এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bratin | ০৮ মার্চ ২০১২ ০৯:১২ | 14.99.160.63
  • আন্তর্জাতিক নারী দিবসে গুরু র সব মেয়ে এবং মহিলা দের সংগ্রামী অভিনন্দন। তোমারা আরো বেশী অ্যাগ্রেসিভ হও এবং পুরুষ তান্ত্রিক সমাজের কাছ থেকে তোমাদের প্রাপ্ত অধিকার ছিনিয়ে নাও।
  • dukhe | ০৮ মার্চ ২০১২ ০৯:০৯ | 117.194.234.35
  • কিন্তু বনধের দিন সার্ভিস ব্রেক হবে না লিখেছে তো।
    দময়ন্তী সেনের ইস্তফারই বা কী হল ? ক্রমে আসিতেছে ?
  • aranya | ০৮ মার্চ ২০১২ ০৭:১২ | 68.38.243.161
  • এবং দুধের স্বাদ ঘোলে মেটাতে ঘন্টাখানেক টেনিস খেলার ব্যবস্থা করলাম - ডুয়ার্সের অরণ্যের জায়গায় নাগরিক ক্রীড়া , সেটাও মন্দ নয়।
  • aranya | ০৮ মার্চ ২০১২ ০৬:৫২ | 68.38.243.161
  • আহা, ডুয়ার্স !! অচিন্টি-কে অনেক হিংসে দিলাম ঃ-(
  • achintyarup | ০৮ মার্চ ২০১২ ০৩:৫২ | 59.93.195.102
  • অ সিকি, ওইগুলো সবই প্রায় আপিসের কাজে যাওয়া। তবে এই বাজেটের পর কয়েকদিনের জন্য বসের সঙ্গে যে ডুয়ার্সে যাব, সেটা বেড়ানোর জন্যেই। কিন্তু বৌয়ের কিনা নতুন চাগ্রী, সে ছুটি পাবে না।
  • nk | ০৮ মার্চ ২০১২ ০১:৫০ | 151.141.84.239
  • দুখে, আন্তরিক ধন্যবাদ। কবিতাটার নাম পাওয়া গেল তবে, এখন মনে পড়ছে "বিচিত্রা" নামের রবীন্দ্ররচনা সংকলনে "পৃথিবী" নামেই দেখেছিলাম।

    কাজু, ২ নং বিষ্ণু দে না, জীবনানন্দ দাশ। কিন্তু কবিতাটার নামটা মনে পড়ছে না। ঃ-(
    কিন্তু তুমি অমন ভয় পেলে কেন? এগুলো বহু পুরাতন ব্যাপার, এমনকি ৩ নং মানে "মা নিষাদ"(মনে পড়ছিলো না, ওমনাথ কয়ে দিলেন)ও তো লেখা হয়েছিলো সেই আটানব্বুইয়ের চাঁদি ফাটা গরমে, অটলবাবু অটল হয়ে তখন নিউক্লিয়ার টেস্ট করছেন সারা দুনিয়া রেগে ক্ষেপে চটে একাকার, ওদিকে ওপারে শরীফবাবুও টেস্ট করে ফেল্লেন তখন জয় এই কবিতা লিখলেন। ঃ-)
    তুমি অবশ্য তখন খুবি ছোটো। ঃ-)
  • Tim | ০৮ মার্চ ২০১২ ০১:৩৭ | 198.82.20.182
  • মিটিন কোথায়? গজদন্তমিনারে? গদি আছে তো?
  • aka | ০৮ মার্চ ২০১২ ০১:৩৪ | 168.26.215.13
  • আমিও হেব্বি ধৈর্য্যশীল। গোটা কুড়ি টেবিলের একটা জয়েন লিখেছি, তারমধ্যে ডিরাইভড টেবল আছে, লেফট আউটার জয়েন আছে। সেখানে একখানা রেকর্ড মিসিং। কেন মিসিং? লড়ে যাচ্ছি। উফফফফ।

    যাই মিটিং করে আসি। অনেকদিন পর মিটিংয়ে যেতে ভালো লাগছে।
  • Ishan | ০৮ মার্চ ২০১২ ০১:৩২ | 192.43.65.245
  • বাংলার মানুষ হেবি ধৈর্যশীল। কোনো একটা কাজের জন্য তিনদিন ঘুরতে হলেও, অবশেষে কাজটা হয়ে গেলে বলে, আহা করে তো দিল।

    দিদিরও তাই এসব করে-টরেও কিস্যু হবেনা। গোটা কলকাতা নীল করে দিলেও না। লোকে বলবে আহা মেট্রো টা তো করল।

    বাংলার লোককে নড়ানো হেব্বি কঠিন।
  • sam | ০৮ মার্চ ২০১২ ০০:৪১ | 117.192.244.80
  • পাইপ পাইপ করে ভদি,
    পাইপ আমার দেশ দরদী.
    পাইপ নিয়ে দেশ বাঁচাও,
    পাইপ মুখে স্লোগান দাও.
  • Marshal Vodi | ০৮ মার্চ ২০১২ ০০:২৫ | 131.104.32.147
  • এ লাথখোর বঙ্গে রেফারেন্স ছহাড়া কাজ হয় না, পাঠক। রেফারেন্সঃ পুঃ ভাঃ
  • sda | ০৮ মার্চ ২০১২ ০০:২৪ | 117.194.199.139
  • মার্শাল ভদি কি বলতে চাইছেন যে ভারতবর্ষে বাঁশের অভাবহেতু সবাই সবাইকে পাইপ দিচ্ছে ?
  • Marshal Vodi | ০৮ মার্চ ২০১২ ০০:২১ | 131.104.32.147
  • ভারতীয় উপমহাদেশে একটা ‘দেশ’ এর ধারণা আছে (পাইপ), যার ভাবচরিত্র হলো নারী, মা (পাইপ)। এই ‘দেশ’ রাষ্ট্র নয় (পাইপ)– যে রাষ্ট্র নাগরিক চুক্তি ও সম্মতির ভাব ধরে মূলত নিপীড়ণেরমূলনীতির উপর গড়ে ওঠে (পাইপ)। নিপীড়ণ এবং বলপ্রয়োগ (পাইপ)। নারী-পুরুষ-নাগরিকনির্বিশেষে সবার উপর প্রতাপি পুরুষ যে (পাইপ)। মূলত এই ‘দেশ’ হল মা(পাইপ)। সেই নারী(পাইপ), যে তার বুকের ফসল দিয়ে সন্তানদের তিল তিল করে তৈরী করে(পাইপ), বাঁচায়।অপ্রতিপালন করে(পাইপ)। রক্ষা করে(পাইপ)। আশ্রয় দেয়(পাইপ)। আলো দেয়(পাইপ)। ব্রিটিশ শাসনের শেষদিকে ভারতীয় জাতীয়তাবাদীদের শ্লোগান ছিল ‘বন্দে মাতরম’(পাইপ)। মানে, মা এর বন্দেগীকরি(পাইপ)। মা এর জয়গান গাই, এসো(পাইপ)। এমন কি বাংলাদেশ রাষ্ট্রের গৃহিত জাতীয় সংগীতের শেষ দিকে যে মায়ের কথা উচ্চারণ করেছেন রবীন্দ্রনাথ(পাইপ), তাও এই‘দেশ’(পাইপ), রাষ্ট্র নয়(পাইপ)। ‘মা তোর বদনখানি মলিন হলে আমি নয়নজলে ভাসি’(পাইপ)।

    উর্ধ্বকমাভূক্ত এই দুটি লাইনেরই যদিও ভিন্ন রাজনৈতিক তাৎপর্য ও আলোচনাবিদ্যমান(পাইপ)। তবুও এই আলোচনার জন্য দেশরূপ নারীর ধারণা অবদমিত হয় না(পাইপ)। বরং
    দেশ ও নারীর শত্রমিত্র ভেদ-জ্ঞান, রাষ্ট্র ও দেশ এর অভেদমুহূর্ত, তারভাষা ও বিভঙ্গসমূহ বোঝার জরুরত অনুভূত হয়(পাইপ)।

    তাহলে রাষ্ট্র এসে যখন দাঁড়ালো ‘গুরুচন্ডালী’-র সামনে(পাইপ), ভদির ভূখণ্ড বা শরীরের উপর(পাইপ), সে ও তার সন্তানদের শাসক হয়ে,(পাইপ) তখন এই গুরু ও ভদি মুখোমুখি
    দাঁড়াবে(পাইপ), এই স্বাভাবিক(পাইপ)। কারণ রাষ্ট্র নিপীড়ক(পাইপ), আর নিপীড়ণের বিরুদ্ধে নিপীড়িত মুখ তুলে দাঁড়াবে, সাহস ঘোষণা করবে(পাইপ)। এখানে দেশ, নারী, সন্তান সমার্থক(পাইপ)। বিপরীতে গুরু নিপীড়ণের নানা উপায়ের উদ্ভাবক(পাইপ); ইভটিজার,ধর্ষক, খুনি হিশেবে এগিয়ে আসে(পাইপ)। রাষ্ট্র দেশরূপ ভদি ও পুরন্দরের উপর নিয়ত নিয়ন্ত্রণ, নিপীড়ণ ও ভদিসাইড ঘটায়(পাইপ)। তাই রাষ্ট্র, তার সহযোগি ও স্বীকৃত সব প্রতিষ্ঠান(পাইপ), যেমন সরকার, মিডিয়া, আইএসপিআর(পাইপ), পুলিশ এইসব প্রপঞ্চ বর্তমান গুরুতে ভদির প্রতি নিপীড়ণের জায়গা থেকে আমাদের পাঠ্য হতে পারে।(পাইপ)

    আরো পড়তে হলে এখানে

    http://www.somewhereinblog.net/blog/saikh/29274581
  • kc | ০৮ মার্চ ২০১২ ০০:১৮ | 178.61.96.29
  • সবাইকে হোলির শুভেচ্ছা।
  • Tim | ০৭ মার্চ ২০১২ ২৩:৫৬ | 198.82.20.182
  • ক্ষি মুশকিল নির্মোহ টুপি পড়েছি তো!
  • pi | ০৭ মার্চ ২০১২ ২৩:৩৩ | 72.83.76.34
  • না না, খেজুরের লোভ নয়। এই রঙ চঙ মেখে মাখিয়ে ভূত হয়ে ঘোরাঘুরি করাটাই ভাল লাগে। ঐ, প্রথম দিকে কিছুতেই মাখবো না, যতক্ষণ চুপচাপ লুকিয়ে থাকা যায় টায়, এদিকে পেটে রঙ মাখার জন্য কুঞ্চ কুঞ্চ খিদেও। আর একবার মেখে গেলে তো আর কথাই নেই। ভূতের দলে একবার নাম লেখালে সবাইকে ভূত বানানোর মহান মিশন !
    আর এই করতে করতে ক্রমশঃ ভূতেদের গ্যাং ক্রমে বেড়ে চলা , বেড়েই চলা। গজল্লা। গজল্লা। মহল্লা থেকে মহল্লায় হল্লা। হল্লা। হুল্লাট আনন্দ। পুরো হু ল্লা ল্লা জিনিস তো !
  • sda | ০৭ মার্চ ২০১২ ২৩:৩৩ | 117.194.199.139
  • রোববার নোবেলচোর দেখতে গিয়ে একশো কুড়ি মুদ্রা জলে দিয়ে এলাম। ওর চেয়ে পান সিং দেখতে গেলে ভালো হত। গোড়ায় গন্ডগোল ও ভালো হয়েছে শুনেছি।
  • Tim | ০৭ মার্চ ২০১২ ২৩:২৭ | 198.82.20.182
  • আরে সে তো সব কিছুরই ভালোদিক আছে। যেমন কিনা এই সুবাদে কালেজ-আপিস-পাড়া সর্বত্রই কিছুকিঞ্চিৎ খেজুর করার উপলক্ষ হয়, সেও তো কারুর কারুর জন্য দরকারি ব্যাপার। মানে জেবন-মরণ সমিস্যে।
  • pi | ০৭ মার্চ ২০১২ ২৩:২৭ | 72.83.76.34
  • তবে রূপা গাঙ্গুলি বেস্ট ফিমেল প্লেব্যাক হয়েছেন শুনে বেশ অবাক হলুম।ওঁর গান এক দুটো শুনেছি। অবশ্য জার জন্য পেয়েছেন, তা শুনিনি। খুব ভালো কি ?
  • pi | ০৭ মার্চ ২০১২ ২৩:২৪ | 72.83.76.34
  • ধুত ! মজাই মজা !!

    আর কেবল চিনির পিণ্ডি ? ফুট কলাই ?
  • sda | ০৭ মার্চ ২০১২ ২৩:২৪ | 117.194.199.139
  • ভালো বলতে আপিসে ছুটি দেয় কি না! একদিনের বিশুদ্ধ ল্যাদ।
  • Tim | ০৭ মার্চ ২০১২ ২৩:২৪ | 198.82.20.182
  • মানে এটা কনসে®¾ট্রট। প্রয়োজনমত জলে গুলে নিন, নুন চিনি মেশান। ভলিউমে মহাসাগর অবধি হতে পারে।
  • Tim | ০৭ মার্চ ২০১২ ২৩:২৩ | 198.82.20.182
  • লাও নির্মোহ নামায়ে দিলাম।
  • sda | ০৭ মার্চ ২০১২ ২৩:২২ | 117.194.199.139
  • ঐ জন্যেই তো বল্লাম নির্মোহ ব চাই।
  • Tim | ০৭ মার্চ ২০১২ ২৩:২১ | 198.82.20.182
  • ভালো ? শুকনো খসখসে খরখরে একটা ব্যাপার, চাঁদিফাটা রোদ, ভিজেপুড়ে নাকাল, হাঁটাহাঁটি করে ক্লান্তিতে শরীর ভেঙ্গে আসে, দোকানপাট বন্ধ থাকে দিনের বেশিরভাগ সময়, সর্বত্র খালি চিনির পিন্ডি গেলা, আয়নায় নিজেকে দেখে আঁতকে ওঠা এবং ঢোঁক গিলে পিয়ার প্রেশারে ভাবা যে অহো! শোলের নায়ক-নাইকাদের মত লাগতেছে। তারোপর রং তুলতে চামড়া উঠে আসে। এর মধ্যে ভালোটা কি শুনি?
  • m | ০৭ মার্চ ২০১২ ২৩:২০ | 50.82.180.165
  • এইবার কি কেউ দোলে শান্তিনিকেতন গেলো?
  • sam | ০৭ মার্চ ২০১২ ২৩:১৯ | 117.192.244.80
  • কামী বাদ দিলে সম এ ও রাজি আমি .
  • pi | ০৭ মার্চ ২০১২ ২৩:১৮ | 72.83.76.34
  • তোলার দরকার কী ?
  • sda | ০৭ মার্চ ২০১২ ২৩:১৭ | 117.194.199.139
  • হোলি ভালো জিনিস , কিন্তু গা থেকে রং তুলতে বড় ঝামেলা হয়।
  • Tim | ০৭ মার্চ ২০১২ ২৩:১৭ | 198.82.20.182
  • স্যাম বলবো না সম? সমে বেশ একটা ইয়ে ভাব আছে।
  • sam | ০৭ মার্চ ২০১২ ২৩:১৫ | 117.192.244.80
  • দ্রিঘাংচু র পরের গল্পটা লিখছি, কিন্তু ঢের সময় লাগে, তাই আপাতত পোস্টপন্ড
  • sam | ০৭ মার্চ ২০১২ ২৩:১৪ | 117.192.244.80
  • কিছুদিন ধরে ফ্রেন্‌চ হর্‌রর দেখার ফল.
  • pi | ০৭ মার্চ ২০১২ ২৩:১২ | 72.83.76.34
  • স্যাম, তোর দ্রিঘাংচু সিরিজ খতম ?
  • Tim | ০৭ মার্চ ২০১২ ২৩:১১ | 198.82.20.182
  • নৃশংস আসলে সময়। কবিতা নৃশংস হলে মনে হয় সততার সাথে লেখা হলো কিছু।
  • sam | ০৭ মার্চ ২০১২ ২৩:১১ | 117.192.244.80
  • হওয়া য় পড়েছে মনে, বিল দেওয়া বাকি ফোনে, লাইন টা তাই কেটে দেয়.....হাআআঅয
  • Lama | ০৭ মার্চ ২০১২ ২৩:০৯ | 117.194.247.27
  • এরকম হাওয়াতে আমার কি যেন মনে পড়তে চায়। কিন্তু কি মনে পড়তে চাইছে সেটাই আর মনে পড়ে না
  • sayan | ০৭ মার্চ ২০১২ ২৩:০৮ | 115.241.41.44
  • সদা'র ১০ঃ৩৪ পিএম - সুপাল্লাইক। চাঁদ আজ এখানেও একটা উঠেছিল। অ্যান্ড দেন, দেয়ার ওয়জ নাথিং!
  • Tim | ০৭ মার্চ ২০১২ ২৩:০৮ | 198.82.20.182
  • হোলি নিয়ে নির্মোহ হবে কেন? দিব্যি কাব্যির জিনিস।
  • sam | ০৭ মার্চ ২০১২ ২৩:০৮ | 117.192.244.80
  • রং খেলার সময় ভোজপুরি সা রা রা রা চালিয়ে নাচতে ভারী ভালো লাগে.
  • sda | ০৭ মার্চ ২০১২ ২৩:০৫ | 117.194.199.139
  • ইয়ে, হোলি নিয়ে একটা নির্মোহ ব হবে নাকি ? এখানে কেউ নেই যার রং খেলার কথা ভাবলেই গা এ জ্বর আসে ?
  • sayan | ০৭ মার্চ ২০১২ ২৩:০৪ | 115.241.41.44
  • আমিও পড়ছিলাম স্যামের কবিতা। স্যাটি লিখেছেন। নিশান চ্যাটার্জীর "কলমে আগুন ঝরাই' বেশ লাগলো।
  • m | ০৭ মার্চ ২০১২ ২৩:০৪ | 50.82.180.165
  • আমাদের ও কাল খুব ভালো ছিলো- কুড়ির উপরে, আর ঝোড়ো বাতাস বইছিলো যেদিকে খুশি।
    এরম হাওয়া দিলে আমার দুহাত দুদিকে মেলে ফাঁকা মাঠে জোরে দৌড়োতে ইচ্ছে করেঃ)
  • sam | ০৭ মার্চ ২০১২ ২৩:০৩ | 117.192.244.80
  • আমার ঐ নৃসংশ কবিতাগুলি পড়ছিলে?
  • sam | ০৭ মার্চ ২০১২ ২৩:০৩ | 117.192.244.80
  • গ এর স্ত্রীলিঙ্গ গি হলে, গ হবে পুং গি.
  • Tim | ০৭ মার্চ ২০১২ ২৩:০০ | 198.82.20.182
  • স্যামের কবিতা পড়ছিলাম। ভালো লাগলো বেশ কিছু লাইন।
  • m | ০৭ মার্চ ২০১২ ২৩:০০ | 50.82.180.165
  • বাবা বুড়ো হয়েছেন তো, তারপর গিন্নিও নেই- দোলের রং স্মৃতিতেও হালকা হয়ে এসেছে বোধহয়। তাই শারীরিক অনুভূতিটাই বেশি করে জানান দিচ্ছে-খুব গরমঃ)
  • pi | ০৭ মার্চ ২০১২ ২৩:০০ | 72.83.76.34
  • পুংগি কী ? পুং সিং দের লুঙ্গি ? সেটা বাজে ?
  • sam | ০৭ মার্চ ২০১২ ২২:৫৮ | 117.192.244.80
  • প্যার কি পুঙ্গি বজাকর.
  • Tim | ০৭ মার্চ ২০১২ ২২:৫৮ | 198.82.20.182
  • লামাদার অনেক অনেক টই অমীমাংসিত আছে না? পাচ্ছেই ইয়দি, লেখেনা ক্যানো?
  • sda | ০৭ মার্চ ২০১২ ২২:৫৭ | 117.194.199.139
  • হুম বেজায় গরম। আর আমার তো আর ক্যাডবেরির দোকান নাই ঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত