এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kumu | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৮:০৭ | 122.160.159.184
  • সায়ন,অনেকদিন বাদে এলে,তাই না?
    অ্যাদ্দিন কোথায় ছিলে?সব খবর ভাল?এখন লুরুতে না অন্য কোনোখানে?
  • sayan | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৮:০২ | 115.184.8.105
  • সিকি কি এখনও দুর্গতি ময়দানে? ফিরে আয়, তোর ঠ্যাং ভাঙবো বলে বসে আছি।
  • sayan | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৮:০০ | 115.184.8.105
  • হড়তালের সন্ধ্যেয় কমঃ প্পন্দা অ্যাঞ্জি বেবের ঠ্যাং দেখছে - এ তো ভালো কথা নয়!
  • kumu | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৫৭ | 122.160.159.184
  • দে,একদম ঠিক।ব্যাগের পয়সা দিয়ে টিকিস কেটে,জোগাড়যন্তর করে যাওয়া-তারপরে রিইমবার্স করে তেনারা এমন ভাব দেখাবেন,যেন লোকে নাকেজ্জলে চোকেজ্জলে বলে যায়- "করুণা তোমার হৃদয়ে রহিল গাঁথা।"
  • kumu | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৫২ | 122.160.159.184
  • সে কী কথা,ছোটাই,তোমার সাথে কথা কইব না,এ কী কথা।আসলে কাজের ফাঁকে আপিসের লাইন বদলে নিজের ডেটাকার্ড লাগিয়ে গুরুতে আসি,সেও আবার অত্যন্ত স্লো।তাই সব সময় একডাকে সাড়া দিতে পারি না।তুমি বলে আমার কবিতা(?)র একমাত্তর সমঝদার।
    কেন ডাকছিলে গো?

    রে রে বাকীরা,কুমু এখন থানইঁটের মত একখান পেপার নেকার চেষ্টা কচ্চে।

    আর পাড়ায় অনেকগুলো বাড়ী ভাঙা/তৈরী হচ্চে-সেই ভয়ংকর আওয়াজে ভয় পেয়েই হয়তো কাঠবেড়ালীরা আসছে না কদিন।

    আকা,লিকুইড নাইট্রোজেনে চান করালে ওদের ঠান্ডা লেগে যাবে না?
  • dukhe | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৭:১৯ | 117.194.248.56
  • উলস ! আজ কচি করে কাসুন্দি দিয়ে চাট্টি কাঠবেড়ালিভাজা হলে জমে যেত ।
  • pi | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৭:১৭ | 72.83.80.169
  • কান বনধ ? সর্দি ?
  • aka | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৭:১৬ | 75.76.118.96
  • কুমুদির কি আর বনধ পালনের জো আছে! কুমুদি কাঠবেড়াইদের নাইট্রোজেনে চান করাতে গেছে।
  • dukhe | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৭:১৪ | 117.194.248.56
  • আরে না না, কুমুদিদি বনধ পালন করছেন ।
  • i | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৭:০৩ | 124.149.59.218
  • দিনের আলোর মতোন পোষ্কার-কুমু আমার লগে কথা কয় না( সে অবশ্য আর কেউও কয় না, তবে সে কথা আলাদা)-ফিসফিসিয়ে দেখেছি, গলা খাঁকরে-উঁহু তাও না।।আজ চেঁচিয়ে ডেকে একদম কনফার্মড।
    আমার কি অভিমান করা উচিত? নাঃ
    কুমু কানে খাটো।
  • de | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৫৮ | 180.149.51.67
  • কিকি, ঋভুর গান শোনাও একদিন!
  • dd | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৫১ | 110.234.159.216
  • লাশ পরবে, লিং চলবে। পদ্দো হবে। গান চলবে। কুমীর আসবে। সরকার ছিটকাবে।

    তবে খাবো টুনটুনির বুক।
  • de | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৫০ | 180.149.51.67
  • কুমুদি, ডিএসটি ছাড়া বাঁশ আর কে দেবে? ইদিকে ইন্টার্ন্যাশন্যাল কনফারেন্স অ্যাটেন্ড করবার পয়সা তাদের থে'ই নিতে হবে, আর শেষ মুহূর্ত্ত অব্দি হা-পিত্যেশ করে বসে থাকতে হবে :((
    এই মনোপলি আর সহ্য হয় না!
  • i | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৪২ | 124.149.59.218
  • কুমুউউউউ
  • Netai | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৩৯ | 122.177.182.89
  • উঁহু।
    এখনো লাশ পাওয়া যায়নি।
    ওয়েট করেন কমরেড। ওয়েট।
  • kumu | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৩৭ | 122.160.159.184
  • এঃ,কেমন হিংস্র প্রকৃতির লোকজন!

    কিকির সারাধএ মাণিক কি এখন কলকাতায়?
  • dd | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৩৩ | 110.234.159.216
  • গুলি ইস গুড, বাট নট গুড এনাফ।

    লাশ চাই। তবে না সাকসেস।
  • pi | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৩৩ | 72.83.80.169
  • হ্যাঁ, এটারই অপেক্ষা ছিল।
  • Netai | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৬:২৭ | 122.177.182.89
  • বহু প্রতীক্ষিত যে গুলি, সেই গুলি চলেছে। অবশেষে।
    রাজারহাটে একটি স্কুলে সিপিয়েম বনধ করতে যায়। তৃনমুল করে প্রতিরোধ। পুলিশ আসে। কে গুলি চালায় জানা যায় নি।
    দুজন গুলিবিদ্ধ।

    খবর চব্বিশ ঘন্টা।
  • El d | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৬:২২ | 220.227.106.153
  • * ৮৬ বলে ১৩৩
  • El d | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৬:১৮ | 220.227.106.153
  • হায় রে তাও কেউ কেউ ভারতীয় প্লেয়ারের যতটুকু প্রাপ্য সম্মান সেটাও দিতে দ্বিধা বোধ করে !

    একটা বাচ্চা ছেলের ৮৬ বলে ১২৯ এর ইনিংসকেও সেটাপ বলে দেয়
  • demba ba | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৬:১৪ | 14.96.42.132
  • হায়রে, তাও কেউ বোঝে না যে এগুলো সেট-আপ
  • El d | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৬:১৩ | 220.227.106.153
  • ইয়ান চ্যাপেল খচে গেছে বলছে এই ফর্ম অ্যাদ্দিন কোথায় ছিল?

    ৩৬.৪ ওভারে ৩২১ চেজড ! তাও আবার ডাউন আন্ডারে

    অস্বাভাবিক !
  • ppn | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৬:১২ | 216.52.215.232
  • কথা হচ্ছে শুক্রবার কী হবে?
  • Netai | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৬:০৯ | 122.177.182.89
  • মালিঙ্গাকে এভাবে মার খেতে প্রথম দেখলাম।
    ৪টা চার আর একটা ছয়। ভাবা যায়?
    বলতে বলতে জিতে গেল।
  • El d | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৬:০৬ | 220.227.106.153
  • না ম্যাচটা ৪০ ওভার ধরে খেলতে হচ্ছে !

    না হলে বোনাস আসবে কি করে?
  • El d | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৬:০৪ | 220.227.106.153
  • ওফ কি বেধড়ক ক্যালানি !!

    বিরাট বিরাট বিরাট !
  • Netai | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৬:০৩ | 122.177.182.89
  • খুব টাফ টার্গেট।
    ১৮ রান করতে হবে ১৫ ওভারে। না পারার জন্য খুব টাফ টার্গেট।
  • sda | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৬:০২ | 117.194.203.71
  • ক্ষী আশ্চর্য্য আম্মো এই সিনেমাটাই নামাতে দিলাম সকালে। কুব্রিকের আমি যাকে বলে পেডেস্টাল পাখা।
  • demba ba | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৫৯ | 14.96.42.132
  • ক্লকওয়ার্কই বটে।
  • abastab | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৫৭ | 14.139.163.29
  • কুব্রিক ও রে বাবা সে মারাত্মক সিনেমা।
  • dd | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৫৩ | 110.234.159.216
  • অজ্জিত যদি এখন বলে ভয়ানকের নাম ক্লকওয়ার্ক অরেঞ্জ তাইলে মর্মাহত হবো।
  • dd | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৫২ | 110.234.159.216
  • আরে,কেউ না থাকলেই দেখি কিকি আড্ডা মারতে আসে।
    এ তো ভালো লক্ষন নয়। রোজ থানকুনির পাতার রস খেয়ো এক গেলাস তাইলেই দেখবে আড্ডার টাইমিং একদম ঠিক্‌ঠাক হচ্ছে।
  • demba ba | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৪৯ | 14.96.42.132
  • আমি একটা ভয়ানক সিনিমা দেখছি। স্ট্যানলি কুব্রিকের।
  • kiki | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৩৯ | 59.93.247.68
  • আমি এলুম। আর সবাই চলে গেলো। হুঁঃ

    আমারো অত ভাটানোর সময় নেই।:X
  • kiki | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৩৭ | 59.93.247.68
  • একবার এক ডাগতারের সাথে খেজুর হচ্ছিলো। ছেলেকে দেখাতে গেসলুম। তো কথায় কথায় বললুম আমার বোধায় কাউন্সেলিং এর দরকার। আপনি ভালো কাউকে জানেন?

    বললেনঃ আমাকেই বলুন না।

    আমিঃ আপনি কাউন্সেলিং করেন?

    ডাঃ হ্যাঁ হ্যাঁ! কি প্রবলেম আপনার?

    আমিঃ আমি জানেন তো খুব রিয়াক্টিভ। সবাই যখন কুলকাল থাকে , আমি আগ বাড়িয়ে ঝাঁপিয়ে পরি। দরকার ই নেই।তাও!

    ডাঃ না না, একদম কর্বেন্না।

    আমিঃ জানিতো। কিন্তু সেই মুহুর্তে তো আর আমি, আমি থাকি না। করেই ফেলি। একবার জানেন বাসে একটা গুন্ডাকে ধরে ঝাঁকাতে গেসলাম। পুরো কেলো। পরে কন্ডাকটর পজ্জন্ত্য আমায় বললো, দিদি কর্বেন্না। ওদের কাছে চাকু টাকু থাকে। শুনে হেবি ভয় পেয়েছিলাম। তাও শোধরাই নি।

    ডাঃ না না একদম এমন কর্বেন্না।

    আমিঃ আর সে তো আমিও জানি। হাজারবার প্রতিজ্ঞা টতিজ্ঞা করেও কিছু হয়নি।কিভাবে কর্বো না সেটা তো বলুন!

    ডাঃ খস খস( লিখছেন) এটা খাবেন নইলে মাখবেন স্নানের আগে। ঠিক হয়ে যাবে।

    একটা ভি-ই টাইপ কি ক্যাপসুল কিনে বাড়ী এলুম। মানকে শুনলো। সেটা নিলো । ময়লার ঝুড়ীতে ফেললো। প্রচন্ড বিরক্তি নিয়ে বললো এসব মানুষদের একমাত্র ওষুধ বেঁধে পেটানো। হাড় জ্বালিয়ে দিলো।ঃ(
  • kiki | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৫:২৪ | 59.93.247.68
  • আর আজ পজ্জন্ত্য আমি যটা ডাগতার দেখিয়েছি সব কটাই অদ্ভুত আর ভুলাক্কার! আমারো কপাল।
  • kiki | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৫:২১ | 59.93.247.68
  • কুমু ও যেমন! নিজেও দিতে গেসলো।বলতে কি আমার মোটেই ইচ্ছে ছিলো না। ভয় পাবে বলে আমাকে জুটিয়ে এদ্দিনে হেপা বি নিলো।:X
  • El d | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৫:১৮ | 220.227.106.153
  • যাক গম্ভীর ভাবটা কাটল

    তাও আবার ছুটতে গিয়ে
  • kumu | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৫:১৮ | 122.160.159.184
  • হে হে, দে,আমি এটা আগেই দেখেচি।

    তবে হেলাছেদ্দা কোরোনি,যেখানে দেখিবে ইঃ

    ttp://

    অটো কম চোখে পড়ল আপিসে ঢোকার সময়,এ ছাড়া বন্ধের কোন লক্ষণ নাই।

    কিকিকে মাণিক ইনজেকশন দিতে নিয়ে যায়?বাঃ, সোনার্ছেলে!
  • El d | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৫:১৬ | 220.227.106.153
  • অ্যাদ্দিনে বোঝা গেল বইমেলায় জাগো বাংলার বাঁশের ষ্টলটা কারা ডিজাইন করেছিল
  • lcm | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৫:১৪ | 128.48.105.104
  • ও হরি! চেন্নাই এর ক্রিকেট টিম।
    এইবার বোঝলাম। ধোনি হইল গিয়া ওডার কাপ্তান। তাই ঐখানে খ্যাললে, ধোনির সইঙ্গে ল্যাঙ্গোট হইয়া থাগলে পরে, নাশন্যাল টিমে চান্স হইব।
    কি বুদ্ধিটাই...
  • de | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৫:১১ | 180.149.51.67
  • http://www.bambootech.org/

    DST র সাইটে এইটা পেলাম -- ন্যাশন্যাল মিশন ফর বাম্বু অ্যাপ্লিকেশন!
  • El d | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৫:১০ | 220.227.106.153
  • শ্রীসেন্নাই সুপার কিংস

    আইপিএলের একটি দল
  • demba ba | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৫:১০ | 14.96.42.132
  • আর এই সিএসকে হল সেন্নাই সুপার কিংস, গোল্ড ফ্লেক কিংস-এর ভায়রা ভাই।
  • demba ba | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৫:০৮ | 14.96.42.132
  • সিএসকেএ মস্কোর নাম শোনে নাই নাকি?

    ;-)
  • lcm | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৫:০৭ | 128.48.105.104
  • উফ্‌, আবার। তিওয়ারি তো বোধহয় মনোজ, কিন্তু সিএসকে?
  • kiki | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৫:০৬ | 59.93.247.68
  • আজ এলসিয়েম ফুল ফর্মে।ঃ)

    যাহোক কাল ইঞ্জেকশন নিতে গেসলুম। তখন একটা বন্দেমাতরম বলে তিনোর দল ঝান্ডা নিয়ে একটা পাতলা মিছিল করে চলে গেলো। কিছুক্ষন পর উল্টো দিক থেকে অমন ই ছিপছিপে লাল ঝান্ডার আরেক মিছিল চলে গেলো। ডাগতার বাবু বেমালুম আমার হাতে নিডল ঢুকিয়ে ভুলে গিয়ে গপ্প করতে লাগলো। তার সার মর্ম এই, সিপিয়েমের মতন হারামজাদা পার্টি যা করে গেছে চাইলেও আর কেউ সেই সংস্কৃতি শুধরোতে পারবে না। আমি একটু উসখুশ করলাম যখন তখন ওষুধটা হেঁইয়ো বলে ঠেলে দিলেন। আমিও বাঁচলুম। তারপর মানকে কে বল্লেনঃ আপনার মিসেস খুব শান্ত শিষ্ট। বাড়ীতেও এমন? সে বেচারী আর কি বলে!আসলে জানে না তো একবার গিয়ে কি প্রবল ঝগড়া করেছিলুম। সে থেকে আমায় দেখলেই উনি সমঝে চলেন।

    তা সে যাগ্গে। আমাদের সামনের সাইকেলের দোকান খোলা। বাকি যদ্দুর জেমস লং এ চোখ যায় দোকান পাট খোলা নেই। ডায়মন্ড হারবার রোডের উপর শুনলুম কিছু কিছু খোলা আছে। তবে হু হা চিকেন কাটা হচ্ছে আর বিক্কিরি হচ্ছে। এ খবর ও এলো। এই আর কি। তবে কেউ রাস্তায় ক্রিকেট খেলছে না। বাঙালীর সে দিন গিয়াছে। ইঃ
  • ppn | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৫:০৩ | 216.52.215.232
  • দেদি বাইশে বসুর কথা ভুলে গেছে। ;-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত