এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • byaang | ০৬ মার্চ ২০১২ ১০:২৩ | 122.167.224.145
  • দুখে, নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা?
  • m | ০৬ মার্চ ২০১২ ১০:২২ | 50.82.180.165
  • ব্যোম!!! না না, একটা অন্য কোনো নাম আছে।
  • dukhe | ০৬ মার্চ ২০১২ ১০:২২ | 202.54.74.119
  • ব্যোম । অনিন্দ্য (চন্দ্রবিন্দুর) লিখেছে।
  • m | ০৬ মার্চ ২০১২ ১০:২০ | 50.82.180.165
  • আচ্ছা বাড়ির ছাদে সেই যে একটা পায়রা বসার মাচা বসানো থাকতো আকাশপানে মুখ করে- ওটাকে কি বলতো?
  • El d | ০৬ মার্চ ২০১২ ১০:০৬ | 220.227.106.153
  • ঐটাকে মনে হয় বলতো তেঁতুল সোটা

    উল্‌স!
  • lcm | ০৬ মার্চ ২০১২ ১০:০৪ | 69.236.169.221
  • দু, ঠিক ঠিক। বড় বোতলটা শেষ হতে চায় না।

    দুখে, তোর কেসটা কি করে। শেষে কি না পাইখানা শেয়ারের গপ্পো শুরু করলি...
  • shola the mackem slayer | ০৬ মার্চ ২০১২ ১০:০৪ | 121.241.218.132
  • সিএনজির দাম বাড়লো দিল্লীতে, ভোট শ্যাষ, এবার গ্যাস/তেল সবের দাম একে একে বাড়বে।

    আর আগামী দশ তারিখ থেকে ট্রেনের টিকিট কাটা ১২০ দিন আগে থেকে হবে। এজেন্ট আর টিকিট ব্ল্যাকিং-এর পোয়াবারো। কোনো আম পাবলিক চার মাস আগে থেকে প্ল্যান করে রাখতে পারে না।
  • El d | ০৬ মার্চ ২০১২ ১০:০৪ | 220.227.106.153
  • হ্যাঁ সে ভাবলে তো কলকাতায় ৫ বছর পরে হাজরা মোড়ে অভিষেক হার্ডওয়্যার দোকানটিরই বা ভবিষ্যত কি? এতগুলো কর্মচারী.... রং মিস্ত্রি.....
  • Du | ০৬ মার্চ ২০১২ ১০:০২ | 117.194.198.22
  • এল সি এম , একটা ছোট বোতল আছে। না বললে দোকানীরা বড়টাই দেয় এখন।
  • m | ০৬ মার্চ ২০১২ ১০:০২ | 50.82.180.165
  • পাতলা শুনে মন মন্দিরের দিকে ধাইলে খুব মুশকিল।পাতলা মুসুর ডাল, পাতলা আমের টক,আর পাতলা মাছের ঝোলঃ)
  • byaang | ০৬ মার্চ ২০১২ ১০:০২ | 122.167.224.145
  • দু, ঃ-)
    আমি প্রথম একটা গোটা থাম্‌সাপ একা খেয়েছিলাম ক্লাস টুয়েলভের টেস্ট চলাকালীন। স্ট্যাট পরীক্ষার সময়ে এক বন্ধুকে আমার পাশে বাসিয়ে আমার খাতা ঠেকে হুবহু টুকতে দেওয়ার জন্য ওটাই ছিল আমার ফি। ভেবে দেখুন আপনারা মাধ্যমিকের আগের টেস্ট থেকে উচ্চমাধ্যমিকের আগের টেস্টের মধ্যে আমার কী উত্তরণ ঘটেছিল!
  • dukhe | ০৬ মার্চ ২০১২ ১০:০১ | 202.54.74.119
  • চারজনে যদি কমোড শেয়ার করতে পারে, পাঁচজনে থামস আপ শেয়ার করতে পারবে না কেন ? লসাগু কী বলে ?
    তবে কমোডবাজেরা ইউনিফর্ম পরে নাই তাও সত্য।
  • lcm | ০৬ মার্চ ২০১২ ০৯:৫৯ | 69.236.169.221
  • আমিও থাম্‌সাপ শেয়ার করি, কারণ পুরোটা একবারে....
  • lcm | ০৬ মার্চ ২০১২ ০৯:৫৮ | 69.236.169.221
  • না, না, সেকি। হাতি শিল্পীদের কি দুর্দশা হবে। একটা শিল্প, একটা জেনারেশন ...
  • Du | ০৬ মার্চ ২০১২ ০৯:৫৮ | 117.194.198.22
  • ব্যাং এর পোস্ট টা পড়ে প্রানে বল এলো। আমরাও বাড়িতে কখনো দুপুরবেলায় একটা থামস আপ এনে তিন ভাই বোন, দিম্মা আর কাঞ্চা মিলে খেতাম। এখন সেটা নিজেই আর বিশ্বাস করতে পারি না , মনে হয় ভুল বকছি।
  • lcm | ০৬ মার্চ ২০১২ ০৯:৫৭ | 69.236.169.221
  • ধুস্‌,সব কথা খারাব হবে কেন।
    এই যেমন, উনুন, বা, কানুন।
  • El d | ০৬ মার্চ ২০১২ ০৯:৫৭ | 220.227.106.153
  • ভেঙে দিলেই ভাল , স্বাধীন ভারতে সরকারি পয়সায় কোনও জীবিত লোকের মুর্তি এইভাবে গণহারে বসানো হয়েছে কি?

    দড়ি ধরে ...
  • ppn | ০৬ মার্চ ২০১২ ০৯:৫৭ | 112.133.206.22
  • শেয়ার মার্কেট উঠছে। উইথ আ লাইকলিহুড অফ এসপি কং অ্যালায়েন্স ইন ইউপি।
  • siki | ০৬ মার্চ ২০১২ ০৯:৫৬ | 155.136.80.36
  • পাথরের হাতি তো! কেটেকুটে সাইকেল বানিয়ে নেওয়া যাবে খন। চাপ নেই।

    সাইকেল থেকে হাতি বানাতে হলে বরং চাপ হয়ে যেত। ;-)
  • byaang | ০৬ মার্চ ২০১২ ০৯:৫৫ | 122.167.224.145
  • তিমিটা কিচ্ছু জানে না, ওদের দাঁতগুলো দিয়ে মিনার বানিয়ে গুচর সবাইকে বিলি করা হবে।
  • siki | ০৬ মার্চ ২০১২ ০৯:৫৫ | 155.136.80.36
  • আবার নিজ নিকেতনে ফিরে যাই। পরে আসব।
  • Tim | ০৬ মার্চ ২০১২ ০৯:৫৪ | 98.249.6.161
  • এই এত এত হাতি ক্ষি হবে অ্যাখন! তারচে জিতিয়ে দিলেই ভালো হতোনা?
  • byaang | ০৬ মার্চ ২০১২ ০৯:৫৪ | 122.167.224.145
  • তেঁতুলের পাতলা আচারটার স্বাদের কথা ভাবলেই এখনো মনটা হুহু করে ওঠে।
  • Tim | ০৬ মার্চ ২০১২ ০৯:৫৪ | 98.249.6.161
  • নুন সংক্রান্ত কথাগুলো বেশিরভাগই খারাপ। ভেবে দেখলাম।
  • lcm | ০৬ মার্চ ২০১২ ০৯:৫৩ | 69.236.169.221
  • পাত্‌লা! এহে! খুব পাতলা হলে বিচ্ছিরি!
  • siki | ০৬ মার্চ ২০১২ ০৯:৫৩ | 155.136.80.36
  • ঃ) বহেনজী যাবেন সেটা জানাই ছিল। কিন্তু উপ্র-তে এখনও সপা আর কাংগ্রেস পিঠোপিঠি চলছে।

    বহেনজীর ভাগ্যে কী ঘটে সেটাই এখন দেখার। নয়ডার পার্ক মোলায়েমবাবু ভেঙে না দেন! ঃ-))
  • m | ০৬ মার্চ ২০১২ ০৯:৫৩ | 50.82.180.165
  • কুলের আচার, আর বিচিছাড়া তেঁতুলের পাতলা আচার।উফ্‌
  • El d | ০৬ মার্চ ২০১২ ০৯:৫৩ | 220.227.106.153
  • অবশেষে উত্তরাখন্ডেও কং হারছে !
  • byaang | ০৬ মার্চ ২০১২ ০৯:৫২ | 122.167.224.145
  • গরম রসগোল্লা খেলে জিভ পুড়ে যায়। তবে আমি নিজের ঐ পোস্টটা দেখার পরেই এরপর তিমি আর প্পন কী লিখবে ভেবে শিউরে উঠেছিলাম।
  • lcm | ০৬ মার্চ ২০১২ ০৯:৫১ | 69.236.169.221
  • নিজেকে ঠিক করার এক উপায় হল গরম রসোগোল্লা খাওয়া - কিউ কে ও খানে সে হাম ঠিক হোতা হ্যায়।
  • ppn | ০৬ মার্চ ২০১২ ০৯:৫০ | 112.133.206.22
  • ফ্রয়েডিয়ান সিলিপ।
  • El d | ০৬ মার্চ ২০১২ ০৯:৫০ | 220.227.106.153
  • ঘন কালো কুলেরাচার ছিল শীর্ষ বাছাই

    বর্ণে গন্ধে রূপে রসে অতুলনীয়
  • lcm | ০৬ মার্চ ২০১২ ০৯:৫০ | 69.236.169.221
  • গরম রসোগোল্লা খেলে ফোস্‌কা পড়ে
  • byaang | ০৬ মার্চ ২০১২ ০৯:৪৮ | 122.167.224.145
  • কীসব অসভ্য অসভ্য বানান লিখলাম। অনিচ্ছাকৃত এই পাপ, সে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন।
  • lcm | ০৬ মার্চ ২০১২ ০৯:৪৮ | 69.236.169.221
  • এখানে আসে কাঁচের বোতলে, থাম্‌সাপ আর লিম্‌কা - ইন্ডিয়ান গ্রোসারি দোকানে, দেড় ডলার বোতল।
  • byaang | ০৬ মার্চ ২০১২ ০৯:৪৭ | 122.167.224.145
  • হ্যাঁ ঐ কারেন্ট নুন্টা ঠোঁট উল্টিয়ে থোঁট আর মাড়ির সংযোগস্থলে রাখলে ওখানটায় হাল্কা ফোস্কা পড়ত, আর ফোস্কা না পড়লে কারেন্ট নুন খেয়ে লাভটাই বাকি! রসগোল্লা খেলেই হয়!
  • El d | ০৬ মার্চ ২০১২ ০৯:৪৬ | 220.227.106.153
  • জিবের ডগায় ইলেক্টিরিক
  • byaang | ০৬ মার্চ ২০১২ ০৯:৪৬ | 122.167.224.145
  • তখন এক লিটারের থাম্‌সাপ হতে পারে বলেই জানা ছিল না, সেই কাঁচের বোতলে আড়াইশো নকি তিনশো মিলির বোতল পাওয়া যেত, বোতলের পয়সা জমা রেখে তবে খাওয়া যেত।
  • lcm | ০৬ মার্চ ২০১২ ০৯:৪৪ | 69.236.169.221
  • ইলেকট্রিক নুন-কে আমরা কারেন্ট বলতাম, বা, ঐ নামে ডাকা হত। কালো কুচকুচে নুন।
  • byaang | ০৬ মার্চ ২০১২ ০৯:৪৩ | 122.167.224.145
  • তখন কি আর হাতে পয়সা থাকত নাকি! একটাকায় দশটা ফুচকা পাওয়া যেত, পঁচিশ পয়সায় বিলিতি আমড়া ঝালনুন ছড়িয়ে, আর ঐ পঁচিশ পয়সাতেই বনকুল ইলেক্ট্রিক নুন ছড়িয়ে। সেইসবের মায়া-হাতছানি অগ্রাহ্যি করে থামসাপ কেনার পয়সা জমলে তবে না খাওয়ার কথা ভাবা!
  • lcm | ০৬ মার্চ ২০১২ ০৯:৪২ | 69.236.169.221
  • সিস্টার নৈতিক অধঃপতন নয়, অর্থনৈতিক.... বলতে চেয়েছিলেন।
  • Lama | ০৬ মার্চ ২০১২ ০৯:৪২ | 117.194.228.134
  • থামস আপটা এক লিটারের ছিল বোধ হয়
  • ppn | ০৬ মার্চ ২০১২ ০৯:৪১ | 112.133.206.22
  • হুঁ, একটা আলাদা থামস আপ সিস্টারের জন্য সরিয়ে রাখা উচিত ছিল।
  • m | ০৬ মার্চ ২০১২ ০৯:৪১ | 50.82.180.165
  • দিদিমনিরা আরেকটু কষ্ট করে মন্দির অবধি গেলে হাওয়াসেবী মেয়েদের সঙ্গে পাশের বয়েজের অনেক ছেলেদের ফাউ পেতেনঃ)
    এটাও মন্দির, তবে চিত্রগৃহ। রূপমন্দির।
  • Lama | ০৬ মার্চ ২০১২ ০৯:৪০ | 117.194.228.134
  • আমাকেও একবার ছুটির পর স্কুলের সামনে রিকশা চালাতে দেখে বিরাট ঝাড় দিয়েছিল
  • lcm | ০৬ মার্চ ২০১২ ০৯:৪০ | 69.236.169.221
  • একটা থাম্‌সাপ পাঁচজনে! সাধে কি আর সিস্টার চটে গেছিলেন
  • byaang | ০৬ মার্চ ২০১২ ০৯:৩৭ | 122.167.224.145
  • আমারা কয়েকজন বন্ধু ক্লাস টেনের টেস্ট পরীক্ষার শেষ দিন অ্যাডিশনালের পেপার দিয়ে স্কুল থেকে দুমিনিট হেঁটে হেদুয়ার মোড়ে গিয়ে একটা থাম্‌সাপ কিনে পাঁচজনে ভাগ করে খেয়েছিলাম, আর স্কুলের দুই দিদিমণি সেই দৃশ্য দেখে স্কুলে ফিরে গিয়ে সিস্টারদের কাছে নালিশ করলেন, এক সিস্টার এসে আমাদের হিড়হিড় করে টানতে টানতে স্কুলে নিয়ে গিয়ে বসিয়ে সবার বাড়িতে খবর দিলেন, বাবামা-রা আসতে যা বললেন, তার মর্মার্থ এই যে এরা স্কুল ইউনিফর্ম পরে হেদুয়ার মোড়ে গিয়ে পয়সা দিয়ে কোল্ড্রিংক কিনে খায়! কতটা নৈতিক অধঃপতন হলে কারুর এমন আস্পদ্দা হতে পারে! নেহাত বোর্ডে সবার মাধ্যমিকের ফর্ম ফিলাপ করা হয়ে গেছে, তাই আর এযাত্রায় রাস্টিকেট করা গেল না। তবে বাবা-মারা যেন তাদের কর্তব্যপালনে গাফিলতি না করেন , অবিলম্বে আমাদের ডানা ছাঁটার ব্যবস্থা করেন।
  • lcm | ০৬ মার্চ ২০১২ ০৯:৩৭ | 69.236.169.221
  • মন্দিরে নুন শো...
  • Lama | ০৬ মার্চ ২০১২ ০৯:৩৬ | 117.194.228.134
  • সেইরকমই এক মেয়ের নাম "মন্দিরা বেদী"
  • lcm | ০৬ মার্চ ২০১২ ০৯:৩৫ | 69.236.169.221
  • ব্যাঙ্গালোরে আবার মেট্রো হল কবে। বড্ডো পিছিয়ে পড়ছি...
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত