এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • nk | ১২ ফেব্রুয়ারি ২০১২ ০৫:২৮ | 151.141.84.239
  • কাব্লিদা, আমার কত যে সিরিয়াস কোশ্নো ছিলো, কিন্তু সেই মারাত্মক টইয়ে ঢুকে একেবারে ক্লিন নির্মোহ ব হয়ে বেরিয়ে এলাম। ঃ-)
  • aranya | ১২ ফেব্রুয়ারি ২০১২ ০৪:২০ | 68.38.243.161
  • গুড পিজে, কাব্লি-দা ঃ-) ।
  • Tim | ১২ ফেব্রুয়ারি ২০১২ ০৩:২২ | 98.249.6.161
  • বেচারা বিনয়! এইজন্য বেশি বিনয় ভালোনা।
  • achintyarup | ১২ ফেব্রুয়ারি ২০১২ ০৩:১০ | 59.93.200.55
  • মামুর জন্যে আমার আপিসের একটি মণিপুরী মেয়ের গাওয়া রবীন্দ্রসঙ্গীতের দুখানা লাইনও রেখে যাইঃ

    ১। পাগলা হাওয়ার বাদল দীনেশ

    আর

    ২। আমার এই দেহ খানিকটা তুলে ধরো
  • achintyarup | ১২ ফেব্রুয়ারি ২০১২ ০৩:০৭ | 59.93.200.55
  • আরে! মামু জন্মেছিল নাকি? কি আশ্চর্য! শুভ জন্মদিন ইশেন। খুব ভাল থাক, ভাল লেখ, বাড়ির সামনে নলেন গুড়ের পুকুর হোক, আর জিলিপির টিলা ঃ-))
  • kd | ১২ ফেব্রুয়ারি ২০১২ ০১:৪২ | 59.93.254.175
  • অরণ্য, আমি ওখানে খাপ খুলিনি, তবে এটা তো ভাট, তোমায় উত্তর দিতেই পারি। শুনবে?

    ঈশ্বর অলৌকিক। কেন জানো? ঈশ্বর আশীর্বাদ দেন (অ্যাটলিস্ট তাই তো আমরা চাই)। উনি লৌকিক হ'লে তো লৌকিকতা চাইতুম।

    রেফঃ বিয়ের কার্ডের তলায় লেখা ""লৌকিকতার পরিবর্তে আশীর্বাদ প্রার্থনীয়''।

    এইটার ঠিক জায়গা পিজের টই। ঃ)
  • kd | ১২ ফেব্রুয়ারি ২০১২ ০১:৩২ | 59.93.254.175
  • টই ফুল বলে এখানেই লিখি।

    হুতো, একদম ঘাবড়িও না। কথামৃত বুঝতে গেলে বেশী বিদ্যেবুদ্ধি লাগে না। তবে যদি না বুঝতে চাও, তবে ন্যায়, সাংখ্য, সঅঅব পড়ে আসতে হবে।

    ঠাকুরের সেই পন্ডিত আর গোয়ালিনীর গপ্পোটা মনে করে দ্যাকো।
  • aranya | ১২ ফেব্রুয়ারি ২০১২ ০১:২৮ | 68.38.243.161
  • যা বলেছেন কাব্লি-দা, ঈশ্বর কি বা কে, কোন অলৌকিক ব্যাপার কিনা - এইরম এক্টা বোকা প্রশ্নও করেছি টইতে, উত্তর পাই নাই।
  • Abhyu | ১২ ফেব্রুয়ারি ২০১২ ০১:২৫ | 97.81.75.239
  • হ্যাবাড্ডি মামু



  • Tim | ১২ ফেব্রুয়ারি ২০১২ ০১:১৯ | 98.249.6.161
  • হুতোদাকে একটা ক দিতে গিয়ে দেখি টই স্যাচুরেটেড। এখানেই বলে গেলুম।

    গুরুর নির্মোহ ব সিরিজ চটি করে বিক্কিরি হোক। ;-)
  • kd | ১২ ফেব্রুয়ারি ২০১২ ০১:১৬ | 59.93.254.175
  • অরণ্য আজকাল খুব বোকা বোকা কোশ্নো করছে। মামুর নাম মামু কেন হ'লো জানে না, একে ওকে পুছোয়। আরে মামু মামীর বর, তাই মামু! সিম্পিল।
  • Tim | ১২ ফেব্রুয়ারি ২০১২ ০১:১৩ | 98.249.6.161
  • মামুকে হ্যাবাড্ডি। হেব্বি মজা কোরো, ভালো থেকো। ঃ-)
  • aranya | ১২ ফেব্রুয়ারি ২০১২ ০০:৩৬ | 68.38.243.161
  • হ্যাবাড্ডে তো বটেই, কিন্তু আমি এটাও জানতে চাই - মামুর নাম মামু হল কেন?
  • siki | ১২ ফেব্রুয়ারি ২০১২ ০০:২৬ | 122.177.201.225
  • মামুউউউউউউউউউউউউউউ, হ্যাবাড্ডি।

    দাড়ির দৈর্ঘ্যে জয় গোঁসাই হেরে যাক তোমার কাছে, এই শুভেচ্ছা জানাই।
  • pi | ১২ ফেব্রুয়ারি ২০১২ ০০:০৬ | 72.83.80.169
  • মামুকে হ্যাবাড্ডে। গোমেদের সবটা লাগে নাই। সেটাই পাঠিয়ে দিলুম :P
  • Bratin | ১১ ফেব্রুয়ারি ২০১২ ২২:৫৩ | 117.194.100.132
  • বেশ ভাটানোর মুডে আছি। কিন্তু প্রশ্ন হল আর কেউ আছে কি?
  • siki | ১১ ফেব্রুয়ারি ২০১২ ২২:২৭ | 122.177.201.225
  • সুরজকুণ্ডের মেলা ঘুরে এলাম। ফোটো আপলোডাচ্ছি।
  • kiki | ১১ ফেব্রুয়ারি ২০১২ ২০:২২ | 59.93.215.128
  • ব্রতীন,
    কড়া করে এক্কাপ কফি খাও।
  • kiki | ১১ ফেব্রুয়ারি ২০১২ ২০:২২ | 59.93.215.128
  • আমার কেমন একলা চলো রে কপাল। যেদিন আমি মামাবাড়ী তে বসে থাকি সেদিন আর কেউ কিছুতেই থাকবেনা। ধুত্তেরি।
  • Bratin | ১১ ফেব্রুয়ারি ২০১২ ১৯:২৭ | 117.194.100.89
  • আজকে দিনের বেলা ঘন্টা পাঁচেক ঘুমিয়েছি। ১২ - ১.৩০ আর ২.৩০ - ৬ ।

    তাই কী রকম ঝিমুনি লাগছে ঃ((
  • kiki | ১১ ফেব্রুয়ারি ২০১২ ১৯:১২ | 59.93.215.128
  • কুমু,
    তুমসে এ উম্মিদ নেহি থি। অ্যাঁ, শেষে তুমি, তুমিও আবাজ দিলা?
  • kiki | ১১ ফেব্রুয়ারি ২০১২ ১৯:১০ | 59.93.215.128
  • চিন্টু,
    আবাজ দিবিনে।ঃ(
    আর পিলে কোথায় থাকেরে? আমার ডান পাঁজরার নীচে কি একটা ব্যাথা হচ্ছে। কেউ যেন বাড়ছে।যত্তসব বাজে চাপ। এগুনো মিড লাইপ ক্রাইসিসের কেস কিনা কেজানে! আমি নাকি এখন সেটাতে ভুগছি। :O

    ডিডিদাদা সেন্নাইতে ফেক্টরিতে ঘুমিয়ে পরেছেন টিকটিকি গুন্তে গুন্তে।
  • kumu | ১১ ফেব্রুয়ারি ২০১২ ১৯:০৮ | 122.176.32.39
  • ডিডিদা বাড়ী চলে গেচে।বাস প্যাঁক প্যাঁক কল্লেই ডিডিদা তাইতে চড়ে বাড়ী চলে যায়।
  • kumu | ১১ ফেব্রুয়ারি ২০১২ ১৯:০৬ | 122.176.32.39
  • কিকি নিজেই বাচ্চা,তার ছেলে বড় হয় কেং কয়ে?
    পিলেই বড় হয়েচে,থানকুনি,গাঁদাল এইসব খেতে হবে বোধহয়,নাকি অন্য কিছু?
  • achintyarup | ১১ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৪৮ | 141.0.9.176
  • পিলে বড় হওয়াটা বোধ হয় খুব এক্টা আনন্দের ব্যাপার নয়। ডিডি আবার গেল কোথায়? নাটকটা সেশ হল ন যে
  • kiki | ১১ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৩৮ | 59.93.215.128
  • আমার ছেলে এক্ষুনি তার বিকেল ভ্রমন( ঠেলে পাঠাতে হয়, এমন ছেলে জম্মে দেখিনি। তার খেলতে ভাল্লগেনা, আসলে পারেনা হেবি আবাজ খায় )সেরে এসে বললোঃ

    সে নাকি এক ছেলে কুকুর এক মেয়ে কুকুর আর দুটো বাচ্ছা কুকুর দেখে এসেছে। তার মধ্যে বাবা কুকুর নাকি একটা মাংস এনেছে আর সবাই হুম হাম করে খাচ্ছে। আমি এমনতর হেপি কুকুর ফেমিলি এত বয়সেও দেখলুম না।ঃ(

    তারপর চাট্টি নতুন ফিগার বানিয়েছে বলে ভুঁড়ি দুলিয়ে অদ্ভুত কিসব নাচ দেখালো যেগুলো সেই মা জ্যা-র দ্বারা অনুপ্রানিত । তারপর আমাকে ঝিমাতে দেখে ( আর পাচ্ছিলাম না )মাথায় দুমাদুম মেরে, নাকের কাছে চেপে ধরে,ঘারের কাছে কিসব করে মাসাজ করে দিলো যে আরাম হয়ে গেলো। এখন মনে হচ্ছে ,ছেলে পিলে বড় হয়ে যাওয়াটাও মন্দ নয়।
  • kumu | ১১ ফেব্রুয়ারি ২০১২ ১৮:০২ | 122.176.32.39
  • ডক্টর কাদম্বিনী গাঙ্গুলী
    http://www.anandabazar.com/ravi.html
  • pinaki | ১১ ফেব্রুয়ারি ২০১২ ১৭:১৬ | 85.231.137.195
  • ঘোস্ট রাইটার চমৎকার লাগল। S এর মত আমিও রেকো করলুম।
  • kumu | ১১ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৪৬ | 122.176.32.39
  • ক্কে কইল ডিডিদা একলা আপিস কচ্চে?ক্কে?
    আমি যে গুরগাঁও ঘুরে এসে আপন সীটে কেতরে পড়ে আচি সেটা কিচু নয়,অ্যাঁ?ফিরতে রাত্তির আট্টা হবে তা জানেন?
    লাঞ্চ অব্দি হয় নি।
  • y | ১১ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৫৭ | 59.164.188.231
  • ঃ-B
  • dd | ১১ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৩৬ | 59.97.120.173
  • সখীরা একেবারে আত্মহারা,
    "এসো হে, হেসো হে, কেশো হে
    হেহে হেহে শ্বশুর জ্যাঠা, "(ঘুড়ে ঘুড়ে পাক খেয়ে খেয়ে সেকি নৃত্য)।
    এসো হাটে ঘাটে মাঠে আপিসে
    এসো কার্পেটে,এসো পাপোষে (লাইট চমকাচ্ছে, দ্রুত বাল্ব খুলে ফেলার হাত ঘুড়ানো)

    শ্বশুর জ্যাঠা এসো,এসো ননাস,ভাগিনা, মেসো এসো এসো

    জ্যাঠাশ্বশুর (আপ্লুত কন্ঠে, একহাতে দাড়ি চুমড়ে অন্য হাতে চাঁদ দেখিয়ে)

    "এই শনিবারও সেস হয়ে যাবে,
    আ আ আ , হা ও হা(গিটকিরি)
    সাঁঝের ব্যালায় যাবো পাবে"

    রাখাল বালকের দিগ্বিদিগ জ্ঞানশুণ্য হঠকারী প্রবেশ (যেনো মাওবাদী)

    "আমার লয়ো, হে জ্যেঠু,আমারে লয়ো"
  • dd | ১১ ফেব্রুয়ারি ২০১২ ১৫:২৬ | 59.97.120.173
  • এখন সংগীত (সখীরা, দল বেঁধে,খুব চেঁচিয়ে গাইবে)
    "আমার রঙীন উত্তরীয়, তুমি কয়ো না ধুত্তরিও।
    চলো আমাদের সনে
    চন্দন উপবনে
    সেথায় গহন স্বপনে আপনার মনে হয়োগো তুড় তুরীয়" (এখানে গলা গম্ভীর হয়ে আসে,এক আহত অভিমানের ছোঁয়া, লাইটো ম্লান হয়ে এসেছে)

    সহসা রাখাল বালকের বিকট প্রবেশ,ধেই নৃত্য

    'আমার শ্যামলী,ধবলী,জিমি,টিমি, ভুলো
    লাল কালো সব গরু ফরু গুলো
    কোথায় ভেগেছে, বলো মোরে বলো,
    রেখো না আমারে দাঁড়ায়ে।"

    কিন্তু সখীরা পাত্তা দেয় না। তারা নিজের মনেই অদ্ভুত সব অংগভংগী করতে থাকে। নিপীড়িত রাখাল বালক মাথা নীচু করে বার হয়ে যায়।

    জ্যাঠাশ্বশুরের প্রবেশ " গরুর খোঁজ যে সারাজীবনের ভাই। একবার পেয়ে গেলে আর হৃদয়ের কোথাও কোন ফাঁক থাকবে না। গরুতে ল্যাজেতে গোবরে মাখিয়ে দিয়ে যাবে তোমার সারা দিনের সময় খোঁজা সময়।"
  • phutki | ১১ ফেব্রুয়ারি ২০১২ ১৫:১৯ | 14.99.123.66
  • উহ্‌হ্‌হ্‌হ। নাজুক। এভাবে ভালোবেসে পিপিটি !
  • dd | ১১ ফেব্রুয়ারি ২০১২ ১৫:১২ | 59.97.120.173
  • বিরাট এক পিপিটির মালা গাঁথলেম আমি। সযতনে কুড়িয়ে আনলাম অযত্নে লালিত কতো ডেটা, তারা যেনো ফুটে উঠেছিল কাঠকুড়ানীর বেড়ার ধারে অবহেলায়। পুর্ণিমার আকাশে খুব ম্লান কোনো দখিনা নক্ষত্রের মতন।

    আমি ধীরে ধীরে একটি একটি করে সেই ডেটাকে সাজিয়ে তুললেম, তাদের রাঙিয়ে দিলেম এক্ষেল শীটে,একটি নাতি বয়ষ্ক ছোগরাকে ডেকে কপি পেস্ট করালাম তাদের।

    হীরে মাণিকের হার নয়,ও যেনো হেমন্তের অসাড়ে ঝড়ে যাওয়া পাতার মতন,ফুল্ল বাতাসে উড়ে যাওয়ার আনন্দেই তার বিকাশ। প্রথম বরষণের মাতোয়ারা মাটীর গন্ধেই সে আকুল। আমার ধুলি ধুসর পেজেন্টেশন।

    এখন সেটা শালা বুঝলে হয়।
  • phutki | ১১ ফেব্রুয়ারি ২০১২ ১৫:০২ | 14.99.123.66
  • ফেক্টরী নাহয় চলল। কিন্তু আপনি কি আজও দেওয়ালের কোণ পর্যবেক্ষণেই রত? নাকি আজ অন্য কোনো উপায় পাওয়া গেছে শনিবার কাটানোর?
  • dd | ১১ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৫৮ | 59.97.120.173
  • ন্না, ন্না, আপনেরা ঘুমান গিয়ে। অতোটা মাংস ভাত খেয়েছেন, এবার একটু গড়িয়ে নিন, একটু নাক ডাকান। আর উদিকে আম্রিগানেরাও ঘুমিয়ে পরেছেন, কতো আর ফুত্তি করা যায় ?

    আমার তো ফেক্টরী চলছে পুরো দমে। আমি একাই এই ভাটপাতায় পায়চারি করি আর ঢপকীত্তন গাই।
  • dd | ১১ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৫৫ | 59.97.120.173
  • একটি ব্রহ্মবাদী অবস্থান।
    খুব তূরীয়। ছ্যাপছ্যাপে গরমে আর স্নিগ্‌ধ হাওয়ায় কোনো তফাৎ থাকবে না, ইলিশ মাছ আর বেগুন পালিয়া(উইথ কারিপাতা) একই মনোভাব নিয়ে খাবো,আমার কাছে রাম অ্যান্ড কোক অথবা রাম অ্যান্ড ওরেঞ্জ জুসু, সবই এক রকম লাগবে।

    সোহং।
  • dd | ১১ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৪৫ | 59.97.120.173
  • থিওরিটিক্যালি তো সবই হয়, সবই সম্ভব।

    আমি আপিস বদলে দিলাম,বা আপিস আমায় বদলে দিলো। অথবা আমরা পরষ্পর ইনসেপেরবল থাকলাম কিন্তু সেন্নাই লংডং হয়ে গেলো।

    সবই মায়া। আমি ক্রমশঃই এক গাঢ় আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পরছি।
  • phutki | ১১ ফেব্রুয়ারি ২০১২ ১৪:২৭ | 14.99.123.66
  • ডিডিদাদা,
    আপিসখানা বদলানো যায় না? মানে সেন্নাইয়ের বাইরে কোথাও?
  • S | ১১ ফেব্রুয়ারি ২০১২ ১৪:১১ | 99.26.200.89
  • Ghost Writer দেখলাম। যারা যারা action less thriller দেখতে চাইছিলেন দেখে ফেলতে পারেন। বেশ জমাটিয়া সিনেমা, কিন্তু ধৈর্য ধরে শেষ অবধি দেখতে হবে
  • kelo | ১১ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৫৫ | 117.254.244.222
  • মামাটি মানুষের সরকার যে কলকাতায় এয়কেবারে আন্তর্জাতিক ভাষা মেলার উদ্বোধন করে ফেলেছেন, আপনারা সে খবর রাখেন?
    পর্শুদিন ব্রাত্যবাবু এর উদ্বোধন করেন-
    http://goo.gl/OWCzg
    ভাষা আন্দোলনের সঙ্গে ভাসা ভাসা যোগ থাকতে পারে ভীব সত্যজিত রায় অডিটোরিয়ামে গিয়ে দেখি ওসব কিছু নয়, কলকাতার যত ভাষা-ব্যবসায়ী ওঁত পেতে বসে আছে শিকার ধরার জন্যে। এটা চলবে আগামীকাল পর্যন্ত।

    কাল জাগো বাংলায় দেখলাম 'সুন্দর হবে সুন্দরবন' - দেখেশুনে আমার কেমন যেন ভয় ভয় করছে।
  • dd | ১১ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৩১ | 59.97.120.173
  • আম্রিগায় এখন শুক্কুরের রাত। চলছে পার্টী চলছে, চালাও পানসী বে এরিয়ায়। হুইস্কি ছল ছলাৎ।

    আর শনির অলস দুকুর এই দেশে,বাড়ী ম ম করছে মাংসের মৌতাতে। পোলাউ ও হবে। ঠান্ডা বীয়ার। জমবে।

    আমার কথা বাদ্দিন। আমি শ্রী ছেন্নাইএর শ্রীঘরে,নেক্স' দুই হপ্তাও এমনই চলবে। হরি হে।
  • k | ১১ ফেব্রুয়ারি ২০১২ ১২:৩৭ | 59.164.188.231
  • সিপিএমের (অপ?)প্পোচার, ওটা প্রথমে লেখা হয়েছিল "মা ডাকে - ঘেউ ঘেউ'। পরে এডিট করা হয়।
  • k | ১১ ফেব্রুয়ারি ২০১২ ১২:১৯ | 59.164.188.231
  • নাম
    মমতা বন্দ্যোপাধ্যায়
    ্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌

    তোমার নাম? হ্যালো হাই।
    বাবার নাম? সি ইউ বাই।
    মায়ের নাম? হাই ফাই,
    বোনের নাম? সুইটি পাই।

    যাচ্ছো কোথায়? ফেস্ট করতে।
    ফিরবে কখন? ঘুমঘুমোতে।
    খাবার মেনু? চিপস ঠান্ডাতে।

    শরীর কেমন? একেবারে স্লিম,
    শরীর চর্চা কর, আছে তো জিম।
    এতো রোগা? ওটাই তো ড্রিম
    অসুখ করলে? আছে মেডিক্লেম

    "এপাং ওপাং ঝপাং'
    ্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌

    এপাং ওপাং ঝপাং
    আমরা সবাই ড্যাং ড্যাং
    চলো দেখি কোলাব্যাং
    প্রজাতির কি আছে ঠ্যাং?

    এপাং ওপাং ঝপাং
    সুর ধরেছে পটাং
    ব্যাং ডাকে গ্যাং গ্যাং
    হাতির কতো বড়ো ঠ্যাং

    এপাং ওপাং ঝপাং
    পড়ে গিয়ে পটাং
    বাঁচাও বলে ঝপাং
    মুচকি হাসে এপাং।।

    কুমারী মমতা বন্দ্যোপাধ্যায়
  • lady purandar | ১১ ফেব্রুয়ারি ২০১২ ১২:০০ | 59.164.188.231
  • থ্যাঙ্ক ইউ
    ্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌

    কেমন আছো? থ্যাঙ্ক ইউ
    অভিনন্দন - থ্যাঙ্ক ইউ
    মা কোথায় - ঘেউ ঘেউ
    মানেটা কি? সাথে ফেউ
    ভর্তি হয়েছো - কলেজে কিউ
    ফর্ম তুলেছো - ফর্মটা ডিউ
    ধন্যবাদ - সি ইউ
    সাথে কে? বন্ধু পিউ
    ভালো থেকো - বাই বাই
    হরে কৃষ্ণ -- হ্যালো হাই।।
  • Hh | ১১ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫৪ | 59.164.188.231
  • e¡x, Hh¡l L¡ÏVz ¬æ¡CV ph¡C®Lz
  • S | ১১ ফেব্রুয়ারি ২০১২ ১১:৩২ | 99.26.200.89
  • TEST?
  • ridhhi | ১১ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৩৬ | 108.218.136.234
  • বা whodunit গোছের জিনিস? থ্রিল নেই নাকি?
  • ridhhi | ১১ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৩৫ | 108.218.136.234
  • যা: বাব্বা: , ঐ নয়ের /নিও-নয়ের ই:? না ও গুলো সাসপেন্স? বা যেগুলোকে বলে সাই: থ্রি:?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত