এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • phutki | ১২ মার্চ ২০১২ ১৪:৩৯ | 121.241.218.132
  • দে, বরপশীতল দিষ্টি ট্রাই করেছেন? থামানোর জন্য?
  • de | ১২ মার্চ ২০১২ ১৪:৩৭ | 203.197.30.4
  • আমার অনেকক্ষণ ধরে একটা লোকের গলা-টিপে ধরার পোব্বোল ইচ্ছে হচ্ছে -- অনেক কষ্টে ক®¾ট্রাল করে আচি -- পাশের ডেস্কের ভদ্রলোক ক্ষী বেসুরো ক্ষী বেসুরো গলায় সক্কাল থেকে অন্তত: পঞ্চান্ন রকম সুরে একটাই গান( "বড়ে আচ্ছে লাগতে হ্যায়" ) গেয়ে চলেছেন -- উঃ! তুলে নে মা!

    কুমুদি, ঘুচিমুচি কি তাঁতের কোন স্পেশাল ব্রান্ড?
  • Kaju | ১২ মার্চ ২০১২ ১৪:৩৬ | 121.242.160.180
  • এই দেখো, ডিডিদা মানুষকে রিলিফ দেবার বদলে ব্লাডপ্রেসার বাড়ানোর ফান্ডা দিল ! লোকে তো মাথা ঘুরে পড়ে যাবে !
  • dd | ১২ মার্চ ২০১২ ১৪:৩৩ | 110.234.159.216
  • তারপরে ধরুন, ট্র্যাফিক সিগন্যালে সাতের ঘরের নামতা,বা কোনো থিওরেম বা নিউটনের ল গুলি, বা বিভিন্ন দেশের রাজধানী,ন্যায়শাস্ত্রের ছোটোখাটো শ্লোক,....... এইরকম শোনালে কি হয় জানেন, আপনাকে পরিশ্রম করতে হবে না, এমন কি টেরও পেলেন না, কিন্তু আপনার জ্ঞান হু হা করে বেড়ে যাবে।
  • phutki | ১২ মার্চ ২০১২ ১৪:৩২ | 121.241.218.132
  • সারাদিন মুখ গুঁজে কাজের ফাঁকে মানুষটা একটু গুচতে উঁকি মেরে যায়। সেটুকুও এরা করতে দেবে না! কী দরকার ঐসব অদ্ভুত পোশাকের নাম করার? অ্যাঁ?
  • dukhe | ১২ মার্চ ২০১২ ১৪:২৩ | 202.54.74.119
  • তাঁতের লুঙ্গি? সাব্বাস !
  • kumu | ১২ মার্চ ২০১২ ১৪:২১ | 122.160.159.184
  • কাল ইন্ডিয়া ইন্টারন্যাশনালে লাঞ্চ করলাম।চারদিকে আঁতেলরা গম্ভীর মুখে ঘুরছিল।ঘুচিমুচি তাঁত পরেও মহিলারা কি আত্মবিশ্বাসী।
  • Kaju | ১২ মার্চ ২০১২ ১৪:১০ | 121.242.160.180
  • আমার একটা আইডিয়া মাথায় এলো কাল সিগনালে র-সঙ্গীত বাজানো নিয়ে কবীর সুমনের মন্তব্য শুনে।

    সিগনালে রবিকা-র গান না বাজিয়ে দিদির রচিত ও রেকর্ডিত ছড়া যদি বাজানো হয়, কেমন হবে? গান ওরম জ্যাম ভিড়ভাট্টায় এমনিতেই শোনে না লোকে, বিরক্তও হয়। তার চেয়ে ওই 'এপাং ওপাং ঝপাং' শুনলে লোকে গলদঘর্ম বাসে, ভিড়ের মধ্যে একটু হেসে বাঁচবে। জ্যামযন্ত্রণাও কিঞ্চিৎ লাঘব হবে।
  • Bratin | ১২ মার্চ ২০১২ ১৩:৫০ | 122.248.183.1
  • জানি। জিতলেই আমরা ভারত সেরা !!
  • Netai | ১২ মার্চ ২০১২ ১৩:৪৩ | 121.241.98.225
  • *বাংলার
  • Netai | ১২ মার্চ ২০১২ ১৩:৪২ | 121.241.98.225
  • আপনারা কি জানেন?
    আজ বিজয় হাজারে ট্রফির ফাইনালে বেঙ্গল আর মুম্বাইয়ের খেলা চলছে।
    মুম্বাই টসে জিতে প্রথমে ব্যাট করে নিয়েছে।
    বালার সামনে টার্গেট ২৪৯।
  • Ben Arfa | ১২ মার্চ ২০১২ ১২:১৮ | 121.241.218.132
  • তলার দিকটার খবর আমি রেগুলার রাখি। আর পরের ধাপের ওপরটা। কে আসবে, কে যাবে - এইটা ব্যাপক ইন্টারেস্টিং।

    দাঁড়াও, ওই টইয়ে লিখছি।
  • ppn | ১২ মার্চ ২০১২ ১২:১৭ | 112.133.206.22
  • এদিকে বেন্টনার লোনে গিয়ে গুচ্ছ গোল করছে। ঃ)
  • ppn | ১২ মার্চ ২০১২ ১২:১৬ | 112.133.206.22
  • ওকে। বুঝলাম।

    তো, ইপিলের তলার দিকের টিমগুলোকে নিয়ে তুমি লেখও না। আমি যে সামান্য ক'দিন ইউকেতে ছিলাম তাতে সব আলোচনাই ওই গানার্স, চেলসি আর স্পার্সকে নিয়ে হত। স্পার্সের সাপোর্টারে গিজগিজ করত আমাদের অফিসটা। এমনকি যে অ্যাপার্টমেন্টে থাকতাম সেখানেও। ঃ(
  • Ben Arfa | ১২ মার্চ ২০১২ ১২:১৬ | 121.241.218.132
  • হ্যাঁ, সেই। খুবই ভালো মিডফিল্ডার ছিলো।
  • lcm | ১২ মার্চ ২০১২ ১২:১৪ | 69.236.163.198
  • এই জন বার্নস্‌ কি সেই পুরোনো প্লেয়ার। আশির দশকে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ খেলেছে। ইংল্যান্দে একমাত্র কালো প্লেয়ার ছিল ঐ সময়ে। আমার বেশ লাগত ওর খেলা।
  • Ben Arfa | ১২ মার্চ ২০১২ ১২:১৩ | 121.241.218.132
  • হুঁ, এ দেশে রেয়ার স্পিসিজ। কলকাতায় ডেফিনেটলি একমেবাদ্বিতীয়ম।
  • Ben Arfa | ১২ মার্চ ২০১২ ১২:১২ | 121.241.218.132
  • ছোট করে - ড্যাগলিশের ট্রান্সফার রেকর্ড যাচ্ছেতাই। নিউক্যাসলে গুচ্ছ দাম দিয়ে এনেছিলো জন বার্নস, ইয়ান রাশ - দুজনেই নামী, কিন্তু তখন বয়স হয়ে গেছে - দুজনেই পুরো ফ্লপ। স্টুয়ার্ট পিয়ার্সও তাই - তবে পিয়ার্স খেলতো জান দিয়ে। ফুল ফর্মের গিনোলাকে ছেড়ে দেওয়া আরেকটা বাজে চাল। অ্যাকাডেমি বন্ধ করে দেওয়া আরো একটা।

    অথচ একই লোক লিভারপুলে ফার্স্ট স্টিন্টে প্রচুর ট্রফি জিতেছিলো - অবশ্য তখন লিভারপুলে সব বাঘা বাঘা প্লেয়ার ছিলো।

    লিভারপুলের এই স্টিন্টেও খুব বাজে ট্রান্সফার ডিলিংস।
  • lcm | ১২ মার্চ ২০১২ ১২:১১ | 69.236.163.198
  • অরিজিৎ বুঝি নিউক্যাসেলের মৃত শক্ত পাখা?
  • lcm | ১২ মার্চ ২০১২ ১২:১০ | 69.236.163.198
  • ওরে নেতাই, না রে, আমি অত ইউরো ফুটবলের খপোর রাখতে পারি না। তাই ভুল হয়ে গেছে...
  • Bratin | ১২ মার্চ ২০১২ ১২:০৯ | 122.248.183.11
  • ধুর আবার নীল এ চলে গেল। দে আর lcm দা দেখে নাও।
  • Netai | ১২ মার্চ ২০১২ ১২:০৮ | 121.241.98.225
  • ল্যাও। এটা কি কইলা ল্যাদোষদা!!!!
    ব্রিটিশ প্রিমিয়ার লিগের যেকুনো প্লেয়ারের নাম নিলে হইবনা। নিউক্যাসলেরের প্লেয়ার হইতে হইব।
  • lcm | ১২ মার্চ ২০১২ ১২:০৮ | 69.236.163.198
  • নিউক্যাসেলে আমার এক বন্ধু থাকে - অনুরাগ ব্যানার্জি।
  • Ben Arfa | ১২ মার্চ ২০১২ ১২:০৭ | 121.241.218.132
  • হ্যাঁ, ফোটোগ্রাফি।

    আর শুধু ব্রিটিশ প্রিমিয়ার লীগের প্লেয়ার নয় - তারও একটা সাবসেট - নিউক্যাসল ইউনাইটেডঃ-)
  • lcm | ১২ মার্চ ২০১২ ১২:০৫ | 69.236.163.198
  • গগনেন্দ্র প্রদর্শনশালায় কিসের প্রদর্শনী করো তোমরা? ফটোগ্রাফি?
  • lcm | ১২ মার্চ ২০১২ ১২:০৪ | 69.236.163.198
  • ওহ্‌, বেন আর্ফা হল অরিজিৎ। বুঝলাম। ব্রিটিশ প্রিমিয়ার লিগের প্লেয়ারের নাম নিলে সে হল অরিজিৎ।
  • de | ১২ মার্চ ২০১২ ১২:০৩ | 180.149.51.67
  • বোতীনের এতো ঘন ঘন নেমন্ত খাওয়ার বিরুদ্ধে পিতিবাদ জানিয়ে গ্যালাম -- খালি নেমন্তর সুযোগের অপেক্ষায় থাকা :))
  • siki | ১২ মার্চ ২০১২ ১২:০৩ | 155.136.80.36
  • কাব্লিদা, আছো কেমং?

    দিল্লিতে দোলের পর থেকেই আবার ঘুরে ঠান্ডা পড়ল। আজ সকালে মনে হচ্ছে একটু কমেছে ঠান্ডা। আহা, মার্চের রোদ্দুরও যে এত মনোরম হতে পারে ...
  • Ben Arfa | ১২ মার্চ ২০১২ ১২:০২ | 121.241.218.132
  • ধুর আমাকে না, যারা ড্যাগলিশের নিউক্যাসল টেনিওর দেখেছে।
  • lcm | ১২ মার্চ ২০১২ ১২:০২ | 69.236.163.198
  • বোতিন-এর আইসক্রিমে কি ফল ছিল?
  • ppn | ১২ মার্চ ২০১২ ১২:০১ | 112.133.206.22
  • করলাম। বলো।
  • lcm | ১২ মার্চ ২০১২ ১২:০০ | 69.236.163.198
  • a কোথায়?
    আচ্ছা, মনে পড়ল, ঈশান কোথায়, মানে কোন শহরে এখন।
  • Ben Arfa | ১২ মার্চ ২০১২ ১১:৫৯ | 121.241.218.132
  • "কিং' কেনি সম্পর্কে নিউক্যাসল সাপোটারদের জিগ্গেস কোরো কখনো;-)
  • kd | ১২ মার্চ ২০১২ ১১:৫৭ | 59.93.161.248
  • টাক আবার হয় নাকি? টাক তো জন্ম থেকেই থাকে। চুলে ঢাকা থাকে বলে অনেকের টাক দেখা যায় না।
  • Bratin | ১২ মার্চ ২০১২ ১১:৫৫ | 122.248.183.1
  • অয়ন, তোমাকে লেখা টা নীল রং র টই তে চলে গেল।একটু দেখে নাও প্লিজ।
  • a | ১২ মার্চ ২০১২ ১১:৫৩ | 65.204.229.11
  • প্‌প্‌ন্‌দা, ঃ))

    এই শালার বাটার ফ্রাইয়ের জন্যেই কলকাতা ফিরে যেতে হবে
  • a | ১২ মার্চ ২০১২ ১১:৫২ | 65.204.229.11
  • ভালো আছি দাদা। আমেরিকায় বসে আমেরিকা নিয়ে ব লিখছি ঃ)

    তবে বেশিদিন না, এই হপ্তান্তেই ফিরে আসছি লুরুতে
  • lcm | ১২ মার্চ ২০১২ ১১:৫০ | 69.236.163.198
  • আগের পাতায় লিংক ফলো করে টাইম্‌স অফ্‌ ইন্ডিয়া-র খবরটা পড়লাম। বিশ্বকাপে ভারত-পাকিস্তান সেমিফাইনাল ম্যাচ ফিক্স্‌ড বলে দাবী করেছেন জনৈক শেঠ। ঐ ম্যাচে শচীন তেন্ডুলকর ৪-৫ বার আউট হতে হতে বেঁচে যায় (ক্যাচ ড্রপ)....

    ভারতরত্ন-টা তাহলে বুকি দের দিয়ে দেওয়া হোক।
  • Bratin | ১২ মার্চ ২০১২ ১১:৪৫ | 122.248.183.1
  • অয়ন কেমন আছো হে?
  • Bratin | ১২ মার্চ ২০১২ ১১:৪৪ | 122.248.183.1
  • কালকে একটা নেমোতন্ন বাড়ি ছেলে। আহা কী খাওয়ালে গো। তোমাদের শোনার ইচ্ছে না থাকলে ও অমি বলবো ই ঃ-))

    ভাত
    ঘি
    শাক ভাজা
    বেগুন ভাজা
    ডাল
    বাটার ফ্রাই
    এঁচোড়ের তরকারী
    পার্শে মাছের ঝাল
    চিংড়ির মালাইকারী
    আমের চাটনি
    পাঁপড়
    রসোগাল্লা
    ফল দেওয়া আইসক্রীম
  • Ben Arfa | ১২ মার্চ ২০১২ ১১:৪৩ | 121.241.218.132
  • লিভারপুল বিগ-ফোরের মধ্যে নয় সেইটা লিভারপুল সাপোটার আর বিলেতের ৮০% স্পোর্টস জার্নালিস্ট শুনলে আর রক্ষে থাকবে না;-)
  • ppn | ১২ মার্চ ২০১২ ১১:৪১ | 112.133.206.22
  • টাকের আর দোষ কি? সুযোগের অপেক্ষায় ছিল। সবারই থাকে। ;-)
  • ppn | ১২ মার্চ ২০১২ ১১:৪০ | 112.133.206.22
  • আরে বিগ ফোরের মেম্বারশিপ তো পাল্টে গেছেই এবং যাচ্ছেও।

    লিভারপুল বাইরে। চেলসি আর আর্সেনাল থাকার জন্য লড়ছে। আর স্পার্স ঢুকবার জন্য গুঁতোচ্ছে।

    তবে যা মনে হয় হাইলি এবার ইপিলের ডিমোশন করানো উচিত। ইতালির চারটে টিম খেলানো উচিত তার বদলে।
  • a | ১২ মার্চ ২০১২ ১১:৩১ | 65.204.229.11
  • টাকও হয়েছে নাকি? ;)
  • ppn | ১২ মার্চ ২০১২ ১১:২৭ | 112.133.206.22
  • অয়ন, আমি তো বুড়ো হয়ে গেছি। তাই ভোরে হেব্বি ঠান্ডা লাগে। দিনে অবশ্য টাকে তুলে দেওয়া গরম। ঃ)
  • kc | ১২ মার্চ ২০১২ ১১:১৭ | 194.126.37.78
  • পরমব্রতর ন্যাকামি, আর অজ্জিতের নাম পাল্টানো - এদুটোই বন্ধ হওয়া জরুরি। ক্ষিন্তু আমরা তো পাপা, আমাদের কথা এরা ক্ষেউই শুনবেনি।
  • a | ১২ মার্চ ২০১২ ১১:১৭ | 65.204.229.11
  • প্পনদা লুরুতে ঠান্ডা নাকি গো?
  • Ben Arfa | ১২ মার্চ ২০১২ ১১:১২ | 121.241.218.132
  • ওয়েঙ্গার যেমন বলেছে - চ্যাম্পিয়ন্স লীগ কোয়ালিফাই না করা হল ডিজাস্টার।

    উল্টোদিকে আমাদের ইউরোপা লীগে কোয়ালিফাই করা (যদি বাই চান্স করে যায়) হবে "মেজর অ্যাচিভমেন্ট'

    ঃ-)
  • Ben Arfa | ১২ মার্চ ২০১২ ১১:১০ | 121.241.218.132
  • এখনও বিগ ফোর-এর মেম্বারশিপ পাল্টায়নি। তবে আর বছরখানেকের মধ্যে পাল্টে যাবে। পাল্টালেই ভালো।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত