কমরেড পিনাকির সাথে নৈতিকভাবে ক। কিন্তু ঐ মিটিং, মিছিল, ধর্না কোন উপায় কি? এই একই জিনিষ চলে আসছে। শুনেছি কংগ্রেস আমলে এইভাবে সিপিএম মারত লোকে, সিপিএম আমলে কি হল সে আমরা নিজের চোখে দেখেছি, এখন কি হচ্ছে তাও দেখছি। যারা ক্ষমতায় যায় তারা পুরো সিস্টেমটা রিগ করে। পুলিশ নামক হাতের পুতুলকে ব্যবহার করে। যেমন বর্ধমানে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে তেমনই পুলিশ এককালে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিপিএমের মস্তানি দেখত। ধর্না, মিছিল, মিটিং এসব শর্ট টার্ম হতে পারে। লং রানে গণতন্ত্রের মেশিনারি - যেমন পুলিশ - গুলোকে ক্ষমতার অলিন্দ থেকে ইনডিপিডেন্ট না করতে পারলে সাধারণ মানুষের কোন সুরাহা হবে কি?
pi | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৮:২৪ | 72.83.80.169
পিনাকীদাকে ক। আর তৃণমূল নেতাদের এই গণরোষ দিয়ে জাস্টিফাই করার চেষ্টা অত্যন্ত আপত্তিকর। তৃণ হোক জন হোক, রোষের এই হিংস্র বহিঃপ্রকাশ ইটসেল্ফ যে একটা ঘৃণ্য জিনিশ, সেটা লোকজনের মাথায় কবে ঢুকবে ?
এবং সেই চারটের একটা জালির হয়ে ওকালতি করতে নেমেছে একটি কাগজ!
জালি ও কাগজটির নাম গেসের জন্য কোনও প্রাইজ নেই
ppn | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৩৯ | 202.91.136.71
কমঃ পিনাকীকে আপাতত বাংলার বিবেক (আনন্দ নয়) জাতীয় একটা উপাধি দেওয়াই যায়। সব কটা পয়েন্টেই ক দিলাম।
El d | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৩০ | 220.227.106.153
ppn ঠিক
এই মাত্র পার্থ চাটুজ্জে প্রেস ডেকে বললেন সিপিএমের চক্রান্ত ইত্যাদি !
বাংলা নিউজ চ্যানেল দেখুন
El d | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৭:২৬ | 220.227.106.153
পিনাকী আপনি বিমান বোস নিয়ে যে উদাহরণটি দিলেন তাতে একমত।
এটা তো ঠিক যে সিপিএম আমলে যখনই কোন তৃণমুল কর্মী আক্রান্ত হয়েছে মমতা ছুটে গেছে, ধর্না- ঘেরাও সব করেছে এবং সেটাই করা উচিত।
pinaki | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৭:২৬ | 138.227.189.8
হলে তো ভালোই। তবে এই বাজারে চারটে জালিকে রাজ্য কমিটি থেকে বাদ যে দিতে পেরেছে সিপিএম, সেটাই আমার কাছে সবচেয়ে বড় সাহসী স্টেপ।
pinaki | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৭:২৫ | 138.227.189.8
আমি সচেতন ভাবেই নভেম্বরের কথা বলেছি। সেদিনও মিছিলের উপর হামলা হয়েছিল। সাতজন তার পর থেকে নিঁখোজ।
demba ba | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৭:২৪ | 121.241.218.132
দুটো একটা মিছিলের কথা কই নাই। তবে আরো হবে, নিশ্চিন্ত থাকুন।
pinaki | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৭:২২ | 138.227.189.8
ডেম্বাবা, আপনি ব্যাপারটা দেখছেন ভিতর থেকে, আমি দেখছি বাইরে থেকে। ভিতর থেকে দেখে আপনার মনে হবে যা প্রতিবাদ আন্দোলন করা হয়েছে এই কমাসে - তা যথেষ্ট। বাইরে থেকে দেখে আমার অন্ততঃ তা মনে হয় নি।
কিছুই না, ধরুন এই বর্ধমানের ঘটনা। বিমান বসু কি পারবেন যতক্ষণ না দোষেদের ধরা হচ্ছে ততক্ষণ অব্দি অনির্দিষ্টকালীন ধর্না / অনশন চালু করে দিতে বর্ধমান শহর বা কলকাতার বুকে। নাকি একদিন বর্ধমান বন্ধ করে দায় সারবেন? আমি প্রতিবাদ বলতে বুঝি এরকম কিছু। আপনারা দুটো একটা সংগঠিত মিছিল হলেই খুশি। এটাই পার্সেপশনের তফাৎ।
তবে সব মিলিয়ে সিপিএম যে একটু নড়ে চড়ে বসার সুযোগ পেল, আমি ব্যক্তিগত ভাবে তাতে খুশি। তিনোমূলের এত অডাসিটি নেওয়া যাচ্ছিল না।
El d | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৭:২০ | 220.227.106.153
নাঃ পিনাকি ভুল বলছেন বা খুব ঠান্ডা মাথায় ইচ্ছাকৃত ভুল ব্যাখ্যা করছেন
বলেছি মিথ্যা প্রচার এটা শুধু একজন নন নানা জায়গায় অনেকেই বলে থাকেন
গুলিয়ে দেওয়া ছাড়ুন
demba ba | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৭:২০ | 121.241.218.132
নভেম্বর নয়, মার্চ। আর গণহত্যা শব্দটা এত লুজলি ব্যবহার না করাই ভালো। সকলকেই বল্লাম।
pinaki | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৭:১৪ | 138.227.189.8
আর এই নিজের বেলায় আঁটিশুঁটি পরের বেলায় দাঁতকপাটি স্বভাব থেকে সিপিএম (সমর্থক সহ) যদি বেরোতে না পারে তাহলে সুদিনের আশা তেমন না করাই ভালো। দুটো উদাহরণ দিচ্ছি। এল ডি কেমন জোশ নিয়ে বর্ধমানের ঘটনাকে 'গণহত্যা' বলে দিলেন। অথচ এই এলডিকে জিজ্ঞেস করুন নন্দীগ্রামে কি 'গণহত্যা' হয়েছিল ১৪ই নভেম্বর সূর্যোদয়ের সময়? দেখুন তো স্বীকার করেন কিনা? দুনম্বর হল, বক্তব্য ছেড়ে বক্তাকে গালাগালি দেওয়া। এখানে দেখুন কল্লোলদার নাম না করে তাঁকে মিথ্যেবাদী বানিয়ে দেওয়া হল। অথচ এই বিতর্কটা একটা পার্সেপশনের বিতর্ক। সত্যি মিথ্যার বিষয়ই নয়।
এলডি ভাই, তিনোমূল খুব খারাপ। বর্ধমানে যা করেছে ন্যক্কারজনক। কিন্তু আপনারা এই ব্যাপারগুলো থেকে বেরোন, যদি মানুষের থেকে ভালো কিছু প্রতিক্রিয়া/সমর্থন আশা করেন।
demba ba | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৭:১২ | 121.241.218.132
বিভিন্ন জেলায় অনেক প্রতিবাদ হয়েছে সংগঠিতভাবে। সে সব খবর কেউ দেখায় না, ছাপে না। সংগঠন পাশে নেই মনে করলে জেলা থেকে অত লোক সেদিন আসতো না। কলকাতায় অনেক পাড়ায় চাইলেই পাল্টা দেওয়া যেত - কিন্তু সেটা ভালো হত কি? আমরাই অনেকবার ঠেকিয়ে রেখেছি গত কয়েক মাসে।
তবে বুদ্ধবাবু আর বিমান বোসের যে যাওয়া উচিত ছিলো সেটা নিয়ে রাজ্য সম্মেলনেও অনেক ঝাড় দেওয়া হয়েছে - যেটার দরকার ছিলো।
El d | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৭:০৭ | 220.227.106.153
দেখুন সংসদীয় পদ দিয়ে বিচার করতে গেলে সুর্যকান্ত মিশ্রর ওপরে তো কোন নেতা নেই , তবে বুদ্ধ-বিমানেরও ডেফিনেটলি যাওয়া উচিত । কিন্তু 'তথাকথিত' প্রতিবাদীরাও বিবৃতি ছাড়া আর কিছু করেছেন কি ?
যে মিথ্যা প্রচারটা হত ৫ বছরে কিছুই বিরোধীতা করে নি বা এখন শীতঘুমের সময় সেটা বোধহয় ঠিক নয় অন্ততঃ ঘটনাক্রম তাই প্রমাণ করে।
pinaki | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৫৬ | 138.227.189.8
এল ডি, বহু জায়গাতেই এখনো কার্যত গর্তে সেঁধিয়েই আছে। যদিও এটা সিপিএম সমালোচনার সময় নয়, তবু বলি, সূর্যকান্ত মিশ্র বাদে কটা নেতা এলাকায় এলাকায় মার খাওয়া বা বাড়ীছাড়া কর্মীদের পাশে দাঁড়িয়েছে? শুধু তাই নয়, রিসেন্ট মমতা কিছু ভুলভাল করেছে বলে সিপিএম পাব্লিক রিএকশন বুঝে একটু গলা তুলেছে। নইলে গত সাত আট মাস কি পোতিবাদ আন্দোলন হয়েছে শুনি? শুধু তো প্রেস বিবৃতি আর মমতার ভুলের জন্য ওয়েট করা।
কল্লোলদা যে বলতেন খুব ভুল বলতেন বলে আমার অন্ততঃ মনে হয় নি, পাড়ায় পাড়ায় ক্যাডাররা যেভাবে গর্তে সেঁধিয়েছিল - তাই দেখে।
El d | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৪০ | 220.227.106.153
তবে এই মিটিং মিছিলে হামলা করে গণহত্যা আরেকটি মিথ্যা প্রচারকে মুখ লুকোতে বাধ্য করবে, সেটা হল কেউ কেউ নিরলস ভাবে মিথ্যা প্রচার করে গেছেন বামফ্রন্ট বিরোধী থাকলেই গর্তে সেঁধিয়ে যায় , আশা করি এই রক্তপাত অন্ততঃ তাদের সেই ইতিহাসবিকৃতি ঘটাতে পুনরায় সাহায্য করবে না।
demba ba | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৩১ | 121.241.218.132
চটে থাকারই কথা। কিছু না কিছু লেগেই আছে। ডিজগাস্টিং একটা সময় যাচ্ছে। কাগজ পড়ে অতটা বুঝতে পারবে না - কাগজে বড় খবর ছাড়া কিছু থাকে না। কিন্তু রোজকার জীবনে অসহ্য বিরক্তিকর ছোটখাটো ব্যাপার লেগেই রয়েছে।
de | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৬:২৭ | 203.197.30.4
ইস, ভিসি তো আমাগো ভাটের বু ভ :))
দমদির রেফারেন্সটা ভালো -- পড়ে দেখতে হবে!
siki | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৬:২১ | 155.136.80.36
নাঃ, সবাই চেইত্যা আছে। আচ্ছা, এলডিই সই ঃ-)
demba ba | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৬:০৭ | 121.241.218.132
মহাকরণ থেকে এখনো কোনো বক্তব্য রাখা হয়নি?
demba ba | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৫৭ | 121.241.218.132
আরে স্যার, নো রাগারাগি। শেষ লাইনটা বৃহত্তর অর্থে আর কি...হেঁ হেঁ...
মানে ৫ই ফেব্রুয়ারিও কিন্তু একটি প্রক্সির ব্যাপার ঘটিয়াছিল। এবং অপরাপর সাম্প্রতিক বিষয়েও উহা ইঙ্গিতে প্রতীয়মান।
vc | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৪৭ | 14.99.98.236
সরি বললাম যে? কাজটা ঠিক হয়নি মানছি। ভুল স্বীকার কজন করে বলুন তো?
d | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৪৬ | 14.96.165.175
৩৪, ৩০, (৩৪-১৬) ইত্যাদি নিয়ে লড়ে যাওয়া জনগণ এই 'প্রদোষে প্রাকৃতজন' বইটা পড়ে দেখতে পারেন।
Kaju | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৪৪ | 121.242.160.180
বাঃ ভিজ্যায়বাবু নিজেই তাহলে ২ঃ৫৭ এ নিজের ২ঃ৫৪ পোস্টে সায় দিলেন অজ্জিদ্দার বকলমায় !
দেখছেন তো প্রক্সি কেমন সর্বত্র বিরাজমান?
demba ba | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৪০ | 121.241.218.132
না না, এটা একটা অপোগন্ড। ছাত্রটা নেহাত ভালোমানুষ ছেলে।
d | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৩৯ | 14.96.165.175
"... শ্যামাঙ্গ তখনও প্রঙ্কÄলিত, লুন্ঠিত, বিধ্বস্ত পল্লীটির দিকে চেয়ে আছে।তার মনে কেবলই প্রশ্ন এরা কারা? একই স্থানে আঘাত হানে, একই গৃহে অগ্নি দেয়, একই পল্লীর মানুষকে হত্যা করে --- অথচ দুটি ভিন্ন দল --- এদের মধ্যে কি সত্যিই কোন পার্থক্য আছে?" প্রদোষে প্রাকৃতজন - শওকত আলী পটভূমিঃ লক্ষণসেনের পতনের ঠিক আগের বরেন্দ্রভূমি।
de | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৩৯ | 180.149.51.67
এই কি ডেম্বাবুর ছাত্তর? :)
vc | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৩৭ | 14.99.239.249
সরি দাদা, খচে গিয়ে মেরো না। দুপুর থেকে ক্লাস করতে করতে ঘুম পাচ্ছে বলে ফাজলামি করে ফেলেছি।
de | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৩৬ | 180.149.51.67
বাঙালীরা অতি বেশীমাত্রায় রাজনৈতিক হিংসাপ্রবণ!
El d | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৩৬ | 220.227.106.153
এল ডি বলে ডাকতে কি খুউব অসুবিধা হচ্ছে সিকি? ? ?
এত উতলা কেন ঃ) মায়াপাতার নাম মায়াপাতাতেই থাক না
siki | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৩২ | 155.136.80.36
এল কোটাল,
কেউই ধোয়া তুলসীপাতা নয়। এটা সহজ সত্য। সেদিনও ছিল না, সেদিনও বর্বর ঘটনা ঘটেছে। আমাদের জন্মের আগেও ঘটেছে। আজ আমরা এই সময়ে বাস করছি বলে আজকের ঘটনা আমাদের আন্দোলিত করছে বেশি, এই যা।
demba ba | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৩১ | 121.241.218.132
একটা খুব জরুরী ডিঃ
আমি গত আধ ঘন্টারও বেশি সময় নীচে ছিলাম আমার এক ছাত্রের সঙ্গে। এর মধ্যে demba ba নামের পোস্টের দায় আমার নয়!
siki | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৩১ | 155.136.80.36
আরে তাই তো! আবাপ-টা খ্যালই করি নি!!
ppn | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৩০ | 202.91.136.71
আহা, এল ডি রাগো ক্যানো?
আমি তো দেদি'র প্রশ্নের জবাবে বললাম। আর ওই যে সিকি বলল আমাদের জন্মের আগেও হত।
৩৪ বছরের উপসর্গ ছাড়া সোজা ভাষায় নিন্দা বোধহয় টেকনিকালি করা যায় না
আবার ৩৪ এর আগের ৩০ নিয়েও রেফারেন্স টানলে সুদূর অতীত হয়ে যায়
siki | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:২৮ | 155.136.80.36
দে, আবাপ-তে কোতায় ছাপল? দেখি নি তো?
siki | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:২৭ | 155.136.80.36
হ্যাঁ, এর আগেও চলেছে। কেবল হায়েনাগুলোর রং ছিল আলাদা। তারও আগেও চলেছে। আমাদের জন্মের ঠিক আগে আগে।
Kaju | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:২৭ | 121.242.160.180
কারা করেছে সে তো বোঝাই যাবে। তবে ইন জেনারেল বলি, কেউ বা কাহারা 'বায়স তব লইয়াছে কান' বললেই বায়সের দিকে তেড়ে না গিয়ে একটু দেখে নেবেন নিজের কানে হাত দিয়ে। বায়স লয় নাই কহিতেছি না, তবে না লইতেও তো পারে !
মনের বিচার বিবেচনার দরজাটি খোলা না রাখিলে আপনিও কিন্তু পার্ক স্ট্রীট কান্ডের মমতা।
ইহা অদ্যকার উক্ত বিষয়ের ঊর্ধে একটি কাল ও দল নিরপেক্ষ উক্তি। কোনো রঙে 'রাঙিয়ে দিয়ে যাও যাও গো' করিবেন না। ঃ)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন