এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Tim | ১২ মার্চ ২০১২ ২৩:৩৫ | 198.82.23.152
  • এ সোসনে যতটুকু পেয়েছি
    বস বলে আরো কিছু চেয়েছি...
  • kk | ১২ মার্চ ২০১২ ২৩:৩৫ | 107.3.243.18
  • না না টিম, কোন তাড়া নেই। সময় সুযোগ মতো করিস।
  • sayan | ১২ মার্চ ২০১২ ২৩:৩৩ | 115.184.11.32
  • ইকি রাত ব্যাঁকা চাঁদ একাশী
    ধুঁকে ধুঁকে বাঁশি বাজে ফ্যাকাশে, ফ্যাকাশে
  • Tim | ১২ মার্চ ২০১২ ২৩:৩৩ | 198.82.23.152
  • ছিলো ছিলো*
  • Tim | ১২ মার্চ ২০১২ ২৩:৩৩ | 198.82.23.152
  • বোনফিশ? ওয়ো ক্যা হোতা হ্যায়।

    কলিদি, ল্যাদ কে লিয়ে খেদ হ্যায়। ঃ-)
  • kk | ১২ মার্চ ২০১২ ২৩:৩২ | 107.3.243.18
  • অপশন আবার ছুলবে কি করে ঃ)?

    ওদের পানিনি আছে তো চার না পাঁচ রকম টিম।

    আমি অবশ্য যেটা বললাম এখুনি সেটা প্যানেরার নয়।
  • aka | ১২ মার্চ ২০১২ ২৩:৩১ | 168.26.215.13
  • না না রেড লবস্টারে লবস্টার ছাড়াও অনেক মাছ পাওয়া যায়। তবে সি ফুড হলে বোনফিস ভালো। দাম নেয় কিন্তু পয়সা উশুল।
  • SS | ১২ মার্চ ২০১২ ২৩:৩০ | 131.193.196.214
  • আমি রেড লবস্টারে যাইনি কখনো। লবস্টার খুব একটা ভালো লাগেনা + খুব ওভার হাইপড লাগে।

    প্যানেরার ব্রেড বোলের পাউরুটি বেশ শক্ত হয় কারণ তার মধ্যে লিকুইড সার্ভ করা হয়। বাকি স্যান্ডুইচের পাউরুটি খুব একটা শক্ত লাগেনি।
  • Tim | ১২ মার্চ ২০১২ ২৩:৩০ | 198.82.23.152
  • হ্যাঁ পানিনিই। ভালোই খেতে। তবে খুব বেশি অপশন ছুলো কি? একটা না দুটোই যেন ছিলো।
  • aka | ১২ মার্চ ২০১২ ২৩:২৯ | 168.26.215.13
  • আটলান্টা ব্রেড অ্যাণ্ড বেকারিতেও দ্যায়।
  • kk | ১২ মার্চ ২০১২ ২৩:২৯ | 107.3.243.18
  • তবে আমি সেদিন একটা পানিনি খেলাম,মাল্টিগ্রেণ ব্রেডের মধ্যে গ্রীলড্‌ চিকেন আর স্পিন্যাচ আর সান-ড্রায়েড টমেটো আয়োলি দেওয়া, একদম হামীনস্ত !
  • kk | ১২ মার্চ ২০১২ ২৩:২৬ | 107.3.243.18
  • হ্যাঁ এস এস,রেড-লবস্টারেও ঐ রকম, ব্রেডবোলে স্যুপ দেয়।
  • aka | ১২ মার্চ ২০১২ ২৩:২৬ | 168.26.215.13
  • পনীরা ব্রেডের পাঁউরুটি চিবুতে গিয়ে একবার দাঁত খুলে হাতে চলে আসার উপক্রম হয়েছিল।
  • SS | ১২ মার্চ ২০১২ ২৩:২৪ | 131.193.196.214
  • আমি স্যান্ডুইচের কথা বলিনি। ওরা রেগুলার স্যুপ একটা গোল পাউরুটির মধ্যে ভরে সার্ভ করে। সেটা বেশ মজার লেগেছিল।

    আমিও তো অনেক রকম হট স্যান্ডুইচ/পানিনি দেখেছিলাম বলে মনে পড়ছে।
  • kk | ১২ মার্চ ২০১২ ২৩:১৯ | 107.3.243.18
  • একটাই হট স্যান্ডুইচ কোথায়? অনেক রকম পানিনি পাওয়া যায় তো। তবে প্যানেরার স্যান্ডুইচ আমার একটু ওভার হাইপ্‌ড লাগে।
  • Tim | ১২ মার্চ ২০১২ ২৩:১৭ | 198.82.23.152
  • নিশি, মধুতে হবেনা। কঙ্ক সালফিউরিক অ্যাসিডে ভেজালে হতে পারে।
  • Tim | ১২ মার্চ ২০১২ ২৩:১৫ | 198.82.23.152
  • না মনে হয়। দুয়েকবার গেছি। একটাই হট স্যান্ডউইচ পাওয়া যায়, কিসের ভুলে গেছি, সেইটাই খালি অর্ডার করেছিলাম। আমার ঠান্ডা স্যান্ডউইচ ভাল্লাগেনা।
  • SS | ১২ মার্চ ২০১২ ২৩:১০ | 131.193.196.214
  • তিমি, প্যানেরা ব্রেডের 'ব্রেড বোল সুপ' খেয়েছো? ভারি মজাদার আইডিয়া।
  • nk | ১২ মার্চ ২০১২ ২৩:১০ | 151.141.84.239
  • আহা টিম, স্যান্ডপেপার একটু মধুতে ভিজিয়ে নিও। ঃ-)
  • nk | ১২ মার্চ ২০১২ ২৩:০৭ | 151.141.84.239
  • সুগ্রীবের গান শুনতে চাই। সে নাকি গদগদ হয়ে দাদা বালীকে ভজাতে গান গায় "সুন্দর বটে তব অঙ্গদখানি"
    ঃ-)
  • Tim | ১২ মার্চ ২০১২ ২৩:০৭ | 198.82.23.152
  • এই প্যানেরা ব্রেড জিনিসটা কি কঠিন রে ভাই! ভাবছি এবার থেকে স্যান্ড পেপারের বদলে ঐ স্যান্ডউইচ ব্যবহার করবো।
  • sayan | ১২ মার্চ ২০১২ ২২:৫৮ | 115.184.11.32
  • পেটখারাপ কোনও অসুখ নয়। পেটখারাপ একটা অবস্থান মাত্র।
  • ppn | ১২ মার্চ ২০১২ ২২:৫৬ | 112.133.206.22
  • সেদিন কার জ্বর তারপরে পেট খারাপ লিখেছিল বে?

    ভালো হয়ে গেছি রে। আজ তবু সকালে দুব্বোল লাগছিল বলে আপিস কাটিয়ে দিলাম।
  • sayan | ১২ মার্চ ২০১২ ২২:৪৬ | 115.184.11.32
  • কুপ্রীত, জ্বর কমল? সারাদিন ছিদ্রান্বেষ করলে এই হয়।
    জলদি সেরে ওঠো।
  • sayan | ১২ মার্চ ২০১২ ২২:৪২ | 115.184.11.32
  • কহানী'র জের টেনে - থ্রীলার মাত্রই দমবন্ধ একটা ব্যাপার। একটা করে থ্রীলার নামে, আর দমদি'কে বন্ধ করে রাখা হয়। প্রকৃতির কী খেয়াল!
  • nk | ১২ মার্চ ২০১২ ২২:৩৫ | 151.141.84.239
  • পুরানো গান একটাই আছে, শুরু থেকেই পুরানো।
    "পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়"
    ঃ-)
  • pi | ১২ মার্চ ২০১২ ২২:৩৫ | 72.83.76.34
  • মাছের ঝোল আর মিথ কবে হল ? হলে তো বেঁচে যেতুম ঃ(
  • Tim | ১২ মার্চ ২০১২ ২২:২৮ | 198.82.23.152
  • পুরোনো হতে দিলে তো হবে.... ঃ)
  • Paramita | ১২ মার্চ ২০১২ ২২:২৫ | 198.95.226.40
  • যদি তোর আমার কাছে কোনদিন পুরোনো হয় না।
  • ppn | ১২ মার্চ ২০১২ ২২:২৫ | 112.133.206.22
  • * স্টুডিওতে রেকর্ডিং হচ্ছে
  • Tim | ১২ মার্চ ২০১২ ২২:২৪ | 198.82.23.152
  • দাদা ৩৮ করেছে... ঠিকই আছে।
  • ppn | ১২ মার্চ ২০১২ ২২:২৪ | 112.133.206.22
  • দাদা ৩৮ করেছে, ৬টা চার।
  • ppn | ১২ মার্চ ২০১২ ২২:২৩ | 112.133.206.22
  • উচ্চারণের "দোষ' নিয়ে সেদিন একটা ব্যপক গল্প শুনলাম। রূপঙ্করের মুখে।

    ঘটনা হল অঞ্জন দত্তের একটা সিনিমার জন্য রূপঙ্কর প্লেব্যাক দেবে। লিরিকটা হিন্দিতে, পুরোটা না কিছুটা সেটা ভুলে গেছি। তো, বম্বের একটা স্টুডিওতে শুটিং হচ্ছে সেখানে গান শুনে স্টুডিওর এক সাউন্ড রেকর্ডিস্ট বলে বসেন স্যার, আপনার এই ক' জায়গায় উচ্চারণ ঠিক হয়নি। দত্তবাবুও বেশ র‌্যালা নিয়ে বলেন যে বস, এই গানটা যে গাইবে সেই ক্যারেক্টারটা বাঙালি, অতএব যা গেয়েছে বেশ গেয়েছে, ঠিকই গেয়েছে। তুমি এবার ফোটো বাপু।
  • siki | ১২ মার্চ ২০১২ ২২:২৩ | 122.177.11.185
  • এই নন বেঙ্গলিদের সামনে বাঙালি মানেই যেমন রশোগুল্লা, মাছের ঝোল ইত্যাদি মিথ চলে, তেমনি রোবীন্দোরশোংগীত মানেই যদি তোর ডাক শুনে কেউ না আসে।

    গানটা শুনলেই তাই কেন জনি না পিত্তি জ্বলে যায়।
  • Tim | ১২ মার্চ ২০১২ ২২:২৩ | 198.82.23.152
  • হ্যাঁ হ্যাঁ মনোজকেও ভুলে গেছিলাম। দাদা রানটান করেছে?
  • pi | ১২ মার্চ ২০১২ ২২:১৮ | 72.83.76.34
  • নীলা আসমাতেও অন্য কারুর গলা ভাবে্‌ত পারিনা। কিশোরও না।
  • ppn | ১২ মার্চ ২০১২ ২২:১৭ | 112.133.206.22
  • মনোজও ছিল না।
  • Paramita | ১২ মার্চ ২০১২ ২২:০৭ | 122.172.39.172
  • উচ্চারণগুলো কেউ শুধরে দিতে পারতো না একটু? কিন্তু একলা চলো রে-র যোগ্য গলা।
  • Tim | ১২ মার্চ ২০১২ ২২:০১ | 198.82.23.152
  • ডিডিদা কি রাজি হবেন? তাইলে বচ্চন বাদ।
  • aranya | ১২ মার্চ ২০১২ ২২:০০ | 144.160.226.53
  • রসম নিয়ে ট্রাজিক সিম্মায় ডিডি-দা ছাড়া আর কেউ নায়ক হতেই পারেন না।
  • Tim | ১২ মার্চ ২০১২ ২১:৫৮ | 198.82.23.152
  • ""রসম পয়দা করনেওয়ালে কি"" বলে একটা সিন্মা হবে। স্রিসেন্নাই কি পটভূমিকা পর আধারিত। বেবি বচ্চন হিরো।
  • Tim | ১২ মার্চ ২০১২ ২১:৫৬ | 198.82.23.152
  • দিন্দাকে ছাড়াই চ্যাম্পিয়ন। জ্জিও!
    ""উই আর দ্য চ্যাম্পিয়ন্স""
    (আজ ফ্রেডিদিবস)
  • siki | ১২ মার্চ ২০১২ ২১:৫৫ | 122.177.11.185
  • তবে ডিডিদার সাথে আমার মিলছে না। অ্যাকেবারেই না। রসম খাই না বলেই হয় তো।

    আমার বেবি বচ্চনকে মন্দ লাগে না, ইন ফ্যাক্ট ভালোই লাগে।
  • pi | ১২ মার্চ ২০১২ ২১:৫৩ | 72.83.76.34
  • ওকে আমার ল্যাবে নিয়ে আসতে হবে ঃ)
  • aranya | ১২ মার্চ ২০১২ ২১:৫২ | 144.160.226.53
  • নিশি, আমিও তাই বলি ঃ-)
  • aranya | ১২ মার্চ ২০১২ ২১:৫০ | 144.160.226.53
  • দলীপের পর, বিজয় হাজারে - তাও বম্বেকে হারিয়ে, দারুণ ব্যাপার। লক্ষী কি ইন্ডিয়া ওয়ান ডে টিমে আরেকটা চান্স পাবে ? বয়স-টাই বাধা ঃ-(
  • nk | ১২ মার্চ ২০১২ ২১:৪৮ | 151.141.84.239
  • অরণ্য, সেই মেয়েকে প ব য়ে বেশ মশাপ্রবণ অঞ্চলে রেখে দিন বছর খানেক, আপসে আপ মশা মারা শিখে যাবে। একে বলে অস্তিত্বের সংগ্রাম। ঃ-)
  • nk | ১২ মার্চ ২০১২ ২১:৪৬ | 151.141.84.239
  • আমি একবার একটা ভারতীয় রোবটের সিনেমা পেয়ে গেছিলাম। সেখানে এক প্রফেসার অনেক ধুমধারাক্কা রিসার্চ করে এক রোবট বানালেন, সেই রোবট মারাত্মক নাচে আর প্রফেসারও সঙ্গে সঙ্গে নাচে। ঃ-)
  • aranya | ১২ মার্চ ২০১২ ২১:৪৫ | 144.160.226.53
  • কিকি-র পোস্টে ঋভু-র সৎকার্য্যের বিবরণ পড়ে হেব্বি ইম্প্রেসড্‌ হলাম, বিশেষতঃ রাস্তার কুকুর, বেড়ালদের দেখভাল করাতে।
    আমি মেয়েকে ছোটবেলায় পরিবেশ, পশুপাখি দের ভালবাসা দরকার - এই মর্মে কিঞ্চিত লেকচার দিয়েছিলাম। ব্যাপারটা একটু ব্যাকফায়ার করেছে - কীটপতঙ্গেও সেই ভালবাসা সংক্রামিত হয়েছে। মাকড়সা থেকে ঝিঁঝিঁ পোকা, জঙ্গলের পাশে বলে আমার বাড়ীতে তাদের অবাধ বিচরণ। প্রতিটিকে যত্নসহকারে এক পিস কাগজে স্লাইড করে উঠিয়ে বাইরে মুক্ত প্রকৃতির মাঝে ছেড়ে আসতে হয়। গতকাল রাত সাড়ে এগারোটায় ঢুলতে ঢুলতে এরকম দুটি পোকাকে উদ্ধার করতে হয়েছে। এক আত্মীয় পোকাদের সলিলসমাধি দেন, কমোডে ফ্লাশ করে, তার সাথে লাগাতার যুদ্ধ চলছে এই নিয়ে। সবচেয়ে হাইট হচ্ছে, গতবার দেশে গিয়ে মশার কামড়ে সারা গায়ে চাকা চাকা দাগ হয়ে গেছিল, কিন্তু মশাদের উড়িয়ে দিতে হত, কিছুতেই মারা চলবে না। শুধু যে নিজে মারবে না তা নয়, ওর চারপাশে অন্য কারুরও মারা চলবে না - নইলে কান্নাকাটি, ট্যানট্রাম - সে কি অশান্তি।
    মশা মারা পঃবঃ বাসীদের বার্থ রাইট, কে কারে বোঝায়।
  • nk | ১২ মার্চ ২০১২ ২১:৪৩ | 151.141.84.239
  • রজনী কে? রজনীকান্ত? ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত