14.99.110.125
থ্যান্কু ব্যাং ঃ-)
phutki | ১৭ জানুয়ারি ২০১২ ০৯:২৪ | 14.99.110.125
ইগনোর করা নয়... আমার মনে হয় ব্যাপারটা এমন দাঁড়ায় যে, আমার পরিবার তো আমাকে বুঝবেই। আমি আগে বাইরে টা সামলে আসি। খানিকটা এই টাইপ।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন