এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Netai | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:১০ | 122.177.182.89
  • কাজু যা বলেছিল মমদিদি তাই বল্লেন।

    মমদিদি বললেন কাক এ কান নিয়ে গেছে কিনা আগে ক্রশচেক করুন। আগে থেকে চিল্লাবেন না। আমাদের জিজ্ঞেস করে নিন কাকে সত্যি নিয়ে গেছে কিনা।

    ঃ))
  • siki | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:০৯ | 122.177.217.207
  • নেবে কী হে? নিচ্ছে! সুমন দে যে কী কাঁদছে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ আমাদের এতটা গুরুত্ব দেবার জন্য। সেই মুখ্যমন্ত্রী যিনি একদিন আমাদের তাঁর কাছের লোক ভাবতেন ...
  • demba ba | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:০৯ | 14.96.42.132
  • তারানন্দ সেই ঘ্যাম অলরেডি নিয়ে নিয়েছে।

    যাকগে - মমতার বক্তব্য দেখাচ্ছিলো ২৪ ঘন্টায়। এ তো পুরো উন্মাদ।

    কাটোয়া - সাজানো ঘটনা, মহিলার স্বামী সিপিএম সমর্থক
    বাঘাযতীন - সাজানো ঘটনা, উনি তৃণমূল কর্মীদের রাস্তায় নামতে বারণ করেছেন, সিপিএম যদি ১% হয় তাহলে তৃণমূল ৯০%
    বন্‌ধ কালচার - শুধু সিপিএম দায়ী, অ্যাজ ইফ সব বন্‌ধ সিপিএম ডাকতো, মমতা কখনো একটাও করেননি!

    কেউ ব্রিফিংটাও করে দেয়নি। এটা সিপিএমের বন্‌ধ নয়, এটা ১১ টা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘট, যার মধ্যে INTUC, BMS - দুটোই আছে, এবং INTUC মনে হয় CITU-র চেয়ে বড় (সাইজে)। উনি শুধু সিপিএম আর তাদের বন্ধুদের বন্‌ধ করেই চেঁচিয়ে গেলেন। আর ঠিক এই জন্যেই সরকারী ব্যবস্থাগুলো সদিচ্ছার চেয়ে বেশী যে ইগো থেকে সেই ধারণাটা দাঁড়ায়।

    দে - ছবি তুলতে পারিনি, ক্যামেরা নিয়ে বেরোতে দিলো না। সাইকেল নিয়ে আশেপাশে ঘুরে এলাম।
  • lcm | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:০৮ | 128.48.105.104
  • চ্যানেল টেন - সেটা আবার কি?
    নাইন তো ছিল প্যাকার সাহেবের, এটা আবার কাদের - টিটুয়েন্টি?
  • El d | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:০৭ | 220.227.106.153
  • কিন্তু কথা হল চ্যানেল টেন কি বলছে?

    এনি আপডেট
  • lcm | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:০৬ | 128.48.105.104
  • এখোন কি মনে হচ্ছে, ব্যানার্জির জায়গায় কুলকার্নি হলে মন্দ হত না।
  • lcm | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:০৫ | 128.48.105.104
  • বুদ্ধ তো পায়েস কেও ভয় পেত না,
    ব্র্যান্ড বুদ্ধ সারা পিথিবি জুড়ে,
  • ppn | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:০২ | 202.91.136.71
  • মারকে ভয় পান না একমাত্র বুদ্ধদেব।

    সাধে এত ব্র্যান্ড বুদ্ধ করে লাপাত!
  • lcm | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:০০ | 128.48.105.104
  • এগ্‌জ্যাক্‌ট্‌লি।
    ওরা ভগবানকে ভয় পায় না,
    আমরা মারকে ভয় পাই না।
  • ppn | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৫৮ | 202.91.136.71
  • হুম, তাহলে তারানন্দ এইবার ঘ্যাম নেবে এই বলে যে ওদের সাংবাদিক আগের জমানা এই জমানা দুই জমানাতেই নিগ্রহের শিকার হয়েছে।
  • siki | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৫৭ | 122.177.217.207
  • সে তো আজকের পেটানোর ঘটনাও স্টারানন্দ আর স্টার নিউজ ছাড়া কেউই দেখাচ্ছে না। তাতে করে পেটানোর ইমপ্যাক্ট কমে না।
  • lcm | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৫১ | 128.48.105.104
  • এই তো কিছুদিন আগে, মম্‌তা যখন বুদ্ধ আর বিমান বাবুকে হাতজোড় করে নমস্কার করল, তখন আনন্দবাজার হেডলাইন করল - সৌজন্যতার রাজনীতি ফিরে এলো পশ্চিমবঙ্গে।
    শুনে মনটা ভরে গেল, আহা, কি অমায়িক, এত হ্যাঠা খেয়েও কি বিনয় - যেন কোঙার। সকলে কেমন সাধু সাধু করে উঠল, স্টারানন্দের ঘোষক চোখের কোনে আবেগের আনন্দাশ্রু মুছল।
  • PM | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৪৯ | 86.96.226.87
  • সত্যি অবাক হবার কি আছে! অনশনের সময় ২৪ ঘন্টার এক মহিলা সাংবাদিক-কে মারধোর করেছিল বিরোধী থাকা অবস্থাতেই। তখন কেউ অশনি সংকেত দেখেনি। ইন ফ্যাক্ট যদ্দুর মনে আছে স্টার আনন্দ বা আবাপ খবর-ই করে নি সেই সময়। সরকারে এসে তারা দু চারটে সাংবাদিক পেটাবে/লাশ ফেলে দেবে এতে এতো অবাক হবার কি আছে? বিষ গাছ পুঁতলে সে বিষ ফল-ই দেবে.... না দিলেই আশ্চর্য।
  • de | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৪৯ | 203.197.30.4
  • সবেধন নীলমণি ঐ এক থাকলে পাশে যতগুলো খুশী শূন্য বসান না, কেউ মানা করেনি তো!
  • dukhe | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৪৭ | 117.194.247.121
  • আরে সব পার্টিই এক । কংকেই দেখো না - একটি মোটে পরিবার ।
  • lcm | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৪২ | 128.48.105.104
  • তাহলে, তিনোমুলকে বাদ দিয়ে মমতা? দশ-এর শূন্য গেল হাতে রইল এক।
  • dukhe | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৪০ | 117.194.247.121
  • শুধু তারানন্দ কেন, আমি তো পোগো ছাড়া কোন চ্যানেলই দেখি না । ছোটা ভীম । একমেবাদ্বিতীয়ম ।
  • siki | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৩৯ | 122.177.217.207
  • মমতাকে বাদ দিয়ে তিনোমুল পার্টি? মানে এক সংখ্যাটা বাদ দিয়ে দশ লেখা? এই, আপনি আমি ডিডিদা ডেম্বা মিলে যা হয়, মমতা বাদে তিনোমুলও তাই। নেহাতই আমজনতা। ঃ)
  • siki | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৩৭ | 122.177.217.207
  • এখন অবাক হতেও ক্লান্তি লাগে।
  • lcm | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৩৬ | 128.48.105.104
  • তাহলে মমতা বাদ দিয়ে তিনোমুল পার্টিটা কেমন। সিপিএম-এর মতন কি না? এদিকে মদন, তো ওদিকে অনিল। সব এক, সব মায়া।
  • de | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৩৬ | 203.197.30.4
  • ডেম্বাবু ছবি তুল্লেন নাকি কিছু?
  • dd | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৩১ | 110.234.159.216
  • মমতা অম্নি বলেছে বলে অবাক নই। কালকে আবাপের উপর মদন মিত্তিরের হামলা হলেও অবাক হবো না।

    এর আগে সিপিএম আর লক্ষীবোসের যুব কংগ্রেসের হামলাও দেখেছি।

    তবে যেসব বামীরা সুরক্ষিত দুরত্বে বসে আবাপের হাওয়াকলে ভার্চুয়াল ঢিল ছোঁড়েন নেহাৎই অভ্যাসবসে, কি জানি, তাঁদের কোনো লজ্জা হবে কিনা।
  • lcm | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৩:২৫ | 128.48.105.104
  • এ আপনি কেমন কোথা বলছেন। ওরা হামার এগেইন্‌স্টে কোথা বলছে, আর আমি জনোগানকে বলব - দেখুন আপনারা সব স্টারানন্দ দেখুন।
  • lcm | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৩:১৯ | 128.48.105.104
  • ধুর, এত লম্বা নাম হলে কি করে হবে। এতো টাং ট্যুইস্টার।
  • siki | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৩:১৫ | 122.177.217.207
  • এলসিএম,

    আইএনটিটিইউসি। ইন্ডিয়ান ন্যাশনাল তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস।
  • siki | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৩:১৪ | 122.177.217.207
  • স্টার আনন্দের জুনিয়রমোস্ট রিপোর্টার।

    এমনি বললে নির্মল আনন্দ নিতাম। কিন্তু এই স্টেটমেন্টটা এসেছে পেটানোর খবরটা মমতাকে জানানোর পর।

    "ওরা এখন আমাদের বিরুদ্ধে কথা বলে। ওদের চ্যানেল দেখবেন না।'

    এরপর মন্তব্য নিÖপ্রয়োজন।
  • lcm | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৩:১৩ | 128.48.105.104
  • তিনোমুলের ট্রেড ইউনিয়ন দল নাই? কী নাম?
  • siki | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৩:১৩ | 122.177.217.207
  • নেক্রোপলিস, নেক্রোপলিস, নেক্রোপলিস ...
  • lcm | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৩:১২ | 128.48.105.104
  • সে কি? কয় কি! আনন্দবাজার দ্যাখতে মানা করসে! খাইসে...
  • ppn | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৩:১১ | 202.91.136.3
  • কোন চ্যানেলের/সংবাদপত্রের উনি?
  • siki | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৩:১১ | 122.177.217.207
  • মমতা জনসাধারণের কাছে "আপীল' করেছেন, আপনারা স্টার আনন্দ দেখবেন না। ঃ)
  • lcm | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৩:১১ | 128.48.105.104
  • কিন্তু তিনোমুল এত মার্পিট করে ক্যান। ওদের ট্রেড ইউনিয়ন উইং মারপিট করে নাকি?
  • lcm | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০৮ | 128.48.105.104
  • আমি গুলাইসি। মহাদেব মুখার্জি, আর, শিবদাস ঘোষ -
  • siki | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০৭ | 122.177.217.207
  • সাংবাদিক পার্থপ্রতিম ঘোষকে ফেলে পিটিয়েছে তৃণমূল। যাদবপুরের ঘটনা। পার্থপ্রতিম আপাতত হসপিটালাইজড।
  • y | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০৬ | 61.12.12.84
  • এখনো করে। গেলবছর ডিসেম্বরেও মহাদেব মুখার্জী গ্রুপের পোস্টার দেখলুম।
  • lcm | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০৫ | 128.48.105.104
  • হ্যাঁ, ডিডি দা ঠিক মনে করালেন। কমরেড শিবদাস ঘোষ।
  • lcm | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০৪ | 128.48.105.104
  • ধুস্‌। ট্রেড ইউনিয়ন বন্ধ পাত্তা পায় না।
    ইউনিয়নের নেতারা এমনিতেই তাস খেলতে ব্যস্ত।
  • dd | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০৩ | 110.234.159.216
  • শিবদাস ঘোষ, তাকে নিয়ে এক্কেবারে কাল্ট ফিগার বানানো হয়েছিলো পার্টীতে। প্রায় আনন্দমার্গীদের মতন ডেডিকেশন। বোধয় ৫০ বছরের পুরোনো পার্টী, এখনো কোনোক্রমে টিঁকে আছে এক কি দেড়খানা এমেলে নিয়ে।

    কিন্তু উৎসাহের শেষ নেই। আমার দু একজন ঘনিষ্ঠ বন্ধু এসিউসি করতো, আম্মো বেশ কয়েকবার ওদের পার্টী আপিসে গেছি। দেখেছি কি রকম এক ভুল স্বর্গে বাস করে যাচ্ছে, নেশাগ্রস্থের মতন।

    আর মহাদেব মুখার্জীকে নিয়েও অমন কাল্ট ফিগার বানিয়েছিলো একদল নকশাল (প্রো লিন বিয়াও গোষ্ঠী)। সামান্যই লোকজন, ছোট্টো গোষ্ঠী। তাও কি অদ্ভুত সব বিশ্বাস করতো তারা।
  • y | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০২ | 61.12.12.84
  • দাঁড়কাকবাবাকে পেন্নাম।
  • siki | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০২ | 122.177.217.207
  • দিল্লিতেও বোধ হয় কিসুই হচ্ছে না। সমস্ত হিন্দি ইংরেজি চ্যানেলে তো কেবল গাজিয়াবাদের ভোট। কেজরিওয়াল ভোট না দিয়েই গোয়া চলে যাচ্ছিলেন, স্টার নিউজে খবর দেখাতেই এয়ারপোর্ট থেকে ব্যাক টু গাজিয়াবাদ হলেন কেজরিবাবু, ওনলি টু ফাইন্ড আউট, ভোটার লিস্টে তাঁর নামই নেই।

    ডান্স অফ ডেমোক্র্যাসি।
  • keu na 2 | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০০ | 141.0.11.5
  • not just 3 states - m.timesofindia.com/PDATOI/articleshow/12066663.cms
  • lcm | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০০ | 128.48.105.104
  • সুমন দে - কে? এ কি সেই গোল পানা মুখ -- ইদানীং বাংলা সিনেমায় টিভিতে খবর পড়ার সিন থাকলেই নাকি ওকে দেখায়।
  • keu na 2 | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১২:৫৭ | 141.0.11.5
  • left tu na, india r sob central tu - including intuc (cong) and bms (bjp)
  • y | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১২:৫৬ | 61.12.12.84
  • তারানন্দর সাংবাদিককে তিনুরা পেঁদিয়েছে। সুমন দে নাকি তাতে হেবি খচে গেছে।
  • lcm | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১২:৫৬ | 128.48.105.104
  • ওহ্‌, সিপিএম না। ট্রেড ইউনিয়ন বন্ধ। হে হে, সারা ভারত, মানে তিন রাজ্য।
    তাই তো, এস ইউ সি কই? সেই মহাদেব ঘোষ না কার যেন একটা ছবি টাঙাতো...
  • siki | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১২:৫৪ | 122.177.217.207
  • ধুর, সিপিএম আজ পজ্জন্ত কোনও ভ্যালিড কারণে বন্‌ধ ডেকেছে?

    মালদায় শ্রীকুমার মুখার্জি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। একদল কং বা তিনো হঠাৎ তাঁকে ধাক্কা মারতে মারতে এবং খিস্তি মারতে মারতে, বন্দেমাতরম বলতে বলতে শ্রীকুমারকে ফুটিয়ে দিল।

    পুরোটাই ক্যামেরায় ধরা পড়েছে। ঃ-)
  • dd | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১২:৫২ | 110.234.159.216
  • সিপিএম কই? ছিটু আর আর কিছু বাম টিইউ ইন্ডাস্ট্রী বন্ধ ডেকেছে। সারা ভারোত জুড়ে। মানে কেরল,পঃ বংগ আর ত্রিপুরা জুড়ে।

    তো এবার থেকে পঃ বঃ ও আর রইলো না।

    আচ্ছা এসিউসি কই? তাদেরকে বড়ো দেখি না আজকাল?
  • siki | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১২:৪৯ | 122.177.217.207
  • দিদির নতুন মন্তব্য। তারানন্দে দেখাচ্ছে।

    পেছন পেছন সাংবাদিকরা ঘুরছিল। এবং দিদিকে খুঁচিয়ে যাচ্ছিল বিভিন্ন কোশ্চেন করে। দিদি গেছেন খচে। দোতলা থেকে তিনতলায় ওঠার সময়ে, হঠাৎ করে বাঁই করে ঘুরে গিয়ে, সাংবাদিকরা ওপরে আসবেন না। পুলিশকে উদ্দেশ্য করে, "ওদের আসতে দেবেন না, এটা রেসট্রিকটেড এরিয়া, সাংবাদিকরা এভাবে যেখানে সেখানে আসতে পারেন না। ওপরে অনেক গুরুত্বপূর্ণ ফাইল রয়েছে, সেসব চুরি হয়ে গেলে কে দেখবে? কাউকে আসতে দেবেন না।'

    সাংবাদিকরা যথারীতি বক্তব্যটাকে লুফে নিয়েছে এবং অনলাইনে "বিকৃত করছে'। মানে, দিদি কাল নাগাদ এইরকমই কিছু বলবেন হয় তো। ঃ)
  • lcm | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১২:৪৭ | 128.48.105.104
  • ধুস্‌, এসব ফালতু জিনিস বন্ধ ডেকেছে বুঝি সিপিএম। তাহলে আর কে সারা দেবে। আমি ভাবলাম বোধহয় পার্ক স্ট্রিট কেস, রায়গঞ্জ কেস, বর্ধমান কেস - এসব নিয়ে বন্ধ ডেকেছে।
  • arekjon keu ne | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১২:৩৩ | 141.0.10.94
  • apnio jemon. Bhabchen dukhe ota porbe ar porleo bujhbe...
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত