এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Sibu | ০৬ মার্চ ২০১২ ০৬:৩০ | 74.125.59.177
  • ডিপেন্ড করছে আকার বয়েস কত তার ওপরে। সাম্পানের কাছাকাছি বয়েস হলে করার তালিকায়। রিমির কাছাকাছি বয়েস হলে না করার তালিকায়।
  • aka | ০৬ মার্চ ২০১২ ০৬:২৪ | 75.76.118.96
  • কিন্তু কি দাত ব্রুর্শ করা কি করার তালিকায় পড়ে? নাকি না করার?
  • Sibu | ০৬ মার্চ ২০১২ ০৬:২১ | 74.125.59.177
  • এখন কথা হল আকা দাঁত বুরুশ করলে কি কি হতে পারে?
  • aka | ০৬ মার্চ ২০১২ ০৬:২০ | 75.76.118.96
  • আমাকে দাত ব্রাশ করতে হবে এট্‌তু বাদে। আপনাদের কথা জান্‌জ না।
  • Sibu | ০৬ মার্চ ২০১২ ০৬:১৯ | 74.125.59.177
  • প্রথমে ঠিক হোক কি কি করব না। এখন আমি কোড লিখব না। সারাদিন ঢের লিখেছি।
  • aka | ০৬ মার্চ ২০১২ ০৬:১৮ | 75.76.118.96
  • সে বড় কঠিন বিষয় প্রথমে জানতে হবে কি কি করব না, তারপরে কি কি করলে কি কি হতে পারে তার একটা জার্নাল, তারও পরে একটা ডাইরি করতে হবে। হ্যা ককি
  • Sibu | ০৬ মার্চ ২০১২ ০৬:১৫ | 74.125.59.177
  • গ্রেট। তো আমরা এখন কি করব?
  • Sibu | ০৬ মার্চ ২০১২ ০৬:১৪ | 74.125.59.177
  • তিমি কোথায় গেল?
  • Lama | ০৬ মার্চ ২০১২ ০৬:১৪ | 117.194.228.17
  • ম্যায় হুঁ না
  • aka | ০৬ মার্চ ২০১২ ০৬:১০ | 75.76.118.96
  • হ্যায়
  • Sibu | ০৬ মার্চ ২০১২ ০৬:০৭ | 74.125.59.177
  • কোই হ্যায়?
  • ... | ০৬ মার্চ ২০১২ ০৫:১৫ | 59.93.246.157
  • টেস্ট
  • achintyarup | ০৬ মার্চ ২০১২ ০৪:৩৬ | 59.93.240.141
  • স্লিভলেস বগলের ব্যাপারটা কিন্তু মাইণ্ডবগোলিং
  • m | ০৬ মার্চ ২০১২ ০৩:৫৯ | 50.82.180.165
  • ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে গেলেও আবার হা হা রব আসতে পারে- তাকে কাউন্টার করে তার দিকে আঙুল তোলার ইচ্ছে সকলের নাও থাকতে পারে।
    আর না করলেই লোকে যদি ভাবে সে জিতে গেছে-আমার কাউকে জিততে দিতে কোনো আপত্তি নেই। কিন্তু যে চুপ করে আছে, তাকে বারবার ধাক্কা দিলে সেও এক সময় ঘুরিয়ে একটা থাবড়া দেবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর ঢিল মারতে থাকলে একদিন পাটকেল খেতে হবে, সে কথা কে না জানে!
  • m | ০৬ মার্চ ২০১২ ০৩:৫৫ | 50.82.180.165
  • আজ্জো, জ্ঞান বিতরণ না করলে জানা যাবে কি করে কে উত্তম কে অধম। জানা যাবে কি করে আমার মহৎ হৃদয়, তুমি নরাধম।- কিন্তু অপাত্রে এই জ্ঞানের অপচয় কেন কে জানে? নিশ্চয় কোনো মহৎ কারণ আছে, যা আমার মত পাপীতাপী বুঝতে পারে না/নি।
  • Tim | ০৬ মার্চ ২০১২ ০৩:৪৬ | 198.82.19.177
  • বিলো দ্য বেল্ট, কারণ সেইসব অভিযোগকে কাউন্টার করতে গেলে ব্যক্তিগত অভিজ্ঞতার ঝাঁপি খুলে বসতে হয়। এবং পাবলিক ফোরামে সেটা করতে না চাইলে আর কোনভাবেই বোঝানো সম্ভব না, যে ক্রাইসিসটা (/গুলো) মাসীশাশুড়ির পিসতুতো জায়ের অসুখ বা নেটে বান্ধবীর সাথে কথা বলতে পাচ্ছিনা'র চাইতে ঢের জোরালো।
    কিন্তু এইসব তো আর খোলাপাতায় বলা যায়না, তাই মুখ চলতেই থাকে।
  • aka | ০৬ মার্চ ২০১২ ০৩:৪৩ | 168.26.215.13
  • ম, আমি নিজের মতন দু একটা জিনিষে জড়িয়ে অন্য অনেকের মতন। খুব বড় কিছু না। তারথেকে বেশি কিছু করার সামর্থ্য (টাকা), এবিলিটি(শ্রম) আপাতত কোনটাই নেই। আমি জানাব।

    কিন্তু ইন জেনারাল আগের পোস্টের বক্তব্যগুলোর উদ্দেশ্য বুঝতে পারলাম না। পাপী তাপীদের খানিক জ্ঞান দেওয়া ছাড়া।
  • m | ০৬ মার্চ ২০১২ ০৩:৪০ | 50.82.180.165
  • ডিঃ এতে করে কেউ ভুলেও ভাববেন না যে আমার 'ভালোকাজে' কোনো উৎসাহ আছেঃ)
  • Tim | ০৬ মার্চ ২০১২ ০৩:৪০ | 198.82.19.177
  • আরেকটা কথা বলে যাই। এই অমুকে কিস্যু কচ্ছেনা, তমুকে বসে বসে ভাট কচ্ছে, এগুলো খুবই বিলো দ্য বেল্ট মনে হয় একেক সময়। বিশেষ করে যখন জানতে পারি আমাদের মধ্যেই বহু লোক আছেন যাঁদের জীবনে খুব খুব খুব চাপ, দুঃখবিলাসে সময় নষ্ট করার উপায় তাদের নেই, বা বিপ্লবে আস্থা রাখতে গিয়ে আপনজনের তিলে তিলে মৃত্যু দেখতে যাঁরা অস্বীকার করেছেন তাঁদের।
    ভাট/টইয়ের দুটো পোস্ট পড়েই যদি শেষকথা বলে দেওয়া যেত তাইলে আর চিন্তা ছিলোনা।
  • m | ০৬ মার্চ ২০১২ ০৩:৩০ | 50.82.180.165
  • আজ্জো, কিছু কাজ আছে সত্যিই। করতে চাও?
    সে অবশ্য খুব ফলিয়ে গপ্পো করার না,- ভালো লাগলে জড়িয়ে থাকতে পারো। যদি উৎসাহী হও বোলো, সুবিধে মত ফোন করে কথা বলা যাবে।
  • Tim | ০৬ মার্চ ২০১২ ০৩:২৭ | 198.82.19.177
  • আকাদা বুইতেই পারেনি। পোস্তো করাও একটা কাজ। তোমারে গাল দিয়ে টলাতে পারলোনা, কিন্তু অন্য কেউ টলে গিয়ে কাজে নেবে গ্যালো। এতেও কিছু কাজের কাজ হলো, নাকি?

    ইন ফ্যাক্ট, আমারো অন্যকে অনুপ্রেরণা জোগাতে হেব্বি লাগে। কারো লাগলে বোলো।
  • Tim | ০৬ মার্চ ২০১২ ০৩:২০ | 198.82.19.177
  • আমি সদ্য একটা গল্প শুনলাম। একহাতে হ্যামলেট, একহাতে আপিসের ব্যাগ, আর অন্যহাতে ট্র্যাশের বস্তা নিয়ে বাড়ি ফেরার গপ্প।
  • aka | ০৬ মার্চ ২০১২ ০৩:১৫ | 168.26.215.13
  • আর মোদ্দা কথা বলে যাই। আমি পাপী তাপী লোক আমাকে একশ খানা গাল দিলেও আমার কিসু যায় আসে না। মেটিরিয়ালিস্টিক দুনিয়ায় নিজ ও আপন জনের পিঠ বাঁচাতে প্রবল ভাবে ব্যস্ত। ওসব গাল ফাল দিয়ে আমারে টলাতে পারবেন না।

    কিন্তু যদি সত্যিই কিসু করার কথা মাথায় আসে, তাহলে পজিটিভ আইডিয়া দিন না। এই ওমুকে তমুক কেন করল না, সব উচ্ছন্নে গেল জাতীয় কথা বলে খানিক আত্মশ্লাঘা অনুভব করা ছাড়া আর কি হতে পারে বুইলাম না। এতে প্রমাণিত হল আমি খুব পাপী তাপী, সো? হোয়াট নেক্সট?
  • m | ০৬ মার্চ ২০১২ ০৩:০৮ | 50.82.180.165
  • আমি তো কিলিয়ার বুঝেছি। গোয়েন্দা দীপকের মত- একহাতে ভুবন, অন্যহাতে খাগের কলম আর তৃতীয় নয়ন গুরুতেঃ)
  • aka | ০৬ মার্চ ২০১২ ০৩:০২ | 168.26.215.13
  • সে না হয় বুইলাম আমরা পাপী তাপী লোক, কিন্তু যাঁরা সত্যিই এসব কাজ করেন তাঁরা সেসব ছেড়ে বিরাট বিরাট পোস্তো করার সময় পান কোত্থেকে?
  • Tim | ০৬ মার্চ ২০১২ ০২:৫৭ | 198.82.19.177
  • ভালো কাজ করনের হময় নাই, আর ভাট করতাসো?
    কিংবা,
    এত লোক খেতে পরতে পায়না, রোগে মরে, খুন হয়, আর তোমরা খাওয়াদাওয়ার গল্প করো? ছিঃ
    কিংবা
    মানসের এত দুঃখ, আর উঁয়াদের দ্যাহো। গজদন্তমিনারে বইস্যা চব্বিতচব্বন করে। হ্যারে ধিক!

    হোলিয়ার দ্যান ইয়েদের লজিক।

    (আকাদার জন্য ওল টেস্টিমেন থেকে টুকে দিলাম)
  • aka | ০৬ মার্চ ২০১২ ০২:৪২ | 168.26.215.13
  • কি জ্বালারে বাবা। গুরু করে সমাজ উদ্ধার টেকনিকালি কি করে সম্ভব বোঝা যাচ্ছে না।

    মানে আমি এখানে একটা পোস্ট করব আর কারুর একটা অপারেশন হয়ে যাবে? ওদিকে দাউদ আর এদিকে ওবামা ছাড়া আর কারুর এ ক্ষমতা তো নেই।

    দাবীটাই ঠিক কিলিয়ার হল না।
  • holier than thou | ০৬ মার্চ ২০১২ ০১:৫৬ | 168.26.205.19
  • কি কান্ড!!! কত্তো কম্পিটিটর রে বাবা !! পালাই .. এখেনে থাকলে আমার নামটাই বদলে যাবে ঃ-((
  • suddhasatya | ০৬ মার্চ ২০১২ ০১:৫০ | 117.194.236.109
  • পড়লাম সিদ্ধার্থবাবু। সিপিএম-এর লোক তৃণমূলের শিকার। এমন ভাবেই তৃণমূলের লোক সিপিএম-এর শিকার। আবার আরো সব লোকজন আছেন যাঁরা শিকার করেন বা হন। এখন তা বলে আমি মাছভাজা উলটে খাই একথা বলতেই হবে আমাকে? সারাক্ষণ সিরিয়াস কথা বলতেই হবে? জীবনে রিক্রিয়েশন নেই? হা হা হা হা হা...

    পাই-ও দেখলুম খুব চাপ নিয়েছেন। আরে গরীব লোক রেগুলার মরে। খুন হয়, এমনি এমনি মরে, মরে গিয়ে মরে যায়, মরতে মরতে মরে যায়, বাঁচতে বাঁচতে মরে যায়। জনসংখ্যা, আমার মতন রিক্রিয়েশন করার সুযোগ এদের নেই বলে, নাকি বেড়ে যায়। সরকারী কন্ডোম-কান্ড এসব। কোনো আওয়াজ নেই এই নিয়ে? অ্যাঁ? শুধু আমার একটু হালকা আসরে আপনারা খালি কাঠি দেবেন? বাড়ি থেকে অফিস থেকে পাড়া সর্বত্র আমি কি চাপে থাকি জানেন? আমি কি সে সব বলতে গেছি আপনাদের?

    পারবেন আমার ছোট পিসের মেজ মামাশ্বশুরের সমস্যার সমাধান দিতে? আমাকে কি চাপ নিতে হচ্ছে সে কারণে জানেন? নিয়ম করে রাতে ঠিক আটটার সময়ে ফোন করে খোঁজ নিতে হচ্ছে পদিপিসীর কাছে। ডাক্তার আসে দেখতে পিসেকে। পিসী কথা বলে রিপোর্ট ন্যান। আমার তখন একটু বসার সময়ে সারা সপ্তাহ হাড়ভাঙা খাটুনি খেটে। খেতে পারিও না জানেন। গলা একটু এদিক ওদিক শুনলেই পিসী জ্ঞান দেবে। বাবাকেও বলবে ছোটকুকে দ্যাখ, আবার মদ খাচ্ছে। বাবা বজবজ করবে ছদিন ধরে ফোন করে করে। যত্তসব! আপনি জানেন এই করে ঐ সময়ে নেট-এ আমি বান্ধবী (একদম নতুন)-র সঙ্গে একটু কথাও বলতে পারি না। পরে বলা যায় না কেননা বৌ তখন সিরিয়াল দ্যাখে মন দিয়ে সেই ফাঁকে যা ইন্টুসিন্টু।

    শুনুন, সেই গান আছে না আমাদের রবি ঠাকুরের? শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা? তবে? হ্যাঁ তাবলে কি আমি কথা বলিনা, দেশের এবং দশের বড় বিষয়ে আমি পিছিয়ে থাকার লোক নই। আমি বলি। ন্যানো থেকে নন্দী, সিঙ্গুর থেকে সমাজতন্ত্র সব নিয়েই বলি। কিন্তু সব ছোটখাটো বিষয়ে আমি কথা বলবো ক্যানো। উইথ ন্যানো অর উইদাউট ন্যানো, ক্যানো?
    গান্ডে-পিন্ডে লোক জন্মাচ্ছে, মরছে। খুন-জখম-অপঘাত-অপুষ্টি-অম্বল সবেতেই। তো? আমি কি করবো? আমি কি সরকার? আমি কি নিজেরটা না খেয়ে অন্যেরটা খাই? আমি কি সরকারকে বলি নাই সামলে চল, জনতা জনার্দন। আমি কি বলি নাই করিও না আমাদিগে মর্দন? কত্যবার বলেছি। কেউ শোনেনা, কেউ শোনেনা। তবু এখনো তেমন তেমন ভাব এলে বলি বই কি! হে আমার দেশের মাটি তোমার পায়ে ঠেকাই মাথা।

    আরে মশাইরা এগুলো মেটাফোরিক্যাল। মাথা মাটিতে ঠেকাতে গেলে হাঁটু, কোমর সব একসঙ্গে বিদ্রোহ করবে। আরে এই চেয়ারে বসে এতক্ষণ লিখছি তাতেই কোমর ধরছে না? তার চেয়ে দু-লাইনে আমি কিঞ্চিত খিল্লি দিচ্ছি এবং নিচ্ছি তা আপনাদের সইছে না? আমার বাড়া ভাতে ছাই? আপনারা কি নন-মধ্যবিত্ত (উচ্চ এবং নিম্ন মিশিয়েই) ভাই? শ্রেণীসংগ্রামে মত্ত মদন এবং মিত্র-ও নন? আপনাদের কি জানা নেই যে প্রতিদিন এমন অজস্র কেস, খুন ইত্যাদি হয়ে চলেছে এই দেশে যা আপনাদেরও জানার সীমার বাইরে? একটা কেস নিয়ে এত্তো হাঁফাচ্ছেন? অত্তো অত্তো কেসে মাথা দিলে আমি উন্মাদ হব না? আপনি হবেন না? রাজা-উজির কথায় মারা যত্ত সহজ তা ঠিক সহজ না বুঝে যাবো না চোখে আঙুল দিয়ে? আমার কি কোনো বিবেক নেই? বিবেকানন্দ আমার প্রাণ জানেন? রবীন্দ্রনাথ মান? এর পরে আমি সামলাতে পারবো ওসব বুঝে গেলে? আইন আমার কথায় চলেনা, আইন আইনের কথাতেও চলে না বুঝে গেলে আমার তখন কি করার থাকবে? আমার কোথায় থাকবে সন্মান? কেন নেব আমি আত্মদহন?

    বাব্বা, কি কথা! আত্মদহন? য্যানো ঋতুপর্ণ-র সিনেমা। বেশ শব্দ মাঝে-সাঝে লিখি যা হোক কিন্তু! অ্যাঁ, তাই না?

    যাক সে কথা! আমি স্রেফ বুঝছি না, বুঝবো না। শুনছি না, শুনবো না। ভাট করতে এয়েছি তাই করবো। এ আমার ব্যাক্তিস্বাধীনতা। তাতে হস্তক্ষেপ মানে, বুঝে নিন।

    [আমিও কিঞ্চিত খিল্লি নিলাম। ধারে খেলাম বলে কেউ শোধ দিলে দুঃখু পাব। পৃথিবীতে এসেছি, কিছু তো রেখে যাব, নাকি? আমি ধার রেখে গেলাম। হা হা হা হা হা...]
  • Tim | ০৬ মার্চ ২০১২ ০১:৪৯ | 198.82.19.177
  • সিদ্ধার্থবাবু,
    এসকেপিজম কিনা জানিনা। একটা কথা কই, শোনেন। কে আসছের থেকেও বড়ো ব্যাপার, কখন আসছে। যখন প্রবল বিবেকদংশন ( পড়ুন বস আসেনি), কিংবা আত্মগ্লানি ( পড়ুন সিরিয়ালটা একেবারেই টানছেনা) তখন আমরা খানিক বিপ্লবটিপ্লব করি, লিখে ফাটিয়ে দিই আরকি। আবার যখন বস ফিরে আসে, কিংবা সারাদিন সিনেমা দেখে চোখ টাটায়, তখন আমরা খানিক হাল্কা ভাট করতে বসি।
    গুরু থেকে দেশ ও দশের উপকার হতেই পারে, তবে সেটা বাই প্রোডাক্ট। অক্কুট ফেসবুক থেকেও সেরম হয়টয় বলেই শুনি। গুরুকে তাদের চেয়ে বেশি কিছু বা হোলিয়ার কিছু ভাবার কারণ নাই।
    আমি অবিশ্যি সব সময়ই ভাট বকতেই আসি, কিন্তু এক্ষেপশন প্রুভস দ্য রুল না কি য্যানো বলে, আমি হচ্ছি সেই।
  • holier than thou | ০৬ মার্চ ২০১২ ০১:৪৫ | 168.26.205.19
  • সব্বোনাশ, আমার একজন কম্পিটিটর এয়েছে গুরুতে ঃ-(
  • Siddhartha Sen | ০৬ মার্চ ২০১২ ০১:৪৩ | 131.104.249.99
  • এটা জব্বর বলেছেন। সেটা ঠিকই।

    কিন্তু তাহলে আমাদের এত ভাট, এত আলোচনা, সেগুলো কি শুধুই একটা এসকেপিজ্‌ম বলছেন? মজা করচি না, সিরিয়াসলি জানতে চাইছি। গুরু তে নতুন, এবং অন্য ধারণা ছিল। ভাটের আলোচনাগুলো পড়ে একটু ধাক্কা খেয়েছিলাম বলতে পারেন
  • Tim | ০৬ মার্চ ২০১২ ০১:৪২ | 198.82.19.177
  • তাও তো সম্রাট অশোকের জাঙিয়ার গল্পটা বললাম না। উপমার গল্পটাও বললাম না। এগুনো সব জমিয়ে রেখেছি।
  • Tim | ০৬ মার্চ ২০১২ ০১:৪০ | 198.82.19.177
  • শোষার জন্য আবার কেউ লাগে নাকি? জেবনই শুষছে যারে সাদা বাংলায় বলে লাইফ সাক্স।
  • byaang | ০৬ মার্চ ২০১২ ০১:৩৭ | 122.178.202.51
  • তিমির মেনু দেখে আমি হিংসেয় জ্বলেপুড়ে গেলাম।
  • Tim | ০৬ মার্চ ২০১২ ০১:৩৬ | 198.82.19.177
  • মেনু বলবো? বেশ তো। আমি কিনা ছেনছিটিব, তাই ভাবছিলাম সকলে দুঃখু পাবে। ঃ)

    মেনু ১ঃ কাবাব ফ্যাক্টরিতে বাফে।
    মেনু ২ঃ স্যামন কাবাব, চিকেন কাবাব (অন্যরকম), ভেজ পকোরা, জিরা রাইস, ঘিয়ে ভাজা পরোটা, বাটার চিকেন এইসব। শেষে পেস্ট্রি।
    মেনু তিনঃ চায়নাটাউনে স্পাইসি ফ্রায়েড শ্রিম্প, এবং নুডল।
    মেনু চারঃ খিচুড়ি, বেগুনি, ডিমের পকোরা। শেষে সামান্য চকোলেট দেয়া মাফিন।
  • Siddhartha Sen | ০৬ মার্চ ২০১২ ০১:৩৬ | 131.104.249.99
  • আপনার আবার কি কাজ মহায়? পার্ক স্ট্রীট কান্ডে এত খিস্তি খেয়েও শিক্ষা হয়নি?
  • moral police | ০৬ মার্চ ২০১২ ০১:৩৪ | 168.26.205.19
  • দেখুন সিধুবাবু, কাজটা আমার, আপনার নয়। দয়া করে নাক গলাবেন না।
  • Siddhartha Sen | ০৬ মার্চ ২০১২ ০১:৩৩ | 131.104.249.99
  • কে কাকে শুষে্‌ছ?
  • Tim | ০৬ মার্চ ২০১২ ০১:৩০ | 198.82.19.177
  • এর একটাই উত্তর হয়ঃ সোসন
  • Siddhartha Sen | ০৬ মার্চ ২০১২ ০১:২১ | 131.104.249.99
  • না এটা আমার সিরিয়াস প্রশ্ন, টই-এর ভয়েস আর ভাটের ভয়েস এত আলাদা হয়ে যায় কি করে? এক-ই ব্যাক্তির ক্ষেত্রে?

    না কি আমাদের এ পোড়া জাতির ভাগ্যাকাশে পলিটিকাল কারেক্টনেসের এতই রমরমা যে যেখানে যেরকম হাওয়া, সেই হাওয়ার সাথে তাল মিলিয়ে চলতে হয়?
  • kk | ০৬ মার্চ ২০১২ ০১:০৯ | 107.3.243.18
  • আমি এখন একটা উত্তাল ঝাল সব্জি মসালা দিয়ে আধ কাপ ব্রাউন রাইস খাচ্ছি। এর পরে নারকেল-মাছ খাবো। দেখো, কেউ না জিজ্ঞেস করতেও মেনু বলে দিলাম।
  • pi | ০৬ মার্চ ২০১২ ০১:০৬ | 72.83.76.34
  • বেশ ঃ)
  • kk | ০৬ মার্চ ২০১২ ০১:০৬ | 107.3.243.18
  • পাই, দিয়ে রেখো। আস্তে আস্তে করবো। এতদিন ছুটি কাটিয়ে ফিরে কি আর সে'রম সময় হবে? তবে ফাঁকেফোকরে যা পারি করার চেষ্টা করবো অখন। মার্চের ১৫'র পরে নতুন কোর্সে ভর্তি হবো। তখন আর সময় পাওয়া ভার হবে। কাজেই এখন যা পারি আর কি।
  • pi | ০৬ মার্চ ২০১২ ০১:০২ | 72.83.76.34
  • কলিদি, সময় হলে বলো। তোমার জন্য অনেক কিছু জমে ঃ)
  • kk | ০৬ মার্চ ২০১২ ০০:৫৯ | 107.3.243.18
  • আহা টীম, একটি ডিতেলেই নয় মেনুটা বলতিস। খেয়ে তো নিয়েছিস। এখন তো আর আমি নজর দিলেও কোন ক্ষতি হবেনা?
  • sda | ০৬ মার্চ ২০১২ ০০:৫৯ | 117.194.193.252
  • আবহাওয়া বড়ই উত্তপ্ত। সিপিয়েমের চক্রান্তই হবে নির্ঘাত। গান শোনেন -
  • Siddhartha Sen | ০৬ মার্চ ২০১২ ০০:৫৬ | 131.104.249.99
  • রেফারেন্সঃ খান্ডবদাহন
  • Tim | ০৬ মার্চ ২০১২ ০০:৫৬ | 198.82.19.177
  • স্লিভলেস ভয়েসোভার?
  • Tim | ০৬ মার্চ ২০১২ ০০:৫৫ | 198.82.19.177
  • কলিদি,
    শুক্কুরবার কাবাবটাবাব এবং শনিবারের বৃষ্টির দিনে খিচুড়ি-বেগুনি-ডিমের বড়া সহ দুর্বার ভাট হলো। ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত