আকার স্বপ্ন শুনে মনে পড়ে গেল আমার মেয়ে কাল রাত্তিরে একটা লিবার্টারিয়ান স্বপ্ন দেখেছে। গভর্ণমেন্ট এসে ওকে বলছে - তোমার অনেকগুলো পকেট। কারণ দর্শাও এত পকেট কেন তোমাকে রাখতে দেওয়া হবে। এবারে গভর্ণমেন্ট একটা একটা করে পকেট দেখিয়ে বলছে - এইটে জাস্টিফাই কর। আর না করতে পারলে পকেটটা খুলে নিচ্ছে।
দু, পুঁটি মাছ দিয়ে কি করলে? কত্তদিন পুঁটি দিয়ে সরষের ঝাল খাইনে। (হাপুস কান্নার স্মাইলি)।
Du | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ২০:৫৬ | 117.194.208.60
বাহ বাহ ঃ)
aka | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ২০:৩৬ | 168.26.215.13
কাজু যদি একটু নন-সিরিয়াস প্রকৃতির হত, যদি একটু নিজের বয়সের প্রতি সুবিচার করত, তাহলেই কাজুর কবিতাগুলো হল অফ ফেমে পৌঁছে যেত।
Kaju | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ২০:২৯ | 121.242.160.180
বাবা এনেছে বাজার থেকে গোটা তিরিশ পুঁটি মনের সুখে রাঁধব বলে পেঁয়াজকলি কুটি টক বানাবো খান দশেকে আলাদা করে সরিয়ে রেখে খোকন বুঝি আপিস যাবি, ভাত খেয়ে যা দুটি
Du | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ২০:১০ | 117.194.208.60
মিঠু, সেই সব দুপুরবেলায় আমরা কেমন পুঁটিমাছের গল্প করতাম। আর এখন মাছউলী সেধে সেধে বলে বৌদি নিয়ে যাও খুব ভালো দেশি পুঁটি গো। তা অন্য মাছেদের ছেড়ে তাকে নেওয়া হয় নি এতদিন, আজ আনলাম আর রেঁধেওছি। তাই তোমার কথা মনে পড়লো খুব।
কাল রাত্তিরে স্বপ্ন দেখলাম প্রায় পর্বত সমান একটা সিংহ মেরেছি। একজন ভিডিও করছিল, তা পরে ভিডিও দেখতে গিয়ে দেখি, ছবিটা কেমন জানি আবছা মতন সারি্রয়াল টাইপ হয়েছে - আমিও আছি, সেই সিংহও আছে, কিন্তু দুজনাই কেমন আবছা টাইপ। আর ব্যাকগ্রাউণ্ডে কে জানি ক্রমাগত কি জানি বিড়বিড় করে বলে যাচ্ছে। সাউন্ডটা একটু বাড়াতে বোঝা গেল বলছে - 'কুলাঙ্গার জাতের নাম ডোবালি'।
Kaju | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৮:২২ | 121.242.160.180
নেতুর ৫ঃ৩১ এটার ডায়রেক্ট প্রেরণা। 'ভীতরে ভীতরে অবস্থা খুব খারাপ'।
kumu | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৮:০৯ | 122.176.32.39
অ কাজু,পুরুফ দেকে দিতে হলে বোলো,লজ্জা কোরো না।
Netai | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৮:০৫ | 121.241.98.225
এঃ কাজুতো মনে লিচ্চে আজকেই বই ছাপাবে।
Kaju | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৫৭ | 121.242.160.180
নেটওয়ার্ক -----------
জিজ্ঞেস করেছ তাকে কেন এত স্লো আজ? কত ডেটাভার বয়েছ সারাদিন কখনো ভেবেছ তারে তারে এত যে জটিল কোথায় দঁড়িয়ে সে নিয়েছে ক্ষণিক বিরাম? শুধু অসহিষ্ণু হাতে করে গেছ ক্রমাগত ক্লিক খুঁচিয়ে তুলেছ তার বোবা মোড়কে ঢাকা অসীম সহনশীল রক্ত চেয়ে দেখ ভেতরে ভেতরে ততটাই শ্রান্ত যতটা দিনের শেষে তুমি তোমার আছে শমে ফিরে আসা ওর ফেরা শুধু কলুর ঘানিতে ঘূর্ণন থেকে ঘূর্ণনে ২৪X৭
bb | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৪৯ | 117.195.187.68
আমি বাড়ি থেকে তৎকাল টিকিট কেটেছি irctcতে, আর একদুবার ব্যাংক থেকে টাকা চলে গেলেও ৩ দিনে ফিরে এসেছ। কোন প্রবলেম হয় নি।
de | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৩২ | 180.149.51.68
irctc জঘন্য! সিট চয়েস দেওয়ার আগে ক্রেডিট কার্ড ডিটেল ভরতে বলে আর টাকা কেটে নেয়, নেটওয়ার্কও অতীব বিশ্রী!
Netai | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৩১ | 121.241.98.225
তা হবে হয়তো। এমনিতে আপিসে নেট তেমন স্লো তো লাগেনা। কিন্তু কে জানে, ভীতরে ভীতরে হয়তো নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ।
ppn | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৭:১৪ | 202.91.136.71
নেতাই, দোকানে ক্লায়েন্টের জঘন্য নেটওয়ার্কে অমন দু একবার হয়েছিল। বাড়িতে তারপর থেকে করি, কোন সমস্যা হয় নাই।
Kaju | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৭:১৪ | 121.242.160.180
নেতু সাবধান ! নেতু সাবধান !
পরপারে বুদ্ধদেব বসু জেগে উঠলেন বলে এইসব শুনে ! আবার দাবড়ানি দিতে আসবেন, "সব হাহাকারকেই কবিতা বলে নাকি হে ছোকরা?' সুভাষদা কী চাপে পড়ে গেছিলেন, বাপরে !
Netai | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৭:০৬ | 121.241.98.225
কাজু, তোমার হবে। লেগে থাকো। এরম কবতে গোটা পঞ্চাশেক লিখে ফেললে একটা সংকলন বের করতে পারবে। সামনের বইমেলাতে বিক্কিরি করো। এক টেকির টুকরো টাকরা আর্তনাদ এরম গোছের কিছু একটা নাম দিও কাব্যগ্রন্থের।
Kaju | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৭:০৩ | 121.242.160.180
লটারীতে ট্রেনের টিকিট পেয়েছিলে? কবে? কোথায় যাবার?
Netai | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৫৯ | 121.241.98.225
স্পেশালি তৎকালের টিকিট তো irctcর জন্মশাল থেকে অবধি কোনদিন ই আট টার সময় কাটতে পারিনি। আট টা পনেরো কুড়ির আগে তৎকালের টিকিট কাটতে পারার চাইতে লটারী পাওয়া সোজা।
Netai | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৫৬ | 121.241.98.225
আমি কন্সিটেন্টলি প্রবলেম ফেস করছি। একবার দুবার নয়। বার বার। শেষ ছ মাস এক বছরে।
bb | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৫৬ | 117.195.187.68
আমিও সিকির দলে, অদ্যাবধি কোন সমস্যা হয় নাই
siki | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৫৩ | 155.136.80.81
আমি তো irctc থেকেই টিকিট কাটি। প্রবলেম হয় না তো!
Netai | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৫১ | 121.241.98.225
অ্যাত্তো বাজে সার্ভিস irctcর, আমি শেষ দু তিন বার বাধ্য হয়েছি মেকমাইট্রিপ বা ক্লিয়ারট্রিপ থেকে ট্রেনের টিকিট কাটতে। এক্সট্রা টাকা গচ্ছা দিয়ে।
আজ আবার আধা ঘন্টার চেষ্টার পর অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ার পর গোল গোল ঘোরাচ্ছে। টিকিট আর বুক করতে পারলাম না।
Netai | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৪৫ | 121.241.98.225
আজকাল আপনারা কেউ irctc ইউজ করেছেন? কি জঘন্য কি জঘন্য
kumu | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৬:২৮ | 122.176.32.39
ডিডিদা,রাইট। আজ যে সমস্যা নিয়ে লোকে মাতার চুলটুল ছিঁড়ে,নেচে,নাপিয়ে,চেঁচিয়েমেচিয়ে একশা কচ্চে,কাল তার অস্তিত্বই যেন ভুলে যাবে।
কর্পোরেট পৃথিবীতে খুবি দেখি এইরকম।
Kaju | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৬:০৭ | 121.242.160.180
হাজার হাজার লাইনের কোডের অন্ধকারে চোখ জ্বলে যায়, মনে হয় এই সোলারিস জিডিবি-র ঘূর্ণিতে Putty Terminal-এর কৃষ্ণগহ্বরে তলিয়ে যাচ্ছে সলিউশনবিহীন সাদাকালো দিনরাত্রি লক্ষ ইস্যুর পরিত্রাহি রবে বিদীর্ণ পরিপার্শ্বে আমি কি বিন্দু ছাড়া অন্য কিছু?
dd | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৪৩ | 59.97.120.111
অদ্যাবধি দুঃস্বপ্ন দেখি অংকের পরীক্ষা আর আমি কিছুটি জানি না, অংকাতংকে ঘুম ভেঙে ধড়মড় করে উঠে বসে নিতান্তো খুসী হই,আহ্লাদে ফ্যাক ফ্যাক করে হাসি। আর অংকের পরীক্ষা নেই - এ জন্মের মতন। ও ব্যাটা নেহাৎই একটা ব্যাড ড্রীম।
কিন্তু আপিস নিয়ে - না, ঠিক ভয় নয়,টেরর নয়,কিন্তু খুব লজ্জায় থাকি। এতো শয়ে শয়ে লোকে ক্ষী সিরিয়াসলি মরণ বাঁচন মিটিন' করে, তুলকালাম করে। আথালিপাথালি খায়। ঘোর উত্তেজনা,হাহাকার। তীব্র বিষাদ ও আদিগন্ত দম্ভ। এইসব ও আরো।
আর আমি অসামাজিক এবং মুর্খের মতন বসে থাকি। এমন কি আজকাল মন দিয়ে মনোযোগীর অ্যাকটিং ও করতে পারি না।
তবে অল্পো বয়সে এই রোগে ধরা তো ভালো কথা নয়। কাজুর পদ্দো পড়ে তাই আমি গম্ভীর হলেম।
Kaju | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৫:০৪ | 121.242.160.180
কী যে বলে, উহা নিতান্তই ফকড়ামি করে ল্যাখা প্যারোডি বই তো নয়। তবে উপলব্ধিটা খাঁটি।
Netai | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৫৮ | 121.241.98.225
কাজুর কালকের কবিতাটা খুব ভালো হয়েছিল। দুঃখে তো আমার চউক্ষে জল প্রায় চলে এসেছিল। কোনওক্রমে সামলেছি।
Kaju | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৩৫ | 121.242.160.180
একটা কথা বলি? আজকালকার অধিকাংশ বাবা-মায়েরাই একটু যেন বেশী-ই কেয়ারলেস। ওইটুকু একটা বাচ্চা, তাকে শাড়ি পরিয়ে একা ছেড়ে রাখাটাকে আর কী-ই বা বলা যায় এছাড়া? বড় কেউ কাছে থাকা এবং ঠিকমত নজর রাখাটা কি খুব শক্ত কাজ? ঘটনা ঘটে যাবার পর আর দৌড়োদৌড়ি, উৎকন্ঠা, এসব অবান্তর। বাচ্চাদের অধিকাংশ বিপদ যা দেখি আশেপাশে, তার জন্যে বড়রাই দায়ী অনেক ক্ষেত্রে। এমন ঘটনা যে নতুন, তা তো নয়। একটু সতর্ক থাকা কি একেবারেই অসম্ভব? দুর্ঘটনার ওপর কারুর হাত নেই ঠিক, কিন্তু একটু সাবধান হলে অনেক সময় তা কান ঘেঁষে বেরিয়েও যায়।
siki | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৪:২৯ | 155.136.80.81
হুঁঃ।
ppn | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৪:২৯ | 202.91.136.71
একটু পরেই কমঃ আকার মতামতের জন্য ওয়েট করছি। ঃ)
de | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৪:২৭ | 203.197.30.4
এতো খারাপ লাগলো খবরটা পড়ে -- মাত্র ২৫% বার্নেও বাঁচানো যায় না? কোথায় দাঁড়িয়ে আছে কলকাতার হাসপাতালগুলো?
তবে অতোটুকু বাচ্চাকে শাড়ী পড়িয়ে প্রদীপের কাছে নিয়ে যাওয়াটাও খুব ভুল!
demba ba | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৫৬ | 121.241.218.132
এখন গন্ডা ছয়েক হাসপাতাল আছে বাইপাসের ধারে। কদিন পরে হসপিটাল অ্যাভিনিউ নাম হয়ে যাবে। বা যুগের ধর্ম অনুযায়ী কোন ডাক্তার মহাপুরুষ/নারীর নামে।
pinaki | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৫৪ | 138.227.189.8
বাইপাসের ধারের হাসপাতাল কি রুবি না অ্যাপোলো?
Netai | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৫৪ | 121.241.98.225
একটু নোংরা থাকলে কিছু অসুবিধা নেই। কিন্তু যদি ধরেন বিছানায় ছারপোকা থাকে??? আপনাকে বিছানায় শুইয়ে দিয়ে ডাক্তারবু যদি পায়খানা করতে চলে যান? তারপর যদি ফেরেন ঝাড়া আধঘন্টা পর? তবে?
তাই বলছিলাম পকেটে চারপোকা মারার ওষুধ রাখবেন চেম্বারে যাবার আগে।
dd | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৫১ | 59.97.120.111
অন দ আদার হাত,আমার তো সারা লাইফ কেটে গ্যালো ফেকটরীতে আর সাইটে। কলকেতায় শিবপুরের ফেক্টরীর ক্যান্টিনে রান্না বান্না ছিলো ফাটাফাটি। রীতিমতন তাঙ্কিÄক আলোচোনা হতো পরের দিনের মেনু নিয়ে। নানান এক্ষপার্ট ছিলেন। খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা মেনুর দিন সারা হেড আপিস ভেঙে পরতো কারখানায়, না কি সকলেরই সেদিন মিটিন' আছে ফেকটরীতে।
তার পর,লুরুতে,হাইদ্রাবাদে,আর ছেন্নাইতে। এখানে কারুর মাথা ব্যাথা নেই। শ্রমিকদের দাবী দাওয়ার (৩৬ দফা) তাতেও মেনুর উন্নতিকরন নিয়ে কোনো এজেন্ডা থাকে না।
আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি।
kumu | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৫০ | 122.176.32.39
চেম্বারের বিছানা অনেক সময় নোংরা থাকে,এট্টু দেখে নেবেন।
demba ba | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৪৩ | 121.241.218.132
হবে না কেন?
মেডিকেল কলেজে ফোর্থ ইয়ারে ছেলেমেয়েরা সিনিয়র দাদাদের ফোন করে করে "ক্লাস নেবে গো, ক্লাস নেবে গো' করে ক্লাস অ্যারেঞ্জ করে। যাঁরা আসল টীচার, তাঁরা অন্যত্র খেপ খাটেন।
চাক্ষুষ দেখলাম।
তবে ডাক্তারদের কোশ্চেন করতে পেরেছি, যদিও ডাক্তার একজন পেশেন্টের প্রেসক্রিপশন লিখছেন, পরের জন চেম্বারের বিছানায় শুয়ে, তার পরের জন যাঁর প্রেসক্রিপশন লেখা চলছে তাঁর পাশের চেয়ারে বসে, তার পরের জন দরজায় দাঁড়িয়ে - এগুলো দেখে অবাক হতেও মনে ছিলো না।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন