Paramita | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৩৯ | 198.95.226.40
পাই চলো পাল্টাই আই আই এস সিতে মাছভাত খাই
ppn | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৩৯ | 112.133.206.22
* আবার
byaang | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৩৮ | 122.167.228.147
কিন্তু নেত্য??
কেউ ক্যাকটাস খোঁজো। ফিরবে না, সে কি ফিরবে না?
m | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৩৮ | 50.82.180.165
আমি কোনো বরপশীতল জায়গায় নেই- কলিকাতার উপকন্ঠে বকখালি বা বিহার-ঝাড়খন্ডের কোনো শুকনোশাকনা জায়গায়- শীতে গোয়াঃ)
ppn | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৩৭ | 112.133.206.22
একদল বাজারু আছে না বেলা করে থলি হাতে বাজারে যায় - একটু ঝড়তি পড়তি মাল সস্তায় কিনবে বলে? আমাদের দোকানের হেইচারের পুরো সেই মানসিকতা। তার ওপরে আবস্র তিন বছরের বন্ড।
তবে যেখানেই যাই, খাতিরযত্ন করে বেশ ভালো।
Tim | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৩৭ | 128.173.39.112
হ্যাঃ, উগান্ডার রিউমার ছড়িয়ে তাপ্পর দেখা যাবে পাই গ্যালো হাইদ্রাবাদ। বা মুম্বই।
byaang | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৩৭ | 122.167.228.147
তিমি, হ্যা হ্যা হ্যা
Paramita | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৩৭ | 198.95.226.40
আমিও সিকির মত ভাবছিলাম। তবে কনক্লুশান আলাদা। গ্লোবাল সিটিজেনশিপ মন্দ না। একটু হালকাপুলকা হয়ে থাকা চাই। চাট্টি সোফা-টিভি-ডাইনিং টেবিল, এক কাঁড়ি বাসন, গোটা কতক ই এম আই, তিন আলমারী বই, দেয়ালে ঝোলানো পট - এগুলোকে ঘাড়ে করে বয়ে বেড়ানোর ঝামেলা মায়া করে দিলে করা সম্ভব।
Tim | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৩৫ | 128.173.39.112
এতে কিন্তু কিসের পাই? সেখানেই তো তোমারে বেশি দরকার। ঃ)
pi | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৩৫ | 72.83.80.169
ঋদ্ধিই তো টেক্সাস।
Tim | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৩৫ | 128.173.39.112
পুরো সোনার হরিং কেস তো! আহা, সরলমতি খোকাখুকুরা। জানতেও পাচ্ছেনা কি হইতে কি হইয়া যাবে। ;-)
demba ba | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৩৪ | 121.241.218.132
ক্যাম্পাসিং সীজন তো শেষ হয়ে গেছে, এখন আর কাদের পাবে?
pi | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৩৪ | 72.83.80.169
নাঃ, আমার আফ্রিকা পাকা হয়ে গেছে। বছর দুয়েকের মধ্যে। উগাণ্ডা। কিন্তু সেখানে নাকি লোকে ভারতীয়দের উপর হেব্বি খাপ্পা ঃ(
ppn | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৩৩ | 112.133.206.22
হুঁ, ক্যাচ দেম ইয়ং। ;-)
Tim | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৩২ | 128.173.39.112
প্পন বস্তা নিয়ে কলেজে কলেজে ঘুরছে? ছেলেমেয়েধরাদের মত?
siki | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৩১ | 155.136.80.36
সবাই কেমন টুকটাক শহর দেশ পাল্টে অন্য জায়গায় চলে যাচ্ছে।
নাঃ, আমি দিল্লি ছাড়তে পারব না। ঃ(
Paramita | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৩১ | 198.95.226.40
দু চলে আসার পর আর অক্ষ চলে যাবার পর গুরুতে টেক্সাস-এর রিপ্রেজেন্টেটিভ নাই।
siki | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৩১ | 155.136.80.36
এপ্রিল মাসে লে-র রাস্তা অবশ্যই বন্ধ থাকবে। রাস্তা খোলে জুনের সেকেন্ড উইক থেকে।
আর প্লেনে করে গেলে যাবার অনেক জায়গা আছে। লে যাওয়া কেন বাপু? যাউক গিয়া, ঘুরে এসো, এসব আবার শোনাবার কী আছে? তুমি তো আর ফিরে এসে সর্ষে লিখবে না।
ppn | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৩০ | 112.133.206.22
কলেজে কলেজে ইন্টারভিউ নিয়ে বেড়ালাম বেশ ক'দিন।
Paramita | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:২৯ | 198.95.226.40
বুড়ো বয়সটা আমি লেক টাহোর ধারেই কাটাতে চাই। মাঝে মাঝে গিয়ে খুচরো গ্যাম্বলিং করবো আর ফুর্ফুরে বিকেলে ঘোড়ার গাড়ি চড়ে বর্ডার পারাপার করব।
de | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:২৭ | 180.149.51.67
হম্ম্ম্ম্ম্ম! আমরা লেহ র টিকিট কেটে এলাম -- এল টি সি হোমটাউনকে কনভার্ট করতে দিচ্ছে এবার শ্রীনগর আর লেহ-লাডাখে! এপ্রীল লাস্ট উইক - যদিও শ্রীনগর টু লেহ রাস্তা বন্ধ থাকবে এই আশংকায় শ্রীনগর টু লেহ ফ্লাইট বুক করা হলো, এটা একটা দুক্কু!
ppn | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:২৬ | 112.133.206.22
তবে আমার উত্তরাহাল্লি জায়গাটা হেব্বি পছন্দ হল। বছর কুড়ি আগেও লোকজনকে ডেকে ডেকে অলমোস্ট ফ্রিতে জমি দিয়েছে। আজ তারা কোটি কোটিপতি।
Paramita | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:২৬ | 198.95.226.40
আমারও নাকি হবে। হোয়াইটফিল্ডে আপিশ শিফট।
Tim | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:২৬ | 128.173.39.112
আফ্রিকায় একেবারে শেষে যাওয়া উচিত। স্বর্গের আগে স্টেপ। মরে যাওয়ার হাই চান্স।
Tim | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:২৫ | 128.173.39.112
দুর অত বিষ্টির মধ্যে হাঁটা চাপ। তিব্বত তাও ঠিক আছে। তবে কিনা চায়নার উৎপাতটা বেশি।
ppn | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:২৪ | 112.133.206.22
এদিকে কল্লোলদার আপিস হোয়াইটফিল্ডে শিফট হয়ে গেছে। কল্লোলদা আর সান্দা মিলে একদিন ঠেকের ইচ্ছে ছিল কিন্তু শালা এই বা** অফিস।
pi | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:২৪ | 72.83.80.169
আমারো সাইবেরিয়ার শখ। কিন্তু তার আগে জঙ্গল। তবে চাগ্রী নিয়ে। এরপর চাগ্রীটাকে আফ্রিকা থেকে সাইবেরিয়া নিয়ে জেতে হবে। তদ্দিন আশা করি গ্লোবাল ওয়ার্মিং হয়ে সাইবেরিয়াতেও ম্যালেরিয়ার মশারা পৌঁছে যাবে।
Paramita | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:২৩ | 198.95.226.40
আমি বিবাগী হলে চেরাপুঞ্জি যাবো।
d | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:২৩ | 14.99.48.156
নাঃ বিবাগী হলে তিব্বত যাব। না হলে সিকিম যাব কিম্বা লাদাখ।
Paramita | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:২২ | 198.95.226.40
উইকেন্ডে যাবো ঐদিকে, জানাবো তোমায়। আজ তো আপিশে যেতে হবে, একটু দেরী করে যাচ্ছি।
byaang | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:২২ | 122.167.228.147
আমার রোজ রোজ বাসবনাগুডি যেতে হেব্বি লাগে! তায় আবার রাস্তার নাম পাতালাম্মা টেম্পল স্ট্রীট। X-(
ppn | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:২২ | 112.133.206.22
শনি এত কাজ থাকে যে আর যাওয়া হয় না, আমরা রবিতে যাই, একটু বেলা করে।
Tim | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:২১ | 128.173.39.112
নাহ, ভাবচি বিবাগী হয়ে সাইবেরিয়া চলে যাবো
ppn | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:২১ | 112.133.206.22
বাসবনাগুডি জায়গাটা ক্ষী সাংঘাতিক। পুরনো শহরের দারুণ একটা চার্ম আছে, কিন্তু রাস্তা এত সরু সরু গাড়ি ঢুকলে উল্টোদিকের গাড়ি ছবি হয়ে যাবে আর বাড়িগুলির মাঝে কোন ফাঁক নেই। সব কমন দেওয়াল।
Paramita | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:২০ | 198.95.226.40
শনি মোস্টলি। তবে এই হপ্তায় যাবো না, মাছ আছে পোচুর। হ্যাঁ যদি যাও, শিঙ্গি মাগুর পেলে জানিও।
byaang | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:২০ | 122.167.228.147
পামিতা আজই হয়ে যাক, চলে এসো।
Tim | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:২০ | 128.173.39.112
হ্যাঁ আমারো হেব্বি লাগলো ঐ গানটা। কি পাওয়ারফুল গলা! আকাদাকে ক।
Paramita | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:১৮ | 198.95.226.40
আমি এখন প্রতি উইকেন্ডে হয় বান্নেরাঘাটা রোড নয় হোয়াইটইল্ড যাচ্ছি। অপ্পন কি ব্যাং-কে মিট করা কোন ব্যাপার নয়। যদি বলো হ্যাঁ, যেকোন রেস্টোর্যান্টে চলে যাবো।
d | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:১৬ | 14.99.48.156
সময়শকটের সি-বীচ ব্র্যাঞ্চের জন্য তাজপুরেও একটা অপশান রাখুন। তাজপুর বেড়ে জায়গা (অন্তত এখনও)
ppn | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:১৬ | 112.133.206.22
ওকে। পামিদি, সময় করে ফোনাবো একদিন। অনেকদিন কথা হয়নি।
তোমরা শনি আসো না রবি?
Paramita | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:১৬ | 198.95.226.40
শুধু যাওয়া আসা? তিনবার মহাদেশ বদল বেশ কটা দেখেছি, চারবার কল্লে কিন্তু একটা রেকর্ড হবে।
aka | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:১৬ | 75.76.118.96
আর আমার এমন গলাই ভালো লাগে। কি পাওয়ার।
ppn | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:১৪ | 112.133.206.22
বোঝো! একটা দিন সময় নিয়ে চলে এসো। আমি রেস্তোরাঁর সুলুকসন্ধান দেবো আর তুমি বিলটা ভরবে। ঃ)
pi | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:১৪ | 72.83.80.169
এরকম গলা আমার ভালো লাগেনা। আমার ল্যাবমেটেরাও প্রচুর ভালো ভালো কথা বলিয়ে শোনালো সেদিন। একটুও মিঠে ভাব না থাকলে ভাল লাগে না ( আমার)
aka | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:১৪ | 75.76.118.96
ছেলেপুলেরা কলেজে গেলে বেলেল্লাপনা করতে সময়শকটে যোগদিন, নইলে ধুলো খেয়ে মরুন গে।
byaang | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:১৩ | 122.167.228.147
প্পন, সেদিন উইপ্রো এসজেপিওয়ানে কাজ ছিল, সেখান থেকে ফেরার পথে তোদের হোয়াইটফিল্ড, ব্রুকফিল্ড হয়ে বাসবনাগুডি ফিরলাম। আর পারমিতাদের বাড়ির সামনে ফ্লাইওভারটা চালু হয়ে যাওয়ায় হুহা করে পৌঁছে গেলাম। আরএমজেড সেন্টিনিয়ালটা বাইরে থেকে দেখলুম, খুব পছন্দও হল। একটাই দুঃখ কাছাকাছি বিশেষ রেস্টুর্যান্ট দেখলাম না। একটু সন্ধান দিস।
m | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:১৩ | 50.82.180.165
ওরে বাবা, এতো ভয়ংকর ধুলো! এইটা তো লুরুপ্রশংসায় ছিলো না- তাইলে কি করে হবে? তাইলে টিনটিন কলেজ গেলে তারপরে লুরু যেতে হবে- তদ্দিন কি বাঁচবো?
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন