এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Kaju | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৫:১২ | 121.242.160.180
  • দে-দি, বলো না কৌন হৈ উয়ো মহাকবি? অজ্ঞতার জন্যে মার্জনাপ্রার্থী।
  • de | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৫:১১ | 180.149.51.68
  • *

    কাজু, মহা = দিদি !
  • de | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৫:১০ | 180.149.51.68
  • আমার মহাকবির কিছু লেখা পড়ার সৌ/দু ভাগ্য হয়েচে আগে এই গুরুতেই -- আপিসে বসে এ জিনিস পড়ার রিস্ক নেওয়া খুব রিস্কি!
  • phutki | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৫:০৫ | 121.241.218.132
  • কাজু, শেষ দুটো লাইন থেকে শুরু হোক। কবিতা এসে যাবে।
  • Kaju | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৫৯ | 121.242.160.180
  • মহাকবি কে বুঝলাম না তো।

    আর কবিতা লেখা শেখা? কত চেষ্টাই তো করলাম। সে ইহজন্মে আর হল না বোধায়। ছন্দটুকুই বুঝতে শিখেছি। তাও কি শিখেছি ঠিকঠাক? ক্ষে ঝানে !

    কবিতা আমার ক্লিওপেট্রা
    আমি তার দীর্ঘশ্বাসজর্জরিত অযোগ্য প্রেমিক
  • demba ba | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৪৯ | 121.241.218.132
  • কাজু কবিতা লেখা শেখার জন্যে ওমনাথকে খোঁজে না? মহাকবির খোঁজ দিলাম। শুনলাম বইমেলায় মহাকবি জনগণকে জানিয়েছেন যে জীবনানন্দ খুব ট্যালেন্টেড কবি ছিলেন।
  • demba ba | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৪৭ | 121.241.218.132
  • আহা, দেখলে হবে না, পড়তে হবে।

    এ কবিতা নারাণ গাঙ্গুলির গপ্পের পঞ্চানন্দের "দোদুলদোলা'-র মত - যদি বাতের ব্যথা, মাইগ্রেন, দাঁত কন্‌কন্‌, কান ভোঁ ভোঁ ইত্যাদি থেকে থাকে, একটা কবিতা পড়লেই সেরে যাবে - গ্রান্টী।
  • Netai | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৩৯ | 121.241.98.225
  • হ্যাঁ। আমি কোথাও নাই।
  • de | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৩৯ | 180.149.51.68
  • আগেই দেখেছি এটা, প্রচুর নামীদামীদের সাথে একসারিতে :))
  • demba ba | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৩৪ | 121.241.218.132
  • নির্মল আনন্দের টইয়ে কেউ এটা তুলে দিও -

    http://tinyurl.com/7ute5bc
  • de | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৪:২৬ | 180.149.51.68
  • সকালে আমি আর ঝিকি, বিকালে ব্যাং আর রিমি -- ভাটটা পুরো মরুভূমি হয়ে গেলো, ধূ ধূ করছে, কারো পাত্তা নেই ভয়ের চোটে :))
  • Jhiki | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৪:১৩ | 182.253.0.99
  • ক্লায়েন্ট না সাবক¾ট্রাক্টর?? ক্লায়েন্ট তো আমরা নিজেরাই!

    ঠিকঠাক লোক নিয়ে লিখতে গেলে মহাভারতের চেয়ে বড় লেখা হয়ে যাবে, তাই আজকাল অনেককিছু দেখেও না দেখতে হয়, অফিস বাদ দিয়ে একটা কাজই নিজের ঘাড়ে পুরোপুরি (স্বেচ্ছাতেই) রাখি তা হল ছেলের হোমটাস্ক!
  • de | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৪৭ | 180.149.51.68
  • আউটসোর্সিংয়ের ব্যাপারে এক্কেবারে একমত কিন্তু ঠিকঠাক ক্লায়েন্ট পেলে তো! :))

    কেরিয়ার দেখতে গেলে পয়সার মায়া করলে চলবে না, নিজের পয়সাতেই কাজের লোক রাখতে হবে, প্রয়োজন হলে বেশী মাইনে দিয়ে! বাড়ির কাজ নিয়ে অতো টেনশন হলে তো আসল কাজের ক্ষতি হবে!

    আর যত তাড়াতাড়ি সম্ভব "গৃহবধু" দের এক্সটিংক্ট প্রজাতিতে পরিণত করতে হবে!
  • Jhiki | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৩:১৯ | 182.253.0.99
  • বরের থাকা বা না থাকা তে আমার বাড়ীর কাজের কিছু হেরফের হয়না, ছেলেকে নিয়ে আমি একা থাকলেও বাড়ীর কাজ প্রায় একইরকম থাকত!

    জানি এই কথাটা এখানে বললে বিতর্ক হবে, তবুও বলছি......... বাড়ীর কাজকর্মও একেবারে না করলে গৃহবধুদের কাজ কি? শুধুই বরের শয্যাসঙ্গিনী হওয়া? আর ছেলেপুলে হওয়ার পর আয়ার করে দেওয়া কাজের বাইরে কিছু থাকলে তা করা?

    আর যে মাথা বা হাত ঘন্টায় বেশ কিছু অর্থ উপার্জন করে তা ইস্ত্রি করা/বাসন মাজা মার্কা পেটি ব্যাপারে ঘামানোর যৌক্তিকতা কি? এসব কাজ তো সহজেই আউটসোর্সড করে দেওয়া যায়।
  • de | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০০ | 180.149.51.68
  • রাতের লম্বা ভাটের কিয়দাংশ পড়লাম -- আকার জন্য সর্বিট্রেট আর অনেকটা ম সা :))

    ভারতীয় মেয়েরা যদি, বেশী নয়, আগামী বছর দশেক কেউ বিয়ে করবে না ঠিক করে তাইলে অনেক কিছুই শুধরোবে!
  • pi | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১২:৩২ | 117.194.10.205
  • আয়নায়।
  • Netai | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১২:২১ | 121.241.98.225
  • আমি কোথায়??
  • kumu | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১২:১৪ | 122.176.32.39
  • সময়,হায় সময় বড় কম।কাল রাতের লম্বা ভাট পড়ার সময় নাই।শুধু চোখে পড়লো,ব্যাং,রিমি দুজনেই আকাকে বিয়ে করতে চায়।
    এরপরেও আকা গুরু করে যাচ্চে,লীম-র ভাষায় দাঁত ছিরকুটে পড়ে নেই!!!!

    যাক,আকা,শেলটারের দরকার হলে বোলো, দ্বিধা কোরো না।
  • i | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১২:০৩ | 124.149.176.55
  • একটা ব্যাপার খেয়াল হোলো কাল- এই পাতায় এতদিন আসছি। অথচ কয়েকজনের সঙ্গে কোনো দিন একটা কথাও হয় নি। ঝগড়াও না। যেমন-শিবুদা, রিমি, আরও অনেকে।এখন মনে পড়ছে না। কে জানে কেন।
  • i | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ১১:৪৬ | 124.149.176.55
  • কাজু, চিঠিপত্র ১ নেই কাছে তবে, স্ত্রীকে লেখা চিঠির সংকলন একটা কিনলাম লিটল ম্যাগাজিন মেলা থেকে। ভালো করে দেখা হয় নি। সঙ্গে নিয়ে এসেছি বলেই মনে হচ্ছে। কি দরকার জানিও।খুঁজে দেখব।

    লিটল ম্যাগাজিন মেলা থেকে এবারে অনেক বই টই কিনলাম-সবই সরু সরু কবিতার বই, পত্রিকা ইত্যাদি। অনেক স্টলে -এটা নিন ভালো, ওটা নিন ইত্যাদি বলছিল-দেখে শুনেই কিনছিলাম-কিন্তু তারই মধ্যে হয়তো কোনো সময় অন্যমনস্ক হয়ে না দেখেই নিয়েছিলাম একটা সরু বই। এখানে এসে খুলে দেখি - নিখাদ পর্ণো। খুব তেতো হয়ে গেল মনটা।
  • Sibu | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৩৬ | 24.104.44.194
  • ব্যাং-কে মুখপত্রিকায় অনলাইন দেখে এলাম। ঋদ্ধির ভয়ে এদিকে আসছে না।
  • siki | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ০৮:৪৩ | 117.194.1.191
  • হাহাহা, ঋদ্ধি আবার ফুলটস মেরেছে। একঘর। দা ইনফেমাস গ্যাং অফ ফোর, নেমলি বাবা মা শ্বশুর শাশুড়ি। টুউউউউউ গুড। ঃ)
  • Jhiki | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ০৮:৩২ | 182.253.0.99
  • আকা, আপনি অফিসে ও বাড়ীতে পুরোদস্তুর কাজ করে গুরুচন্ডালি তে এত সুচিন্তিত মতামত দেওয়ার সময় কিকরে পান তা জানার ইচ্ছে রইল। ধন্য আপনার টাইম ম্যানেজমেন্ট।
  • ridhhi | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ০৩:৩১ | 64.134.26.174
  • ওহ, আর সিনেমার ট্রিট মানেটাই বুঝলাম না।ওরকম কিছু আজকাল হয় নাকি? সে তো ইতিহাসে শেষবার আমার ছোড়কা নিয়ে গেছিল কাকিমাকে, 'সত্যম শিবম সুন্দরম' দেখাতে। হানিমুনে, কল্কাতায়। এখন তো এরকম ট্রিট দেয়া চাপ।

    প্রথমত, গাড়ি করে যেতে যেতে যেই ব্লক-বাস্টার পর্বে ওম্নি কলার ধরে টেনে হিচরে ক্ষীরের সিঙ্গারা খাব, খাবই খাব বলে মন ঘুরিয়ে দেয়া। সবসময় তক্কে তক্কে থাকা। যাদের জিবনে নেট নেই, ( সার্ভে নিলে তামাম দুনিয়াতে শুধু চারজন, দ্য ইনে্‌ফমাস গ্যাঙ্গ ওফ ফোর , নেমলি বাবা মা শ্বশুর শাশুড়ি ) শুদু তাদের সাথেই মেশো। বন্ধু বন্ধু করেই তো কাটল সারা জীবন, কি দিল বন্ধুরা? । বৌভাতে শস্তা কন্ডোম, খুচরো ফাজলামি। অফিসে নেট ব্লক। বাড়ির কম্পিঊটারে শুধু এক্সেল খোলে। নেট সুইচ ওফ।, এমতাবস্থায়, মাসের তৃতীয় শনিবার সা-র-প্রা-ই-জ। বাড়ি অন্ধকার নিঝুম , কিছু মোমবাতি এদিক ওদিক ছেটানো, লাইট মিউজিক, এসেই কে বেল্ট দিয়ে কোমর আর হাত বেধে দিল, চোখে পট্টি পরিয়ে সোফায় বসিয়ে গেল। চোখ যেই খুলল, অমনি ঐ অতি পরিচিত ইন্ডিয়া থেকে আনা, পাইরেটেড ইউন্দোস ওয়ালা ল্যাপ্টপ পুরোদস্তুর টিভি। ইউটিউব দত কম/ বাইশে স্রাবন ফুল মুবি ডিবিড রিপ। ফুল স্ক্রিন। এস্কেপ বাটনের ওপর লেখাটা কে নখ দিয়ে আচড়ে আচড়ে অলমোস্ট মুচে দিয়েছে।দু ঘন্টা পর আবার পট্টি, নেট সুইচ ওফ, হিস্তৃ ডিলিট শাট ডাউন। সিট বেল্টস টু বি ফাস্টেন্ড অল টাইম। (থ্রিলার , তাই যেকোন সময় ঝাকুনির বেগ পেতে পারে, টাইটানিকে যেমন হয়েছিল ) নেক্‌স্‌ট ভ্যালেন্টাইন্স ডে তে অটোগ্রাফ। আর ভাজ করা শার্ট গুলো আলনাতে টাঙ্গিয়ে রাখলে ষষ্ঠীতে ছত্রাক।
  • pi | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ০২:৩৫ | 117.194.9.152
  • ওঃ, সিকি দেখি তাও কাজের কাজ কচ্ছে ঃ(

    আর বহু জিনিসপত্তর খুঁজে না পেয়ে আমার এখন ঘুম উড়ে গেছে প্রায় ঃ(
  • pi | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ০২:২৬ | 117.194.9.152
  • একটু ওকালতিগিরি করি। :p
    গৃহশ্রমকে আলাদা 'শ্রম' হিসেবে চিনি্‌হত করলে, তাকে 'শ্রম' এর মর্যাদা দিলে, তার অর্থনৈতিক মূল্য আছে স্বীকার করলে অবশ্যই ভালো। দরকারও। কিন্তু তখন শ্রমের সমবণ্টন হিসেব করতে হলে বাইরে চাকুরিরত জনের ভাগে বাড়ি ফিরেও নানাবিধ কাজ পড়বে ? ( কোনকিছুই পড়বে না, একথা বলছি না )
    'কাজ' বলতে ঐ আটটার বাইরের অনেক কিছুও হতে পারে। হতে পারে কেন, আছে। আবার লিস্টের ঐ আটটা থেকে অনেক কিছু বাদ যেতেও পারে। কারণ অনেকের জন্যই ওগুলো প্রয়োজয়ীয় কাজ নয়।
    দুজনেই সেটা মনে করলে ভাল।
    একজন যদি সেটাকে কোন 'কাজই' না' মনে করে , তখন তাকে সেই 'কাজ' না করার জন্য খুব দোষা যায় কি ?
  • siki | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ০২:২৩ | 117.194.9.152
  • পাই ঘুমোতে যাও ঃ-))
  • pi | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ০২:০৯ | 117.194.9.152
  • হা ভগবান ! এই আটটা কাজের কোনোটাই তো আমরা দুজনে কেউ করিনা। মানে, করি, ঐ কখনো সখনো আর কি।
  • aka | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ০১:২২ | 168.26.215.13
  • আহা রিদ্ধি যেন বিবেক। ঃ))
  • byaang | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ০১:১৯ | 122.178.207.11
  • ঋদ্ধি ঃ-)))) ।
    ব্যাস, অম্নি অমার ঘুমোতে যাওয়ার প্ল্যানেরও দফারফা। এখন হাসতেই থাকব।
  • ridhhi | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ০১:১৬ | 108.218.136.234
  • ইন্সেন্টিভের হাইট ভালবেসে চুমো খাওয়া হলে, ঐ বাস্কেটে ডলা পাকানো জামা দেখে যেতে হবে জিন্দেগী-ভর। আরো নোংরা করো। নতুন ইস্ত্রি করা শার্টে থকথকে ঝোল মাখিয়ে ভাজ করা প্যান্টে সয়া সস স্প্রে করে দুমড়ে মুচড়ে ফেলে দাও। পকেটে কিছু সুপ লাগানো টিশু পেপার আলাদ করে গুজে। এসে বলতে হবে ওকুপাই ওয়াল স্ট্রীট প্রোটেস্টাররা বসের গাড়ি লক্ষ্য করে চাইনিজ টেক-আউট ছুড়ে মেরেচে, 'নে নে সালা খেয়ে মর কত খাবি' টাইপ স্লোগান তুলে। আমরা ১% তো , তাই হিংসে। উত্তরে 'জানি সোনা তোমাকে সবাই... ' এইসব ভাট। কিছুদিন পর নিজেই বুঝবে।

    এখানকার মেক্ষিকান সেক্রেটারিই তো ভালবেসে চুমু খায়। নিঃস্বার্থ কেস। হপ্তায় তিনবার হেসে হোআট্‌স আপ বল্লেই হল। কাচাকাচির কোন সিন নেই। বাসন , বালিশের ওয়ার, শিলনোড়া, নাথিং।
    মোজা কাচাবে? *ল কাচবে।
    আর এই গ্রেগরী ফেগরি তো বড়লোকদের কারবার। ব্যবেল সিনমাতে ব্র্যাড পিটের বাড়িতে ছিল। অত বড়লোক হলে চার টে বিয়ে করতাম।
  • byaang | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ০১:১৫ | 122.178.207.11
  • আমি ঘুমোতে গেলাম। প্রায় চুয়াল্লিশ ঘন্টা আগে শেষবার ঘুম থেকে উঠেছিলুম।
  • byaang | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ০১:১৩ | 122.178.207.11
  • সামাজিকতার ছবি তো ফেসবুকেই দেখতে পাই। তবে ভাটিয়ালিতেও মোটেও তোর অফিসে এসে অবসর পাওয়ার ছাপটা ফুটে বেরোয় না। আজ্‌কাল আর লিখিস না কেন রে? টইগুলো-ও কেমন বোরিং হয়ে গেছে!
  • r2h | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ০১:০৭ | 198.175.62.19
  • সুতো সারাদিন সোহাগকে নিয়ে ব্যাস্তসমস্ত থাকে, এদিকে এখানে এসে আমাদের সাংঘাতিক রকম সামাজিকতা বেড়ে গেছে। আমি আপিসে একটু অবসর পাই আরকি।
  • sda | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ০১:০৬ | 117.194.193.14
  • http://en.wikipedia.org/wiki/Stay-at-home_dad ইহা কি তবে ঢপ ? আমার মতো ল্যাদু জনতার কি কোনো আশাই নাই ?
  • rimi | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ০০:৫৮ | 168.26.205.19
  • সদা কয় কি? ওহে খোকা, বে'র পরে দশ বছর অন্তত অপেক্ষা করো, ছানাপোনা হোক, বৌ হুব্বা লেভেলে যাক, তবে তো বুঝবে কত ধানে কতখানি চাউল?
  • byaang | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ০০:৫৮ | 122.178.207.11
  • সোহাগ আর সুতোর নতুন আপডেট দে। সুতো কি একদমই গুরুতে লেখার সময় পায় না?
  • r2h | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ০০:৫৫ | 198.175.62.19
  • D
  • byaang | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ০০:৫৪ | 122.178.207.11
  • অ, ঐজন্যে তোর সরস্বতীপুজোর ছবিগুলো অমনি উঠেছে? আমি তো দেখে ভাবছিলাম কী ব্যাপার, হুতো ন্যাড়া কবে হল!
  • aka | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ০০:৫৩ | 168.26.215.13
  • সদারে কুইজ দেই বিলি জিনের বিটটা কোন গানের ইন্সিপিরেশনে?

    - এটা মাঃজ্যাঃ র ওয়ান অফ দা বেস্ট পারফর্ম্যান্সেস।
  • kd | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ০০:৫২ | 59.93.198.246
  • এইটা শোনো -


    অরিজিনালটা -


    কেমন?
  • r2h | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ০০:৫০ | 198.175.62.19
  • আহা পারিনা বলে ঠোঙা পাকানো জামা পরছি যে।

    আরো কত কাজ করি আমি। সেই একটা সিনেমা বেরিয়েছিল, একটা লোক চুল কাটতো আর মাথায় হাত দিলে লোকের মনের কথা বুঝে ফেলতো, সেই থেকে আমার চুল কাটা শেখার খুব ইচ্ছে। তো কে আর রাজি হবে। তো এবার তার আট দশ বছর পর চুল কাটার যন্ত্র কিনে নিজেই নিজের চুল কেটে ফেলেছি। একটু বদখত ন্যাড়া ন্যাড়া চামচিকে চেটে দেওয়া মত হয়ে গেছে ঠিকই মাথাটা, লোকে খিল্লীও করছে, কিন্তু অভ্যাসে কিনা হয় কিনা হয় চেষ্টায়।
  • sda | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ০০:৪৫ | 117.194.193.14
  • নাঃ ওসব অপপ্রচার।
  • aka | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ০০:৪৩ | 168.26.215.13
  • সদা ভালো ছেলে, ফ্রেডির ফ্যান। আর ফেবুতে মাঝে মাঝে দেখি কিসব শক্ত শক্ত জিনিষ বানায় আর প্রেম করে। নেশা করার ভান করে।
  • aka | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ০০:৪০ | 168.26.215.13
  • তা প্রথম থেকেই যুদ্ধ করবি ধরে নিলে তো যুদ্ধ হবেই। একটু প্রেম প্রেম করে সব কাজ করলেই দেখবি সব মিটে গেছে।
    (আবার কনসালটেন্সি)
  • byaang | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ০০:৪০ | 122.178.240.206
  • তবে বোধহয় কাকিমা বলেছিলি। নাকি জেঠিমা?
  • sda | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ০০:৩৯ | 117.194.193.14
  • মাসিমা আবার কবে বল্লাম ?
  • byaang | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ০০:৩৯ | 122.178.240.206
  • আমিও একদিন হুতোর মতন গর্ব সে বল্‌তাম - আমি রান্না করতে পারি নে। রাস্তার মোড়েই একটা রেস্টুরেন্ত আছে, ওখান থেকেই দুবেলারটা আনিয়ে নাও। কেউ আমার সেই ""পারি না'' তে কানই দিল না। ঃ-(
  • byaang | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ০০:৩৭ | 122.178.240.206
  • সত্যি রে আকা। এই বইমেলায় মিঠু না সামরান কে একজন আমাকে সদাকে দেখিয়ে বল্লো - এই হচ্ছে সদা। আমি দেখি একটা পুঁচকে ছেলে ক্লাস টেন-ফেনে পড়ে বোধ হয়, ফনফনিয়ে লম্বা হয়ে গেছে। তাই আমি জিগালাম কোন ক্লাসে পড়িস। সদা আমাকে বলল - মাসিমা, আমি চাক্রি করি। আপনিই খুব রাগী রাগী লেখা লেখেন গুরুতে তাই না, মাসিমা?
  • r2h | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ০০:৩৫ | 198.175.62.19
  • আমি ইস্ত্রী করতে পারিনা। পাড়ার মোড়ে ইস্ত্রীওলা নেই বলে গত প্রায় একবছর ধরে ইস্ত্রী ছাড়া জামাকাপড় পরছি। এবং সেগুলো রিংক্ল ফ্রী ও নয় ঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত