এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • demba ba | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১১:২৮ | 121.241.218.132
  • রাজারাণী হল সেইটা যেখান থেকে যক্ষীর মাথা চুরি হয়েছিলো।
  • Jhiki | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১১:২৮ | 219.83.85.197
  • ব্রতীন, যেখানে খুশী যাও, যা খুশী কোরো, খালো সারা গায়ে, মুখে সানস্ক্রীন লাগাতে ভুলো না।

    আর টাকা বা সময় নিয়ে একেবারেই মাথা না ঘামিয়ে বৌকে মনের সুখে শাড়ী ইত্যাদি কিনতে দিও।
  • kumu | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১১:২৮ | 122.160.159.184
  • নীনার জন্য এখনি লিখে রাখি-
    রাত্তিরে গুরু খোলা হয়ে ওঠে না তো,তাই "কুমু-উ-উ" শুনতে পাইনি ,সরি।
    সন্ন্যাস নেয়ার ঐ গল্পটা আমিও ভাটে লিখব লিখব কচ্চিলাম।
    বলে কয়েও সন্ন্যাস নেয়া যায়,আমাদের মত লোকদের সেটাই কর্তে হয় ।তবে ঐ শ্যামলকান্তিকে সুন্দরী,বিদেশিনীর হাতে দিয়ে যাওয়ার প্রস্তাব অতি সন্দেহপূর্ণ,কুটিল দৃষ্টিতে দেখে গেলাম।
    এই প্রস্তাবের জন্য সন্ন্যাস নেয়া আপাতত কেনসেল।
  • ppn | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১১:২৭ | 202.91.136.71
  • আর এইটাঃ

    http://www.orissatourism.org/travel-to-orissa/bhubaneshwar/mukteswar-temple.html

    আর স্টেশনের কাছে খুব সুন্দর একটা পার্ক আছে - আইজি পার্ক। বিকেলের দিকে সেখানে গেলে ভালো লাগে। অবশ্যই যদি ঐদিন স্টে কর।
  • ppn | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১১:২১ | 202.91.136.71
  • ঃ)

    শিবুদা, আমাদের তো বিয়ের পরপর গিয়ে বেশ লেগেছিল! ;-)
  • Bratin | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১১:১৯ | 14.96.53.203
  • শিবু দা ঃ-))
  • Bratin | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১১:১৭ | 14.96.53.203
  • না নন্দন কানন এ যাবো না। শুধু মন্দির গুলো দেখবো।
  • Sibu | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১১:১৭ | 108.23.41.126
  • ছেলেবেলায় নন্দন্‌কানন ভাল লেগে থ্‌হাকলে বোতীনের এখন ভাল লাগবে।
  • demba ba | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১১:১৪ | 121.241.218.132
  • নন্দনকানন বেজায় ওভারহাইপড। বছরখানেক আগে গিয়ে মনে হয়েছে। ছোটবেলায় মনে হয় ভালোই লেগেছিলো।
  • demba ba | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১১:১৩ | 121.241.218.132
  • পুরী থেকে সকাল সকাল বেরিয়েও ঘুরে আসা যায়, তবে দৌড়ঝাঁপ বেশি। আর ভুবনেশ্বর হল সিটি অফ টেম্পল্‌স - লিঙ্গরাজ ছাড়াও আরো কয়েকটা ভালো মন্দির আছে। পুরী থেকে গিয়ে লোকে সাধারণতঃ লিঙ্গরাজ-উদয়গিরি-খণ্ডগিরি-ধৌলি দেখে চলে আসে।
  • ppn | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১১:১১ | 202.91.136.71
  • সেটা ডিপেন করছে তুমি নন্দনকানন যাবে কিনা। আর যা গরম এখন, একদিনে কতটা কভার করতে পারবে সন্দেহ আছে।
  • Bratin | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১১:০৯ | 14.96.53.203
  • অরি, তাহলে কি ভুবনেশ্বরে এক দিন থাকা ভালো ?
  • ppn | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১১:০৯ | 202.91.136.71
  • ডিডিদা আছেন? আমি চাট্টে চটি (গুরুর) তমোশ্রীকে দিয়ে দিয়েছি। উইকেন্ডে ওর থেকে নিয়ে নেবেন।
  • Bratin | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১১:০৭ | 14.96.53.203
  • আচ্ছা । ধন্যবাদ অরি আর অপ্পন।

    শিবু দা কি যে বলো? কী ভালো ভালো মন্দির আছে।
  • Sibu | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১১:০৫ | 108.23.41.126
  • কত্তদিন পেপার লিখি না।
  • ppn | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১১:০৫ | 202.91.136.71
  • এফপি এস্টিমেশন গুলে খেয়েছেন এমন কেউ এইখানে আছেন?
  • Bratin | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১১:০৫ | 14.96.53.203
  • ও ই টা হেব্বি চাপ । বেশ কিছু দিন আগে কিছু কিছু করেছি। ৩/৪ জন মিলে ডকু টা লিখতো । প্রচুর ক্লারিফিকেশন আর গ্যাপ থেকে যায় ।
  • demba ba | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১১:০৪ | 121.241.218.132
  • সব সার্ভে/রিভিউ পেপারই একরকম, আইটি হলেও। ভালো জিনিস, তবে খাটনি বেশি।
  • Sibu | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১১:০৪ | 108.23.41.126
  • কোনারক গেলেও হয়, না গেলেও হয়। ল্যাদ ছেড়ে ঐ খন্ডহর দেখতে যাবার দরকার কি?
  • kumu | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১১:০৩ | 122.160.159.184
  • আমার রিভিউ পেপার পড়তে/লিখতে ভাল লাগে(জ্ঞানগম্যি খুবি কম থাকলে যা হয়),তবে আইটির সার্ভে পেপার নিশ্চই অন্য জিনিস।
  • ppn | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১১:০৩ | 202.91.136.71
  • কোনারক একদিন (ডে ট্রিপ) যথেষ্ট।
  • demba ba | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১১:০৩ | 121.241.218.132
  • কোনারক একটা গোটা দিন। পুরী না গেলেও ক্ষতি নাই। ভুবনেশ্বর লিঙ্গরাজ-উদয়গিরি-খণ্ডগিরি-ধবলগিরি একদিনে একটু বেশি দৌড়োদৌড়ি হবে।
  • ppn | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১১:০২ | 202.91.136.71
  • আরে ওই প্রোজেক্ট, ডেলিভারির ঊর্ধ্বে আমাদেরও সাবমিশন ডেডলাইন থাকে। শুক্কুরবার বিকেলের আরেফপি ডকুমেন্ট ধরিয়ে দিয়ে বলে মঙ্গলবার সকালে এসভিপির কাছে রিভিউর জন্য যাবে। ল্যাও ঠ্যালা।
  • Bratin | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১১:০১ | 14.96.53.203
  • একটা চট করে ফান্ডা দাও । কোনারক কি ১/২ দিনে হয়ে যাবে?

    ভুবনেশ্বরের জন্যে ১ দিন রেখেছি। বাকী ২ দিন পুরী তে ল্যাদ খাবো
  • Bratin | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১০:৫৯ | 14.96.53.203
  • অপ্পন , তোমাদের হালকা বয়েস এখন কাজ করো। যখন আমার মতোন বয়েস হবে তখন এই রকম চাকরী খুঁজে দেব তোমায় ঃ-)))
  • dukhe | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১০:৫৮ | 202.54.74.119
  • কালকেরটা তো ? গন্ধটা খুবই সন্দেহজনক ।
  • demba ba | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১০:৫৭ | 121.241.218.132
  • আমরা সবসময়েই বেকার। ক্লায়েন্ট নাই, ডেলিভারি নাই, কংকল থাকে মাঝে মাঝে তাও আপিসেই, থাকার মধ্যে শুধু সাবমিশন ডেডলাইন আছে। ১২ তারিখ একটা। সার্ভে পেপার কি কঠিন রে দাদা।
  • ppn | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১০:৫৬ | 202.91.136.71
  • মাইরি, এমন দোকানে কবে চাকরি পাবো যে প্রোজেক্ট না থাকলে বেকার থাকবো!
  • Bratin | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১০:৫৫ | 14.96.53.203
  • পটকে ৩ সপ্তা বেকার। তোমরা হলে আজকাল ছেলে ; আমার হাঁটুর বয়েসী।

    দে, একদম ঠিক। কিন্তু কালকে ব্যাটিং টা জাস্ট যাতা করেছে।
  • de | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১০:৫০ | 180.149.51.67
  • ক্রিকেট, বিশেষত: ইন্ডিয়ান টিমের ক্রিকেট একটি অত্যন্ত পরিমাণে ওভারহাইপড ব্যাপার!
  • potke | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১০:৪৯ | 180.151.34.130
  • বোতীন, এখন কম আসি। কাজ করতে হচ্ছে একটু-- তোমাদের বয়সে অবিশ্যি অনেক বেশী কাজ করতাম ( আশা করি বোঝাতে পারলাম)--ঃ)
  • ppn | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১০:৪৮ | 202.91.136.71
  • বর্তমান খুলছে না নাকি আজ?
  • demba ba | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১০:৪৮ | 121.241.218.132
  • একে থাকা বলে কিনা নিজেই ভাবো। টেস্ট নিয়ে অল্পস্বল্প আছে। ওয়ান্ডে এই সব কোক-পেপসি-চানাচুর কাপ নিয়ে নাই, ওয়ার্ল্ড কাপ নিয়ে অল্প আছে। টো-টো আজ অবধি দেখিই নাই।

    বরং এই উইকেন্ডের টাইন অ্যাণ্ড উইয়ার ডার্বি নিয়ে অনেক বেশি আগ্রহ আছে।
  • quark | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১০:৪৬ | 14.139.199.1
  • ইয়ে, এবার থেকে কি ঘটনার ছবি তোলার আগে শ্রীমতী ব্যানার্জী,মদন আর ববি হাকিমের কাছ থেকে "ক্রসচেক" ক'রে তারপর তুলতে হবে?
  • kc | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১০:৪৫ | 194.126.37.78
  • নানা ডেম্বু, আগ্রহ তোমারও আছে। আমি ঠিক জানি, তোমারও আগ্রহ আছে, ক্ষিন্তু ওই ওটা বিসিসিআই ইলেভেন না ইন্ডিয়া ইলেভেন, এইসব অটেকনিক্যাল ব্যাপারস্যাপার তোমায় ঘেঁটে রেখেছে, আসলি ভ্যাপার হল এটাই। ঃ-))
  • Bratin | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১০:৩৪ | 14.96.53.203
  • তবে কেসি, উইকেট একদম পাটা। কিছু অবিশ্বাস্য শট খেলেছে!!
  • demba ba | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১০:৩০ | 121.241.218.132
  • ক্রিকেট নিয়ে কুনোওওও আগ্রহ নাই, কাজেই সমবেদনাতে ফিল্টার লাগাও;-)
  • kc | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১০:২৮ | 194.126.37.78
  • কালকের ইনিংসটা মরুঝড়ের থেকেও ভাল ছিল। যারা দ্যাখেনি তাদের জন্য সমবেদনা রইল।
  • demba ba | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১০:২৬ | 121.241.218.132
  • ডেম্বা আর কী বলবে, তিনিই তো বলে দিয়েছেন - সব সাজানো।

    ;-)
  • kc | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১০:২৩ | 194.126.37.78
  • অরিজিৎ, বিসিসিআই ইলেভেন নিয়ে এই কিছু একটা বলল বলে!!
  • Bratin | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১০:১১ | 14.96.37.130
  • 'নিন্দুকে যা বলছে বলুক, তাতে তোমার কী আর আমার কী ?' ঃ-)))
  • pi | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১০:১০ | 72.83.80.169
  • সিকি, ঃ)
  • ppn | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১০:০৫ | 202.91.136.71
  • আমিও ওই হাইলাইটস দেখেছি। আর দুকুর বেলা ক্রিকইনফোতে হাতে গরম আপডেট।

    তবে কি ওই নিন্দুকে বলছে, শ্রীলংকার বোর্ড নাকি ওদের ক্রিকেটারদের মাইনেকড়ি দিতে পারছে না কয়েকমাস যাবদ।
  • demba ba | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১০:০৫ | 121.241.218.132
  • প্রেস কনফারেন্সটা মনে থাকবে।

    প্রশ্নঃ... শোনা যায়নি ভালো করে।
    উত্তরঃ আপনি মিথ্যে বলছেন।

    আবার কিছু একটা প্রশ্ন।
    উত্তরঃ আপনি মিথ্যে বলছেন। বানিয়ে বলা আপনার স্বভাব।

    তারপর সাজানো ঘটনা এবং ক্রসচেক সংক্রান্ত বাণী।
  • siki | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১০:০৪ | 155.136.80.36
  • সাজানো ঘটনা -- একটি নির্মোহ ব।

    ঃ-))
  • pi | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৫২ | 72.83.80.169
  • এখন তো শুনলুম 'সাজানো ঘটাঅ' নিয়ে বাক্যরচনা করতে দেওয়া হচ্ছে।
  • m | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৪৪ | 50.82.180.165
  • অতি ভক্তি ..
  • siki | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ০৯:২০ | 155.136.80.36
  • হরি হে, মাধবো ...
  • Bratin | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ০৮:৫৫ | 14.96.37.130
  • গোলা দিয়েছে তো।ঃ-))

    আমার এক মাসির ছেলে পরীক্ষার পরে এসেছে। মাসি জিগাচ্ছে 'বাবা, সব লিখেছো তো?' । ছেলে র উত্তর ' না না কিট্টু লিকিনি, মাস্টা মশাই সব ডানে(জানে); তবু লিকতে ডিয়েছে'
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত