সবচে হালত খারাপ বিজেপির। ভাগ্যিস নীতিন গাডকারী কাল ই হোলি খেলে নিয়েচে। সম্ভবত চতুর্থ স্থানে থেকে দৌড় শেষ করবে ইউপিতে। উত্তরাখন্ডেও ঝুলে আছে
Netai | ০৬ মার্চ ২০১২ ১২:০৮ | 121.241.98.225
মুলায়েম যে রেট এগুচ্ছে তাতে করে কং এর দরকার নাও পড়তে পারে। রাহুল বাবারে লইয়া মিডিয়ার এতো লম্ফ ঝম্প সব গেল জলে হায় হায়
Tim | ০৬ মার্চ ২০১২ ১২:০৮ | 98.249.6.161
রিদ্ধি এইটা ভালো পয়েন বলেছে (রেস করেচে?) ;-)
কথা হলো, এইযে আফনেরা যারা নতুন, তাদের কাছে এই যে বানী পৌছোচ্চে যে গুরু একটি আদ্যন্ত রাজনৈতিক ফোরাম, এটি একটি ডাহা মিথ্যে কথা। সেইযে কথায় বলেনা, প্রিটেনশন ইজ বেটার দ্যান কি য্যানো-- এইটাও সেইরকম। আমরা যখন পেত্থম আসি, তখন গুরু এইরকম ছিলোনা। দিব্যি নর্মাল, লিকছে-পড়ছে-খেলাধুলো কচ্ছে, ঘোর লাগার আগের মুকুল ধরের মত। গুরু এখন কিছুকাল যাবৎ রাজনৈতিক জোব্বা পরেছে বটে, আদতে তাহা একটি সরল স্বাভাবিক খচরামিরহিত ফোরাম ছিলো। স্ব স্ব ক্ষেত্রে সফল (রিটায়ার্ড ) নেতৃবৃন্দ, ব্যস্ত এবং/কিন্তু কিঞ্চিৎ বিপ্লববিলাসী লোকজনের হাতে পড়ে এই হাল হয়েচে। চিন্তা নেই, পুরোনো হয়ে গেলেই আফনেরাও এই ""পড়া পড়া খ্যালা''টা ধরে ফেলবেন। জোব্বাও পুরোনো হয়, সব দিনও সমান যায়না। তখন, বলতে নেই, মুকুলের মত একদিন ঘোরটা কেটেও যাবে। তদ্দিন এট্টু বসুন। চা টা খান। ঃ-)
d | ০৬ মার্চ ২০১২ ১২:০৪ | 14.99.177.102
মাইরি এই শোলা অউর শবনম টা এক্কেবারে পোষাচ্ছে না। কিন্তু যাই নাও বিরিঞ্চি নিও নি।
তুমি বরম 'ভজহরি' হয়ে যাও।
shola the mackem slayer | ০৬ মার্চ ২০১২ ১২:০২ | 121.241.218.132
গুগুল করে দেখে নেবে বারকোড কিনা, ব্যাস মিটে গেলো। গোটা পচ্চিমবঙ্গে এক পিসই আছে, ভারতেও হতে পারে - জানি না।
Bratin | ০৬ মার্চ ২০১২ ১২:০১ | 122.248.183.11
আমার আজ থেকে আবার আপিস জীবনে শান্তি নেই ঃ-((
siki | ০৬ মার্চ ২০১২ ১১:৫৭ | 155.136.80.36
জিতে গেছে অখিলেশ মায়াবতী পুরো শেষ।
siki | ০৬ মার্চ ২০১২ ১১:৫৬ | 155.136.80.36
বাবা অজ্জিত, ডমরুঢক্কাপটকানন্দ, একটা ভদ্রসভ্য গোছের নাম নাও না কেনে? তোমার না এক্কালে রেকর্ড ছিল নিজের নাম ছাড়া আর কোনও নামে কখনও লেখো নি বলে? এখন তো দেখি গেঞ্জি বদলাবার মতন করে নাম পাল্টাচ্ছো। ঃ-) আজ ডেম্বা, কাল শোলা, পরদিন শবনম, পরশু থার্মোকল ...
এত কি মনে রাখা যায় নাকি? ঃ-(
ppn | ০৬ মার্চ ২০১২ ১১:৫৩ | 216.52.215.232
অ।
shola the mackem slayer | ০৬ মার্চ ২০১২ ১১:৫২ | 121.241.218.132
মেয়ে কেন, ছেলেও দেখে। পরীক্ষা তো ছেলের, ফাইভ - মানে এবছর থেকে।
ppn | ০৬ মার্চ ২০১২ ১১:৫১ | 216.52.215.232
শোলার মেয়েও ডোরেমন দেখে!! বাহ বাহ।
আমার মেয়ের কাছেও তো এটা একটা ক্লাসটেস্ট। এদিকে তিনি হিন্দি বলতে শিখেছেন আর বাড়িতে সেটা এন্তার চালিয়ে যাচ্ছেন। বাবা মা হিন্দি জানে না কিনা!
ppn | ০৬ মার্চ ২০১২ ১১:৪৭ | 216.52.215.232
ল্যাদোষদা, লুরুতে এপ্রিল মে সামার। তারপরে গোলা ওয়েদার, জোলো বাতাস, ভদকার গ্লাস আর ব্ল্যাঙ্কেট।
Kaju | ০৬ মার্চ ২০১২ ১১:৩১ | 121.242.160.180
বাঃ সব মা-গুলো কেমন ছানাদের পরীক্ষা নিয়ে গপ্প লাগিয়েছে। বেশ বেশ। ঃ))
শোলা যেন কেমনতর! ঐ কুঁচির আবার পরীক্ষা কি? আমার টিনে খোকার ই বলে পরীক্ষা নিয়ে কোনো হেলদোল নেই। সে বলেই দেছে পড়াশুনা সে বড় হয়ে মোটে কর্বে না। কেবল গান কর্বে। এদিকে সে গান তো শেখেই না। উপরন্তু আজকাল আর গিটার এর গিটকিরি ও তেমন শুনতে পাই নে। কিছু না করেই গান করা যায় ভেবেছে হবে। ব্যানার্জীদের জেনারেশনের পর জেনারেশ্ন জ্বালিয়ে খেলো গো! এদিকে ভগমানের কাছে হাতজোড় ও করা হয় না। কার কাছে যে বিচার চাই।ঃ(
যাই, তিনি এসেছেন। পরীক্ষা দিয়ে। আমি ধন্য হয়েছি। এবার পরের পর খিঁচিয়ে জাই, চান কত্তে যা, খেয়ে নে এসব বলে। মাগোমা!
Du | ০৬ মার্চ ২০১২ ১১:২৭ | 117.194.198.22
ব্যাং, এটা হাইট ঃ)))))
byaang | ০৬ মার্চ ২০১২ ১১:২৫ | 122.167.224.145
দু, আমার কেসটা এট্টু অপমানজনক। আমি আগের বছর অব্দি হেব্বি এন্থু নিয়ে প্র্যাক্টিস পেপার বানানো, পাখিপড়া করানোর চেষ্টা করা ইত্যাদি করতাম। এবছরে ওনার ধরণধারণ দেখে আমি দুচ্ছাই, চুলোয় যাক বলে গা এলিয়ে দিয়েছি। তাতে তিনি আমাকে গম্ভীরমুখে বাণী শুনিয়েছেন ""আমি এরকম একজন মা-ই চেয়েছিলাম, এতদিনে তুমি হতে পেরেছ'' বলে।
shola the mackem slayer | ০৬ মার্চ ২০১২ ১১:২১ | 121.241.218.132
কোনো রিয়্যাকশন নাই, ইস্কুলে বলেছে পরীক্ষা মানে একটু বড় ক্লাস টেস্ট। তাই তিনি মনের আনন্দে ডোরেমন দেখা চালিয়ে যাচ্ছেন।
Du | ০৬ মার্চ ২০১২ ১১:২০ | 117.194.198.22
শোলা পরীক্ষা ব্যাপারটা নিয়ে কিরকম রিঅ্যাকশন তার?
shola the mackem slayer | ০৬ মার্চ ২০১২ ১১:১৭ | 121.241.218.132
প্রথম পরীক্ষা মানে জেবনের প্রথম পরীক্ষা। এদ্দিন তো পরীক্ষাই ছিলো না।
lcm | ০৬ মার্চ ২০১২ ১১:১৭ | 69.236.169.221
ওক্কে। কিন্তু, সামার তো জুন-জুলাই।
byaang | ০৬ মার্চ ২০১২ ১১:১৫ | 122.167.224.145
এলসিএম , লুরুতে নতুন ক্লাস শুরু হয় জুনে আর শেষ হয় মার্চে। দুমাস গরমের ছুটি।
lcm | ০৬ মার্চ ২০১২ ১১:১৪ | 69.236.169.221
অ্যাকাডেমিক ইয়ার শেষ তো জুন-এ। বা, ডিসেম্বরে - সেই আদ্যিকালে যেমন হত।
ppn | ০৬ মার্চ ২০১২ ১১:১৪ | 216.52.215.232
অ্যাকাডেমিক ইয়ার শেষ হচ্ছে।
byaang | ০৬ মার্চ ২০১২ ১১:১৩ | 122.167.224.145
দু আর কিকি আমাকেও দলে নাও। কবে শুরু হয়েছে ভুলে গেছি। পরের মঙ্গলবার শেষ। এদিকে তিনি ফাঁক পেলেই নবতম নেশা ডাব্লুডাব্লুএফের তাস (তার নাম স্ল্যাম অ্যাটাক্স) আর কম্পিউটারে অ্যাঙ্গরি বার্ডস খেলে চলেছেন।
lcm | ০৬ মার্চ ২০১২ ১১:১৩ | 69.236.169.221
এগ্জ্যাম, এখন?
lcm | ০৬ মার্চ ২০১২ ১১:১২ | 69.236.169.221
ধুস্, রিড্হি আসলে নন-ভেগ আলুচানা খুঁজছে, অথোবা, খুব দামী রাজুনৈতিক আলুচানা... ক্ষ্যাপা... পরশপাথর... ইত্যাদি....
ppn | ০৬ মার্চ ২০১২ ১১:১২ | 216.52.215.232
আমাদের শেষ পরীক্ষা। মার্চের লাস্ট উইক।
shola the mackem slayer | ০৬ মার্চ ২০১২ ১১:১১ | 121.241.218.132
আমাদের এই বছর প্রথম পরীক্ষা। এপ্রিলে।
Siddhartha Sen | ০৬ মার্চ ২০১২ ১১:১০ | 131.104.249.99
আর রিধু বাবু, বাঃ শ্রাঃ কাটান। মার্কেটে নতুন আইটেম এসেছে, কাহানী। সুজয় ঘোষ। শুনছি দুর্ধর্ষ হয়েছে
Du | ০৬ মার্চ ২০১২ ১১:০৮ | 117.194.198.22
কিকি তোমাদের কি পরীক্ষা আরো দিন আছে ? আমাদের আজ শেষ। অলরেডি কাল থেকেই পড়াশোনা বাদ দিয়ে দিয়েছে ঃ)
Siddhartha Sen | ০৬ মার্চ ২০১২ ১১:০৭ | 131.104.249.99
আহা, আমি পার্টির লোক ফোক নই..ইস্তেহার জাতীয় মাল দেখলে আমিও দৌড় লাগাই।
তবে চাড্ডি ওয়েবজিন ভ্রমণ করে যা পেলুম, তা হল, মোদ্দা কথায়, সকলেই সময় কাটাতেই আসে, নট দ্যাট এনিথিং ব্যাড ইন ইট। বগলে কমি পার্টির প্রোগ্রাম লুকিয়ে ভাট করার ভানটাও খুব কাজের নয়।
kiki | ০৬ মার্চ ২০১২ ১১:০৫ | 59.93.246.158
আমাদের এখেনে এই বসন্ত দিনে ক্যামন ধীরে ধীরে দুঃখী দুঃখী গান হচ্ছে।য্যামনঃ তোমার কাছে এ বর মাগি( দীর্ঘই নয়, জ্যানগ্যান খ্যাল কর্বেন) তোমার আমার সারাজীবন। ইঃ
ক্যামন একটা ঘুম ঘুম ভাব। ইদিকে কাল ছেলের বাংলা ব্যকরন পরীক্ষা। সারাবছর এই সাবজেক্ট টা ব্যাটা কেমন চোখে দেখতে পায় না। সাথে আমিও । এখন তো রীতিমত আমি তেনাকে পড়তে বসাতেও ভয় পাই। কিন্তু আজ আর উপায় নেই।আমার জন্য আপ্নেরা শোকসভা করুন।
lcm | ০৬ মার্চ ২০১২ ১১:০০ | 69.236.169.221
রিদ্ধিভাট
riddhi | ০৬ মার্চ ২০১২ ১০:৫৬ | 108.218.136.234
সিধু বাবুর ডিফেন্সে কিছু কথা।(নট দ্যাট হি নিডস ওয়ান)
সিধুবাবুকে আমি আসলে পুরো চিনে গেছি। দুটো পোস্ট টিপেই চরিত্র ক্লিয়ার। উনি হচ্চেন আমরা যাকে শর্টে বলি 'পার্টির লোক'। এরা জেনারালি খুব ভাল কিন্তু বোরিং ধরনের পাবলিক হয়। এদের দেখলেই আমাদের কাজ হল 'এই শোন, দুর্ধর্ষ ইন্টারেস্টি পয়েন্ট রেস করেছিস, একদিন জমিয়ে কথা হবে, কিন্তু এই পাচ মিনিটের মধ্যেই বৌদির সিজারিয়ান ডেলিভারি ' বলে পড়ি কি মরি করে পোদ উল্টে পালানো। এদের মধ্যে রিয়াল চালু লোকেরা প্রথমে তাই সিনেমা তিনেমার গল্প, দু চারটে চটুল জোক, কিচুটা শচীন-লারা করে একদম শেষের ঐ লম্বা ' আ-আ-চ্ছা, আঅসি তাহলে' র ফাঁকে একটা ইস্তেহার গুজে দেয়। যদিও সিদ্ধার্থ বাবুর মধ্যে এরকম ছ্যাচরা লেভেলের ছলা কলা আমি অন্তত দেখিনি। ( বাঃশ্রাঃ র নিয়ে ঐ ছেলেমানুষী শট টা ডিসকাউন্ট করা যাক)। তা কি দেখলাম?
উনি কি কিছু ইম্পোস করতে চেয়েছেন ? না। উনি কি একবারো বলেছেন যারা সানন্দা পড়ে , তাদের উল্টে ঝুলিয়ে চাবকানো হবে? না। উনি কোথাও বলেছেন, ভাটে পলিটিক্সঃপ্রেম রেশিও .33 নিচে গেলেই উনি সোজা চে কে কমপ্লেন কর্বেন? তাও না। উনি সিম্পলি বলেছেন গুরু নিয়ে তার মনে একটা আলোচনার মডেল ছিল, সেই প্রেডিক্শান মেলেনি। ওনার চললে ৯৫% টাইম পলিটিক্স নিয়ে কথা হত। এখানে পাপীকে জ্ঞান দেয়া ইত্যাদি কথা আসে কোত্থেকে? কাল যে রুশী লোক টার মৃত্যুদিবস গেল , তার খার সিধুবাবুর ওপর মেটানো কেন?
এর মধ্যে উনি একটা প্রশ্ন রেখেছিলেন।, 'ভাট আর তইয়ের ভয়েস এত আলাদা হয় কি করে?' এটা আমার হঠা'ত স্ট্রাইক করল , আমি প্রায়ী একি ভাষায় সেম প্রশ্ন করেছিলাম অনেকদিন আগে। যে কোন নতুন লোক এই প্রশ্ন টা করবে। গুরুর বাইরের মুখ, এট লিস্ট আমি যখন শুনেছিলাম, খুব খুব পলিটিকাল। ডাকসাইতে নকশালরা মধ্যরাতে ঘুরে বেড়ায় ইত্যাদি। তো এটা খুব ন্যাচারাল কোশ্চেন। সেটার উত্তর দেয়ার কোন এটেম্পট ই দেখলাম না। এই নয় যে উনি বা আমি ভেবেচিন্তে ধাঁধার টই ঘেটে সবে্চ জামাইঠকানো প্রশ্ন খুজে জব্দ করার জন্য দিলাম। হয়ে্তা এর উত্তর খুব সহজ হতে পারে, কিন্তু উত্তর দেবার তো অন্তত একটা প্রয়াস থাকবে।
ওনার পোস্ট পড়ে আমার দেজা ভু হল আমি একদা মেসেজ নিয়ে বাওয়াল দিয়েছিলাম। জুক্তি তর্ক থেকে কিছু কিছু পয়েন্ট ওয়েল টেকেন। কিন্তু এক্ষেত্রে উনি কি বলতে চান সেটাই উঠে এল না । বাঃশ্রাঃ একটু ভাল লেগেছে বলে এতখানি ?
এখানে আকা বাবুর একটা পয়েন্টে প্রবল আপত্তি । ১) পোস্ট করে কি হয় ইত্যাদি? তহলে তো দুনিয়াতে কোন রকমের কোন রাজনৈতিক আলোচনারি দাম থাকে না। ২) আর একটা পয়েন্টকে প্রবল সমর্থন, আলোচনার কাঠামো বা সলিউশান এর একটা চেহারা না দিলে পুরোটাই খুব ভেগ হয়ে যায়। কিন্তু 'পার্টির লোক'দের সাধরনতো এরকম একটা ধাঁচা থাকে, ভুল হলেও থাকে।
Siddhartha Sen | ০৬ মার্চ ২০১২ ১০:৫৪ | 131.104.249.99
Siddhartha Sen | ০৬ মার্চ ২০১২ ১০:২৯ | 131.104.249.99
আচ্ছা, নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা তে আশীর দশকের এক কিশোরী গায়িকাকে নিয়ে লেখা হয়েছিল একবার, যে তখন সেনসশন ছিল। সম্ভবত ওরা ভাই-বোন গান গাইত। সেই গায়ীকার নামটা মনে আছে?
shola the mackem slayer | ০৬ মার্চ ২০১২ ১০:২৮ | 121.241.218.132
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন