এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • de | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:২৭ | 180.149.51.67
  • সিকি,

    ক্ষী ক্ষিপ্টে বর!! আবাপ, হিন্দুতে বৌয়ের ছবি ছাপছে, কোতায় উদারহস্ত হবে -- তা না?

    সিকিনিরে কয়ো তার হাসিখানি বড় মিঠা লাগছে!
  • siki | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:২৬ | 155.136.80.36
  • অ্যাবসোলিউট মেজরিটির এই তো মজা!

    নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। লায়ন কিং সিনেমায় সেই হায়েনাগুলোর মতন লাগছে।
  • ppn | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:২৬ | 202.91.136.71
  • ষোল কেন? অনেক আগে থেকেই চলে এসেছে। আরো অনেকদিন চলবে।

    ক্ষমতার রং মাঝে মাঝে শুধু পাল্টাবে।
  • de | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:২৪ | 180.149.51.67
  • ডিপ্রেসড লাগে প্রচন্ড -- এই রকমই চলবে ষোল অব্দি?
  • siki | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:২১ | 155.136.80.36
  • এইরকম সত্যিই ভাবি নি।

    হয় তো আমার পলিটিকাল ম্যাচিওরিটি অনেক কম আছে বলেই ভাবতে পারি নি।

    বর্ধমান, প্রকাশ্য দিবালোকে খুঁচিয়ে থেঁতলে খুন, শুনে অনেকদিন আগের আরেক হত্যাকাণ্ড মনে পড়ে গেল। সেটাও বর্ধমানে, এবং তার দোষীরা আজও শাস্তি পায় নি। সে যাক, তিলে তিলে চৌত্রিশ বছরে একদল যে পরিমাণে দুর্বিনীত উদ্ধত অসভ্য হয়ে উঠেছিল, যার পরিণামে লোকে মমতাকে বেটার অল্টারনেটিভ নয় জেনেও গ্রহণ করার কথা ভেবে নিয়েছিল, আজ দেখা যাচ্ছে, মমতার দল চৌত্রিশ বছরের মাথায় ঠিক সেই পয়েন্ট থেকে শুরু করেছে তাদের যাত্রা।

    এর শেষ কোথায়, জানি না।
  • El d | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৫:১০ | 220.227.106.153
  • ঝিকি ভাবতে হবেই, অনেকেই ভেবেছিল এরকমই হবে তো হচ্ছেও
  • El d | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৫৯ | 220.227.106.153
  • কাজুবাবু এই হত্যাকান্ড নিয়ে কাব্যি করা বা কাব্যোদ্ধার করার ইচ্ছা নাই।

    তবে আপনার জ্ঞাতার্থে বলি এই পার্টিকুলার হত্যাকান্ড যে তৃণমুল নেতারা দাঁড়িয়ে থেকে দায়িত্ব নিয়ে সংঘটিত করলেন তেনারা সকলেই আদি তৃণমুলি এবং তারও পুর্বে এনারা ছিলেন মুলি।
  • Jhiki | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৫৯ | 219.83.85.197
  • আমার পোস্টটা কাজুর পোস্টের জবাবে।
  • Jhiki | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৫৮ | 219.83.85.197
  • এক্ষেত্রে তা নাও হতে পারে, দেওয়ানদিঘি-বাজেপ্রতাপপুর অঞ্চলে সি পি এমের আমলেও কংগ্রেসে জোর ছিল, তারা হয়ত এখন তৃণমূল হয়েছে।

    তবে যাই হোক, বর্ধমানের বুকে দিনেদুপুরে এইভাবে খুন........ ভাবতেও কেমন যেন লাগছে।
  • vc | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৫৭ | 14.99.229.219
  • কাজুসাব তো? বড়ই নিষ্পাপ।
  • El d | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৫৪ | 220.227.106.153
  • পুলিশ চুপচাপ ঘটনাস্থলের একটু পাশে দাঁড়িয়ে বীভৎস মজা দেখছিল। খুঁচিয়ে পিটিয়ে মারা সম্পুর্ণ হওয়ার পর হেলেদুলে যায় , ততক্ষণে আরো দুজন শেষ !

    প্রত্যক্ষদর্শীরা বলছেন অত্যন্ত সুপরিকলিপিতভাবে পুলিশের সহায়তায় প্রকাশ্য দিবালোকে বেছে বেছে জেলার শীর্ষ নেতাদের খুন করা হল।
  • demba ba | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৫৪ | 14.99.229.219
  • সত্যি, কি নিষ্পাপ!
  • Kaju | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৫৩ | 121.242.160.180
  • কবি নিশ্চয়ই বিস্মৃত হন নাই যে,

    তিনোমূলে তলে তলে ঢুকিয়াছে বহু বেনোজল
    বিভীষণ রক্ষোকুল ত্যজি ভোল করেছে বদল
  • ppn | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৩৬ | 216.52.215.232
  • সিম্পুল। সিপিয়েমের গোষ্ঠীদ্বন্দ্ব।
  • dd | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৩৪ | 123.237.15.232
  • বর্দ্ধমানের ঘটনার পরে মমতা কি উল্টাপাল্টা বাণী দ্যান, সেটা শোনার জন্য অত্যন্ত উদগ্রীব হয়ে রইলাম।
  • siki | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৪৫ | 155.136.80.36
  • দে, ডিলটা সিকিনীর সাথে করে নাও ঃ-)
  • siki | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৪৫ | 155.136.80.36
  • বাঃ! বদলা নয়, বদল চাই। জাগো বাংলা!

    নিশ্চয়ই এটা সরকারকে অস্বস্তিতে ফেলার জন্য বিরোধীদের চক্রান্ত!
  • El d | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৩৯ | 220.227.106.153
  • ভয়ংকর ঘটনা

    খোদ বর্দ্ধমান শহরের বুকে সদ্য প্রাক্তন বিধায়ককে খুচিয়ে পিটিয়ে মারা হল, আরো দুজন জেলা কমিটির সদস্যের ডেডবডি রাস্তায় ফেলে গেছে তৃণমুলীরা

    এই হত্যালীলার নিন্দার কোনও ভাষা নেই
  • Jhiki | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৩৮ | 219.83.85.197
  • আমিও এটা লিখতে যাচ্ছিলাম। ঘটনাটা আমাদের বাড়ীর খুব কাছেই ঘটেছে..... সারা শহর থমথমে.....এদিকে আমার সম্পূর্ণ শয্যাশায়ী বাবা আজ সকাল থেকেই খুব অসুস্থ, আমি অফিসে পরশুর টিকিট ও চেক করতে বলে দিলাম..... তারপর এই খবর পেলাম.....এখন সব মিলিয়ে একটু দিশেহারা লাগছে।
  • quark | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:২৭ | 14.139.199.1
  • নতুন চক্রান্ত

    Former left MLA allegedly beaten to death by TMC men in Burdwan town in West Bengal

    TOI এর ব্রেকিং নিউজ
  • de | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১৩:২৬ | 180.149.51.67
  • সিকি কি এবারেও শুধু চা খাওয়াবে? :))
  • ppn | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১২:৫০ | 202.91.136.3
  • ধুর, সেই কবে এলএ-তে ফ্রিতে নেট করে এসেছি।
  • pi | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১২:৪৮ | 72.83.80.169
  • টার্মিনালগুলোতেও ফিরি
    আন্তর্জাল্ল পেলুম। এই ব্যাপারে দিল্লি লাজবাব।
  • siki | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১২:৪১ | 155.136.80.81
  • মামীর ছটা ঢাউস বাক্স শুনে আম্মো ঘেঁটে গেলাম। ওগুলো কলকাতাতেই চেকিন হয়ে যায় নি? সরাসরি ইন্টারন্যাশনালে ট্রান্সফারিত হয়ে যায় না?

    ফুড স্ট্রিট তো গ্রাউন্ড ফ্লোরে, যেখান দিয়ে টার্মিনালগুলোর দিকে যেতে হয়। ওর ঠিক ওপরতলায় পরপর খাবারের দোকান আছে, স্মোকিং লাউঞ্জ আছে। সবচেয়ে বড় কথা, টিথ্রি-তে ফিরিতে ইন্টারনেট পাওয়া যায়। ঘণ্টার পর ঘণ্টা ওয়াইফাই কানেক্ট করে গুরু করো।

    দুখে, প্রত্যয়টা বোধ হয় "ষ্ণিক' হবে। "ইক' নয়।

    বাংলা ইংরেজির থাম্বরুলঃ অন্তঃ মানে ইনট্রা, আন্তঃ মানে ইন্টার।
  • demba ba | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১২:৪১ | 121.241.218.132
  • বেশ সুন্দর সুন্দর মুখ, দেখতেই হয়;-)
  • quark | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১২:৩৪ | 14.139.199.1
  • কারো চোখে পড়েছে কিনা জানি না

    http://tinyurl.com/6ug2edb
  • kc | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১২:২৬ | 194.126.37.78
  • দেখালেই যে দেখতে হব্বে, এমন কোনও কারণ আছে ক্ষি?
  • demba ba | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১২:১১ | 121.241.218.132
  • ফেসবুক people you may know বলে কী সব আরবিট নাম দেখিয়ে যাচ্ছে। পচা অ্যালগো। চারটে কমন ফ্রেন্ড থাকলেই কী চেনা হতে হবে?
  • ppn | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫৬ | 202.91.136.3
  • সিকি পাতি সিস্টেম রিগ করেছে। নিজামকে স্পেস দিচ্ছে না। তৃতীয় স্বর বববববববব করে আটকে গেছে ইনফাইনাইট লুপে।
  • dukhe | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫১ | 202.54.74.119
  • আন্তঃ আর অন্তঃ এট্টু পরে কিলিয়ার করে দিচ্ছি। এক পণ্ডিতকে ধরেছি।
  • pi | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫১ | 72.83.80.169
  • দুখেদা, intra, inter এদুটোর বাংলা কী তাহলে ?

    নিপাতনে সিদ্ধ হলেও তো অসুবিধে নেই। আমি প্রয়োগের দিক দিয়ে বলছি।
  • pi | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১১:৪৮ | 72.83.80.169
  • ঋদ্ধি, আন্তর্জাল দিয়ে সার্চ দিলে গুচ্ছ গুচ্ছ আসবে।
  • Kaju | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১১:৪৬ | 121.242.160.180
  • বিরিয়ানি টইতে দেখলাম সিকি কীসব ব্‌ব্‌ব্‌ব্‌ব্‌ব জুড়ে এসেছে। কী হল নিজামের তাতে আর? তার কটা চুল (হিন্দী) উৎপাটিত হল? সিকি কি এটা খেয়াল করল না, হায়দ্রাবাদের নিজাম স্বয়ং করিম্‌স নিয়ে এই টই খুললেন, নিজের হায়দ্রাবাদী বিরিয়ানির বদলে। কত্তখানি স্পোর্টিং স্পিরিট ! সিকি কী ছেলেমানুষ ! ঃ))
  • riddhi | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১১:৪২ | 108.218.136.234
  • এই নিচের লিনকে কমেন্ট সেকশানেই একজন অন্য মানেটা বলেছেন যদিও। কিন্তু 'অন্তর্জাল' কে ইন্টার্নেট হিসেবে ইউসড হতে আমি বহু বহু জায়গায় দেখেছি। হয়তো নট নেসেসারিলি কারেক্ট ইউসেজ।
  • riddhi | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১১:৩৯ | 108.218.136.234
  • আমি তো অন্তর্জাল= ইন্টারনেট জানতাম। আন্তর্জাল না তো !
    এখানেও তাই বলছে।

    http://www.somewhereinblog.net/blog/kowshikblog/28829272
  • dukhe | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১১:৩৬ | 202.54.74.119
  • আন্তর্জাতিক হয়। অন্তর্জাতি + ইক করে। সেটা তো আগে লিখলাম। ইক জুড়লে শুরুর অ আ হয়ে যায়। পক্ষ থেকে পাক্ষিক। ওটা আন্তঃ + জাতিক নয়।
  • pi | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১১:৩৫ | 72.83.80.169
  • *পোর্টকে
  • pi | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১১:৩২ | 72.83.80.169
  • দুখেদা, inter আর intra কে তাহলে আলাদা কীকরে করা হয় ? আন্তঃ, অন্তঃ দিয়েই তো হয় দেখেহি্‌চ। অন্ততঃ ব্যবহারিক ভাবে।

    আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট মনে পড়ে গেল।

    ও হ্যাঁ, আরো মনে পড়লো হিন্দিতে তো ডোমেস্টিক এয়ারপোঋতে্‌ক অন্তর্দেশীয় হাওয়াইআড্ডা, আর ইন্টারন্যাশানালকে আন্তরজাতিক .. এরকম কিছু বলে ঘোষণা করে। হিন্দিতে লেখাও থাকে মনে হয়।
  • dukhe | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১১:২৭ | 202.54.74.119
  • আন্তর্দেশীয় হয় না। সার্বজনীন হয় না। আন্তর্জালও না। মানে ব্যাকরণে হয় না। তবে নিপাতনে সিদ্ধ বলে চালানো যেতে পারে।
  • byaang | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১১:২৫ | 122.167.245.177
  • মিঠু, যে কটা এপিসোড মিসিয়েছ সবকটা খুঁজে পেয়ে যাবে, সাইটটায় গিয়ে চ্যানেলসে ক্লিকিয়ে স্টারজলসা সিলেক্ট করে নিও। টিনটিনের কথা জেনে খুব খুশি হলাম। ও যেখানটাকে নিজের জায়গা ভাবে, ওকে সেখানেই থাকতে দিও।
  • demba ba | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১১:২৪ | 121.241.218.132
  • তাই দেখছি। কি কনফিউজিংঃ-(
  • pi | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১১:২২ | 72.83.80.169
  • ডোমেস্টিক।
  • demba ba | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১১:২২ | 121.241.218.132
  • তাহলে অন্তর্দেশীয় কী?
  • ppn | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১১:২১ | 202.91.136.3
  • হয় তো।
  • pi | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১১:২০ | 72.83.80.169
  • আমি তো সেটাই জানতাম। তাহলে আন্তর্দেশীয় তো ইন্টারন্যাশানাল হয়।
  • ppn | ২২ ফেব্রুয়ারি ২০১২ ১১:১৭ | 202.91.136.3
  • আন্তর্জাল = ইন্টারনেট
    অন্তর্জাল = ই¾ট্রানেট
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত