এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kc | ০৭ মার্চ ২০১২ ১০:১৬ | 194.126.37.78
  • হ্যা হ্যা!! শেষ অবধি বোতীন আর দুখে হল তিণোমূলী? এদিকে রেগুলার ভাটুরেদের মধ্যে অন্ততপক্ষে দুজন আছে যারা অর্কুটে তিণোমূলের গ্রুপে মেংবার!! ক্ষই, তাদের কথাতো ক্ষেউ কয়না?
  • Bratin | ০৭ মার্চ ২০১২ ১০:০৩ | 14.99.98.89
  • নিশি , তাড়াতাড়ি তে!! ঃ-((
  • Bratin | ০৭ মার্চ ২০১২ ১০:০৩ | 14.99.98.89
  • আচ্ছা এখন দিদি আমার।বেশ বেশ!!ঃ-))
    শুনেছি দুখে ও দিদি কে ভালো সাপোর্ট দেন ঃ-))

    হ্যাঁ অনেক দিন বসা হয় নি। চলো এক দিন বসি। সদা, সোমানাথ আর কাজু কেও ডেকে নেবো।
  • dukhe | ০৭ মার্চ ২০১২ ০৯:৫৫ | 202.54.74.119
  • 'দেশ' পারতঃপক্ষে পড়ি না। নিশির গল্প কোন সংখ্যায় ? কী নাম ?
  • dukhe | ০৭ মার্চ ২০১২ ০৯:৫৪ | 202.54.74.119
  • কিন্তু ব্রতীন, দিদির তো বৃহস্পতি তুঙ্গে। রাজ্যে দিদিগিরি, কেন্দ্রে দিদিগিরি, এমনকি মণিপুরেও দিদিগিরি। খাওয়াচ্ছ কবে?
  • nk | ০৭ মার্চ ২০১২ ০৮:১৯ | 151.141.84.239
  • থ্যাংকু ব্রতীন। জানাবেন।
    কিন্তু আপনার পোস্টে বানানগুলো এরকম ইয়ে হয়ে গেল কেন? ঃ-)
  • Bratin | ০৭ মার্চ ২০১২ ০৮:০৮ | 14.96.146.87
  • নিশি দেশ র লেখা প্রকাঅশের জন্যে আন্তরিক অভিনন্দন। এখন ও পড় হয় নি। পড়ে কেমন লাগলো জানাবো।
  • nk | ০৭ মার্চ ২০১২ ০৭:৫৮ | 151.141.84.221
  • থেংকু ওমনাথ।
    ১ আর ২?
  • omnath | ০৭ মার্চ ২০১২ ০৭:৩৫ | 117.194.194.42
  • nk ৩ মা নিষাদ।
    কবিদের নামগুলান লিখল না ক্যান? কুইজ কনটেস্ট?
    দেশের লেখার জন্যে অভিবাদন।
  • Nina | ০৭ মার্চ ২০১২ ০৬:৪৮ | 69.141.168.183
  • কিকিয়া এই এত্ত সকালে উঠে পড়েছিস
  • kiki | ০৭ মার্চ ২০১২ ০৬:১৫ | 59.93.242.67
  • দে,
    ঃ)
    থেঙ্কু।
  • achintyarup | ০৭ মার্চ ২০১২ ০৫:১৫ | 59.93.244.77
  • ঃ-)

    আজগে ঘুমুতে যাই।
  • nk | ০৭ মার্চ ২০১২ ০৫:১২ | 151.141.84.221
  • গতজন্মে এ লেখা আম্মো পড়েছিলুম। ঃ-)
  • Tim | ০৭ মার্চ ২০১২ ০৪:৫৭ | 198.82.20.232
  • অচিন্ত্যদার লেখা দারুণ লাগছে। বারকতক পড়ে গালে হাত দিয়ে বসলুম।
  • achintyarup | ০৭ মার্চ ২০১২ ০৩:৫৩ | 59.93.244.77
  • এ আবার কি নিনাদিদি? পাই-ই তো সবাইকে মেল চেকাতে বলে
  • Nina | ০৭ মার্চ ২০১২ ০৩:৩৬ | 12.149.39.84
  • পাই
    মেল চেকাস।
  • nk | ০৭ মার্চ ২০১২ ০৩:৩০ | 151.141.84.221
  • আরে! তাই তো! আঙুল গোনা মনে পড়েছে, তবে চাঁটির ব্যাপারাটা আমাদের ভার্সনে মনে হয় ছিলো না, মনে পড়ছে না। আবার খেলা শুরু হোতো। টিম, থাংকু। ঃ-)
  • Tim | ০৭ মার্চ ২০১২ ০৩:১৯ | 198.82.20.232
  • রক্সিবুমে একাধিক খেলুড়ে বিভিন্ন সংখ্যক আঙুল পাতে। তারপর একধার থেকে র ক সি ব ম গুন্তে গুন্তে একে একে খেলুড়ে ছুটি পায়। সর্বশেষ যে থাকে তাকে হাত পেতে চাঁটি খেতে হয় যতক্ষণ না কেউ ফসকাচ্ছে।
  • nk | ০৭ মার্চ ২০১২ ০৩:১৮ | 151.141.84.221
  • ছোটাইদিদি বা তীর্থংদা বা টিম বা বা হুতো বা কেকে বা কুমু বা পাই বা আর কেউ, কোনো সহৃদয় ব্যক্তি যাদের হাতে কাছে কাব্যগ্রন্থ বা স্মৃতিতে সব অটুট আছে, তারা কয়েকটা প্রশ্নের একটু উত্তর দিবেন অনুগ্রহ করে? খুবি দরকার।
    ১। "স্নিগ্‌ধ তুমি হিংস্র তুমি পুরাতনী তুমি নিত্যনবীনা"--এটা কোন কবিতার লাইন?
    ২। "নিখিলের সাদা চাতকের মতো প্রাণ তোমার আমার হৃদয়ে করে কি গান/অপার অসীম সূর্যশালিনী মহাপৃথিবীর অনুরাগে" এটা কোন্‌ কবিতার লাইন?
    ৩। "অতই সহজ আমাদের মেরে ফেলা?/ আমাদের পায়ে রাত্রিচক্র ঘোরে" এটা কোন কবিতার?

    কবিদের নামগুলো মনে আছে, কিন্তু কবিতাগুলোর নাম দরকার। খুব নিশ্চিত হওয়া দরকার।

    আগাম ধন্যযোগ।
  • nk | ০৭ মার্চ ২০১২ ০২:৪৯ | 151.141.84.239
  • হেই টিম, আছো? "রস কষ সিঙারা বুলবুলি মস্তক" খেলাটার একটু বর্ণনা দেবে? একেবারেই স্মৃতি মুছে গেছে কিন্তু মনে আছে এই খেলার নাম শুনেছি, হয়তো খেলেওছি, কিন্তু কিচ্ছুটি মনে নেই। ঃ-(
  • nk | ০৭ মার্চ ২০১২ ০২:৪৬ | 151.141.84.239
  • মস্তক খারাপ নাকি? ঃ-)
    ঐ রস কষ সিঙারা বুলবুলি মস্তকে ঢোকা কি নিশিকান্তের কাজ? ঃ-)
  • Nina | ০৭ মার্চ ২০১২ ০২:৪৩ | 12.149.39.84
  • nk সত্যি কত যে ভাল ভল লেখা ছিল বাঃ লাঃ এ ! কি যে হল--উদ্ধার করা যাবে কিনা কে জানেঃ-(
    নতুন ID করে ঢুকতে পারিস ঋতর মতন।
  • nk | ০৭ মার্চ ২০১২ ০২:৩৭ | 151.141.84.239
  • অচিন্ত্য, আমার সন্দেহ হয় বাংলালাইভ উহাদের সকল আর্কাইভ উড়াইয়া দিয়াছে অথবা এমন কোথাও রাখিয়াছে যাহা পাইবার উপায় নাই।
    নতুন আঙ্গিকের বা লা য় কয়েকবার গিয়ে বিন্দুবিসর্গ কিছুই বুঝতে না পেরে পত্রপাঠ বিদায় নিয়েছি। ঃ-)
    কিন্তু আর্কাইভে প্রচুর ভালো ভালো লেখা ছিলো, বিশেষ সংখ্যাগুলো ছিলো, নানা রকম প্রবন্ধ গল্প ভ্রমণ কবিতা স্মৃতিচারণ এইসব বেশ ভালো ভালো জিনিস ছিলো।
    আপনারা পুরানো লেখকরা চেষ্টা করে দেখবেন কোনো ফর্মে ঐ পুরানো লেখাটেখাগুলো উদ্ধার করা যায় কিনা!
  • S | ০৭ মার্চ ২০১২ ০১:৪২ | 99.26.200.89
  • উঃপঃ-এ এবারে পুরুষদের থেকে মহিলাদের turn out বেশি।
  • Marshal Vodi | ০৭ মার্চ ২০১২ ০১:৩৮ | 131.104.32.147
  • মামণির বুক জোড়া বিষফল
    নিস্ফল, নিস্ফল নিস্ফল :(
  • pu bha | ০৭ মার্চ ২০১২ ০১:২৪ | 117.197.65.194
  • মামণিকে ভেবে লিখি পদ্য
    চোদ্দো চোদ্দো, চোদদো
  • Marshal Vodi | ০৭ মার্চ ২০১২ ০০:৫০ | 131.104.32.147
  • মার্শাল ভদি লবারুণ হতে চেইছেল...

    এই চুতিয়া পৃথিবী তা হতে দিল না (ফুঁপিয়ে কান্না)
  • Sibu | ০৭ মার্চ ২০১২ ০০:৪৯ | 74.125.59.177
  • কোতায়?
  • Tim | ০৭ মার্চ ২০১২ ০০:৩৮ | 198.82.20.232
  • পিন পড়লো
  • Tim | ০৭ মার্চ ২০১২ ০০:৩২ | 198.82.20.232
  • কই কে পালিয়েছে দেখি! মুন্ডুটা টুক্করে তুলে নেবো
  • Tim | ০৭ মার্চ ২০১২ ০০:৩১ | 198.82.20.232
  • হেব্বি দেখতে, ওয়াসিম আক্রমের সাথে মিল আচে। এখন কোতায় জানিনা।
  • achintyarup | ০৭ মার্চ ২০১২ ০০:৩১ | 115.111.248.6
  • দেকলে একবার? ঝেই আমি একটা-দুটো কতা বল্লুম অম্নি সব পেইলে গেল
  • sayan | ০৭ মার্চ ২০১২ ০০:৩০ | 101.63.242.210
  • মামীঃ http://www.imdb.com/name/nm1106754/

    জগার্স পার্ক বাদ্দিয়ে মর্নিং রাগা দেখনে লায়েক ছিল।
  • kk | ০৭ মার্চ ২০১২ ০০:৩০ | 107.3.243.18
  • পাই, একটু মেল দেখো।
  • achintyarup | ০৭ মার্চ ২০১২ ০০:২৭ | 115.111.248.134
  • আচ্ছা, বাংলালাইভের আর্কাইভ কি উড়িয়ে দিয়েছে? কেউ জানেন?
  • riddhi | ০৭ মার্চ ২০১২ ০০:২৪ | 108.218.136.234
  • মানে এই টুকলিবাজিকেই অ-সমাজসচেতনতা বলব?

    কে জানে সিধুবাবু নিজেই হয়তো নবারুন। নিজরূপে এলে,তখন আবার ভাল্গারিসম টাকে কাউন্টার-কালচারে বলব
  • achintyarup | ০৭ মার্চ ২০১২ ০০:২৪ | 115.111.248.6
  • হুঁ, আমিও। তবে আমি কাউকে চিনি টিনি না।
  • m | ০৭ মার্চ ২০১২ ০০:২৩ | 50.82.180.165
  • ধ্যাৎ,পেরিজাদের ভাই দিয়ে কি করবো?ঃ(
    তাও জেনেই রাখি। কেমন দেখতে? কোথায় পত্তো? এখন কোথায়?

    দেখলে অপ্পো ই কুতুহল।
    মাত্র তিনটি পেশ্ন।
  • Tim | ০৭ মার্চ ২০১২ ০০:২০ | 198.82.20.232
  • পেরিজাদের ভাই আমাগো সাথে পত্তো। ব্যাটা ডাগদার। কার কি কাজে লাগে তাই বলে রাখলুম। আমি বড়ো দয়ালু।
  • m | ০৭ মার্চ ২০১২ ০০:১৯ | 50.82.180.165
  • এই প্রশ্ন টি করে আমি যাবো চলে-
    পেরিজাদ জোরাবিয়ান নামে এক অভিনেত্রী ছিলেন, জগার্সপার্ক করেছিলেন, উনি কি আর কোথাও আছেন? মানে কোনো বিখ্যাত ছবির নাম?
  • Tim | ০৭ মার্চ ২০১২ ০০:১৬ | 198.82.20.232
  • ভদি ইজ লেট। লবারুণের আগে কত্তে হতো! এখন কল্লে লোকে বলবে টুকেছে। ঃ-)
  • m | ০৭ মার্চ ২০১২ ০০:১৩ | 50.82.180.165
  • ডর সে মুঝে বহুত ডর লাগতি হ্যায়!
  • Siddhartha Sen | ০৭ মার্চ ২০১২ ০০:১১ | 131.104.249.99
  • নবারুন করলে কাউন্টার কালচার আর ভদি করলে শালা ভালগারিজ্‌ম..ভেউ! ঃ(
  • sayan | ০৭ মার্চ ২০১২ ০০:১০ | 101.63.242.210
  • মামী, ডর কে আগে জীত হ্যায় ঃ-p
  • sayan | ০৭ মার্চ ২০১২ ০০:১০ | 101.63.242.210
  • কুপ্রীত - The boy in the 'stripped' pajamas
  • riddhi | ০৭ মার্চ ২০১২ ০০:০৫ | 108.218.136.234
  • কিন্তু মার্শাল ভদির অবস্থান সমাজসচেতনতার উল্টোদিকে কেন সেটাও একদমি বোঝা গেল না।
  • aka | ০৭ মার্চ ২০১২ ০০:০৪ | 168.26.215.13
  • হু ইজ দিজ কুপ্রীত গাই?
  • m | ০৭ মার্চ ২০১২ ০০:০৩ | 50.82.180.165
  • ভালাই কা জামানা হি নেহি রাহাঃ(
    সট্‌কে গেলুম, তুমিই তো শুরু থেকেই ভয় দেখালেঃ(
  • sayan | ০৭ মার্চ ২০১২ ০০:০১ | 101.63.242.210
  • ঐ যে, যথাক্রমে টাঙ্গাইল ও ঠাসা কাজ দেখিয়ে সটকে গেল! ঃ-(
    কুপ্রীত, ফোনিও।
  • m | ০৭ মার্চ ২০১২ ০০:০১ | 50.82.180.165
  • জ্ঞানপিপাসা থাকলেই হবে, ঐ তো সায়ন বলে দিয়েছে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত