এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • siki | ১৮ জানুয়ারি ২০১২ ১৫:২৬ | 123.242.248.130
  • না লামা, গাটাপার্চা অনেক শক্তপোক্ত। মইকেল স্ট্রগফের ছিল বোধ হয়। ঃ)
  • Kaju | ১৮ জানুয়ারি ২০১২ ১৫:২৪ | 121.242.160.180
  • *হইবে ৩য় লাইনে
  • Kaju | ১৮ জানুয়ারি ২০১২ ১৫:২৩ | 121.242.160.180
  • একফোঁটা দুধে একটু গোচোনা
    নানাবিধ কেলো করিত রচনা
    হাইবে কী আর, নাস্তি শোচনা
         উপায় তো নাহি আর
    অতএব এল রুখিতে তাহারে
    কত নানা রং কত না বাহারে
    গরুর কথাই ভাবছি আহারে
         গেঁথে দিল ফিল্টার
  • Netai | ১৮ জানুয়ারি ২০১২ ১৫:২৩ | 121.241.98.225
  • Bengal baby horror?: 7 dead in 30 hours in Mald?a hospital: Just in: Seven infants have died in under? 30 hours at the Malda medical college hospital. The hospital claims th?e infants were brought in a serious conditio?n. Details awaited.
    http://news.rediff.com/commentary/2012/jan/18/liveupdates.htm
  • Netai | ১৮ জানুয়ারি ২০১২ ১৫:১৫ | 121.241.98.225
  • আহা, কি ভালো খবর।
    ফিল্টারটা গরুর মুত্রনালী বরাবর লাগালে খুব সুবিধে হয়।
    ভরা বালতি দুধে একফোঁটা গোচনা
    আর কিস্যু করতে পারিতনা।
  • Kaju | ১৮ জানুয়ারি ২০১২ ১৫:১১ | 121.242.160.180
  • কুমুদি কাল কী একটা লাইন দিলেন, বল্লেন কোত্থেকে। বেমালুম ভুলে গেলেন ! ইক্ষীরে বাওয়া !!! এটাও মনে হয় সেই আগের্মত কুমু-বিরচিত কু...
  • kumu | ১৮ জানুয়ারি ২০১২ ১৫:০১ | 122.176.32.39
  • ব্রতীন,ন্না।
    তিনিও ঠিক এই নামগুলোই কচ্ছিলেন।আমি একা মানুষ,মাত্র এক দিন ছুটি,সর্বোপরি খাবার লোক মাত্র দুজন।এগুলোও তো ভাবতে হবে,নাকী।

    তবে পাটি সাপটা তো করেছিলাম।
  • kumu | ১৮ জানুয়ারি ২০১২ ১৪:৫৮ | 122.176.32.39
  • কে যাচ্চে খুলি কিন্তে? আমার জন্যিও এট্টা এনো,বেশ শক্ত দেখে।

    দর্দাম কোরো,যা চাইবে তাই হাঁদার মত দিয়ে এসো না।
  • Bratin | ১৮ জানুয়ারি ২০১২ ১৪:৫৪ | 122.248.183.1
  • পুলি পিঠে মানে যাকে আমরা কুলি পিঠে বলি মানে সেদ্ধ পিঠে?

    পাটিসাপটা, দুধ কুলি আর সরু-চাকলি হয় নি?
  • Lama | ১৮ জানুয়ারি ২০১২ ১৪:৫৪ | 117.194.226.69
  • ইদিকে গরুর হিসি কি কাজে লাগবে? তাও আবার ফিল্টার করা? দামী না মাগনা? কিছু ধোয়ামোছা হবে? গরুর মাংসেরও কি পোডাকসান হবে? না শুধুই মূত্র? প্লাস্টিকের বোতলে বিক্রি হবে? না কাঁচের? না কি পাউচ?

    নানান পোস্নো
  • Lama | ১৮ জানুয়ারি ২০১২ ১৪:৫০ | 117.194.226.69
  • খুলি একটা আমারও দরকার। স্টেনলেস ইস্টিলের হয় না?
  • kumu | ১৮ জানুয়ারি ২০১২ ১৪:৪১ | 122.176.32.39
  • দিল্লীতে আজ/কাল/পর্শুর মধ্যে কি সৌমিত্রর কোন নাটক আছে?
  • siki | ১৮ জানুয়ারি ২০১২ ১৪:৩২ | 123.242.248.130
  • কেষ্টকলির কালকের পোস্টের মার্কদাদা আমি এতক্ষণে উদ্ধার করলাম। নাহ্‌, মাথায় জং ধরে যাচ্ছে। একটা গাটাপার্চার খুলি জোগাড় করতে হবে ঃ(
  • dd | ১৮ জানুয়ারি ২০১২ ১৪:১৪ | 110.234.159.216
  • ডেম্বা স্যার, চশমার কাঁচটা এট্টু টেনে লম্বা করে দ্যান অথবা চোখ দুটা একটু কুঁচকিয়ে ট্যারা দৃষ্টিতে তাকিয়ে থাকুন। ট্র্যায়াল অ্যান্ড এরর সিস্টেমে দেখবেন শিগগিরি আপনার রেক্টাংগল পিপাসা একেবারে মিটে গ্যাছে।

    না না, এর জন্নে আবার থ্যাংকিউ ট্যাংকিউ বলার কি আছে।
  • demba ba | ১৮ জানুয়ারি ২০১২ ১৪:০৯ | 121.241.218.132
  • তাহলে থাক। অন্য কিছু হলে রাতে গাড়ি চালিয়ে বাড়ি ফেরা হবে না।
  • kumu | ১৮ জানুয়ারি ২০১২ ১৪:০৫ | 122.176.32.39
  • অ্যাই,এই ভয়টাই পাচ্ছিলাম।রেক্টাঙ্গল হইবে না।ও তো রোজই দ্যাখো,আজ এট্টু অন্যরকম হোক না কেনে।
    সরি,বেশীক্ষণ আপনি চালাইতে পারি না।
  • kumu | ১৮ জানুয়ারি ২০১২ ১৪:০২ | 122.176.32.39
  • ব্রতীন,পায়েস,পাটিসাপটা,পুলি পিঠে।
  • demba ba | ১৮ জানুয়ারি ২০১২ ১৪:০২ | 121.241.218.132
  • রেক্ট্যাঙ্গল চাই। বেঁকালে এটা ঠিক হবে নাকি?
  • kumu | ১৮ জানুয়ারি ২০১২ ১৪:০০ | 122.176.32.39
  • দেম্বা কী চান/চাও?
    রম্বস?হেক্সা/অক্টাগন?ellipse?চম্মাটা এট্টু বেঁকিয়ে অ্যাডজাস্টিয়ে ন্যান/ও।
  • Netai | ১৮ জানুয়ারি ২০১২ ১৩:৫৭ | 121.241.98.225
  • নাটক দেখতে গুরু র এতো লোক এসেছিল!!!
    আমি, সিকিদা, ফরিদাদারা ছাড়া সৌভ ও এসেছিল। ইন্টারমিশনের সময় দেখি স্বপনদারাও এসেছে। খুবই আনন্দ হল। মনে মনে। সময়ের অভাবে গপ্পোগুজব কিসু হয় নাই।

    কুমুদি, তোমাকে মিসাচ্ছিলাম।
  • Bratin | ১৮ জানুয়ারি ২০১২ ১৩:৫৫ | 122.248.183.1
  • ও কুমু দি , এবারে পিঠে পার্বন কেমন হলো গো?
  • kumu | ১৮ জানুয়ারি ২০১২ ১৩:৫১ | 122.176.32.39
  • নেতাই,ঠিক।আমি দেখতে পেলাম না তাতে কী,তোমরা তো পেলে।
  • Netai | ১৮ জানুয়ারি ২০১২ ১৩:৪৩ | 121.241.98.225
  • রাজা লিয়র প্রসঙ্গে,
    সৌমিত্র চট্টোপাধ্যায়ের অ্যাক্টো লাইভ দেখলাম প্রথমবার। হয়তোবা শেষবার ও। উনি যখন মঞ্চে এলেন তখনি কেমন রোমাঞ্চকর অনুভুতি হল। সেই অনুভুতি সারা নাটক জুড়ে আমার সাথে সাথে ছিল। নাটক শেষ হবার পর অভিনেতা অভিনেত্রি পরিচিতির সময় অবিষ্কার করলাম শুধু আমি নই। সমস্ত দর্শকই যেন আমার মতন রোমাঞ্চিত। এ বড় কম পাওয়া নয়। শুধু সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্যই আমি কামানি অডিটোরিয়াম যাওয়া পুষিয়ে গেছিল। নাটকটা তো ছিল উপরি পাওনা। আমার কাছে।
  • demba ba | ১৮ জানুয়ারি ২০১২ ১৩:৪০ | 121.241.218.132
  • দুটোই তো আছে। পুরনো আর নতুন। পাওয়ার বদলায়নি বলে ভেবেছিলুম ঠিকই আছে। তাও কেন trapezoid দেখছি খোদায় মালুম।
  • kumu | ১৮ জানুয়ারি ২০১২ ১৩:৩৬ | 122.176.32.39
  • অ ডেম্বাবাবু,দুটো চম্মা রাইখেন।
    আমি এট্টা রাখি আপিসে,অন্যটা ঘরে।
  • kd | ১৮ জানুয়ারি ২০১২ ১৩:২৯ | 59.93.242.223
  • হরিশ মুখার্জি রোড এখন বেজায় ব্যস্ত বিবেক মেলা নিয়ে, অন্য কিছু করার সময় নেই।
  • demba ba | ১৮ জানুয়ারি ২০১২ ১৩:২৮ | 121.241.218.132
  • উদিকে সকালে চম্মা ভেঙে গেছে। মোবাইলে ফ্যানজিন খুলেই দেখি প্যাপিস সিসে সই করেছে - চম্মা পরা অবস্থাতেই চোখ কচলাতে গিয়ে চম্মার নাক ফটাস্‌। পুরনো চম্মা পরে আপিস এসেছি, এখন সব কিছু কেমন একটা ব্যাঁকা লাগছে। ল্যাপির স্ক্রীন, অ্যাপ্লি উইন্ডোগুলো সব রেক্ট্যাঙ্গলের বদলে কেমন trapezoid লাগছেঃ-(
  • siki | ১৮ জানুয়ারি ২০১২ ১৩:১২ | 123.242.248.130
  • হতেও পারে কংগ্রেসের বিক্ষুব্ধ মন্ত্রীরা সার্ভারের নাটবল্টু আলগা করে দিয়েছে। সব ৩৪ বছরের অপশাসনের ফল। কাব্লিদা, হরিশ মুখুজ্জে রোডে একটু উঁকি মেরে দেখে আসবে? ঃ-)
  • Kaju | ১৮ জানুয়ারি ২০১২ ১৩:০৫ | 121.242.160.180
  • ফিদেল কাস্ত্রোর প্রহরীরা নিশ্চয়ই পোস্ট যাবার রাস্তা আটকাচ্ছে। বরং কিউবা গিয়ে সরেজমিনে দেখে এসো। ;-))
  • siki | ১৮ জানুয়ারি ২০১২ ১৩:০১ | 123.242.248.130
  • পটাশম্যাম, আমি স্ক্যান করে পিডিএফ বানিয়ে আপনাকে পাঠিয়ে দেব।

    ডেম্বাজি*, ঃ-)

    আজ গুরুর সার্ভার স্লো চলছে। আপিসে বসে এখন ট্র্যাক কত্তে পারব না। বাড়ি গিয়ে দেখব।
  • demba ba | ১৮ জানুয়ারি ২০১২ ১২:৩৮ | 121.241.218.132
  • সার্ভারে কি কোনো প্রবলেম আছে? ছবিগুলো লোড হচ্ছে না, আর লোডিং সিম্বলটা ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে। অন্য সাইটগুলোতে হচ্ছে না।
  • demba ba | ১৮ জানুয়ারি ২০১২ ১২:১৫ | 121.241.218.132
  • ইরানের পরে ভারত দ্বিতীয় দেশ যেখানে এটা ধরা পড়েছে। ব্যাপারটা চিন্তারই। কারণ এর কোনো ওষুধ জানা নেই। খবরে পড়েছিলাম ফের সেই স্যানিটোরিয়ামই চালু হবে - এটার জন্যে।
  • kumu | ১৮ জানুয়ারি ২০১২ ১২:০১ | 122.176.32.39
  • সিকি,সৌমিত্র,আহা সৌমিত্র।হোলো না এবারো,আর কি কখনো কবে ইঃ।

    হৃদয়ে প্রেমের শীর্ষ -দেশে বেরিয়েছিল।সিকি,যদি সম্ভব হয়,ফোটোকপি করে রাখবে?নিয়ে নেবো কখনো।

    রাতে প্রবল ভাট হয়েচে দেখলাম,দেখি যদি আজ রাতে আসতে পারি।অর্চিকে আমি না দেখিলে কে দেখিবে?

    পিপির জন্য পাত্রের সন্ধানও দিয়ে দেব।
  • siki | ১৮ জানুয়ারি ২০১২ ১১:৪৮ | 123.242.248.130
  • হুঁ, মনে পড়ছে। রিমির দেওয়া কোটেশনটা পড়ি নি অবশ্য, তবে জয় গোঁসাইয়ের অন্য লেখাগুলো দেশ থেকে কেটে জমিয়ে রেখেছিলাম। আজও রাখা আছে।

    বাড়ি ফিরে একবার পড়তে হবে। সম্ভবত, ইয়েস, প্রথম প্রবন্ধটারই নাম ছিল হৃদয়ে প্রেমের শীর্ষ। আমার কাছে আছে।
  • Kaju | ১৮ জানুয়ারি ২০১২ ১১:৩০ | 121.242.160.180
  • গেল রোব্বারের 'রোববার'-এ গোঁসাইবাগানে শঙ্খ ঘোষের ওপর জ-গো র লেখাটাও ভীষণ ভালো লাগল। কেউ পড়েছো?
  • r2h | ১৮ জানুয়ারি ২০১২ ১১:২৫ | 68.46.95.16
  • হ্যাঁ, কয়েকটা লেখা নিয়ে বই হয়েছিল একটা, যতদূর মনে পড়ে সবই বোধয় কখনো দেশে বেরিয়েছিল। এই লেখাগুলোর আগে জয় গোস্বামীর গদ্য পড়িনি আর।
  • siki | ১৮ জানুয়ারি ২০১২ ১১:২১ | 123.242.248.130
  • হৃদয়ে প্রেমের শীর্ষ বই হিসেবে পড়া হয় নি। কিন্তু এর অংশবিশেষ কি দেশ পত্রিকায় বেরিয়েছিল কখনো? কবিতা নিয়ে কাটাছেঁড়া করা একটা প্রবন্ধ ছিল?
  • r2h | ১৮ জানুয়ারি ২০১২ ১১:০৯ | 68.46.95.16
  • রিমিদির ৯-১১ কিছু অসম্ভব ভালো লাগা লেখার কথা মনে পড়িয়ে দিল।
    ১৯৯৬ বাড়ি থেকে বেরিয়ে আসার পর থেকে যে দুটিও বই সবসময় কাছে থাকতো সে গুলো হলো পথের পাঁচালী আর জয় গোঁসাইয়ের হৃদয়ে, প্রেমের শীর্ষ।

    কিন্তু এবার, এই যাত্রায় আর নিয়ে আসা হয়নি
  • siki | ১৮ জানুয়ারি ২০১২ ১০:৩৩ | 123.242.248.130
  • কাল রাজা লীয়র দেখে এলাম। খুব যে ইমপ্রেসড হলাম এমন নয়। প্রথমত শেক্ষপীরিয়ান ইংরেজির আক্ষরিক বাংলা করেছে যা সময়ে সময়ে বেশ হাস্যকর লাগছিল শুনতে। দ্বিতীয়ত এঁরা ক্যাচার ব্যবহার করেছিলেন, বাটন মাইক্রোফোনের যুগেও। ফলে সময়ে সময়ে কথা অস্পষ্ট আসছিল। তৃতীয়ত সাউন্ড সিস্টেম ঝমেলা করছিল ফার্স্ট হাফে, চতুর্থত লীয়রের তৃতীয় মেয়ে, নামটা ভুলে গেছি, তার বাংলা উচ্চারণটা খুব সুখকর ছিল না।

    এর বাইরে, সৌমিত্র একেবারে ফাটিয়ে অভিনয় করেছেন, সো উইথ আদার্স। অভিনয়ের দিক দিয়ে সকলেই এক্সেলেন্ট। জনতাকে রেকো কল্লাম।

    তিন ঘণ্টার নাটক। রাত পৌনে এগারোটায় বাড়ি ফিরলাম, তখনও পরিষ্কার ওয়েদার। আজ সকাল থেকে দিল্লি পুউরো হোয়াইট ওয়াশড। জিরো ভিজিবিলিটি। সেই সঙ্গে হাড় কাঁপানি ঠাণ্ডা।
  • Bratin | ১৮ জানুয়ারি ২০১২ ১০:২৭ | 14.96.60.199
  • রিমি র ৯ঃ১১ জাস্ট ফাটাফাটি ঃ-))))))
  • ppn | ১৮ জানুয়ারি ২০১২ ০৯:৩৮ | 112.133.206.22
  • ঃ)))
  • rimi | ১৮ জানুয়ারি ২০১২ ০৯:১১ | 75.76.118.96
  • ব্যাং জয় গোস্বামীর "প্রেম ও সঙ্গীত" প্রবন্ধটা পড়িস নি? ছোটোবেলায় পূজো প্যান্ডেলে রাম্বা হো বাজছে, আর তুই হয়ত কোনো পেছন পাকা চোয়াড়ে টাইপ ছোকরাকে ঝারি মারছিস (কিম্বা ভাইসি ভার্সা), মাঝবয়সে এসে মনে হবে "রাম্বা হো" জগতের সবচেয়ে মিষ্টি প্রেমের গান ঃ-))
    বুইলি??
  • aka | ১৮ জানুয়ারি ২০১২ ০৯:০৪ | 75.76.118.96
  • আচ্ছা এইটা ভালো গান -
  • byaang | ১৮ জানুয়ারি ২০১২ ০৮:৫০ | 122.167.224.103
  • তাচ্চেয়ে বরং এইটে শোন, অনেকদিন পর চন্দ্রবিন্দুর কোনো গান আমার পছন্দ হল, গানের কথাগুলোর জন্য আরো বেশি করে।

    এবার আমি যাব্বো ই যাব্বো। কেউ আটকাতে পারবে না।
  • aka | ১৮ জানুয়ারি ২০১২ ০৮:৪৪ | 75.76.118.96
  • তাবলে এটাও বলি নি ঐ গানটা আমার খারাপ লাগে। ঃ)
  • aka | ১৮ জানুয়ারি ২০১২ ০৮:৪০ | 75.76.118.96
  • এরা এমন যে ঠিক করে পড়াও করে না। বললাম যে গানের জন্য নয়, স্মৃতির জন্য, কত যে খুঁজেছি এই গান।
  • byaang | ১৮ জানুয়ারি ২০১২ ০৮:৩৬ | 122.167.224.103
  • খাইসে, বিডিওদিদিমণি যে গানের ওপারের ঝিনুকদিদিমণি!
    সক্কালবেলায় উঠেই আগেরদিনের বাকি পড়া করে নিয়েছি - ইষ্টি কুটুম, অদ্বিতীয়া, দুটৈ দেখা শেষ। ঠাকুর বলে গিয়েছিলেন , "মনকে কক্ষনো কষ্ট দিবি না, মন যা চাইবে, অম্নি মনকে সেটা করতে দিবি'', ঠাকুরের কথ শোনা হয়ে গেছে, এবার আমি চল্লুম, টা টা সব্বাইকে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত