এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • a | ০১ মার্চ ২০১২ ১৭:৫৯ | 65.204.229.11
  • ধন্যযোগ
  • ppn | ০১ মার্চ ২০১২ ১৭:৫৫ | 216.52.215.232
  • ওয়েঃ, টই ভাসিয়ে দিয়ে এসেছি।
  • pi | ০১ মার্চ ২০১২ ১৭:৫২ | 72.83.80.169
  • খারাপ শুনিনি। একবার এর মাধ্যমে কিনেছিলাম। ঠিকই ছিল।

    এখাএ রেটিং ও দেখে মেওয়া যেতে পারে ঃ http://www.resellerratings.com/store/Adorama
  • demba ba | ০১ মার্চ ২০১২ ১৭:৫১ | 121.241.218.132
  • শপিং ক্যাটেগরিতে ব্লকড।
  • a | ০১ মার্চ ২০১২ ১৭:৪৮ | 65.204.229.11
  • http://www.adorama.com

    এই সাইটটা সম্পর্কে কারুর কোন ভালো/খারাপ এক্ষপি থাকলে জানাবে প্লিজ?
  • Kaju | ০১ মার্চ ২০১২ ১৭:৪৫ | 121.242.160.180
  • প্রব্রাজিকা কুমুপ্রাণা?
  • pi | ০১ মার্চ ২০১২ ১৭:৪৫ | 72.83.80.169
  • সার্চ করে কোন টই তুল্লে টই ফিরে আসাটা কাল কাক্তালীয় ঘটনা ছিল মাত্তর।
  • pi | ০১ মার্চ ২০১২ ১৭:৪৩ | 72.83.80.169
  • এমনকি টইগুলোও এত সাদা ফটফট করছে, যে কিছু পড়া দায়। তারপর তো বোঝা !
  • kumu | ০১ মার্চ ২০১২ ১৭:৪০ | 122.160.159.184
  • জেবনে সুখ নাই!একেবারেই না!

    ফরিদাবাদ গেছিলাম,বারোটি উটগাড়ী ওভারটেক করে এই ফিল্লাম।একটু শান্তির আশায় গুরু খুলে দেখলাম কিসুই বুঝি না।
    স্টেক,কেসি,ভ্যানগার্ড,ভাইপো,কুঘো-কিসুই না।

    এর্পরেও সন্ন্যাস নিতে পারা যাবে না!
  • demba ba | ০১ মার্চ ২০১২ ১৭:৩৬ | 121.241.218.132
  • কতদূর আর কতদূর বলো মাআআআআ...
  • El d | ০১ মার্চ ২০১২ ১৭:২১ | 220.227.106.153
  • সে তো ঠিকই

    কিন্তু যা চলছে কিছুদিন পরে ভ্যানগার্ডদের পেছুতে প্রলেতারিয়েতরা ইচগার্ড না লাগিয়ে দেয়
  • ppn | ০১ মার্চ ২০১২ ১৭:১৬ | 202.91.136.71
  • কমরেড, প্রলেতারিয়েতের পথ দেখানোর জন্য ভ্যানগার্ড লাগবে তো নাকি। ঃ)
  • aka | ০১ মার্চ ২০১২ ১৭:১১ | 75.76.118.96
  • ভালো স্টেক বেশ কঠিন ব্যাপার। আমি লোকের পয়্‌সা ছাড়া খাই না, কারন হেব্বি দাম। ক্র্যাকার ব্যারেলে জে রোস্ট বিফ পাওয়া যায় তা বেশ ভালো খেতে।
  • El d | ০১ মার্চ ২০১২ ১৭:০৬ | 220.227.106.153
  • রাজ্য কমিটিতে যে সমস্ত নতুন নবীন মুখ বলা হচ্ছে তদের দুজনকে চিনি ।

    দুজনেই সাউথ পয়েন্টের প্রাক্তণী , হওয়াটা কোনও দোষের তো নয় বরং বেশ উৎসাহব্যঞ্জক , কিন্তু এটাও দেখিয়ে দেয় যে সি পি আই (এম) এর ফোকাসটা এখন ঠিক কোথায়?
  • dd | ০১ মার্চ ২০১২ ১৭:০২ | 110.234.159.216
  • জোনাল আপিস ভাংচুড় "অম্নি হয়েই থাকে" হয়ে যেতো ,যদি না আবাপের সাংবাদিকেরাও ক্যালানি না খেতো।
    ব্যাস।
    বাইটের পর বাইট। নগর উত্তাল। ব্যারিকেড ম্যারিকেড, গড়ে তোলো কমোরেড শুরু হয়ে গ্যালো।

    আবাপ চাই,স্টারানন্দ চাই।
  • El d | ০১ মার্চ ২০১২ ১৬:৫৮ | 220.227.106.153
  • গত হপ্তাদুয়েকে দেখা গেল সিপিএমের এলিট শহুরে আধা শহুরে উচ্চমধ্যবিত্ত অ্যাটিচুড আজও অম্লান, জোনাল অফিসে ভাঙচুর আর সাংবাদিকরা মার খেতেই প্রাক্তন মুখ্যমন্ত্রী পরদিন হুডখোলা জিপে আর বর্ধমানে খুঁচিয়ে পিটিয়ে মারা প্রাক্তন বিধায়কের বডি আসতে হল কলকাতায় লাল সেলাম কালেক্ট করার জন্য !

    বর্ধমানে একটা ১২ ঘন্টার বনধ ডেকেই সওব শেষ , মাঝে সুর্য মিশ্র আর অশোক ভটচাজ বাদ দিলে বড়বাবুরা কেউই এদিকপানে আসেন নি।

    এই নেতৃত্ব নাকি আবার প্রত্যাবর্ত্তন করবে , না করলেই মঙ্গল ! তার চেয়ে বরং...
  • Netai | ০১ মার্চ ২০১২ ১৬:৫৬ | 121.241.98.225
  • কবি নেতাইয়ের সই নাই
  • de | ০১ মার্চ ২০১২ ১৬:৪১ | 180.149.51.67
  • কবি নেতাই ফাটিয়ে দিচ্চে তো :))
  • Didir Bhaipo | ০১ মার্চ ২০১২ ১৬:৩৯ | 121.241.98.225
  • মাইরি তুমি কেমন বাপ?
    আমি খাচ্ছি বিষম চাপ
    জেলেই আছি, আর খাচ্ছো তুমি স্টেক?
    দোহাই তোমার বোঝাও আবার
    বলুক পিসী আর একটিবার
    সব সাজনো, এ সমস্ত সব ফেক।
  • Didir bhaai | ০১ মার্চ ২০১২ ১৬:১৪ | 202.91.136.71
  • ধিনতা নিনা পাকা নোনা
    কেশী সোনা কেশী সোনা
    কোবে হবে কবে স্টেক
    দাঁড়া রেডি হচ্ছে চেক।
  • Netai | ০১ মার্চ ২০১২ ১৫:৫৯ | 121.241.98.225
  • পয়সা কেশীদার
    জয়ধ্বনিও কেশীদার
  • dd | ০১ মার্চ ২০১২ ১৫:৪৯ | 110.234.159.216
  • সে নিজে না আসুক। মুল্য ধরে দিক। আমরা নয় খে' দে' কেশীর নামে ঢেঁকুরধ্বনি দিয়ে আসবো।
  • ppn | ০১ মার্চ ২০১২ ১৫:৪০ | 202.91.136.71
  • ও ডিডিদা, তাজ ভিভান্তায় কোবে স্টেক পাওয়া যায়। ন্যাড়াদা রেকো করেছিল।

    কিন্তু কথাটা হল কে খাওয়াবে। কেশী তো আর এপানে আসবে না!
  • El d | ০১ মার্চ ২০১২ ১৫:৩৫ | 220.227.106.153
  • আছে। পার্ক সাকাসের জিশানের পাশের গলির ভেতরেই আছে, একটু খুঁজেপেতে নিতে হবে, ঐ রাস্তাটার নাম কংগ্রেস এগজিবিশন রোড।

    স্বাদে অমৃতসমান
  • demba ba | ০১ মার্চ ২০১২ ১৫:৩০ | 121.241.218.132
  • ওটা নেই নেই।

    This add-on has been removed by its author.
  • dd | ০১ মার্চ ২০১২ ১৫:২৬ | 110.234.159.216
  • অচিন্তো,কলকেতা কেনো তামাম হিন্দুস্তানে কোথাও ভালো গরু পাবে না।

    অলিপাবে একদা বেস্ট স্টেক করতো কলেকেতায়। আমি খেইচি বহুবার। সেই বাছুরেরা আর নেই, অলিপাবও বোধয় নেই।

    জাপান থেকে কোবে স্টেক উড়িয়ে আনো, নিদেন পক্ষে আর্জেন্টিনা থেকে। এসব ও না করলে অ্যাটলিস্ট দাঁত বাঁধিয়ে তো নাও।
  • achintyarup | ০১ মার্চ ২০১২ ১৫:১৯ | 141.0.8.181
  • ধন্যবাদ কাবলিদা আর দেবযানী, শিশু ভগবতী পরীক্ষা করে দেখব। কলকাতা শহরে কি কোথাও ভাল পাওয়া যায়?
  • kd | ০১ মার্চ ২০১২ ১৫:০৬ | 59.93.241.17
  • ঠিক আছে, তাই করি। থ্যান্‌ক্‌স।
  • kd | ০১ মার্চ ২০১২ ১৫:০৪ | 59.93.241.17
  • মিঠু, ২০৫৫৮এ দু'টো ওয়েবসাইট দিয়েছিলুম, দেখেছো কি?
  • demba ba | ০১ মার্চ ২০১২ ১৫:০৪ | 121.241.218.132
  • নাঃ, ইন্ডিভিজুয়ালি করতে হয়। কোনো আলাদা ফেবু অ্যাপ্লি আছে কিনা বলতে পারবো না।
  • kd | ০১ মার্চ ২০১২ ১৫:০২ | 59.93.241.17
  • ডেম্বা বা,
    কিন্তু মাস ডাউনলোড করা যায় কি? কেমনে? আমার যা কোয়ালিটির জ্ঞান, তাতে ""দৈনিক বসুমতী''র থেকে বেটার হ'লেই চলবে।
  • kd | ০১ মার্চ ২০১২ ১৪:৫৫ | 59.93.241.17
  • চিন্টুবাবু ঠিক। ভগবতী চিবোতে চিবোতে দাঁত ব্যথা হয়ে যায়। কারণ সিম্পিল - প্রোডাক্টিভ ইয়ার্সের পরেই কাটে অর্থাৎ বুড়ি।
    হোয়্যারআজ বছর দু'য়েকের নন্দীবাবুর ডেলমোনিকো/আইরাউন্ড/টেন্ডারলয়েন নাও প্লেটে - ফিট দু'তিন দূরে জ্বলন্ত অগ্নি রাখো - ছোট ছোট টুকরো ফর্কে তুলে আগুনের দিকে (হাত না বাড়িয়ে) একবার এ'পিঠ একবার ও'পিঠ দেখিয়ে মুখে ফ্যালো (ফোকলা হ'লেও চলবে, কেননা চিবোনোর কোন দরকারই নেই) - জাস্ট হমিনস্ত!

    আর ভীল! যে ভীল মার্সালা বা ভীল পার্মাজাঁ খায় নি তার জনমই বৃথা।

    উঃ! আরও এক মাস ওয়েট করতে হবে। ঃ(
  • Sibu | ০১ মার্চ ২০১২ ১৩:৫৬ | 207.47.25.82
  • ভগবতীর ছানা - বিদ্যেসাগর।
    ছানা ভগবতী - ভীল।
  • de | ০১ মার্চ ২০১২ ১৩:৫৫ | 180.149.51.68
  • কড়াইয়ে পাক হওয়ার সময়ে আর নাম জেনে কি হবে?
  • dukhe | ০১ মার্চ ২০১২ ১৩:৩৬ | 122.160.114.85
  • ভগবতীর ছানাকে তো বিদ্যাসাগর বলে জানতাম ।
  • de | ০১ মার্চ ২০১২ ১৩:৩২ | 203.197.30.4
  • সেক্ষেত্রে কচি ভগবতী আহার করুন! :)) দান্তেকে নিয়ে আর টানাটানি পড়বে না!
  • pinaki | ০১ মার্চ ২০১২ ১৩:৩২ | 138.227.189.9
  • আজকালের আজিজুলের পরে প্রতিদিনের কুঘো। ব্যাটনটা যে কেউ বইছে এটাই আমাদের জন্য সুখবর। ঃ-)
  • achintyarup | ০১ মার্চ ২০১২ ১৩:৩০ | 141.0.8.225
  • ভগবতীতে আমার অরুচি। দান্তের ফানে্‌ক ঢুকে যায় ঃ-(
  • siki | ০১ মার্চ ২০১২ ১২:৫৫ | 155.136.80.36
  • ঃ-) দে, চুনসুরকীর টই পশ্য।
  • de | ০১ মার্চ ২০১২ ১২:৫৩ | 203.197.30.4
  • সি কি??? :))
  • sayan | ০১ মার্চ ২০১২ ১২:৫১ | 160.83.96.84
  • লুরুর সব অটোরিক্‌শা আজ সিটুর পকাতায় নাল।
  • siki | ০১ মার্চ ২০১২ ১২:৫০ | 155.136.80.36
  • হে বালিকে, কিসি-টা আমি।
  • sayan | ০১ মার্চ ২০১২ ১২:৪৮ | 160.83.96.84
  • কেশী না, কিসি সিকি'র অল্টার ইগো। ঐ যে আমাকে প্রপোজ করেছে একটু আগে ;-)
  • de | ০১ মার্চ ২০১২ ১২:৪৪ | 203.197.30.4
  • :))

    কেসি কেশী ছেড়ে কিসি হয়েচে আজকাল -- অষ্টোত্তর :))
  • sayan | ০১ মার্চ ২০১২ ১২:৪১ | 160.83.96.84
  • কিসি, এখানেই লিখি। নাহ্‌, কিছুই না। দিব্যি দিন কেটে যাচ্ছে। এই বেশ ভালো থাকা ঃ-)

    (ক্যালাকেলির মাঝে ভাটানোর মজাই আলাদা ঃ-)) )
  • sayan | ০১ মার্চ ২০১২ ১২:৩৭ | 160.83.96.84
  • দেবুদি', এই তো। চলছে দিব্যি ঃ-)
  • de | ০১ মার্চ ২০১২ ১২:৩৩ | 203.197.30.4
  • আরে সান্দা যে! অনেকদিন বাদে এলে! সব খবর ভালো তো?
  • sayan | ০১ মার্চ ২০১২ ১২:২৪ | 160.83.96.84
  • সক্কাল সক্কাল আন্তর্জাতিক ভার্চুয়াল ক্যালাকেলি চলছে। বাঃ'এর চাগরি!
  • kc | ০১ মার্চ ২০১২ ১২:২০ | 194.126.37.78
  • কুণাল ঘোষের পড়ালেখা কদ্দুর? 'খড়গপুর থেকে আইআইটি পাস করেছে' টাইপের বাক্য দেখে মনে হল। আজকালে কাজ করার সময় যখন নৃপেন চক্রবর্তীকে নিয়ে ঝামেলা চুড়ান্ত পর্যায়ে, তখন এই কুঘো নৃপেনবাবুর প্রায় ছায়াসঙ্গী ছিলেন। সেই সময় পার্টির ডিজেনেরেশন নিয়ে নৃপেন চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎকারের ভিত্তিতে দুতিনটে চটি বইও ছেপেছিলেন, আমার সংগ্রহে আছে বইগুলো। নৃপেন চক্কোত্তিকে পার্টি ফিরিয়ে নিয়েছিল, কিন্তু এই ভদ্রলোক চিরতরে বিতাড়িত হন। কুণাল ঘোষ যতনা মমতাপন্থি তারথেকে বেশী অ্যান্টিপার্টি ছিলেন। এখন অবশ্য কলুর বলদ হয়ে গেছে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত