demba ba | ২৩ জানুয়ারি ২০১২ ১৪:২৪ | 121.241.218.132
আগে এই ফ্লাই ওভারের কাজ চলছিলো না। এখন চলছে। গত বছর থেকেই ভাবা উচিত ছিলো। তবে ক-পু সিগন্যাল বসানো ছাড়া ট্রাফিক নিয়ে কখনো কিছু "ভাবে" কিনা সন্দেহ আছে। আর দত্তবাবু ওই পথে ডেইলি প্যাসেঞ্জারী করেন না, বইমেলাতেও যান কিনা সন্দেহ।
kumu | ২৩ জানুয়ারি ২০১২ ১৪:২১ | 122.176.32.39
শুদু কবি নেতাই না বলে রুবিকবি নেতাই বল্লে বেশ এট্টা ইয়ে হোতো।
Bratin | ২৩ জানুয়ারি ২০১২ ১৪:২১ | 122.248.183.1
আমার বোঝো টা নেতাই র কবিতার জন্যে ।
Bratin | ২৩ জানুয়ারি ২০১২ ১৪:২০ | 122.248.183.1
সে গুলো তো আগেও ভাবা হয় নি। নেতাজী ইন্ডোর হলে সেই খোলামেলা ব্যাপার টা থাকবে না।
demba ba | ২৩ জানুয়ারি ২০১২ ১৪:১৯ | 121.241.218.132
সায়েন্স সিটিতে সাত দিন ট্রেড ফেয়ার হয়েছিলো। ওই কদিন চিংড়িঘাটা থেকে সায়েন্স সিটি পেরোতে রোজ চল্লিশ মিনিট করে লেগেছে। বইমেলা ট্রেড ফেয়ারের তিনগুণ।
Bratin | ২৩ জানুয়ারি ২০১২ ১৪:১৯ | 122.248.183.1
বোঝো!! ঃ-))
demba ba | ২৩ জানুয়ারি ২০১২ ১৪:১৭ | 121.241.218.132
নেতাজী ইন্ডোরে হোক বা সল্ট লেক স্টেডিয়ামে। জায়গার অভাব নেই। অভাব কমন সেন্সের।
Netai | ২৩ জানুয়ারি ২০১২ ১৪:১৭ | 121.241.98.225
আমার কোন খবর নাই খবর তোমায় কোথায় পাই --------------কবি নেতাই
ছোট এই কবিতাটি কবি নেতাই ব্রতীনদাকে উৎসর্গ করলো।
Bratin | ২৩ জানুয়ারি ২০১২ ১৪:১৬ | 122.248.183.1
রাস্তার অবস্থা বেশ খারাপ । একদম সত্যি। কিন্তু বইমেলা বন্ধ রাখা চাপ। অন্য জায়গা ই বা কোথায়?
demba ba | ২৩ জানুয়ারি ২০১২ ১৪:১৪ | 121.241.218.132
২০১৫ অবধি বইমেলা বন্ধ রাখা উচিত। অন্ততঃ মিলনমেলায় তো বটেই। যারা বইমেলা যায় তাদেরও হ্যারাসমেন্ট, যারা ওই পথে রোজ অফিস যায় তাদেরও।
Bratin | ২৩ জানুয়ারি ২০১২ ১৪:১৩ | 122.248.183.1
কেসি, আসার দিন ঠিক হলো কিনা বলো?
Bratin | ২৩ জানুয়ারি ২০১২ ১৪:১২ | 122.248.183.1
তাছাড়া কেসি, রাগপ্রধান গান করে। ( যা শুনলেই লোকের রাগ হবে !! ঃ) )
de | ২৩ জানুয়ারি ২০১২ ১৪:১১ | 180.149.51.66
"সুযোগের অপেক্ষায়" কে কাজে লাগান কমরেড!
de | ২৩ জানুয়ারি ২০১২ ১৪:১০ | 180.149.51.66
ক্ষী যে কন কেসি, আফনে হইলেন গিয়া ভাট-রত্ন, আফনারে না শোনাইলে সত্তি ভগমান পাপ দিবে -- :))
বোতীন, বইমেলায় হবে না :((((((((((((((( -- গতজন্মের কথা মনে হয় যেন -- বইমেলা!
Bratin | ২৩ জানুয়ারি ২০১২ ১৪:০৯ | 122.248.183.1
এই যে ' কবি নেতাই' তোমার কী খবর বাছা?
Netai | ২৩ জানুয়ারি ২০১২ ১৪:০৭ | 121.241.98.225
কেসিদা মনেহচ্ছে গ্রহদোষে সেন্টু খেলো।
Bratin | ২৩ জানুয়ারি ২০১২ ১৪:০০ | 122.248.183.1
কেসি , আবার সেন্টু খায় কেন?
kc | ২৩ জানুয়ারি ২০১২ ১৩:৫৮ | 194.126.37.78
দেদি, হলামই নাহয় পুরুষ, হলামই নাহয় মোবা, হলামই নাহয় ননাইটি ভঁইস, হলামই নাহয় ননপিএচডি, ক্ষিন্তু ক্ষিন্তু তাই বলে তারাপদ চক্কোত্তি শোনাবেন্নি? ভগমানে যে আফনার পিসিতে গুচ ব্লক কইর্যে দেবে!! তখন?
Bratin | ২৩ জানুয়ারি ২০১২ ১৩:৫৩ | 122.248.183.1
দে, বইমেলা তে আসতে পারবে নাকি?
Bratin | ২৩ জানুয়ারি ২০১২ ১৩:৫১ | 122.248.183.1
ডি ডি নয় দে।
Bratin | ২৩ জানুয়ারি ২০১২ ১৩:৫০ | 122.248.183.1
ডিডি আই বি এম এ প্রথম । ফর অ চেঞ্জ। ঃ-))
আর বই মেলা তো এসে গেল ।
de | ২৩ জানুয়ারি ২০১২ ১৩:৪৪ | 180.149.51.67
পাই :))
বোতীন, সোসিতের জীবনের খবর একটাই -- সোসন, শুধু ডিগ্রীর রকমফের হয় মাঝেসাঝে!
যেমন ইবে তেমনি মোবা -- দুটৈ যেন মিউজিক্যাল চেয়ার খেলচে, কী যে হলো কলকাতার টিমগুলোর!
সান্দা অনেকদিন আসেনা, ভী ঈ ঈ ঈ ষ ণ মিস করি সান্দার কবিতা! ন্যাড়াবাবু কি দেশে নেই? অনেকদিন ওনাকেও দেখিনা! সব দিকশুন্যপুরে চলে গেলো নাকি?
Bratin | ২৩ জানুয়ারি ২০১২ ১৩:৩৫ | 122.248.183.1
দে, খবর কী?
Bratin | ২৩ জানুয়ারি ২০১২ ১৩:৩৪ | 122.248.183.1
আজকে ছুটির দিনে আপিস করতে এলুম। তোমরা আমাকে দেখে তো একটু শিখতে পারো? ঃ-)
vc | ২৩ জানুয়ারি ২০১২ ১৩:৩৩ | 121.241.218.132
আবার একটা বিষ্ফোরক টই!
pi | ২৩ জানুয়ারি ২০১২ ১৩:২২ | 72.83.83.28
দেদি, তারাপদ চক্কোত্তির জন্য থ্যাঙ্কু ! বালতি উপচানো ম্যাগোর জন্য তো বটেই ! তবে জন্মদিন ঐদিন ছিলনা বটেক ঃ)
de | ২৩ জানুয়ারি ২০১২ ১৩:১০ | 180.149.51.67
একটু পিছিয়ে পড়লাম -- সোসনের চোটে ব্যাকলগ ক্লীয়ারই হচ্ছে না :(( --
এইটার জন্যে - "Few Indians understand the extent to which the state underwrites the practice of their faith. The case of the Maha Kumbh Mela, held every 12 years at Haridwar, Allahabad, Ujjain and Nashik, is a case in point. The 2001 Mela in Allahabad, activist John Dayal has noted in a stinging essay, involved state spending of over Rs.1.2 billion ? 12,000 taps that supplied 50.4 million litres of drinking water; 450 kilometres of electric lines and 15,000 streetlights; 70,000 toilets; 7,100 sanitation workers, 11 post offices and 3,000 phone lines; 4,000 buses and trains."
গুরু ক্ষী ফাস্ট! ক্লিক করলেই ফটাস ফটাস করে নতুন পাতা খুলে যাচ্ছে।
Du | ২৩ জানুয়ারি ২০১২ ১২:৫১ | 117.194.200.111
ওফ্হ ফ্যাট ফিঙ্গার - ইউ নয় আই হবে
Du | ২৩ জানুয়ারি ২০১২ ১২:৫০ | 117.194.200.111
রাধুকা কি প্রবাসের শীতে একেবারে কিছুই মনে করছে না?
Du | ২৩ জানুয়ারি ২০১২ ১২:৪৮ | 117.194.200.111
পেপারে দেখলাম কাল নাকি প্রচন্ড শীত পড়েছিল
kumu | ২৩ জানুয়ারি ২০১২ ১২:৪৫ | 122.176.32.39
পাই,চেকিয়ে জবাব দিইচি তো।
আমার কোনো মতামত নাই,কিসুই নাই।যেখানে,যখন ,যবে বলবে,হাজির হইব।রাত হলেও অসুবিধা নাই।
আমাকে নিশ্চই কেউ কিছু রান্না করে নিয়ে যেতে বলবে না,গুরুদের এইটুকু বুদ্ধি তো আছেই।
আর ঐ গোলাপী সোয়েটারই মামী কিনা তাও কেউ কয় না!!!
pi | ২৩ জানুয়ারি ২০১২ ১২:৩৮ | 72.83.83.28
কুমুদি :P
যা হোক, তুমি মেইল চেকাচ্ছো না ? যমুনা দিয়ে কত পানি বহে গ্যালো ! এবারে মেইল না চেকালে পানিপথের যুদ্ধু হয়ে যাবে ! x-(
demba ba | ২৩ জানুয়ারি ২০১২ ১২:০৯ | 121.241.218.132
kumu, Date :23 Jan 2012 -- 11:59 AMঃ এই ফাজলামি-সমৃদ্ধ ভাটই কিন্তু ইউএসপি ছিলো। সময় অবশ্যই একটা বড় কারণ। আইডিওলজিক্যাল ইস্যু নিয়ে দিনের পর দিন তর্কও হয়েছে - বিশেষ করে মনে পড়ছে ২০০৭-এর ১৪ই মার্চের সময়টা। তখনও তাল কাটেনি। তাল কেটেছে আরো পরে। সবকিছুকেই ক্রুসেডের দিকে নিয়ে যাওয়াটা মনে হয় সময়ের চেয়ে বড় কারণ।
kumu | ২৩ জানুয়ারি ২০১২ ১১:৫৯ | 122.176.32.39
যেমন,এখন আমি জানতে চাইব,মামুকে কি সত্যি সত্যি আম্রিগার জাহাজে তুলে দেয়া হল?
বেশীর ভাগ গুরুই হয়তো এহেন তরল মন্তব্যে বিরক্ত হবেন,দু একজন মজা পেলেও পেতে পারেন।
kumu | ২৩ জানুয়ারি ২০১২ ১১:৫৪ | 122.176.32.39
সিকি,১০-২৭ আন্তরিক ক্ক,ক্ক,ক্ক।
যাঁরা চলে গেছেন,তাঁদের নিশ্চয়ই ব্যক্তিগত অসুবিধা ছিল।আর একটা কথা,সময়ের হাথে সাথে মানসিকতা ও লেখার ধরণও তো বদলে যায়।যিনি এককালে শুক্কুরের রাত্রে তরজা শোনাতেন,আজ হয়তো তিনি অন্য কিছু অন্যভাবে লিখতে চাইবেন।
আমি লঘু চরিত্রের মানুষ,আমি খুব ভালবাসি গুরুর হালকা চালের আড্ডা।আবার কারো হয়তো তা পছন্দ নয়,তিনি চান সাহিত্য ইঃ নিয়ে গম্ভীর আলোচনা।এতো হতেই পারে।
ছোটাইএর কথামত সার্ভে করলেও চমৎকার হয়।
i | ২৩ জানুয়ারি ২০১২ ১০:৫৯ | 137.157.8.253
বাবুমশাই, মা-জননীরা, আপনেরা আবার একখান সার্ভে করেন-সেই যে বছর দুই আগে যেমন হয়েছিল-পাঠকরে জিগান গুরু কি ছিলেন , কি হইয়াছেন-কি চাই/ কি চাই না -এই সব। তারপর ব্যবস্থা ন্যান। দাওয়ায় বসে হাহাকার কইরেন না।
m | ২৩ জানুয়ারি ২০১২ ১০:৫৩ | 117.194.33.96
কিন্তু আজ্জো কি পোমো কবিতা লেখা শুরু করে দিলো?
(সরল জিজ্ঞাসা)
siki | ২৩ জানুয়ারি ২০১২ ১০:৪৮ | 122.177.192.89
ফরিদাদা ফাফ ইনস্টলও করতে পারে না। ঃ(
প্রশ্ন কোথায়? কী প্রশ্ন?
pi | ২৩ জানুয়ারি ২০১২ ১০:৪৬ | 72.83.83.28
আচ্ছা, এইটি কী কেস ? আমার আপিসের আই ই থেকে এরকম ফরিদাদা কেস হয়। কিন্তু ফা ফ থেকে সব ঠিকঠাক।
pi | ২৩ জানুয়ারি ২০১২ ১০:৪৫ | 72.83.83.28
এই যো দিল্লিওয়ালা, আমার দিল্লির ভূগোল নিয়ে কোশ্চেনের উত্তর কৈ ?
siki | ২৩ জানুয়ারি ২০১২ ১০:৪১ | 122.177.192.89
না, ফরিদার আপিসের কেস আলাদা, ওদের শুধু গুগল আর সার্চ রেজাল্ট পেজ খোলা। আর সব ব্লকড। ঃ) রেজাল্ট থেকে পরের কোনও সাইটে যাওয়া যায় না।
নতুন আইপি দিয়ে চেকাতে বলো। এখন আমার দোকানের মেশিনে সাইটের নাম দিয়েই খুলে যাচ্ছে।
siki | ২৩ জানুয়ারি ২০১২ ১০:৩১ | 122.177.192.89
এটাও ঘটনা। লোকে অনেকেই আগে নিয়মিত লিখত, বিভিন্ন কারণে তাদের জীবনে ব্যস্ততা বেড়ে গেছে, মন চাইলেও লিখতে পারে না।
য্যামন ফরিদা। বেচারা রোজ চারঘন্টা করে ড্রাইভ করে আপিস যায় আসে, এদিকে আপিসে গুরু ব্লক, এমনকি আইপি অ্যাড্রেসও ব্লকড।
kc | ২৩ জানুয়ারি ২০১২ ১০:২৭ | 194.126.37.78
বোঝো কাণ্ড। আকা কথাটা লিখ্ল আমাকে আর যত সব আমোদগেঁড়ের দল ক্ক খ দেওয়া শুরু করে দিল। এই হয়েছে মুশকিল, সবাই অন্যের 'স্পেসে' ক দিতে চায়। তবে আকা আর একটা কারণ আছে, কিছু লোক অ্যামেরিকা থেকে দেশে চলে এসে সংসার যুদ্ধে বেশীই নাজেহাল মনে হয়, মামুও আর জ্ঞানগর্ভ কথার ফাঁকে তীক্ষ্ন ফাজলামোও কত্তে পারেনা। রাতবিরেতে হালুম করে কেউ এসে গপ্পও শুরু করেনা, আর কিছু লোকেরা মার্কিনি লব্জতে যারে কয় pissed off। এসব নিয়েই থাকতে হবে, চালাতেও হবে। পানসি বেলঘরিয়া না গেলেও সোদপুর অবধি যাবেই মনে হয়।
siki | ২৩ জানুয়ারি ২০১২ ১০:২৭ | 122.177.192.89
যাই হোক, ফাফতে ডানদিকে হিব্রু আসার প্রবলেমটা কাল রাতে সলভ করে দেওয়া গেছে। কোর্টসিঃ শুঁটকি মাছের ভর্তা।
এতদ্বারা বাঙালরা দশ পয়েন্ট পেল।
আমরা এত অভিযোগ করছি কার বিরুদ্ধে? আমাদের নিজেরই তো? আমরাই ছিলাম, আমরাই আছি। যদি গুরুর মেজাজ পাল্টে গিয়ে থাকে, আমাদের হাতেই পাল্টে গেছে, সেটাকে আবার পুরনো মেজাজে ফিরিয়ে নিয়ে যাবার দায়িত্বও আমাদেরই। সব্বার। দোষারোপ করলে খেলা শেষ হতে দেরি হবে। মাঠে নেমে আবার শুরু করে দিলে হয় না? কাউকে ক্রুসিফাই না করে শাস্তি টাস্তি না দিয়ে অন্যভাবে একটা শুরু করা যায়?
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন