শুধু আলাদা জায়গায় ( বেশিরভাগ ক্ষেত্রেই কাজের মাসীদের জন্য সেটা মেঝে) খাওয়াই নয়, আলাদা বাসনপত্রে ( কিছু কিছু ক্ষেত্রে সেগুলি কিঞ্চিত ঝটতি পটতি, একটু কানা ভাঙ্গা থালা কি হাতাল ভাংগা কাপ কি ফাটা ধরা প্লেট), আলাদা আইটেম ( মেনুর 'স্পেশাল' আইটেমগুলো সেখানে অনেক ক্ষেত্রেই বাদ) খাওয়া। শুধু আলাদা খাওয়া কেন ? আলাদা তেল, সাবান, বিছানা ( এবং সেগুলি অবশ্যই বন্ধুবান্ধব , অতিথি অভ্যাগতদের জন্য বরাদ্দ সেট নয় ঃ)) ঃ)
dd | ০৫ মার্চ ২০১২ ০৮:৫৮ | 122.167.7.4
অপ্পন চটি ও হুযুগে গুরু পেয়েছি। থ্যাংকু। সেন্নাইএর বনবাসের জন্যে জমিয়ে রেখেছি।
Lama | ০৫ মার্চ ২০১২ ০৮:৫৮ | 117.194.235.29
জোকস অ্যাপার্ট, আমি দু চারবার পরীক্ষামূলক রান্না করে কাজের মাসীকে খাইয়েছি, তবে "একসঙ্গে' নয়।
Lama | ০৫ মার্চ ২০১২ ০৮:৫৬ | 117.194.235.29
কাজের বা অকাজের কোনো মাসিই লাঞ্চের জন্য ঠিক আদর্শ সঙ্গী নয় বোধ হয় (তবে আমার মেয়ের মাসীর সঙ্গে এক আধবার লাঞ্চ করেছি বটে)। মাসিদের একটাই অ্যাডভান্টেজ, তাঁদের বাড়িতে সাধারণতঃ ভারি মজা হয়ে থাকে, কিল চড় নাই।
kallol | ০৫ মার্চ ২০১২ ০৮:৫৬ | 115.242.195.75
আমার দেখা দুটি পরিবার কাজের মাসী/দিদি/লোকের সাথে লাঞ্চ-ডিনার-ব্রেকফাস্ট করেন/করতেন। ১ - অম্লান দত্ত ২ - ব্যাঙ্গালোরের সুলতানপালিয়ায় থাকে প্রসূন ব্যানার্জি-অরুন্ধতী ভট্টাচার্য
Sibu | ০৫ মার্চ ২০১২ ০৮:২৭ | 206.29.182.191
দুম করে কাজের মাসীর সাথে লাঞ্চ করতেই বা জাব কেন? মানে সে তো আর আমার বন্ধু নয়। এমপ্লয়ীর সাথে দোস্তি হলে আপত্তি নেই অবশ্য।
Bratin | ০৫ মার্চ ২০১২ ০৭:০৭ | 14.99.211.113
সিদ্ধার্থ বাবু কে, এমন ঘটনা নিশ্চিত ভাবে লজ্জাজনক। তবে এটা আমদের রাজ্যে নতুন নয়।
nk | ০৫ মার্চ ২০১২ ০৫:২৩ | 151.141.84.239
হুঁ হুঁ বাবা, বল্লে হবে, সেই তখতের নাম তখতে তাউস। যেন তপ্ত তাওয়া।
SC | ০৫ মার্চ ২০১২ ০৪:১০ | 96.235.41.90
যা ভেবেছিলাম ঠিক তাই। গুরু এখন বিল গেটসের দালাল। এই সাম্রাজ্যবাদী মনোবৃত্তির বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করতে হবে।অআমেরিকার চক্রান্ত চাদ্ধারে। ফল ভালো হবে না কমরেড, বলে দিলাম। এই যে গুরু আর আমেরিকা একসাথে চক্রান্ত করে মমতাকে বসালেন তখতে, আগেই বলেছিলাম ফল ভালো হবে না। ঃ)
nk | ০৫ মার্চ ২০১২ ০৩:৪৯ | 151.141.84.221
আরে না কেডি, এটা আপনার তৃতীয় কবিতা। দ্বিতীয়টা তো এর আগেই আছে, কাফি কবিতা। একটু কিরিম মাখিয়ে দেখুন, "লিনাক্ষে লেখা যায় ফিনিশ ভাষায় সেই ভাষা বেজে ওঠে প্রাণে যোগিয়ায়। "
কী কেমন? ঃ-))
kd | ০৫ মার্চ ২০১২ ০২:৪৫ | 59.94.2.212
চেষ্টা করে লাভ নেই। যায় না। লিনাক্সে শুধু ফিনিশ ভাষায় লেখা যায়। আর শুধু যোগিয়া আর রেনডিয়ারেরা ওই ভাষা জানে। ঃ)
আমার দ্বিতীয়তম কবিতা। বাক্য-ত্রিভুজ ছন্দ। বাইট ইট, কাজু!
SC | ০৫ মার্চ ২০১২ ০২:০৯ | 96.235.41.90
লিনাক্সে কি করে বাঙ্গলা লিকব, কেউ একটূ হেল্প করবেন?
kd | ০৫ মার্চ ২০১২ ০২:০৩ | 59.94.2.212
আমি তো এমনিতেই কোনোদিন লাঞ্চ করি না, কাজের মাসী অর নো মাসী। তবে বাড়ির ঝি পারুল যেমন রোয়াব নিয়ে থাকে (গুরুর অনেকেই তার সাক্ষী), তাতে সে যদি কখনও আমার সঙ্গে লাঞ্চ করতে চায়, থামায় কার বাপের সাধ্যি।
ও হ্যাঁ, আমি কট্টর সাম্রাজ্যবাদী। খাতায় কলমে (অনেকটা যেমন কলকাতার সিপিএম সাপোর্টারেরা বামপন্থী)। পারুলের অবিস্যি তাতে কিছু আসে যায় না। ও এ'সব বোঝে না (অ্যাস ইফ আমি বুঝি)।
Siddhartha Sen | ০৫ মার্চ ২০১২ ০০:৪৬ | 131.104.249.99
একদম। রাজা আসে যায়, রাজা বদলায়।
কাজের মাসির সাথে এক টেবিলে বসে কে কে লাঞ্চ করেছি হাত তুলুন
koshchen | ০৫ মার্চ ২০১২ ০০:২৯ | 68.46.95.16
আর সিদ্ধার্থবাবু, কয়েক বছর আগে হলে সিপিএম টিএমি্স ইন্টারচেঞ্জ করে দিলেও ছবিটা একই থাকতো না কি ?
koshchen | ০৫ মার্চ ২০১২ ০০:২৬ | 68.46.95.16
সম্মান অবিশ্যি থাকে। পোচ্চুর কনসার্নও ঝরে টড়ে পড়ে। চোখ ঝাপসা টাপসা হয়ে যায়। আমরা যখন সাহিত্য টাহিত্য করি। সেসব নিএ আলুচানা টানা করি, আহা উহি করি। তখন থাকে। তাই না ?
koshchen | ০৫ মার্চ ২০১২ ০০:২১ | 68.46.95.16
রিক্সাওয়ালা, কাজে মাসি, এদের সম্মানই বা কবে ছিল ?
Siddhartha Sen | ০৪ মার্চ ২০১২ ২৩:৪৬ | 131.104.249.99
একটা খুব খারাপ ঘটনা শুনলাম। সিপিএম করার অপরাধে ঝোড়ো বস্তির এক রিক্সাওয়ালার কাছ থেকে ১০০০০ টাকা চাওয়া হয়েছিল। না পেয়ে তাকে মারধর করে বোমা বাঁধার কেস দিয়েছে লোকাল টিএমসি। আজ সেই ভদ্রলোকের ছেলের আকসিডেন্ট হয়েছে। ছেলেটিকে কোথাঅ ভর্তি করতে পারা যায় নি। শেষে অনেক কষ্টে কোনো এক নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়েছে। ওষুধের যোগান দিয়েই পরিবারের সব টাকা বেরিয়ে গেছে।
মাঝে মাঝে মনে হয়, আমাদের জীবনের দাম তো কোনোকালেই ছিল না, আজকাল মনে হয় সম্মানটুকুও নেই
sda | ০৪ মার্চ ২০১২ ২৩:৪৩ | 117.194.192.69
নোবেলচোর অতীব ঝুল হয়েছে। দেখবেন্না।
dukhe | ০৪ মার্চ ২০১২ ২৩:১৫ | 14.99.164.197
অ্যাঁ ! সংস্কৃতিও আছে নাকি এর মধ্যে ? দিনের বেলায় তো । মিডনাইটস চিলড্রেন নয় । বরং মিডডে (মিল না) বলা যেতে পারে ।
m | ০৪ মার্চ ২০১২ ২৩:০৮ | 50.82.180.165
দিদিকে জিগিয়ে দিয়েছেন তো? কোন নাচ ভরতীয় সংস্কৃতির পরিপন্থী?
dukhe | ০৪ মার্চ ২০১২ ২৩:০২ | 14.99.164.197
আমি তো যেকোন দিনই যেতে পারি, ঘুম পায় বলে যাই না । বিকেলের দিকে হলে আমি আছি। তার আগে নাচ শিখে নেব। মেয়েকে আজকেই নাচের ইস্কুলে দিলাম। মনে হয় আমাদের মত ম্যাঙ্গোদের কথা ভেবেই দিদি টাইমিংটা এগিয়ে আনছে । বনধের দিন কি নাইটক্লাব চালু ছিল ? কেউ জানেন ? তাহলে বুঝতে পারি ওগুলো সিপিয়েম না তিনো ।
m | ০৪ মার্চ ২০১২ ২২:৫৪ | 50.82.180.165
এট্টাও লোক পেলুম না,যে নাইট ক্লাবে গেছেঃ(
m | ০৪ মার্চ ২০১২ ২২:৫২ | 50.82.180.165
দীপ্তেন্দা, সব কিছুই আগের মতই আছে।শুধু বয়েস আরো কিছুটা বেড়ে গেছে বলে পিছন দিকটা কখনো কখনো ঝাপসা দেখিঃ)
m | ০৪ মার্চ ২০১২ ২২:৫০ | 50.82.180.165
আজকাল কোথাও নাচানাচি হলে ভয়ে থাকি। নাচার চে দেখতেই লাগতো এতকাল- এখন ছেলের সঙ্গে নাচা মাস্ট( উনি নাচতে ভালোবাসেন খুব, তবে পার্টনার হিসেবে মা এবং মা ই একমাত্র পছন্দ),নাইলে উনি গাল ফুলিয়ে কাঁদতে বসেনঃ((
kc | ০৪ মার্চ ২০১২ ২২:৪৭ | 178.61.96.29
অনুপান পেলে আমার ঝিম মেরে বসে থাগতে আর মাঝে মাঝে বাকত্তাল্লা মাত্তে ভাল লাগে। আর অনুপান না পেলে বসে বসে গপ্প কত্তে ভাল লাগে। নাইট কেলাব ইস নট মাই কাপ অব টি। যাইনি, যাবও না।
Bratin | ০৪ মার্চ ২০১২ ২২:৪৩ | 14.99.21.174
না না আমি সেবার বিদেশে আমাদের TCS র পার্টি তে উত্তাল নাচানাচির চেষ্টা করছি। হঠাৎ BRM আবদাল এসে বললো বাহ ব্রতীন বেশ হচ্ছে তুমি কি কোথাও নাচ টাচ শিখতে( মানে ঘুরিয়ে আওয়াজ দিল)। আমি গম্ভীর ভাবে বললাম না। দু পেগ। স্কচ।
dd | ০৪ মার্চ ২০১২ ২২:৩৯ | 122.167.1.11
নাঃ। নাচা নাচি ,ফুত্তির সাথে বউ কি গাল ফ্রেন' কিছু এসে যায় না।
নিজের মে' কি নাতনীদের সাথেও জমজমাট নাচতে পারি - অসংকোচে।
তবে এই অ্যাবসোলিউট গুস হতে বোধয় একটু বয়সের দাবী থাকে।
সে যাগ্গে , পুরোনো পাড়ায় নতুন জীবন ক্যামন লাগসে হে বৌমা?
Netai | ০৪ মার্চ ২০১২ ২২:৩৯ | 122.177.32.150
নাইট ক্লাবের জন্য কুনো সহজ ম্যানুয়াল নেই?
Bratin | ০৪ মার্চ ২০১২ ২২:৩৮ | 14.99.21.174
না এই বার কটি। না হলে কালকে চাপ নেমে যাবে ।
শুভ রাত্রি/দিন
m | ০৪ মার্চ ২০১২ ২২:৩৮ | 50.82.180.165
অ্যাঁ!! ব্রতীনের বাক্যের মানেটা কেহ বুঝাইয়া দাওঃ(
m | ০৪ মার্চ ২০১২ ২২:৩৭ | 50.82.180.165
তোমার উঠোন কি বাঁকা বেরিয়েছিলো?
Bratin | ০৪ মার্চ ২০১২ ২২:৩৬ | 14.99.21.174
বৌ দিয়ে হয় বুঝি? জানি না। ঃ-((
Lama | ০৪ মার্চ ২০১২ ২২:৩৬ | 117.194.227.130
ঘাঁতঘোঁত জানতে হয়। এই যেমন নাচতে না পারলে কাঁধ ঝাঁকিয়ে বলতে হবে "দ্য উঠোন ইজ ব্যাঁকা, ইউ নো!'
Netai | ০৪ মার্চ ২০১২ ২২:৩৬ | 122.177.32.150
ছুটির দিনে নো জগিং। বস বলেচেন রান্না করো।
m | ০৪ মার্চ ২০১২ ২২:৩৩ | 50.82.180.165
ব্রতীন,অনুপান লাগবে কেন? শুধু উৎসাহে হবে না?ঃ)
m | ০৪ মার্চ ২০১২ ২২:৩৩ | 50.82.180.165
গার্ল ফ্রেন্ড? কেন? বৌ কি দোষ কল্লো?
Bratin | ০৪ মার্চ ২০১২ ২২:৩২ | 14.99.21.174
তাছাড়া সঙ্গিনী ও চাই। আমার সব কটা এক্স গার্ল ফ্রেন্ড দেশের বাইরে ঃ-((
m | ০৪ মার্চ ২০১২ ২২:৩১ | 50.82.180.165
দীপ্তেন্দাঃ)))
Bratin | ০৪ মার্চ ২০১২ ২২:২৯ | 14.99.21.174
অনুপান পেলে আমি ও নাচি। মানে কয়েক বার চেষ্টা করেছি। লোকেও খুব উৎসাহ দেয় এই সব ব্যাপারে ঃ-))
dd | ০৪ মার্চ ২০১২ ২২:২৭ | 122.167.1.11
নাচা টাচা নিয়ে তো কোনো সমিস্যে নেই। নো। আমি হুলিয়ে নেচে দিতে পারি,অদ্যাপি। এট্টু অনুপান লাগে - এই যা।
কিন্তু ওখানকার আদব কায়দা জানি নে, তাই ক্যামোন বাধো বাধো ঠেকে। যদি বকে দেয়? যদি বক দেখায়? যদি তাচ্ছিল্যের সাথে জিগায় "কোথাকার বাঙাল হে তুমি?"
জানি না, কোন্নোগরের সী বীচ নাইট ক্লাব আছে কিনা।
Bratin | ০৪ মার্চ ২০১২ ২২:২৩ | 14.99.21.174
এই তো ডিডি আর আমি এক লাইনে। খালি ডিডি র বয়েস একটু কম আমার থেকে।
Bratin | ০৪ মার্চ ২০১২ ২২:২২ | 14.99.21.174
আমি কোন দিন যাই নি। কিন্তু যাবার ইচ্ছা আছে।কিন্তু আবার ভয় ও আছে নাচ তে না পরলে যদি লোকে হ্যটা করে।
dd | ০৪ মার্চ ২০১২ ২২:২২ | 122.167.1.11
আমি আমি। আমার গুপ্ত বাসনা আছে কিন্তু কদ্যাপি নাইট ক্লাবে যাই নি। কিন্তু খুবই যাবার ইচ্ছে আছে।
যখন আমি বড়ো হবো, বড়লোক হবো, তখন ডেফিনিটলি নাইট ক্লাবে যাবো আর অঢেল ফুত্তি উড়াবো।
Bratin | ০৪ মার্চ ২০১২ ২২:২০ | 14.99.21.174
আচ্ছা Mtech in multimedia র কোথাকার ভালো হয়। কোন আইডিয়া?
Bratin | ০৪ মার্চ ২০১২ ২২:১৮ | 14.99.21.174
নেতাই কি ছুটির দিনেও জগিং করো?
m | ০৪ মার্চ ২০১২ ২২:১৮ | 50.82.180.165
গুরুর কত শতাংশ লোক নাইট ক্লাবে যায় ? কত জন নাইট ক্লাবের মুখ দেখেছে? কজন একবার ,দুবার গেছে- কে কে নাইট ক্লাবের নাম শুনলেই আঁতকে ওঠে? কার কার সুপ্ত বাসনা আছে- সুযোগের অভাবে যাওয়া হয়ে ওঠে নি? কজন সঙ্গী/নী পেলেই যাবেন?
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন