এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dukhe | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৫:০২ | 117.194.234.138
  • তেওয়ারি সিএসকেতে না ঢুকলে কোন আশা নেই । অন্ততঃ যদ্দিন এই ক্যাপ্টেন আছে ।
  • ppn | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৫:০২ | 216.52.215.232
  • দুখে বাড়ি গিয়া পড়ুম।
  • de | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৫:০১ | 180.149.51.67
  • চ্যাতনামুখী ক্লাবটাকেও কি মমদিদিরা কিনে ফেলেছেন?
  • dukhe | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৫:০১ | 117.194.234.138
  • প্পন আজকের বলরামের লেখাটাও পড়লে পারেন ।
  • ppn | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৫৯ | 216.52.215.232
  • বিএমএস - ভারতীয় মজদুর সঙ্ঘ
  • de | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৫৯ | 180.149.51.67
  • গত সাতদিনে গাওস্কর অন্তত: পাঁচবার টাইমস এর কলামে লিখেছেন মনোজ তিওয়ারী কে না খেলানো নিয়ে! বাংলা সংবাদপত্রে তেমন হেলদোল নেই! ঋদ্ধিমান, দিন্দা এরা সব এতো ভালো খেলছে অথচ কোনদিনও চান্স পাবে কিনা জানেনা! ভারতের খেলা আর দেখি না :((

    হকিই দেখবো এবার থেকে!
  • ppn | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৫৮ | 216.52.215.232
  • আজ শৈলেন মান্না ও চেতনামুখী কেলাব নিয়ে কাগজে দেখলাম দু'পয়সা দিয়েছে। সময়াভাবে পড়া হয়ে ওঠে নাই।
  • El d | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৫৫ | 220.227.106.153
  • ওদিকে ১৬৮ বলে ১৪৯ চাই , হাতে ৮ উইকেট

    এখান থেকেও কি ভাবে ইয়ে করা যায় তার ইয়ে মানে ... না থাগ্গে
  • lcm | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৫২ | 128.48.105.104
  • তাইলে তো বড় ধম্মো-ঘট। কন্‌গ্রেস,বিজেপি,সিপিএম - সব শ্রমিক ইউনিয়ন একসাথে। কিন্তু কংগ্রেস সেমসাইড হল না!
  • demba ba | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৫০ | 14.96.42.132
  • সেই চেতনার জায়গাটা জর্ডিগুলান দখল করেছে।
  • dd | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৪৮ | 110.234.159.216
  • সংস্কৃতি সংস্কৃতি, তোমার গোল নাই মোবা?
  • dukhe | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৪৬ | 117.194.234.138
  • ডিডিদা ঠিকই ধরেছেন । তবে মরার আগে দু ঢোক চোলাই খেয়ে যাব ঠিক করেছি । দু লাখ টাকার শ্রাদ্ধ হয়ে যাবে ।
  • kc | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৪৫ | 194.126.37.78
  • বলি ও ডেম্বা, মোহনবাগান ক্ষি সুদুই ফুটবল? মোহনবাগান হল এক সংস্কৃতি, মোহনবাগান হল এক চেতনা।
  • demba ba | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৪৪ | 14.96.42.132
  • এলসিএম - ইনটাক হল INTUC - কং ট্রেড ইউনিয়ন। আর বিএমেস হল ভারতীয় মজদুর কিছু একটা - বিজেপি ঘেঁষা।

    প্পন - হ্যাঁ, বিএমএসও সম্ভবত সাইজে বড়।
  • demba ba | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৪৩ | 14.96.42.132
  • ৬ তারিখ ইউপি ইলেকশনের রেজাল্ট বেরোবে। এখন অঙ্কটা তো সেখানেই।

    কেসি - দল বদলানোর দরকার পড়েনি। বহুদিন হল এখানকার ফুটবল নিয়ে ইন্টারেস্ট নাই।
  • ppn | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৪৩ | 216.52.215.232
  • ডেম্বাকেঃ যদ্দূর জানি ইনটাক তো বটেই, খুব সম্ভবত বিএমএসও সিটুর থেকে বড় (মানে বেশি সদস্যসংখ্যা)।
  • dd | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৪৩ | 110.234.159.216
  • দুখে বোধয় ও রসে বঞ্চিত?
    নইলে এমন ছুটির দিনে খুব অন্যমনষ্ক ভাবে মাছের ঝোল ভাত খেতে গেলে অটোমেটিক্যালি বাঁ হাতটা বীয়ারের মাগ খুঁজতো। ঈস।

    হায় সেই সোনাঝরা দুক্কুর। কেঁদে যেতো কতো ম্যাও মেক্কুর।
  • lcm | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৪২ | 128.48.105.104
  • সত্যি! পোতিদিন বিক্কিরি হয়!
    আনন্দবাজার ১০ লাখ, বত্তোমান ৫ লাখ। পোতিদিন=?
  • gandhi | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৪১ | 203.110.243.23
  • মমতা সবাইকে ক্রস-চেক করতে বলেছে।।।
  • lcm | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৪১ | 128.48.105.104
  • ইনটাক - এ আবার কি? মাথার মধ্যিখানে ময়দান, নাকি, বাল থ্যাকারের ট্রেড ইউনিয়ন পার্টি?
  • ppn | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৪১ | 216.52.215.232
  • এলডির বিকরি হয় পোস্টটার লাস্ট লাইন আমি এইভাবে পড়ে ফেলেছিলামঃ

    চন্দ্রিল, জয়, ঋতুপর্ণ, অনিন্দ্য প্রতিদিনই বিকরি হন
  • lcm | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৪০ | 128.48.105.104
  • কিন্তু ডেম্বা, ৬ তারিখ কি হবে? আগে জেনে রাখা ভালো।
  • dukhe | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৩৯ | 117.194.234.138
  • এলসিএমকে আরেট্টু ঘেঁটে দিই । ইনটাক শুনলাম দেশে ধর্মঘটী আর রাজ্যে বনধ বিরোধী ।

    যাই হোক - বনধের ইস্যু ছিল সকালে পরোটা আলুভাজা গুড়ের সন্দেশ আর দুপুরে ডিমওলা পার্শের ঝোল । তব্বে?
  • lcm | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৩৮ | 128.48.105.104
  • বোঝো! কেসি আবার এর মধ্যে বাল থ্যাকারের রাজনীতি এনে ফেলল।
  • kc | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৩৫ | 194.126.37.78
  • ডেম্বা, দল পাল্টালা নাকি?
    অন এ সেকেন্ড থট, এই সব দাবী দাওয়া নিয়ে পার্লামেন্ট জ্যাম করলেই তো পারে, সব আইনকানুন সেখান থেকেই তো হয়, আমাদেরও এই ছাগলামোগুলো দেখতে হয়না।
    বালের রাজনীতি, যত্তসব।
  • demba ba | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৩৫ | 14.96.42.132
  • @PM - নাও হতে পারে।

    বাজারে আরো একটা খবর যে আনন্দগোষ্ঠীকে দায়িত্ব দেওয়া হয়েছে ২০১৩-তে পঃবঃ বিধানসভার যাতে ভোট হয় সেটা দেখার। অভীক সরকার অ্যাপারেন্টলি দেশের প্রথম পরিবারের খুব কাছের লোক।

    যাকগে - ৬ তারিখের পরই অনেক কিছু বোঝা যাবে।
  • lcm | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৩৫ | 128.48.105.104
  • ডেম্বা, আমি ইস্টবেঙ্গল।

    পিএম, নিশ্চয়ই খুব দামি জমি।

    ঘটে বুদ্ধি থাকলে আবাপ-র পেছনে না লাগাই ভাল। ১০ লাখ দৈনিক পাঠক ওদের আছে, চ্যানেল টেন শুধু নামেই দশ।
  • El d | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৩২ | 220.227.106.153
  • হু হা বিকরি হয়

    শুক্কুরবার বিকরি হয়, শনিবার বিকরি হয় , রোববার বিকরি হয় ....

    চন্দ্রিল, জয়, ঋতুপর্ণ , অনিন্দ্য প্রতিদিনেই চাকরি করেন
  • PM | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৩২ | 86.96.226.87
  • বাজারে নাকি খবর সল্টলেকের একটা জমি নাকি স্টার আনন্দ আর চ্যানেল ১০ দুজনেই দাবী করেছিলো। মমদি জমিটা চ্যনেল ১০ কে দিয়ে দিয়েছে। সেই থেকে বিপত্তি। খবরটা সত্যি কিনা কেউ কন্‌ফার্ম করেতে পারেন।

    সেক্ষেত্রে মমদি শিগ্গির ভুল শুধরে নিয়ে আনন্দ-কে আবার কোলে তুলে নেবেন আশা করি। আনন্দ-ও কোলে উঠতে পেরে নাল জোল ফেলে দেবে আবার ফেলে আসা দিনের মত। শুধু সময়-এর অপেক্ষা....
  • demba ba | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:২৮ | 14.96.42.132
  • এলসিএম মোবা না ইবে? মোবা হলে চ্যানেল ১০-এর কথাবার্তা শুনলে দল পাল্টানোর ইচ্ছে হতে পারে।
  • lcm | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:২৮ | 128.48.105.104
  • পোতিদিন কাগজ বিক্কিরি হয়? পরিসংখ্যান তো বলে, আনন্দবাজার, আর তার পরেই বর্তমান। বাদ বাকী কারোরই বিক্রিবাটা তেমন নয়। কিছুদিন আগের পরিসংখ্যান অবশ্য।
  • ppn | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:২৮ | 216.52.215.232
  • কু ঘো কে জানতে হলে তৃণশক্তি পড়ুন।
  • siki | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:২৬ | 122.177.217.207
  • আর এটি সম্পূর্ণ বাঙালি চ্যানেল টেন।

    কার মালিকানা, আশা করি বলে দিতে হবে না ঃ-)
  • lcm | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:২৫ | 128.48.105.104
  • থ্যাংকু। কত কি জানলুম আজ। চ্যানেল টেন, কুনাল ঘোষ। আমি তো সেই শিবদাস ঘোষে আটকে গেছিলাম।
  • siki | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:২৫ | 122.177.217.207
  • আবাপ পড়লে সব জানা যায় না।

    কুণাল ঘোষের একমাত্র খাদ্য, মমতার হাওয়াই চটির শুকতলা। লিটারালি।
  • lcm | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:২৩ | 128.48.105.104
  • এল ডি,
    চ্যানেল টেন কাদের? অস্ট্রেলিয়ার কোনো কোম্পানীর ইন্ডিয়া ভেঞ্চার। স্টার এর মতন কিছু?

    পোতিদিন-ফিন পড়ি না। অত হবে না। শুধু আবাপ।
  • demba ba | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:২৩ | 14.96.42.132
  • উফ্‌ফ্‌ফ পড়া না করলে এই হয়। কুণাল ঘোষ - এককালে আজকালে চাকরি করতো, মমতার ভক্ত বলে চাকরি যায়, তারপর থেকে প্রতিদিনে, এখন চ্যানেল ১০-ও চালায়, আবার সকালবেলা বলে একটা কাগজও মনে হয় বের করেছে। মমতার পার্সোনাল গোয়েবল্‌স (বার্বির মত)। ভারতরত্ন পেলো বলে।
  • lcm | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:২১ | 128.48.105.104
  • কিন্তু, মমতার মাথায় একটু ইয়ে তো সেই কবে থেকেই। সেই আলিপুর জেলখানার সামনে কি সব। কিন্তু, কিছুদিন আগে আবাপ তো বলল এটা নাকি ভাবাবেগ, এই আবেগই নাকি ইউএসপি।
  • siki | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:২১ | 122.177.217.207
  • আরে, ল্যাদোশদা কুণাল ঘোষ কো নেহি জানতা, হাঃ হাঃ হাঃ।

    সংবাদ প্রতিদিন পড়তে হয়, নইলে ...
  • El d | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:২০ | 220.227.106.153
  • মহুয়া নিউজ বাংলা আছে তো

    আরো আছে কলকাতা টিভি , নিউজ টাইম, এখন খবর, নিউজ বাংলা
    আর কত চাই?
  • lcm | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:২০ | 128.48.105.104
  • কদিন ধরে এই এক কুনালের নাম শোনা যাচ্ছে। ইনি কে আবার।
    এত পিছিয়ে গেছি....
  • siki | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:১৯ | 122.177.217.207
  • শুধু উন্মাদ না। দিব্যোন্মাদ। দিব্যদিষ্টিতে বুঝে ন্যান কোনটা চক্কান্ত আর কোনটা সাজানো ঘটনা।
  • demba ba | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:১৯ | 14.96.42.132
  • এয়াট্টেলেও আসে না। কেব্‌লে আসে।
  • demba ba | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:১৮ | 14.96.42.132
  • নো ওয়ে। এক্ষুনি কুণালকে দেখাবে। টিভিটা ইনসিওর করা নেই। তবে কী বলছে সেটা তো অনায়াসে জেনে নেওয়া যায় - চোখ বন্ধ করে;-)
  • lcm | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:১৭ | 128.48.105.104
  • ওফ্‌, আবার এক নতুন চ্যানেল। এত চ্যানেল। এ আবার সাহেবদের মতন নাম দিয়েছে - চ্যানেল টেন।
    মহুয়া, জলসা -- এসব নামে হল না।
  • siki | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:১৭ | 122.177.217.207
  • চ্যানেল টেন টাটা স্কাইতে আসে না ঃ-(
  • El d | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:১৬ | 220.227.106.153
  • ডেম্বা - একটু চ্যানেল নির্মল ইয়ে মানে চ্যানেল টেন ঘুরিয়ে একটু আপডেট দাও না
  • lcm | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:১৬ | 128.48.105.104
  • আরে আমিই তো আনন্দবাজারে বন্ধ নিয়ে এত হেডলাইন দেখে ভাবলুম সিপিএমের বন্ধ, তাই তিনোমুল চেল্লাচ্ছে।
    গুরুতে এসে না জানতে পারলাম যে বন্ধ ডেকেছে ট্রেড ইউনিয়ন। শুধু তাই নয় তিনোমুলেরও টেড ইউনিয়ন আছে জানলাম।
    কত পিছিয়ে পরেছিলাম...
  • demba ba | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:১৪ | 14.96.42.132
  • ক্যালানোর ভিডিও আনন্দ আর ২৪ ঘন্টা দু জায়গাতেই দেখাচ্ছে। স্টারানন্দে তীর চিহ্ন দিয়ে পয়েন্ট করছে, ২৪ ঘন্টায় গোল্লা দিয়ে। ছবি একই।
  • dd | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:১০ | 110.234.159.216
  • আরে পার্মিশনও তো লাগে, নইলে ২৪ ঘন্টা না আকাশ টিভি (কোনটা জানি সিপিএমের?)এরা দেখাতো না?
    স্টারানন্দের আগে তো ব্যবসা, খবরটা বাসী হলে ফ্রীতে বা ডিসকাউন্টে বা টাটকা অবস্থায় ভালো ট্যাকা পেলে তবেই না অন্য চ্যানেলে দেবে?

    এটার জন্য টিআর্পি কতো উঠলো ?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত