এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Netai | ০১ মার্চ ২০১২ ১২:০৭ | 121.241.98.225
  • আজকের কুঘো
    http://epratidin.in/Details.aspx?id=7082&boxid=2830656
    মীরাক্কেলের মত কুঘোর নেশা হয়েছে আজকাল আমার
  • quark | ০১ মার্চ ২০১২ ১২:০৬ | 14.139.199.1
  • আজ পাত্থোর মিছিল (ট্রেইলার), শনিবার মহারাণীর।
  • demba ba | ০১ মার্চ ২০১২ ১১:৫৮ | 121.241.218.132
  • ফেবু থেকে নামালে বাজে কোয়ালিটির ছবি হবে। প্রচুর কমপ্রেস করে দেয়।
  • kd | ০১ মার্চ ২০১২ ১১:৫২ | 59.93.241.17
  • কারুর ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটা অ্যালবামের সব ছবি একসঙ্গে ডাউনলোড করা যায়? একটা নতুন ই-ফ্রেম বহুদিন পড়ে আছে আলমারিতে, কোন ইউজ ভেবে পাইনি। ভাবছি নাতনির ফেবু থেকে ওর সব ছবি নামিয়ে নিয়ে ওতে দেখবো। প্লাস অন্য যারা দেখতে চায়, তাদের দেখানোরও সুবিধে।

    ডেম্বাবার পোস্ট পড়ে ট্রিগার করলো।
  • demba ba | ০১ মার্চ ২০১২ ১১:৪৭ | 121.241.218.132
  • আমার ক্যামেরা ব্যাকপ্যাকে ল্যাপি রাখার জায়গা আছে - কম্পু ডে-প্যাক বলে ওটাকে। কিন্তু লেন্সে লেন্সে এত ওজন যে আর কিছু এক্সট্রা ভরতে ইচ্ছে করে না। আর তাছাড়া এদ্দিন ওখানে ল্যাপির বদলে ন্যাপি থাকতো।
  • demba ba | ০১ মার্চ ২০১২ ১১:৪৫ | 121.241.218.132
  • হ্যাঁ, মাসিভ মিছিল। মমতা শনিবার "জবাব' দেবে;-)
  • siki | ০১ মার্চ ২০১২ ১১:৪৫ | 155.136.80.36
  • আমি তো ল্যাপটপ নিয়েই যাই। সারাদিনের ছবি ডাম্প করি দিনের শেষে।
  • quark | ০১ মার্চ ২০১২ ১১:৪০ | 14.139.199.1
  • আহা বোতীন পিছিয়ে পড়েছে!
  • de | ০১ মার্চ ২০১২ ১১:৩৯ | 180.149.51.68
  • কাল যাদপ্পুরে শুনলাম বিশাল মিছিল হয়েছিলো?
  • Bratin | ০১ মার্চ ২০১২ ১১:৩৮ | 14.96.84.3
  • এক রাউন্ড সেরে এসেছি অপ্পন। এখন একটু রেস্ট নিচ্ছি। বিকেলে আবার মাসি,পিসী র বাড়ি যাবো।
  • demba ba | ০১ মার্চ ২০১২ ১১:৩৮ | 121.241.218.132
  • আইপ্যাডে নাকি ইউএসবি নেই, সব ওয়াইফাই? ক্যামেরা ইন্টারফেস তো ইউএসবি।

    একটা ছোটখাটো ইলেক্ট্রনিক ফটোফ্রেম হলেও চলবে - যেটা সিএফ কার্ড নেয়।
  • ppn | ০১ মার্চ ২০১২ ১১:৩৬ | 202.91.136.3
  • বোতিন, চান করতে গেলে না? এর পরে তো তপ্ত কড়াই হয়ে যাবে। নাকি ল্যাপটপ বগলে চানাচ্ছো?
  • ppn | ০১ মার্চ ২০১২ ১১:৩৩ | 202.91.136.3
  • আইপ্যাডে হবে না?
  • Sibu | ০১ মার্চ ২০১২ ১১:৩৩ | 207.47.25.82
  • ঐ যে ভাইপোর পিস্তল হাতে ছবি দেখলাম।
  • Bratin | ০১ মার্চ ২০১২ ১১:৩২ | 14.96.84.3
  • ও শিবু দা, ভাইপো/ভাগ্নে কেস টা কী? আবার কিছু ছড়িয়েছে নাকি মমতা?
  • demba ba | ০১ মার্চ ২০১২ ১১:৩১ | 121.241.218.132
  • আমি বলে কবে থেকে ভাবছি যে বেড়াতে গিয়ে ছবি তুলি - সেগুলো রাতে একটু চেক (ক্রসচেক নয়) করে নেবো ঠিক এলো কিনা - ল্যাপি থাকলে করা যায় - তাও নিয়ে যেতে পারি না, একটা এক্সট্রা জিনিস হবে বলে...

    এসবের জন্যে লাগে ম্যাকবুক এয়ার।
  • dukhe | ০১ মার্চ ২০১২ ১১:২৩ | 202.54.74.119
  • সাধে কি বলে পুঃসিঃ ! ঘাড়ে বেতাল নিয়ে বেড়াতে যায় ।
  • Sibu | ০১ মার্চ ২০১২ ১১:২১ | 64.105.143.250
  • কবি যাই বলুন, কবির ভাইপো নিয়ে কিছু বলা রিস্কি।
  • Bratin | ০১ মার্চ ২০১২ ১১:২০ | 14.96.84.3
  • কবি কিন্তু বলেছেন ঃ ' বড় পাপ হে' ঃ-))
  • Bratin | ০১ মার্চ ২০১২ ১১:১৯ | 14.96.84.3
  • অরি, প্রতি বার ই তো যাই।

    আমার বৌ ভারী নক্ষী মেয়ে ঃ-))
  • demba ba | ০১ মার্চ ২০১২ ১১:১৭ | 121.241.218.132
  • প্রিন্সটন নয়, কুইন্সটাউন (ইউনিটা থাকলে পারিবারিক ঐতিহ্য নষ্ট হবে);-)
  • siki | ০১ মার্চ ২০১২ ১১:১৭ | 155.136.80.36
  • বড় চাপ হে।
  • dd | ০১ মার্চ ২০১২ ১১:১৫ | 110.234.159.216
  • এই ভাগ্নে কিন্তু আসোল ভাগ্নে নয়।

    ইটি সাজানো ভাগ্নে। আসলজন প্রিন্সটনে পি হেইচ ডি করছেন। কালকেই টের পাবেন।
  • quark | ০১ মার্চ ২০১২ ১১:০৯ | 14.139.199.1
  • ট্র্যাফিক পুলুশের বাপের ভাগ্যি যে যন্তরটা সাথে ছিল না। থাগলে হয়তো চালিয়েই দিত।
  • Bratin | ০১ মার্চ ২০১২ ১১:০৪ | 14.96.84.3
  • না ডিডি দা, যেটা বলছেন সেট বোধহয় অন্য জিনিস।

    এটা হল একটা ইউজার একটা সাইটে ঢুকে কিছু জিনিস খুঁজছে। ধরা যাক সেটা আমাজন। আমি যেমন আমাজন থেকে প্রচুর দাবা র বই কিনেছি। এবার যেই দেখলো ব্রতীন দাস লগিন করেছে তখন আমি আহে যে যে বই গুলো ব্রাউজ করেছিলাম। বা একই লাইনে নতুন অ্যাভলেবল বই আমাকে দেখাবে। আমি যদি মিডম গেম র ওপর বই কিনে থাকি। ইদম গেমের ওপর আর কিছু বই দেখাবে । এইরকম আর কী!!
  • Sibu | ০১ মার্চ ২০১২ ১১:০৩ | 64.105.143.250
  • এখন থেকে সব পোস্টেই ডিঃ - আমি বলিতেছি। আমার এমপ্লয়াঅর আমাকে এই সব কথা ব্লিবার জন্য পয়্‌সা দেয় না। সুতরাং এইসব কথা তাহার হইতেও পারে, না হইতেও পারে। মোটমাত আমার এই সম্পর্কে কুন দায়িত্ব নাই।

    দেম্বা ও প্পন,

    সাইবার দুনিয়ায় সার্চ হিস্টরী উড়িয়ে দিলেই কি প্রাইভেসী মেলে রে পাগল! ইফ ইউ ওয়ান্ট ইন্টারনেট টু কীপ ইওর সিক্রেট, দেন ইউ কীপ ইট ফার্স্ট। এরিক শ্মিডট উবাচ।
  • ppn | ০১ মার্চ ২০১২ ১১:০০ | 202.91.136.3
  • আর হ্যাঁ, অফিসে ঐগুলো ব্লকড। তবে আমাদের তো আর পার্সোনাল লাইফ বলে কিছু নাই আর। বাড়িতেই প্রচুর কাজ নামাতে হয়, বিশেষ করে সেগুলো যদি রিসার্চ বেসড ওয়ার্ক হয়।
  • demba ba | ০১ মার্চ ২০১২ ১১:০০ | 121.241.218.132
  • কেউ ল্যাপি বগলে বউকে নিয়ে বেড়াতে যায় এই প্রথম দেখলুম!
  • ppn | ০১ মার্চ ২০১২ ১০:৫৮ | 202.91.136.3
  • লগ-ইন হয়ে তো সার্চ করি না। সজ্ঞানে। তবে হতেও তো পারে ঐ সময় জিমেল বা ইউটিউব খোলা ছিল। কে অত খেয়াল রাখে।
  • demba ba | ০১ মার্চ ২০১২ ১০:৫৪ | 121.241.218.132
  • ওর্কুট/পিকাসা/ব্লগার - সব এখন গুগুল। কোথাও একটা লগইন করা মানেই গুগুলে লগ-ইন করা। তাহলে খুব ভালো করে মনে রাখতে হবে - জিমেল/ওর্কুট/পিকাসা/ব্লগার ইত্যাদি খোলা অবস্থায় সার্চ না করতে। তাচ্চেয়ে অফ করে দেওয়া সোজা।
  • Sibu | ০১ মার্চ ২০১২ ১০:৫২ | 207.47.25.82
  • এটা আমার পার্সোনাল কথা। আমার এমপ্লয়ারের কথা হতেও পারে, নাও পারে।

    - তে অনেক্‌গুলো ওপ্তিওন আছে।

    ১। তোমার করা পুরনো সার্চ থেকে বেছে বেছে কিছু সার্চ মুছে ফেলেতএ পার।

    ২। তোমার পুরো সার্চ হিস্টরী মুছে ফেলতে পার।

    ৩, এখন থেকে হিস্টরী রেকর্ড করা বন্ধ করে দিতে পার (pause)।

    যেটা চেঞ্জ হয়েছে সেটা হল এই। আগে সার্চ হিস্টরী পুরো কম্পারে্‌ট্‌নন্টালাইজ ছিল। google.com-এর সার্চ হিস্টরী maps.google.com-এর সার্চ হিস্টরীর সাতেহ কম্বাইন করা যেত না। এখন থেকে সেটা করা যাবে (সাবজেক্ট টু ইউজার হ্যানো-ত্যানো লিগ্যাল মাম্বো-জাম্বো)।
  • kc | ০১ মার্চ ২০১২ ১০:৫১ | 194.126.37.78
  • প্পন, সার্চ করার সময় লগ ইন হয়ে কেন সার্চ করবে?
  • demba ba | ০১ মার্চ ২০১২ ১০:৫১ | 121.241.218.132
  • গুগুল মনে হয় শেয়ার করে, সেই জন্যেই কিছু না রাখাই ভালো।
  • ppn | ০১ মার্চ ২০১২ ১০:৪৯ | 202.91.136.3
  • কেসি, ধরো আমি কাজের জন্য মাসে হাজার খানেক সার্চ করি। অবশ্যই সেইটা ট্র্যাক করলে একটা প্যাটার্ন পাওয়া যাবে। যেটা আমি বা আমার দোকান বর্তমানে কী ধরণের কাজ করছে তার একটা ধারণা দেবে। এখন গুগলকে সেটা কেন স্টোর করতে দেব? সেই ডেটা অন্য কারোর সাথে শেয়ার হবে না ভবিষ্যতে সেটা কে গ্যারান্টি দেবে?
  • kc | ০১ মার্চ ২০১২ ১০:৪৫ | 194.126.37.78
  • আরে ডেম্বু, অন্য কোথায় আর স্টোর হচ্ছে? গুগলেই তো স্টোর হচ্ছে। গুগলতো আমাদেরই। সেই কবতেটা মনে নাই?
    '.... গুগল আমার, গুগল তোমার, গুগল কারুর বাপের নয়!'' ঃ-)
  • demba ba | ০১ মার্চ ২০১২ ১০:৪১ | 121.241.218.132
  • আমিও কখনো এনেবল করেছি বলে মনে পড়ছে না। এখন pause দেখাচ্ছে আমাকেও।
  • demba ba | ০১ মার্চ ২০১২ ১০:৩৯ | 121.241.218.132
  • আমি অ্যাড চাই না বা গুগুলের প্রেসক্রিপশনও চাই না।

    আমার অধিকাংশ সার্চ তো পেপারের নাম - তাই দিয়ে কী হতে পারে জানা নেই, কিন্তু সেই সার্চই বা অন্য কোথাও স্টোর করা থাকবে কেন?
  • kc | ০১ মার্চ ২০১২ ১০:৩৪ | 194.126.37.78
  • বোঝাই যাচ্ছে বেশীরভাগ সার্চারদের সার্চিং চরিত্র বেশ খারাপ। নয়তো এত গোপনীয়তার ক্ষী দরকার?

    ''না না নাআআআ, গোপোনো কথাটি রবেএএনাআআ গোপোনে.......''
  • ppn | ০১ মার্চ ২০১২ ১০:৩৩ | 202.91.136.3
  • না, আমি সজ্ঞানে কখনো এনাবল করিনি।
  • dd | ০১ মার্চ ২০১২ ১০:৩০ | 110.234.159.216
  • কিন্তু এই ওয়েব হিস্ট্রি উড়াবই বা ক্যানো? কি লাভ ?

    গুগুল আমার কি ক্ষেতিটা করবে ? আমি অংকে কাঁচা,মোটা হতে চাই, মাংসাশী, রামপ্রসাদী গান ভালোবাসী,কখনো কোন্নোগর যাই নি,এইসব জেনে গুগুলেরই বা কি লাভ আমারই বা কি অসুবিধে? লোকে এতো গ্যালো গ্যালো করছে ক্যানো?

    গুগুল আমার সম্বন্ধে এই তথ্য কাউকে জানালেই বা তারা কি করবে? আমাকে ঢ্যাঢ়শের ফ্রী কুপন দেবে বা কোন্নোগরের জন্য হাপ টিকিট পাঠাবে?

    আমি এতো প্রাইভেসি লইয়া কি করিবো ?
  • SS | ০১ মার্চ ২০১২ ১০:২৪ | 99.120.125.223
  • আচ্ছা এখন যারা ওয়েব হিস্ট্রি ওড়াচ্ছেন তারা কি আগে এটাকে এনেবল করেছিলেন?
    আমি তো শুধু No thanks আর Turn Web History On এই দুটো অপশন পেলাম।
  • ppn | ০১ মার্চ ২০১২ ১০:২৩ | 202.91.136.3
  • মানে সব উড়িয়ে দেবার পরে "Web History is paused" এইরকম একটা মেসেজ দেখাচ্ছে, পাশে একটা Resume বাটন আছে।

    এর মানে কি এখন থেকে আর ওয়েব হিস্ট্রি স্টোর করবে না?
  • kd | ০১ মার্চ ২০১২ ১০:২০ | 59.93.241.17
  • m, আমি তো এ দেখি। আর একটা বড় সাইট । আরও কিছু সাইট আছে, মনে করার চেষ্টা করছি।
  • ppn | ০১ মার্চ ২০১২ ১০:১৯ | 202.91.136.3
  • হুঁ, আম্মো উড়িয়ে দিলাম। কিন্তু এর পরে কী করতে হবে? ১লা মার্চের পরে আর ডিলিট করা যাবে না?
  • SS | ০১ মার্চ ২০১২ ১০:১৯ | 99.120.125.223
  • :D
  • dd | ০১ মার্চ ২০১২ ১০:১৭ | 110.234.159.216
  • ব্যাংলুরুতে সাফারি আছে, শহর থেকে একটু দুরে বানারঘাটায়। বেশ কয়েকবার গেছি।

    বাগ সিংগি গুলো এতই নিরীহ আর গোবেচারা যে টুরিস্টরা তাদের গায়ে চক খড়ি দিয়ে রাজা লাভস মিনি,পিউ +খোকোন এইসব লিখে দিয়ে আসে।

    সত্তি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত