এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Du | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১০:৪৪ | 117.194.198.202
  • আমি ক্রোমিআমে কোন হিন্দী ই দেখছি না
  • siki | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১০:৩৮ | 155.136.80.81
  • কুঘো কোথায়? আজগের পোতিদিনে?
  • siki | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১০:৩৭ | 155.136.80.81
  • ইউনিকোডের জানলাটা অ্যাজ ইট ইজ ছাপে না, ছাপার আগে আবার পার্স করে, এবং ওর হ্যাশটেবিলে কেবল বাংলা অক্ষরের লিস্টি আছে। তার বাইরে কিছু পেলেই আর পার্স করতে পারে না, কোশ্চেন মার্ক দেখিয়ে দেয়।

    ওটা একমাত্র বাআমদি-তেই হয়। বাংলা ছাড়া অন্য ভাষার ইউনিকোড।

    তবে তোমার লেখাটা কি ইউনিকোড ভার্সনেও হিন্দি দেখাচ্ছে না? ইউনিকোড থেকে আরেকবার লেখো তো দেখি!
  • demba ba | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১০:২৯ | 121.241.218.132
  • হ্যাঁ। অপাপবিদ্ধ ভালোমানুষ একজন যাকে একদমই ক্যালাতে ইচ্ছে করে না, তাকেও বেধরক কেলিয়ে আসা যাবে - এই লেখাটা পড়ে সেই বেচারাকে কুণাল ভেবে নিলে।
  • kc | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১০:১৫ | 194.126.37.78
  • বেড়ে লিখেছে কিন্তু।
  • demba ba | ২১ ফেব্রুয়ারি ২০১২ ১০:১০ | 121.241.218.132
  • কেউ কুণাল ঘোষের লেখাটা পড়লে নাকি?
  • demba ba | ২১ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৫৬ | 121.241.218.132
  • আমি গুগুল ট্রান্সলিটারেট দিয়ে হিন্দিতে লিখে সেটা পেস্ট করেছিলাম।
  • demba ba | ২১ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৫৫ | 121.241.218.132
  • তাহলে হবে না, সেই জাভা অ্যাপ্লেটঃ-(

    কিন্তু ইউনিকোডের জানলাটাতে হবে না কেন? বাংলা হয় তো - বঙ্গলিপি বা অভ্র দিয়ে।
  • siki | ২১ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৫৫ | 155.136.80.81
  • तुम क्या कह रहे हैं নেতাই?
  • siki | ২১ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৫৩ | 155.136.80.81
  • বালেনক দিয়ে হয় না। বাআমদি-তে গিয়ে অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে ইউনিকোড লেখো, ঝক্কাস আসবে।
  • Netai | ২১ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৫৩ | 121.241.98.225
  • ইউনিকোডে হিন্দিতে লিখে ওটা কপি করে নিয়ে বাংলা প্লেনে রোমান হরফে লেখার মত করে লিখতে হবে বলে মনেহয়।
  • demba ba | ২১ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৩৯ | 121.241.218.132
  • ইউনিকোডের জানলাটায় হিন্দি ইউনিকোড লিখলে কোশ্চেন মার্ক আসে কেন? কাল সিকি কী করে লিখলো?
  • lcm | ২১ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৩৭ | 69.236.174.254
  • টেস্ট
  • aka | ২১ ফেব্রুয়ারি ২০১২ ০৬:২৩ | 75.76.118.96
  • উঃ হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল।ঃ)))))
  • Tim | ২১ ফেব্রুয়ারি ২০১২ ০২:৪৭ | 198.82.20.250
  • উফ্‌ফ রিদ্ধির পোস্ট পড়ে থেকে হাসছি। এই ছেলেকে দিয়ে শিগ্গির বুবুভা লেখানো হোক। অবশ্য বুবুভা মনে হয় উঠে গ্যাছে! ক্ষি চাপ!
  • Tim | ২১ ফেব্রুয়ারি ২০১২ ০২:৪০ | 198.82.20.250
  • মমি বল্লেই হয়। মমর মন্ত্রী মমি।
  • hu | ২১ ফেব্রুয়ারি ২০১২ ০২:৩৩ | 12.34.246.73
  • ফেসবুকে যাঁদের আপডেট পাই, যাঁদের অনেকেই মহিলা, তাঁদের বেশির ভাগ অংশই মদন মিত্রের মতনই ভাবেন। এটা দেখে আমি খুব অবাক হয়েছি।
  • pi | ২১ ফেব্রুয়ারি ২০১২ ০২:০১ | 72.83.80.169
  • ক'দিন আগে কে একজন বল্লেন, বেশিরভাগ মানুষ নাকি এই পুলিশ, মন্ত্রী কি প্রতিদিনের ভাষায় ভাবেন না। সংখ্যাগরিষ্ঠ হবে কি হবেনা সেই ভোটাভুটিতে না গিয়েও বলা যায়, প্রচুর লোকেই এরকম মনে করেন। শুধু ধর্ষণের কেস হলে হয়ত এতটা হত না, ঐ কিঙি্‌চৎ (( বা আড়ালে আবডালে বেশ ভালোমাত্রায় ) ভ্রূ কুঞ্চন থাকলেও, উপরে সহানুভূতির দেখনদারির প্রলেপটা ভালঐ পড়তো। এক্ষেত্রে অবশ্যই সেটা কম।
    আর সেটা ঐ নাইটক্লাব, মহিলার লাইফস্টাইল ইত্যাদি কারণে।
    কিছু চ্যানেলে, কাগজে, ফোরামে যে সব মন্তব্য বেরিয়ে আসছে, সেই মন্তব্যগুলো গ্রহণ করা, তার সাথে সহমত পোষণ করার মত শ্রোতা আছে বলেই আসছে। যাঁরা মন্তব্য করছেন, পুলিশ প্রশাসনের লোক কি রাজনীতিবিদ বলেই তো আর গাছে ফলেন নি কি মঙ্গলগ্রহ থেকে আমদানি হন নি। তাঁদের ভাষা বেশ কিছু লোকের প্রতিনিধিত্বকারী ভাষা তো বটেই।
    আর এই ভাশা তো আমরা আজ প্রথম শুনলাম না। লাল সবুজ , সব রং নির্বিচারেই শুনে আসচি।

    আর ভেবে দেখলাম। সত্যি বলতে কি, এই মন্তব্যগুলোর বিরোধিতার অনেক অটাই যে ভাষায় হচ্ছে, যে অয়ে্‌ঙ্‌গল থেকে হচ্ছে, তাই নিয়েও কিন্তু প্রশ্নের অবকাশ থেকে যায়।

    এই যেমন, তারানন্দে সুমন দে শুনছিলাম।

    আপত্তি তোলা হয়েচে। ভাল কথা। কিন্তু কোন দিক থেকে ? সেটা কি আপত্তির ঊর্ধ্বে ? আমার কাছে অন্তত নয়।

    এসকর্ট সার্ভিস মানেই 'কুৎসিত ইঙি্‌হত' ? এটাঅকে আমরা 'চরিত্রহনন' বলি ই বা কেন ?
    হ্যাঁ, অবশ্যই যে মন্ত্রী পুলিশ কি নেতারা বলেছেন, তাঁরাও সেই ডেরোগেটরি সেন্সেই বলেছেন। আপত্তিটা তো এই ডেরোগটরি অর্থে ব্যবহার করা নিয়ে আসা উচিত , আমার মতে। অথচ, আপত্তি তোলা হচ্ছে, কেন ঐ মহিলা সম্বন্ধে ডেরোগেটরি কথাগুলো বলা হল। এটা তাঁর অপমান ইত্যাদি।
    এধরণের অভিযোগ আনলেই মেয়েদের চরিত্রকে 'কালিমালিপ্ত' করা ইত্যাদি।
    আর সেটা বলা মানে, মেনে নেওয়া, এটা 'কালিমা', এটা 'কুৎসিত', এটা ডেরোগেটরি। তাই নয় কি ?

    একই জিনিস লক্ষ্য করেছিলাম, মমতাকে বলা অনিল বসুর মন্তব্যের প্রতিক্রিয়ায়। বেশ্যা বলে এতবড় অপমান করা হল ইত্যাদি প্রতিক্রিয়া। এই কথাগুলি কি আরো বড় অপমান নয়, এই জীবিকার মেয়েদের জন্য ?

    এই জন্যই এবারের কেসে মহিলার এই কথাটা এত প্রয়োজনীয় আর দামি মনে হয়েছে। যেসব শব্দপ্রয়োগ নিয়ে মহিলাকে অপমান করা হয়েছে বলে বহুজনে প্রতিবাদ করছেন, ওংকে সেই এসকর্ট ইত্যাদি বলাকে উনি নিজে কিন্তু অপমান বলেই গায়ে মাখছেন না। বরং খুব স্পষ্ট ভাবে বলেছেন, #২৪৮৮;#২৪৮০;#২৪৫৩;#২৪৯৪;#২৪৮০;#২৪৯৫; #২৪৪৭;#২৪৫৩; #২৪৭৮;#২৪৯৭;#২৪৫৪;#২৪৭৪;#২৪৯৪;#২৪৬৮;#২৫০৯;#২৪৮০; #২৪৭৬;#২৪৮২;#২৫০৩;#২৪৫৯;#২৪৯৫;#২৪৮২;#২৫০৩;#২৪৭২;, #২৪৩৮;#২৪৭৮;#২৪৯৫; #২৪৭২;#২৪৯৪;#২৪৫৩;#২৪৯৫; #২৪৪৭;#২৪৮৮;#২৪৫৩;#২৪৮০;#২৫০৯;#২৪৬৩; #২৪৮৮;#২৪৯৪;#২৪৮০;#২৫০৯;#২৪৭৭;#২৪৯৫;#২৪৮৮;#২৫০৩;#২৪৮০; #২৪৮৮;#২৪৫৭;#২৫০৯;#২৪৫৫;#২৫০৩; #২৪৭৯;#২৪৯৭;#২৪৫৩;#২৫০৯;#২৪৬৮;#২৪০৪; #২৪৫৮;#২৪৮০;#২৪৯৫;#২৪৬৮;#২৫০৯;#২৪৮০; #২৪৭২;#২৪৯৫;#২৪৭৯;#২৪৯২;#২৫০৩;#২৪৫১; #২৪৭২;#২৪৯৪;#২৪৭২;#২৪৯৪; #২৪৫৩;#২৪৬৯;#২৪৯৪; #২৪৭৬;#২৪৮২;#২৪৯৪; #২৪৮৯;#২৪৭৯;#২৪৯২;#২৫০৩;#২৪৫৯;#২৫০৩;#২৪০৪; #২৪৮৮;#২৫০৩; #২৪৮৮;#২৪৭৬;#২৫০৩;#২৪৮০; #২৪৭৪;#২৪৮০;#২৫০৭;#২৪৭৯;#২৪৯২;#২৪৯৪; #২৪৫৩;#২৪৮০;#২৪৯৫; #২৪৭২;#২৪৯৪;#২৪০৪; #২৪৩৮;#২৪৮০; #২৪৭৯;#২৫০৩; #২৪৮৮;#২৪৭৬; #২৪৭৮;#২৪৮৯;#২৪৯৫;#২৪৮২;#২৪৯৪; #২৪৪৮; #২৪৮৮;#২৪৯৪;#২৪৮০;#২৫০৯;#২৪৭৭;#২৪৯৫;#২৪৮৮;#২৫০৩;#২৪৮০; #২৪৮৮;#২৪৫৭;#২৫০৯;#২৪৫৫;#২৫০৩; #২৪৭৯;#২৪৯৭;#২৪৫৩;#২৫০৯;#২৪৬৮;, #২৪৬৮;#২৪৯৪;#২৪৩৩;#২৪৭০;#২৫০৩;#২৪৮০; #২৪৭৪;#২৫০৯;#২৪৮০;#২৪৬৮;#২৪৯৫; #২৪৩৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৫৩;#২৫০৭;#২৪৭২;#২৪৫১; #২৪৫৪;#২৪৯৪;#২৪৮০;#২৪৯৪;#২৪৭৪; #২৪৭৮;#২৪৭২;#২৫০৭;#২৪৭৭;#২৪৯৪;#২৪৭৬; #২৪৭২;#২৫০৩;#২৪৩৯;#২৪০৪; #২৪৪৮; #২৪৭৪;#২৫০৩;#২৪৮৬;#২৪৯৪;#২৪৮০; #২৪৭৮;#২৪৮৯;#২৪৯৫;#২৪৮২;#২৪৯৪;#২৪৭০;#২৫০৩;#২৪৮০; #২৪৭১;#২৪৮০;#২৫০৯;#২৪৮৭;#২৪৬৭;#২৫০৩;#২৪৮০; #২৪৩৭;#২৪৭১;#২৪৯৫;#২৪৫৩;#২৪৯৪;#২৪৮০; #২৪৫৩;#২৪৯৪;#২৪৮০;#২৪৫১; #২৪৭২;#২৫০৩;#২৪৩৯;#২৪০৪;"
  • Tim | ২১ ফেব্রুয়ারি ২০১২ ০০:৪৮ | 198.82.20.250
  • যখন তোরা ইনজিরিতে বলিস আই
    অমনি সেথায় ঘাপটি মারেন অন্য কেউ
    স্টেথোস্কোপের কাব্য করে বলতে যাই
    ইন্দোদাদা বাগ হয়েচেন, সঙ্গে ফেউ
  • I | ২১ ফেব্রুয়ারি ২০১২ ০০:২২ | 14.96.165.197
  • "সবার মধ্যে সুপ্ত আছে ইন্দোদা !'
    কও না ইহার অর্থ কী?
  • Tim | ২১ ফেব্রুয়ারি ২০১২ ০০:২০ | 198.82.20.250
  • তাতিন কি একুশ নিয়েও নির্মোহ ব খুল্লো? খাইসে!
  • Tim | ২১ ফেব্রুয়ারি ২০১২ ০০:১৯ | 198.82.20.250
  • আই সেকেন

    বলতে গিয়ে মনে হলো সবার মধ্যেই সুপ্ত আছে ইন্দোদা। ইন্দোদাই কি তবে ভগমান? ;-)
  • I | ২১ ফেব্রুয়ারি ২০১২ ০০:১৭ | 14.96.165.197
  • একুশে হলো একুশময়। একুশে ফেব্রুয়ারির প্রথম পোস্ট আমার !!
  • Tim | ২০ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৯ | 198.82.20.250
  • কিসের দ্বার বল্লেই নির্মোহ ব হবে।
  • aka | ২০ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৪ | 168.26.215.13
  • আবার? খাইছে।
  • ppn | ২০ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১০ | 112.133.206.22
  • সারমেয় কীসের দ্বার?
  • Tim | ২০ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০৫ | 198.82.20.250
  • সারমেয়দ্বার? সিংহদুয়ারের মত?
  • kiki | ২০ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০১ | 59.93.241.104
  • ক্ষী চাপ! বলে দিলেই তো পারো।ঃ(

    রাত বিরেতে এগ্গাদা চিন্তা নিয়ে ঘুনু করতে যাওয়া...............
  • . | ২০ ফেব্রুয়ারি ২০১২ ২২:৩৪ | 14.99.28.217
  • turkish word
  • . | ২০ ফেব্রুয়ারি ২০১২ ২২:৩২ | 14.99.28.217
  • sermayedar = financier/investor/capitalist
  • siki | ২০ ফেব্রুয়ারি ২০১২ ২২:২৪ | 122.177.217.207
  • ও হ্যাঁ, কিকি@৬ঃ২০, এই এলডোরাডো দময়ন্তী নয়। তবে তোমার পরিচিত। আট্টু মাথা খাটাও। ঃ-)
  • siki | ২০ ফেব্রুয়ারি ২০১২ ২২:২৩ | 122.177.217.207
  • কাকুও তো মানে বলতে পারল না। আমিও শুনি নি এই শব্দটা।

    মানে কী?
  • demba ba | ২০ ফেব্রুয়ারি ২০১২ ২১:৩৬ | 14.99.177.107
  • হ্যাঁ, ওটাই। মানে কী?
  • Tim | ২০ ফেব্রুয়ারি ২০১২ ২১:২২ | 198.82.20.250
  • আর পোতিদিন টুটুবাউর কাগজ না? সেরকমই যেন জানতাম!
  • Tim | ২০ ফেব্রুয়ারি ২০১২ ২১:০৭ | 198.82.20.250
  • আকাদা তিন্নং বিপদের কথা বললো না। আসলে এটা ত্রিকোণ ফাঁদ। তিন্নম্বর দিকে কাক-শকুন-হায়না-শেয়ালের দল ওরফে বাংলার ""নির্দল"" বুদ্ধুজীবী। আধমরাদের খুবলে ঠুকরে খাওয়ার জন্য বসে আছে।
  • siki | ২০ ফেব্রুয়ারি ২০১২ ২০:৫০ | 122.177.217.207
  • सरमाएदारी এইটা লিখতে চেয়েছিলে? নাকি হিন্দি আসে না এখানে?
  • T | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৯:০৮ | 14.139.128.11
  • http://www.hindustantimes.com/India-news/NewDelhi/PM-s-top-adviser-in-plagiarism-row/Article1-813974.aspx
  • demba ba | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৫২ | 121.241.218.132
  • ধুত্তেরেই।

    হিন্দিতে লেখা আছে - সরমায়েদারী
  • aka | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৫১ | 168.26.215.13
  • সত্যি পঃবঃয়ের মানুষের কি অবস্থা। একদিকে আফ্রিকান সিংহ তো অন্যদিকে থাইল্যাণ্ডের কিং কোবরা। লেঃ যাঃ কোনদিকে যাবি। একদিকে দিদি, অন্যদিকে পার্টি, লাল ফেত্তি, জনসমাবেশ, ব্রিগেড। একদিকে পার্ক স্ট্রীট অন্যদিকে তাপসী মালিক।
  • demba ba | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৫১ | 121.241.218.132
  • ????????? - কেউ এই কথাটার মানে বলে দেবে?
  • demba ba | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৫০ | 121.241.218.132
  • ????????? - কেউ এই কথাটার মানে বলে দেবে?
  • kiki | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৪৩ | 59.93.203.14
  • হিঁক!
  • demba ba | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৮:২৭ | 121.241.218.132
  • আজকে শিবরাত্রি তো। যাও উপোস করোগে।
  • kiki | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৮:২৫ | 59.93.203.14
  • এইরে! যাগ্গে।
  • kiki | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৮:২৫ | 59.93.203.14
  • ডিঃ আজো মানে আজ পর্যন্ত্য।
  • El d | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৮:২৪ | 220.227.106.153
  • না দম নয়

    আমি বেদম ঃ)
  • kiki | ২০ ফেব্রুয়ারি ২০১২ ১৮:২৪ | 59.93.203.14
  • এদিকে সামনে কোনো শিবপুজো টুজো আছে বোধায়। বাজারে দেখে এলুম হুলিয়ে ছিলিম আর গাঁজা বিক্কিরি হচ্ছে। গাঁজা তেকোনা টাইপের খবরের কাগজে করে ( ছোট্ট ছোট্ট) আর সিদ্ধি ছোট্ট ব্রাউন খামে। অঢেল। এদিকে আমার আজো গাঁজা টানা হয়নি। জিগালাম পুলিশ ধরে না? বললো কিনা পুজোর ব্যাপারতো। বললুম দেখি! কেমন সন্দ করলো আমাকে তারপর কেমন একটা চোখে তাকিয়ে টাঁই টাঁই করে ঘার নেড়ে না বলে দিলো। ঃ(
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত