এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • demba ba | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:০৪ | 121.241.218.132
  • ফ্ল্যাট হয়ে হয়ে বারুইপুরের সব লিচু আর পেয়ারাবাগান ডকে উঠেছে। যে কটা পড়ে আছে আর সেগুলোকে তুলে দিও না। বরং সোনারপুরের ওদিকে গ্রীনভ্যালি না কী হচ্ছে সেখেনে বাংলো কেনো।
  • m | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:০৪ | 50.82.180.165
  • দময়ন্তী, বারুইপুরে ফলফুলুরি যে বিখ্যাত! আর তুমি কি অর্কিডের বাগান করবে ভাবছো নাকি!
  • Paramita | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:০৩ | 198.95.226.40
  • এদিকে শহর বাড়ছে, ওদিকে নৈহাটির পুরোনো বাড়ি বিক্রি হয়ে যাচ্ছে। কত স্মৃতি - কিন্তু কে রাখবে?
  • kiki | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:০৩ | 59.93.212.29
  • ইসে, অতজন বাড়ী করবে, কোনো একটাতে কি আমার জায়গা হবে না? আশায় আছি।

    আর সকাল সকাল লোকে এদিক সেদিক যাবার পেলান করছে। এদিকে আমার নিজের ইচ্ছেই কখনো কিছু হবার উপায় নেই। যাই চাট্টি জিনিস ভেঙ্গে আসি। সেরেফ তার আগে মোবাইলটা সরিয়ে রাখতে হবে। সেটা সবেই ভাঙা হয়েছে।
  • aka | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:০৩ | 75.76.118.96
  • এই দেখুন ভোট দিয়েছে দুজন
    বলুন আর লাগতে পারে কজন
  • m | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:০৩ | 50.82.180.165
  • ঐ তো, তিমির বাড়িটা ভেঙে ফ্ল্যাট বানালেই হয়!
  • Tim | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:০২ | 128.173.39.112
  • মদন মিত্রর নামে জায়গাও হয়ে গ্যালো? কি স্পিড !
  • m | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:০১ | 50.82.180.165
  • দময়ন্তী, সিরিয়াসলি, কেউ চেনাজানা থাকলে একটু কথা বলে দেখবে? আর একটা অপশান হলো, মদনপুরের দিকে- ওদিকে লোকজন আছে- কিন্তু সেদিকে তো কোলকাতা বাড়ছে নাঃ(
  • Tim | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:০১ | 128.173.39.112
  • হ্যা হ্যা টালিগঞ্জ।
  • aka | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:০০ | 75.76.118.96
  • কলকাতায় থাকা সর্বদাই আচ্ছা
    ট্যাঁকে যদি না থাকে বাচ্ছা
  • m | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১১:০০ | 50.82.180.165
  • টালিগঞ্জে!!! কেন? স্টুডিও বানাবার প্ল্যান করছো নাকি!
  • m | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৫৯ | 50.82.180.165
  • এমন একটা সময় কোলকাতা থেকে চলে এলাম- যখন অনেক দিন বাদে আবার বহুকিছুতে উৎসাহ পাচ্ছিলামঃ)
  • pi | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৫৮ | 72.83.80.169
  • সময় শকট নিয়ে কেলোদার প্ল্যানটা খাসা ছিল।
  • pi | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৫৮ | 72.83.80.169
  • স্পিরিট হল উদ্বায়ী ঃ)
  • aka | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৫৮ | 75.76.118.96
  • আব্বে সময় শকটের ইউএসপি ঝাড়ছে। পয়সা দিলে আমিও রাজি। টালিগঞ্জের দিকে হলে হয় না? যাস্ট জিগালাম।
  • d | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৫৭ | 14.99.143.190
  • মিঠু, আমিও হাত তুললাম। কিন্তু বারুইপুরের দিকের জমি খুব বাজে। শখের গাছগাছলি লাগাতে হেব্বি ঝামেলা।
  • m | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৫৭ | 50.82.180.165
  • স্পিরিটটাই তো আসল কথাঃ)
  • pi | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৫৬ | 72.83.80.169
  • পটকেদা, ঐ টইতে মোটে ঢুকবো না। তাই এখানেই x-( বলে গেলুম !
  • Paramita | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৫৫ | 198.95.226.40
  • ডেম্বা যা একখান রেফারেন্স দিইছিলে ধ্যানে যেতে হলে ঐখানে। স্বর্গও নয়, যাকে বলে স্বরগ।
  • de | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৫৫ | 180.149.51.67
  • আম্মো হাত্তুল্লাম!
  • m | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৫৫ | 50.82.180.165
  • পোটকে, আপনি কে?
  • Paramita | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৫৪ | 198.95.226.40
  • ইন স্পিরিট আগ্রহী - বাকিটা কবে, কখন, কত ইত্যাদির ওপর নির্ভরশীল।
  • potke | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৫৪ | 180.151.34.130
  • ম, আমি আছি
  • demba ba | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৫৩ | 121.241.218.132
  • নাঃ, এদিকে নয়। বেজায় গরম। আমার রিটায়ারমেন্ট প্ল্যান তো হিমালয়ে।
  • pi | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৫৩ | 72.83.80.169
  • কেন,বলি নি ? আমার মায়ের কড়া ইন্‌স্‌ট্‌রাকশন ছিল আমার শাশিড়ির প্রতি, শ্বশুরবাড়িটাকে তেমনি জায়গা বানানোর জন্য। তো, এই মা ঐ মার কথা শুনে লক্‌খী মেয়ের মত সব পদে মাছ ঢুকিয়ে দিল। খালি ভুল করে আগের দিনের নিম বেগুন থেকে গেছিলো। আমি তাই দিয়েই এত সোনামুখে লাঞ্চ ডিনার সেরে নিলুম দেখে তিনি শত প্ররোচনাতেও আর এহেন কুকর্ম দ্বিতীয়বার করার উৎসাহ পাননি।
  • m | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৫২ | 50.82.180.165
  • এই প্রসঙ্গে মনে পড়লো, এইবার বইমেলা থেকে ফেরার সময় একটা চমৎকার প্ল্যান মাথায় এলো। গুরুর কিছু লোকজন মিলে একটা বড় জমি, এই ধরো বারুইপুর(শহর ওদিকেই বাড়ছে)এর দিকে কিনে রাখলে হয় না- সবার চারকাঠা করে। ছোট ছোট বাড়ি বানানো রইলো- বুড়ো বয়সে ওখানে গিয়ে রইলাম- তিনজন আগ্রহী পাওয়া গেছে। কেউ থাকলে হাত তুলোঃ))
  • Tim | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৫২ | 128.173.39.112


  • আজ্জোদার জন্য। ঃ-)
  • Tim | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৫০ | 128.173.39.112
  • পাই সর্বত্র ৩৪ বছরের রেফারেন্স দিচ্চে।
  • Du | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৪৯ | 117.194.201.58
  • আমার ছেলের অবশ্য বাছা কাকুরাই একমাত্র কাকু
  • aka | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৪৯ | 75.76.118.96
  • শকট একটি নির্মোহ ব। যেতে পারে যেকোন দিকেই চলে যেতে পারে।

    ন্যান গান শোনেন। এই মেয়ে আমাকে ফ্যান বানিয়ে ছাড়বে।

  • Tim | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৪৯ | 128.173.39.112
  • গোয়ার দিকটা বড়ো কলরব। আমার আবার এট্টু নিরিবিলি হলে ভালো। ধ্যানের সুবিদে হয়।
  • pi | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৪৮ | 72.83.80.169
  • পামিতাদি, এই কথাটা আমার মা যে কবে থেকে কয়ে আসছে। শেষ আশা ছিল আমার বিয়ে। ঐ ঘোর মেছো শ্বশুরবাড়িতে যখন পরিবর্তন হয়নি, তখন আগামী চৌতিশ বছরেও হবে না। তারপর তো সোজা সগ্গ। এত পুণ্যি জমছে ! শুনেছি, সেখানে মাছ রান্না হয় না। ইলিশ তো ঢোকেই না।
  • m | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৪৮ | 50.82.180.165
  • ভাইঝি প্লাস বন্ধু-চলবে। কিন্তু তোমার শকট কি ওদিক পানে ধাইবে?
  • Tim | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৪৭ | 128.173.39.112
  • কেন যে লোকে কাকুটা পজ্জন্ত নিজে বেছে নিতে পারেনা!
  • m | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৪৭ | 50.82.180.165
  • আর তো মাত্র দশটা বছর- আঠারো হলেই চরে খাও গে- অতদিন কি বাঁচবো অনুপম?
  • Tim | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৪৬ | 128.173.39.112
  • শুধু মাছ পাওয়া যায় এমন কোন জায়গা নেই? আছে আছে.... কি বলো দেখি?
    পাইকে ওখেনে বদলি করে দেওয়া হোক।
  • byaang | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৪৬ | 122.167.228.147
  • ছোটেম, পামিতা, কী আশ্চয্যি আমিও হপ্তা দুয়েক ধরে এরকম নির্মোহ হয়ে উঠেছি তোমাদের মতন। অবলীলায় নতুন জামাকাপড়, নতুন বিছানার চাদর সব দান করে দিচ্ছি, একস্ট্রা ডিনার সেট দেখলেই মনে হচ্ছে ভেঙ্গে গেলেই মঙ্গল, কবে ভাঙবে (প্রাণে ধরে নিজে হাতে হাতে ভাংটে পারছি না অবিশ্যি)। এমনকি এখন লোক খুঁজছি বেতের সোফাসেট আর ডাইনিং টেবিল-চেয়ার কে নেবে বলে?
  • aka | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৪৬ | 75.76.118.96
  • আর ভাইঝির বন্ধুরা?
  • m | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৪৫ | 50.82.180.165
  • মামীর নিজের কাকুর একটা চমৎকার বাড়ি আছে গোয়ায়- এখন সেখানে বছরে ন'মাস তালা ঝোলে। আদরের ভাইজি কি সেখানে গিয়ে মাস দুই থাকতে পাবে নাঃ)
  • Tim | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৪৪ | 128.173.39.112
  • ঃ-)
  • ppn | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৪৪ | 112.133.206.22
  • সোনার হরিং প্রসঙ্গে মনে পড়ল লুরুতে পিসিচন্দ্র ব্র্যাঞ্চ খুলেছে। এই উইকে নাকি ডিসকাউন্ট ইত্যাদি দেবে।
  • Paramita | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৪৩ | 198.95.226.40
  • পাল্টানো মেনুতে সে ফিরবে কি ফিরবে না জানা নেই।
  • de | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৪২ | 180.149.51.67
  • সিকি, লিখবো লিখবো, সব জমিয়ে রাখচি -- বছর-পাঁচেক পরের থেকে লিখতে আরম্ভ করবো :)) -- তখন আবার তোমরা সময় পাবেনা লেখার!
  • m | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৪২ | 50.82.180.165
  • পারমিতা, এইবার আর জিনিসের বোঝা না বাড়ানোর পণ করেছি- নো পট, নো পটচিত্র-নো হরেকরকমবা বাসনপত্র,বিছানার চাদর- দেখি ফাঁকা ফাঁকা থাকা যায় কিনাঃ)
  • byaang | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৪২ | 122.167.228.147
  • কাল এক পৌনে নয়বছুরে আমাকে শুধালো, ""বাংলাদেশে সাইলেট বলে কোনো স্টেট আছে?'', আমি অনেকক্ষণ ধরে সাইলেট-জাইলেট- Xআইলেট করে হাতড়ানোর পর মনে পড়ল - সিলেট।
  • demba ba | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৪১ | 121.241.218.132
  • আমরা নভেম্বরে গৌহাটি গেসলুম, তিরিশ জনের শর্টলিস্ট দেওয়া হয়েছিলো - গিয়ে দেখি সব অলরেডি পেয়ে গেছে। তাপ্পরেও খান চোদ্দ এলো, কিন্তু আমরা খালি হাতে ফিরে এলুম। খড়গপুরেও একই কেস। ব্রং যাদপ্পুর আরো আগে হয়েছিলো বলে দুটোকে নিয়েছিলো। এগুলো শুধু ল্যাবে। বাকি দোকান একসাথে গেলেও অন্য ক্রাইটেরিয়া, অন্য প্যাকেজ।
  • Tim | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৪১ | 128.173.39.112
  • মামী কেমন কায়দা করে বল্লো শীতে গোয়া। শীতের যা হাল, বেসিকালি বলতে চাইলো একটা উইকেন্ড।
  • pi | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৪০ | 72.83.80.169
  • মাছভাত আর পাই ?
    কভী নহী ! x-(
  • pi | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৪০ | 72.83.80.169
  • নাঃ, সেখানে তো উগাণ্ডার আগেই যাবো।
  • Tim | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৩৯ | 128.173.39.112
  • বিহার-ঝাড়খন্ডে সর্বত্রই শুকনো। চতুর্দিকে মাইন আছে কিনা।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত