এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • hu | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০৩ | 12.34.246.73
  • * চটি যে
  • hu | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০২ | 12.34.246.73
  • আরে নীনাদি, কেমন আছো? আমি তো আবার তোমায় স্বপ্ন দেখে ফেললাম সেদিন। ফেবুতে সরস্বতী পুজোর ছবিতে যে শাড়িটা পরেছিলে সেটা সমেত ঃ-)

    ইপিস্তা, চটিতে যে তোমার সাথে যুক্তরাষ্ট্রে পদার্পন করেছে তার জন্যই বহুত বহুত ধইন্যবাদ।
  • Nina | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০১ | 12.149.39.84
  • ব্যাং তোর ছবি কি সুন্দর বইমেলায়---কে বলবে ঐ মিষ্টি মুখ আর ঐ রাগ ঃ-০
  • Nina | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০০ | 12.149.39.84
  • এই এতদিনে z প্যাক অ্যান্টিবায়োটিক খেয়ে একটু সামলেছি---বাপরে কি পটকেছিলাম কি বলি ঃ-(
  • byaang | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২২:৫৯ | 122.178.203.4
  • নীনাদি, কেমন আছ? শরীর কেমন?
  • pi | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২২:৫৮ | 128.231.22.249
  • জ্বর কমলো তোমার ?
  • pi | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২২:৫৮ | 128.231.22.249
  • নিনাদি, হুচে আর আর যারা যারা চটির জন্য মেইল করেছিলে , চটি তো এসেছে। কিন্তু সে যে কবে পোস্ট হবে ...:)
  • Nina | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২২:৫৬ | 12.149.39.84
  • বাপরে গুরুকল এত স্লো ক্যান?? পোস্ট কোত্তে দিনকাবার হয়ে যচ্ছে ঃ-(

    পাই
    আমার চটি কই?
  • Nina | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২২:৫৪ | 12.149.39.84
  • হ্যা ভ্যা ডে --সব্বাইকে--
  • pi | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২২:৫৪ | 128.231.22.249
  • আমারো।

    নেত্যকাকু,ভাইপো-ভাইঝিদের জন্য লেখার ফাঁকে ফাঁকে মেইল দেখবেন একটু।
  • Netai | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪৮ | 122.177.163.148
  • *অল দি বেস্ট
  • Netai | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪৬ | 122.177.163.148
  • এহে। আমার একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে বলে যেতে পারবোনা।
    আমার অল থে বেস্ট রইলো।
  • byaang | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২২:৩৯ | 122.178.203.4
  • খেলোয়াড় খুব খুশি পাতায় পাতায় ভর্তি তার এত সমর্থক দেখে। খেলোয়াড়কে এতক্ষন ধরে দেখালুম তোমাদের সব্বার ওর খেলা নিয়ে এত আনন্দ আর উৎসাহ। খেলোয়াড় শুতে যাওয়ার আগে জানতে চাইল, ""ওরা সবাই কি আমাদের টীমকে চীয়ার করতে আসতে পারে কাল?''
  • byaang | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২২:৩০ | 122.178.203.4

  • পিপি এই নে, পাঠিয়ে দিলাম।
  • pipi | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২২:২৮ | 129.74.191.152
  • ব্রতীন, জীবন কি ভুলে গেছি ভাই। দেখা হলে একবার আমার বাড়ি আসতে বলঃ-)
  • Bratin | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২২:১৬ | 117.194.102.145
  • পিপি কেমন আছো? এ পাড়ায় আর দেখি না। জীবন কি চাপ যুক্ত?
  • siki | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২২:১৫ | 122.177.201.225
  • হুঁ, সেদিন মীরের গলায় গজল শুনে ব্যোমকে গেলাম।
  • Bratin | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২২:১২ | 117.194.102.145
  • ও আচ্ছা নেতাই। ঃ-))
  • pipi | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২২:১০ | 129.74.191.52
  • কুশল, মঙ্গল এরা কারা?? দুই ভাই বুঝি? তা ভ্যা ডে তে.... চলবে।
  • Netai | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২২:০৫ | 122.177.163.148
  • ব্রতীনদা, আমি এমনিতে অনেক উচ্চমার্গের, হাইফাই চিন্তাভাবনার কবিতা লিখে থাকি।
    এখানে এরকম অনুকবিতা লিখছি শুধু তোমাদের উৎসাহ দেব বলে।
  • Netai | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২২:০৩ | 122.177.163.148
  • পিপি, অনেকদিন পরে যে।
    সব কুশল মঙ্গল হ্যায়?
  • Netai | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২২:০২ | 122.177.163.148
  • মীরাক্কেলে মীর সিরিয়াসলি গজল গাইছে।

    ক্ষী দিনকাল!!!!!
  • aka | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২১:৪৭ | 168.26.215.13
  • থ্যাংকু পিপি, না না জার্মান বোঝে না। তবে দুজনে যাবে, আরও ইন্ডিয়া থেকে মনে হয় জনা দুয়েক যাচ্ছে।

    তুমি আরও কিছু সাজেশন থাকলে বলো, আমি মিটিং করে এসে দেখে ওকে ইমেল করে দেব।
  • pipi | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২১:৪৫ | 129.74.191.52
  • তোমার ভাগ্নে কি অল্পসল্প জার্মান জানে? তাহলে এই ওয়েবসাইট টা দেখতে বল। ফ্ল্যাট শেয়ারিংএর জন্য এইটা বেস্ট। তবে মে মাসের জন্য এখুনি বিশেষ ইনফো নেই। মোটামুটি মিড মার্চ থেকে লোকজন অ্যাড দেবে মে'র জন্য। তবে ওকে এটায় চোখ রাখতে বল।
    http://www.wg-gesucht.de/wg-zimmer-in-Muenchen.90.0.0.0.html?detailfilter=0
  • pipi | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২১:৩৯ | 129.74.191.52
  • ঠিক আছে, আমি লোকজনকে জিজ্ঞাসা করছি মিউনিখে ফ্ল্যাট শেয়ারিংএর ওয়েবসাইট বা ইনফো জানাবার জন্য। তবে চিন্তা কর না, মিউনিখ ভাল জায়গা, লোকজন ইংরাজী বলে বোঝে। আর ও তো থাকবে ইউনি এলাকায় - ওটা কুল জায়গা। আর বিদেশের যেকোন দেশেই যেটুকু কমন ম্যানার্স দরকার যেমন লোকজনকে সকালে উইশ করা বা থ্যাঙ্কস দেওয়া, গুড বাই/গুড নাইট/হ্যাপি উইকেণ্ড উইশ করা - ওটুকু হলেই চলবে। তবে ওগুলো জার্মান ভাষায় হলেই ভাল হয়। আর বিয়ার খেতে পারলে তো কথাই নেই, চট করে দোস্তি হয়ে যাবে।
  • aka | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২১:৩৩ | 168.26.215.13
  • আচ্ছা দেখি আমি আজই ফোন করব। আর ইন জেনারাল জার্মানি সম্বন্ধে কোন সাজেশন থাকলে

    a r j o b h a t t a @gmail.com এ মেল করো। আমি স্পেস দিলাম অটো স্প্যাম যাতে ডিটেক্ট না করে।

    বাচ্ছা ছেলে প্রথম বার বাইরে চলেছে। জার্মানিতে কি করা উচিত কি নয়।
  • pipi | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২১:৩০ | 129.74.191.52
  • আকা,

    ভাড়া পার পারসন 180 নয়, অ্যাবাউট 200 মত হবে কারণ কাল্টমিটের সাথে নেবেনকস্টেন টাও যোগ করতে হবে। তবে তাও, ইউনির এত কাছে ফুল ফার্নিশড অ্যাপার্টমেন্ট এত সস্তায় তাও মিউনিখের মত জায়গায় - সিম্পলি অবিশ্বাস্য! আমার এটা ঠিক ভরসাযোগ্য কেস মনে হচ্ছে না কারণ ওনার যদি লণ্ডনেও থাকে, জার্মানীর রুল অনুযায়ী ওদেশে বাড়ি/ঘর/রেসিডেন্স মেনটেন করতে গেলে জার্মানীর কোন না কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকতে হবে। সেক্ষেত্রে ঐ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেবার কথা থাকত, গ্লোবাল এয়ার এক্সপ্রেসের দরকার পড়ে না। উঁহু, এটা কেমন কেমন লাগছে।
  • siki | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২১:২৪ | 122.177.201.225
  • ক্ষী দিঙ্কাল! আমি এত বয়েসেও ম্যাঞ্জার হতে পাল্লুম না, আর ঐটুকুনি ছানা কিনা মেন্টর হয়ে বসে আছে?
  • aka | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২১:০৮ | 168.26.215.13
  • As you know I will be going to Munich from May to July2012, to Ludwig
    Maximilian University in Munich under Prof. Harald Weinfurter in
    Quantum Optics. But the problem is that there is no accommodation
    facilities in the univ and the Prof has asked me to search for acco
    myself. Same is the situation with other people(some form IIT
    Kharagpur, NIT warangal) going to Technical Univ of Munich which is 15
    min walk from LMU. So we decided to look up for acco.

    After finding many we found this one:
    http://www.wohnung-mieten.de/details.php?object=174794

    Everything is good about this acco. It is just 16 min walk from the
    univ, has electricity, internet and is also furnished(as said by the
    owner). It looks good in pics as well. It will cost 185 euro of shared
    among 3, which is quite cheap comparing the location and facilities.
    But as you can see from the mails(conversations) that I have forwarded
    to you that the owner leaves in London and we need to carry out the
    transaction through TNT Global Air Express. Also I cannot inspect the
    room right now. Also we need to give 1100 euro in order to book the
    apartment. We are worried about the authenticity of the whole process.
    So can you please give some suggestions. I will call in you in the
    evening. Or do you know someone in Munich or any rental facilities
    within 300 euro per person per month near LMU(in Maxvorstadt dist.)

    Please also give other suggestions regarding germany, travelling etc.


    এইটা আমার এক ভাগ্নের। সে জার্মানি চলেছে সামার ইন্টার্নশিপ করতে। তোমার মতামত চাই।
  • byaang | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২১:০৬ | 122.178.203.4
  • অ্যাওয়ে ম্যাচের রিপোর্ট হল আমি ম্যাচটা দেখি নি। আমি যাওয়ার আগেই ম্যাচ শেষ হয়ে গেছিল। এটা ড্র হয়েছে, কোনো টীমই গোল দিতে পারে নি। আবার কাল সকাল সাতটায় ম্যাচ।
    তবে অন্য একটা মজার ব্যাপার হয়েছে। সকালে দেখেছিলাম একটা বড় ছেলে ওদের বলছিল কে কোথায় খেলবে, কী করতে হবে এইসব। তো আমি ভেবেছি সেই ক্যাপ্টেন ওদের টীমের। আমি সেই ছেলেটাকে দেখিয়ে জিগালাম, তোদের ক্যাপ্টেনের নাম কী? ছেলে বলল - ''ও আমাদের ক্যাপ্টেন নয়, ও আমাদের ম্যানেজার।"" শুনে আমি খানিক্‌ক্ষণের জন্য নির্মোহ ব হয়ে গেছিলাম। তারপর যখন সম্বিৎ ফিরে পেলাম, ভাবলাম আমার আতাক্যালানে ছেলে নিশ্চয়ই রাম বলতে শ্যাম বুঝেছে। নিজেই গিয়ে ছেলেটাকে জিগালাম তুমি ব্ল্যাক হকসের ক্যাপ্টেন? ছেলেটা বলল - "নো আন্টি, আই অ্যাম নট দেয়ার ক্যাপ্টেন, আই অ্যাম দেয়ার মেন্টর।'' শুনে থেকে একদম ভেবলে আছি। আর আমি এখন গেলাম। ছেলেকে খেতে দিয়ে একবারের জন্য বসেছিলাম। এখন যাই জার্সি কেচে শুকোতে, আজ রাতের মধ্যে কেচে শুকিয়ে রাখতে হবে।

    আর হ্যাঁ তিনি অ্যাওয়ে ম্যাচ খেলার পর পাড়ায় ফিরেও খেলেছেন সাড়ে সাতটা অব্দি। আর সাড়ে সাতটায় বাড়ি ফিরেই প্রথম বক্তব্য ''আজ আমরাও অ্যাওয়ে ম্যাচে ড্র করলাম, আর ইন্ডিয়াও টাই করল। তুম,ই কিন্তু ওখানে লিখে দিও আমাদের খেলার রেজাল্ট।''
  • pipi | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২১:০৩ | 129.74.191.52
  • হ্যাঁ, আকা বল।
  • Bratin | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২০:৫৪ | 117.194.97.142
  • লামা টা কেমন পেটুক টাইপের হয়ে গেছে। খালি খাই খাই ঃ-))
  • aka | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২০:৪১ | 168.26.215.13
  • রোমিওবাবু সম্বন্ধে কবি নিশ্চুপ। জেণ্ডার বায়াস।
  • siki | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২০:৪১ | 122.177.201.225
  • তবে কি ওটা গবেষণামূলক নিবন্ধ ছিল? ঃ)

    পড়ে তো আমার জাস্ট মনে হল রবীন্দ্রনাথ আর রামছাগল টাইপের অ্যানালজি।

    তবে ইয়ে, মার্কশীটটা কতটা অজ্জিনাল সেটা নিয়ে সন্দেহ আছে।
  • Lama | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২০:৩৮ | 117.194.246.227
  • আচ্ছা, মটন বিরিয়ানি, খিচুড়ি-ইলিশমাছভাজা,মোচার চপ, শক্তিগড়ের ল্যাংচা- এসব ভালোবাসলে চলবে? নিয়মটা কি?
  • aka | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২০:৩৪ | 168.26.215.13
  • পিপি দুই মিনিট সময় আছে? একটা কনসালটেন্সি দরকার জার্মানি নিয়ে।
  • pi | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২০:৩৪ | 72.83.80.169
  • রোমিওবাবু চিঠি পাননা ?
  • aka | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২০:৩১ | 168.26.215.13
  • Every Valentine's Day, the Italian city of Verona, where Romeo and Juliet lived, receives about 1,000 letters addressed to Juliet.
  • pipi | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২০:৩০ | 129.74.191.152
  • সকলকে শুভ প্রেমদিবস। চুটিয়ে প্রেম করুন। কেউ না থাকলে বা প্রেমে অরুচি থাকলে নিজেই নিজেকে গভীর ভালবাসুন। হুম।
    আজকের দিনেও কাজ কত্তে হয়! মাগো!
  • byaang | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২০:২৩ | 122.178.203.4
  • এখন যে সিকির সঙ্গে ঝগড়া করছিস না যে বড়! যত্তো ঝগড়া শুধু আমাকে দেখলেই পায়!!! ঃ-X
  • pi | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২০:১৯ | 72.83.80.169
  • অ্যাওয়ে ম্যাচের রিপোর্টটা তো চাইই, ঋভুবাবুর নিজের কলমেও চাই কিন্তু।

    আর এইয়ো সিকি, ঐ ছবির উপরে নিচের টেক্সটা পড়েও মনে হল ওটা খিল্লিমূলক প্রোপাগান্ডা ? ঃ(
  • hu | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২০:১৪ | 12.34.246.73
  • ব্যাংদির খেলার রিপোর্ট অসাম হয়েছে। তুমি প্লিজ এটা একটা টইতে দাও। মৈত্রেয়কে হাই ফাইভ।
  • pi | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২০:০১ | 72.83.80.169
  • এক কব গুরুর গ্রুপে দিয়ে গেছেন। শেয়ার না করে পাল্লুম না ঃ)

    ----------------
    ''গোলাপ বনাম জবা''

    গোলাপ কিনিতে পারি নি গো প্রিয়া,
    পকেটে রেস্ত নাই।
    গাছে ফুটে ছিল লাল জবা ফুল
    আনিলাম তুলে তাই।

    গোলাপ না দিয়ে,দিই যদি জবা-
    পাইবে কি তুমি লাজ ?
    অক্ষম জনে ছাড় দাও তবে,
    ভালবেসে নাই কাজ।

    হুজুগে মেতেছে আপামর জনে
    গোলাপের কুঁড়ি চাই,
    যে দেশে হয় না গোলাপের চাষ
    ভালবাসা সেথা নাই ?

    গরীব দুঃখীরা ভালবাসে যাঁরে,
    সঁপে দেয় প্রাণ মন।
    গোলাপ জবায় থাকে না প্রভেদ
    টুটে না কো বন্ধন।অ।
  • Bratin | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৫৪ | 117.194.97.142
  • আমর ধারনা ছিল পৃথিবীর ইতিহাসে আমি ই সব থেকে বাজে কবি। কিন্তু আজকাল নেতাই কে দেখে আশা জাগছে ঃ-))))
  • Du | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৫০ | 117.194.192.27
  • নেতাই কয়েক দিনের মধ্যেই কবিরত্ন মব্যা সম্মানে ভুষিত হবে ঃ)
  • Kaju | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৪০ | 121.242.160.180
  • ভ্যালেন্টাইন নাম কেন হল, তার একটা অন্য ব্যাখ্যাও পাওয়া যায়।

    একটা বছর সাতেকের বাচ্চা সমবয়সীদের সাথে লুকোচুরি খেলছিল। বেশ গলিঘুঁজি জায়গাটা, এল শেপের কোনোটা, সেটা আবার ঘুরে পশ্চিমে গেছে। তার একটা সরু শাখা লম্বা চলে গেছে উত্তর ঘেঁষে। একবার ঢুকে পড়লে পুরো ভুলভুলাইয়া, যদি না সমান্তরাল শর্টকার্ট না জানা থাকে। না জেনে ঢুকলে শুধুই চক্কর এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক। বিকেল গড়িয়ে সন্ধ্যে, সন্ধ্যে গড়িয়ে রাত, রাত গাঢ় হয়ে মাঝরাত। তো বাচ্চাটা বন্ধুকে ঘুরপ্যঁচে ফেলবে বলে ঢুকে পড়ল সেরকম একটা গলিতে। টুকি ! যে খুঁজবে, সে খানিক গিয়েই বুঝল, নাঃ বেশী ভেতরে যাওয়া ঠিক হবে না। একটু কুঁড়েও বটে। হারলাম তো হারলাম। বয়েই গেল ভারি। সে বেরিয়ে যেখানে চোখ বুজেছিল, সেখানেই ফিরে দাঁড়িয়ে রইল। ওদিকে যে লুকিয়েছে, সে তো পড়েছে ফাঁদে। এ পথ গেছে কোনখানে গো কোনখানে ! একটা করে শাখা দিয়ে দৌড়ে যায়, ভাবে, এই তো এটা দিয়েই বেরোনো যাবে। ও মা, ভোঁ ভা ! আরো প্যাঁচালো রাস্তায় গিয়ে পড়ে আর বলে ওঠে -

    "ভ্যাঁ-অ্যাঁ-অ্যাঁ-অ্যাঁ-, Laneটা In" !!

    মানে, Laneটা আবার ভেতর দিকে, বেরোবার পথ নাই, না-আ-ই !
  • Netai | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৩৩ | 121.241.98.225
  • ঃ))

    আম্মো বাড়ি যাই
    তাই তাই তাই
    -----কবি নেতাই
  • stoic | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ১৯:২৮ | 160.103.2.224
  • ঃ-))))))
  • ppn | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ১৯:২০ | 202.91.136.71
  • হ্যাপি ভ্যালেন্টাইন ডে!!



    ঃ))
  • aka | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ১৯:০৪ | 168.26.215.13
  • হ্যাপি ভ্যালেন্টাইন ডে



    একটু নস্টালজি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত