ইন্দ্রের ভূমিকায় অভিনয় করতে গেলে তো শুধু গান শুনে, নাচ দেখে ঢুলু ঢুলু চোখে খানিক মাথা দোলালেই হয়।
nk | ২৯ জানুয়ারি ২০১২ ০০:৫০ | 151.141.84.194
ডিডি, ইন্দ্রের ভূমিকায়? কিরকম মেকাপ আর সাজ ছিলো? কোনো অপ্সরা টপ্সরা পটাতে পাল্লেন??? ঃ-)
nk | ২৯ জানুয়ারি ২০১২ ০০:৪৮ | 151.141.84.194
কেসি, এরকম এত জোরে চালান কেন? নাকি সেরকমই নিয়ম ওখানে? আর, এভাবে সার্কাসের মতন ওভার্টেক, এসব থামানোর নিয়ম টিয়ম নাই???? সাবধানে থাকবেন মশাই, সাবধানে চলবেন। এই কিছুদিন আগে অপানার পোস্টেই সেই ১৪ বছরের জলজ্যান্ত মেয়েটার দশতলার খোলা জানলা দিয়ে পড়ে যাওয়া শুনলাম, আজকে আবার এই র্যাশ ড্রাইভার ছোকরার খাদে পড়ার কথা। ঃ-( সাবধানে থাকবেন, ভালো থাকবেন।
Bratin | ২৮ জানুয়ারি ২০১২ ২৩:৪৫ | 14.99.65.249
ডিডি একটু রেগে যেতে পারেন তবু বলে ফেলি আমি বিয়ে বাড়ি সাঁটিয়ে এলুম। ঘি ভাত,মাটন,নান,পনীর, কাবার, চাটনি, রসোগোল্লা,সন্দেশ ,আইসক্রীম।
dd | ২৮ জানুয়ারি ২০১২ ২৩:৩৩ | 122.167.44.214
সমস্কৃতির প্রতি কি কোনো দায়বদ্ধতা নেই? আছে তো। তার জন্নেই তো পাড়ায় কবিগুরু রবীন্দ্রনাথের ব্যাংগো কৌতূক "স্বর্গীয় প্রহসন" এ দিব্বি ইন্দ্রের ভুমিকায় অ্যাক্টো করে এলাম।
তারপর ভয়ানক বাজে লুচি আর আলুনি আলুদ্দম খেলাম প্লাস দুটো মিষ্টি।
aka | ২৮ জানুয়ারি ২০১২ ১৮:০৬ | 75.76.118.96
কেসি লোকে গাড়ির আরামে থাকতে থাকতে ভুলে যায় একবার ধাক্কা লাগলে আসলে স্পিড হল ১৬০।
kc | ২৮ জানুয়ারি ২০১২ ১৭:২৯ | 178.61.96.29
বোতীন, ওসব আওয়াজ দেওয়া তোমার পকেটেই রাখ, কারণ আমরা আওয়াজে দিলে তুমি, তুমি আবার ঠোঁট ফুলালেও ফুলাতে পার, তার চেয়ে বরং গপ্প বলি শোনো, পরশুদিন সন্ধেবেলা, আপিস থেকে বেরুলাম, তা আমার গ্রুপেরই এক ক্যাডের ছেলে, মানে লোকাল কুয়েতি, আমাকে বিদ্যুৎগতিতে ওভারটেক করলে, ঐ সময় আমার স্পিড ছিল কমসে কম ১৪০, ঐ অবস্থায় সে ওভারটেক করলে, তারপর গাড়ির ব্যাকলাইট দিয়ে আমাকে বক দেখাল, তারপর হাইওয়ে তে ওঠার আগের কার্ভে কিকরে জানিনা ব্যালান্স হারিয়ে নেমে গেল নীচের খাদে। অতবড় প্র্যাডো, পালটি খেয়ে খেয়ে মারুতি ৮০০ র আকার নিয়ে নিল। হারামজাদা সিট বেল্টও বাঁধেনি, গাড়ির উইন্ড স্ক্রিন ভেঙ্গে বাইরে বডি ছিটকিয়ে গেছে। স্পটেই শেষ। এত লাইভলি একটা ছেলে, মাত্র ৩৫ বছরেই শেষ, যাস্ট ভাবতে পারছিনা।
jhumjhumi | ২৮ জানুয়ারি ২০১২ ১৫:০৮ | 14.96.30.76
কমপ্লেক্সের সরস্বতী পূজোয় খিচুড়ি খেয়ে এলাম। পায়েস ও ছিল। বাড়িতেও পূজো হলো, মেয়েদের বিপুল উৎসাহ। বড়জন তো আলপনাও আঁকলো। তারপর শাড়ি পরে দু'জনের কি ছুটোছুটি!তাদের অন্য সব বন্ধুরাও ছিল। শাড়ি পরে সবকটাকে যা দেখাচ্ছিল না! আজকের দিনে ছোটবেলাটা,স্কুল টা ভীষণ মিস করি।
Bratin | ২৮ জানুয়ারি ২০১২ ১৪:১৭ | 14.99.49.206
ছি ছি kc তোমরা না কমরেড ? তোমাদের দলের এক প্রথিতযশা নেতা কে দাদু বলেছিল 'ও টার মাথা খারাপ হয়ে গেছে'। ( তারপীঠে পুজো দিতে গিয়েছিল বলে!!) সেই দলের সমর্থক হয়ে??
চেম ওন য়্যু ঃ-)))))))
kc | ২৮ জানুয়ারি ২০১২ ১৪:০৩ | 178.61.96.29
অ্যামেরিকান চক্রান্তই হবে বোধহয়। তবে দক্ষিণা ভালই পেলাম। অটোবায়োগ্রাফি অফ বার্ট্রান্ড রাসেল।
bb | ২৮ জানুয়ারি ২০১২ ১৩:৫৮ | 117.195.166.178
দিকে দিকে এই অবিশ্বাসীদের দিয়ে পুজা করানোর এই কেন্দ্রীয় (নাকি আমেরিকান?) চক্রান্তের মানছি না মানব না!!
kc | ২৮ জানুয়ারি ২০১২ ১৩:৫৪ | 178.61.96.29
তাতে ক্ষী হল? এই আমিওতো বঙ অ্যাসোসিয়েশনের পূজো করে এই গুরু পত্তে বসলাম।
Bratin | ২৮ জানুয়ারি ২০১২ ১৩:৪৩ | 14.99.49.206
একটু তোমার ঠ্যাং টানলুম বলে রেগে যেও না যেন। আর দেখো তুমি দেবতাদের প্রধান ঃ-))
bb | ২৮ জানুয়ারি ২০১২ ১৩:৪০ | 117.195.166.178
একদম, তবে ভাই আমি আগেই বলে দিয়েছিলাম। আর কাজের দ্বায়িত্ব নেবার পর আমি প্রফেশনাল, তাই খুব নিষ্ঠাভরে পুজা করেছি ঃ)
Bratin | ২৮ জানুয়ারি ২০১২ ১৩:৩০ | 14.99.49.206
bb দা এরেই কয় দ্বিচারিতা ঃ-)))
bb | ২৮ জানুয়ারি ২০১২ ১৩:৩০ | 117.195.166.178
হুঁ-হুঁ বাওয়া, আর আমি যে ঠাকুর দেবতা না মেনে, আজ নিজেদের কমপ্লেক্সের পুজোর পুরোহিতের কাজ করলাম তার বেলা? বামুন হয়ে জন্মানোর কত জ্বালা !!!
Bratin | ২৮ জানুয়ারি ২০১২ ১৩:২২ | 14.99.49.206
শঙ্খ, মনে হচ্ছে আমরা কাছাকাছি বয়েসের। হ্যাঁ সরস্বতী পুজো ঘিরে অনেক নস্টালাজিয়া। পাড়ার সমবয়সী মেয়ে টি হঠাৎ শাড়ি পরে আর শ্যাম্পু করে কোন ভিন রাজ্যের বাসিন্দা হয়ে যায়। আর পুষ্পাঞ্জলি দেওয়া, দল বেঁধে ঠাকুর দেখতে যাওয়া, নিষেধের বেড়াজাল কাটিয়ে শীতের প্রথম কুল । অনেক স্মৃতি মাখা এই পুজো। ঃ-))
Sankha | ২৮ জানুয়ারি ২০১২ ১২:৩৩ | 117.194.227.224
ব্রতীন,
ঃ-)) বাঃ!! কেমন লাগলো বলুন!
২০১০ (তখন আবার জার্সিতে ফিরে এসেছি) এ আমার মারাঠি বন্ধু এই পুজোর কথা শুনে সে কি এক্সাইটেড! নেট থেকে সরস্বতীর ছবি প্রিন্ট আউট নিয়ে সে-ই পুজো করে ফেললো, একবিন্দু মন্ত্র না জেনে।
আজকে সেই বন্ধু আমাদের বাড়িতে থাকলে খুব খুশি হতো।
একটা জিনিস একটু খেয়াল করলুম, সকাল থেকে বেশ কবার বেরিয়েছি রাস্তায়, শাড়ি পরা ছোট বা বড় কোন মেয়েই দেখলুম না, পুজোটুজো দিতে যাচ্ছে।
একটু কি বেশিই নস্টালজিক হয়ে পড়ছি সেই স্কুলের দিনগুলোর কথা ভেবে, নাকি এটাই ঠিক আছে?
Bratin | ২৮ জানুয়ারি ২০১২ ১১:১৫ | 14.99.49.206
রতন দা কে জন্ম দিনে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানাই
Bratin | ২৮ জানুয়ারি ২০১২ ১০:৫৮ | 14.99.49.206
শঙ্খ , আমিও প্রায় ৭/৮ বছর পরে পুষ্পাঞ্জলি দিলাম এবারে ঃ-((
Bratin | ২৮ জানুয়ারি ২০১২ ১০:৫৮ | 14.99.49.206
অভ্যু একদম। কে কার কাছে হেরে গিয়েছিল। লেখার পর থেকে সে টা নিয়ে কনফুশ্যান এ ভুগছিলাম। ঃ-))
Sankha | ২৮ জানুয়ারি ২০১২ ১০:২৩ | 117.194.227.224
পাই!
আজকে দু এক জায়গায় যেতে হবে, কালকে বইমেলায় যাবার একটা প্ল্যান আছে। আপনি থাকছেন নিশ্চয়ই।
pi | ২৮ জানুয়ারি ২০১২ ০৯:৪২ | 122.163.36.111
বোঝো !
শঙ্খদা, আজ বইলেম্লায় আসছেন তো ?
Sankha | ২৮ জানুয়ারি ২০১২ ০৯:১৮ | 117.194.227.224
বহুবছর বাদে বাড়ির সরস্বতী পুজোয় থাকতে পেরে কি ভালোই যে লাগলো!
সক্কাল সক্কাল পুজো হয়ে গেছে, বাড়িতে ধূপ ধুনোর গন্ধ মিলিয়ে খুব অদ্ভুত একটা মনকেমন গন্ধ।
Abhyu | ২৮ জানুয়ারি ২০১২ ০৭:১০ | 99.172.116.143
আমারও মনে আছে - সাধারণ ধনুর্বাণ যেখানে অচল সেখানেও নির্ভুল লক্ষ্যে আঘাত হানতে পারে - ক্রস বো ("ইতিহাসে অস্ত্র - ময়ূখ চৌধুরী) তার পরের সংখ্যায় আবার ছিল - ইংরেজ লংবো-র হাতে ক্রস বোর হেরে যাওয়ার গল্প - কারণ ক্রসবো যতক্ষণে একটা তীর ছোঁড়ে, ইংরেজ লংবো সেই সময়ের মধ্যে ছোঁড়ে তিনটে তীর।
Nina | ২৮ জানুয়ারি ২০১২ ০৬:৫৬ | 69.141.168.183
চিন্টু বাবু পেয়েছি পেয়েছি--ইস! জানাতে ভুলে গেছি রে সরি! ল্যাপটপ চুরি হয়ে গিয়ে এক মান্ধাতার আমলের ল্যাপিতে কিছুই ঠিক করে হচ্ছেনা ঃ-((
রিমি
অত জানিনে বাপু --আমি তো ইকন পড়েছি--মশা পড়িনি --মুখে মুখে শুনতাম মশমাসীরাই শুধু রক্ত খায় মেসোরা ফলের রস ঃ-) আর রক্তের স্বাদ একবার পেলে কি আর মাসীরা মধু খাবে?? I doubt ঃ-)
rimi | ২৮ জানুয়ারি ২০১২ ০২:৪৫ | 168.26.205.19
শিবুদা ঃ-)) আরিব্বাস, নিনাদি তো জানে রে ঃ-)
ও নিনাদি, আমি বইতে পড়লাম, মশা মাসি আর মেসো দুজনেই মধু পান করে। কিন্তু শুধু প্রেগন্যান্ট মশামাসিরাই নাকি রক্ত খায়, বাচ্চা বড় করার জন্যে। ঃ-( পড়ে বড়ই দুঃখু হল।
আরিব্বাস রিমি কি ভয়ানক কোশ্নো---মশমসীরাই শুদু নাকি মা-কালী--অক্তপান করে--মেসোরা মধু খান ঃ-)))
Sibu | ২৮ জানুয়ারি ২০১২ ০২:১৩ | 74.125.59.177
মশারা খায় এবং (বেশীর ভাগ সময়) খাবার পরে বেঁচে থাকে। কিন্তু তার থেকে মশারা খেয়েই বেঁচে থাকে - বলা যায় না।
kc | ২৮ জানুয়ারি ২০১২ ০০:২৫ | 178.61.96.29
'কি' না 'কী'?
rimi | ২৮ জানুয়ারি ২০১২ ০০:১৫ | 168.26.205.19
শুক্কুরবারের দুকুরে ক্যুইজের প্রশ্ন দিচ্ছিঃ মশারা কি খেয়ে বেঁচে থাকে?
ডিঃ ইহা কোনো ঠকানো প্রশ্ন নয়।
Bratin | ২৮ জানুয়ারি ২০১২ ০০:০৫ | 14.96.172.171
অনেক দিন আগে শুকতারায় একটা ছবিতে গল্প পড়েছিলাম তাতে লং বো আর ক্রস বো র লড়াই এ ক্রস বো র জেতার কথা ছিল ।
Lama | ২৭ জানুয়ারি ২০১২ ২৩:৩৭ | 116.203.163.27
চেন্নাই যাওয়া ক্যানসেল
S | ২৭ জানুয়ারি ২০১২ ২৩:৩১ | 99.26.200.89
মাঝে মাঝেই গুচ খুলতে পারছিনা। মানে অন্য সব সাইট খুলছে কিন্তু গুচ খুলছে না। সম্পাদক মন্ডলিকে জানিয়ে গেলাম।
nk | ২৭ জানুয়ারি ২০১২ ২৩:১৯ | 151.141.84.194
আলেকবাবু মনে হয় কিছু সুবিধা পেয়েছিলেন, হাল্কা ঘোড়াবাহিনী থাকায়, তাই না? খুব নাকি বৃষ্টি হয়ে কাদা হয়েছিলো, পুরুর ভারী হাতীওলা বাহিনী বিশেষ সুবিধে করতে পারে নি, এরকম একটা কথা থাকতো ইতিহাস বইগুলোতে।
dd | ২৭ জানুয়ারি ২০১২ ২৩:১৪ | 122.167.35.121
হ্যা, আর্ট অব ওয়ারের রিভিউ লিখেছ্যালাম। সেটায় পাবে।
রহস্য হচ্ছে সারা দুনিয়ায় (চীন থেকে গ্রীস)ছিলো পাইক (গুগুল দ্যাখো) আর ক্রস বোর জমজমাট। ইন্ডীয়ায় নয়। হোয়াই? হোয়াই ??
যদিও কুরুক্ষেত্রের ১৪ ডেতে মনে হয় ক্রস বো'র একটা উল্লেখ ছিলো।
dd | ২৭ জানুয়ারি ২০১২ ২৩:১১ | 122.167.35.121
ওঃ, জ্বালালে। আলেকজন্ডার "ইতিহাসকার" নিয়ে ঘুড়তেন। তিন তিনটে ভালো বিবরণী আছে। তাতে ডিফারেন্সও আছে,এট্টু আট্টু।
পুরুর ছিলো গরুঢ় ব্যুহ, হাতী নির্ভর। তার পরে রথ। তার পরে ক্যাভালরী সব শেষে পদাতি। আর আলেকবাবুর দুই উইংএ ক্যাভালরী।
নাঃ। এখন ল্যাখা যাবে না।
aka | ২৭ জানুয়ারি ২০১২ ২৩:১০ | 168.26.215.13
ব্যুহ নিয়ে আপুনি ফর সিওর লিখেছেন। নাকি পদাতিক যুদ্ধ কৌশল, চীনে বা জাপানী রেফারেন্স। উফফ আমার কিছুতেই মনে পড়ছে না। কিন্তু লেখা নিগ্ঘাত আছে। এই গুরুর সার্ভারেই আছে।
কিন্তু আমি তো ব্যুহ নিয়ে কিসু লিখি নাই। কুত্রাপি ও না। আর এখন লিখতেও পারবো না। টু লেট। কাল সারাদিন চলে যাবে উদ্দাম সামাজিকতা (লিকুইড) আর বিশৃংখল সংস্কৃতি নিয়ে (কাইলে সরোসবতী পুজো, খ্যাল আছে?)। পশশু টেইম পেলে লিখে দোবো খনে। আমারো খুব ল্যাখার সখ - এই ব্যুহ নিয়ে। বলতেও হবে না।
প্রেস সেক্রেটারীদের বাজে ট্রীট করতে আধুনিক রাজারা তো সাহস পায় না। তখনকার রাজারা পিআর বুঝতো না মনে হয়।
aka | ২৭ জানুয়ারি ২০১২ ২৩:০৪ | 168.26.215.13
তাহলে অন্যান্য যুদ্ধেও নিশ্চয়ই ফর্মেশন ছিল। আলেকজান্ডার আর পুরুর যুদ্ধে কোন ফর্মেশনের রেফারেন্স পাওয়া যায়?
nk | ২৭ জানুয়ারি ২০১২ ২৩:০২ | 151.141.84.194
হায় হায় আকা, ফর্মেশন ইম্পর্ট্যান্ট হবে না তো হবে কী? এই যে যুদ্ধবিমান গুলো ওড়ে লকড ইন ফর্মেশন, এমনকি প্র্যাক্টিসের সময়ও, তা কি এমনি এমনি? ঘোরতর যুদ্ধকৌশল থাকে। ঃ-)
nk | ২৭ জানুয়ারি ২০১২ ২৩:০০ | 151.141.84.194
চিন্তা করুন অবস্থা! এই সুতপুত্র পরিচয় নিয়েই না কর্ণের কত কান্ড! এটা অ্যালাউড না ওটা অ্যালাউড না, শেষে দুঃছাই বলে দুর্যোধন তো তাড়াতাড়ি অঙ্গরাজ্যে বসিয়ে দিয়ে কর্ণকে রাজা করে ফেললো! ঃ-) এদিকে কুরুসভায় এমন গুরুত্বপূর্ণ মন্ত্রী টন্ত্রীরাই সুতপুত্র!!! সবই খুব জটিল ব্যাপার! ঃ-)
aka | ২৭ জানুয়ারি ২০১২ ২৩:০০ | 168.26.215.13
ডিডিদারে প্রশ্ন করলাম উত্তর দেলেন না। বললাম, আপনের একখান লেখা ছেল না, ব্যুহ ট্যুহ নিয়ে। সেই লেখাখান কোথায় কেউ কি কইতে পারে? আর আপনি কি মহাভারতে ব্যুহ রচনা নিয়ে কোন লেখা পড়েছেন? আমি কিছুতেই বুঝি না ব্যুহ রচনা কেন এত ইম্পর্ট্যান্ট। তরোয়াল নাও, ঘোড়া চালাও, যুদ্ধ করো। বিশেষত তখন তো বহু লোকের কাছে দিব্য অস্ত্র ছিল।
dd | ২৭ জানুয়ারি ২০১২ ২২:৫৬ | 122.167.35.121
ইয়েস ইয়েস। অল দীজ আর ট্রু। তায় উনি ছিলেন সুতপুত্র। বে থা বোধয় করেন্নি। কিন্তু ধার্মিক বলে নাম ডাক ছিলো। শালা, পুরো মিডিয়ার খ্যালা।
nk | ২৭ জানুয়ারি ২০১২ ২২:৫৪ | 151.141.84.194
আরে ডিডি নিশিকান্তো আছে, নিশিকান্তো যাবে কই? ঃ-) সঞ্জয় নিয়ে খুবি কৌতূহল ছিলো, এই লোক তো আগেও দূত হয়ে পান্ডবদের কাছে কথা বলতে গেছে কয়েকবার, তাই না? ধৃতরাষ্ট্রকে সবসময় বেশ কড়া করে কথা বলতো সমালোচনা করতো, কিন্তু ছেড়েও যায় নি, এই একজন অনাত্মীয়(গান্ধারী বিদুর কুন্তী তো আত্মীয় ) লোকই মনে হয় বুড়ো ধৃতরাষ্ট্রের সংগে রইলেন একেবারে ধৃতুবাবুর সেই বানপ্রস্থে মরে যাওয়া অবধি, তাই না? সেই জন্যেই আমার কেমন যেন মনে হয় এই লোকের কথা বাকী রয়ে গেলো, কাহিনিতে এর আরো কথা বাকী রয়ে গেল বুঝি!
ঃ-)
dd | ২৭ জানুয়ারি ২০১২ ২২:৪৬ | 122.167.35.121
নিশিকান্তো আছো ? মহাভারতের সঞ্জয় ব্যাপারে জানাই, ব্যটা অতি পাজী ছিলেন। কুরুদের সব সময়ে (সঠিক) পরমর্শ দিতেন যে কর্ণের একাঘ্নী বানে স্বত্তর কৃষ্ণ বা অর্জুনকে মারা উচিৎ। কুরুদের কোর কমিটির বৈঠকে নিয়মিত যোগদান করতেন। আবার ধৃতরাষ্ট্ররেও য়াসসতেই গালি দিতেন। দ্রৌপদীর লাঞ্ছনার সময়ে নির্বিকার ছিলেন। দিব্যদৃষ্টি বোধয় প্রক্ষিপ্ত। মুল মহাভারতে আছে সব দিনই যুদ্ধের শেষে দ্রুত ঘোড়া ছুটিয়ে ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে বুড়োরে উদোম গালি গালাজ দিয়ে পুরো যুদ্ধের কথা কইতেন। মানে এমেবেডেড সাংবাদিক। ১৪ দিনে ধরাও পরেন কুরুক্ষেত্রে কিন্তু ছেড়ে দেন পান্ডবেরা ( আসলে কি রেফারেন্স গুলো টুকে রেখেছিলাম কিন্তু সেই নোটবই হেথায় নেই) পরের হপ্তায় টুকে দোবো। যদি চাও। আর (বোধয়) ১৬শ দিনে চারশো যোদ্ধা নিয়ে নিজেই যুদ্ধ করেন পান্ডবদের বিরুদ্ধে। যুদ্ধশেষে পান্ডবদের মন্ত্রী হন।
বেশ কনফিউজড পাব্লিক,পরে বোধয় অনুশোচনা হয়েছিলো।
siki | ২৭ জানুয়ারি ২০১২ ২২:৩৬ | 122.177.8.49
এদিকে ফেসবুকে একটা ঘ্যামা বিজ্ঞপ্তি চোখে পড়ল।
বইমেলা উপলক্ষ্যে ডহরবাবুর অনুবাদ করা জারোয়া ভাষায় রবীন্দ্ররচনাবলী প্রকাশিত হবে, সত্বর যোগাযোগ করুন। ঃ-)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন