এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • nk | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৪৫ | 151.141.84.239
  • আরে পাই, ঐ দর্শনের টই এ নির্মোহ ব নেই তো হেডিং এ! নির্মোহ ব না থাকলে লোকে লিখবে ক্যানো? ঃ-)
  • Nina | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৪২ | 12.149.39.84
  • সিকি বেঁচে থাক রাজা হ'
    পাই ঠিক দেবে --পাই কে ঘর মে দের হ্যায় অন্ধের নহি ঃ-)

    আরে তিমি মাছ আমাকে উত্তরই দিলনা ঃ-x
  • Tim | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৪২ | 198.82.25.6
  • অন্য এক ভার্সনে এরকম পেলাম। অতদিনের পুরোনো পুঁথি, একেকজন একেকরকম মানে করে।

    সদা সদা হি মাসিমা
    গ্লানির ভবতি ব্যাঙ তথা
    অভ্যু থানম্‌ অধর মশ্য
    ত দাঁত মানং শ্রী জাম অহম

    টীকাঃ পুস্তকমেলায় সদা সদাই মাসিমাকে অন্যনামে ডাকে, এদিকে মাসিমা না ডাকায় ব্যাঙদির মনখারাপ হয়েছে। সেখানেই অভ্যু থান পরে এসেছে, তার অধরে একটা মশা বসে আছে (ফ্যাশন)। আর জাম খেয়ে আমার দাঁত টকেফকে একসা।
  • nk | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৩৯ | 151.141.84.239
  • টিম, অধরে মৎস্য বল্লেও হতো, অভ্যু হয়তো তখন মাছভাজা খাচ্ছিলেন, সাধুভাষায় যারে কয় মাৎসর্য। ঃ-)
  • nk | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৩৮ | 151.141.84.239
  • কুল বা তেঁতুল খেলে তো দাঁত টকে যায়, টিম?
    নিনা, বাঃ বেশ তো! কী কী কথা হলো? ঃ-)
  • Tim | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৩৩ | 198.82.25.6
  • সদা সদা হি মাসিমা
    পেঁচকাবর্ত কপুমেলা
    অভ্যু থানম্‌ অধর মস্য
    ত দাঁত মানং শ্রী জাম্য অহম

    টীকাঃ কলিকাতা পুস্তকমেলায় প্যাঁচা এক ভয়ানক আবর্ত তৈরী করেছে। তাই সদা সদাই মাসিমাকে অন্যনামে ডাকে। অভ্যু মেলায় থান পরে এসেছে, আর তার অধরে একটি মশা বসে আছে ( ফ্যাশন)। ম্যালায় জাম বিক্কিরি হচ্ছিলো, সেই খে আমার দাঁত টকেফকে একসা।
  • Nina | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৩১ | 12.149.39.84
  • ওমা নিশি---কত্ত গপ্প হল--আর অমাদের সঙ্গেই তো গাড়ীতে গেলি্‌নজামুদ্দিন--আবার ওকে ফেরার পথে নামিয়ে দিলেম----আমার আর আমার বরের খুব ভাল লেগেছে ছোঁড়াটাকে ঃ-))
  • siki | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৩০ | 122.177.201.225
  • নীনাদির জন্য বই যদি পাই হারিয়েছে তো পাইয়ের মাথায় ডাঙস মারব। অনেক লেবার দিয়ে বইটা এনেছি নীনাদির জন্য।
  • pi | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৩০ | 128.231.22.249
  • কাব্লিদাকে কোনোভাবে দিয়ে দিতে পারবে ? তাহলে ক'দিন বাদেই চলে আসবে।
  • sda | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২৯ | 117.194.211.232
  • উপল সল্লেকে এ ডি ব্লকের কাছে থাকে। টেক্সটাইল ইনজিনিয়ারিং এর ছাত্র। একবার বন্ধুদের নিয়ে ওর বাড়িতে চড়াও হয়েছিলাম নেক্সট অ্যালবাম কবে বেরোবে জানতে।
  • Nina | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২৯ | 12.149.39.84
  • ইস। পাই , সিকি তো বেশ ছবি তুল্ল ঋতর--তখন বইটা যদি দিত---শুধু কিকিয়া পেয়েছে বইটা ঃ-(( তাও বলছে মানে বই লাগবে --সেটা পায় নাই
  • nk | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২৮ | 151.141.84.239
  • নিনা, সেই দিল্লি জমায়েতে? সেখানে দেখা হয়েছিলো? কই সেই গপ্পো তো কই কইলে না????? ঃ-)
  • nk | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২৬ | 151.141.84.239
  • দেখাই হয় নি? যা ব্বাবা! তাইলে আর বই দেবেই বা কী করে? স্বেন হেদিনের মতন বইয়ে ডানা লাগিয়ে বলবে "যাও বাছা বই, তাকলামাকান থেকে উরোপে উড়ে যাও। আমি নয় নাই রইলাম, কাহিনি তো রয়ে যাবে! "
    ঃ-)
  • Nina | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২৬ | 12.149.39.84
  • উপল আমার ননদের ছেলের সঙ্গে পড়ত--সল্লেকেই থাকে এইটুকুই জানি
  • pi | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২৪ | 128.231.22.249
  • হ্যাঁ, সল্লেকই। ঐ ভিডিওটা দ্যাখো ঃ)
  • Nina | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২৪ | 12.149.39.84
  • তবে ঋতর সঙ্গে এবার খুব ভল করে আড্ডা হয়েছে দিল্লীতে--অনেক গপ্পসপ্প!
  • pi | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২৩ | 128.231.22.249
  • নাঃ, ও যখন এসেছিল শুনলাম, আমি তখন অন্যত্র ছিলুম। পরে শুনলাম।
  • Du | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২৩ | 117.194.192.27
  • নাতো পাই, দেখি তাহলে। নীনাদি একটু সেরেছো জেনে ভালো লাগলো, লেকো তুমিও। আর এই সল্লেকেই কি ছিলো ছোটবেলাতেই। তাহলে সেটাই বোধ হই বিঙ্গো।
  • nk | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২৩ | 151.141.84.239
  • সেই ডাব দিয়ে বাঘের মুন্ডু ফাটানো পিসিমা তো মনে হয় লী ম য়ের বাবার পিসি। তাই না?
    আমি "পাকদন্ডী" র পিসিমার কথা ভাবছিলাম। ঃ-)
  • Nina | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২৩ | 12.149.39.84
  • ঋঅতকে বলে দিয়েছিলাম পাই কে দিতে---খুব পিজ দিয়ে বইমেলায় ছবি তুলিয়েছে কিন্তু বই দিয়েছ একিনা অখনও জানিনা
  • pi | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২২ | 128.231.22.249
  • না নিশি, দেখা হয়নি তো ঃ(
    আমারো বইটা পড়ার ইচ্ছা ছিলো।
  • pi | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২১ | 128.231.22.249
  • ও হ্যাঁ, সিকি তোমার বই পাঠিয়েছে।

    কিন্তু কোথায় যে কী আছে ! শ্রাবণীদির দেওয় জহমিগোলিগুলোই একমাত্র বেরিয়েছে আপাততঃ।
  • Nina | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২১ | 12.149.39.84
  • সব্বোনাশ! অত শাস্তি নিতে হবেনি--গুছিয়ে রেকে দিবি পরের বার নিজের হাতে দিস ঃ-)
    আর কক্ষণো পরের মুখে ঝাল খাবিনা
  • nk | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২০ | 151.141.84.239
  • নিনা, ঋত র বই আমিও চোখে দেখিনি এখনো। ঃ-( বাড়ি গিয়ে দেখবো, সে কবে হবে খোদায় মালুম।
    কিন্তু পাই কে ঋত দেয় নি তোমার জন্য? পাইয়ের সঙ্গে দেখা হয়েছিলো? নাকি তাও হয় নি?
    এদিকে সেদিন আলাঝিলা যেন এখানে পড়লাম সেদিন কেযেন লিখলেন ওনাকে নাকি সই করে দিয়েছে? সেটা কি সত্যি পড়লাম? নাকি অন্য কোথাও? কেজানে!
  • byaang | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২০ | 122.178.203.4
  • না নীনাদি, ভেরি সরি। এই কান মুলছি, নাক মুলছি, এক পায়ে দাঁড়িয়ে এক থেকে দুশো গুনছি।
  • byaang | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৯ | 122.178.203.4
  • হুঁ সল্লেকে থাকে।
  • Du | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৯ | 117.194.192.27
  • আমার বরের তাকে চেনাচেনা মনে হইতেছে - তাই ঃ)
  • pi | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৯ | 128.231.22.249
  • দুদি, এটা দেখেছো ?
  • Nina | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৯ | 12.149.39.84
  • হ্যারে বেঙি আমার বই পাঠিয়েছিস পাই এর হাতে?
  • byaang | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৮ | 122.178.203.4
  • নিশি, সেই ডাবের বাড়ি মেরে বাঘের মুন্ডু ফাটানো তো?
  • Nina | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৮ | 12.149.39.84
  • দু
    উপল কি সল্টলেকে থাকে? তাইলে একটু জানি
  • byaang | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৭ | 122.178.203.4
  • আমি এট্টু-আধটু। কিন্তু কেন দু?
  • byaang | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৭ | 122.178.203.4
  • আর শুধু প্পন আর দু নাকি! অরণ্যকেও লিখলাম তো। দু-ই বা কবে থেকে লুরুর জনতা হল?
  • Du | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৬ | 117.194.192.27
  • চন্দ্রবিন্দু-র উপলের বায়ো কেউ জানো?
  • nk | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৬ | 151.141.84.239
  • লী ম য়ের এক পিসিমা এরকম জাঁদরেল ছিলেন। ঃ-)
    বল্লে বিশ্বেস যাবেন না, আমার এক মেজোপিসিমা একেবারেই এরকম, তবে দজ্জাল সে মহিলাকে আমি দুচক্ষে দেখতে পারতাম না। আরে এমন যার তেজ, যা দিয়ে বিরাট দেশ শাসন করা যায়, তা দিয়ে কিনা কেবল কূটকচালী আর বৌমা সামলানো আর পাড়ার মেয়ে সামলানো করে শক্তিটারই অমর্যাদা?
    এখন রাগ কমেছে , এখন ভাবি, এছাড়া আর কি ই বা করার ছিলো সে আমলে তার? ইস্কুলে পর্যন্ত যেতে পারেন নি, বাড়ীতে পড়ে লেখাপড়া শিখেছেন। এখন জীর্ণা বৃদ্ধা, দুঃখ করেন সুযোগ পান নি বলে। কী আর করা। কালের গতি!!!!
  • byaang | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৫ | 122.178.203.4
  • তুই কখন ম্যাচ রিপোর্ট চেয়েছিলিস রে? কোন পোস্টে? প্রমাণ দে।
  • Nina | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৫ | 12.149.39.84
  • টিম্ভাই দেশে কি কি কল্লি ?? কি খেলি?
  • Tim | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৪ | 198.82.25.6
  • উফফ এতক্ষনে ব্যাকলগ কিলিয়ার হলো। ব্যাঙদির ম্যাচ রিপোর্ট খাসা হয়েছে। খুদে তারকাকে অনেক আদর আর সাবাশি দিলাম। ফ্র্যাঙ্কো বারেসির মত ডিফেন্ডার হোক, আশিব্বাদ রইলো।

    কিন্তু ব্যাঙদির কি একচোকোমি মাইরি! সবাই মিলে খ্যালার রিপোর্টের জন্য কত হা-পিত্যেশ করে বসে থাকলাম। আর ম্যাচ রিপোর্টের ব্যালায় প্পন আর দু । ব্যাঙ গা লুরু র জনতার স্বজনপোষণের প্রতি তীব্র ধিক্কার।
  • Nina | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৩ | 12.149.39.84
  • হে হে হে ব্যাং ঐ মিষ্টি গুড় মুখ দেখলে লোকে আহ্লাদে গলে যাবে--যাবেই
  • Nina | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১২ | 12.149.39.84
  • ইকিরে বাওয়া সুন্দর কে সুন্দর বলব না কেন?

    আমাকে পোস্টাতে দিচ্ছেনা---
    নিশি ঋতর বই আমাকে দেয়নি খুব রেগে গেছি
  • sda | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১০ | 117.194.211.232
  • সদা অদ্যবধি কাউকে মাসিমা বলে ডাকেনি। ব্যাংদি অন্য কারো সংগে গুলিয়ে ফেলছে।
  • byaang | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১০ | 122.178.203.4
  • আমার ছোটবেলা থেকে শখ বড় হয়ে জাঁদরেল এক মাসিমা/পিসিমা/জেঠিমা হওয়ার। যাদের ভয়ে চোরেদের হাত থেকে সিঁদকাটি পড়ে যায়, ছেলে-ছোকরাদের মুখ থেকে সিগারেট পড়ে যায়, বুড়োদের হাত-হাঁটু কাঁপতে থাকে।
  • nk | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০৯ | 151.141.84.239
  • তাতিন, "পুবের দর্শন, একটি নির্মোহ ব" নামে একটা টই খুলে হুলিয়ে লেখো সদলবলে। বহুদিন ধরে জানতে ইচ্ছে করে, কিন্তু সেভাবে হাসিখুশি আর মজার করে কেউ বোঝায় না হায়। ঃ-(
    বৈদিক তান্ত্রিক বৌদ্ধ জেন অজিত কেশকম্বলী গোশাল মঙ্খলিপুত্ত মিলারেপা সব মিলিয়ে মিশিয়ে লেখো, একেবারে উত্তাল। ঃ-)
  • pi | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০৯ | 128.231.22.249
  • হুঁ, খালি পায়ে ঢোকাটা চাপ হয়ে যেত।
  • hu | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০৭ | 12.34.246.73
  • ব্যাংদি যে নিজেকে মাসীমা ভেবে কি সুখ পায়!
  • hu | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০৬ | 12.34.246.73
  • সুন্দরী ব্যাং তো ফেবু তে গুরুর বইমেলার ছবিতে আছে। কিন্তু সদা কিনি?
  • byaang | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০৬ | 122.178.203.4
  • নীনাদি, এইভাবে আওয়াজ মারলে খুব রেগে যাব কিন্তু! নিশি, চোপরাও। সদা আমাকে দেখে ভির্মি যাবে কেন, মাসীমা বলে ডেকেছিল।
  • nk | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০৪ | 151.141.84.239
  • নিনা তোমার কী হয়েছিলো? এখন সামলেছো?
  • nk | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০৩ | 151.141.84.239
  • সুন্দরী ব্যাং কোথায়? কোন ছবিতে? এনাকে দেখেই কি সদা ভির্মি গেছিলো? সদাই বা কোথায়, কোন ছবিতে?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত