এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • demba ba | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ০৯:০৭ | 14.99.193.134
  • অফিস খুললাম। বাড়িতে।
  • m | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ০৬:৫৮ | 50.82.180.165
  • আমি আসছি।
  • Bratin | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ০৫:২৭ | 14.99.110.212
  • কেউ আড্ডা দেয় না গো। ছেলে পিলে গুলো ক্যামন ধারা হয়ে গেল ঃ-((
  • m | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ০২:৫১ | 50.82.180.165
  • নতুন কিছু না।
  • Marshal Vodi | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ০২:৪৪ | 131.104.32.147
  • সক্কলে ভাল। সবাই বাগায় সবাই লাগায় সকলেরই হবে অন্ত, আজ যেই শিশু করিতেছে হিসু কাল ক্যালাইবে দন্ত
  • m | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ০২:৩৪ | 50.82.180.165
  • থ্যাংকিউ নিনাদি। সব কিছু গুছিয়ে নিতে আরো কিছুদিন সময় লাগবে।তোমরা ভালো তো?
  • Nina | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ০২:১২ | 12.149.39.84
  • m বেল্কাম ব্যাক! ঃ-)গোছগাছ হল?
  • m | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ০২:১১ | 50.82.180.165
  • আহারে!
  • marshal vodi | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ০১:৫৬ | 131.104.32.147
  • শান্তিনিকেতনে যারা বাড়ি করে থাকে সেই গাছহারামী আধ-ঢ্যামনা দের নিয়েই কবিগুরু পুরন্দর লিখেছিলেন তাঁর অমর কবিতা 'আজ্ঞাবহ দাস ওরে আজ্ঞাবহ দাস, সারাজীবন বাঁধলি আঁটি ছিঁড়লি বালের ঘাস' ...হায় হায়!
  • marshal vodi | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ০১:৫১ | 131.104.32.147
  • ঢেপসিরা পেপসিতে লাগায় চুমুক, যত বড় পাছা তার ইয়া বড় বুক!
  • Bratin | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ০১:৪৫ | 14.96.78.37
  • প্রজেক্ট নেই বস। লালা ঃ-))

    ৬ থেকে প্রজেক্ট শুরু।
  • m | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ০১:৪২ | 50.82.180.165
  • বাঃ, তোমাদের সত্যি ,পায়ের তলায় চাকাঃ))
  • Bratin | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ০১:৪০ | 14.96.78.37
  • দোলে যাবার ইচ্ছে। কিন্তু যে বন্ধু টার সাথে প্ল্যান কষি সে ব্যাটা আজকে USA পালিয়েছে।

    পরশু পুরী যাচ্ছি ক দিনের জন্যে।
  • m | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ০১:৩৯ | 50.82.180.165
  • তাইলে পুরী কবে যাচ্চো? নাকি ঘুরে এলে?
  • m | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ০১:৩৭ | 50.82.180.165
  • এমনিতে ঠিকই আছে,তবে পুরো গুছিয়ে বসতে আরো কটাদিন সময় লাগবে।
    তোমরা একটা সপ্তাহান্তে শান্তিনিকেতন যেতে পারোঃ)
  • Bratin | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ০১:৩৪ | 14.96.78.37
  • আচ্ছা। কেসি কে পাকড়াও করবো তবে। ইয়ে আমার সেই কবে থেকে যাবার ইচ্ছে। এবারে আরেক পিস বন্ধু কে ভুলিয়ে ভালিয়ে রাজী করেছি।

    তোমরা সেটল করে গেছো তো মোটামুটি?
  • m | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ০১:৩১ | 50.82.180.165
  • না ব্রতীন, যাওয়া হয় নি। মুর্শিদাবাদ নিয়ে ফান্ডা দেবার জন্যে কেসি আছেন তো- ভালো করে প্ল্যান ছকে দিতে পারবেন।
  • Bratin | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ০১:২৯ | 14.96.78.37
  • আচ্ছা মিঠু, তুমি কি মুর্শীদাবাদ গেছো? তাহলে একটূ ফান্ডা দিও তো। আমরা মার্চ মাসে যাবো।
  • pi | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ০১:২৭ | 128.231.22.249
  • সদা তো এবার আরেকটু লম্বা হয়েচিস, মনে হইলো য্যানো ঃ)
  • Bratin | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ০১:২৭ | 14.96.78.37
  • কেন ওজন কী কম হল? ওমন স্লিম চেহারা? ঃ-))
  • m | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ০১:২৫ | 50.82.180.165
  • ব্রতীন, একখানি ছবি লাগাইওঃ)
  • Bratin | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ০১:২০ | 14.96.78.37
  • ঃ-)) ইয়ে, আমার ইদানীং গায়ে পায়ে একটু মাংস লেগে ৭০+ হয়েছে।
  • sda | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ০১:১৮ | 117.194.205.37
  • হাড়ের ওজনটা কি ফেলনা নাকি ? কী দিনকাল, আমার সবেধন নীলমণি পঁয়ষট্টি কেজি নিয়ে কায়ক্লেশে বেঁচে আছি, ব্রতীনদা সেটুকুতেও ট্যাক্স বসাতে চায় ! ঃ))
  • Bratin | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ০১:১১ | 14.96.78.37
  • বাছা সদা, তুমি তো সিরিঙ্গে টাইপস। ৬৫ কেজি তে জল নেই তো??
  • sda | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ০১:০৩ | 117.194.205.37
  • আমাদের লাইনে WFH এর কন্সেপ্ট নেই ঃ(
    রোববার ডুব মেরে দিলেই সবদিক দিয়ে সুরাহা হত , কিন্তু পরের শনি-রবি মিলিয়ে একটা শান্তিনিকেতন টুরের প্ল্যানও আছে। সব মিলিয়ে বেশ চাপের পরিস্থিতি।
  • Bratin | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ০০:২৮ | 14.96.78.37
  • ইদানীং আমি খুব পেটুক হয়ে যাচ্ছি। এক কৌটো বিস্কুট নিয়ে ভাটাতে বসেছি। ঃ-))
  • Bratin | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ০০:২৭ | 14.96.78.37
  • দেবে তো । প্রতি বার ই দিয়ে থাকে।
  • sda | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ০০:২৬ | 117.194.205.37
  • পশ্চিমবঙ্গের জাতীয় উৎসব তো ! ছুটি দেবেনা ?
  • Bratin | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ০০:১৭ | 14.96.78.37
  • কবে থেকে বন্ধে আপিস ছুটি থাকে হে। ঃ-))তারপরে শনি বার আসতে হয়। তবে IBM এ মোক্ষম WFH ঃ-))
  • sda | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ০০:১২ | 117.194.205.37
  • দুপুর দুপুর অফিস গিয়ে শুনি কাল ছুটি দিচ্ছে। শুনেই মুখ দিয়ে অস্ফূটে বেরিয়ে এলো - বাঃ! তার পর শুনি যে রোববার আসতে হবে। বাঁ ঃ....
  • pi | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৫৮ | 72.83.80.169
  • :D
  • ppn | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৫৬ | 112.133.206.22
  • পাইদিদি ক্ষীসব কুটিল পোশ্ন করছে। বুঝি হে বুঝি সবই লেখা গছাবার ছল।

    ভাবছি আর পোশ্ন করলেই এইবার ফিফথ অ্যামেন্ডমেন্টের স্মরণ নেব। ঃ)
  • ppn | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৫৪ | 112.133.206.22
  • ছিল ম্যাটাডরে করে জনা তিনেক, আর দুটো মেয়ে লিফলেট বিলি করছিল। লাল টুপি পরে। শুনছিল ওই জনাপাঁচ ছয়েক। মোড়ের অটোস্ট্যান্ডে অটোওলা ভিড় জমিয়েছিল। চেনা একজনকে জিগিয়ে জানলাম কাল এরা কেউ অটো বের করবে না। কী করবে জিগ্গেস করায় বলল বউ অনেকদিন ধরে বলছে, কাল মন্দিরে নিয়ে না গেলেই নয়। ঃ)
  • siki | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৪৯ | 122.177.217.207
  • এদিকে আমি কাল আপিস যাচ্ছি না। তাজ্জন্য মায়াবতী বা ভুপিন্দার সিংহ হুডা কেউই আমার ছুটি কাটবে না।

    দুকুরে ডব্লুএফএইচ বাংক করে প্রগতি ময়দানে বইমেলা দেখতে যাবো। মুহাহাহাহাহা।
  • siki | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৩৯ | 122.177.217.207
  • দিল্লিতে হবে বন্‌ধ? আমি এইমাত্র জানলাম কালকের বনধটা ভারত বনধ।

    মিটিন তো কিছু হয় নি! বাজারের মধ্যে ভ্রষ্টাচার হটাও বলে একটা লোক চেঁচালে অবভিয়াসলি আরও পাঁচটা লোক ফিরে তাকাবে। তাই বলে কেউ কারুর কেনাকাটা থামাবে না, কেউ নিজের দোকান ফেলে রেখেও লাটক দেখবে না।

    সিপিএম, বা কাস্তে হাতুড়ি? দাঁড়াও, লাস্ট বোধ হয় দুহাজার চারে দেখেছিলাম সাত আটজন সিপিএম সমর্থককে রাস্তায় মিছিল করতে। তারপর গেল আট বছরে সিপিএমের পতাকাও দেখি নি, লোকও দেখি নি, পোস্টারও দেখি নি।
  • dukhe | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২৫ | 117.194.229.100
  • এই তো লুরু সিপিয়েমের জায়গির হল । উদিকে কানাডায় শুনলাম বনধ হচ্ছে না । উটি তিনোমুলের ।
  • Ishan | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৫ | 192.43.65.245
  • ভগবানের একি গেম
    লুরুর মোড়েও সিপিএম।
  • pi | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০৫ | 72.83.80.169
  • মিটিনে লোক কেমন হয়েছিল ? লুরু, দিল্লিতে বন্ধ কেমন হবে বলে মনে হয় ? সরাকারি ফতোয়া কি অন্য কোথাও জারি হয়েছে ?
  • ppn | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ২২:৫৫ | 112.133.206.22
  • আর আমি আজ খোদ লুরুর রাস্তায় সিপিয়েমের পতাকা উড়িয়ে মিটিন হতে দেখেছি। কাল বন্ধের সমর্থনে।
  • siki | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪৭ | 122.177.217.207
  • কাল উত্তরপ্রদেশের "আখরি চরণ'এর মতদান। নয়ডা গাজিয়াবাদ মীরাট বুলন্দশহর।

    এই কদিনে কী দেখলাম? বিজেপি একটা পথনাটিকা করছিল, সেখানে মেইনলি স্লোগান ছিল, নাটক ছিল না। কুল্লে পাঁচজন লোক।

    একবার দেখেছি পাঁচজন লোক মোটরসাইকেলে সপা-র পতাকা বেঁধে জিন্দাবাদ করছে।

    একবার দেখেছি পাঁচজন লোক মোটরসাইকেলে বসপা-র পতাকা বেঁধে জিন্দাবাদ করছে।

    একবার দেখেছি পাঁচজন লোক মোটরসাইকেলে কংগ্রেসের পতাকা বেঁধে জিন্দাবাদ করছে।

    ব্যস। কাল ভোট।
  • pi | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪৬ | 72.83.80.169
  • এবং , ঐ একই জায়গায়।

    দেশে এক্ষপি করতে গেলে কাকে নিয়ে করা যায়, ভাবতে হবে।
  • pi | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪৫ | 72.83.80.169
  • সিকি কি কেবল কনক্লুশনটাই পড়েছে ! x-(
  • siki | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪৩ | 122.177.217.207
  • এই রে ... এটা আবার কার নাম? আমি প্রথম শুনলাম ঃ-)
  • pi | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪০ | 72.83.80.169
  • পরের এক্ষপি টা করা উচিত, জোশুয়া বেলের নাম ধাম টাঙ্গিয়ে ওনাকে বাজাতে দিলে কী হয় দেখা। তাহলে বোঝার কিছুটা সুবিধা হবে। নইলে এখন অনে্‌কঅগুলো ফ্যাক্টর চলে আসছে।
  • m | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ২২:৩৮ | 50.82.180.165
  • কোলকাতায় হিমতাজ তেলের বিক্রি শেষ- সব শান্তি!
  • ppn | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ২২:৩২ | 112.133.206.22
  • দিল্লির কথা জানি না লুরুতে সকালে অফিস যাবার সময় এত স্ট্রেসড থাকে যে কানের সামনে গান বাজলে ঘ্যাঁক করে কামড়ে দিতে পারে। আমার বিশ্বাস কলকাতাতেও। ইহাই বাস্তব।
  • siki | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ২২:৩০ | 122.177.217.207
  • ... বিটিডাব্লু, আমাদের পাশের পাড়ার একটা স্কুল পরের বছর থেকে বাচ্চাদের ট্যাব কিনতে উদ্বুদ্ধ করছে। ট্যাবের মাধ্যমে তাদের শিক্ষাদান করা হবে।
  • pi | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ২২:২৯ | 72.83.80.169
  • আরে সিকি, এটা তো র‌্যান্ডম স্যাম্পেল। মিউজিক্যালি চ্যালেঞ্জেড তো কিছু অংশ থাকবেই। সে নিয়ে কিছু বলার নেই।কিন্তু ঐ র‌্যান্ডম স্যাম্পলে সবাই তো তাই না।

    আমি তো কোলকাতা কি দিল্লিতে হলে কী হবে বলে মনে হয়, সেটাই জিগালাম ঃ)
  • siki | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ২২:২৮ | 122.177.217.207
  • আপিসের তাড়া থাকলে যত ভালোই হোক, শুনব না। ততক্ষণ শুনতে পারি, যতক্ষণ না পরের ট্রেন আসছে।
  • pi | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ২২:২৬ | 72.83.80.169
  • প্রশ্নটা তো ভালো লাগার। কানে ভালো লাগলে শুনবো কিনা।

    পিস শুনে বুঝতে পারবো খুব বিখ্যাত ওক বাজাচ্ছেন, তবে শুনবো ?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত