আরে কী জ্বালা ! কর্নারে গোল খেল বলে কর্নার করা যাবে না ? ফ্রিকিকে গোল হয় বলে ফাউল করবে না ? পষ্ট দেখছি বেকেনবাউয়ার কি বারেসি কি বাবলুদা সবাই ওটা কর্নারে পাঠাত, যত্ত দোষ শুধু -
byaang | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১০:০৩ | 122.178.229.3
আরে নেত্য সেই কর্নারের জন্যই তো অম্নি গোল খেল।
Netai | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৪৯ | 121.241.98.225
দুখেদা রাইটো। কর্নার করে দেওয়ার জন্য বিশ্বের কোথাও কাউকে এরকম দোষারোপ করার নিয়ম নেই।
byaang | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৩৯ | 122.178.229.3
দুখে, তাহলে দাদাদের কাছে তিনি চাঁটি খেলেন কেন?
dukhe | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৩২ | 202.54.74.119
বেঙী তো দেখি ফুটবলের কিসুই বোঝেন না । দিফেন্ডার কর্নার করলে দোষ হবে কেন ? ওকে বলবেন একদম ঠিক করেছে, ওখানে দুখে থাকলেও তাই করত। বাই দ্য ওয়ে, আমি রাইট ব্যাক।
byaang | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ০৯:১৫ | 122.178.229.3
আকা, কাল ঐ মর্মান্তিক হারার পরে দেখি, ছোট্ট ছোট্ট দুই হাতে মুখ ঢেকে গুম হয়ে বসে আছে, দেখে হাসিও পেল আবার মনখারাপ লাগল, চিয়ার আপ করতে আমি বল্লাম, ""অত মনখারাপ করতে হবে না, চল আজ ম্যাকডোনাল্ডসে হ্যাপি মিল খেতে যাবি?'' অন্য সময়ে এমন প্রস্তাবে হাতে চাঁদ পেয়েছে বলে নেচে উঠত। কাল মুখ ঢাকা দিয়েই বললা ""না। আমার একটুও খিদে পাচ্ছে না, ঘুম পাচ্ছে না, কান্নাও পাচ্ছে না, কিছুই পাচ্ছে না।''
আমি আর গুপি-দা তখন মোটামুটি ছোট মাঠ দাপিয়ে বেড়াই। রেঁনাস মিশেলের টোটাল ফুটবলের গ্রামবাংলার সংস্করণ তখন আমাদের খেলায়। না তখনও মারাদোনা ব্রেজিলের জায়গা নেয় নি। তখনও পাসারেল্লা,জিকো, সক্রেতিসরাই, ক্রুয়েফরাই নায়ক। আর সেই সদ্য আনন্দমেলায় পড়েছি টোটাল ফুটবল। তাই আমরা নিজেরাই নিজেদের ক্রুয়েফ, নিসকন বলি। আর মাঠের মধ্যে পাসের জাল বুনি। তা ছোটমাঠ সম্বন্ধে যাদের ধারণা নেই তাদের জন্য বলি। এই মাঠ হল যাকে বলে পুঁজিবাদের দান। একটি পূর্ণাঙ্গ মাঠে যখন বাড়ি হয় তখনই জন্ম হয় একটি ছোট মাঠের। ইভোলিউশনের নিয়ম মেনেই তখন আমাদের মতন ক্রুয়েফরা কমিয়ে নেয় গোল ও মাঠের সাইজ। যাইহোক এমন ছোট মাঠে খেলে যখন কনফিডেন্স একটা অন্য লেভেলে চলে গেল তখনই আমরা ম্যাচ দিলাম বড় মাঠে স্কুলপাড়ার সাথে। খেলার ফল হয়েছিল আমাদের পক্ষে ১-৭। তাও ওপাড়ার মেয়েরা আমাদের পক্ষ নিয়েছিল বলে গোটা পাঁচেক গোল কম দিয়েছিল। শেষে ওরা গোলের কাছে বল এনে মেয়েদের জিজ্ঞেস করছিল গোল দেবে কিনা। মেয়েরা না বললে আবার নিজেদের ডিফেন্সে বল নিয়ে যাচ্ছিল। সেই থেকে আমার মেয়েদের ওপর অগাধ সম্ভ্রম।
phutki | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ০৮:৫৬ | 14.99.55.179
আচ্ছা, মৈত্রেয় ঠিকঠাক উচ্চারিত হয়? নাকি সেটারও এমন কোনো ভার্সান আছে?
phutki | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ০৮:৫১ | 14.99.55.179
কি দারুণ বাচ্চাগুলো। আপনি তো আনন্দে থাকেন খুব। অ্যান্ড আই লাইকড দিস আদিত্তিয়া।
byaang | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ০৮:৪৫ | 122.178.229.3
এদিকে আবার রোব্বার পাড়ায় ফেয়ারওয়েল ক্রিকেট ম্যাচ। এক বন্ধু তার নাম আদিত্তিয়া, (আমি ভুলে গিয়ে প্রায়ই তাকে আদিত্য বলে ডেকে ফেললে, আমাকে আদিত্তিয়া উচ্চরণ শিখিয়ে দেওয়া হয়) তার বাবা ট্রান্স্ফার হওয়ায় তারা সপরিবারে কোলকাতা চলে যাচ্ছে, তাকে বিদায় জানাতে এই স্পেশ্যাল ক্রিকেট ম্যাচের আয়োজন। আজ বিকেলে তাই তাড়াতাড়ি ফিরতে হবে, ম্যাচের আয়োজন করতে। আর বন্ধুর ফেয়ারওয়েল গিফ্ট হচ্ছে, একটি বালিশ, যাতে সব বন্ধুদের গ্রুপ ফটো প্রিন্ট করা থাকবে। এই বালিশ দেওয়ার বুদ্ধি হচ্ছে করণ নামে একটি দশ বছুরের। কফিমগ, টিশার্ট বা মাউসপ্যাডে ফটো প্রিন্ট করানো নাকি সম্ভব নয়, বন্ধুদের সংখ্যা এত বেশি। ঃ-))
phutki | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ০৮:৪১ | 14.99.55.179
সুপা-ডুপা বয়। স্পিরিট অব গেমটা ধরিয়ে দিন। ১-৫ হলেও চাপ খাবে না। হেব্বি লজিক্যাল মানুষ তো!
byaang | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ০৮:৩৭ | 122.178.229.3
কালকের সকালের হোমম্যাচে জিতেছিলেন ২-০ য়ে। বিকেলে সেই রেজাল্ট এমন ট্রিপল-বুমেরাং হয়ে ফিরেছে, যে তিনি শোকে মুহ্যমান। বিকেলের অ্যাওয়ে ম্যাচে হেরেছেন ৫-১য়ে। ঐ যে ৫টা গোল খেয়েছেন তার একটা তো শুধুমাত্র ওনার নিজের দোষে। পরিষ্কার দেখলাম ওদের পা থেকে বল কেড়ে তিনি মাঠের বাইরে পাঠিয়ে দিলেন, কর্নার হল, আর ব্যাস অম্নি গোল খেয়ে গেলেন। বড় দাদারা রেগে গিয়ে তাকে চাঁটি মারল, মধুর সম্ভাষণ করল। বাড় ফেরার সময়ে জিজ্ঞেস করলাম ""হ্যাঁ রে তুই বলটাকে বাইরে পাঠালি কেন?'', উত্তর এল, ""কী করব তুমি দেখ নি ওদের চারজন স্ট্রাইকার আমাকে চারদিক থেকে অ্যাটাক করেছিল? আমি কাকে বলটা পাস করতাম? আমাদের টীমের আর কেউ কি ছিলা আমার সামনে? স্ট্রাইকারের পায়ে তুলে দিতাম কি? মাঠের বাইরে পাঠানো ছাড়া ওদের থেকে বল কেড়ে নেওয়ার কী উপায় ছিল?'', বল্লুম, ""কিন্তু সেই তো গোল খেলি, কর্ণার হল বলে'', তিনি রেগে উঠে জবাব দিলেন, ""ডিফেন্ডারের কাজ স্ট্রাইকারদের গোল করতে না দেওয়া, ওদের থেকে বল কেড়ে নেওয়া, আমি তো সেটা করেছি। গোলকীপারই বা গোল খেল কেন?'' এইসব কারণে আমার কাল ইন্টারনেট খোলা মানা ছিল, পাছে আমি এই লজ্জার খবর সবাইকে জানিয়ে দিই। আজ প্রচন্ড ভয়ে ভয়ে স্কুলে গেছেন, বন্ধুরা অ্যাওয়ে ম্যাচের রেজাল্ট জানতে চাইলে কী হবে, সেই টেনশন নিয়ে। ঃ-))
phutki | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ০৮:১৭ | 14.99.55.179
কিন্তু বেঙ্গালুরুর হোম অ্যাওয়ে ম্যাচের কি খবর?
hu | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ০৫:২৬ | 24.13.11.220
রক্সি বুম! জ্জিও তো!
Tim | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ০৪:৪৯ | 98.249.6.161
রকসিবুম খুবই ভালো খেলা। আমার কেয়ং মনে হয় ঐটা আর রক-পেপার-সিজার এর কনসেপ্টটা একই জায়গা থেকে নেওয়া।
বালুতট কাছাকাছি ছিল নে, অভিজ্ঞতা নাই। কেন গেলে কি বালুতটের কাঁকড়ারা কামড়ে দেবে???
hu | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ০৩:২৮ | 12.34.246.73
কেন কেন? কাঁকড়ার ঝোলে কি হয়?
hu | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ০৩:২৭ | 12.34.246.73
খেলাটা কেমন সেটা চন্দ্রিল লিখেছিল। ভুলে গেছি। রবিবাসরীয়তে ঐ নামেরই একটা প্রবন্ধ বেরিয়েছিল। সে আর এখন কেমন করে খুঁজে পাই। অর্পণ থাকলে ঠিক বার করে দিত।
aka | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ০৩:২৬ | 168.26.215.13
হাহাহা
(একে বলে ভদ্রতা)
rimi | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ০৩:২৪ | 168.26.205.19
কাঁকড়ার ঝোল খেয়ে খবর্দার বালুতটে হাওয়া খেতে যেও না কিন্তু।
amit | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ০৩:২২ | 18.60.12.108
কেমং খেলা??আমি কখনও খেলি নাই।এমনকি নাম ও শুনি নাই। পশ্চিমবঙ্গে খেলা হয়?
rimi | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ০৩:২১ | 168.26.205.19
আমারো এক ব্যপার। এখানে অ্যাকাডেমিকসএর চাকরির ইন্টারভিউগুলো খাসা, যেতে হয় ইন্টারভিউএর আগের রাত্রে, তখন একবার ডিনার খাওয়ানো হয়, পরের দিন ব্রেকফাস্ট খাওয়ানো হয়, লাঞ্চ ডিনার তিনটেই বিভিন্ন গ্রুপের জনতার সঙ্গে। শেষে পরের দিনের ব্রেকফাস্ট খাইয়ে বিদায় দেওয়া হয়। আমার বর্তমান চাকরিতে খাইয়েছিল চাইনিজ ডিনার, আমেরিকান ব্রেকফাস্ট, ইটালিয়ান লাঞ্চ, সাদার্ন বার্বিকিউ ডিনার - সবই এখানকার সবচে ভালো রেস্টুরেন্টগুলোতে। আর পরের দিন ভোর রাতে প্লেন ছিল, ব্রেকফাস্টের জন্যে একমাত্র অপশন ছিল ওয়াফেল হাউস।
বলা বাহুল্য, কোথাও ঠিকমতন খেতে পারি নি। ঃ-(
Tim | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ০৩:১৯ | 198.82.20.19
হ্যাঁ হ্যাঁ খেলার নাম। হেব্বি চাঁটানো যায়। রিফ্লেক্স ভালো হলে গুচ্ছ মস্তি হয়। ঃ-)
aka | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ০৩:১৮ | 168.26.215.13
হ্যাঁ আর মাঝে মাঝে ওয়ার্কিং মিটিং হয় সেখানে জেসন'স ডেলাই খেতে খেতে প্রাণ ওষ্ঠাগত।
amit | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ০৩:১৭ | 18.60.12.108
হুমায়ুন আহমেদ ঐ নামে একখান লিখেছেন ছোট্ট লেখা। দেশী বইতে পড়লুম। এই নাম টা কি কোনো খেলার নাম (হু আ পড়ে মনে হল) নাকি এমনি ই।
ক্রাব মিট এখানে এত্তো দাম যে কিনে খেতে গায়ে লাগে, অথচ দেশে যখন ছোট ছিলাম কাঁকড়ার ঝোল আর ভাত খেতে কি ভালো লাগত!
aka | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ০৩:১৬ | 168.26.215.13
আরো কত কি খাবার ছিল। ঃ((
Tim | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ০৩:১৬ | 198.82.20.19
আমার বর্তমান চাকরগিরির প্রিভিউ উইকে আমারও এরম হয়েছিলো। ক্ষি ভালো ভালো সব রেস্তোরা, ইদিকে কিচ্চুটি মুখে তুলতে পারিনাই। এখন সবেধন নীলমণি দুইখান পিকনিক। তাতে যথাসম্ভব খারাপ খাবার আনা হয়, এর চেয়ে চাট্টি বিস্কুট আর চা দিলেই পারে।
hu | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ০৩:০৩ | 12.34.246.73
আমার বর্তমান চাকরীর ইন্টারভিউ শুরু হয়েছিল লাঞ্চ দিয়ে। একটা মারাত্মক ভালো অরেঞ্জ ফিলে ছিল, ভেতরে ক্র্যাব মিট স্টাফ করা। শেষে টিরামিসু। কিছুই খেতে পারিনি। পরে চাকরী পেয়ে দোকান খুঁজে গিয়ে সেগুলোই খেয়েছিলাম ঃ-)
aka | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ০২:৫৫ | 168.26.215.13
একখান ফর্মাল মানে হাইলি ফর্মাল লাঞ্চে গিয়ে এমন ঘাবড়ে গেলুম যে ঠিক করে মাছ ভাজাটা খেতেই পেলাম না। খানিক মিষ্টি চা ছিল বলে পিত্তি রক্ষে হল। ফর্মাল মিটিং কেন লাঞ্চে ডাকে?
hu | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ০২:১৯ | 12.34.246.73
হ্যাঁ, এটা চন্দ্রিলের রবিবাসরীয়তে বেরনো লেখাগুলোর সংকলন।
amit | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ০২:০৪ | 18.60.12.108
চোন্দিল কি "রস কষ সিঙ্গারা বুলবুলি মস্তক" নামে কোন বই বের করেছে? কেউ পড়েছ?
Tim | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ০০:১২ | 198.82.20.19
হ্যাঁ হ্যাঁ আম্মো পড়েছি ছোটোবেলায়-
""কার বালা প্রাণ তরে""
nk | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১১ | 151.141.84.239
ম ব এর ক্রিকেট খেলা নিয়ে একটা লেখা বেরিয়েছিলো বহু বছর আগে, আসলে ঠিক ক্রিকেট না, ওনার আত্মস্মৃতিচারণ, একটা পূজাসংখ্যায়। কারুর মনে আছে? সে এ এ ই বাজপেয়ী আডবানীর রমরমা আমলের কথা, তখন বেরিয়েছিলো।
Du | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০৯ | 117.194.198.54
ডিডি বাঙ্লায় গানের একটা পুরোনো প্রোগ্রাম দেখাচ্ছে
dukhe | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০৯ | 117.194.227.143
ঈশানের নোবেলও কি চুরি হয়ে গেল ? সেটা বা চোরাই ল্যাপটপ কোথাও সস্তায় পাওয়া যাচ্ছে?
ppn | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০৬ | 122.252.231.10
ও তাও ঠিক। তাহলে চোরেদের জন্ম নিশ্চয় আগের সরকারের সময়ে। ঃ)
nk | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০৬ | 151.141.84.239
বলা যায় না, কোনদিন হয়তো কবিতা বেরোবে
"অঞ্জনা রঞ্জনা সঞ্জনা ফাইল চুরি কোরো না। "
সিরিয়াস, ফাইলপত্র বই খাতা, এসব চুরি করে কার কী লাভ?
Du | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০৫ | 117.194.198.54
সেরকম কিছু লেখেনি। কিন্তু বামফ্রন্টের ল্যাপটপ কি আর 'ওদের ঘেন্না করি' রা নিজেদের ঘরে রাখতে দেবেন ?
ppn | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০২ | 122.252.231.10
ল্যাপটপগুলো কি বামফ্রন্ট আমলে কেনা?
Du | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ২২:৫৯ | 117.194.198.54
ব্রতীন , ফাইলপত্র, প্রিন্টারের কার্ট্রিজ, খাতা, বই, ল্যাপটপও চুরি হচ্ছে মন্ত্রীদের ঘর থেকেও। আমি না, স্বয়ং দিদিই অর্ডার দিয়েছেন নজর রাখার ঃ)। তোমার কাছে আগে চুরি হত এমন খবর থাকলে গোয়েন্দাদের জানাতে পারো, তাহলে শুধু করিডরে ক্যামেরা লাগালেই হবে , ঘরে লাগাবার খরচটা বেঁচে যাবে হয়তো ঃ)
ppn | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ২২:৫৩ | 122.252.231.10
আর ইদিকে নজরুলও লিখে গেছেন ভোরবেলায় পল্লীবালা শিউলি কুড়ায়।
Ishan | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ২২:৩৯ | 122.248.183.1
ইকিরে ছোটো থেকে জানি বিমানবালা মানে মেয়ে। ঃ)
siki | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ২২:৩৮ | 122.177.201.225
কুড়ি দিল্লিবালী। মমুর জেন্ডার বায়াস গেল না। ঃ)
Ishan | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ২২:৩০ | 122.248.183.1
দিল্লীবালা? মানে কুড়ি? ঃ)
Bratin | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ২২:২২ | 14.99.136.89
সেই আগে তো চুরি কেউ করতো না। মমতা এসে চালু করলো ঃ-))
Nina | ১৫ ফেব্রুয়ারি ২০১২ ২১:৪৭ | 12.149.39.84
নেত্য ভিজে রাউফ লাল আর কাঞ্চা চান করে? এত নোংরা কেন তিনটেই, মানে দেখতে? আর ক' বাল্টি লাল রঙ গুলেছে পুরো সিন্মার জন্য?
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন