এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bratin | ০৬ মার্চ ২০১২ ১৫:৪৬ | 122.248.183.1
  • কারন যে কোন পজেটিভ নাম্বার ই জিরো র থেকে বড় ঃ-))
  • ppn | ০৬ মার্চ ২০১২ ১৫:৪০ | 202.91.136.71
  • রাহুল আর প্রিয়াংকার মধ্যে অপশন - সেইটা জ্যানাগ্যান ঠিক করবে কী করে? ঃ)

    আর প্রিয়াংকা কী কী কারণে বেটার অপশন শুনি।
  • Bratin | ০৬ মার্চ ২০১২ ১৫:২৩ | 122.248.183.1
  • কুমু দির পেছনে লাগা রুখছি রুখবো
  • Netai | ০৬ মার্চ ২০১২ ১৫:১৯ | 121.241.98.225
  • দেদি, প্রিয়াংকাকে চুজ করবেন তো ঠিক হ্যায়, করেন।
    কিন্তু কি কারনে? যোগ্যতার কি প্রমাণ রেখেছেন প্রিয়াংকা ব্যাহেন?
  • kumu | ০৬ মার্চ ২০১২ ১৫:১৭ | 122.160.159.184
  • গতকাল পটাশম্যাম কোথাও যান্নি,কোথাও না!
    গভীরতম অভিমানের ইমো!
  • S | ০৬ মার্চ ২০১২ ১৫:১৪ | 99.26.200.89
  • এইভাবে চললে এমনিতেই দুবছর অন্তর অন্তর ভোট হবে
  • de | ০৬ মার্চ ২০১২ ১৫:১২ | 180.149.51.68
  • ব্রতীন, অনেক ধন্যবাদ!

    রাহুল আর প্রিয়ংকার মধ্যে বাছতে বল্লে আমি সেকন্ড অপশন নেবো, অলওয়েজ! আর সেন্টারে কং এর বিকল্পটা কি শুনি? সেই মিলিজুলি থার্ড ফ্রন্ট? আর প্রত্যেক দু-আড়াই বছরের মাথায় ভোট?
  • S | ০৬ মার্চ ২০১২ ১৫:০৪ | 99.26.200.89
  • বহেনজির মুর্তি ভাঙ্গা হবেনা - সপা।
  • S | ০৬ মার্চ ২০১২ ১৫:০২ | 99.26.200.89
  • কঙ্গনেতার বলেই চলেছে রাহুলের কোনো দোষ নেই, সবাই মিলে হেরেছি। এই কঙ্গ যদি উঃপঃ-এ আরো ২০ টা সিট পেতো তহলেই রাহুলকে নেকস্ট প্রঃমঃ করে দিতো। ঘাড়ের কাছে ওরকম একখান অকর্মন্য সবসময় নিঃস্বাস ফেললে আর মনমোহনজি কি করবেন।
  • El d | ০৬ মার্চ ২০১২ ১৪:৫৯ | 220.227.106.153
  • মোস্ট কোরাপ্টেড গভমেন্ট এভার এর আবার বিকল্প.... সেকেন্দ্রাবাদের মেয়র বা ডিব্রুগড়ের এম এল এ কে প্রধানমন্ত্রী করে দিলেও এর চেয়ে খারাপ আর কি হবে !
  • S | ০৬ মার্চ ২০১২ ১৪:৫৮ | 99.26.200.89
  • করাপশান তো একটা ফ্যাক্টর ছিলো বটেই। সুষমা সরাজজী বললেন যে ভেরি লাইকলি মিডটার্ম পোল হবে কেন্দ্রে। মুলায়েম আর মমতাদি দুজনেই সরে যেতে পারে - জানিনা এটা ওনার উইশ না কোনো খবর আছে।
  • El d | ০৬ মার্চ ২০১২ ১৪:৫৫ | 220.227.106.153
  • পিয়ংকা শুধু যে গেছিল তা নয় সঙ্গে ৮-১০ বছরের পুত্রকন্যা ও রবার্ট ভদ্রকেও মঞ্চে তুলতে ভোলেন নি !

    রাজপরিবারের জাগ্রত পিতিমা আর কি
  • shola the mackem slayer | ০৬ মার্চ ২০১২ ১৪:৫৩ | 121.241.218.132
  • রাহুলই যাক বা প্রিয়াংকা, ইউপিএ-২-এর মত tainted সরকার এবং মনুদার মত ঠুঁটো জগন্নাথ প্রধানমন্ত্রী আগে কখনো হয়েছে বলে মনে হয় না। তার কোনো এফেক্ট থাকবে না?
  • Bratin | ০৬ মার্চ ২০১২ ১৪:৫১ | 122.248.183.1
  • দেবু, শান্তনু দা কে এক পিস মেল করলেই শান্তনু দা 'ভেতর থেকে' ব্যবস্থা করে দেবেন ।তোমাকে মেলে মেল আই ডি পাঠালাম।
  • S | ০৬ মার্চ ২০১২ ১৪:৪৭ | 99.26.200.89
  • উঃপঃ-এ তো প্রিয়াংকা গেছিলো, সেই সব এরিয়াতেও তো ভালো করেনি - মানে আমেথি, রায়বেরিলিতে।

    ভাজপা গোয়া ছিনিয়ে নিয়েছে, আকালির সাথে Punjab ধরে রেখেছে (এটা হারবে ধরা হয়েছিলো)। উত্তরান্‌চলে ফাইট দিচ্ছে। শুধু উঃপঃ-এ যা ভেবেছিলো ১৫-২০ সিট কম পেয়েছে।
  • El d | ০৬ মার্চ ২০১২ ১৪:৪৪ | 220.227.106.153
  • রাহুল ছেড়ে প্রিয়ংকা মানে তো সেই রাজপরিবারতন্ত্রই বহাল !!
  • byaang | ০৬ মার্চ ২০১২ ১৪:৪১ | 122.167.224.145
  • সিকির ২ঃ৩১ পড়ে আমি পাঁচ মিনিট জাস্ট চুপ করে বসে থাকলাম। আমিও পাঁচ বছর বয়সে এমনটা ভাবতে পারতাম না।
  • de | ০৬ মার্চ ২০১২ ১৪:৪০ | 180.149.51.68
  • কিকি, শমীক :)))))
  • quark | ০৬ মার্চ ২০১২ ১৪:৩৫ | 14.139.199.1
  • "অনুসন্ধান" এর সেই "ফুলকলি রে ফুলকলি" র সুরে হিন্দি গান শুনেছেন?
  • siki | ০৬ মার্চ ২০১২ ১৪:৩২ | 155.136.80.36
  • এবং গেঁড়ি এরপর আমায় বিস্তর আওয়াজ ইঃ দিল।
  • siki | ০৬ মার্চ ২০১২ ১৪:৩১ | 155.136.80.36
  • এদিকে আমার মেয়ে হয়েছে হাড়বজ্জাত (আমারই তো মেয়ে!)

    সেদিন গেছি প্রগতি ময়দানে, ওয়ার্ল্ড বুক ফেয়ারে। এই স্টল সেই স্টল ঘুরতে ঘুরতে, কোন একটা যেন স্টলে গিয়ে মেয়ে ঘেঁটেঘুঁটে একটা পাতলা বই পছন্দ করে মায়ের হাতে দিল। ওপরে একজোড়া কার্টুন ছেলেমেয়ের ছবি আঁকা।

    বইটা হাতে নিয়ে আমি ঘাবড়ে গেলাম। বইয়ের নামঃ How to kill your husband
  • siki | ০৬ মার্চ ২০১২ ১৪:২৯ | 155.136.80.36
  • আমার অ-মাইক গলা, তবে দমো-র সন্দেহটা কিন্তু আমারও হয়েছিল। ভাবছিলাম খোলাপাতায় জিজ্ঞেস করি কাল পটাশম্যাম বাহাদুরগড় গেসলো কিনা। তাপ্পরে খুব চেষ্টা করেও নিজের ইনশিওরেন্স এজেন্টের ফোন্নংটা মনে পড়ল না বলে কাটিয়ে দিলাম।

    মায়াবতী আপাতত ধুয়েমুছে সাফ হলে যা যা ঘটতে পারে --

    ১। আমাদের বৈশালী থেকে মেট্রো এগোবে ইন্দিরাপুরমের দিকে, ওদিকে দিলশাদ গার্ডেন থেকে মেট্রো ঢুকবে মোহননগর আর্থালা হয়ে গাজিয়াবাদ পুরনো বাস আড্ডার দিকে।

    ২। রাজনগর এক্সটেনশন ফুলেফেঁপে উঠবে।

    ৩। নয়ডা এক্সটেনশন দীর্ঘকালের জন্য ভোগে গেল, কারণ ওখানকার জমিজমাগুলো সবই ছিল মায়াবতীর ভাইয়ের ক্যাপচার করা।

    ৪। নয়ডার সমস্ত প্রজেক্টগুলো একটু করে চাপ খেয়ে যাবে, কারণ মোলায়েমের ডার্ক হর্স হল গাজিয়াবাদ, আর মায়াবতীর নয়ডা।

    ৫। হাতি কেটেকুটে সাইকেল তৈরি হবে কিনা, এখনই বলা যাচ্ছে না।
  • kiki | ০৬ মার্চ ২০১২ ১৪:২৭ | 59.93.246.158
  • উঃ আবার একটু ব্রেক পেইচি। মানে এই নয় এতক্ষন আমরা পড়াশুনা কচ্ছিলাম। আমার কাজে ব্যস্ত হয়ে যাওয়া দেখে তিনি হাইস্কুল মিউজিকাল দেখছেন।

    তো যেটা বলছিলাম। আমার ভাইয়ের ছেলে। এবার তার ক্লাস ওয়ান হবে। ডিসেম্বরে তিনি ছয় বছরের হলেন বোধায়।( কেমন পিসি, কিচ্ছু মনে থাকে না) তাকে ক্লাসে প্লুরালে জেন্ডার চেঞ্জ শেখানো হয়েছে। তো তার মধ্যে একটা চেঞ্জ এমন এসেছে হাসব্যান্ড । যাস্ট এস টা উড়িয়ে দিয়েছে। তা সে ছোঁড়াই বা কম যায় কিসে! ওয়াইভস এর ও এস টাকে উড়িয়ে দিয়ে এসেছে কেবল।

    এই শুনতেই আমার ঋভুর ছোটবেলার একটা কথা মনে পরে গেলো। তা আমার সেসব অস্থির বিপ্লবের দিনে আমি ছেলেকে মায়েরা যেমন পরম আদরে যত্ন করে সব শেখায় তেমন কিছুই করিনি। ছোট থেকেই খুঁটে খাবার বিপ্লবে হাতেখড়ি দিয়ে দিয়েছিলুম। তা সে তার কেজি ক্লাস না প্রেপ ক্লাস, কোন একটা ক্লাসে যেন ফ্যামিলির লোকজনের নাম লিখতে দিয়েছিলো। তাতে ছেলে কিছুই বাদ দেয় নি। পছন্দ মতন আর চেনা নাম মিলিয়ে পুরোটাই লিখে এসেছিলো। কেবল একই ফ্যামিলির বাপ মা বাচ্চাদের টাইটেল গুলো বৈচিত্রময় করে লিখে এসেছিলো। সেই বয়সেই হল কালেকশন কিনা কে জানে! বন্ধুদের যত সোজা সোজা টাইটেল আছে সেগুলো যেখানে যেটা পেরেছে লাগিয়ে এসেছে।

    তো তার মিস এত হুব্বা হয়ে গেছিলো যে কেমন একটা লাল হয়ে আমার দিকে খাতা এগিয়ে দিয়েছিলো আর আমিও তেমন মা, সেসব দেখে অবাক হবার বদলে হেসে গড়িয়ে ছিলাম।
  • Netai | ০৬ মার্চ ২০১২ ১৪:১৯ | 121.241.98.225
  • বিকল্প??? বিকল্প কোথায়??
  • de | ০৬ মার্চ ২০১২ ১৪:১৮ | 180.149.51.68
  • এই যে মাইক!
  • Netai | ০৬ মার্চ ২০১২ ১৪:১৭ | 121.241.98.225
  • কুমুদিকে এরম ভাবে স্পষ্ট ভাষায় আবাজ দেওয়া হল!!!!!
    আমি তোমার সাথে আছি কুমুদি। গর্জে ওঠো।
  • de | ০৬ মার্চ ২০১২ ১৪:১৭ | 180.149.51.68
  • এখনো সময় থাকতে থাকতে রাহুল ছেড়ে প্রিয়ংকাকে সামনে আনুক কং -- কং ছাড়া সেন্টারে এই মুহূর্ত্তের বিকল্পগুলো আরো বদ!
  • Kaju | ০৬ মার্চ ২০১২ ১৪:১৬ | 121.242.160.180
  • ২ঃ১১ র জন্যে।
  • Kaju | ০৬ মার্চ ২০১২ ১৪:১৬ | 121.242.160.180
  • এ-এ-এ-এ-এ-এ-এ-এ বা-আ-আ-আ-বা-আ-আ-আ- !!!
  • Netai | ০৬ মার্চ ২০১২ ১৪:১৪ | 121.241.98.225
  • মনে করলেই হবে না। কেন এমন মনে করেন তার কারন বিশ্লেষন করুন।
    -(৩ নং)
  • d | ০৬ মার্চ ২০১২ ১৪:১১ | 14.96.91.0
  • এহে একটা ইমো হবে শেষে। এই যে ;-p
  • d | ০৬ মার্চ ২০১২ ১৪:০৯ | 14.96.91.0
  • কুমুর ঘনঘন ফরিদাবাদ যাওয়া আর ভুমিকম্পের এপিসেন্টারের মধ্যে কি কোনও যোগাযোগ আছে?
  • S | ০৬ মার্চ ২০১২ ১৪:০৮ | 99.26.200.89
  • যা বুঝলাম কঙ্গ-এর হাল খারাপ। ঐ রাহুল দিয়ে কিস্‌সু হবেনা। আমি কিন্তু মনে করি ভাজপার খুশি হওয়ার কারণ আছে। আর মুলায়েম আবার ভেসে উঠলো।
  • Netai | ০৬ মার্চ ২০১২ ১৪:০৬ | 121.241.98.225
  • কংগ্রেস মণিপুরে একক সংখ্যাগরিষ্ঠতার পথে। এছাড়া উত্তরাখন্ডে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। তবে এই পাঁচ রাজ্যের ভোটের ফলে এসপি আর আকালি ছাড়া কেউ মনে হয় না তেমন খুশি হবে।
  • S | ০৬ মার্চ ২০১২ ১৩:৫৯ | 99.26.200.89
  • আমার তো মনে হয় ৩ নম্বরের বেশি কিছুই লিখতে পারবো না। সক্কলে কেন্দ্রে মিলে মিশে থাকবে।
  • El d | ০৬ মার্চ ২০১২ ১৩:৫৫ | 220.227.106.153
  • নাঃ ১৫ নম্বরের কোচ্চেন এটা হতেই পারে না কমকরে ২৫।

    তবে এইটা ১৫ নম্বরের আবার কারুর কাছে লাখটাকার প্রশ্ন হতে পারে ঃ)

    এইবার কোন পার্টিকে ইউ পি এ হইতে ঝেঁটিয়ে বা খেদিয়ে বের করা হবে ?
  • lcm | ০৬ মার্চ ২০১২ ১৩:৫৩ | 69.236.169.221
  • ভোটে কি হল? কংগ্রেস কি রাজ্যে রাজ্যে হেরে গেল? তাইলে, এখন...
  • shola the mackem slayer | ০৬ মার্চ ২০১২ ১৩:৫০ | 121.241.218.132
  • কেন্দ্রীয় জোটের ওপর পাঁচ রাজ্যে নির্বাচনী ফলাফলের প্রভাব সম্পর্কে লিখ। (১৫)
  • Netai | ০৬ মার্চ ২০১২ ১৩:৫০ | 121.241.98.225
  • তবে ভাববেন না পহলে কেউ ই বুইতে পারেনি এসব।
    প্রতিদিন বলেইছ্যালো ৭-১৩ টি আসন পাবে মমদিদি।
    http://epratidin.in/Details.aspx?id=7166&boxid=14953406
  • kumu | ০৬ মার্চ ২০১২ ১৩:৪৮ | 122.160.159.184
  • ভূমিকম্পের কেন্দ্রবিন্দু (?)পচ্চিম দিল্লীতে,এমনকি দিল্লীতে ছিল না।
  • El d | ০৬ মার্চ ২০১২ ১৩:৪৮ | 220.227.106.153
  • টুইটারে এটা কেউ একটা দিয়েছে

    UP ka "haath",Mulayam ke saath...#new slogan

    টু গুড ঃ)
  • de | ০৬ মার্চ ২০১২ ১৩:৪৬ | 180.149.51.67
  • শান্তিনিকেতনে শান্তনুদার রিসর্টে কি আগে থেকে নেটে বুক করে রাখার কোন সুবিধা আছে? কেউ জানো?

    আমার মেয়ের এবার ক্লাস এইট হবে, চাপ পোচ্চুর -- আরেকবার করে সব পরীক্ষা গুলো আমিই দিচ্চি বোধ হচ্ছে -- বিশেষত: NCERT র সোস্যালের বইগুলো দেখলে আমারই কান্না পায়, ও বেচারাকে আর কি বলবো :((((
  • shola the mackem slayer | ০৬ মার্চ ২০১২ ১৩:৪৬ | 121.241.218.132
  • আফস্পা তার মানে উঠে যাবে, তাই তো? শর্মিলাও গুটি গুটি ঘরে ফিরবে।

    ;-)
  • Kaju | ০৬ মার্চ ২০১২ ১৩:৪৬ | 121.242.160.180
  • আমার আবার শোলা শুনে থেকে আরশোলা আরশোলা মনে হচ্চে। আম্মো বলি নাই কাল।
  • Netai | ০৬ মার্চ ২০১২ ১৩:৪৫ | 121.241.98.225
  • হেঁ হেঁ, মমদিদি চারটি আসন পেয়ে গেছেন মনিপুরে। একটিতে এগিয়ে আছেন। আর ভুলে যাবেন না জ্যানগ্যান, ১ত টি আসনের রুঝান আসা এখনো বাকি আছে।
  • de | ০৬ মার্চ ২০১২ ১৩:৪২ | 180.149.51.67
  • এইয়ো দমদি লিখেচে -- আমারও কালকে শোলা শুনেই শবনম মনে পড়েচিলো -- বলিনি!

    দু-দি কে -- freetranslation.com site টা দেখতে পারো একবার!
  • S | ০৬ মার্চ ২০১২ ১৩:৪১ | 99.26.200.89
  • সেকি? এই বাজারেও ভাজপা দুই রাজ্য তুলে নিলো, উত্তরাখন্ডে হেব্বি ফাইট দিচ্ছে। তার সাথে উঃপঃ-এ কঙ্গকে পেছনে ফেলতে পারে।
  • kc | ০৬ মার্চ ২০১২ ১৩:৩৪ | 194.126.37.78
  • অরিজিৎ যাই নাম নিক না কেন, ওকে অজ্জিত বলেই ডাকা হব্বে। ব্যাস।
  • shrabani | ০৬ মার্চ ২০১২ ১৩:৩৪ | 14.96.54.137
  • নেতাই কাদের ভালো লাগার কথা বলল? দিল্লী ও চারপাশে সেদিন ভূমিকম্প হয়ে গেল, আমি জানলামও না! ঃ( বহেনজীর উদ্দেশ্যে ভগবানের হাসি...হাতির ঢাকা গুলো কি খোলা হয়েছে, না হলে ঐ পাঁচ বছর ধরে ঐ রকম বিচ্ছিরি রয়ে যাবে, ঢাকা খোলার কনট্রাক্ট দেওয়া হবেনা.....
  • kumu | ০৬ মার্চ ২০১২ ১২:৪৩ | 122.160.159.184
  • না অজ্জিত,কারো কথা শুনো না।তুমি এই কিং শোলা ইঃ নামটাই চাইলে যাও।আমার্তো এই নামটা বেশ ভাল্লাগলো।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত