বর্তমানের প্রবলেমটা আমি ম্যাক-এ ফায়ারফক্স 3.5 এও পেলাম। www না দিলে চৌকো বাক্স আসছে।
গুরু-র সাইট অবশ্য এই ভার্সানে ঠিকঠাক কাজ করছে - মানে, উইথ www বা উইদাউট www বা শুধু আইপি অ্যাড্রেস - সবক্ষেত্রেই ফন্ট রেন্ডারিং ঠিক হচ্ছে।
demba ba | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৫২ | 121.241.218.132
আমি সেই যখন ২০০০ সালে এই দোকানটা ছেড়েছিলুম তখন লোটাস নোট্স ঢুকেছিলো সদ্য সদ্য। কী সব ওয়ার্কফ্লো-টো করবে এরকম দাবী ছিলো। এখন দেখছি সে সব কিছুই হয়নি, লোটাস নোট্স থেকে গেছে। কে জানে কেন।
ppn | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৪৮ | 202.91.136.71
হে হে। আমি যে কী দুঃখ চেপে রেখে আড়ই বছর ধরে লোটাস নোট ইউজ করতাম! ঃ(
demba ba | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৪৮ | 121.241.218.132
তবে ফাফ-ক্রোম - যাই হোক না কেন, অব্যেস হয়ে যাবে। এই লোটাস নোট্সটাকে কিছুতেই এড়ানো যাচ্ছে না। আইকনটা দেখলেই কান্না পায়।
demba ba | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৪৪ | 121.241.218.132
এলসিএম - ফাফ ৯-এও দেখেছি বর্তমানের এই প্রবলেমটা, ১০-এও আছে। www দিলে ঠিক আসে, না দিয়ে শুধু bartamanpatrika.com দিলে হিয়েরোগ্লিফিক্স। আবাপ-তেও একটা প্রবলেম আছে, তবে সেটা মনে হয় আমাদের প্রক্সির ব্যাপার - www না দিলে ওয়েবসেন্স ব্লক করে, দিলে সব ঠিক। তবে বর্তমানেরটা প্রক্সির ব্যাপার নয়, কারণ ফোটন+ দিয়েও একই ব্যাপার। হয়তো এটা আমার ফাফ-র কোনো সেটিংস-এর জন্যে, কারণ ন্যাড়াস্যারের এই প্রবলেমটা হচ্ছে না।
প্পন - সেভাবে ইমপোর্ট করতে যেতেই বললো নো রেকগনাইজড ব্রাউজার ফাউন্ড। হয়তো ফাফ ১০-কে চেনে না।
ppn | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১৪:২৯ | 202.91.136.71
অন্য ব্রাউজার থেকে ইমপোর্ট করতে চাইলে রেঞ্চ টুল - > বুকমার্কস - > ইমপোর্ট বুকমার্কস অ্যান্ড সেটিংস
siki | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১৪:২৯ | 155.136.80.81
হুঁ। অজ্জিত, বর্তমানের পবলেমটা কিছু অংশে গুচ-তেও আছে।
একটা জানলা মেশিন নাও, যেখানে বাংলাপ্লেন ফন্ট ইনস্টল করা নেই। সেখানে টাইপ করো ডব্লুডব্লুডব্লু গুরুচন্ডালি ডটকম। ডাইনামিকালি ফন্ট রেন্ডার করে পেজ বাংলাতেই খুলবে।
এইবারে লেখো এইচটিটিপি আইপি অ্যাড্রেস (50.57.*.*), পেজ খুলবে হিব্রুতে। ডাইনামিকালি ফন্ট রেন্ডার করবে না। মানে ডাইনামিক রেন্ডারিংয়ের লজিকে কেবল ইউআরএলই রিজলভ করা আছে। আইপি রিজলভ করা নেই।
ppn | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১৪:১৮ | 202.91.136.71
আমার অভিজ্ঞতাঃ
১) ফাফ'র থেকে ক্রোম অনেক ফাস্ট। বিশেষ করে ইউটিউব, জিমেল ইত্যাদি অ্যাপ্লিকেশনে ফারাক টের পাওয়া যায়।
২) ফাফ থেকে বুকমার্ক ইত্যাদি হুহা করে ক্রোমে ইমপোর্ট করা যায়। আমিই করেছি।
৩) ফাফ অনেকক্ষণ খোলা থাকলে পোচুর পোচুর মেমোরি খায় এবং শেষমেশ রিস্টার্ট মারতে হয় (পড়ুন প্রসেস টার্মিনেট করতে হয়)। ক্রোমে সেই ঝামেলা নেই।
৪) নতুন অ্যাড-অন ইন্সটল করলে ফাফ রিস্টার্ট মারতে হয়। ক্রোমে তারও দরকার নেই।
তবে এ সবই ওই কী বলে, জানলা মেশিনে।
lcm | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১৪:০৫ | 69.236.174.50
সেকি, এমন তো হবার কথা নয়। তবে, ফায়ারফক্সের কোন ভার্সানে বর্তমান এমন হচ্ছে? ফায়ারফক্স ভার্শান ১০ এ অনেক সিম্পল ওয়েব পেজ রেন্ডার করছে না। বাগ আছে।
lcm | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১৪:০২ | 69.236.174.50
ফায়ারফক্স তো বরাবরই ভালো, তবে এই ইদানীং, এই এক বছর হবে, রিলিজগুলো পুরো টেস্ট না করে ছাড়ছে, মানে অনেক কর্নার কেস রয়েছে যেখানে মুশকিল হচ্ছে। আসলে, বহুদিন ফায়ারফক্স ছিল দ্য ওনলি অল্টারনেটিভ্।
demba ba | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৫৭ | 121.241.218.132
তবে কালকের সেই ইস্যুটা ক্রোমে নেই। বর্তমান ডাব্লু ডাব্লু ডাব্লু দিলেও যা, না দিলেও তাই। পড়া যাচ্ছে। ফাফ-তে ডাব্লু ডাব্লু ডাব্লু না দিলে হিয়েরোগ্লিফিক্সের মত ছবি দেখায়।
demba ba | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৫৩ | 121.241.218.132
এই যেমন আগের পোস্টটা করার সময় একটা ইউ-আর-এল দিলুম, সে এখনো চলছেইঃ-(
demba ba | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৪৯ | 121.241.218.132
কে জানে, গুচ লোড হতে অস্বাভাবিক বেশি লাগছিলো, ফাফ-তে পটাং করে হয়ে গেলো। তবে এটা তো অনেক পুরনো ফাফ নিয়ে করা দেখছি। আমার ফাফ-১০।
demba ba | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৪৩ | 121.241.218.132
এবং বেশ স্লো। পাশাপাশি দেখে মনে হচ্ছে।
Jhiki | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৪১ | 182.253.0.99
একট ডিসক্লেইমারঃ এখন কদিন একটু ব্যস্ত থাকব, তাই ঋদ্ধি বা আর কেউ যদি আমার উদ্দেশ্য কিছু লেখেন তো জবাব দেওয়া সম্ভব হবে না.......... তবে তার মানে এই নয় যে পাইলে যাচ্ছি......... আবার আসিব ফিরে, দিনকয়েক পরে।
demba ba | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১৩:১৯ | 121.241.218.132
ফাফ-কে পছন্দ করে না। রেকগনাইজড ব্রাউজার নেই বলে কিসু ইমপোর্ট করলো না। খুব নাকউঁচু।
ppn | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১২:৫৫ | 202.91.136.71
* মাইনাস
ppn | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১২:৫৫ | 202.91.136.71
আমি তো বাটন কাটিয়ে দিয়েছি। Alt তার সাথে লেফট অ্যারো, রাইট অ্যারো আর হোম - এই তিন দিয়েই হয়ে যায় সব। আর ক®¾ট্রাল প্লাস আর মাইনাল জুম ইন/আউট করার জন্য।
lcm | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১২:৫৪ | 69.236.174.50
ফাফ-তে একটা জিনিস খুবই ব্যবহার করতাম। জাভাস্ক্রিপ্ট কনসোল। এছাড়া, ফায়ারবাগ প্লাগ ইন দিয়ে ডিবাগিং - এটা প্রায় স্ট্যান্ডার্ড। মানে, ব্রেক পয়েন্ট সেট করে ডিবাগিং, বা, স্টাইল শিট খুলে কালার পাল্টে লাইভ এফেক্ট দেখা - ব্রাউজারের মধ্যেই। ক্রোমে-এ যেটা করেছে বিল্ট ইন জাভাস্ক্রিপ্ট কনসোল তো আছে, একটা ডিবাগার-ও বিল্ট ইন করে দিয়েছে।
demba ba | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১২:৫২ | 121.241.218.132
হুঁ, রেঞ্চ থেকে অন্ততঃ ফরোয়ার্ড/ব্যাক/হোম - এগুলো আনা গেছে। ওগুলো না থাকলে ব্রাউজার ব্রাউজার লাগছিলো না। কিন্তু অ্যাপ্লিতে ঢুকতে দিচ্ছে না - মনে হয় আপিস নেটওয়ার্কের জন্যঃ-(
দেখবো আরেকটু ঘেঁটে।
ppn | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১২:৪৯ | 202.91.136.71
আর এইখানে অসংখ্য অ্যাড-অন আছে। অগুন্তি। ভবিষ্যতে আরো আসবে।
ফাফতেও মেনু কাটিয়ে দিয়েছে। অল্ট কি দাবালে তবে আসে।
ppn | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১২:৪৭ | 202.91.136.71
ওই ডানদিকে রেঞ্চ আইকনে ক্লিক করলে সব পাবা।
demba ba | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১২:৪৭ | 121.241.218.132
আরে সবার বাঁদিকে মাথার ওপর যে ফাইল, এডিট, ভিউ এইসব থাকে - সেগুলো কই?
ppn | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১২:৪৬ | 202.91.136.71
কীসের ফাইল মেনু?
demba ba | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১২:৪৫ | 121.241.218.132
ফাইল মেনুটা কই রে বাবা?
kumu | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১২:৪১ | 122.176.32.39
ইশ,কেউ যদি আমাকে একটু ধৈজ্জ ধরে এইসব কটিন কতা এট্টু বুজিয়ে দিত!
ppn | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১২:৪১ | 202.91.136.71
আর এইটা হচ্ছে ছ'মাস আগের স্টেটাস।
ppn | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১২:৩৯ | 202.91.136.71
মানে বলতে চাইছি লোকে ফাফ ইউজ করা ছেড়ে দিলে সম্বিতদাই হয়ত ক্রোমের জন্য বঙ্গলিপি টাইপের একটা টুল বানাবে।
ppn | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১২:৩৭ | 202.91.136.71
এখানেও বেরিয়ে যাবে। ওয়েব স্টোরে ৯৯% জিনিসপত্তর তো পাতি লোকজনই ডেভেলপ করেছে। তা ছাড়া গুগল ট্র্যান্সলিটারেশন সার্ভিস তো আছেই।
demba ba | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১২:৩৫ | 121.241.218.132
ইউনিকোডে বাংলা লেখা কী হবে? ওতে তো আর বঙ্গলিপি চলবে না। ফাফ-র অনেক ঘ্যামা অ্যাড-অন আছে যেগুলো খুব কাজে দেয়।
ppn | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১২:৩৪ | 202.91.136.71
মানে ফাফ এখনো লড়ে যাচ্ছে এত এত অ্যাড-অন থাকার জন্য। ক্রোম ওয়েব স্টোরে আরো জিনিসপত্তর অ্যাড হলে সেই জায়গাটাও থাকবে না।
ppn | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১২:৩১ | 202.91.136.71
ক্রোম বহুত ভালো জিনিস। ফাফ-ও কাটিয়ে দিয়েছি প্রায়। নেহাত গুচতে বালেনক ইউজ করা যায় না।
demba ba | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১২:৩০ | 121.241.218.132
ক্রোম ছাড়া হবে না তো? তাই যদি হয় তাহলে স্ক্রীনশটই ভালো (নইলে আবার ক্রোম নামাও), ওতে আবার ইচ্ছেমতন delay দেওয়া যায় - মানে এরিয়া সিলেক্ট করিবার পাঁচ সেকেন্ড পর ফটো তুলিবে - তন্মধ্যে এরিয়ার মধ্যে আরো কিছু আনিয়া দিতেছি;-)
ম্যাকে তো আলাদা অ্যাপ্লিও লাগে না, দুটো কীস্ট্রোকেই হয়।
ppn | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১২:২৮ | 202.91.136.71
আর হাইলাইট, ব্লার, টেক্সট, অ্যারো ইত্যাদি অ্যাড করাও বহুত সোজা। মানে বহুত সময় বাঁচায় কারণ একটা উইন্ডোতেই সব করে ফেলা যায়।
quark | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১২:২৭ | 14.139.199.1
তবে একটা ব্যাপার দেখে বেশ আমোদ হচ্ছে। ৩৪ বছরে কিস্যু হয়নি ব'লে সিপিয়েম খেদানোর পর মাননীয়া মুখ্যমন্ত্রী উপলব্ধি করেছেন যে পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা বা শিশুমৃত্যু ততটা খারাপ নয়, মানে ঐ বিহার, ইউপি, দিল্লী এদের তুলনায়। এখন এটা যদি সাত মাসের কেরামতি বলেন, তাইলে কিছু বলার নেই।
একই সঙ্গে প্রবাসী বাঙালী (অনেকদিন ধরে কলকাতাকে মনুষ্যপদবাচ্য মনে না করার পর) হঠাৎ কলকাতায় এসে বুঝতে পারলেন যে কপু বেশ ভালো, কলকাতার যান নিয়ন্ত্রণ ব্যবস্থাও বেশ ভালো। এও কি সাত মাসের কেরামতি? ভগা জানে!
ppn | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১২:২৪ | 202.91.136.71
হ্যাঁ, স্ক্রিনশট নেবার টুল। করা তো যায় অনেক ভাবেই। এইটা ইউজ করলে আর কিছুই মনে ধরবে না। দ্য বেস্ট বাই ফার।
lcm | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১২:১৮ | 69.236.174.50
পিপিএন-এর লিংক - ও জিনিস ঐ স্ন্যাপইট বলে যে সফটওয়ার আছে তাই দিয়ে করা যায় না? আমি তো পাতি প্রিন্ট স্ক্রিন মেরে, পেইন্ট-এ ইমেজ পেস্ট করে ক্রপ করে দিই।
demba ba | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১২:১৫ | 121.241.218.132
স্ক্রীনশট দিয়েই তো এগুলো সব করা যায়! নাকি কিছু মিস করলাম?
lcm | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ১২:১৩ | 69.236.174.50
ডেম্বার লিংক থেকে পড়লাম - কলকাতায় বাড়ি নীল রং করলে প্রপার্টি ট্যাক্সে ছাড় পাওয়া যেতে পারে। কিন্তু, আমাদের ফেলাটবাড়িটার কালার তো নীল নয়। ধুস্! ক্লাব থেকে দু পয়সা হল না, ঠিকঠাক রং-ও মিলল না - যাচ্ছেতাই রকমের ফাটা কপাল।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন