এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • SS | ০১ মার্চ ২০১২ ১০:১৪ | 99.120.125.223
  • গুগল এর ওয়েব হিস্ট্রি বাই ডিফল্ট অফ করা রয়েছে দেখলাম। ঐ আর্টিকল টায় প্রথম কমেন্টটার সাথে একমত।
  • demba ba | ০১ মার্চ ২০১২ ১০:০৭ | 121.241.218.132
  • ওই লিঙ্কে পুরো পেয়ে যাবে।
  • siki | ০১ মার্চ ২০১২ ১০:০৬ | 155.136.80.36
  • জনস্বার্থে একটু শেয়ার করা হোক।

    আপিসে অবশ্য গুগলের অ্যাকাউন্ট পেজ ব্লক করা।
  • pi | ০১ মার্চ ২০১২ ১০:০০ | 128.231.22.249
  • ওকে। পেয়েছি। থ্যাঙ্কু। এইরকম সব স্টোর করে রাখা থাকতো কোনোদিন দেখিইনি !
  • demba ba | ০১ মার্চ ২০১২ ০৯:৫৬ | 121.241.218.132
  • ব্রাউজারের হিস্টরি নয়, গুগুল অ্যাকাউন্টে লগ-ইন করে সেখানকার ওয়েব হিস্টরি - সেটা আপিসে কী করে ডিসেবল করবে? এক যদি না আজ থেকে গুগুল করে দিয়ে থাকে।
  • pi | ০১ মার্চ ২০১২ ০৯:৫৪ | 128.231.22.249
  • আপিসের কম্পুতে তো হিস্ট্রি ডিলিট করার অপশনই ডিসেবেল্ড ? তাহলে ?
    এর থেকে কী কী হতে পারে ?
  • pi | ০১ মার্চ ২০১২ ০৯:৪৪ | 128.231.22.249
  • ইউটিউবে দেখছি এখন ফুল মুভি কেনার বন্দোবস্ত হয়েছে। অবশ্য জানিনা, অনেক আগে থেকেই থাকতে পারে। আমি আজ দেখলাম। ৭২ ঘণ্টার জন্য বাংলা মুভিগুলো কিনতে ৯৯ সেন্ট।

    গুগলের কেসটা পড়লে সামারি দিও।
  • aka | ০১ মার্চ ২০১২ ০৯:৪০ | 75.76.118.96
  • কি হয়েছে বলা খুবই মুশকিল, আমিও পড়ে দেখি ন্‌ক। কিন্তু ৩৫ জন অ্যাটর্নি জেনারাল অবজেকশন জানিয়েছে। তাতে অবশ্য গুগুলের কিছু যায় আসে না। সরকারের এত কাছাকাছি।
  • m | ০১ মার্চ ২০১২ ০৯:৩৯ | 50.82.180.165
  • আচ্ছা।
  • m | ০১ মার্চ ২০১২ ০৯:৩৯ | 50.82.180.165
  • *যাচ্ছো
  • Du | ০১ মার্চ ২০১২ ০৯:৩৯ | 117.194.197.236
  • নাঃ মিঠু।
  • m | ০১ মার্চ ২০১২ ০৯:৩৬ | 50.82.180.165
  • দু, দোলে শান্তিনিকেতন যাচ্চো?
  • pi | ০১ মার্চ ২০১২ ০৯:৩৬ | 128.231.22.249
  • কী হয়েছে ?
    ক'দিন ধরেই লগিন করতে গেলে কীসব বলছিল। পড়ে দেখা হয়নি।
  • aka | ০১ মার্চ ২০১২ ০৯:৩৫ | 75.76.118.96
  • সবার অগচরে গুগুলের প্রাইভেসি পলিসি বদলে গেছে। আজ থেকে।
  • m | ০১ মার্চ ২০১২ ০৯:৩৫ | 50.82.180.165
  • দময়ন্তী,হ্যাঁ,তোমাকে দেবার আগে আমি পুরো বইটা শেষ করে এসেছিঃ)

    নোবেলচোর দেখতে যাবে? যাও।বায়োস্কোপে এসেছে নিশ্চয়- সেই রাতবিরেতে ডার্টিপিকচার দেখে ফেরার কথা মনে পড়ে গেলো;)
    আচ্ছা,সেই মাছওলারা বসছে? কি মাছ পাচ্ছো আজকাল?
    রাস্তার মোড়ে ট্র্যাফিক সিগন্যালের সঙ্গে কমলা জ্যাকেট পরা ছেলের দল লাঠি হাতে যানশাসন করছে এখনো?
  • Du | ০১ মার্চ ২০১২ ০৯:৩৩ | 117.194.197.236
  • দ, এইতো তুমি। কাল আবহমানে দেখলাম - বিনোদিনীর অভিনয় ছাড়া নিয়ে একটা পলিটিক্সের আভাস দিয়েছে। মানে ঠাকুরের মৃত্যুতে তিনি অভিনয় ছেড়ে দিচ্ছেন এমন একতা রটনা তাকে অভিনয় ছাড়ানোর জন্য ব্যবহৃত হয় এমন বলেছে। এই বিষয়ে কি ওনার আত্মকথায় কিছু আছে?
  • pi | ০১ মার্চ ২০১২ ০৯:৩২ | 128.231.22.249
  • আগে গুগল ভিডিও তে অনেক সিনেমা ছিল। সেগুলো সব উঠিয়ে দিয়েছে। আগের সেই সাইট আর নেই।
  • pi | ০১ মার্চ ২০১২ ০৯:৩১ | 128.231.22.249
  • মেগাভিডিও ঠিকঠাকই। ডেইলিমোশন বিপজ্জনক।
  • pi | ০১ মার্চ ২০১২ ০৯:৩০ | 128.231.22.249
  • সিকি, কনফারমড হবার পর কী করছে ? ছোঁয়াচ বাঁচাচ্ছে টাঁচাচ্ছে ? এরকম এক পাবলিকের পাল্লায় একবার পড়েছিলুম। কে জানে, তার ঘর থেকে যাবার পর বোধহয় গঙ্গাজলে ঘর ধুয়েওছিল !
  • m | ০১ মার্চ ২০১২ ০৯:২৯ | 50.82.180.165
  • আমি ব্রেক কি বাদ টা ইউটিউবেই দেখলাম- খামচা মেরে মেরে-এইরকম দুষ্টু মিষ্টি প্রেমের ছবি দেখার বয়েস গিয়াছেঃ(

    পাই, আমি তোমার লিং খুলে দেখি নি,একটা সন্দেহজনক গন্ধ ছিলো।
    আর ইউটিউবে না, দুটো তিনটে সাইট ছিলো, যাতে ছবিগুলো রাখা ছিলো। সেইগুলো খুঁজছি।
  • Jhiki | ০১ মার্চ ২০১২ ০৯:২৭ | 219.83.85.197
  • ভগবতী = গরু
  • kiki | ০১ মার্চ ২০১২ ০৯:২৬ | 59.93.193.27
  • ভগবতী আবার কেমন খেতে? জিনিসটাই বা কি?

    যাগ্গে এবার একটা ঘ্যান ঘ্যানে মুড নিয়ে রান্না করতে যাই।

    ভগবান ! আবার যে কবে শিকার করে কাঁচা মাংস বা গাছ থেকে ফল পাকুর পেড়ে খাবার দিন ফিরে আসবে!
  • d | ০১ মার্চ ২০১২ ০৯:২৬ | 14.99.242.229
  • ও মিঠু, তন্ময়ের সেই কবিতার বইটা আমি আজ পড়ে শেষ করলাম। মানে সেই সেদিন থেকেই একটা দুটো করে পড়তাম, আজ হেঁটে এসে 'কী আছে জীবনে --- দুদিন বই তো নয়' ভেবে শেষ করে ফেললাম।
    তুমি কি শেষ করেছিলে?

    সবাই খুব 'নোবেল চোর' দেখতে বলছে। ভাবছি পরশু নাগাদ দেখে ফেলব। :-I
  • pi | ০১ মার্চ ২০১২ ০৯:২৪ | 128.231.22.249
  • চেনা পুরানো মুভি ইউটিউবেই অনেক আছে।
  • kiki | ০১ মার্চ ২০১২ ০৯:২৪ | 59.93.193.27
  • মিঠু,
    খিঁক!
  • siki | ০১ মার্চ ২০১২ ০৯:২৪ | 155.136.80.36
  • এদিকে কীভাবে যেন কথায় কথায় কাল বেরিয়ে গেছে আমি ভগবতী খেতে অস্বস্তি বোধ করি না। তারপর থেকেই আমার আপিস ক্যাবের সহযাত্রীরা কেমন সন্দেহের চোখে দেখছে আমায়। তিনবার কনফার্ম করেছে আমি ইয়ার্কি মারছি কিনা।

    ম্মা ...
  • pi | ০১ মার্চ ২০১২ ০৯:২৩ | 128.231.22.249
  • যে লিংক গুলো দিলাম, তাতে দেখা যাচ্ছে না ?
  • m | ০১ মার্চ ২০১২ ০৯:২১ | 50.82.180.165
  • চেনা বরকে যদি রোজ দেখতে পারি তাইলে প্রিয় নায়কদের মাঝেমধ্যে দেখলে ক্ষতি কি?সাইটটা খুলে একবার দেখুন না, কেমন লাগে!

    (ঝগড়া ঝগড়া ভাব আসছে)

    হিন্দিটা তো খোলাই গেলো নাঃ(
  • aka | ০১ মার্চ ২০১২ ০৯:১৭ | 75.76.118.96
  • চেনা মুভি আর কতবার দেখবে?
  • m | ০১ মার্চ ২০১২ ০৯:১৬ | 50.82.180.165
  • অভ্যু, বাংলা মুভি তো যা দেখছি, কোনো নাম ই চেনা ঠেকছে নাঃ(
    এহেন সাইট সাজেস্ট করার জন্যে তোমার সাতদিনের হাজতবাস নিশ্চিন্ত।
  • Jhiki | ০১ মার্চ ২০১২ ০৯:১৫ | 219.83.85.197
  • পিলায়ি গয়ি হুঁ।
  • siki | ০১ মার্চ ২০১২ ০৯:০৪ | 155.136.80.36
  • সক্কাল সক্কাল আমি জ্ঞান দেবই দেবো। দেবোই দেবো।

    পাই গাইলে পিতা মাতা কিস্যু হবে না, ওটা হবে ম্যায় পীতি নহী হুঁ, পিলায়ি জাতি হুঁ। ঃ)
  • kiki | ০১ মার্চ ২০১২ ০৮:৫৭ | 59.93.193.27
  • ব্রতীন,
    না নেই। আমি একাই যাবো।প্রথমে ভেবেছিলুম ট্রেনে চেপে পড়বো। যেখানে খুশী গিয়ে নামবো। ব্যাঙ একবার এরম কিছু বলেছিলো না। কিন্তু তোমার ও বলিহারি , বেড়াতে গিয়েও ল্যাপী নিয়ে বসে আছো। এবার কেয়াকে ব্যাঙের কাছেই ট্রেনিং নিতে পাঠাতে হবে দেখছি।
  • Bratin | ০১ মার্চ ২০১২ ০৮:৪৪ | 14.96.143.148
  • ইন্দ্রানী দি, কী খবর ? দেশ এবং দশের?
  • i | ০১ মার্চ ২০১২ ০৮:৩৪ | 137.157.8.253
  • নিশি,
    আজই লিখতাম। গতকাল উজানের যাত্রী পড়েছি। কনসেপ্ট, লেখা দুইই খুউব ভালো। আবার পড়ব। তারে বলে দিও।
  • Bratin | ০১ মার্চ ২০১২ ০৮:২৯ | 14.96.143.148
  • কিকি, তাহলে রবিবারের প্ল্যান ঠিক আছে? গ্রেট। এনজয় ঃ-))
  • nk | ০১ মার্চ ২০১২ ০৮:২৯ | 151.141.17.29
  • ছোটাই দিদি, সেদিন বলা হয় নি। নিশি তাকে বলে দিয়েছে যে তুমি দেখেছ। সে ভারী খুশি হয়েছে। এখন আশা আশঙ্কায় অপেক্ষায় আছে তুমি পড়ে টড়ে কবে বলো কেমন লেগেছে। ঃ-)
  • kiki | ০১ মার্চ ২০১২ ০৮:১৮ | 59.93.193.27
  • ভালো করে পড়ছি না। টিমকেও একটা গর্‌র্‌র্‌র্‌র্‌র্‌র।
  • kiki | ০১ মার্চ ২০১২ ০৮:১৭ | 59.93.193.27
  • ইন্দ্রানী,
    :P
  • kiki | ০১ মার্চ ২০১২ ০৮:১৬ | 59.93.193.27
  • ইন্দ্রানী আর যারা হেল্পালে থেঙ্কু তাদের। কেবল আকার জন্য গর্‌র্‌র্‌র স্মাইলী। তবে আমারো মনে হলো ভাগ্যি নাকের উপর দিয়ে গেলো। নইলে না পারতাম বলতে না গিলতে। ইদিকে আমার আবার সব না বল্লে ভাত হজম হয়না।:P
  • Tim | ০১ মার্চ ২০১২ ০৮:০৬ | 173.166.51.226
  • হুঁ, সেই দিল চাহতা হ্যায় এর সময়।
  • aka | ০১ মার্চ ২০১২ ০৮:০৫ | 75.76.118.96
  • আচ্চা এঅই আকাশেরই না ধুমধাম করে বিয়ে হল?
  • Tim | ০১ মার্চ ২০১২ ০৭:৫২ | 173.166.51.226
  • আরে রোব্বারের জন্য পোশ্নো ছিলো? তাইলে দুপুর দুটোয় ফাস ট্রেন। তবে তুমি ভোরবেলাতেও মেট্রো স্টেশনে চলে যেতেই পারো। ইন ফ্যাক্ট একটু সময় নিয়ে যাওয়াই ভালো। ছুটির দিন। মনে করে খপরের কাগজ জলের বোতল কমলালেবু আর চাট্টি ভালোমন্দ খাবার নিয়ে যেও।
  • aka | ০১ মার্চ ২০১২ ০৭:৪৩ | 75.76.118.96
  • তাও ভালো নাকেই রয়েছে, আর্লি রিয়ালাইজেশেন হেল্‌প্‌স। ঃ)
  • kiki | ০১ মার্চ ২০১২ ০৭:৩৭ | 59.93.193.27
  • ক্ষেই ঠিকঠাক কিস্যু কইলো না। তবে কি রোব্বার কোথাও যাবো না?

    ইদিকে সকালে লঙ্কা কেটে হাত ধুইনি। ভুলে সে হাতে নাক খুঁটতে গিয়ে কি জ্বলুনি যে সহ্য করতে হচ্ছে।নাকটাও কেমন জোকারের ন্যায় হয়ে যাচ্ছে। ঃ(
  • i | ০১ মার্চ ২০১২ ০৭:৩৫ | 137.157.8.253
  • ১। অচিন্ত্য কাল সন্ধ্যে ৫টা ৫৫ মিঃ গতে কাঁদ্‌ল কেন ?
    ২। রোব্বার মেট্রো দুপুর দুটো থেকে না?
    ৩। মার্বেল প্যালেস যেতে হলে মহাজাতিসদনে নামতে হবে না?
  • m | ০১ মার্চ ২০১২ ০৭:২৩ | 50.82.180.165
  • অমৃতা, যদি নীচের পোস্টটি দেখে থাকো, নামগুলো জানিও- কেন জানি মনে হচ্ছে তুমি কোনো সাইটের কথা বলেছিলে- বহুদিন আগের কথা, কিছুতেই মনে পড়ছে নাঃ(

    আগাম ধন্যবাদ
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত